এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিকিত্‌সার হাল্‌হকিকত কলকাতায়

    I
    অন্যান্য | ০৯ জুলাই ২০০৮ | ৭৪২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১০:৫১399385
  • সময়ের টানাটানি আছে। আস্তে ধীরে লিখবো।
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১০:৫৮399387
  • টাকা থাকলে কি হয় গত চার বছর ধরে দেখছি।

    দেশের এবম বিদেশের বহু লোকের সাথে কথা বলেছি। চাট্টি নেম ড্রপ এবঙ্গ খানিক প্রিটেনশাস অ্যাটিটিউড দিয়ে কিস্যু বদলাবার নয়।
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১০:৫৮399386
  • 'আমাদের সবার' ডলার ইন্টারন্যাশানাল ইস্কুলের প্রয়োজন আছে। আর রিক্সাওয়ালা, কাজের মাসিদের বেলায় মালতীবালা, মাসে তিনহাজার টাকা। এখানে এসেই সাম্যবাবু কেম্নি হাপিস হয়ে যান :)
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১১:০১399388
  • তো সবার জন্য টাকার বন্দোবস্ত করেই যা বদলাবার বদলান না কমরেড :)।

    ডলার আর ইন্টারন্যাশানাল স্কুল না হলে জীবন চলবেনা, এর সাথে একমত না হওয়া না হয় প্রিটেনশানই হইল :)
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১১:০৬399389
  • ধুর সবার যদি আইনস্টাইনের মতন বুদ্ধি থাকত হয়েঅই যেত।

    যাক যারা নিজেদের ছেলেদের ইন্টারন্যাশনাল স্কুলে পাঠিয়ে, সবুজ টাকায় মোচ্ছব করে অন্যদের ফ্রিতে ক্‌নলেজ বিতরণ করেন সমস্যা তাদের নিয়ে। তারা সমস্যার সমাধানে আদৌ উতসাহী নন, ধুলো মাখা কেলো কুলো ছেলে মেয়ে সমেত ফটো তুলতে বেশি উত্‌সাহী।
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১১:১২399390
  • * সবার জন্য ডলার

    :)
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১১:১৭399391
  • * মোচ্ছব, হুজুগ

    :)
  • abastab | 14.139.163.29 | ০৭ মার্চ ২০১২ ১১:২৫399392
  • সইত্য কথা কওনের লাইগ্যা আকারে ক দিলাম। সব সমান না করলে সমইস্যার সমাধানে এক পাও আগান যাইব না।
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১১:২৭399393
  • আকাদা সব সমান করতে বলেছে নাকি ? তালে তো আমিও ক্ক: ! :)

    এক্ষপি অনুযায়ী, যে যেমন ই হোক না কেন, সবারই সমান বাজে অবস্থা, এরকমটাই তো লিখেছিল।
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১১:৩০399395
  • সব সমান হয় না। হলে আমি আ অবাস্তাব একই রকম অম্‌ক কষতাম। সবার সমান অধিকার আর সব সমান দুই এক নয়।
  • kallol | 119.226.79.139 | ০৭ মার্চ ২০১২ ১১:৩৫399396
  • আমার একটা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি।
    চিকিৎসার হালহকিকৎ নিয়ে আমি খুব একটা ওয়াকিব-হাল ছিলাম না, এখনও তেমন নই। পরিবারের চিকিৎসার খরচ অপিস দেয়। ফলে আমার নিজের অভিজ্ঞতা শূণ্য।
    বেলুড় শ্রমজিবী হাসপাতালের সাথে জড়িত থাকায় কিছু জানতে পেরেছিলাম। বে:শ্র:হা:র ডাক্তার বন্ধুরা বললো ২৫হাজার টাকায় বাইপাস সার্জারী করা যায়। এটা ২০০৪এর কথা। তখন সরকারী হাসপাতালেও দেড়-দু লাখ লাগতো। আমরা হিসেব চেয়েছিলাম। ওরা দিয়েছিলো। সব মিলিয়ে ২৫ হাজারই। ২০০৫এ তো বে:শ্র:হা: সেটা করে দেখিয়েও দিয়েছে। তখন অন্য সবাই টাকা কমিয়েও দেয়।
    ওষুধের দাম নিয়েও তো শুনি নানান কেচ্ছা। তিন টাকার ওষুধ তিরিশ টাকায় বেচা হয়।
    এগুলোর দিকে নজর দিলেও তো চিকিৎসার খরচ কমে।

  • dukhe | 202.54.74.119 | ০৭ মার্চ ২০১২ ১১:৫৬399397
  • দুরকমঅঙ্ক কশলে সমান নম্বরের অধিকার হয় ক্যামনে হেইডাই বুঝি না !
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১২:০০399398
  • ওক্কে লেঅটস প্লে স্মারট অ্যাস

    অন্‌ক করার অধিকার সমান ন্মবরের নয়।

    নাউ দা ডাম্ব অ্যাস - এটা কেউ ক্ষ্‌হায়ও না আসলে, শুধু বলে কারণ বলাটাই ফ্যাশনেবল।

  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১২:০৬399399
  • টাকা না থাকলে কিছু করা যাচ্ছে না, এটা নিয়ে বোধহয় কারুরই দ্বিমত নেই। ইন ফ্যাক্ট এই আলোচনাটা শুরুই হয়েছিল, এই সমস্যাটা দিয়েই। প্রশ্নটা তো এখানেই, সেটাই কি হওয়া উইত ? যেটা পাওয়া রাইট, সেটা কি এরকম দুর্লভ, দুর্মল্য হওয়া উচিত ?

    হলে সেটা সবাইকে 'সমান' ভাবে অ্যাফেক্ট করবে ?

    আর এত টাকা ছাড়া সেটা কেন করা যাচ্ছে না ? তার উত্তরে তো আসছে, যে টাকা লাগবেই ! কারণ ডাক্তারদের তো ডলার, ইন্টারন্যাশানাল স্কুল চাই ই !
    এতো পুরো প্যারাডক্সিকাল কেস তাহলে। এটা এমনি এক্সপেন্সিভ হবে । হবেই। এদিকে সেই এক্সপেন্স বহন করার সামর্থ্য সবার হবে, সেটাও কোনোদিন সম্ভব না !

    তাহলে তো একটা অ্যাবসার্ড সিচুয়েশন নিয়ে কথা বলা হচ্ছে !!

    কিছুই বুঝলাম না।

    সমান, অধিকারের পোস্টটাও না।

    কল্লোলদা যেটা বল্লেন, সেটাই। করা যায়ই। বহু জায়াগাতেই আগে হয়েওছে, এখনো হচ্ছে। পিপিপি মডেল চালু করার জন্য সরকারি এত তৎপরতা না থাকলে এখানেও সরকারি অবস্থা এতটা ভেঙ্গে পড়তো না। (যা ছিল, তাই দিয়েও এর থেকে অনেক বেশি , অনেক ভাল কিছু করা সম্ভব। আর এই ক্ষেত্রে বাজেট বরাদ্দ এখনো প্রয়োজনের তুলনায় কম হলেও, সেটা বাড়ছে বই কমছে না।
    হ্যাঁ, প্রতিরক্ষা খাত থেকে কমিয়ে সেটা আরো বাড়ানোর দাবি করা হোক না ? যাঁরা এনিয়ে কাজ করছেন, তাঁরা তো করছেন।)
    স্বাস্থ্য ক্ষেত্রে এরকম অবাধ প্রাইভেটাইজেশন পাশাপাশি চালু থাকলে এটাই হবার। স্বাস্থ্যের মতন পরিষেবার লক্ষ্য মুনাফা হলে এটাই হবার।

  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১২:১৩399400
  • হ্যাঅ হুজুগ, মোচ্ছব ইত্যাদি শুধু সবুজ টাকা কামানে ওয়ালাদেরই নিজস্ব চারণ্‌ব্‌হূমি।

    ওনারা হিল্লি দিল্লি করে টাকা থুক্কুড়ি ডলার উড়িয়ে অনে্‌য়্‌দর নলেজ বিতরণ করবেন কি করে সাদামাটা জীবন কাটাতে হয়। এ বড় রঙ্গ জাদু।

  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১২:১৭399401
  • ইগনোর ই করছিলাম । বারবার এই পোস্টগুলো আসছে দেখে কিছু বলা দরকার মনে হল।

    তবে সমস্যাটা যদি হয়, কেউ নিজের ছেলেকে ইন্টারন্যাশানাল স্কুলে পড়িয়ে কেন 'হুজুগ' , 'মোচ্ছব' করছে ও নলেজ বিতরণ করছে, তাই নিয়ে হয়, তালে আর কি ই বলার থাকতে পারে:)

    শুধু হাসা ছাড়া। বিশেষ ক'রে যখন মনে পড়ে সেই পোস্টগুলো .. কে ভিতরে ভিতরে কী করেন, কী করেন না, কোন বাধ্যবাধকতা থেকে কী করেন , করেন না, না জেনে কিছু বলা উচিত না যাঁরা বলেন, তাঁরাই যখন এই সব পোস্ট করেন, তখন হাসা ছাড়া আর কী ই বা করার থাকতে পারে :)
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১২:২১399402
  • ঠিক আমারও হাসা চাড়া আর কিছুই নেই। অসম্ভব প্রিটেন্‌শাস কিছু অ্যাটিটিউড আর হোলিয়ার দ্যান দাউ অ্যাটিটিউড দিয়ে ফ্যাশন হয় সমস্যার সমাধান হয় না। সেই দাবী যারা করে তাদের আমার মতন ভুক্তভূগীদের তরফ থেকে সামান্য প্রতিবাদ মাত্র।
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১২:২২399403
  • এবার একটু সিধা প্রশ্ন ই করি। আমার ছেলেও নেই, তাই তাকে ইন্টারন্যাশানাল স্কুলে পড়ানোর প্রশ্নও নেই। এগুলো আর কাউকে উদ্দেশ্য করে বলা নিশ্চয়।
    তবে হুজুগ, মোচ্ছবের সাথে যুক্তি তো বটেই।
    আমাকে যদি কী করি , কী না করি প্রশ্ন করা হয়ে থাকে, তার উত্তরও দিতে পারি। দিতে পারি কিন্তু কেন দেবো ও বলতে পারি। :)
    তবে জানতে চাওয়া হচ্ছে কী ?
    বিলো দ্য বেল্ট লেভেলে নামা হচ্ছে কিনা জানতে চাইছি :)
    আর কী করি , না করি সেটা বলতে বাধ্য করলে ঢাক পেটানো হবে কিনা সেটাও জানতে চাইছি :)

  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১২:২৩399404
  • * যুক্ত
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১২:২৭399406
  • বিলো দা বেল্ট আমরা অনেক আগে নেমে গেছি, অফলাইন, অনলাইঅন সর্বর্ত।

    যাক ছেলেকে ইন্টার্ন্যাশনাল স্কুলে পড়ানোর ব্যপারটা জেনেরিক, এর সাথে বেল্টের সম্পর্ক নেই। মানে হল নিজের বেলা আণ্টি সুণ্টি পরের বেলা দ্‌ণাট কপাটি বা কৃষণ করলে লীলা আমি করলে বিলা ইত্যাদি।
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১২:৩১399407
  • কে কি করে, লাইম লাইট কার কি জন্য কেন ভালো সিনেমা মনে হয় ইত্যাদিতে আমার কোনো মানে বিন্দুমাত্র আগ্রহ নেই।
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১২:৩৬399408
  • আর আমাকে খুঁচিয়ে বিলো দ্য বেল্ট হিট করে লাভ নেই বস। ডিফেন্সিভ হয়ে গুটিয়ে যাবার ও কোন প্রয়োজন দেখিনা।
    কী জানতে চাওয়া হচ্ছে ? এসব কথা আম্রিগায় বসে বলছি কেন ? তাহলে এই একি প্রশ্ন অন্য কেউ আপনার দিকে তুল্লে তাই নিয়ে এত সমস্যা কেন কমরেড ? :)

    দেশে ফিরে এসব বলছি না কেন ? দেশে কাজ করছি না কেন ? সেই নিয়ে সমস্যা ?

    কাজ করছি। দেশের হেল্‌থ রিসার্চ আর পলিসি নিয়েই কাজ করছি। ফিরছিও। ফিরে প্রত্যন্ত কিছু গ্রামেই কাজ করবো। হ্যাঁ, অফিসিয়ালিই। আর এখনো তার জন্যই কাজ শিখছি ও করছি। যেটুকু যা সাধ্য, পারছি, করছি আর করবোও।

    আর কিছু ?

    নাকি, এবার শুনবো, নিজের ঢাক পেটানো নিয়ে খিল্লি ?

    সে যে যা ইচ্ছা করতেই পারেন। আমিও ইগনোর করতেই পারি :)
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১২:৩৭399409
  • :)
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১২:৪০399410
  • আর বাড়ির লোকজনের অসুখ বিসুখ নিয়ে ভুক্তভোগী এখানে বোধহয় প্রায় সবাইই।
  • aka | 75.76.118.96 | ০৭ মার্চ ২০১২ ১২:৪২399411
  • আমি কারুর ব্যক্তিগত প্ল্যান নিয়ে বিন্দুমাত্র উত্‌সাহী নই।
  • dukhe | 122.160.114.85 | ০৭ মার্চ ২০১২ ১২:৫৯399412
  • আমি এখনো তিমিরে । সবার সন্তানের জন্য ইন্টারন্যাশনাল ইস্কুলে অঙ্ক করার অধিকার চাই ? এবং সেই মোতাবেক আইন ? ওয়েলফেয়ার স্টেট গোছের ?
  • Lama | 117.194.240.6 | ০৭ মার্চ ২০১২ ১২:৫৯399413
  • বাড়ির লোকের অসুস্থতা নিয়ে সবারই কিছু না কিছু ভোগান্তি কোনো না কোন সময় হয়েছে।

    কিন্তু ম্যানেজ হয়ে যায়। আমার মত সব মধ্যবিত্তেরই বিভিন্ন জায়গায় কিছু চেনা জানা থাকে। খুড়শ্বশুর কি মামাশ্বশুর, কি বন্ধুবান্ধব ডাক্তাররা গাইড করেন। হেল্‌থ ইন্স্যুরেন্স, হ্যানাত্যানা আছে। লজ্জার মাথা খেয়ে চেনাশোনা কারো কাছে দশ বিশ হাজার ধারও চেয়ে ফেলা যায়।

    প্রশ্ন হচ্ছে, যাদের এসব নেই তারা কি করে। তাদের বেশিরভাগ চিকিৎসা পায় না। কেউ কেউ চিকিৎসা পায়, কিন্তু যে রোগটা হয়েছে সেই রোগটারই চিকিৎসা পাচ্ছে কিনা, পেলেও যথাযথভাবে পাচ্ছে কিনা তার গ্যারান্টি নেই, জানতে চাওয়ার সাহসও নেই। কিছু সৌভাগ্যবান পাই বা সুকন্যার (ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট করুন, নিজের পরিবারের ঢাক পেটানো নয় :)) মত সহৃদয় মানুষের সংস্পর্শে আসতে পারে। তারও হাজারটা সমস্যা- কারণ আমাদের (এমনকি অনেক সহৃদয় ডাক্তারদেরও) টাকাপয়সার দৌড় সীমিত।

    আজকাল মনে হয় আরেকটু মন দিয়ে পড়াশোনা যদি করতাম হয়তো ডাক্তার হয়ে কারো কারো কাজে লাগতে পারতাম (অবশ্য কতটা পারতাম তাতে সন্দেহ আছে)

    নিছক স্বগতোক্তি করে গেলাম- আলোচনায় কোনো ভ্যালু অ্যাড করলাম না। করতে চাইও নি অবশ্য
  • PM | 86.96.228.84 | ০৭ মার্চ ২০১২ ১৩:১৪399414
  • আকার বক্তব্যের কোটিং গুলো বাদ দিয়ে যে কোর পয়েন্ট তার সাথে একমত।
    ১। প্রসেস আর নিয়ম মেনে চলা আমাদের ধাতে নেই।
    ২। আর্য্যাবর্তে যেমন একটা লোকের আইডেন্টিটি তৈরী হয় তার জাত দিয়ে, আমরা একটা লোকের অইডেন্টিটি তৈরী করি তার তার পয়সা কতো আছে তা দিয়ে। মানুষের প্রাপ্য-ও নির্নয় করি ঐ অনুযায়ী
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১৩:১৭399418
  • পিএম দা, সেটা করাটাই কি ঠিক ?

    প্রশ্ন তো সেখানেই। সেই প্রশ্ন তুললেই শুনতে হবে, নয় কেন। ডলার কামানো ও ইন্টারন্যাশানাল স্কুলে পড়ানো দিয়ে মাপাটাই তো স্বাভাবিক ব্যাপার, লজিক তো এটাই !
  • Tim | 173.163.204.12 | ০৭ মার্চ ২০১২ ১৩:১৭399415
  • ""যাদের এসব নেই"" তাদের জন্য শুধুই চান্স ফ্যাক্টর। কোন সহৃদয় ব্যক্তি যদি কিছু করলেন তো চিকিৎসা হলো, নইলে ভাগ্যের হাতে।
    এই রিসোর্সেই কাজ করা সম্ভব। তবে মুশকিল। ভাবলেই অনেক যদি কিন্তু ইত্যাদি ভিড় করছে।

    আমিও খানিক স্বগতোক্তি করে গেলাম...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন