এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিকিত্‌সার হাল্‌হকিকত কলকাতায়

    I
    অন্যান্য | ০৯ জুলাই ২০০৮ | ৭৪২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | 220.253.188.158 | ২৯ জুলাই ২০১০ ০২:০৯399352
  • aka
    গল্পের বাকীটা সহজেই আন্দাজ করতে পারি।

    চেক এসেছে কিনা আপনাকে জানতে ৫/৬ বার ফোন করতে হবে, একদিন যাবেন তখন অমুকদা জানে, তিনি এসে যা করবার করবেন। অমুকদা আজ ছুটিতে।
    পরের দিন যাবেন। অর্থ্যাৎ আপনাকে ঘোরাবে- ৮৮ হাজার টাকা , কম হলো! অমুকদার তো ইচ্ছে হয় পরের ঘাড় ভেঙ্গে ইলিশ মাছ কিনতে। তাই তারও কিছু পাওনা হয়- বিশেষ করে রোগীর আত্মীয় বিদেশে। সেখানে তো গাছে ডলার ফলে, তাই না? ৫০০ টাকা এমন আর কি বেশী, মোটে ১০/১২ ডলার- আমরা যে তার আত্মীয়কে সারিয়ে তুললাম, তার বেলা?

    কি aka, কেমন লিখলাম? জানি এর জন্যে প্রাইজ নেই, প:ব: তে এটাই দস্তুর!
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুলাই ২০১০ ১১:২০399353
  • aka, আপনার ইনস্যুরেন্সের এজেন্ট নেই ? যার মারফ্‌ৎ পলিসি করেছেন, প্রিমিয়াম দেন ? এসব ঝামেলাগুলো সচরাচর সে-ই পোয়ায় ।
  • til | 220.253.188.158 | ২৯ জুলাই ২০১০ ১১:৫৯399354
  • আচ্ছা pre existing condtion থাকলে কি দেশে ইন্স্যুরেন্স করে? কেউ কি বলতে পারেন?
  • aka | 168.26.215.13 | ২৯ জুলাই ২০১০ ১৮:০৫399355
  • তিল, গপ্পোটা মনে হয় সেরকমই হবে, এখনও জানি না।
    ইন্সিওরেন্স এজেন্টের ক্ষেত্রে খুব কঠিন হবার অন্য অসুবিধা আছে।
  • r2h | 198.175.62.19 | ০৫ মার্চ ২০১২ ২৩:০২399356
  • লিখেই দিই তাড়াহুড়ো করে, যদিও কি আসে যায়।
    দশ বছর বয়েসী একটি ছেলে টালিহঞ্জ ঝোড়ো বস্তিতে থাকে, খেলতে গিয়ে চোয়ালে আঘাত পায়। প্রচুর রক্তপাত হয় এবং চোয়ালের অংশটি ডিফর্মড হয়ে যায়। বাড়ির কাছে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়, কিন্তু ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটাতে শনি রোব্বার হাসপাতালে এক্সরে করা যায়নি। বাইরে থেকে একস্রে করার টাকা এবং ছেলেটিকে আনা নেওয়া করার গাড়ি ভাড়া জোটাতে জোটাহে রোববার সকাল হয়ে যায়, দুপুরে একস্রে রিপোর্ট দেখে বাঙ্গুর হাসপাতাল থেকে চিত্তরঞ্জনে রেফার করা হয়। সেখানে একে বেড নেই, দ্বিতীয়ত জটিল অস্ত্রোপচার এখানে হবে না বলে তাকে ভর্তি করা হয় না। স্ক্যান ট্যান তো দুরের কথা। এবং এই প্রসেস্র মধ্যে ডিস্ট্রিক্ট হাসপাতালে কি হয় স্টেত হাসপাতালে কি হয় সেইসব প্রসঙ্গও আসে। ডাক্তারদেরও যেখানে রেফার করলে সত্যি চিকিৎসা হতে পারে সেরকম জায়গায় রেফার কারতে পারা বিষয়ে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে।
    তো শুক্রবার বিকেল থেকে রোব্বার দুপুর অবদি সময় লেগেছে ডায়াগনসিস হতে। তারপর চিকিৎসা কোথায় হতে পারে সেটা বুঝতে পারার জন্যে আরো কিছুদিন দরকার ছিল। আর ছেলেটির চোয়াল ফ্র্যাকচার হওয়াতে তার পক্ষে খাওয়া দাওয়া সম্ভব হয়নি, কিন্তু ডায়গনসিস না হলে আর স্যালাইন দেওয়া হবে কিভাবে। এইসব আরকি।

    তারজন্যেই বলি, মর্মপীড়ই মুক্তির একমাত্র পথ। কারন তিনি বিজ্ঞান নন।

    আর এই গল্প শুনে কেউ বিচলিত হলে বলি, দুশ্চিন্তা করবেননা, কিছু সহৃদয় চিকিৎসক এবং অন্যান্যদের উদ্যোগে ছেলেটির চোয়ালের সার্জারী হয়ে গেছে ঠিকঠাক, সাড়ে চার ঘন্টার সার্জারীর জন্যে তাঁরা কোন টাকা নেন নি। একটি প্রাইভেট নার্সিং হোমে।
  • pi | 72.83.76.34 | ০৫ মার্চ ২০১২ ২৩:০৫399357
  • সত্যি কিছু আসে যায় না। আসবে যাবেও না।
  • aranya | 144.160.226.53 | ০৫ মার্চ ২০১২ ২৩:২৪399358
  • হুতো, অপারেশন-টা কি সাকসেসফুল বলা যায় না কি আরও কিছু সময়/দিন অপেক্ষা করতে হবে? নার্সিং হোম থেকে কবে ছাড়বে জান?
  • pi | 72.83.76.34 | ০৫ মার্চ ২০১২ ২৩:৪৩399359
  • ডাক্তার তো সাকসেসফুল বলেছেন। ছেড়ে দেবার কথা ছিল
  • Nina | 12.149.39.84 | ০৬ মার্চ ২০১২ ০০:২৯399360
  • আজ আমার মরবারও ফুরসৎ নেই--তবু এই টইতে দুটি লাইন না লিখলে পীড় আমাকে ক্ষমা কর্বেন্না----
    এই বচ্চা ছেলেটি যে আবার সুন্দর করে একতি সুস্থ চোয়ালে হাসতে পারবে --তার জন্যে আমি আমাদের পাইদিদি ও সুতোদিদিকে (বয়েসে দুজনেই পোচ্চুর ছোট্ট আমার চেয়) একটি করে পেন্নম করে গেলাম----এই দুই নারী কে নারীদিবসের স্যাল্যুট! এমন মানুষ দিয়েই দুনিয়া হয়--সুন্দর!
  • Lama | 117.194.233.143 | ০৬ মার্চ ২০১২ ০০:৫০399362
  • কাল ছেড়ে দেবে।
  • kumu | 122.160.159.184 | ০৬ মার্চ ২০১২ ১৩:৫৩399363
  • নীনার সাথে আমার পেন্নামও জুড়ে দিলাম,দুজনের উদ্দেশ্যে।
  • PM | 86.96.228.84 | ০৬ মার্চ ২০১২ ১৫:০৪399364
  • আমরো পেন্নাম ঐ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কান্ডঞ্জানশুন্য মানুষ গুলোকে।
  • siki | 155.136.80.36 | ০৬ মার্চ ২০১২ ১৬:০৩399365
  • অভিনন্দন জানিয়ে আমিও এক লাইন জুড়ে দিই। আমাদের প্রিয় ডাক্তার সুমিত সান্যাল যে ছেলেটির লিভার ট্র্যান্সপ্ল্যান্ট করেছিলেন পিজি-তে, ছেলেটি ছিল এক হতদরিদ্র দিনমজুরের ছেলে, রোজ না খাটলে খাওয়া জোটে না।

    এই গুরুচন্ডালীতে আর টাইমস অফ ইন্ডিয়াতে খবর বেরনোর সাথে সাথে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, গুরুচন্ডালীরই অনেকে।

    এবং শুধু পয়সা দিয়ে সাহায্যই নয়, ব্যক্তিগতভাবে গিয়ে দেখাও করে এসেছেন ছেলেটির সঙ্গে। অনিমেষ বাগদি নামের ছেলেটি এখন ভালো আছে।

    গুরুচন্ডালী ভাট আর টইতে রাশি রাশি খিল্লি জমিয়ে সমাজবিপ্লবের রাস্তা পরিস্কার করে ফেলবে এমন আশা দূরতম কল্পনাতেও কেউ করে না। কিন্তু একটা দুটো ফোঁটা জল তো দিতে পারে সমুদ্র বানাবার জন্য। সেটুকুই অনেক। আমাদের এখানেই অনেকে আছেন অনেক রকম কাজের সাথে যুক্ত, নীরবে। কেউ অনাথাশ্রম, কেউ লাইব্রেরি, কেউ অসুস্থ মানুষের চিকিৎসা। গুরুচন্ডালী শুধু মানুষের সাথে মানুষকে জুড়ে দেবার একটা প্ল্যাটফর্ম। হাতে হাত মেলালে অনেক অচল পাথরকেও সচল করা যায়। :)
  • aranya | 144.160.226.53 | ০৬ মার্চ ২০১২ ২২:৫২399366
  • তুমি দেখবে, তুমি দেখবে ঐ দুটো হাত বাড়ালে
    কিছু হাত সেই হাত ধরবে .....
  • r2h | 198.175.62.19 | ০৭ মার্চ ২০১২ ০৩:০১399367
  • আমিও মুগ্‌ধ এবং অবাক হয়েছি তাঁদের দেখে যাঁরা একটি বাণিজ্যিক নার্সিং হোমে সাড়ে চার ঘন্টার সার্জারী, বাজারে যার দাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বলে জানা গেছিল, করে দিলেন ফ্রীতে নিজেদের দ্বায়িত্বে কোন রকম প্রত্যক্ষ জানাশোনা ছাড়াই, বা কোন রকম খ্যাতি বা অন্য কোন রকম আশা না করে। মনে হয় গল্পের বইয়ের চরিত্রদের সঙ্গে চেনা হয়ে গেল।

    তবে চিকিৎসার হাল হকিকত শীর্ষক টই দেখেই মনে হলো লেখা যায়, যদিও সরকারী হাসপাতালের কথা বাদ দেওয়ার কথা শুরুতেই হয়েছিল।

    কলকাতাতেই আর্থিক সম্বলহীন লোকজন, যাঁদের সুমিত সান্যাল বা আমি যাঁদের কথা বলছি (অনুমতি নেওয়া নেই, তাই নাম লিখছি না), তাঁদের মত অসাধারন মানুষদের সঙ্গে যোগাযোগটা হয়ে ওঠেনা, তাঁরা কি করেন? (এখানে বলে রাখি, সুমিতবাবুর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল এই ঘটনায়, তিনিও নানান ব্যবস্থাপত্র করেছিলেন, কিন্তু হাতে সময় কম, সময়ের ব্যবধান ইত্যাদির কারনে সেদিকটায় আর যাওয়া যায় নি।) রেফারেন্স পয়েন্ট ঠিক মেন্টেন হয় কিনা জানি না, তবে যা মনে হলো, ডাক্তারদেরও হাত পা অনেক ক্ষেত্রে লাল ফিতেয় বাঁধা। একটা কথা শুনলাম, "রেফারেন্স পয়েন্ট গুলো ফিক্সড'- তো কোন ডাক্তার যদি ভাবেন অমুক জায়গায় রেফার করলে ভালো কিছু হতে পারে, কিন্তু সেই জায়গা ঐ ফিক্সড রেফারেন্স পয়েন্টের মধ্য না পড়লে কিছুই করার নেই। এই যে বাঙ্গুর থেকে চিত্তরঞ্জন, এবং সেখানে গিয়ে হবে না/বেড নেই- তারপর কি?
    এক্সরের মত সামান্য জিনিস ছুটির দিনে হয়না। সত্যিই কি হয় না? না হলে এতো গরীব মানুষ আদৌ বেঁচে আছে কি করে? রোগীর চাপ ভীষন, খুব সত্যি কথা, বাঙ্গুর হাসপাতালে এক বিছানায় দুজন তিনজন রোগী- ওষুধপত্র কিছু হাসপাতাল থেকে পাওয়া যায়না বললেই চলে। ডাক্তাররা সবচে চোখে পড়েন ঠিকই, এবং অভিযুক্ত হন, কিন্তু তাঁদের হাতেও, অন্তত সরকারী হাসপাতালের ক্ষেত্রে খুব কিছু আছে কিনা সন্দেহ হয়।

    আবার ইনফ্রাস্ট্রাকচার একেবারে নেই তাও বিশ্বাস করতে দ্বিধা হয়, কেননা এই কলকাতাতেই সরকারী হাসপাতালে কঠিন চিকিৎসাপত্র হয়, খবরের কাগজে বা গুরুতে পড়তে পাই মাঝে মাঝে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই মনে হয়, যাঁদের হয় তাঁদের নেহাৎ কপালজোর। সেগুলো খবরে আসে কারন সেগুলো ব্যতিক্রম, কেউ না কেউ আউট অফ দা ওয়ে গিয়ে সেগুলো ইনিশিয়েট করেন।

    তো, ট্যাঁকের জোর একেবারেই নেই সেরকম মানুষের চিকিৎসা নিশ্চিত করার রাস্তাটা কি হতে পারে? (যাঁদের জোর আছে, তাঁদেরও খুব নিশ্চিত তা হয়তো নয়, তবে অনেকগুলো অপশন আছে অন্তত।)

    তো এইসব নিয়ে আলোচনা হোক বলে মনে হয়। আবার, এখানে আলোচনা হয়েও কি হবে সেটাও প্রশ্ন। আবার দুটো লোক ভাবলে হয়তো কিছু হতেও পারে কে জানে। গুরুতে তো কতই বাঘা লোকজন আনাগোনা করেন।

    এমনিতে আমি কোন রকম ফিলা¾থ্রপিক কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই যুক্ত নই, পদ্যপাঠ মদ্যপান এইসবেই সুখে কালাতিপাত হয়। একটা ডি: দিয়েই দিই, যে গপ্পোটা বললাম, সেখানে আমার আদৌ কোন ভুমিকা ছিলনা কোনকিছুতেই। ঘটনাটা জানি এইটুকুই। তো আমার কোন ইনপুটও নেই এসব ব্যাপারে। এই সব কথাগুলোই লিখে লিখে ভাবা আরকি। একটু অহেতুক অস্বস্তি ঝেড়ে ফেলার চেষ্টা।
  • aka | 168.26.215.13 | ০৭ মার্চ ২০১২ ০৩:০৯399368
  • ঐ কপালজোর ওটাকেই আমি বলি চান্স কজ। বললেই লোকজন সিনিসিজম, হ্যানা, ত্যানা বলে তেড়ে আসে। কলকাতায় ট্যাঁকের জোর না থাকলে কোন চিকিৎসাই হয় না (দু একটা এইরকম কেস বাদ দিলে), কিন্তু ট্যাঁকের জোর থাকলেও হবে তার চান্সও ঐ কপাল জোর। এই একটা জায়গায় অন্তত সম্পূর্ণ সাম্য। তফাত একটাই যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী পয়সা খরচ করে মরতে হবে - কেউ রাস্তায়, কেউ আইসিইউ তে। এমন অব্যবস্থা আগে ছিল না। নামী দামী হাসপাতালে সামান্য ব্লাড টানতে পারে না যা আমি একটু চেষ্টা করলে পারতেও পারি।

    এক এক অদ্ভূত অ্যানার্কি, মুখোমুখি অভিজ্ঞতা হলে বোঝা যায়।
  • aka | 168.26.215.13 | ০৭ মার্চ ২০১২ ০৩:১৮399369
  • আলোচনা???

    প্রবলেম আছে সেগুলো বলতে গেলে প্রথমে দেখতে হবে আপনার কো-অর্ডিনেট কি? যদি যে জায়গা সম্বন্ধে আপনার আপত্তি, আপনার আইপি যদি তার নেইবারহুডে না থাকে তাহলে আপনি নেহাতই এক উচ্চমার্গীয় আঁতেল। এরপরে দেখতে হবে যা যা আপনি প্রবলেম বলে মনে করেন সেইসব ঘটনার মতন কি কি ঘটনা আপনার আইপির নেবারহুডে ঘটেছে। এসব কঠিন অ্যানালিসিস পেরিয়ে বুঝতে হবে সত্যি প:ব:য়ে অ্যানার্কি চলছে, যদি এতদুর অবধি আলোচনা, খেউড়, লিংক, কাউন্টার লিংক চালানোর পরে গজদন্ত মিনারে বসে বসে আপনার পাছুতে ব্যথা হয় তার জন্য গদির বন্দোবস্ত করা হবে।

    সংগ্রামী অভিনন্দন কমরেড। ঠিক পিছনেই আছি।
  • Tim | 198.82.20.232 | ০৭ মার্চ ২০১২ ০৩:২৯399370
  • হুতোদার পোস্টে বিশাল করে ক। সব স্তরেই সংগঠিত বা বিচ্ছিন্নভাবে কেউ কেউ চেষ্টা করেন। তাতে অনেক সময় ( যেমন এই ক্ষেত্রে) কাজ হয়।
  • Nina | 12.149.39.84 | ০৭ মার্চ ২০১২ ০৩:৪৭399371
  • সেই স্টার ফিশের গল্প---এক ক্ষ্যাপা রোজ সকালে সমুদ্রের ধারে গিয়ে --কাতারে ভেসে আসা স্টার ফিশেদের একটি একটি জলে ছুঁড়ে দিত, যাতে তারা বাঁচে ।

    একদিন একজন তকে হেসে বল্ল
    ওহে--এই শয়ে শয়ে স্টার ফিশ --এতো মরবেই তুমি কি আর এদের সুরাহা করতে পারবে একলা একটি দুটি করে জলে ছুঁড়ে দিয়ে?
    সে হাতে একটি স্টার ফিশ তুলে নিয়ে জলে ছুঁড়ে দিয়ে বল্ল
    আমি এটির সুরাহা করতে পারলাম !
  • r2h | 198.175.62.19 | ০৭ মার্চ ২০১২ ০৩:৪৮399373
  • আকাদা বললো "এমন অব্যবস্থা আগে ছিল না'- ঠিক এই কথাটা আমিও শুনলাম, কলকাতার সরকারী চিকিৎসাব্যবস্থায় জড়িত অন্য কিছু লোকজনের বক্তব্য হিসেবে। আকাদা অবশ্য পুরো কলকাতা বা পবঙ্গের সরকারী বেসরকারী সবার সম্পর্কে বললো, আমি শুধু সরকারী ব্যবস্থার কথা বলছি।

    এই অব্যবস্থা (সরকারী চিকিৎসার ক্ষেত্রে) ইন্টেনশনাল কিনা সেই নিয়ে প্রশ্নও শুনেছি, আমার কাছে যুক্তিগ্রাহ্য মনে হয়েছে।
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ০৬:০৭399374
  • হুতো এই বিষয় নিয়ে কথাবার্তা, আলুচানা ইত্যাদি সবই ঘুরপাক খায় কিছু চেনা ছকে অথবা কিছুটা উইকেন্ডে বিলিতি না দিশি কেমন ইমোশনাল লেভেল ছিল তার ওপর।

    খুব সনখেপে প:ব: এ কলকাতা ছাড়া চিকিতসা করানোর ভালো জায়গা নেই, শুধু কলকাতা কেন সমগ্র উত্তর পূর্ব ভারতের চাপ কলকাতায়। দিনের পর দিন চাপ বেড়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাচকার নয়।

    আর অত্যন্ত ভালো সুযোগ সুবিধা সম্পন্ন কিছু অত্যন্ত বাজে প্রাইভেট হাসপাতাল গড়ে উঠায় সমস্যাটা বেড়েছে। এখানে যে ডাক্তাররা কাজ্‌করে তাদের মাইনে স্ট্যাটাস এতই বেশি যে সরকারি চাকরি করা লোকেদের পার্ট টাইমে এইসব কাজ করতেই হয়। ক্রমে আসল চাকরি দায়সারা হয়ে পার্ট টাইমই আসল হয়ে দাড়ায়। যত হয় তত লোকের প্রাইভেট হাসপাতালের ওপর ডিপেন্ডেন্সি বাড়ে তত পুরো সিস্টেমটা আরও ভোগে যায়- ডাউনওয়ার্ড স্পাইরাল।

    তা এসব নিয়ে সুস্থ আলোচনার জায়গা খুব কম। মুখ্যমন্ত্রী বলিলেন রেফাল দায়ী অতএব আমরাও বলিলাম রেফারাল দায়ী - তখনও পার্ক স্ট্রীট কান্ড হয় নি।

    নীনাদির স্টার ফিশেদের মধ্যে দু একজন আমার খুব কাছের তাই দায়টা একটু বেশি। প্রিটেনশাস হওয়া বিলাসিতা।
  • Lama | 117.194.228.235 | ০৭ মার্চ ২০১২ ০৮:৩০399375
  • আর একটা জিনিস ভালো লাগল- ছেলেটির বাবার সঙ্গে কথা বলে বুঝলাম, ছেলেটির কি সমস্যা হয়েছিল, এবং কি চিকিৎসা হয়েছে সেটা ডাক্তারবাবুরা পরিবারটির জ্ঞানবুদ্ধিমত সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। এটা আজকাল বেশির ভাগ ডাক্তার করেন না বলে রোগী জানতেই পারে না তার কি রোগ। এক্ষেত্রে গরীব/ অল্পশিক্ষিত বলে ডাক্তাররা এড়িয়ে যেতেই পারতেন। চিকিতসা তো যা করার করেই দিয়েছি, তাও আবার ফিরিতে- এই মনোভাব দেখাননি
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১০:১৩399376
  • ইচ্ছে করে কেউ করে দিচ্ছে মানে ষড়যন্ত্র করছে, কিম্বা ডাক্তাররা লোভী হয়ে পড়েছে এসব আসলে বাঙ্গালীদের বামপন্থী ভুত বা আগের পোস্টে যে বললাম প্রিটেনশাস অ্যাটিটিউড আসলে তাই। আমাদের সকলের ডলারের মানে টাকার প্রয়োজন আছে এক্সেপ্ট ডাক্তারদের! আমার ছেলেমেয়ে ইন্টারন্যাশনাল স্কুলে পড়বে আর ডাক্তারদের ছেলেমেয়ের জন্য রইল মালতীবালা বালিকা বিদ্যালয়?

    সরকার এক প্রহসন - সে বাম হোক কিম্বা আজকের বাম-ডান -আইন বলে কিছু নেই ফলত আনকট্রোলড অ্যানার্কি সর্বত্র, হেলথকেয়ার একটা মাত্র মুখ।

    প্রিটেনশাস আমরা (বিশেষ ভাবে লক্ষ্য করুন) যদ্দিন না খানিক সত হচ্ছি আমাদের চিন্তা ভাবনায় তদ্দিন গজদন্ত মিনারে আত্মশ্লাঘা বুলিয়ে যাব।
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১০:২০399377
  • রও পরে সুমিত আছে, আমাদের বিগাই আছে, যে ডাক্তাররা ছেলেটির অপারেশন করলেন তারা আছেন দু একটা স্টার ফিশ তো বাচবে। এই কাজটা এমনই যে দেবতুল্য ডাক্তারদের নাম জানাতে কুন্ঠা থাকার কোনো কারণ নেই।
  • dukhe | 202.54.74.119 | ০৭ মার্চ ২০১২ ১০:২৮399378
  • "সকলের টাকার প্রয়োজন আছে" এই যুক্তিতে শিশু পাচার থেকে চোরপরেশনের ঘুষ সবই জাস্টিফায়েড হয় কমরেড। আমি ডক্তার এবং আমার টকার দরকার বলে আমাশার রুগীকে ধরে বাইপাস করার অধিকার জন্মায় না।
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১০:৩১399379
  • আইনের প্রয়োজনীয়তাটা চোখ এড়িয়ে গেছে কমরেড
  • dukhe | 202.54.74.119 | ০৭ মার্চ ২০১২ ১০:৩৪399380
  • বুঝি নাই। লোভী ডাক্তারদের যথাযথ শাস্তি দেওয়া হচ্ছে না - এইটা বক্তব্য ?
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১০:৩৮399381
  • না সমস্যা বোঝায় গলতা আছে। বিঘত বিঘত গলতা আছে। ডাক্তাররা আমাদেরই মতন এঅই সিস্টেমের রেজাল্ট মাত্র।
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১০:৪৬399382
  • ট্যাঁকের জোর থাকলে অন্তত এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার করলে রোগীকে নিয়ে যাবার জন্য ট্যাক্সি ভাড়া যোগাড়ের বাসে ক'রে ক'রে দোরে দোরে ঘুরে বেড়াতে হয়না। একটা ইঞ্জেকশন কিনতে গিয়ে কি এক্স রে বাইরে করাতে গিয়ে দু তিন হাজার টাকা খরচ হয়ে গেলে মাসকাবারী তিনহাজারী রোজগেরেদের মত মাথায় হাত দিয়ে বসতে হয়না, বা এগুলো করাবো কি কীকরে করাবো সেই ভেবে সময় অপচয় করতে হয়না। বিশেষ করে, প্রতিটা মুহূর্তই যেখানে দুর্মূল্য।
    হাতে মোবাইল কি ঘরে টিভি সেট এসে যাওয়া মানেই জীবনযাত্রা আগের থেকে সহজ হয়েছে মনে হওয়া, পোস্ট রিফর্ম ট্রিকল ডাউনে জীবন মধুর, আর এইরকম সব 'সাম্য' দেখতে পাওয়া, এও যদি মিনারের উচ্চতার কারণে না হয়ে থাকে তো কী কমরেড ? রঙীন চশমা ? :)

    যাই হোক, হুতোর প্রশ্নগুলোই নহুদিন ধরে মনে হচ্ছে। এই টইতে এত বেসরকারি আলোচনার মধ্যে তাই আগেও অনেকবার সরকারি স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশ্নও তুলেছিলাম। তবে যেহেতু আমাদের এখানকার আলোচনা মূলত: অ্যানেকডোট ভিত্তিক এবং আমরা ধরে নিই, এসব ক্ষেত্রে সকলের অভিজ্ঞতাই সমান, সেই 'সাম্য' এর ভিত্তিতে আমরা সেই প্রশ্নগুলো খুব একটা দরকারি মনে করিনা।
    যা ইচ্ছে বক্রোক্তি, খিল্লি আসুক, অনর্থক তরাতর্কির জন্যও আমার তেমন সময় বা উৎসাহ নাই, এনিয়ে আমার যা বক্তব্য, কিছু ডাক্তার ও স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তি, হেল্‌থ পলিসির লোকজন ইত্যাদিদের সাথে বেশ কিছুদিন ধরে কথা বলে যা মনে হয়েছে, যা বুঝেছি, আমার নিজস্ব কথা, সেগুলো একটু একটু ক'রে লিখবো। :)

    ও হ্যাঁ, ভীষণভাবে সাহায্যকারী কয়েকজন ডাক্তারের নাম বলি। যাঁদের অনুমতি নেওয়া আছে।

    অরিজিত সেন, অনুপম ভট্টাচার্য।

    হ্যাঁ, এঁদের কারুর কারু যা মনে হয়, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, সেগুলো লিখবো।

  • siki | 155.136.80.36 | ০৭ মার্চ ২০১২ ১০:৫০399384
  • পড়ব বলে বসে আছি।

    একটা আলাদা সুতো খুলে লিখবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন