এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৫২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • m_s | 203.171.241.50 | ১৯ নভেম্বর ২০০৭ ২০:৪৩385063
  • কালকের শেষ পোস্টিংএ, মহামিছিলে বিলি-হওয়া লিফলেট থেকে ১২নভেম্বরের দৈনিক স্টেটসম্যানে বেরুনো সুকুমার মিত্রের যে প্রতিবেদন'টির কিছু অংশ লিখেছিলুম , সেই লিফলেট'টি এখানে দিলুম। পড়তে অসুবিধে হ'লে, ছবি বড় ক'রে নেবেন।

    সামনের পাতা :



    উল্টো পাতা :

  • m_s | 203.171.241.50 | ১৯ নভেম্বর ২০০৭ ২০:৪৬385064
  • ছবির সাইট আসছে না। দেখি অন্য কোন url দেওয়া যায় কি না।
  • Arijit | 128.240.229.68 | ১৯ নভেম্বর ২০০৭ ২০:৫৭385065
  • হুঁ - চেনা চেনা ঠেকছিলো নামটা।
  • ranjan roy | 122.168.71.229 | ১৯ নভেম্বর ২০০৭ ২১:৫২385066
  • Jayকে,
    JNU তে যে ছাত্র সংগঠনটি নন্দিগ্রম নিয়ে ধর্ণা দিচ্ছিল তার নামAISA বা "অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন'। এবার সীতারাম ইয়েচুরি, সোমনাথবাবু, এবং বিজেপির তাবড় নেতারা গিয়ে ওখানে মিটিং করা সঙ্কেÄও AISA ইউনিয়নের চারটি পোস্টই জিতে নিয়েছে।
    অরিজিৎকে,
    আশিস চক্রবর্তী , আমার যদ্দূর মনে পড়ছে ৮৫-৮৬তে গণশক্তির তরুণ রিপোর্টার ছিলেন। ঐ সময় উনি কিছু কিছু নীতি ও প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলতে থাকলে একসময় পত্রিকার চাকরিটা চলে যায়। তারপর এদিক-সেদিক করে আবার উনি সাংবাদিকতার পেশায় স্থিত হন।
    আমি তোমার বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। কোন বিশেষ নীতি ও ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের পছন্দের দল বা নেতার কোন স্ট্যান্ড নিয়ে খোলাখুলি সমালোচনা করার সৎসাহস দেখানোর মানে এই নয় যে-------।
    santanum_s এর বক্তব্য পড়ে----
    আমাদের দায়িত্ব কি ব্যালটে ছাপ মেরেই শেষ?
    আজকে বুদ্ধকে ব্যালটে ছাপ দিয়ে পাঁচ বছর "" যা- ইচ্ছে-তাই'' করার ম্যান্ডেট দিলাম আবার সময় এলে ""দিদি''কে ছাপ দিয়ে আরেক পাঁচবছর absolute power দিয়ে দেবো?
    এখানেই আমার আপত্তি।
    আমার"" সিভিল সোসাইটি'' কাউকেই ব্যালটের জোরে যা-ইচ্ছে-তাই করতে দেয়ার বিরুদ্ধে।
    কাজেই ইস্যু-দর-ইস্যু সরকারের কাজের ওপর নজর রাখা আর দরকার হলে প্রতিবাদ করে মেসেজ দেয়া যে গণতান্ত্রিক দেশে ভোটে জেতা মানেই absolute power নয়।
    এইজন্যেই বর্তমান মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই!
    কিন্তু তার মানে অবশ্যই দিদিকে মসনদে বসানো নয়। হিন্দি প্রবাদ বললে-"জঁহা নাগনাথ, তহাঁ সাপনাথ''।
    কাজেই বর্তমান বাঙ্গলায় শিগ্গিরই শাসকদল বদলাবে এমন মনে হয় না। কারণ স্পষ্ট। গুজরাতে মোদিকেই বদলানো যাচ্ছে না তো---।
    ফলে সরকার বদলালেই সুশাসন আসবে, পৃথিবী আবার শস্যশ্যামলা হবে এমনি দিবাস্বপ্নে না থেকে জরুরি ইস্যুভিত্তিক সতর্কতা ও চাপ সৃষ্টি -সরকারে যেই থাকুক।
    তবেই সিভিল সোসাইটি।
    তাতে সবারই জন্যে ডিসকোর্সের স্পেস থাকবে। বুদ্ধ-মমতা-সুজাত ভদ্র সবার। আপনি-আমি চাইলেই অন্যদল বা মতকে দুনিয়া থেকে হাপিস করে দিতে পারি না।
  • m_s | 203.171.241.50 | ২০ নভেম্বর ২০০৭ ০০:৪৭385067
  • মহামিছিল থেকে জন্মানো ঘৃণা দিয়ে এখন মানুষরূপী গিরগিটিদের চেনা খুব সোজা। ওরা সেই শয়তান খুনী-ধর্ষকগুলির থেকে একটুও কিছু কম না, বরং বেশী। তারা তো ওদের নেতাদের হুকুমে টাকা খেয়ে ওই কুকাজ করেছে , কিন্তু ওরা কি করছে? মেকি-প্রতিবাদের রঙ মেখে লুকিয়ে আগে আত্মরক্ষা ক'রে নিয়ে নির্বিকারে সেই খুন-ধর্ষণকে উপভোগ করছে ; আর ওদের নেতাদের নীচতাকে সবার মন থেকে ভোলানোর জন্যে, আর সেই নীচ কাজের অজুহাত দেবার জন্যে, ইনিয়ে-বিনিয়ে যুক্তি সাজাচ্ছে -- যা ওদের আসল রঙ। ঘুরিয়ে-ফিরিয়ে শুধু একটি কথাই বলার চেষ্টা করছে যে -- একটু ভুল না-হয় হয়েছেই, কিন্তু আপাতত: যখন বিকল্প নেই, তখন কেন আর অকারণে ....

    চার বছরের পরের লড়াইয়ের সময়, মনের সমস্ত ঘৃণা উজাড় ক'রে শুধু ওই দালালগুলির নাম মনে রাখলেই যথেষ্ট। তাহলেই আর সঠিক নিশানায় লক্ষ্যভেদ করতে এতটুকু অসুবিধে হবে না। রাজ্যের শাসনক্ষমতা থেকে ওই রক্ষক-হয়েও-ভক্ষকের দলকে এমন ভাবে তাড়াতে হবে, যাতে আর কখনও ফিরে না আসতে পারে। ওদের দলীয় চিহ্নের উপর মানুষের মনের ভুলভক্তিকে আর ভয়কে সেই মানুষেরই মনের ঘৃণা দিয়ে মুছে ফেলার সময় এসেছে।

  • Ishan | 12.163.39.254 | ২০ নভেম্বর ২০০৭ ০০:৫২385068
  • m_s,

    লিফলেটের লিংকটা উড়িয়ে দেব? পাতা ঘেঁটে দেবার জন্য ঐ লিংকটাই কালপ্রিট।
  • Arpan | 79.73.84.130 | ২০ নভেম্বর ২০০৭ ০০:৫৭385070
  • ইসে, ওড়াতে গেলে রঙ্গনের লিংকটাও ওড়াতে হয়। ওটার পর থেকেই পাতা ঘেঁটে গেছে।
  • m_s | 203.171.241.50 | ২০ নভেম্বর ২০০৭ ০০:৫৭385069
  • হ্যাঁ, দিন। অনেক ধন্যবাদ। আমি খুবই লজ্জিত, আগে একটু দেখে নেওয়া উচিত ছিল। দেখি, যদি এরপর tinyurl দিতে পারি।
  • Du | 67.111.229.98 | ২০ নভেম্বর ২০০৭ ০৩:০৯385071
  • তবে, এই পয়সা দেওয়ানেওয়ার হিসেবটা আপাতত: শেষ হওয়ায় আসমুদ্র হিমাচল SEZ এর বিরুদ্ধে বলার একটা সময় পেল। নইলে এই ক'মাস এক আজকালের চিড়বিড়ানি ছাড়া কোন অসন্তোষ কোনদিকে ছিল বলে মনে হচ্ছিল না।
  • m_s | 202.78.232.251 | ২০ নভেম্বর ২০০৭ ১০:৫৮385073
  • মহামিছিলে বিলি-হওয়া লিফলেটের ছবি এই অর্কুট-আই ডি'র অ্যালবামে পাবেন। হয়তো পড়তে একটু কষ্ট হবে ছোট-হরফের জন্যে।
  • d | 192.85.47.2 | ২০ নভেম্বর ২০০৭ ১৯:৪৭385076
  • লিখতে একটু সঙ্কোচ হচ্ছে ..... লেখাটা হয়ত ঠিক হচ্ছে না ..... কিন্তু কদিন ধরেই চতুর্দিকে শুনেটুনে খচখচ করছে। না লিখে পারছি না।

    ইয়ে, প্রত্যক্ষভাবে জামাকাপড় বিলি করার অভিজ্ঞতা হয়ত অনেকেরই নেই। পুরানো জিনিষে অনেকসময়ই একটা সমস্যা হয়। লোকে যেহেতু নিজেদের অব্যবহৃত জিনিষপত্রই ধরে দিয়ে দেন, তাই অনেকসময়ই খুব অদ্ভুত ধরণের কম্বিনেশানে জিনিষ যায়। যেমন একটা কামিজের সাথে একটা শায়া অথবা শুধুই একটা সালোয়ার। অথবা এত পাতলা শাড়ি যে সে প্রায় অব্যবহার্য্যই। মেয়েদের কাপড়চোপড় নিয়েই সমস্যাটা বেশী হয়। তো, আমি বলি কি, যদি সেরকম কিছু দিতেই হয় তো, এক একটা সম্পূর্ণ সেট একসাথে শক্ত করে বেঁধে দিন। যাতে নিয়ে যাওয়া অথবা বিলি করার পথে ছড়িয়ে না যায়।

    আর ইয়ে, মানে বলেই ফেলি, জানি পড়েই আছে, জানি খুব প্রয়োজন সেখানে, তবু পুরানো জিনিষ দেওয়াটা .... কিজানি আমার যেন কিরকম লাগে। প্রসঙ্গত: উল্লেখ্য ওড়িশার ঝড়ের সময় ওড়িশা সরকার কোনরকম পুরানো জিনিষ নিতে অস্বীকার করেছিলেন।
  • a x | 192.35.79.70 | ২০ নভেম্বর ২০০৭ ১৯:৫৮385077
  • আমার পুরোন জিনিসে কোনো অসুবিধে হয়না। যদি সেটা নিজে পরতে পারি, তাহলে অন্যকে দিতেও পারি। রিসাইকেল হলে অসুবিধে কোথায়? যদি এমন হয়, এতই পুরোনো যে নিজেও পরবনা, ছেঁড়া কিম্বা একেবারে রং জ্বলে গেছে, সেটা বিদায় করতে চাইছি তাহলে অন্য কথা। আমি আমার মেয়ের বেশ কিছু জামা অপরিচিত, চেনার চেনা এমন একজনের কাছ থেকে পেয়েছিলাম। বাচ্চাদের জামা এত তাড়াতাড়ি ছোট হয়ে যায়, যে সেগুলো রিসাইকেল না করা আমার কাছে শুধু অপচয় না, অলমোস্ট অপরাধ। রোহিণীর যে জামা ও আর কদিন বাদে পরতে পারবেনা, সেটা আমি চাই অন্য কোনো বাচ্চা পরুক, কিম্বা আমার যে জামা সাইজে বড় বা ছোট হয়, সেটা অন্য কেউ পরলে, অসুবিধে কোথায়? অবশ্যই সব কিছু যেন ধুয়ে কেচে দেওয়া হয়।
  • Blank | 203.99.212.224 | ২০ নভেম্বর ২০০৭ ২০:০৯385078
  • হু, যে জিনিস আমি নিজে ইউজ করবো না, সেই জিনিস কাউকে দেবো না।
  • Samik | 122.163.48.45 | ২১ নভেম্বর ২০০৭ ০০:০১385079
  • সেম হিয়ার। গোটা জামাকাপড়, ফুল সেট, খুব বেশি হলে রং ফেড হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, সেগুলো রিইউজ করাই যায়।
  • Tim | 204.111.134.55 | ২১ নভেম্বর ২০০৭ ০০:১৮385080
  • m_s আর ইন্দোদার অর্কুট অ্যালবামে মিছিলের ছবি দেখলাম। খুব ভাল ডকুমেন্টেশন।
  • Paramita | 63.82.71.141 | ২১ নভেম্বর ২০০৭ ০২:৫২385081
  • যেহেতু মূল আবেদনে জামাকাপড় চাওয়া হয়েছে আর যদি অর্গানাইজড ভাবে টাকার পাশাপাশি জামাকাপড় ব্ল্যাঙ্কেট পাঠানো যায়, তাহলে ক্ষতি কি? এখানে আমরা অনেকেই পুরোনো জিনিস ব্যবহার করি বা পরস্পরের মধ্যে দেওয়ানেওয়া করি - এমনিতেই এতো ওয়েস্টেজ চতুর্দিকে। (আমার মেয়েদের কারসিট থেকে শুরু করে শোবার ক্রিব সবই যাকে বলে "হ্যান্ড মি ডাউন" )। ছেঁড়া বা অব্যবহার্য জিনিস দেবার কোন মানে হয়না। কিন্তু আমাদের বাচ্চার পাশাপাশি আমরাও আকৃতিতে বাড়ন্ত, কাজেই অনেক সম্ভব-হলে-নিজেই-পরতাম পোশাক ক্লজেটে রয়ে যাচ্ছে বছরের পর বছর - গুডউইলের বদলে যদি নন্দীগ্রামে পাঠানোর একটা উপায় হয়, খারাপ কি। শুনতে পাচ্ছি এখান থেকে একজন পাঠানোর ব্যবস্থা করছেন। আমি তাঁর সঙ্গে যোগাযোগ করবো, যদি কিছু জানতে পারি এখানেই জানাবো।

    দময়ন্তী জামাকাপড়ের কোয়ালিটি নিয়ে যা লিখেছে আমি এগ্রি করি। ছেঁড়া, সেটের আদ্দেক, দায়সারা জামাকাপড় যেন না দেওয়া হয়। এই ব্যাপারে একটা গাইডলাইন থাকলে ভালো হয়।
  • Paramita | 63.82.71.141 | ২১ নভেম্বর ২০০৭ ০২:৫৮385082
  • আপিশকালীন পুরো প্রেগনেন্সিটা তো পরিচিত অপরিচিতদের ম্যাটার্নিটি ক্লোদ দিয়েই চালালাম। সে তিনচারজনের থ্রু দিয়ে আসা "হ্যান্ড মি ডাউন" - অরিজিনাল কার ছিলো জানিও না! নমাসের জন্য জামাকাপড় কেনার কোন মানে হয়?
  • ar | 141.154.208.89 | ২১ নভেম্বর ২০০৭ ০৭:৪১385085
  • m_s

    আপনার অর্কুটের অ্যালবামে মিছিলের ছবি দেখলাম। ধন্যবাদ।
  • kallol | 220.226.209.5 | ২১ নভেম্বর ২০০৭ ১৫:১০385086
  • নন্দীগ্রাম আর তসলিমা নিয়ে AIMFএর বিক্ষোভ আর প্রচন্ড সংঘর্ষের জেরে কলকাতায় সেনা তলব করা হয়েছে।
  • a x | 207.69.137.42 | ২১ নভেম্বর ২০০৭ ১৭:০৬385088
  • যাঁরা টাকা পয়সা পাঠাতে চান:

    http://sanhati.com/news/521/
  • Arpan | 193.134.170.35 | ২১ নভেম্বর ২০০৭ ১৭:১৪385089
  • যদিও বেশি কাটাছেঁড়া হয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে। তবুও বলি। যদি সম্ভব হয় শীতবস্ত্র, কাঁথা-কম্বল এগুলো পারলে বেশি করে পাঠান। দুটি কারণে: শীত এসে গেছে। আর এইগুলি বহু ব্যবহারে জীর্ণ হয়ে যাবার চান্স কম।
  • Suvajit | 58.165.184.80 | ২১ নভেম্বর ২০০৭ ১৮:৪৩385090
  • ax কে : Sanhatiর সাইটে দেখলাম কানাড়া ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আমার পক্ষে টাকা পাঠানোর একমাত্র উপায় অনলাইন ট্রান্সফার করা। তো আমার ব্যাঙ্কের (HDFC) Third Party Transfer ব্যাবস্থায় কানাড়া ব্যাঙ্কে ট্রান্সফারের ব্যাবস্থা নেই। (IFSC Code বলে একটা কোড লাগে যে ব্যাঙ্কে ট্রান্সফার করব তার, সেটা কানাড়া ব্যাংকের নেই)। তো যদি ICICI, HDFC, State Bank এইসব ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার জোগাড় করে দিতে পারেন তাহলে উপকৃত হব।
    অথবা যদি কেউ Paypal জাতীয় কিছুর মাধ্যমে টাকা পাঠানোর কোনো উপায় বলতে পারেন, তাহলেও হবে।
    ধন্যবাদ।
  • Samik | 122.162.81.105 | ২১ নভেম্বর ২০০৭ ১৯:০৮385091
  • MICR কোড। কানাড়া ব্যাঙ্কের ঐ ব্র্যাঞ্চের MICR কোড দরকার।
  • Arpan | 193.134.170.35 | ২১ নভেম্বর ২০০৭ ১৯:৩০385092
  • কানাড়া ব্যাঙ্কের গিয়ে সাইটে নিচের তথ্য পাওয়া গেল:

    E - Mail: [email protected], [email protected]
    Category: Metro
    DP Code: 396
    Address: Kolkata Sealdah
    City: KOLKATA
    District: KOLKATA
    Pincode: 700 009
    Telephone: 033 23507517
    Facilities: AWB IMB

  • a x | 192.35.79.70 | ২১ নভেম্বর ২০০৭ ১৯:৩১385093
  • জিজ্ঞেস করেছি, জানতে পারলে এখানে লিখে দেব।
  • Jay | 90.200.160.203 | ২২ নভেম্বর ২০০৭ ০৯:১৭385094
  • রাজ্য জুড়ে ধুন্ধুমার/ ঘটনার সারি
    এরি মধ্যি কোবতের/ হইল বাড়াবাড়ি।।
    রামায়ন স্টাইলে পড়ুন/ দস্তুর মতন
    ডিসক্লেমার: গুচের বক্তব্য/ নহে যেমনতেমন।।

    নন্দীগ্রামে কেমিক্যাল আর টাটা সিঙ্গুরে
    SEZবাতি জ্বালিবেন- শিল্প রাজ্য জুড়ে।।
    এই ছিল উন্নতর বুদ্ধের ফিকির
    জমি নয়,ভূমিকমিটি উঠাইল জিগির।।
    রাস্তা কাটি, খাল কাটি কুমির আনিল
    নন্দীগ্রাম বুঝিবা ভিয়েতনাম বনিল।।
    ঝুলি থেকে যবেনা বাহিরিল মাও
    বিমান বলেন এবে রসগোল্লা খাও।।
    বুদ্ধের বোধি ছিল এবং কয়েন
    ফিরাইলেন অকাতরে, অকৃতজ্ঞ নহেন।।
    গোপাল অতি সুবোধ বালক, রাজ্যের পাল
    কিন্তু ঝাড়িয়া কাশিল এখন- হঠাৎ খেয়াল?
    RSPর কান্তি ছিল/ বড় অভিমানী
    পদত্যাগ করিবে কিনা খুব টানাটানি।।
    ঠোঁটফোলা মমতার নিখুঁত নিশানা
    পদত্যাগ পত্র কভু সৎ/পাত্রে পড়েনা।।
    কত গৃহহারা, ধর্ষন/ শত প্রাণ ঝরিল
    স্মাইলিং বুদ্ধ তবু/ নিস্তাপ রহিল।।
    আহা কি "আনন্দ'-"আজকাল' আকাশে বাতাসে
    পার্টির মুখপাত্র বলি ভ্রম হয় অনায়াসে।।
    বারেক অচল কলকেতা বোরড, চলিল মিছিলে
    "ওরা', "আমরা', বিদ্বজ্জন এবং সুশীলে।।
    কলিকেতা ঘটনাবহুল, দেখিল কার্ফিউ
    তসলিমা না বুঝিল পিছে/ কেবা দিল ফুঁ?!
    আমিও বুঝিতে নারি অস্পষ্ট ছবি
    অসহায় বিবরণে থামিল জয়কবি।।
    কবতের ঠেলা বড় বিষম বস্তু
    জয়ের ট্র্যাশ ছাপেন/ ঈশেন তথাস্তু!!
  • Samik | 122.162.82.100 | ২২ নভেম্বর ২০০৭ ১২:১৯385096
  • জয়, অসা! অসা!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন