এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিকিত্‌সার হাল্‌হকিকত কলকাতায়

    I
    অন্যান্য | ০৯ জুলাই ২০০৮ | ৭৪১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 202.80.51.66 | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৮399252
  • দুধ কেটে যাবে বললে বলবে 'দুধ কি ঘুড়ি না গার্লফ্রেন্ড যে কেটে z।ইব!'
  • sinfaut | 165.170.128.65 | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৯399253
  • :-)))
  • dear | 117.99.25.92 | ২৮ আগস্ট ২০০৮ ২০:১০399254
  • প্রথমেই বলি, প্রতিটি চিকিৎসা পদ্ধতি/শাস্ত্রই বিজ্ঞানসম্মত । আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ, হোমিওপ্যাথী, হেকিমি,আকুপাংচার .....আরও আছে।

    বিজ্ঞানসম্মত এইজন্য - প্রতিটি পদ্ধতিরই উদ্ভাবন হয়েছে বিজ্ঞানের কতকগুলি পরস্পর সম্পর্কিত ধাপ আরোহনের ফলে। সমস্যা, পর্যবেক্ষণ, পরীক্ষা, সম্ভাব্য সমাধান, আবার পরীক্ষা দ্বারা সম্ভাব্য সমাধানের প্রমান/অপ্রমান, সিদ্ধান্ত-- যা ছিলো বিজ্ঞানের প্রথম পাঠ । আমি অবশ্যি তার পরের কথা বলছি, যখন দুষ্ট গ্রহ, গ্রহন, শয়তান (evil spirit) ইত্যাদিকে রোগের কারণ ভাবা হতো এবং মন্ত্র-তন্ত্র, পুজা-পাঠ ইত্যাদিকে পথ্য।

    এখন মনে রাখতে হবে, এই শাস্ত্র গুলি মানব সভ্যতার বিভিন্ন সময়ে এবং ভুগোলোকের বিভিন্ন জায়গায় দেশ-কালের প্রয়োজনের ভিত্তিতে উদ্ভাবিত এবং প্রচলিত হয়েছে। যেমন, প্রাচীন ভারতে আয়ুর্বেদ, চীনে আকুপাংচার, আরবে ইউনানি ( আপাতভাবে) ইত্যাদি। মানুষ এবং রোগ/ব্যাধি'র মধ্যে মিলন সেতু হলো পরিবেশ, প্রকৃতি। দেশ-কালের প্রবহমানতার সঙ্গে সঙ্গে যেমন প্রকৃতি তার রূপরেখা বদলেছে তেমনই রোগও। এই বিভিন্নতার জন্য এই চিকিৎসা শাস্ত্র গুলির প্রয়োগের পদ্ধতি এবং অভিমুখ দুইই ভিন্ন ভিন্ন।
  • dear | 117.99.25.92 | ২৮ আগস্ট ২০০৮ ২০:৪৩399255
  • সমস্যা বা প্রয়োজন এবং পর্যবেক্ষণে আসি। ধরুন, ৮০০ খ্রী: পূর্বাব্দে ভারতবর্ষ বা ৫০০-১০০০খ্রীষ্টাব্দে আরবদেশ বা প্রাচীন মিশর / চীন দেশে শারীরিক অসুস্থতা জনিত সমস্যা নিশ্চিতভাবেই আলাদা ছিলো। এখনও বিশেষ বিশেষ দেশে বিশেষ বিশেষ প্রাদুর্ভাব বেশি। স্বভাবতই, ঐসব অঞ্চলে প্রচলিত চিকিৎসা জ্ঞান ঐসকল রোগবিশেষ নিরাময়ের মধ্যেই সীমিত থাকবে। অতএব এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে,আজকের দিনেও যেসব বিকল্প/সমান্তরাল (প্রাচীন) চিকিৎসাপদ্ধতি চলছে তারা কিছু কিছু রোগ সম্পূর্ণ নিরাময় করতে পারবে, -- আবার কিছু কিছু রোগ নির্মূল করতে পারবে না। মিথ্যে দাবী করে লাভ নেই! এখন কোন দেবতা কোন বাগিচার ফুলে তুষ্ট হবেন সেখবর আপনাদেরকেই (যারা বিকল্পে বিশ্বাসী) রাখতে হবে।
  • dear | 117.99.25.92 | ২৮ আগস্ট ২০০৮ ২০:৪৮399256
  • * প্রমাদ : বিশেষ বিশেষ দেশে বিশেষ বিশেষ *রোগের* প্রদুর্ভাব.....
  • dear | 117.99.25.92 | ২৮ আগস্ট ২০০৮ ২০:৫০399257
  • পরে আবার আসছি
  • dear | 117.99.18.203 | ২৯ আগস্ট ২০০৮ ১৯:৪৪399258
  • হ্যাঁ, যা বলছিলাম। সেকাল থেকে চিকিৎসাবিদ্যার এই উদবর্তন মূলত ট্রায়াল-এরর -এর ফল। আর লব্ধ জ্ঞানও বিশেষ নথিভুক্ত হতো না, বরং বংশানুক্রমে অভ্যাসের মাধ্যমে সংরক্ষিত হতো। (traditional healer) উপরন্তু যাও বা নথিভুক্তিকরণ হয়েছিলো, তাদের আবার খুব একটা সংরক্ষণ হয় নি। এখন আমরা এইসব সমান্তরাল চিকিৎসাশাস্ত্রের যে পাঠ্য দেখি তা যে মূল প্রাচীন গবেষণালব্ধ জ্ঞানের অনুসারী তা বলা যায় না। আর আধুনিক যুগে যারাও বা এসব চর্চা করেন,(তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেও বলছি) তারা আয়ত্তীকৃত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে জনসাধারণের রোগ মুক্তি ঘটান; কেউ এ বিষয়ে গবেষণা করেন এবং গবেষণার মধ্য দিয়ে নতুন দিগন্তের অন্বেষণ করেন- এমন তো বিশেষ শুনি না। কিন্তু বিজ্ঞান তো গতিশীল। এই গতিশীল উত্তরণের ক্ষেত্রেই এই প্রাচীন বিদ্যা পিছিয়ে পড়ছে বা উৎকর্ষতা হারাচ্ছে। তার কারণও আছে।
    যেকোনো বিদ্যাচর্চার অগ্রগতি বা বর্ধিষ্ণুতার জন্য প্রয়োজন রাজশক্তির (বা রাষ্ট্রশক্তির) পৃষ্ঠপোষকতা। এ বিষয়ে সবচেয়ে অলঙ্ঘ্য প্রতিযোগী তথা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথেও জনপ্রিয়তায় পেরে উঠছে না। আর যথেষ্ঠ ও যথার্থ গবেষণার প্রতি অনাসক্তির আর একটা কারণ সম্ভবত চিকিৎসা পরিষেবার মূল্যবৃদ্ধির আপাত আশঙ্কা। যা কিনা এদের অন্যতম ইউ এস পি-ও বটে!
    *বলাই বাহুল্য, আমি কেবলমাত্র বিকল্পপ্রেমী গুরু-ভক্তদের কথা মাথায় রাখছি না।
  • Blank | 170.153.62.251 | ৩০ আগস্ট ২০০৮ ০১:০৪399259
  • এই লেখাটা বেশ হচ্ছে, আর এট্টু ডিটেলস চাই
  • aka | 24.42.203.194 | ২৫ জুলাই ২০১০ ১৮:০৭399263
  • এককথায় বাল। কেন? কলকাতায় হেলথকেয়ার বলে কিছু নেই, প্রাইভেট নার্সিং হোমেও না সরকারী হাসপাতালের কথা না হয় ছেড়েই দিলাম। যেকোন রোগের প্রিভেন্টিভ কেয়ার যে রোগের ট্রিটমেন্টের থেকে অনেক কম খরচে, কম কষ্টে হয় সে কথা জানা নেই। ওয়েট অ্যাণ্ড সি, যদি কিছু হয় দেখা যাবে, যদি কিছু না হয় ওয়েল ২০০ টাকা বাঁচল। মানুষের জীবনের স্টোকাস্টিক মডেল।

    যাক, এসব তো গেল। তারপর ধরুন হার্ট অ্যাটাক হয়েছে সকাল সাড়ে পাঁচটা, সব বন্দোবস্ত করে সেই সুদূর ৫০ কিমি পার হয়ে রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর ১ টা। কোনরকমে শনিবারের বাজারে ডাক্তার যোগাড় করে চিকিৎসা শুরু হতে ২ টো। তখন ডাক্তার বললেন আপনার বেশ দেরি করে ফেলেছেন, এই রোগীর অবস্থা প্রতি সেকেণ্ডে ড্রামাটিকালি চেঞ্জ করে। ইঞ্জেকশন দিয়ে দেখা যাক, নইলে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করে ব্লক সরাতে হবে। ঘন্টা খানেক বাদে জানা গেল ইঞ্জেকশনে কোন কাজ হচ্ছে না সাড়ে ছটার সময়ে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হবে। ভারতীয় সময় ৬ টা ২৫ এর সময়ে আম্রিগা নিবাসী ছেলের কাছে তার কাকুর ফোন এল, যে ডাক্তার বাবুর সাথে কথা বল। ডাক্তার বাবু বললেন এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা হচ্ছে, আপনি একটু ফাইনান্সের অ্যাডমিনের সাথে কথা বলুন। জানা গেল ক্যাশ ডাউন আই রিপিট ২ লাখ টাকা ক্যাশ ডাউন না করলে রোগীর ট্রিটমেন্ট শুরু করা যাচ্ছে না। কোন রোগী না যার সকাল সাড়ে পাঁচটার সময়ে হার্ট অ্যাটাক হয়েছে। তখন ছেলে সেই ফোন রেখে, আম্রিগার নাম্বার থেকে ফোন করে জানান দিল সত্যিই সে আম্রিগায় থাকে। ছেলের কাকু(তারও যথেষ্ট বয়স হয়েছে), বিভিন্ন সোর্স থেকে কোনরকমে লাখ খানেক টাকা যোগাড় করল। তারপর শুরু হল চিকিৎসা। তার আগে অ্যাডমিনের লোক আমাকে জিগ্যেস করেছে এখনি কি কিছু টাকা ওয়ার ট্রান্সফার করতে পারেন? ???!!!!!

    - তাই অসুস্থ হবার আগে দিনটা দেখে নিন। শনিবার বা রবিবার হলে তো কথাই নেই, পারলে হার্ট খামচে সোমবারের জন্য অপেক্ষা করুন।

    - বাড়িতে লাখ পাঁচেক টাকা আলমারীতে তুলে রাখুন, ক্যাশ ডাউন না করলে ছটফটিয়ে মরে যাবেন কিন্তু।

    অথচ প:ব:য়ের বাইরে দক্ষিণে, ওদিকে মুম্বাইতে কি সুন্দর বন্দোবস্ত। হাসপাতালের টাকা মার যাওয়া রুখতে চেয়েছে বুঝতে পারি, কিন্তু একটু চিন্তা করলে কি আর অন্য প্রসেস বেরয় না? আমি মরিয়া হয়ে বলেছিলাম আমার অফিসিয়াল ইমেল থেকে ইমেল করতে পারি সমস্ত টাকার জন্য আমি দায়ী। সত্যিই কি কোন প্রসেস বেরতে পারে না? বছরে ঠিক কত টাকা এইভাবে নষ্ট হয়? জানার ইচ্ছে রইল, কারণ আমার মনে হয়, প্রফিটেবল থেকেও পেশেন্ট সেϾট্রক ট্রিটমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস তৈরি করা যায়। তারজন্য সবার প্রথমে এই বোধের দরকার যে হাসপাতাল - মানুষ বাঁচানোর ব্যবসা - আলু বেচা নয়।

    যাইহোক, যাঁর কথা বললাম তিনি এখন স্টেবল কণ্ডিশনে।
  • nyara | 122.172.5.127 | ২৫ জুলাই ২০১০ ২০:১২399264
  • জিম্বাবোয়ের অবস্থা নাকি আরও খারাপ।

    আর্য্য, এই সময়ে মস্করা করা উচিত নয়। গেল বছর আমার বাবা মারা গেছেন যে পরিস্থিতিতে, সেটা মার্কিন দেশে হলে ম্যালপ্র্যাকটিসের আওতায় স্যু করে অনেকের প্যান্ট ঢলঢলে করে দেবার উপক্রম করা যেত। তাও বাবাকে এই পয়সার জন্যে ছ্যাঁচড়ামো, রাস্তা অবরোধ ইত্যাদির আওতায় পড়তে হয়নি।

    সিপিয়েমবাবুদের মুখে সাম্রাজ্যবাদের বাতেলা শুনলে মনে এনারা কী পশ্চিমবঙ্গে জীবন দেখেছেন? দেখে থাকলে এই বুলি বেরোয় কোন orifice থেকে?
  • Sibu | 173.129.48.10 | ২৫ জুলাই ২০১০ ২০:৪৮399265
  • এই ২০১১ অবধি অপেক্ষা করুন। মমতা এসে সব সমস্যার সমাধান করে দেবে।

    আর আম্রিকাতে কখনো ইন্স্যূরেন্স ছাড়া হাসপাতালে গেছেন? কখনো ইমার্জেন্সী রুমে বসে দেখেছেন ইন্স্যুরেন্স না থাকলে কি হয়?
  • Sibu | 173.129.48.10 | ২৫ জুলাই ২০১০ ২১:২৪399266

  • http://www.dallasnews.com/sharedcontent/dws/dn/latestnews/stories/100508dnmetfatalwait.1a479cf.html

    Mr. Herrera, who helped his family start a popular chain of restaurants that bears their name, struggled for years with diabetes, heart trouble and painful hernias. His family says he had fallen on hard times and did not have health insurance.

    He checked himself in and told a nurse about the stabbing sensation in his abdomen.

    It wasn't until the 58-year-old collapsed in an exam room – 19 hours after he was admitted – that the staff seemed to spring into action, his family says.


    Let us talk about talking orifices.

  • nyara | 122.172.5.127 | ২৫ জুলাই ২০১০ ২১:৩০399267
  • I don't fucking care. I am not uninsured. I am not asking for free care. My financial standing is much higher in West Bengal than in US. Yet I cannot get 1/100 of the care.

    When my near one is suffering I don't fucking exercise my orifice. Evidently these folks do, as is evident right now.

  • Sibu | 173.129.48.10 | ২৫ জুলাই ২০১০ ২১:৩৪399268
  • Why should I care about you if you don't care about others?

    If you have that much money, get a hospital to yourself. Why bother public?

    What a show-off.

  • nyara | 122.172.5.127 | ২৫ জুলাই ২০১০ ২১:৩৯399269
  • I never asked you. You jumped into it. Keep your itch to yourself.
  • Sibu | 173.129.48.10 | ২৫ জুলাই ২০১০ ২১:৪২399270

  • I'll keep it in any public place I wish. If you itch in public, others will comment.

  • nyara | 122.172.5.127 | ২৫ জুলাই ২০১০ ২১:৪৯399271
  • Ok, then scratch your orifice in public. Anyway, that's what's going on in WB for last 33 years.
  • Sibu | 173.129.48.10 | ২৫ জুলাই ২০১০ ২১:৫৩399273

  • First you finish your orifice scratching. Then I'll consider your advice.

  • nyara | 122.172.5.127 | ২৫ জুলাই ২০১০ ২২:১৯399274
  • Tut, tut. Out of steam, eh?

    BTW, be careful. You may die of Tetanus out of sheer uncontrolled scratching, if you happen to be in WB. Of course, nothing will happen if you a CPM honco. In the alternate-reality of CPM-world a retired nonagenarian gets attention ^ n more than a working, active, incumbent minister.

  • Arpan | 112.133.206.18 | ২৫ জুলাই ২০১০ ২৩:০৩399275
  • ""উচ্চশিক্ষিত বাঙালি পুরুষ ঘোর মতানৈক্যের কালে বিদেশী ভাষার শরণাগত হন''

    - প্রাচীন অরণ্য প্রবাদ।
  • PT | 203.110.246.230 | ২৫ জুলাই ২০১০ ২৩:৫৪399276
  • যে যাই চুলকোন না কেন, "India has a shortage of 600,000 doctors and 10 lakh nurses, Union Minister of State for Health Dinesh Trivedi said on Friday."
    http://www.hindustantimes.com/India-has-shortage-of-six-lakh-doctors/Article1-563143.aspx

    এমতবস্থাতে যার বা যেখানে যত টাকার যোগান আছে সেখানে চিকিৎসা ব্যবস্থা সাধারণ ভাবে বেশী ভাল থাকবে।

    অবিশ্যি এইসব তথ্য অনেকেই পছন্দ করেন না কেননা তাহলে আলোচনাটা আর প: বঙ্গ (বা কলকাতা) কেন্দ্রিক থাকেনা!!
  • Update | 122.161.164.134 | ২৬ জুলাই ২০১০ ০৮:৩০399277
  • Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.230Date:26Jul2010 -- 12:10AM

    Atlessthan1%ofgrossdomesticproduct (GDP), Indiahasoneofthelowestlevelsofpublicspendingonhealthcareintheworld.MeanwhilesuccessiveIndiangovernmentshavesubsidisedtheprivatesectorwithtaxbreaksandreleasingprimebuildinglandatlowrates, arguetheauthors.:http://www.news-medical.net/news/2005/11/28/14684.aspx

    At0.36%ofthegrossdomesticproductor2.3%ofthetotalbudgetexpenditureforthefinancialyear2010-’11, India’sannualhealthcarespendcontinuestoremainoneofthelowestintheworld.:http://www.dancewithshadows.com/pillscribe/healthcare-spend-lowest-in-
    india-0-36-of-gdp/

    ------------------------------------------------------------------

    Name:bbMail:Country:

    IPAddress:88.97.182.38Date:26Jul2010 -- 12:21AM

    @ আর্য আপনি যে হাসপাতালের কথা বলেছেন তা নিশ্চই বেসরকারী হাসপাতাল। আজকাল সমগ্র ভারতেই বেসরকারী হাসপাতালে হয় ইন্সুরেন্স এর ডিটেল্‌স চায়, নয় টাকা চায়। বাকি যে সময় নষ্টকরার কথা লিখেছেন তা কলকাতা স্পেসিফিক হতে পারে।

    ------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:26Jul2010 -- 01:48AM

    পিটির কথাগুলো ওভার জেনারাইলেজেশন দোষে দুষ্ট। মেডিকাল কলেজে ডাক্তার নেই বলে চিকিত্‌সা হয় না? আরজিকরে কুকুরে চোখ খুবলে নেয় কারণ ভারতে চিকিত্‌সকের অভাব বললে হাসিও পায় না। বলতে হয় ৩৩ বছরের রাজত্বকালে সিপিএমের দান শিক্ষিত সমর্থক বা দেয়াল যেখানে হেড দিলে নিজের মাথা ফাটা ছাড়া আর কোন লাভ নেই।

    বিবি, বেসরকারী হাসপাতাল এবং ইন্সিওরেন্সের সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরে এই ঘটনা। জানেন না বোধহয় ভারতে ইন্সিওরেন্স অ্যাপ্রুভড হতে ২৪ ঘন্টা সময় লাগে, মধ্যে রবিবার পরলে আরও ২৪ ঘন্টা। তো, রোগী যদি এইসময়ে টেঁসে যায় আর টাকা না দিয়ে কেটে যায়। ইত্যাদি ইত্যাদি।

    তবে আমি কিন্তু এরমধ্যে সিপিএমকে কোন গালি দিই নাই। চতুর্দিকের সিপিএম সমর্থকদের আবাজ দেখে মনে পড়ল।

    'ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাই নি'।

    ------------------------------------------------------------------

    Name:axMail:Country:

    IPAddress:99.74.167.50Date:26Jul2010 -- 02:03AM

    আমার তো এটাই মজা লাগে। আম্রিকার মত হবার চেষ্টা করে, অথচ আম্রিকা বিইং পুঁজিবাদী সমাজ, পয়সা যার তার অ্যাক্সেস আছে, কিন্তু আমাদের ওয়ান্নাবি পুঁজিবাদি, রন্ধে রে্‌র্‌ন্‌ধ স্রামন্তবাদী হওয়াতে পয়সা দিলেও যদি না আধুনিক জমিদার প্রভুর (রিড কর্পো/নেতা) কাছাকাছি হন, তাইলে পয়সা দিয়েও সার্ভিস পাবেন এমন না, আপনারে "জাতে" উঠতে হবে।

    ------------------------------------------------------------------

    Name:sigmaMail:Country:

    IPAddress:220.253.181.44Date:26Jul2010 -- 02:12AM

    কলকাতাতে তবু হাসপাতাল আছে, সরকারী বেসরকারী। দিগন্ত বিস্তৃত মফস্বলে বা গ্রামে তার চিহ্নমাত্র নেই; সবই এলাহী ভরসা।
    চিকিত্‌সার কথা পড়ে মরুক, কখনও অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দিতে দেখেছেন কাউকে? মিছিলে আটকানোর কথা উল্লেখ করছি না।
    বিদেশে এমার্জেন্সীতে অপেক্ষা করতে হয় সাত, আট ঘন্টাও কিন্তু তারা আগে কেসের জটিলতা যাচাই করে নেয়। হার্ট বা ঐরকম জীবন সংশয়ের কেস থাকলে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয়। (আমেরিকার কথা আমি জানিনা)।
    ভারতবর্ষেদক্ষিণে যে আপামর জনতার ফ্রীতে ভালো চিকিত্‌সা হয় আমি নিজে তার প্রমাণ, বেঁচে রয়েছি। এমার্জেন্সীতে ভর্তি হতে চার আনাও লাগেনি- বরং সমস্যা হয়েছিল পরে। জেনারAFআল পেশেন্ট থেকে পেয়িং পেশেন্ট হতে- সে কথা থাক।
    চিকিত্‌সা হয় না, ডাক্তার নেই মেনেই নিলাম। আচ্ছা রোগীদের জন্য তো সরকার বাহাদুর খাবার ব্যবস্থা করেন, বাজেট আছে, সেসব কোথায় যায়?
    আসলে নৈরাজ্য- ১০০%। অত্যাধুনিক কলকাতা বিমানবন্দরের ভেতর লাগেজ নেবার জায়গায় কি করে দালাল, ফড়ে ঘুরে বেড়ায়? কড়ে আঙ্গুল দিয়ে ট্রলি ছুঁয়ে বলবে- আমি লাগেজ তুলে দিলাম, আমার কিছু পাওনা হয়!
    সবই মমতা সামলাবেন? আমাদের কোন দায়িত্ব নেই?

    ------------------------------------------------------------------

    Name:bbMail:Country:

    IPAddress:88.97.182.38Date:26Jul2010 -- 02:25AM

    @ আর্য এর মধ্যে সিপিএম এনেছেন Nyara , আমার মনে হয় না এটা রাজনৈতিক ব্যাপার, এটা আমাদের কর্মসংস্কৃতির ব্যাপার।

    ------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:26Jul2010 -- 04:42AM

    ন্যাড়া দা ঠিকই বলেছে। প::য়ে সরকারী সিস্টেম নেই - মানে আছে কিন্তু সেখানে না খেতে পাওয়া দশা না হলে কেউ যায় না। তারফলে বেসরকারী সিস্টেম যা স্ট্যান্ডার্ড ঠিক করে তার ডিমান্ডই অত্যন্ত বেশি। কারণ বেটার দ্যান নাথিং। তাই এইরকম পরিষেবা নিয়েও এই বেসরকারী হাসপাতাল গুলো বেঁচে থাকে। বেসিকালি পার্টি করলে আমরাই মাই বাপ এই আইডিয়াটা মাথায় ঢুকে যাবার পর থেকে কেউ কোথাও কাজ করে না। এরজন্য সমগ্র বাঙালী জাতিকে গালি দেবার কিছু নেই। একই বাঙালী কিন্তু বাঙলার বাইরে ফাটিয়ে দেয়।

    ইউএসে আর ভারতের এই তুলনাটার কোন মানে নেই।

    আম্রিগায় একবছরে প্রিভেন্টেবল ডেথ হচ্ছে ৯৮,০০০। নি:সন্দেহে খুব বেশি।

    এবারে এই নাম্বারটা দেখুন তো, ভারতে প্রতি বছরে ১ . ৯ মিলিয়ন শিশু মারা যায় যা প্রিভেন্টেবল http://ibnlive.in.com/news/90-per-cent-of-child-deaths-in-india-preven
    table/111722-17.html

    প্রতি দিন যদি আধ ঘন্টা গুরুতে ভাট মারেন জানবেন যে ততক্ষণে তিনটি শিশু মারা গেছে যা বেসিকালি প্রিভেন্টেবেল। এখন আর একবার ঐ ৯৮,০০০ সংখ্যাটা দেখুন কেমন লাগে।

    আম্রিগান সিস্টেম অ্যাট ইটস ওয়ার্স্ট এভার ফর্ম ২০ টাইমস বেটার দ্যান ইন্ডিয়া।
  • Sibu | 68.27.163.75 | ২৬ জুলাই ২০১০ ০৯:৫২399278

  • Out of steam? Nah. Just watching you sniffing Mamata's orifice.

  • dukhe | 122.160.114.85 | ২৬ জুলাই ২০১০ ১০:২৫399279
  • দক্ষিণের হাসপাতালগুলোয় পূর্ব ভারত থেকে প্রচুর লোকে যায় । কারণ এদিকে চিকিৎসাব্যবস্থা বলে যা আছে, ঢপের । কলকাতার তো কথাই নেই । সাধে কি সূর্যকান্ত বলেছেন উনি চাকরি ছাড়লে আর ও কাজের জন্য লোক পাওয়া যাবে না !
  • nyara | 122.172.5.127 | ২৬ জুলাই ২০১০ ১০:২৮399280
  • Oh boy, oh boy! Our dear old firebrand parliamentary revolutionist with a tinge of Hindutva here and there, after so much scratching, could only come up with the M-word again. Not only out of steam, out of mind too?

    Let's get back to web mining, finding random links and pasting without context. Take a handicap and play with your forte. Good luck.

  • SB | 115.117.211.185 | ২৬ জুলাই ২০১০ ১০:৩৬399281
  • পশ্চিমবঙ্গের চিকিৎসার হালত ভাল হবে কি করে, একদা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একগাদা ফিজ নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে হালতের পিছনে দিয়ে গেছেন।
  • PT | 203.110.247.221 | ২৬ জুলাই ২০১০ ১০:৫৭399282
  • উত্তর-পুর্বাঞ্চল, নেপাল এবং বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কলকাতাতে আসেন চিকিৎসা করাতে। মুকুন্দপুরে আর এন টেগোর হাসপাতালের চারপাশে লজের সংখ্যা দেখলে সেটা খানিকটা টের পাওয়া যাবে।
  • Bratin | 125.18.17.16 | ২৬ জুলাই ২০১০ ১১:০৪399284
  • তবে?? এই তো চমৎকার এক পিস কারন খুঁজে পাওয়া গেছে। :-))। এই না হলে ......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন