এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৫২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • m_s | 202.78.237.110 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:৪৬384964
  • আজ্ঞে না।
    আমি লিখেছি যে , ""তারা ওকে মেরে শোধ নিয়েছিলেন ''
  • m_s | 202.78.237.110 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:৫৫384965
  • যে পুলিশ আর পার্টি ঘোষ-আলির মতো লোকদের প্রায় সাতবছর ধ'রে সিবিআই'এর হাত এড়িয়ে লুকিয়ে রাখতে পারে, তাদের উপর মানুষের বিশ্বাস উঠে যায়।
    যে লোকের করা অপরাধের ফল তারা ভোগ করেছেন, নিজেদের জীবন দিয়ে, তাকে পুলিশের হাতে তুলে দিয়ে পালানোর সব সুযোগ করে দিতে তারা চান নি।
    তবুও ও'কে মেরে-ফেলাকে আমি সমর্থন করিনি।
  • Blank | 59.93.202.18 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:৫৭384966
  • আচ্ছা,
    "তারা ওকে মেরে শোধ নিয়েছিলেন'।
  • Blank | 59.93.202.18 | ১৪ নভেম্বর ২০০৭ ০১:০০384967
  • অর্পন দার ভিডিও টা দেখলাম। ডামাডোলের বাজারে সত্যি একজন রিপোর্টার। অসম্ভব ঝুঁকি নিয়ে তোলা ভিডিও। ভদ্রলোক একজন সত্যি রিপোর্টার।
  • Blank | 59.93.202.18 | ১৪ নভেম্বর ২০০৭ ০১:০২384968
  • m_s এর আরো একটা সুন্দর কথা,
    'তবু ও ও'কে মেরে-ফেলাকে আমি সমর্থন করিনি'।
    'তবু ও...'

  • Subrata Duuta | 192.193.221.142 | ১৪ নভেম্বর ২০০৭ ০১:৩২384969
  • হ্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম ।।।।। দারুন এক জিনিস বানিয়েছো গুরু।
  • m_s | 202.78.237.110 | ১৪ নভেম্বর ২০০৭ ০১:৫৪384970
  • কারুর অপরাধের কুফল সরাসরি ভোগ করলে, তার উপর মানুষের খুবই রাগ হয়, আর যখন তারা নিশ্চিত জানেন যে, পুলিশের হাতে ধরিয়ে দিলেই পুলিশ শাসক-পার্টির হুকুমে তাকে ছেড়ে দেবে, তখন বিচার-না-পাবার হতাশায় তাদের রাগ বেড়ে যাওয়া স্বাভাবিক।
    সেই রাগ-হতাশা থাকা সত্বেও (""তবুও'' শব্দটি এইজন্যেই ব্যবহার করেছিলুম) , সবার মনে রাখা উচিত যে, অপরাধীকে শাস্তি দেবার জন্যে দেশের আইন আছে। অপরাধীকে পুলিশের হাতে তুলে না-দিয়ে, তাকে মেরে ফেলা হ'লে, সে'টিও দেশের আইন অনুযায়ী অপরাধ হয়।
  • saa | 82.25.179.241 | ১৪ নভেম্বর ২০০৭ ০২:২২384971
  • এতো কিছুর মধ্যে ব্ল্যাংক একবারো কিন্তু সিপিএমের কোনো সমালোচনা করেনি! এবং ডিফেন্ড করা ছাড়েনি ! সৌমিত্রের মত মস্তিষ্কপ্রক্ষালন যন্ত্রে পোষ্কারিত! ধন্য হে!
  • Arijit | 77.98.196.117 | ১৪ নভেম্বর ২০০৭ ০২:৫৪384974
  • সা - পারস্পরিক তিক্ত মন্তব্যটা বাদ দিলে হয় না?

    বার বার এই কথাটা বলার চেষ্টা করছি - ব্যক্তি আর দলকে ইক্যুয়েট না করাই ভালো। ধরুন, জাস্ট কথার কথা হিসেবে - আপনি বিজেপি সমর্থক - আপনার সাথে আমার পরিচয়টা শুধু এই ভাটে - গুজরাটের দায় যদি আমি আপনার ওপর চাপাই - এই বলে যে - আপনারা তো হাজার দুই মানুষকে খুন করেছেন - সেটা অন্যায় হবে আমার মতে।

    এই ঘটনাটাই ঘটে চলেছে বার বার - ইচ্ছে-অনিচ্ছেয়।

    বাইনারিকে - বুদ্ধবাবুর অ্যারোগ্যান্স অজানা নয় - গীতা মুখার্জীর সাথে একটা সিচুয়েশন মনে পড়ছে। কিন্তু পুরো দলটার মধ্যে অ্যারোগ্যান্স এভাবে বাসা বেঁধেছে সেটা এতদিন বিশ্বাস হত না। তবে মোমবাতিটা সকলের জন্যেই জ্বলুক। কথাটার জন্যে ধন্যবাদ।
  • Binary | 198.169.6.69 | ১৪ নভেম্বর ২০০৭ ০২:৫৯384975
  • অর্পনের ভিডিওটাতে, কে কাকে মারছে, কোন দলের লোক, কার লাস গুম করছে, সেসব নেই ...... অবশ্য তাতে কি বা আসে যায়। তবে 'প্রচেত' BUPC এর সঙ্গে সঙ্গে ছিলেন, এটা, ওনার কথাতেই আছে।

    আর একটা কথা, বুদ্ধবাবু, কি প্রসঙ্গে, কি প্রশ্নের উত্তরে , ঐ comment করেছেন, সেটাও বোঝা গেল না। আর, সত্যি সত্যি কোনো, 'হাসি' -ও তো দেখলাম না ....
  • nyara | 67.88.241.3 | ১৪ নভেম্বর ২০০৭ ০৩:০৬384976
  • বুদ্ধবাবুকে দেখতে পেয়েছেন তো? এ এক আজব কল করেছে - আমি একটা লাল ফেট্টি মাথায় বেঁধে যেই বুদ্ধবাবুর ভিডিওটা দেখলাম, দেখি ওনার চোখের কোণে জল চিকচিক করছে, হাত কাঁপছে। ফেট্টি খুললেই দেখছি দানবের মুখ।
  • Binary | 198.169.6.69 | ১৪ নভেম্বর ২০০৭ ০৩:০৯384977
  • আরো একটা কথা, সরকারি বিজ্ঞপ্তির, পেসিমিস্টিক , মানে খোঁজাও হচ্ছে দেখেছি। আজ জমি নেওয়া হবে না .... যদি কাল হয় ...... মানেটা কি ? এসবেতো সেই প্ররোচনার কাঠি-ই লুকিয়ে থাকে নাকি ?
  • Binary | 198.169.6.69 | ১৪ নভেম্বর ২০০৭ ০৩:১৭384978
  • আমার কোনো লাল পট্টি-টট্টি নেই । কতো উল্টি পাল্টি দেখে এলাম। কলেজে বেদম নকশাল পন্থি অঞ্জন ব্যানর্জি, এখন স্টার আনন্দের রিপোরর্টার, ......

    টাকায় নকশাল কেনা যায় , ত্‌নমুল-ও , সিপিএম তো কোন ছাড় .....
  • Binary | 198.169.6.69 | ১৪ নভেম্বর ২০০৭ ০৩:২৮384979
  • এতো আরএক কল হয়েছে, হা বলতে হাওড়া বোঝার। চোখের জলের কথা আমি আবার কখন বল্লাম ? আমি বল্লাম, দানবিও হাসিটা, যেটা সুচতুর ভাবে উল্লেখ করা হয়েছে, সেটা তো দেখতে পেলাম না।
  • Arijit | 77.98.196.117 | ১৪ নভেম্বর ২০০৭ ০৩:৫৮384980
  • রঞ্জনদাকে অল্প কথার উত্তর - "ধোঁয়াটে করে দেওয়া হচ্ছে' আর "ধোঁয়াটে হয়ে গেছে' - দুটোর মধ্যে তফাত আছে সেন্টিমেন্টাল বুকা অরিজিতের কাছে। দুটো শব্দে ইঙ্গিত বদলে যায় - একটা অ্যাকিউজেশন, অন্যটা নয়। খেয়াল করুন। এত কথা শুধু এই কারণে, কারণ ইহা নতুন নহে।
  • LCM | 128.48.203.128 | ১৪ নভেম্বর ২০০৭ ০৪:১৬384981
  • তামিলনাডু-তে একদল AIDMK চাষী আর এক দল DMK চাষীকে খুন করছে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে - এই লেভেলে কিন্তু চট করে যায় না।

    এটা মারাত্মক। গ্রামে গঞ্জে আজকাল বিয়ের সম্বন্ধ এলে দেখা হয় অন্য পক্ষ কোন রাজনৈতিক দলের। এই সামাজিক বিভেদ বিভাজন যে কোনো অংশে জাতপাত বা ধর্মীয় গোঁড়ামোর থেকে কম বিপজ্জনক নয় তা পদে পদে প্রমাণিত।

    আশির দশকে নানা কারণে মাঝে মাঝে ২৪ পরগনা, মেদিনীপুর-এর প্রত্যন্ত গ্রামে গিয়ে থেকেছি (যেখানে একটি খবরের কাগজ কিনতে হলে ১০ মাইল যেতে হত), তখনও কিন্তু গ্রামে সিপিএম এবং কংগ্রেস পরিবারের মধ্যে এই রকম লেভেলে হিংসা ছিল না। জামাইষষ্ঠীতে কংগ্রেসী জামাই এসে লাল পার্টি ফ্যামিলিতে পেটপুরে খেয়ে যেত, একটু আধটু লেগ পুলিং হত।

    আশা করা যায় মানুষের শুভবুদ্ধির উদয় হবে। গরীব মানুষের একে অপরের বিরুদ্ধে এই হিংস্র লড়াই যেন বন্ধ হয়।
  • Arijit | 77.98.196.117 | ১৪ নভেম্বর ২০০৭ ০৪:৩১384982
  • কলেজে আমরা ঝগড়া করতাম, মারামারি করতাম আবার একই রাতে পোস্টার মারার সময় একটাই বিড়ির কাউন্টার শেয়ার করতাম - এসএফআই, সিপি, পিএসএ। আমার একটা রুমমেট ছিলো খিচুরি, আরেকটা পিএসএ-র নেতা - ঘরের একদিকে পোস্টার ছিলো "শতফুল বিকশিত হউক' আর অন্যদিকে "স্বাধীনত গণতন্ত্র সমাজতন্ত্র'। এখন সেই অবস্থা আছে কিনা সন্দেহ হয়। কোথাওই। এখন "আমরা' আর "ওরা'।
  • Du | 67.111.229.98 | ১৪ নভেম্বর ২০০৭ ০৪:৩৪384983
  • LCM একদম সঠিক (আগের বার র আর আমিও এই নিয়ে আশংকা প্রকাশ করেছিলাম),এইটাই সবচেয়ে ভয়ের ট্রেন্ড।

    আমেরিকান ভাষায় বললে অনেক 'হিলিং' এর দরকার এখন।
  • LCM | 128.48.203.128 | ১৪ নভেম্বর ২০০৭ ০৫:৩৩384985
  • কিন্তু এ কাজ কিন্তু বুদ্ধ/মমতা, বা, মেধা/অপর্ণা-দের দিয়ে হবে না।
    যারা এটা করতে সক্রিয় ভূমিকা নিতে পারে, তারা হল ইয়ং জেনারেশন, যুব/ছাত্র সমাজ। কিন্তু লক্ষ্য কর, এ নিয়ে ছাত্র সমাজের কোনো সংঘবদ্ধ মুভমেন্ট নেই। আসলে পশ্চিমবঙ্গে সংঘবদ্ধ ছাত্রসমাজ ব্যাপারটাই আর এক্সিস্ট করে না। এর জন্য প্রত্যক্ষ/পরোক্ষ ভাবে দায়ী নকশাল আন্দোলন। নকশাল আন্দোলনে আর কি লাভ/ক্ষতি হয়েছে জানি না, তবে সবথেকে বড় ক্ষতি হল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ-এর সংঘবদ্ধ মুভমেন্ট ব্যাপারটা, মানে গোটা কনসেপ্টটাই ভেঙ্গে গেছে। ছাত্র রাজনীতি ব্যাপারটাই vague, aimless হয়ে গেছে। এখন অন্য রাজ্যে ছাত্ররা অনেক সিরিয়াসলি একটা ইস্যুতে ঝাঁপিয়ে পরে (ভুল বা ঠিক সে আলোচনায় না গিয়ে-ও বলা যায়, মন্ডল কমিশন নিয়ে ছাত্রসমাজ কিন্তু নাড়া দেবার মতন একটা আন্দোলন করেছিল)।
    তবে, পরের জেনারেশন-এর ছাত্রছাত্রীরা চিরকাল ধামাধরা রাজনৈতিক চিন্তাধারার প্রতিভূ হয়ে থাকবে না। দিন বদলাবে।
  • Ishan | 12.217.28.221 | ১৪ নভেম্বর ২০০৭ ০৮:৪৪384986
  • পলিসি নিয়ে প্রশ্নের উত্তর:

    এক। হ্যাঁ, টইপত্তর, ভাটিয়ালি ওপেন ফোরাম। বাকিগুলো না। বাকিগুলো এডিটেড। বুলবুলভাজা আমি তখন দেখতাম, দায়িত্ব আমার। নতুন করে এটা জানানোর দরকার কেন বুঝলাম না।

    দুই। কেন ছাপিয়েছি? ছাপানোর যোগ্য মনে করেছি বলে ছাপিয়েছি। বরানগর-কাশীপুরের ঘটনারও সে অর্থে কোনো প্রমাণ নেই। যতজন নন্দীগ্রামে গেছেন, যত মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, তাতে ঐ লেখার চেয়ে আলাদা কোনো তথ্য উঠে আসেনি। হ্যাঁ, যখন এলাকা ঘিরে ফেলে গণহত্যা চালানো হয়, তখন লোকের কথার উপর ভরসা করেই লিখতে হয়। এটা একটা পদ্ধতি। কাশীপুর-বরানগরের ক্ষেত্রেও। নন্দীগ্রামের ক্ষেত্রেও।

    এবারও ছাপতাম। কিন্তু মিডিয়া এবারে কভার করতে শুরু করেছে বলে অতো কষ্ট করিনি। মিডিয়া এবারেও না লিখলে কদিন পরে আবার শুনতে হত "সব গুল', কিন্তু তাতেও ছাপতাম।

    তিন। আগেও বলেছি। এবারও দুবার বললাম। যদি মনে হয় সব গুল, পরিষ্কার লিখে দাও, ছেপে দেব। ছাপার কোনো দায় নেই, কিন্তু দেব। কারো দমে কুলোতে দেখলাম না। প্রকাশিত লেখায় "সব গুল' বলার দম কারো নেই।

  • Ishan | 12.217.28.221 | ১৪ নভেম্বর ২০০৭ ০৮:৫০384987
  • বুদ্ধবাবুর বিবৃতি দেখলাম। এই নিয়ে এরপরে লেখার আর কোনো মানে হয়না। ক্লিপটা আগে দেখলে পলিসির ব্যাখ্যা-ফ্যাখ্যাও দিতামনা।

    একটাই কথা। খুনিদের বলে কোনো লাভ নেই, শুধু বিরোধী এবং সিভিল সোসাইটির মানুষদের কাছে। যথেষ্ট হয়েছে, আর কোনো বদলা নয় প্লিজ।
  • Riju | 203.197.96.50 | ১৪ নভেম্বর ২০০৭ ০৯:৪২384988
  • এক লাইনে আমার বক্তব্য
    "paid back in same coins" বলার পরে বুদ্ধ আর মোদীর মধ্যে কোন পার্থক্য দেখতে পাই না।
  • . | 59.93.219.63 | ১৪ নভেম্বর ২০০৭ ১০:৫৩384989
  • "'এতক্ষণে', অরিন্দম কহিলা বিষাদে......"

    'এতদিনে', বাপ্পাদিত্য কহিলা নীরবে.....
  • santanu | 198.36.34.57 | ১৪ নভেম্বর ২০০৭ ১১:০৯384990
  • কিন্তু বুদ্ধবাবুর সাহস এর ও তো প্রশংসা করতে হবে।

    কোনো রকম ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানির মধ্যে না গিয়ে দু দিন পর ভেবে চিন্তে পরিষ্কার বলে দিলেন, 'ওদের উচিত শিক্ষা হয়েছে'।

    বল তো এবার প্রতিপক্ষের দিকে। যা পারিস করে নে, ৩৬৫ ধারা, মোমবাতি জ্বালানো, হাঁটা হাঁটি করা, পরের ভোটে হারিয়ে দেওয়া - গনতন্ত্রে অনেক option আছে।

    ওনার এই বুক চিতিয়ে, যা হয়েছে বেশ হয়েছে বলা টা আমার খুব ভালো লেগেছে।
  • r" | 203.196.253.193 | ১৪ নভেম্বর ২০০৭ ১১:১১384991
  • তাহলে আনন্দ বাবুরাও স্বীকার করছে মাওবাদীদের অস্তিত্ব ,http://www.telegraphindia.com/1071114/asp/bengal/story_8547072.asp

    অথচ দুদিন ধরে স্টারানন্দে মাওবাদীদের অনুপস্থিতি বোঝাতে কত ধানাইপানাই না করল !

    এরপরেও "সুশীল সমাজ" এদের নিরপেক্ষ মিডিয়া বলে !

  • LCM | 71.132.142.37 | ১৪ নভেম্বর ২০০৭ ১১:২৯384992
  • আহা r",
    মিডিয়া কি করল। খবর পরিবেশন করেছে। সেই শুধুই dd-1 আর dd-2 -এর যুগ নেই। এখন তো তবু অনেক অপশন।
  • Blank | 203.99.212.224 | ১৪ নভেম্বর ২০০৭ ১১:৫২384993
  • মামু, "সৌমিত্র বাবুর লেখা পুরো টাই গুল। একটাও প্রমান উনি দেখাতে পারেন নি, যাস্ট গল্প লিখেছেন'।
    ঐ লেখাটার জন্য এই বেশী কিছু বলা যায় না। তুমি যেখানে ইচ্ছে এই লাইন টা তুলে দিতে পারো।
  • LCM | 71.132.142.37 | ১৪ নভেম্বর ২০০৭ ১১:৫৬384994
  • আহা ব্ল্যাংক,
    আমি তো ছ মাস আগেই ঐ 'গুরুচন্ডালি ও আজকাল' থ্রেডে বলেছিলাম ঐ লেখাটাকে গাঁজাখুরি ভেবে উড়িয়ে দিতে, পাত্তা না দিতে :-)
  • Samik | 122.162.83.5 | ১৪ নভেম্বর ২০০৭ ১৩:১২384996
  • প্রজিত স্টারানন্দের রিপোর্টার। ওর বিস্তারিত ইন্টারভিউ রোববার দেখিয়েছে এই সমস্ত ক্লিপসমেত।

    সমস্ত মৃত্যুকেই নিন্দা করে একটা গল্প বলি। মানুষ কখন হিংসার আশ্রয় নেয়।

    অমিতাভ বচ্চন আর জন আব্রাহাম অভিনীত "বিরুদ্ধ' সিনেমাটা দেখেছো কেউ? অনেকেই দেখেছে, যারা দেখে নি, তাদের জন্য। অনেকটা জেসিকা লালের ছায়া আছে এতে। ইউরোপে পড়া শেষ করে ভারতে ফিরে এসে বন্ধুদের সাথে একটি বারে মস্তি করতে গেছিল জন। সেখানে বহু লোকের চোখের সামনে এক প্রভাবশালী লোকের গুলিতে খুন হয় সে, কোনও কারণ ছাড়াই।

    খুনী এতই প্রভাবশালী, কেউ সেই খুনের সাক্ষ্য দিতে রাজি হয় না। নির্বিরোধী ভীতু টাইপের বাবা আদালতে দিনের পর দিন ছেলের মৃত্যুর বিচার চেয়ে উপস্থিত থেকে অবশেষে জানলেন খুনী সেদিন অকুস্থলে উপস্থিতই ছিল না। আর তার ছেলে নাকি ড্রাগ পেড্‌লার ছিল, নিজের দলের ঝগড়ায় গুলি খেয়ে মরেছে। উচ্চ আদালতও প্রভাবের কাছে নতিস্বীকার করে এই তকমাই লাগাল। মৃতকে অপরাধী বলে দাগিয়ে দেওয়াটা তো খুব সোজা। তাকে ড্রাগ বেচতে দেখার সাক্ষীরও অভাব হল না।

    আইন যখন তার কাজ করল না, তখন পকেটে টেপ রেকর্ডার নিয়ে হাতে রিভলবার নিয়ে গিয়ে সেই খুনীর সামনে হাজির হলেন বাবা। অনুরোধ, তুমি একবার বলো, আমার ছেলে নির্দোষ, তুমি তাকে অকারণেই মেরেছো। খুনী কখনও তা স্বীকার করে? সে একবার খুন করে পার পেয়েছে, আবার খুন করতে অসুবিধে কোথায়? সে সোজা বন্দুক তুলল নিহতের বাবার দিকে, আর সাথে সাথে বাবার লুকনো রিভলবারের গুলিতে তার বুক এফোঁড় ওফোঁড় হয়ে গেল।

    মৃত্যুর আগে খুনী কিন্তু হাসতে হাসতে স্বীকার করেছিল যে সে তাঁর ছেলেকে খুন করেছে, বাই মিসটেক। কিন্তু সে তা স্বীকার করতে রাজী নয়। এই কথাগুলো টেপ রেকর্ডারে ধরা হয়ে রইল, এবং তার জোরেই বাবা এবার ছাড়া পেয়ে গেলেন।

    গল্প-মাত্র, কিন্তু ছোট আঙারিয়ার সেই ঘটনার সাথে কিছুটা মিল পাওয়া যায়? খুনী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, সিবিআই খুঁজছে কিন্তু পাচ্ছে না, এদিকে খুনী রোজই থানার পাশের দোকানে বসে চা খাচ্ছে। এমতাবস্থায় নন্দীগ্রামের মানুষ আরেকজন অপরাধীকে পেয়েও আর তাকে পুলিশের হাতে তুলে দিতে ভরসা পেল ন। তাকে পিটিয়ে পুড়িয়ে মেরে দিল। লোকে ভরসা হারিয়ে ফেলেছিল অ্যাডমিনিস্ট্রেশনে। ইন ফ্যাক্ট নন্দীগ্রামে এগারো মাসের অচলাবস্থার পেছনেও সেই একই কারণ, তাই "কেমিকাল হাব হবে না' বলা সত্বেও অবস্থার পরিবর্তন ঘটে নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন