এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিকিত্‌সার হাল্‌হকিকত কলকাতায়

    I
    অন্যান্য | ০৯ জুলাই ২০০৮ | ৭৪৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ২৬ জুলাই ২০১০ ১১:২০399285
  • অসম্ভব এন্টারটেইনিং - হেব্বি !
  • saikat | 202.54.74.119 | ২৬ জুলাই ২০১০ ১১:৪৭399286
  • কে জানে বাবা, এটা আবার 'প্রাক্তন' কারোর মত কি না?
  • PT | 203.110.247.221 | ২৬ জুলাই ২০১০ ১১:৫৪399287
  • “Siliguri is the gateway to the Northeast and is in the proximity of Nepal, Bhutan and Bangladesh. Besides the patients from the hills and Sikkim, people from Malda, Bihar, the north-eastern states and the neighbouring countries come here for treatment. In fact, people come from all parts of Nepal barring Kathmandu (where there are hospitals) and its adjoining areas,” said Piyush Kanti Roy, the president of the Siliguri branch of the Indian Medical Association.: http://vv.telegraphindia.com/1100505/jsp/siliguri/story_12412718.jsp

    অ-জানার কি যে আনন্দ.....
  • saikat | 202.54.74.119 | ২৬ জুলাই ২০১০ ১২:০০399288
  • হুঁ, সিয়া চাপ বাড়িয়েই যাচ্ছে।
  • kc | 194.126.37.5 | ২৬ জুলাই ২০১০ ১২:০১399289
  • এইসব হাসপাতালগুলোর এমন অবস্থার আম জনতাও দায়ী। সবাই মেনে নিয়েছে। আপাতদৃষ্টিতে এর একটাই ওষুধ, লাঠি। আমার জায়গা বহরমপুরের কথাই ধরুন, ব্রিটিশ আমালের পুরোনো হাসপাতাল, সবকিছুই প্রায় উঠে গেছিল, কিন্তু গত বছর পাঁচেক ধরে যে কোনও ছুতো পেলেই, পালা করে কখনও অধীর চৌধুরীর লোকেরা কখনও সিপিএমের লোকেরা মার লাগায়। ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন, দেয়ালে ঝুল নেই, মেঝেতে রুগি আছে, ময়লা নেই, সব কটা অ্যাম্বুলেন্স চালু থাকে। মারের চোটে লোকেরা সিধে হয়ে গেছে, কুকুর বিড়ালেরা তো হবেই। হাসপাতালে কুকুর বিড়াল দেখতে পাবেননা। ঝাঁচকচকে ব্যাপার নেই, কিন্তু বেশ চলছে। মাঝে দুবার হাসপাতালের লোকেরা এই "" তাণ্ডবের'' জন্যি ধর্মঘট করেছিল, কিন্তু পাবলিকে তাদের বাড়ি গিয়ে কেলিয়ে এসেছিল, তাই ধর্মঘটও বন্ধ। তবে কিছুদিন আগে দুমাসে নাকি ৪৬ লক্ষ টাকার ফিনাইল কেনার রসিদ পাওয়া গেছে।
  • saikat | 202.54.74.119 | ২৬ জুলাই ২০১০ ১২:০৬399291
  • হুঁ, লাঠি নিশ্চয় বিহার, উত্তর-পূর্ব, নেপাল (কাঠমান্ডু বাদে) প্রভৃতি জায়গার লোকেদেরও লাগানো হয়েছে।
  • Arpan | 216.52.215.232 | ২৬ জুলাই ২০১০ ১২:০৬399290
  • তালে কী কী ক্ষেত্রে মহাগুরু নাকি ভিক্টর ব্যানার্জি স্টাইলে লাঠ্যৌষধ প্রয়োগ করতে হবে তার একটা লিস্টি করে ফেলা যাক। দরকার হলে আলাদা একটা টই খুললেও হবে।

    ১) হাসপাতালের কর্মচারী, চিকিৎসক, নার্স, ফড়ে ও দালাল।

    ২) বাসের ড্রাইভার ও কন্ডাক্টর, দরকার হলে স্টার্টার

    ৩) অটোচালক

    ৪) ট্যাক্সিচালক

    ৫) রাস্তায় ট্রাফিক রুল ফলো না করা ল্যালা পাব্লিক

    ৬) .....
  • saikat | 202.54.74.119 | ২৬ জুলাই ২০১০ ১২:২০399292
  • অর্পণ, ৬ নং-টা ভর্তি করে দিলাম -

    ৬) ধর্মঘট

    ওখানে তো কাজ দিয়েছে।
  • Arpan | 216.52.215.232 | ২৬ জুলাই ২০১০ ১২:২৯399293
  • ও, হ্যাঁ, ঐটা তো কেসির পোস্টেই ছিল। চোখ এড়িয়ে গেছিল। :-(
  • kc | 194.126.37.5 | ২৬ জুলাই ২০১০ ১২:৩৭399295
  • ;-)
    আট লম্বর হল গুচতে ইংরেজীতে কথা বলা।
    btw, গুচতে ইদানিং ঝগড়া খুব বেড়ে গেছে। গুরু চরিত্র হারাচ্ছে।
  • SB | 219.64.189.110 | ২৬ জুলাই ২০১০ ১৩:০১399296
  • হ্যাঁ এবারে প্রাক্তন কংগ্রেস :-))

    কিন্তু বস বি সি রয়ের আমলে কটা গ্রামীন হাসপাতাল হয়েছে হাতে গুনে বলা যাবে হয়ত। উনি কলকাতাতে কয়েকটা হাসপাতাল করেছিলেন বটে, তাও মুখ্যমন্ত্রী হিসেবে নয়। কিন্তু ওই প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারটা নিজেই করতেন বলে সরকারি ডাক্তারদের ক্ষেত্রে এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, সরকারি ডাক্তাররা এখনো এই অযুহাতটাই দেন। হাসপাতালের রোগীরা নেগলেকটেড হয়।

    জোকস অ্যাপার্ট, বিষয় যখন সিরিয়াস, তবে সিরিয়াসলি এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করা যাক।

    লাঠ্যৌষধ হয়ত কাজে দেয়, কিন্তু তাতে সরকারের দায় কতটুকু? বামফ্রন্ট সরকার ভেবেছিল এলাকার ব্যাপার যখন তখন গ্রামীন হাসপাতালগুলোকে গ্রাম পঞ্চায়েতের হাতে দিয়ে দিলে এই চাপটা তারাই সৃষ্টি করতে পারবে, কাজ হবে। কিন্তু তাও হয়নি। সরকার যেটা করেছে তা হোল পাব্লিক হেল্‌থ কে উন্নতি করা, তাই http://www.wbhealth.gov.in/Statistics%20_Html/2008_2009/basic_health_indictors.htm সম্ভব হয়েছে, ন্যাশানাল কম্প্যারিজন এখানে, http://www.wbhealth.gov.in/Statistics1.asp?pass_file_id=25&stat_main_id=150.. taa chhaarhaao sarakaar JeTaa karechhe pratiTaa graame saabasenTaar baa graam pa`Nchaayet (GP), তার ওপরে প্রাইমারি হেল্‌থ সেন্টার, তারপর রুরাল হাসপাতাল, তার পরে সাবডিভিশনাল বা স্টেট হাসপাতাল, তার ও পরে রেফারেল হাসপাতাল বা মেডিকাল কলেজ। এতে করে চিকিৎসা সাধারন মানুষের অনেক কাছে এসে গেছে। আর বড় বড় হাসপাতালে চাপ কমেছে।

    কিন্তু যেটা করতে পারেনি কর্মীদের দায়বদ্ধতা। পার্টি নেতা বলে কাজ করবেন না গ্রুপ ডি তাই হাসপাতাল সাফ হবে না, পার্টি কে চাঁদা দেন বলে পার্টি নেতা বা পঞ্চায়েত প্রধান কিছু বলবেন না প্রাইভেট প্র্যাকটিস রত ডাক্তারদের বা যেই ডাক্তাররা হাসপাতালে অষুধ থাকা সঙ্কেÄও অষুধ কম্পানির পয়সা অষুধ লেখেন। সাধারন মানুষ, গরীব মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়।

    আর মন্ত্রী ভূল বলেছেন। অনেকেই পারবেন এই অব্যাবস্থা ঠিক করতে, যদি প্রফেশনাল হন, যদি সতসাহস থাকে, যদি পক্ষপাতিত্ব না থাকে, ভেস্টেড ইন্টারেস্ট না থাকে। এক বছরও লাগে না। তবে ঘুঘুর বাসা ভাঙ্গতে সাথে মানুষকে রাখতে হয়।
  • pi | 72.83.82.169 | ২৬ জুলাই ২০১০ ১৩:১৪399297
  • ধুর ! সব ঘেঁটে যায়।
    প:বঙ্গ সরকারের ওয়েব সাইট বলছে, পাব্লিক হেলে্‌থর কত উন্নতি হয়েছে। এদিকে অন্যত্র পড়ছি , West Bengal, Bihar, Uttar Pradesh, Madhya Pradesh and Rajasthan have the worst health indicators and belong to the last category.

  • pi | 72.83.82.169 | ২৬ জুলাই ২০১০ ১৩:১৬399298
  • ও , আচ্ছা, উন্নতি হয়েই এই ? নিশ্চয় তিন চারটে রাজ্য খুঁজে পাওয়া যাবে, যার থেকে বেটার অবস্থা। ওগুলোর নাম নিশ্চয় পিটি দিয়ে যাবেন।
  • saikat | 202.54.74.119 | ২৬ জুলাই ২০১০ ১৩:২৪399299
  • এসবি-র অবস্থা, আর কী বা বলব, যেভাবে প্রাক্তনী সম্মেলন করছেন !!! :-)

    এসবি লাস্টের আগের প্যারায় যা লিখেছেন, সেটাই আজকের দিনে মানুষের (রং নির্বিশেষে) মত। করা হয়েছে অনেক কিছুই, কিন্তু বিশেষ কিছু চলে না। এখনকার স্বাস্থ্যমন্ত্রী তো ডাক্তারবাবু তদুপরি পার্টি নেতা। তাতে তো দায়বদ্ধতা আসে নি। আর আসবে বলে আশাও কেউ করে না।
  • Bratin | 125.18.17.16 | ২৬ জুলাই ২০১০ ১৩:৩২399301
  • পাই টা যেন কি?? সর্বদা সব কিছু র মধ্যে ভালো খুঁজিয়া লইবে
  • SB | 219.64.189.110 | ২৬ জুলাই ২০১০ ১৩:৩২399300
  • প্রাক্তনী সম্নেলন খারাপ নাকি? :-))
  • Blank | 170.153.65.102 | ২৬ জুলাই ২০১০ ১৩:৫৫399302
  • এখানকার সরকারী হাসপাতাল গুলোর চিকিৎসা বেশ ভালো। খুব সস্তায় প্রচুর বড় সড় অপারেশান হয়। তবে হাসপাতাল বেশ নোংরা।
    বেসরকারী গুলো ভয়ানক চোর। ওষুধ, ব্লাড এসব নিয়ে ভয়ানক জালিবাজি করে। পেছনে রীতিমতন নামকরা ডাক্তারদের নাম থাকে।
  • nyara | 203.83.248.37 | ২৬ জুলাই ২০১০ ১৪:৩৮399304
  • জ্যোতিবাবু শেষ কয়েকবার যখন অসুস্থ হয়েছিলেন ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার মধ্যে কতবার সরকারী হাসপাতালে গেছিলেন?

    সুভাষ চক্রবর্তী? অনিল বিশ্বাস? মৃণাল বন্দোপাধ্যায়?
  • dukhe | 122.160.114.85 | ২৬ জুলাই ২০১০ ১৪:৪৮399307
  • সে তো সাধারণ মানুষের স্বার্থে । সরকারি হাসপাতালের বেড (বা মেঝে) আটকে রাখবেন না বলে ।
  • saikat | 202.54.74.119 | ২৬ জুলাই ২০১০ ১৪:৫১399308
  • ফিক।

    দুখে, কাজ না থাকলে, যে বইদুটো দিলাম, সেগুলো পড়তেও তো পারো।
  • Arpan | 204.138.240.254 | ২৬ জুলাই ২০১০ ১৪:৫২399309
  • :-)
  • Sigma | 220.253.181.44 | ২৬ জুলাই ২০১০ ১৭:০৯399310
  • ব্ল্যাঙ্কির সাথে একমত।
    তবে কর্মসংস্কৃতি কাল হয়েছে। আছে তো সবই; এমনকি গ্রামীণ হাসপাতালেও। দোষ আমার, আপনার সবার। আর পার্টির দাদাদের।
    এখন যদি সত্যিকারের একজন ক্যারিস্মাটিক কেউ " আহ্বান" জানাবার থাকতো, তবেই হাল শুধরাবে। মনে নেই, সোয়াইন ফ্লুর জন্যে ID হাসপাতালে quarintineএর ব্যবস্থা? ভারতবর্ষের অন্য শহরের সঙ্গে তুলনা মনে আছে?
    এনিওয়ে, লেখাই বৃথা। দাদা দিদিদেরকে যদি এই সব হাসপাতালে ভর্তি হতে হতো তাহলেও কিছুটা উন্নতির আশা থাকতো।
  • aka | 168.26.215.13 | ২৬ জুলাই ২০১০ ১৮:৩২399311
  • আজকের আপডেট দিই, ইন্সিওরেন্স জানিয়েছে যে তারা ১৫,০০০ টাকার টোকেন মানি দিয়েছে। বাকিটা কি হবে সেটা জানতে ছাড়ার আগের দিন ফুল অ্যান্ড ফাইনাল বিল পাঠাতে হবে। এবারে ছাড়ার আগের দিন কিন্তু কোথাও ফাইনাল বিল দেয় না। এবারে বুদ্ধি খাটান কি করবেন।

    তাই বাড়িতে কোন এমার্জেন্সি হলে দুই ধরণের লোকজন মজুত রাখুন, একদল চিকিৎসা, রোগীর দেখভাল ইত্যাদি করবে, আর একদল, টাকা পয়সা, ইন্সিওরেন্স ইত্যাদি দেখবে।

    আর যদি বাড়িতে, পাড়ায় আর্মি না থাকে তাহলে অসুস্থ হলে পথে বসবেন। কাকে দোষ দেব জানি না, কিন্তু এ আর সহ্য হয় না। প্রসেস বলে কিসু নেই, সমস্ত কেস হল ইউনিক। এবারে ফোন করে, ইনফ্লুয়েন্স খাটিয়ে, সর্বোপরি 'বুদ্ধি' খাটিয়ে বেরিয়ে আসতে পারেন তো ভাল, নইলে কোন এক বাবার শরণাপন্ন হন মনে শান্তি আসবে। যেখানে জীবনের প্রতিটি স্টেপে অনিশ্চয়তা সেখানে লোকে মাদুলি, আংটি, হাতের রেখা নিয়ে মাথা ঘামাবে সেতো খুবই স্বাভাবিক।

    এই নিয়ে আমার কম এক্সপেরিয়েন্স হল না। প্রতিটা মুহূর্তে মনে হয় গলা ছেড়ে চেঁচাই। ভাববেন না বিদেশে থেকে থেকে এই অবস্থা হয়েছে। দেশেই এর থেকে অনেক ভাল অভিজ্ঞতা হয়েছে ভেলোরে, ব্যাঙ্গালোরে মণিপালে, মুম্বাইতে।

    যাঁরা পলিটিকাল উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ফালতু যুক্তি আনছেন তাঁদের জন্য এই লিংটা রেখে গেলাম। দেশেরই হসপিটাল কিন্তু - http://hbr.org/product/narayana-hrudayalaya-heart-hospital-cardiac-care-f/an/505078-PDF-ENG

    বাকিটা গুগুল করে নিন।

    ফালতু ন্যাকড়া জড়ানোর আগে, আমার মনে হয় এই বোধের দরকার যে হসপিটাল হল মানুষ বাঁচানোর ব্যবসা। সিক্স সিগমা স্ট্যান্ডার্ডও সেখানে কম। এর বাইরে যদি কিছু ভাবেন, তাহলে তা রাজনৈতিক পক্ষপাতে দুষ্ট চিন্তাভাবনা। বেসিকালি বোগাস ক্যাওড়ামো। নইলে আলু বেচা মানসিকতা। কোনটা নিজে ঠিক করুন। সৎ সাহস থাকলে ক্রিটিসাইজ করুন, পজিটিভ উপায় বাতলান। প:ব:য়ের হেলথকেয়ার - সরকারী এবং বেসরকারী দুইই - যে নন-এক্সিটেন্ট সেটা বুঝতে বুদ্ধি লাগে না।
  • Arpan | 204.138.240.254 | ২৬ জুলাই ২০১০ ১৮:৩৮399313
  • নারায়ণা হ্রুদয়ালয়া এইখানে বেশ নামকরা হসপিটাল।
  • aka | 168.26.215.13 | ২৬ জুলাই ২০১০ ১৮:৩৮399312
  • এই ইউটিউবটাও দেখে নেবেন।

  • Arpan | 204.138.240.254 | ২৬ জুলাই ২০১০ ১৮:৪১399314
  • এদের লিঙ্কও এইখানে থাক। গরীবকে প্রায় বিনা পয়সায় কী যত্ন নিয়ে চিকিৎসা হয় তা এইখানে না এলে টের পাবেন না।

    http://www.sankaraeye.com/

    ডি: এরা কিন্তু শঙ্কর নেত্রালয় নয়।
  • aka | 168.26.215.13 | ২৬ জুলাই ২০১০ ১৮:৪২399315
  • এইটাও দেখে নেবেন।

  • Arpan | 204.138.240.254 | ২৬ জুলাই ২০১০ ১৮:৫১399316
  • আর্য, পারলে ইনস্যুরার পাল্টে ফেলো। এমন কাউকে সিলেক্ট কোরো যারা ক্যাশলেস ট্রানজাকশনের অপশন দেবে। অবশ্যই সিলেক্টেড কিছু হসপিটালের সাথে। এখন জানি এইসব আলোচনার সময় নয়। পরে সব ভেবেটেবে ঠাণ্ডা মাথায় কোরো।

    তবে প:বঙ্গ তো! কোথায় কী গ্যাঁড়াকল বসানো আছে, ভগা ন জানন্তি।
  • aka | 168.26.215.13 | ২৬ জুলাই ২০১০ ১৯:১৫399318
  • আরে এরাই তো ক্যাশলেস ট্রানজাকশন ছিল, কিন্তু হসপিটাল, ডাক্তার কূচক্র সেই সিস্টেম রিগ করছে বলে এইসব হ্যাপা।

    যে পারে যখন তখন সিস্টেম রিগ করে আর তার হ্যাপা আসে কনজিউমারের ঘাড়ে। বেসিকালি সিস্টেমে ব্যান্ডএইড লাগানো আর কি। মূল সমস্যা দূর করা আমাদের ধাতে নেই।

    আমার ব্যক্তিগত সমস্যা হল দূরত্ব, বাড়িতে অন্য অসুস্থতা, সব মিলিয়ে সবাই এক্সজস্টেড। কোনটায় বুদ্ধি লাগাব, আর কোনটা একটু হাঁফ ছাড়া যায় বুঝে উঠতে পারি না। তাই পুরোটাই রিঅ্যাক্টিভ মোডে চলেছে। তবে কাছাকাছি থেকেও কত কি করতে পারতাম জানি না।

    তাই গুরুতে গ্রিভেন্স লিখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন