এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিকিত্‌সার হাল্‌হকিকত কলকাতায়

    I
    অন্যান্য | ০৯ জুলাই ২০০৮ | ৭৪২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • c | 131.95.121.107 | ২৬ আগস্ট ২০০৮ ০০:৪৪399219
  • সারে সারে। আমি সাক্ষী।
    নইলে কবেই তো ফৌত হয়ে যেতাম। বেঁচে আছি কিকরে?

  • Blank | 170.153.62.251 | ২৬ আগস্ট ২০০৮ ০০:৫২399220
  • না খেয়ে দেখেছিলে কি সারতো কিনা?
  • siki | 203.122.26.2 | ২৬ আগস্ট ২০০৮ ১০:৪৫399221
  • "সত্যি কিছু সারে' মানে কী? হোমিওপ্যাথি কি আন্দাজে ঢিল মারার চিকিৎসা? ঠিকঠাক ওষুধ দিলে নিশ্চয়ই সারে, আমার সারে, আমার বাবার সারে, আমার চোদ্দ গুষ্টির সারে।
  • sinfaut | 165.170.128.65 | ২৬ আগস্ট ২০০৮ ১০:৪৮399222
  • কমিউনিস্টরা বোধায় হোমিওপ্যাথিকে ঠিক বিজ্ঞান বলে মানতে চায়নি, তাই ব্ল্যাঙ্কির এই কনফিউশন। :-)

    আমার ছোটোবেলায় হাঁপানী সেরেছে। আমার বউয়ের বাড়ির লোকজন কখনো অ্যালোপ্যাথি খায়নি, এবং তারা বেঁচে আছে।
  • bb | 125.16.17.151 | ২৬ আগস্ট ২০০৮ ১০:৫৩399223
  • Arijit আবার অযাচিত উপদেশ।P Banerjee কে দেখালে বাবাকে দেখাবেন, কিন্তু প্রোচুর সময় লাগে আর অনেকটা কর্মাসিয়ালাইজড লাগে। অন্যদের আগে চেস্টা করে দেখতে পারেন।
  • Arijit | 61.95.144.123 | ২৬ আগস্ট ২০০৮ ১১:০১399224
  • ধন্যযোগ। চেষ্টা করে দেখতে দোষ কি?
  • kd | 59.93.178.87 | ২৬ আগস্ট ২০০৮ ১১:৫৮399225
  • ডা: জ্ঞান মজুমদারের বাড়ীতে (প্রিয়া সিনেমার পাশের রাস্তা দিয়ে ঢুকে ডানদিকের গোটা তিনেক বাড়ী পরেই) কয়েকজন ডাক্তার বসেন, শুনেছি তাঁরা বেশ ভালো (নিজের কোন experience নেই)। যতদূর শুনেছি, ওঁরা ওনার ছাত্র। কয়েকজন বন্ধু রেকমেন্ড করেছে বলেই লিখছি।

    ডি: ওনার ছেলে প্রচেতা আমার কলেজতুতো বন্ধু, রিটায়ার করে এখন ওখানে বসে, তবে ডাক্তারি করেনা, মাল বেচে বোধহয়। আমি কোনমতেই ওর ব্যবসার দালালি করছিনা, নিন্দুকে যাই বলুক।
  • c | 131.95.121.107 | ২৬ আগস্ট ২০০৮ ২০:১৩399226
  • আমি এক ভদ্রমহিলাকে জানতাম যার অ্যালোপ্যাথি ওষুধ সহ্য হতোনা। ভদ্রমহিলার স্বামী নিজে ছিলেন জাঁদরেল অ্যালোপ্যাথ ডাক্তার,কিন্তু স্ত্রীকে কখনো অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারতেন না। চিরকাল ভদ্রমহিলা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে জীবন কাটিয়েছেন।
    কিজানি কীসে যে কি সারে,কে বলতে পারে!
  • rimi | 168.26.191.117 | ২৬ আগস্ট ২০০৮ ২১:৫৮399227
  • হোমিওপ্যাথিতে ডায়াগনোসিস কি ভাবে হয়? আমি ছোটোবেলায় প্রচুর হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছি, ইনক্লুডিং ডা: শম্ভু চ্যাটার্জি। প্রত্যেকেই সিম্পটম দেখে ওষুধ দিতেন। সাধারণ অসুখে অবশ্যই কাজ হত। কিন্তু ঘোরালো অসুখ হলে যে ঝামেলা হয় তার প্রমাণ আত্মীয় স্বজনদের মধ্যে বেশ কিছু পেয়েছি। আমার এক মেসোমশাই বছর খানেক ধরে শুকনো কাশিতে ভুগছিলেন, আর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। ওষুধ খেলে কাশি কমত, কিন্তু কিছুদিন পরে আবার ফিরে আসত। আসলে হয়েছিল টিবি, যেটার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে আছে, হোমিওপ্যাথিতে আছে কি না জানি না। যাই হোক, খুব স্বাভাবিকভাবেই টিবি ধরা পড়ে নি। শেষে ফুসফুসে ভয়াবহ ইনফেকশন হল, হাসপাতালে নিয়ে যাওয়া হল। কিন্তু অনেক দেরী হয়ে গেছিল।

    এক বন্ধুর মায়ের হয়েছিল ব্রেস্টে টিউমার। অ্যালোপ্যাথিতে অ্যালার্জি বলে ভদ্রমহিলা পাঁচ বছর ধরে হোমিওপ্যাথি করেন। টিউমার কমে, বাড়ে এরকম হতে হতে শেষে শুধু বাড়তেই থাকল। অবশেষে অ্যালোপ্যাথি করতেই হল, দেখা গেলো ক্যান্সার এবং বেশ অ্যাডভান্সড স্টেজ। ধরা পড়ার কয়েক মাসের মধ্যে উনি মারা যান। অথচ সময়মতন ধরা পড়লে হয়ত সুস্থ হয়ে যেতেন।

    এইসব ঘটনা থেকে শিক্ষা যেটা নেবার তা হল ডায়াগনোসিস সঠিক হওয়াটা জরুরী। আর ডায়াগনোসিসের জন্যে অ্যালোপ্যাথি ছাড়া গত্যন্তর নেই। সঠিক ডায়াগনোসিস হবার পরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যেতেই পারে। অসুবিধা নেই।

  • bb | 117.195.167.148 | ২৬ আগস্ট ২০০৮ ২২:১২399229
  • rimi এক্ষেত্রে সেটা হয়ে গেছে। Arijit তার ছেলের আলর্জী টেস্ট করে নিয়েছ।সুতরাং এখন হোমিওপ্যাথি সেফ।
  • siki | 122.162.81.126 | ২৬ আগস্ট ২০০৮ ২৩:০১399231
  • হোমিওপ্যাথি ঠিক ক্যানসারের জন্য নয়। আর ইয়ে, অ্যালোপ্যাথির নামেও ঐ রকম "কাজ-হয় নি' অ্যালিগেশন হাজারে হাজারে দেওয়া যায়।

    কিছু ক্রনিক ডিজিজ, যেমন অ্যালার্জি ইত্যাদির ক্ষেত্রে হোমিও খুব ভালো কাজ দেয়। হোমিও, যতদূর জানি, মূল তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে কাজ করে। পিত্ত, বায়ু আর কফ।
  • sinfaut | 117.195.196.5 | ২৬ আগস্ট ২০০৮ ২৩:৪৬399232
  • এমন কোনো স্তম্ভের কথা শুনিনি।
  • ranjan roy | 122.168.16.6 | ২৭ আগস্ট ২০০৮ ০০:১৫399233
  • সিকি,
    কোথাও কিছু কন্‌ফিউশন হচ্ছে। পিত্ত-বয়ু--কফ নামক ত্রিদোষের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি নয়।
    আয়ুর্বেদ মনে করে যে মানবশরীর হয় বাতপ্রধান, কফপ্রধান, বা পিত্তপ্রধান। তেমনি হোমিও মনে করে মানবশরীর হল সলফারপ্রধান, আর্সেনিকপ্রধান আর সিফিলিটিক।
    হোমিওর মূলমন্ত্র -""" সিমিলি সিমিলিবাস কিউরেক্স''। বিষে- বিষক্ষয় গোছের ব্যাপার।
    অর্থাৎ , সুস্থ শরীরে কোন বিষ যে যে সিম্‌প্‌টম তৈরি করে অসুস্থ অবস্থায় সেই বিষের বিশুদ্ধ অ্যালকোহলে ডায়ালুটেড অণুপরিমাণ মাত্রা সেই সেই সিম্পটম কে দূর করবে।
  • arjo | 168.26.215.54 | ২৭ আগস্ট ২০০৮ ০০:১৬399234
  • কবরেজির তিন স্তম্ভ পিত্ত, বায়ু আর কফ, হোমিওপ্যাথের নয়। ব্যাথায় আর্ণিকা, গ্যাস হলে নক্সভোমিকায় কাজ হয়। আরও কিছু কিছু ক্রণিক রোগে কাজ হয়। তবে কি হয়েছে সেটা আগে ভালো করে জেনে নেওয়াই ভালো।

    আর কিছু না হলে এমনি এমনি খেতে খুব ভালো লাগে। কোনো সাইড এফেক্ট নেই।
  • kd | 59.93.178.87 | ২৭ আগস্ট ২০০৮ ০০:৪৩399235
  • হোমিও চিকিৎসা নিয়ে অনেক লেখা হচ্ছে তাই একটা cautionary note দেওয়া যুক্তিজুক্ত মনে করি।

    এখানে অনেক হোমিও 'ডাক্তার' (কোটেশনে রাখলুম কারণ অনেকেই ঠিকমতো ডিগ্রীপ্রাপ্ত নন) ওষুধ প্রেসস্ক্রাইব করেন না - নিজে ওষুধ সাপ্লাই করেন। সাধারণভাবে মনে করা হয় যে উনি repeat businessএর লোভে করছেন কিন্তু অনেক সময়েই steroid দেওয়া হয়। steroid miracle drug হিসেবে সুপরিচিত এবং এই প্রয়োগে সাধারণত: অসুখটি জলদি সারে - ডাক্তারের সুনাম হয়। এই সব ডাক্তারদের avoid করাই ভালো।

    ঐ যে বলে না, caveat emptor
  • Arijit | 61.95.144.123 | ২৭ আগস্ট ২০০৮ ০৯:৩৯399236
  • আমি তো ছোটবেলা থেকে তাই দেখেছি - ওষুধের বাক্স খুলে একটা গুলির শিশিতে দুটো ড্রপ ঢেলে দিয়ে দেন, বা কখনো মিল্ক অব ম্যাগনেশিয়া পাউডারে একটা ড্রপ দিয়ে পুরিয়া বানিয়ে। হোমিওপ্যাথ কাউকে তো প্রেসক্রিপশন দিতে দেখিনি!!!

    ওই পি ব্যানার্জীর কাছে শুনলাম পেল্লায় ভিড় হয়। লোকে সকালে গিয়ে রাতে ফেরে।

    হালকা নোটে - হ্যানিম্যান খুব খুশি হবে শুনলে - ওদের ভালো বিজ্ঞাপন। ঋতি হয়তো পড়ে গেলো, কি দুম করে কোথাও মাথা ঠুকে গেলো - চিল চিৎকার করে কান্না জোড়ে। ওর দাদাই, মানে আমার বাবা, যেই বাক্স থেকে আর্ণিকার শিশিটা বার করে, তখনি একদম চুপ। দেখেই ব্যথা সেরে যায়।
  • sinfaut | 165.170.128.65 | ২৭ আগস্ট ২০০৮ ১০:৩৬399237
  • কতরকমের হোমিওপ্যাথি ডাক্তার আছে। কেউ পুরোনো মতাবলম্বী, তাই আধুনিক ডায়াগনোসিস করতে দেবে না, কেউ নিজে হাতে ওষুধ বানিয়ে দেবে, ইত্যাদি। আমার মনে হয়, যারা এত পিউরিটান তাদের কাছে না যাওয়াই ভালো। আমি যে দুজন ডাক্তারের কাছে গেছি, তাঁরা প্যাথোলজিকাল টেস্ট করাতে বলেন, নিজেরা সবসময়ে ওষুধ দেননা, দোকান থেকে কিনে নিতে বলেন। তাই ডায়াগনোসিস করতে গেলে অ্যালোপ্যাথি ছাড়া গতি নেই কথাটার মানে বুঝতে পারলাম না। ওষুধের সাথে ডায়াগনোসিসের কি সম্পর্ক? আমার হোমিওপ্যাথির যেটা ভালো লাগে, সেটা রুট কজ খোঁজার চেষ্টা। যেমন(যদিও আমি প্রায় কিসুই জানিনা এসব ব্যাপারে, তাই ভুল বকার চান্স থেকে যায়), হোমিও ডাক্তার যেটা জেনারালি বলে থাকবেন, স্কিনের প্রবলেম আসলে স্কিনের নিজস্ব কোনো প্রবলেম না, ভিতরের কোনো গোলমালের সারফেসড হওয়া সিম্পটম। তাই স্কিনে মলম না লাগিয়ে ভিতরে(মোস্টলি পেটে)কিছু হয়েছে কিনা সেটা চেক করা দরকার। এবার সেটা কে কত ভালো চেক করতে পারেন তার উপর বিশাল ভাবে ডিপেন্ড করে। আবার আরেকটা ঘটনা, আমার বাবার গলা বেশিরভাগ সময়েই কিছুটা ধরে ধরে থাকে, তো ফোনে ঐ ডাক্তার কথা বলে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনার কি পায়ের পাতায় বা ঘাড়ে কোনো স্কিন ইরাপশন হয়? এই সিম্পটম গুলো বইয়ে বেশ সিস্টেমেটিক্যালি লেখা থাকে। ভালো ডাক্তারেরা সেটা লিংক করতে পারেন।
  • sinfaut | 165.170.128.65 | ২৭ আগস্ট ২০০৮ ১০:৩৭399238
  • আর ইসে, এই সিকি হোমিওপ্যাথিকে প্রায় ভুত ঝাড়ার পর্যায়ে নিয়ে চলে গেছিল। :-)
  • siki | 203.122.26.2 | ২৭ আগস্ট ২০০৮ ১১:২৬399240
  • সরি :(

    আয়ুর্বেদের সাথে ঘেঁটে ডাইভার্জ করে ফেলেছিলাম। । কিন্তু ঝাড়ফুঁকের পর্যায়ে কখন নিয়ে গেলাম?
  • Div0 | 202.80.51.66 | ২৭ আগস্ট ২০০৮ ১২:১৭399241
  • প্রশ্ন: ড: বাত্রায় কেউ কি ট্রীটমেন্ট করিয়েছো? ক্রণিক কাশি ধরণের কিছু?
  • shrabani | 124.30.233.101 | ২৭ আগস্ট ২০০৮ ১৪:৩৫399242
  • আমি করিয়েছি। আমার দুবছর আগে টেম্পারেচার ডিফারেন্সে কোল্ড অ্যালার্জি হচ্ছিল খুব। এসি থেকে বাইরে গেলেই হাঁচি শুরু হয়ে যেত। রান্নাঘরে আগুনের সামনে গেলে প্রবলেম হচ্ছিল বিশেষত গরম আর বর্ষাকালে। অ্যালোপ্যাথিতে ঐ সেট্রাজিন অ্যান্টি অ্যালার্জিক দিচ্ছিল, রোজ ভেপার নাও এইসব চলছিল। কিন্তু কিওর হচ্ছিলনা। রোজ ওষুধ খেয়েছি প্রায় একবছর।
    তারপরে নয়ডায় ড: বাত্রাতে দেখাই। ওরা প্রথমে সাইনাসের এক্স রে করায়। ব্লাড রিপোর্ট টিপোর্ট সব দেখে তারপরে ওষুধ স্টার্ট করে। তিনমাসের মধ্যে কমে যায়। বছরখানেক ওষুধ খেয়ে ছিলাম। এখন আর খাইনা। এখনও হয় মাঝে মাঝে তবে ঠান্ডা লেগে গেলে। ক্রনিক ব্যাপারটা আর নেই অনেকদিন (টাচ উড!)।
  • Div0 | 202.80.51.66 | ২৭ আগস্ট ২০০৮ ১৪:৪৪399243
  • শ্রাবণী, থ্যাঙ্ক য়ু। আমাকেও এই বিচ্ছিরি অ্যালার্জিটার জন্য ঐ সেট্রাজিন আর অ্যাজিথ্রোমাইসিন দিয়েছিলো, সাথে কার্ভল প্লাস ভেপার। অ্যাতোগুলো কোর্স শেষ করে পেটে চড়া পড়ে গেল তাও কাজ দেয়নি। রোদ থেকে ছায়ায় গেলেও হাঁচি/কাশি শুরু হয়ে যাচ্ছে। ভাবলাম ড: বাত্রায় দেখাই। তোমার উত্তর পড়ে মনে হল ভুল ভাবিনি। থ্যাঙ্কস এগেইন।
  • ranjan roy | 122.168.16.6 | ২৮ আগস্ট ২০০৮ ০০:০২399244
  • arjo ,
    আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু সিরিয়াসলি সাবধান করে দিচ্ছি। হোমিওপ্যাথির সাইড এফেক্ট নেই --এটা একটা মিথ, এবং ক্ষতিকর মিথ। যার এফেক্ট আছে, তার সাইড এফেক্ট ও আছে, এবং vice versa। বিশ্বাস না হয় ""প্যার কা সাইড এফেক্ট'' দেখে নাও।
    ধ্যাৎ, আবার ভাটাচ্ছি।
    ব্যাপারটা আসলে মাত্রা ও ডোজের। তাই নভিসদের ৩০ ও ২০০ ছাড়া কোন হায়ার ডাইল্যুসন ব্যবহার করতে মানা করা হয়।
    যেমন বলছি-- সালফার ১০০০ বা বেশি পাওয়ারের ব্যবহারে অনেক পুরনো সুষুপ্ত অসুখ বা জোড়া লাগা হাড় আবার চাগিয়ে উঠতে পারে। কেননা অধিকাংশ হোমিও'র ড্রাগ গুলো বিষ থেকে তৈরি। একোনাইট== সেঁকোবিষ।
    যাকগে, মোদ্দা কথা --- প্রত্যেক প্যাথিরই নিজস্ব ইউ এস পি আছে। যেমন, অ্যালোপ্যাথির সার্জারি---- লা জবাব, কোন বিকল্প নেই।
    আবার কিছু ক্রনিক অসুখে হোমিওপ্যাথি, বিশেষ করে অ্যালার্জি ও স্কিন, হাঁপানি। মেয়েদের মেন্সট্রুয়াল প্রবলেম্‌স।
    কখনও ডেঙ্গু জ্বর হলে অ্যালোপ্যাথিতে সাতদিন, আর অসহ্য কষ্ট। কিন্তু হোমিও Eupetorium Perf 200 হিন্দিতে যাকে বলে রামবাণ। ঐ ওষুধটা শুধু ঐ ডেঙ্গুতে বিশেষ উপকারী। আবার আমাদের পশ্চিমা গরমে লু' লাগলে ---- যাকগে বোর করছি।

  • arjo | 168.26.215.54 | ২৮ আগস্ট ২০০৮ ০১:০৭399245
  • ভাগ্যিস রঞ্জন দার সাথে আগে আলাপ হয় নি। কত হোমিওপ্যাথি যে সাফা করে দিলাম। বিশেষত নতুন ওষুধের ঝাঁঝই আলাদা। সত্যি কথা বলতে আর্ণিকা খেয়েও আমার ব্যথা কোনোদিন কমে নি। ছেলেবেলায় বেশির ভাগ ব্যথার উৎসই ছিল খেলার মাঠ। আর তারজন্য অব্যর্থ ছিল চুনে-হলুদ।
  • kd | 59.93.203.222 | ২৮ আগস্ট ২০০৮ ১০:৩৬399246
  • প্রচন্ড ব্যথায় মানে ফুটবল মাঠে শিনে লাথি, গাছ থেকে পড়া ইত্যাদিতে সবচেয়ে ভালো ওষুধ এক কাপ গরম দুধ ছোট্ট এক টুকরো ফটকিরি দিয়ে খাওয়া। বোধহয় হাকিমি চিকিৎসা।
  • Arijit | 61.95.144.123 | ২৮ আগস্ট ২০০৮ ১০:৫৬399247
  • ফটকিরি তো দাড়িতে ঘষে!!!
  • Div0 | 202.80.51.66 | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০০399248
  • কিন্তু ফটকিরি তো তুমুল টক আর কষা, ঐ জিনিষ দুধে দিলে দুধ ফেটে যাবে না!!
  • sinfaut | 165.170.128.65 | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০২399249
  • দুধ কী বোমা, যে ফেটে z।ইব?
  • Div0 | 202.80.51.66 | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৭399251
  • এই মাইরী, এটা তো আগে ভাবিনি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন