এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিকিত্‌সার হাল্‌হকিকত কলকাতায়

    I
    অন্যান্য | ০৯ জুলাই ২০০৮ | ৭৪২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 204.138.240.254 | ২৬ জুলাই ২০১০ ১৯:২৩399319
  • বোঝো!
  • Arpan | 204.138.240.254 | ২৬ জুলাই ২০১০ ১৯:২৪399320
  • তোমার পোস্টের প্রথম লাইনের প্রেক্ষিতে বললাম। জাস্ট ভাবা যায় না।
  • bb | 213.62.124.98 | ২৬ জুলাই ২০১০ ২২:৫৫399321
  • আর্য আপনি হাসপাতালকে বলুন, ওরা একটা এস্টিমেট দেবে, একটু বেশি করে দিতে বলুন। ইন্সুরেন্সকে বলুন তার বেসিসে এপ্রুভাল নিয়ে রাখতে, এর পর যখন ফাইনাল বিল আসবে তখন ওরা ২ ঘন্টার মধ্যে টাকা রিলিজ করে দেবে। দেখুন কাজ হয় কিনা।
  • aka | 168.26.215.13 | ২৭ জুলাই ২০১০ ০০:৫১399322
  • বিবি, থ্যাংকু থ্যাংকু। ইন্সিওরেন্সের সাথে কথা বলেছি। হসপিটালের সাথেও কথা হয়েছে। মোটামুটি যা বুঝলাম, শেষদিনের পুরোটাই আউট অফ পকেট যাবে। বাকিটার ওপর হিসেব নিকেশ হবে। এইসব আর কি। একজনকে এই পুরো ব্যপারটা বুঝে কো-অর্ডিনেট করতে হবে। যাইহোক কিছু করার নেই। যা হবার হবে। বলে দেখতে বলব যে লাস্ট দিনের টা প্রোজেক্টেড কস্ট দেখানো যায় কিনা।
  • sigma | 220.253.181.44 | ২৭ জুলাই ২০১০ ০১:২৯399323
  • aka
    আপনার 26 Jul 2010 -- 06:32 PM এর শেষ প্যারাটার জন্য ধন্যবাদ।
    তবু তো এসব তাদের কথা- যাদের ইন্স্যুরেন্স আছে, আছে ক্রেডিট কার্ড, আছে ইন্টারনেট অ্যাকসেস, আছে যোগাযোগ। যাদের এসব কিছুই নেই?
  • Arya | 125.16.82.195 | ২৭ জুলাই ২০১০ ০৯:৫৭399324
  • পুণের কোন ভালো হাসপাতাল/ নার্সিং হোমের নাম কেউ একটু বলবেন যাদের এমারজেন্সি Amulance Serviceআছে?
  • PT | 203.110.246.230 | ২৭ জুলাই ২০১০ ১০:০৭399325
  • জাহাঙ্গির নার্সিংহোম, KEM হসপিটাল। দ্বিতীয়টার সঙ্গে পুণার বিখ্যাত কয়াজি পরিবার (গাইনো) যুক্ত আছেন। অন্যান্য ব্যবস্থাও আছে। খুব expensive-ও নয়।
  • dukhe | 117.194.233.131 | ২৭ জুলাই ২০১০ ১০:৪৯399326
  • হাসপাতালগুলোর গলাকাটার জন্য ইন্স্যুরেন্স ক্যাশলেস কাটিয়ে দিচ্ছে । রুগীকে প্রথমেই বিনীত প্রশ্ন - আপনার মেডিক্লেম আছে ? কত টাকার ? - সেই বুঝে পোঁচ লাগাও ।
    টোপাকুলের ডাল দিয়ে বেধড়ক চাবকালে যদি এগুলো সিধে হয় ।
  • Samik | 121.242.177.19 | ২৭ জুলাই ২০১০ ১১:৩৮399327
  • ২০০২ সাল। দুটি দাঁত তোলার ছিল। কাঁচা দাঁত, তাই অজ্ঞান করে তোল হবে। হিসেব কষবার আগে পেনটা থামিয়ে কলকাতার বিখ্যাত ডেন্টাল সার্জেন: আপনার মেডিক্লেইম আছে? -- আছে। ... খসখস করে হিসেব লিখে দিলেন। পঁচিশ হাজার টাকা।
  • r.huto | 203.99.212.53 | ২৭ জুলাই ২০১০ ১১:৪৩399329
  • ইন্সুরেন্সে দাঁত কভার করে? কোন কোং?
  • Samik | 121.242.177.19 | ২৭ জুলাই ২০১০ ১১:৫৬399330
  • হসপিটালাইজেশন ছিল। বল্লাম না, অজ্ঞান করে তুলেছিল। একদিন রেখেছিল হাসপাতালে।

    ক্যামাক স্ট্রিটের পেছন দিকে কোন একটা নার্সিং হোম যেন। নাম ভুলে গেছি। আর ইনসিওরেন্স কোং? সে-ও মনে নেই। ২০০২ সালের ঘটনা।
  • bb | 81.142.225.166 | ২৭ জুলাই ২০১০ ১২:০৩399331
  • এটা কিন্তু সমগ্র ভারতের প্রবলেম। গতবছর হায়েদ্রাবাদের বিখ্যাত পেডিয়াট্রিক হাসপাতালে আমার মেয়েকে একদিনের ঘরভাড়া হিসাবে ৪,৫০০ টাকা অতিরিক্ত নেওয়ার আমি যখন প্রতিবাদ করি উত্তর আসে আপনার কি, টাকা দেবে ইন্সিওরেন্স।
    সাধারণ গলব্লাডারের ল্যাপ্রস্কোপির জন্য দাবি করেন ৫০ হাজার টাকা ।
  • aka | 168.26.215.13 | ২৭ জুলাই ২০১০ ১৭:৫১399332
  • ইন্সিওরেন্স নিয়ে ঠিক এই ঘটনাই ঘটছে। শুধু তাই নয়, ধরুন আপনাকে ক্যাশ ডাউন করতে বলা হল ১,৫০,০০০ টাকা। যতক্ষণ না সেই ১,৫০,০০০ টাকা শেষ হচ্ছে ততক্ষণ রোগী ছাড়া যাবে না।

    কেন?

    কিছু ক্যাশ ফ্লোর প্রেডিকেটিবিলিটি। অথচ পেশেন্টের লেংথ অফ স্টে যদি কমানো যায় সেখানে আরও বেশি রোগী দেখতে পারে, যতবেশি রোগী দেখবে ততবেশি লাভ, অন্যদিকে পেশেন্টের দিক থেকেও ভালো। এককথায় পেশেন্ট সেϾট্রক প্রসেস। যেখানে হসপিটাল বেশি পেশেন্ট দেখে লাভ করছে আর পেশেন্ট কম সময় হসপিটালে কাটিয়ে পয়সা বাঁচাল। উইন-উইন সিচুয়েশন। কিন্তু এটা ঠিক হুট বলে হয় না। প্ল্যানিং দরকার, ঠিকঠাক মডেল দরকার, সঠিক ম্যানেজমেন্ট ভিশন দরকার। আমরা এসব ভাবি না, সিস্টেম রিগ করে, পয়সা চুষে নেওয়াকেই আমরা ব্যবসায়িক বুদ্ধি বলে ভুল করি। এবং পরিশেষে দীর্ঘশ্বাস ছেড়ে বলি ক্যাপিটালিজম কি খারাপ।
  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ০০:০৪399333
  • ব্ল্যাঙ্কি র কি বক্তব্য ? ঠিক শুনলাম তো ? প:বঙ্গের সরকারী চিকিৎসা ভালো ?
  • a x | 143.111.22.23 | ২৮ জুলাই ২০১০ ০০:২৮399334
  • আচ্ছা, এখানেও কিন্তু ইন্সু হলে এক রেট, ইন্সু না থাকলে বা কভার না করলে আরেক রেট। শুধু ভারতের ব্যপার না এটা।
  • Ishan | 122.163.79.82 | ২৮ জুলাই ২০১০ ০০:৩১399335
  • উঁহু। আম্রিকার সিস্টেমটা উল্টো। ইন্সু হলে রেট কম। না হলে বেশি। ইন্সু যা রেট দেবে ডাক্তাররা মানতে বাধ্য। ক্রেতাদের বাজার।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১০ ০০:৪৮399336
  • ভারতে এক একজনের জন্য এক একরকম রেট।

    বস্তি হলে - শূন্য, কারণ কেউ দেখবেই না।

    একতলা বাড়ি (নো গাড়ি) - শূন্য, কারণ কেউ দেখবেই না।

    দোতলা বাড়ি - আগের দুই কেসের থেকে বেশি

    দোতলা বাড়ি + গাড়ি - আগের তিন কেসের থেকে বেশি

    দোতলা বাড়ি + গাড়ি + ইন্সিওরেন্স - আগের চার কেসের থেকে বেশি

    তিনতলা বা বেশি (গাড়ি এনাদের থাকেই, ইন্সিওরেন্স থাকল কিনা ম্যাটার করে না) - আগের পাঁচ কেসের থেকে বেশি

    ডলারের ছাপ্পা - সবথেকে বেশি।

    চিন্তা নেই একেবারে হাইলি পার্সোনালাইজড কেয়ার। আম্রিগায় জিন টিন দেখে, আমরা পকেট দেখি। আম্রিগায় ৯৮,০০০ লোকের অনভিপ্রেত মৃত্যু হয়, ভারতে শুধু অনভিপ্রেত শিশু মৃত্যুর সংখ্যা ১.৯ মিলিয়ন।
  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ০০:৫৪399337
  • ক্যানো ? ১, ২, ৩ কে কেউ দেখবে না ক্যানো ?
    এত ভালো সরকারী চিকিৎসা থাকতে?
  • a x | 143.111.22.23 | ২৮ জুলাই ২০১০ ০১:২৪399338
  • আকা কি বলল বুঝলাম না, আম্রিকায় পকেট দেখেনা?
    আম্রিকার হেলথ্‌ সার্ভিস নিয়ে বেশি গর্ব করার কোনো কারণ তো দেখতে পাচ্ছিনা। অন্য প্রথম বিশ্বের দেশগুলোর সাথে তুলনা করে দেখত ঐ নম্বর গুলো কোথায়।

    আর ঈশান, আমি তো উল্টো জানি! ইন্সু না থাকলে রেট কম! আমার ডাক্তার, বুঁচির ডাক্তার সব তো তাই বলল। আরো মজার হল, যখন বিলটা দেয়, একটা বিশাল অ্যামাউন্টের বিল, তারপর দেখায় কিসব নেগিসিয়েশন হয়ে সেটা কমেছে।
  • a x | 143.111.22.23 | ২৮ জুলাই ২০১০ ০১:২৬399340
  • কিন্তু ন্যাড়াদা এই যে রেগেমেগে সাম্রাজ্যবাদ ইত্যাদি বলে আম্রিকার সাথে ভারতের তুলনা করলেন, কিউবার সাথে করলেন না কেন?
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১০ ০১:৩৬399342
  • আম্রিগার হেলথকেয়ার নিয়ে গর্ব টর্ব কিসুই করছি না। বলছি যে আম্রিগা আর ভারতের হেলথকেয়ারের তুলনা হয় না।

    আম্রিগার সাথে ফ্রান্স, কানাডা, স্ক্যান্ডানেভিয়ান কাϾট্রর তুলনা করে এই সিস্টেমকে গাল দাও মেনে নিই। কিন্তু ভারত আর আম্রিগার তুলনাটার কোন মানে নেই।

    তারপরেও কথা আছে, সিস্টেম যে ব্রোকেন সেটা সবাই মানে, সেই নিয়ে কাজ করে, চেঞ্জ ইমপ্লিমেন্ট হয়, নয়ত তক্কো করে। কিছু একটা করে। আমার ভারতীয় চোখে সেটাই অনেক। প:ব:য়ের স্বাস্থ্যমন্ত্রীর মতন বলে না 'এরকম তো হতেই পারে'।

    এসব হল একদিক মানে ডে টু ডে অপারেশন ও তার পেরিফেরি। অন্যদিকে ইনোভেশন ধরলে আম্রিগা নিয়ে গব্ব মনে হয় করাই যায়।

    পকেট দেখা নিয়ে, আম্রিগায় হেলথ কেয়ার কস্টলি সেটা সবাই বলে। যদিও বুঝি নি ঠিক মতন। আমার বন্ধু মϾট্রলে থাকে, সেখানে হেলথকেয়ার সরকার চালায়। কিন্তু তাকে ট্যাক্স দিতে হয় ৫২%। সে যাক, আম্রিগা সিস্টেমে ফেলে পকেট কাটে। অন্তত ইন্সিওরেন্স থাকলে তো বটেই। ভারতে কোন নিয়ম নেই, যাকে দেখে যেরকম মনে হয় সেইরকম পকেট কাটে। নোন ডেভিল, আর আনকোন ডেভিল।
  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ০১:৩৬399341
  • আমার তো মনে হল, আকাদা বল্লো, আম্রিগা তো খারাপ ই। তাই নিয়ে এত গল পাড়া হয়। কিন্তু ভারত আরো খারাপ।
    ৯৮০০০ কে গাল পাড়া হলে ১.৯ মিলিয়নকে ক্যানো গাল পাড়া হবেনা, এরকম কিছু বোধহয়।

    কিন্তু সরকারী চিকিৎসা এত ভালো হওয়া সঙ্কেÄও চিকিৎসার সূচকে প: বঙ্গ এরকম সবচে তলার দিকে ক্যানো, সেটা আর কেউ বুঝিয়ে দিচ্ছে না :(

  • a x | 143.111.22.23 | ২৮ জুলাই ২০১০ ০১:৪৪399343
  • পিটি যেটা বলেছেন, খুব ভুল বলেননি, শুধু সিপিএমের কোলে ঝোল টানতে গিয়ে আধা তথ্য দিয়েছেন।

    বাইরে থেকে অসংখ্য মেডিকাল টুরিস্ট আসে। শুধু প:ব:তে না, সারা ভারতে। ভারতে মেডিকাল কলেজের সংখ্যা এবং পাস করা ডাক্তারের সংখ্যা, একদম ওপরের দিকে, তাসঙ্কেÄও, জিডিপির মাত্র ৪।৮% খরচ হয়, এবং মাত্র ১।২% পাব্লিক, বাকি ৩।৬% প্রাইভেট। হেলথ কিন্তু স্টেটের আন্ডারে, ঐ ভারতের প্রেক্ষিত এখানে চালানো একটু কষ্টের। এবার প:ব:'র পাব্লিক এক্সপেন্ডিচার কত? ২০০৬ নাগাদ ০,৮% ছিল, জিডিপির। এখন কত কেউ জানলে বলুন। এই লার্জ স্কেল প্রাইভেটাইসেশনও করব, কিন্তু পয়সা দিয়েও ঠিকঠাক চিকিৎসা হবেনা, এর বিশ্ব-প্রেক্ষিতটা এক্স্যাক্টলি কি?
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১০ ০১:৪৫399344
  • আম্রিগার এখনকার সিস্টেম হল ফি ফর সার্ভিস।

    প্রতিটা রোগের ডায়গনসিস কোড আছে এবং প্রসিজার কোড আছে। এই কোডের ওপর বেস করে প্রতিটা সার্ভিসের পূর্ব নির্ধারিত ম্যাক্সিমাম অ্যামাউন্ট সেট করা আছে।

    এবারে ইন্সিওরেন্স যখন ডাক্তারের সাথে ক¾ট্রাক্ট করে তখন সেই রেট নেগোশিয়েট করে। কিন্তু ডাক্তার তো আরও অনেক ইন্সিওরেন্সের সাথে কাজ করে তাই তার সিস্টেমে ঐ পূর্বনির্ধারিত ম্যাক্স অ্যামাউন্ট সেট করা থাকে। ক্লেম ইন্সিওরেন্সের কাছে গেলে সে নেগোশিয়েটেড রেটে অ্যাডজাস্ট করে। তাই বুঁচির ক্লেমে ঐ নেগেটিভ অ্যামাউন্টগুলো দেখতে পাও। ইন্সিওরেন্স আরও দেখে আউট অফ পকেট কত, ফ্রড হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি।
  • a x | 143.111.22.23 | ২৮ জুলাই ২০১০ ০১:৫২399345
  • বুইলাম আকা। কিন্তু এমনি ডাক্তারের ফিস, বিভিন্ন মেডিকাল সার্ভিসের ফিস, ইন্সু থাকলে বেশি নেয়, না থাকলে কম নেয় আমার অভিজ্ঞতায়।

    আর কোড আছে, সব আছে। কিন্তু অত সোজা না। অনেক কিছুই "মেডিকালি নেসেসারি" কিনা সেটা ইন্সু কোং ঠিক করে। মানে তোমার জ্বর হলে টাইলেনল খাওটা ব্লুস ক্রস ব্লুস শিল্ডের ডাক্তার যদি বলে নট নেসেসারি, সে তোমার নিজের ডাক্তার যাই বলুক, তোমাকে পয়সা দেবেনা ইন্সু কোং।
  • SC | 128.2.53.210 | ২৮ জুলাই ২০১০ ০২:১০399346
  • টাইলেনল তো ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওটা ইন্সুরেন্স কভার করে নাকি?
    আমার ইন্স্যুরেন্স কভার করে না তো।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১০ ০২:১৪399347
  • এবারে এই সিস্টেমে সমস্যা হচ্ছে ডাক্তারের রোগীর সমস্ত দায়িত্ব নেবার কোন ইন্সেটিভ নেই। বরং যত বেশি অফিস ভিজিট হয় ডাক্তারের ততই লাভ। ধরা যাক ডায়াবিটিস পেশেন্ট যাতে ডায়াবিটিস শকে না যায় এই নিয়ে ডাক্তারের কোন মাথা ব্যথা নেই।

    তাই যেটা করা হচ্ছে এই ডায়গনসিস গ্রুপ করে DRG - ডায়াগনসিস রিলেটেড গ্রুপ তৈরি করা হচ্ছে। মানে এক একটা রোগের গ্রুপ করে সেই বান্ডিলের একটা ফিক্সড টাকা। যাতে পেশেন্ট ডায়াবিটিস শকে যাতে না যায়, রেগুলার যাতে এক্সারসাইজ করে ইত্যাদিও ডাক্তার দেখে, না দেখলে ডাক্তারের ক্ষতি। এই সিস্টেম খারাপ হতে পারে কিন্তু ভারতীয় সিস্টেমের সাথে তুলনার কোন মানে নেই।

    হ্যাঁ ইন্সিওরেন্স ফ্রড চেক করে। যেমন ধরা যাক খুব সহজ উদাহরণ হল ল্যাব ওয়ার্কে ল্যাব ওয়ার্কের জন্য একটা ক্লেম গেল, আবার সিরিঞ্জ, গ্লাভস ইত্যাদির জন্য আর একটা ক্লেম গেল তাহলে সেটা ফ্রড। এর সবথেকে কঠিন জায়গা হল কোন রোগীর কোন একটা প্রসিজার হল, তাহলে সেই রোগীর কদিনের মধ্যে অন্য কোন প্রসিজার হতে পারে না। যেমন চাইল্ড বার্থের ১০ মাস আগের মধ্যে ওভারি রিলেটেড কোন প্রসিজার ভেরি আনলাইকলি, এইসব।

    তবে ভেব না প্রতিটা ক্লেম খুলে খুলে দেখে ঠিক করে। পুরোটাই প্রিসেট রুল সেখানে আটকালেই ক্লেম আটকায়। সিস্টেম রিগ রুখতে ব্যবস্থা নেয়। তারমধ্যেও প্রচূর গলতা হয় এমানছি। কিন্তু গলতা হলে তুমি সেকথা কোথাও না কোথাও জানাতে পারো, ভারতের মতন ম্যাড হাউস নয়।

    আম্রিগান সিস্টেমে সবথেকে গলতা ছিল প্রি-এক্সটিং কন্ডিশন, সেটা ওবামা উঠিয়ে দিয়েছে।

  • a x | 143.111.22.23 | ২৮ জুলাই ২০১০ ০২:২৮399348
  • আরে টাইলেনলটা এক্স্যাম্পল ছিল।
  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ০২:৩৯399349
  • ব্লু ক্রসের ডাক্তার ই কোনো ওষুধ দিলো, আর ইন্সিওরেন্স কোম্পানি মনে করলো, দেবো না, এমন ও হতে পারে। আমার ই হয়েছে। এদিকে ডাক্তার গজগজ করছেন, এটা না দেবার আছেটা কী !
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১০ ১৮:১১399351
  • আজকের আপডেট, রোগীকে ছেড়ে দিয়েছে। গতকাল ডাক্তার রাত ৮ টায় জানিয়ে দিয়েছে যে আগামীকাল ছেড়ে দেওয়া হবে। এখন (৫ মিনিট আগে) ভারতে ৬ টা বাজে, মানে ১০ ঘন্টা এখনো ফাইল রেডি হয় নি। মাত্র ত্রিশ মিনিট আগে কেউ একটা কোন একটা রিপোর্ট ফটোকপি করতে গেছে। এখনো এসে পৌঁছন নি। কখন আসবেন সেও কেউ জানে না।

    যাইহোক ওদিকে ইন্সিওরেন্স ঠিক দুঘন্টায় কাজ না করলেও ঘন্টা চারেকে যা দেবার দিয়েছে। এতে হয়েছে কি, প্রথমে যা জমা দেওয়া হয়েছিল, যা খরচ হয়েছে এবং যা ইন্সিওরেন্স দিয়েছে সব যোগ বিয়োগ করে আমাদের ৮৮,০০০ টাকা পাওনা। সে টাকা কিন্তু এখন পাওয়া যাবে না। এই যোগ বিয়োগ নাকি ব্যাঙ্গালোরে যাবে, সেখানে এক্সপার্টরা বিল দেখে সব ঠিক করবে তারপর অ্যাপ্রুভ করবে, তারপর চেক এসে পৌঁছবে কলকাতায়। চেক এলে, আপনাকে এসে নিয়ে যেতে হবে। কিকরে জানবেন কবে সেই চেক এসে পৌঁছল? ফোন করে নিতে হবে। মোটামুটি সপ্তাহ দুয়েক সময় লাগবে। বেসিকালি এইরকম শতখানেক রোগীর ৮৮,০০০ টাকার সপ্তাহ দুয়েকের ব্যাঙ্ক ইন্টারেস্ট হল হসপিটালের লাভ। বছরে তাহলে কত টাকা উপরি লাভ হল? ক্লাস এইটের অংক।

    অথচ টাকা নেবার বেলায় পেশেন্টকে হার্ট খামচে ধরে শুইয়ে রেখে জিগ্যেস করেছে এখনি কি কিছু টাকা ট্রান্সফার করতে পারেন? আমরা রেগে গিয়ে গাল দিই উফ কি ভয়ংকর এই ক্যাপিটালিজম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন