এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৫২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.83.5 | ১৪ নভেম্বর ২০০৭ ১৩:১৮384997
  • r'',

    কাল স্বরাষ্ট্রসচিব প্রসাদরঞ্জন রায় জানিয়েছেন, এখনও পর্যন্ত একজনও মাওবাদীকে খুঁজে পাওয়া যায় নি। সরকারি ভাষ্য।

    এখনও পর্যন্ত একজনও সিপিএম গুণ্ডাকে খুঁজে পাওয়া যায় নি, এ কথা বলার অবশ্য আর কোনও রাস্তা নেই, তবে ঐ আর কি ... আদালতে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে গুন্ডা বলা ঠিক নয়।
  • r" | 203.196.253.193 | ১৪ নভেম্বর ২০০৭ ১৪:১২384998
  • শমীক , মাওবাদীদের এত আড়াল করার চেষ্টা কেন?
    ধরা পড়ে নি , কিন্তু মাইন সহ উপস্থিতির প্রমাণ যথেস্ট মিলেছে, বাম-ডান সব মিডিয়া তাই লিখছে / দেখাচ্ছে।

    স্বরাষ্ট্রসচিবের মতামত / প্রেস বিজ্ঞপ্তি গত এগারো মাসে একবারও রেফার করেছেন ? নন্দীগ্রাম সংক্রান্ত বিষয়ে?

    আরেকটা কথা , " সি পি এম গুন্ডা " যত সহজে উচ্চারণ করছেন মাওবাদী বা তৃণমূল গুন্ডা বলতে এত দ্বিধা কিসের,
    না আমি মোটেও আপনাকে "তৃণমূল" বলছি না,

    কিন্তু এত দ্বিধা কিসের ?
  • Samik | 122.162.81.95 | ১৪ নভেম্বর ২০০৭ ১৪:৩৪384999
  • ভাই r'',

    তোমার মনে হল বুঝি আমি মাওবাদীদের আড়াল করার চেষ্টা করছি? তা হলে আর কিছু বলার নেই। কিচ্ছু না।

    তবে তোমার দূরদৃষ্টির ভাই সত্যি প্রশংসা করতে হয়। মাইন দেখেই মাওবাদী বুঝে ফেললে?

    অসা!
  • Arpan | 193.134.170.35 | ১৪ নভেম্বর ২০০৭ ১৬:৪৬385000
  • অশোক মিত্রের প্রবন্ধ। নাম উল্লেখ করলাম নাহ'লে প্রবন্ধটি পড়ে এঁকেও মাওবাদী মনে হতে পারে। বা তাদের প্রতি সহানুভূতিশীল।

    http://www.anandabazar.com/14edit3.htm
  • kc | 141.61.1.25 | ১৪ নভেম্বর ২০০৭ ১৯:৪৬385001
  • জানি না মাও বাদীদের কাউকে ধোরা যাবে কিনা, জানি না কে কাকে মার ছে, এইটুকু জানি চোখের বদ্‌লা চোখ হলে এক দিন সবাই অন্ধ হোয়ে যায়।
  • m_s | 202.78.237.240 | ১৪ নভেম্বর ২০০৭ ২১:০০385002
  • নন্দীগ্রামে শিল্পের জন্যে সরকার জমি-অধিগ্রহণ করবে না, একথা সবাইকে জানানোর জন্যে যে নির্দেশ জেলা-D.M.কে দেওয়া হয়েছিল ব'লে আমরা জানতে পেরেছি D.M.এর নোটিস থেকে, সেই নোটিস সম্পর্কে কিছু কথা আগেই লিখেছি। তবু আরেকবার মনে করিয়ে দিলুম।

    ১) এই নোটিসে নির্দিষ্ট কোন সময়-সীমা দেওয়া নেই। মানে, আগামী কতো মাস/বছরের জন্যে জমি অধিগ্রহণ না-করার এই সিদ্ধান্ত সরকার নিয়েছে, সে কথা ঐ নোটিসে লেখা নেই।

    ২) এই নোটিসের পরে জমি-অধিগ্রহণ হ'লে, সে'টি কখনই সরকারের তরফ থেকে কোন আইন-বিরুদ্ধ কাজ হবে না ।

    ৩) দেশের কোন আইন অনুযায়ী এ'ই নোটিস আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না।

    ৪) এই নোটিসের ভিত্তিতে দেশের কোন আইন অনুযায়ী জমি-অধিগ্রহণের ব্যাপারে কোন নিষেধাদেশ (injunction) বা স্থগিতাদেশ (stay order) জারী করতে আদালত পারবে না।

    নন্দীগ্রামে শিল্পের জন্যে সরকার জমি-অধিগ্রহণ করবে না -- শুধু এই কথাটুকু (সরকারী স্তরে আইনী স্বীকৃতি-বিহীন কোন কথাই ""কথা-দেওয়া'' হয় না .... সেই ""শুধু মাত্র'' কথাটুকু) সবাইকে জানানোর জন্যে যে নির্দেশ জেলা-D.M.কে দেওয়া হয়েছিল , সেই দায়িত্বজ্ঞানহীন নির্দেশের আইনী-মূল্যহীন কথাটুকু নোটিসের মাধ্যমে D.M. আমাদের জানিয়েছেন।

    জমি অধিগ্রহণ না-করার ব্যাপারে জেলা-D.M.কে নির্দেশ দিয়ে জারী করানো এই ধরনের নোটিসে লেখা ফালতু কথাগুলিকে মানুষ যদি পাত্তা না দেন , আর যদি এ'টিকে সরকারের সদিচ্ছার অভাবের নমুনা কিংবা একটি মিথ্যে আশ্বাস আর রাজনৈতিক চৌকস-চাল ব'লে মনে করেন, তবে তাদের দোষ দেওয়া যায় না। বিশেষ ক'রে যদি জমি তাদের হয়, আর তাদের নিজেদের জীবনে যদি এর আগে ১৪ইমার্চ২০০৭'এর কালরাত্রি এসে থাকে।

  • Binary | 198.169.6.69 | ১৪ নভেম্বর ২০০৭ ২১:৫০385004
  • প্রজিতের ভিডিওটাতে, লাস গুম করার ছবিটা এতো কাছ থেকে ...... প্রজিত তুলল, আর সিপিএম গুন্ডারা সেটা এমনি এমনি তুলতে দিল ...... মাইরি ...... বাঘও ঘাস খায়।
  • mita | 24.211.173.47 | ১৪ নভেম্বর ২০০৭ ২২:১৬385005
  • বাইনারি, আপনি কে আমি জানিনা, কিন্তু দোহাই, এবার থামুন।
  • r | 59.162.191.115 | ১৪ নভেম্বর ২০০৭ ২২:২৬385007
  • যাঁরা আজ যেনতেনপ্রকারেণ সরকার ও পার্টিকে সমর্থন করছেন, অসমর্থনযোগ্যকে সমর্থনের ঢঙে, তাদের আমি বুঝতে পারি। কারণ আমার জন্ম ও বেড়ে ওঠা সি পি এমের অন্দরমহলে। সাতাত্তরে বাবার হাত ধরে সেইদিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জয়োৎসবের মশাল জ্বলতে দেখেছি। ক্লাস ওয়ানে পড়ার সময় মায়ের হাত ধরে বস্তিতে ঘুরতাম গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য জোগাড়ের জন্য। ক্লাইভ হাউস ময়দানে জ্যোতিবাবুর প্রকাশ্য সভায়, প্রমোদবাবুর প্রকাশ্য সভায় যোগদানের জন্য মিছিলে হেঁটেছি, সেও প্রায় সেই বয়সে। বাবা রাতের পর রাত বাড়ি ফিরতেন না, তখন রাজারহাটে ভেড়িমালিকদের বিরুদ্ধে আন্দোলন চলছে বলে। এই দীর্ঘকালের রাজনৈতিক সংস্রব এবং সি পি এমের রাজনৈতিক সংস্রব আমাকে বামপন্থা শিখাক না শিখাক, একটা জিনিষ শিখিয়েছে, একটা সময়ের পরে ক্ষমতাকে প্রশ্ন করতে হয়, মানুষের সাথে পা মিলিয়ে ক্ষমতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হয়। আজ যারা অসমর্থনযোগ্যকে সমর্থনের প্রাণান্তকর প্রয়াস চালাচ্ছেন, তাদের ভেবে দেখতে বলব, তারা প্রকারান্তরে পার্টিটার ক্ষতি করছেন না তো? যে বিভাস চক্রবর্তীর চাকরি চলে গিয়েছিল সি পি এম সমর্থনের অভিযোগে, যে শঙ্খ ঘোষ বাজপেয়ীর হাত থেকে পুরষ্কার নেবেন না বলে সরস্বতী সম্মান প্রত্যাখ্যান করেছেন, যে কৌশিক সেন সি পি এমের প্রার্থীর সমর্থনে দিনের পর দিন নির্বাচনী প্রচার করেছেন, যে সুমন মুখোপাধ্যায়ের নাটক শিখেছেন বাবার হাত ধরে আই পি টি এ-তে, আজ তারা হলেন ধান্দাবাজ, আমেরিকার দালাল? আর যে বুদ্ধদেব গুহ এই সেদিন বি জে পির সমর্থনে স্বাক্ষর দিয়েছেন, যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মমতার সভায় গিয়ে বক্তৃতা করেছেন, তাঁরা আজ বুদ্ধদেববাবুর সমর্থনে মিছিল করছেন, তাঁরাই আজ সি পি এমের সাংস্কৃতিক মুখ?
  • mita | 24.211.173.47 | ১৪ নভেম্বর ২০০৭ ২২:২৭385008
  • আগের পোস্টটার জন্যে সরি। এটা ওপেন ফোরাম, কারুকে থামতে বলা আমার উচিত হয়নি, হয়তো বিরক্তি প্রকাশ করতে গিয়ে বেশি বলে ফেলেছি। Again, I apologize.
  • Binary | 198.169.6.69 | ১৪ নভেম্বর ২০০৭ ২২:৩৮385009
  • মিতা,

    থামবো কেন ? আর কখন ? আমার কিছু আগের পোস্ট দেখতে পারেন, ম্‌ত্যুর প্রতিবাদ হোক, রং না দেখে ...... মোমবাতী জ্বলুক সবার জন্য ....... কিন্ত যখন দেখি, কোনো কোনো ম্‌ত্যু কে জাস্টিফাই করা হচ্ছে, তখন-ই বলতে হয় ....
  • bozo | 129.7.131.198 | ১৪ নভেম্বর ২০০৭ ২২:৪৭385010
  • রঙ্গন দা কে,
    ওর্কুটে পড়েছি তাই বিশ্বাসযোগ্যতা নেই। সুমন মুখোপাধ্যায় বলে বলেছেন যে শাসক দল তার নাটকের বিরুদ্ধে সেই জন্য তিনি বিরোধী হয়েছেন। এটা টি ভি চ্যানেলে দেখানো হয়েছে।
  • r | 59.162.191.115 | ১৪ নভেম্বর ২০০৭ ২২:৫৫385011
  • সুমন মুখোপাধ্যায় যেটা বলেছেন: তিস্তাপারের বৃত্তান্ত প্রযোজনার সময় থেকেই একধরনের চাপা হুমকির ভাব ছিল: যা করছ ঠিক করছ না। তখন থেকেই তিনি বুঝতে পারেন কোথাও একটা ছন্দপতন হচ্ছে। প্রান্তিক মানুষ বাঘারুর কাহিনী অভিনয় করার বিরুদ্ধে নইলে বামপন্থীদের কোনো অভিযোগ থাকতে পারে না।
  • ranjan roy | 122.168.71.229 | ১৪ নভেম্বর ২০০৭ ২৩:১৩385012
  • Duকে,
    ভাই, তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমার লেখা পড়ে কোথায় মনে হল যে আমি বলছি-- মোদিরা যা করেছে ওটা গোধরায় রেলে আগুন দেওয়ার প্রতিক্রিয়া!
    আমি তো তোমাকে লেখা সেকেন্ড পোস্টে স্পষ্ট বলেছি যে ওটা মোদিদের ক্যাম্পেন,অজুহাত। ওটা পূর্বপরিকল্পিত সবাই জানে।
    আমার কথা বুদ্ধবাবুর প্রায় একই রকম ""প্রতিক্রিয়া'' মার্কা অজুহাতে( পেড ইন সেম কয়েন?)।
    আর গোধরার ব্যাপারে যার ইচ্ছে প্রতিবাদ করবে যার ইচ্ছে করবে না-এটা ঠিক হজম হলো না।
  • ranjan roy | 122.168.71.229 | ১৪ নভেম্বর ২০০৭ ২৩:২৩385013
  • অরিজিৎকে,
    আজ Bl এ দেখলাম- তোমার দ্ব্যর্থহীন
    ভাষায় মুখ্যমন্ত্রীর অমানবিক বক্তব্যের নিন্দে,আর প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলানোর ঘোষণা। আমি সেন্টিমেন্টাল ফূল! আমার চোখে জল! এই তো আমার চেনা অরিজিৎ- যে জোয়ান বেইজের লাইভ প্রোগ্রাম শুনতে অনেক দূর যায়। যে অনুরোধে পুরো ""জেরুজালেম'' গানটাই BL এর পাতায় তুলে দিয়েছিল।
    আমি এও জানি প্রিয় দলের নেতার বিরুদ্ধে এমনি খোলা স্টেটমেন্ট দিতে তোমার কত কষ্ট হয়েছে! আমি তোমার হাত ধরে ঐ মিছিলে হাঁটছি।
    কারণ, অন্ধ আনুগত্য ( তা' সে ধর্মীয় বা রাজনৈতিক যাইহোক) কেবল চারপাশে অন্ধকার বাড়ায়।
  • . | 59.93.193.45 | ১৪ নভেম্বর ২০০৭ ২৩:২৭385014
  • পূর্ব মেদিনীপুরে স্টার আনন্দ, তারা টিভি ও কলকাতা টিভির প্রচার বন্ধ করা হয়েছে বলে ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা করা হলো।

    দীপক সরকার কলকাতা টিভির সাংবাদিককে বর্তমান ও কলকাতা টিভির লোকেদের "পাগল""ছাগল" বললেন। তাঁকে এ কথা বলতে সরাসরি দেখালো স্টার আনন্দ।
  • Du | 67.111.229.98 | ১৪ নভেম্বর ২০০৭ ২৩:৩৫385015
  • আমার মনে হয় যার যাতে প্রতিবাদ করার কথা মনে হয়েছে তার সেটা করা উচিত। নিজে না করে অন্যেকে তুমি কেন ওটা নিয়ে প্রতিবাদ করলে, কেন এটা নিয়ে করলে না এতে ঝগড়া ছাড়া আর কিছু হয়না।
    আপনার কাছে গুজরাট দাঙ্গার প্রতিবাদ খুব স্বাভাবিক মনে হয়েছে করেছেন। আবার আপনিই হয়তো বাংলাদেশ উদ্বাস্তু নিয়ে কিছু বলেননি। আমার কথা হল আমার যদি প্রথম বিষয়ে কিছু না বলার থাকে আমি চুপ থাকতে পারি এবং দ্বিতীয় বিষয়ে বলার থাকলে সেটা আমিই বলবো। আপনি কেন বলেননি সেই নিয়ে আপনাকে হেনস্থা করার কিছু আছে কি এর মধ্যে? আমার বক্তব্য এটাই।
    ব্যক্তিগত ভাবে গুজরাট দাঙ্গা আমার কাছে চরম ব্যথার জায়গা, কিন্তু অনেকেরই নয় এটা আমি জানি। আপনার যেটা হজম হয়না সেটা আমারও হয় না, কিন্তু হজম করার চেষ্টা করি, কারন যে কোন মত রাখাটা মানুষের অধিকার।
  • saa | 81.107.204.24 | ১৪ নভেম্বর ২০০৭ ২৩:৫৭385016
  • মজলিশে অরিজিতের লেখা পড়েছি। অরিজিতকে সত্যিকারের একটা লাল সেলাম জানালাম।
    হাত ধরে আমিও হাঁটলাম সবার সাথে। অন্ধ আনুগত্যের অন্ধকার থেকে বেরিয়ে আসুন আরো সবাই----
    রাজা আসে রাজা যায়
    মুখ আর রং বদলায়
    কিন্তু দিন বদলায়না।
  • . | 59.93.193.45 | ১৫ নভেম্বর ২০০৭ ০১:০৮385018
  • নন্দীগ্রাম নিয়ে আজকের মিছিলের পর আগামীকাল আরেকটি যে মিছিল নন্দীগ্রামের "শান্তি"-র উদ্দেশ্যে ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে চারটেয় হবার কথা, তাতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন -

    সৌমিত্র চট্টোপাধ্যায়
    সুনীল গঙ্গোপাধ্যায়
    মিঠুন চক্রবর্তী
    দিলীপ রায়
    নীলকণ্ঠ সেনগুপ্ত
    দেবেশ রায়
    ঊষা গাঙ্গুলী
    সুবোধ সরকার
    মল্লিকা সেনগুপ্ত
    বুদ্ধদেব গুহ
    তপন সিংহ
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    সৌমেন্দু রায়
    বিপ্লবকেতন চক্রবর্তী
    বিপ্লব চট্টোপাধ্যায়
    অরিন্দম শীল
    অমর পাল
    আবুল বাশার
    দ্বিজেন মুখোপাধ্যায়
    নব্যেন্দু চট্টোপাধ্যায়
    দেবদুলাল বন্দোপাধ্যায়
    পরাণ বন্দোপাধ্যায়
    বুদ্ধদেব দাশগুপ্ত(সরোদ)
    কুশল চক্রবর্তী
    বিজন চৌধুরী
    ওয়াসিম কাপুর
    পাপিয়া অধিকারী
    খেয়ালী দস্তিদার
    সুরজিৎ সেনগুপ্ত
    তরুণ মজুমদার
    পি সি সরকার
    জুন মালিয়া
    শোভা সেন
    শুভেন্দু মাইতি

    প্রসঙ্গত: ঊষা গাঙ্গুলী ১৪/১১-র মহামিছিলে ছিলেন এবং মঞ্চ থেকে ' কলকাতা! কলকাতা! ডোন্‌ট্‌ ওয়ারি, কলকাতা!"-র সুরে নন্দীগ্রাম! নন্দীগ্রাম! কথা দিয়ে একটি গানও গেয়েছেন।
  • nyara | 67.88.241.3 | ১৫ নভেম্বর ২০০৭ ০১:২৩385019
  • ফুঁটকিবাবু বোধহয় ঊষা গাঙ্গুলি আর উত্থুপে গুলিয়ে ফেলেছেন। উত্থুপ গান করেন, গাঙ্গুলি নাটকের লোক।
  • r | 59.162.191.115 | ১৫ নভেম্বর ২০০৭ ০১:২৪385020
  • ১৪/১১ ঊষা গাঙ্গুলী মঞ্চে ছিলেন না, ঊষা উত্থুপ ছিলেন এবং গান গেয়েছেন। ১৫/১১ যে ঊষা গাঙ্গুলী যোগ দেবেন তিনি "রঙ্গকর্মী" দলের নাট্যপরিচালিকা।
  • . | 59.93.193.45 | ১৫ নভেম্বর ২০০৭ ০১:৫৯385021
  • আগের আগের পোস্টিংএ একটা মারাত্মক ভুল হয়েছে, উষা উত্থুপের জায়গায় উষা গাঙ্গুলির নাম চলে আসায়।

    বস্তুত: মঞ্চের ঐ গানের সময় আমি পাশের নচিকেতাদের মঞ্চে ছিলাম, কিন্তু রাতে ২৪ ঘণ্টার চ্যানেল-এ ঊষা গাঙ্গুলির নাম ১৫/১১-র মিছিলে দেখে অবাক হই, কারণ ওর নাটকে সিপিআই-এমের সমর্থকেরা(?) বেশ কবছর আগে ঝামেলা করেছিলো।

    ওঁর নাম দেখে প্রশ্ন করায় আমাকে কেউ বলেন যে উনি আজকের মিছিলেও ছিলেন, গানও গেয়েছেন, ইত্যাদি। বারবার জিজ্ঞাসা করার পরে তিনি একই কথা কন্‌ফার্ম করেন।

    এখন আপনাদের লেখা দেখে ওনাকে বলাতে উনি ভুল স্বীকার করেন।

    তবুও এ লেখা যখন আমার, আমি এই ভুলের জন্য আন্তরিকভাবে দু:খিত।

  • . | 59.93.193.45 | ১৫ নভেম্বর ২০০৭ ০২:১৮385022
  • আজকের এই ঝোড়ো সময়ে এত ভালো মিছিলের সাথে সাথে এ কথাগুলোও বলা দরকার যে মিছিলটি গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার পরিবর্তে হঠাৎ কেন মেট্রো-র সামনে শেষ করানো হোলো, তা অধিকাংশ লোকই জানতেন না। যে মঞ্চটি মেধার ধর্ণার জন্য এতদিন ওখানে ছিলো, সেই একই মঞ্চে সমস্ত কলাকুশলী বা অভ্যাগতদের স্থান সঙ্কুলান হওয়া অসম্ভবই ছিলো প্রায়। ফলে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

    দ্বিতীয়ত: কোন ব্যানার-হীন মিছিলের পরে কৌশিক সেন যেভাবে নাম করে মেডিকাল সার্ভিস সেণ্টারের দুই মুখপাত্রকে বক্তব্য রাখতে দিলেন সেটাও অদ্ভূতই লেগেছে। Medical Service Centre অবশ্যই একটি রাজনৈতিক দলের Medical Wing, ঠিক যেরকম People's Health

    হতে পারে এই কারণেই নচিকেতা, প্রতুল আরেকটি সমান্তরাল মঞ্চ করে (বলা ভালো, প্রধান মঞ্চ থেকে দূরে লেনিনের মুর্তির সামনে একটি টেম্পো-র মাথায় দাঁড়িয়ে) বিভিন্ন গান পরিবেশন করতে থাকেন, ঠিক একই সময় যখন প্রধান মঞ্চ থেকে পল্লব কীর্তনিয়া বা অন্যান্য কেউ গান পরিবেশন করছেন।

    এবং মিছিলে আসা মানুষেরাও দুটো ভাগ হয়ে দুটি মঞ্চের সামনেই বসে বা দাঁড়িয়ে গান শুনতে থাকেন।

    দুটি মঞ্চের ব্যাপারটা ব্যক্তিগতভাবে খুব দৃষ্টিকটু লেগেছে, ঠিক যেমনই কৌশিক সেন-এর মুখ থেকে Medical Service Centre-এর নাম এবং তদুপরি সেই মেডিকাল সংস্থার তরফ থেকেও একইরকম নিজেদের রং জাহির করেই বক্তব্য রাখা। দুজন বক্তার মধ্যে একজন অবশ্য অপেক্ষাকৃত সংযত ছিলেন।

    কৌশিক সেন সভার শেষ ঘোষণার পরেও সভা চলতে থাকে। সুজাত ভদ্র, তারা টিভি-র এক সাংবাদিক, নন্দীগ্রাম থেকে আসা দুজন মহিলার বক্তব্যপেশ, ইত্যাদি হবার সময় ভীড় খুবই কমে গিয়েছিলো। যদিও এই ভাঙা সমাবেশটিও অনেকক্ষণ চলে। এবং অজানিত কারণে প্রথম সভায় বক্তব্য রাখার পরেও মেধা পাটেকার এই ভেঙে যাওয়া সমাবেশেও আবার দ্বিতীয়বার বক্তৃতা দ্যান।

    বুদ্ধদেবের "উদ্ধত" বক্তব্যগুলোও এই সময়েই মঞ্চ থেকে জানানো হয়।

  • Jay | 90.208.19.241 | ১৫ নভেম্বর ২০০৭ ০৪:৩৮385023
  • প্রসঙ্গ- সুর্যোদয়: বিমান বসু বলেছেন নন্দীগ্রামে সুর্যোদয় হয়েছে! স্টার আনন্দে সেটা অদ্ভুত ভাবে দেখাচ্ছিল- ভীষণ ফানি লাগছিল। অবশ্যি অমন না করলেও ফানি লাগত। (সিপিএম বোধকরি অনিল বিশ্বাসকে খুব মিস করছে, অন্তত: রসগোল্লা ছোঁড়া ইত্যাদি বলতেন না) যাইহোক আজকের মিছিলের ক্লিপিংস দেখতে দেখতে মনে হল বোধহয় কোথাও একটা সুর্যোদয় হয়েছে- আমাদের চেতনায় কি? কে বলতে পারে মানানসই বা মিনিংফুল বিরোধী/অল্টার্নেটিভ শক্তির উদয় হবে এখান থেকে?
    প্রসঙ্গ-মিছিল: খুব ভালো লাগছিল- আবার খারাপও- থাকতে পারলাম না বলে। এত লোক, এত গুনী লোক, এত গান, এত আবেগ কেমন একটা মৌতাত তৈরী করে। আর সেটাকেই ভয় করে। পাছে হাইজ্যাক না হয়ে যায়। উদ্দেশ্যটা না গুলিয়ে যায়। কিছু সাইড এফেক্ট থাকবেই। আমরা সতর্ক থাকব। ( রুকবানুর রহমান মিছিলে হেঁটেছেন- সেটাই যেন খবর না হয়, এই মিছিল শুধুই যেন খবর না হয়)
    প্রসঙ্গ-বহিরাগত: শমিক কোথাও লিখেছেন মফস্বলে তিনি সিপিমের দাদাগিরি দেখেছেন। হয়ত অনেকেই। আমিও। তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, বাবা শিশির অধিকারী এঁদেরও আমি ছোট বেলা থেকে দেখেছি- অভিজ্ঞতা কিছু আলাদা নয়। নন্দীগ্রামের ঘটনা নিয়ে যাঁরাই নাড়াচাড়া করছেন তাঁরাই জানেন এরা দুই-ই ভুমি উচ্ছেদ কমিটির মূল- টাকা পয়সা/ লোকবলের আসল যোগানদার। এঁরা কেউই নন্দীগ্রামের নন। সুকুর, তাপসকে জাস্টিফাই নয়- কখনো নয়- শুধু অন্য পাশের খবর।
    প্রসঙ্গ- বুকা: বুদ্ধদেব বুকা। সিপিএম বুকা। একি মরণ কালে বুদ্ধিনাশ!!! আমি লজ্জিত। কোথাও একটা গোলমাল হছে। একইভাবে লজ্জিত হতে হয়েছে আমায় সুমন মুখোপধ্যায়ের নাটক নিয়ে সিপিমের স্ট্যান্ড নিয়ে। ভুল বড় বেশী হচ্ছে- তার থেকে বড় কথা ভুলটা স্বীকার করা হচ্ছেনা। আর স্বীকার না হলে শোধরানোর কোন চেষ্টাই হবে না। উল্টে ঔদ্ধত্য - বেশ করেছি ভাব। শেষের শুরু?
    একটু অন্য প্রসঙ্গ- এনডিটিভিতে দেখলুম সোমনাথ চ্যাটার্জী জে এন ইউতে গিয়েছিলেন। বামপন্থী ছাত্ররা নন্দীগ্রাম নিয়ে ব্যারিকেড করছে। কোথায় একটা ভালো বোধ হচ্ছিল। এখনও পর্যন্ত কোলকাতায় কেমন ছাত্ররা অংশগ্রহন করছে? জে এন ইউতে বামপন্থী ছাত্র বলতে কারা- কেউ জানেন?- নিষ্পাপ প্রশ্ন। এঁরা কি সিপিআই? পোস্টার দেখলুম যেন?
    অন্য রাজ্যের এক কলিগ নন্দীগ্রাম নিয়ে জিজ্ঞেস করছিলেন- অস্বীকার করব না এই প্রথম বাংলাকে নিয়ে লজ্জিত হলাম। বুকা বুদ্ধদেব আপনাকে ধন্যবাদ।
  • Suvajit | 124.184.173.186 | ১৫ নভেম্বর ২০০৭ ১৬:৫২385024
  • কিছু কথা।
    ১। প্রতিবাদ - অরিজিতের মজলিসের লেখা পড়ে অনেকেই তাকে লাল সেলাম জানিয়েছেন। গুরুতে অরিজিতের বক্তব্যের সংগে অনেকেই একমত হচ্ছিলেন না, এমনকি এখনো কি ভাবে অরিজিত খোলাখুলি প্রতিবাদ করছেন না তা নিয়ে বিস্ময় প্রকাশ করছিলেন। অরিজিত যে পয়েন্টটা বলতে চাইছিলো যে ব্যক্তি ও রাজনৈতিক বিশ্বাস/দলীয় আনুগত্য দুটো আলাদা জিনিস, সেটাও বিশেষ আমল পায়নি।
    আমার মতে এও একধরনের আমরা ওরা চিন্তা। কে কিভাবে প্রতিবাদ করবে বা আদৌ করবে কি না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তুই প্রতিবাদ করছিস না কেন বলে তার গলা টিপে ধরাটা যেমন ভুল তেমনি আজ ও প্রতিবাদ করেছে বলে আমাদের দলে এল বলে ফুলমালা পরানোটাও কাজের কথা নয়।
    ২। পাটকেল - বুদ্ধবাবু যখন বলেন paid back in their own coin তখন সামগ্রিক ভাবে নিন্দা/ঘৃনা করলেও বোঝার চেষ্টা করি যে কোন বিশ্বাস থেকে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন। মুখ্যমন্ত্রী হিসাবে তাকে নিশ্চয়ই বহু আমলা, মন্ত্রী, পার্টিকর্মী, পুলিস সবার ওপর নির্ভর করতে হয়। এবং সবার মতামত শুনে একটা স্ট্যান্ড নিতে হয়। অনেক সময় চাপে পড়েও নিতে হয়। তো এখানেও মুখ্যমন্ত্রী একটা স্ট্যান্ড নিয়েছেন, এবং সেটা যতই নিন্দনীয় হোক না কেন, সেটার পক্ষে স্টিক করে আছেন। কেননা আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী ও তার উপদেষ্টারা ভোটের অংকে এই ঘটনার প্রভাব কি পড়বে সেটা হিসাব করেই অ্যাকশনের পরিকল্পনা করেছেন। তো তাতে আপাতদৃষ্টিতে যা দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে সি পি এমের ভোটবেসে খুব একটা হেরফের হবে না।
    আর যখন ঢিল পড়ছিলো, মার্চ থেকে নভেম্বর, তখন সত্যই তো কোনো বুদ্ধিজীবিকে দেখা যায় নি এই ভাবে সঙ্ঘবদ্ধ হয়ে ঘরছাড়াদের ঘরে ফেরানোর আবেদন জানিয়ে মিছিল করতে। বুদ্ধদেব যদি বুদ্ধিজীবিদের আচরনে পক্ষপাত খুঁজে পান তাহলে তাকে দোষ দিয়ে লাভ নেই।
    কিন্তু আগেই বলেছি প্রতিবাদ করাটা মানুষের ব্যক্তিগত ইচ্ছা।
    ৩। হিংসার ব্যারোমিটার - এই টইতেই কেউ লিখেছেন যে হিংসার বেশীকম হয় না। হিংসা হিংসাই।
    মানতে পারছি না। মানতে পারছি না বলেই ১৪ই মার্চের পরে সৌমিত্রের লেখা পড়ে লোকে এতটা চমকে উঠেছিলো। আজও যখন পড়ি যে এলাকা দখল করে পরাজিত গ্রামবাসীদের সামনে বেঁধে (শুওর ভেড়ার মতো) 'ঘরফেরা' গ্রামবাসীরা এলাকায় চলে বেড়াচ্ছে তখন আরও একবার শিউরে উঠতে হয়।

  • Arijit | 128.240.229.66 | ১৫ নভেম্বর ২০০৭ ১৭:১৫385025
  • "আমাদের নানান মতে
    নানান দলে দলাদলি
    কেউ বা চলে ডাইনে
    বা কেউ বাঁয়ে চলি
    এক সাগরে তুলেছি ঢেউ
    কেউ বা ধর্মী, বিধর্মী কেউ
    সবার চোখে স্বপ্ন ভাসে
    স্বাধীন সুখী দেশ
    শান্তি ঘেরা ঘরে গড়ি
    প্রাণের পরিবেশ।
    মোরা সবাই তখন
    একসাথে ভাই মিলি।'

    আমি শুধু এই কথাটা বলতে চাইছি। ১৪ই মার্চের নিন্দা করবো, পাশাপাশি এগারো মাস ধরে লোককে তাড়ানোর নিন্দাও করবো, সাংবিধানিক পদ থেকে বুদ্ধবাবুর politics of retribution-কে সমর্থন জানানোর নিন্দাও করবো। আজ প্রতিবাদ করা উচিত ছিলো, তাই করেছি - কাল অন্য কোনো ইস্যুতে আবার সমর্থনও করতে আটকাবে না। আমি আজন্ম সিপিএম, কালও ছিলাম, আজও আছি, কালও থাকবো - যদি আমরা আর ওরা-র খেলার চক্করে তাড়িয়ে না দেয় - বা যদি আর কোনকিছুই সমর্থনযোগ্য না থাকে। নীতির লড়াই, ব্যক্তির নয় - এটুকুই বলার। মাথায় তুললে নিজেকে আরো ছোট লাগে।
  • bhonda | 82.198.250.14 | ১৫ নভেম্বর ২০০৭ ১৮:২২385026
  • অন্যায় কে অন্যায় বলতে পারা, সাদা কে সাদা কালোকে কালো --- এটুকুর সৎসাহস যদি হারিয়ে যায় তবে কি আর মানুষ মানুষ থাকে?
    অন্ধ আনুগত্যে তাইই হয় মাঝেমাঝে। মৌলবাদী এদের ই বলে। যে কেউ মৌলবাদের ঘেরাটোপ থেকে বেরোলে তাকে অভিনন্দন জানানো উচিৎ।
  • Samik | 122.162.81.108 | ১৫ নভেম্বর ২০০৭ ১৮:৪৯385027
  • আমি ভাটিয়ালিতে মল্লিকা / সৌমিত্রর কথা তুলে ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। অরিজিৎ আজ প্রতিবাদ প্রথম জানাচ্ছে না, সেদিন ১৪ই মার্চও জানিয়েছিল। প্রতিবাদ না করলেই সে "ওরা', আর করলেই "আমরা', এ রকম ভেবে ফেলছি না তো আমরা? জগৎটা ঠিক এই রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় কিন্তু।
  • Debu | 170.213.132.253 | ১৫ নভেম্বর ২০০৭ ২৩:৪০385029
  • দেখুন ক্লিপ টা

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন