এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৩৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 75.3.201.181 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৩403173
  • এই দুটো পড়ে আমার একই মনে হচ্ছে।
  • arjo | 24.42.203.194 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২০403174
  • টাকার দাম হু হু করে কমছে।

    http://www.anandabazar.com/28bus5.htm
  • dri | 75.3.201.181 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২২403175
  • টাকার দাম পড়ার ইমিডিয়েট কারণ হল মুডি ভারতের ক্রেডিট রেটিং 'জাঙ্ক' করেছে রিসেন্টলি। ভারতের ডেট লোড বড্ড বেশী বেড়ে গেছে বলে।

    ভারতের, আমেরিকার মত না হলেও, খুব উদ্বেগজনক রকম বেশী বেড়ে গেছে। গ্রোথের নিরন্তর বাজনার পেছনে এটা হল একটা ডার্টি সিক্রেট। হঠাৎ লোন ডিফল্ট করলে এই গ্রোথে গান বাজনা একদম বন্ধ হয়ে যাবে।
  • dri | 75.3.201.181 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩২403176
  • অনেকদিন আগে লিখেছিলাম ওবামার এক ফাইন্যান্সার (জর্জ সোরোস) গাঁজাকে লিগালাইজ করার বা সোশালি অ্যাক্সেপ্টেব্‌ল করার চেষ্টা করছে। এই নিয়ে ক্যালিফোর্নিয়ায় একটা প্রপও ছিল। সেই প্রচেষ্টায় একটা ছোট স্টেপ, http://www.msnbc.msn.com/id/29433708/। গাঁজার সোর্সের ওপর মোনোপলি বিস্তার করে, সাপ্লাই সাইডটা নিজেদের নিয়ন্ত্রণে আনতে গেলে গাঁজা ব্যাপারটাকে একটু একটু করে চোখ সইয়ে নিতে হবে।
  • nyara | 64.105.168.210 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৪403177
  • শেষ দু বছর ধরেই সিয়েরা স্নো প্যাক কমে আসছে, শীতে কম বৃষ্টি হচ্চে বলে। এবছর অসম্ভব শুকনো শীত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। ফেব্রুয়ারিতে এসে বৃষ্টি কিছুটা মেকাপ দিয়েছে, কিন্তু অন্যবছর যত পুরু স্নোপ্যাক থাকে, এবছর এখনও তার কাছাকাছি যায়নি। সেই হিসেবে খরা ঘোষণা। জানুয়ারিতেই বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে যদি অতিবৃষ্টি না হয়, তবে খরা ঘোষিত হতে পারে।

    ফেবে এত বৃষ্টির পরেও খরা ঘোষণায় আমিও একটু অবাক হয়েছি, ভেবেছিলাম মার্চ অব্দি দেখে গভর্নর ঠিক করবে। তবে ইকোনমির অবস্থা অনুমান করে সম্ভবত আগেভাগেই ডিক্লেয়ার করে দিল। মার্চের শেষে ঘোষণা করলে ফেডেরাল ডলার আর পাওয়া যেত কিনা সে সম্বন্ধে সন্দেহ ছিল বোধহয়।
  • dri | 75.3.201.181 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৯403178
  • এইটা আত্মহত্যার সুতোয় দেওয়া যেত, হয়ত রিটেল সেক্টরের সুতোয়ও দেওয়া যেত, কিন্তু এই সুতোতেই দিলাম। http://tinyurl.com/cscy7w। আগুনে পুড়ে মরাটা বড় থার্ড ওয়ার্ল্ডলি। যে দেশে বন্দুক এত সহজলভ্য, সেদেশে একজনের পুড়ে মরার, বিশেষ করে পাবলিক প্লেসে পুড়ে মরার কি ইনসেন্টিভ থাকতে পারে? পারহ্যাপস হি ওয়ান্টেড টু মেক আ পয়েন্ট।
  • dri | 75.3.201.181 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৬403179
  • আরেকটি অ্যাটেম্পটেড সুইসাইডের কেস। http://tinyurl.com/dcxrmo। এবার লন্ডনে। মে বি এও একটা স্টেটমেন্ট করতে চেয়েছিল। পার্লামেন্টের সামনে কেন?
  • arjo | 24.42.203.194 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৬403180
  • আমার মনে হয় লোকটি সাইকলজিকাল পেশেন্ট ছিল। নইলে আগুনে পুড়ে মরার কোনো মানেই নেই। কি যে নিতে পারছিল না সেটা ক্লিয়ার হল না। পিওর মেন্টাল কেস।
  • sibu | 71.106.244.161 | ০১ মার্চ ২০০৯ ০০:০০403183
  • নট সো পিওর মেন্টাল কেস হলে কি করত?
  • dri | 75.3.201.181 | ০১ মার্চ ২০০৯ ০০:০৩403184
  • আমাদের এদিকে কিন্তু শীতে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এই মরুভূমিতে ভালো বৃষ্টি হল কিনা তার লিটমাস টেস্ট হল স্প্রিংএ ভালো ফুল হল কিনা। আমার মনে হচ্ছে ফুল ভালোই হবে। নেড়ুদা বলছেন অসম্ভব শুকনো শীত, সেটা কি কাগজ পড়ে আর টিভি দেখে, নাকি নিজের এক্সপিরিয়েন্স? তবে হতে পারে আপনাদের দিকটা হয়ত ড্রাই ছিল।
  • nyara | 64.105.168.210 | ০১ মার্চ ২০০৯ ০২:৫২403185
  • কাগজ টিভি নয়। নিজের অভিজ্ঞতা আর এন পি আর। আমাদের বাড়ির সামনে একটা ন্যাড়া পাহাড় আছে। সেটা শীতে জল পেয়ে একদম সবুজ হয়ে যায়। আর গরমে পুড়ে প্রথমে ঝলসে গিয়ে হলদে হয়, তারপর পোড়া খয়েরি হয়ে যায়। সাধারণত অন্যান্য বছর ডিসেম্বরের শেষ/জানুয়ারির শুরু নাগাদ পাহাড়ে সবুজ আসে। এবার সেটা আসতে আসতে ফেব্রুয়ারি হয়ে গেল। তাও এখনও কিছু কিছু জয়গা হাল্কা খয়েরি রয়ে গেছে।
  • arjo | 24.42.203.194 | ০২ মার্চ ২০০৯ ০৮:৩২403187
  • একটু বড়।


  • shyamal | 24.117.80.243 | ০২ মার্চ ২০০৯ ১১:১৫403188
  • আর্যর দেওয়া লিঙ্কটা বড় হলেও পুরো দেখলাম। অনেকের কাছে এটা অ্যাকাডেমিক সমস্যা, আমাদের মত পাবলিকদের কাছে সত্যি সমস্যা। কদিন বাদে যখন সময় হবে তখন সোশ্যাল সিকিউরিটি পাবো তো?

    সোশ্যাল সিকিউরিটি এখনও যা আয় করে তার চেয়ে কম ব্যয় করে। কিন্তু সরকার এই টাকা ধার করে খাতায় দেখায় বাজেট ডেফিসিট কম। অর্থাৎ বাজেট ডেফিসিট হল ধরুন ৫০০ বিলিয়ন। এবার এস এস এ র কাছে ধার নিয়ে বন্ড দিল দুশো বিলিয়নের। সবটাকাই তো আমার - সরকার বলল। আর দেখাল বাজেট ডেফিসিট ৩০০ বিলিয়ন। ঢপের চপ আর কি।
    ২০১৭ সাল থেকে আর এই চালাকি চলবেনা। তখন সোশ্যাল সিকিউরিটির আয়ের চেয়ে ব্যয় হবে বেশী। তখন এস এস এ সরকারকে বলবে এবারে ঐ বন্ড ভাঙাচ্ছি, টাকা দাও। নয়তো আমি লোককে টাকা দিতে পারছিনা। তখন যে কি হবে তা ভাবলেও ভয় করে।
    এদিকে এস এস এ বলে যাচ্ছে কোন চিন্তা নেই। ২০৪১ অবধি ঐ বন্ড ভাঙিয়ে আমরা প্রতি রিটায়ারিকে প্রাপ্য টাকা দিতে পারব।
    কিন্তু ২০১৭ তে যখন এস এস এ বন্ড ভাঙিয়ে টাকা চেয়ে বসবে বাজেট ডেফিসিট আকাশ ছোঁয়া হবে আর ডলার ধসে যাবে।
  • dipu | 207.179.11.216 | ০২ মার্চ ২০০৯ ১১:৩১403189
  • কিছু আশার কথা :
    http://tinyurl.com/atflu3
  • sibu | 71.106.244.161 | ০২ মার্চ ২০০৯ ১১:৪৩403190
  • সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটির এই রিপোর্ট (http://www.cbpp.org/3-25-08health.htm) বলছে সোশ্যাল সিকিউরিটির সমস্যা তত খারাপ নয়। আসল সমস্যা মেডিকেয়ার। ঐ যেমন হয় আর কি। সাধারনত: পাবলিক এন্টারপ্রাইস ভালই কাজ করে (যেমন সোশ্যাল সিকিউরিটি) আর আনব্রিডলড ফ্রী-মার্কেট ছড়ায় (যেমন মার্কিনি হেলথ কেয়ার, কোয়ালিটি আর কস্ট কনটেইনমেন্ট - দুদিকেই ছড়ু)। আর কনজারভেটিভরা মুখে ফেনা তুলে মিথ্যা কথা বলে, হয় কে নয় আর নয় কে হয় প্রমান করতে।
  • shyamal | 24.117.80.243 | ০২ মার্চ ২০০৯ ১৭:৩৯403191
  • সোশ্যাল সিকিউরিটি রুজোভেল্ট যখন প্রবর্তন করেন, তখন সত্যিই দরকার ছিল। কিন্তু মুশকিল হল প্রথম থেকেই এটি একটি পনজি স্কীম। ইনহেরেন্টলি আনসাসটেইনেবল।
    আজ SSA যা টাকা পায়, তার চেয়ে কম খরচ করে। ২০১৭ তে ব্যাপারটা ঘুরে যাবে। তখন SSA সরকারকে বন্ড বেচে রিটায়ারিদের টাকা দেবে।
    ২০৪১ সালে এই বন্ড শেষ হয়ে যাবে। তখন SSA প্রত্যেক রিটায়ারির বেনিফিট কাট করবে ২২%। পে-অ্যাজ-ইউ-গো পন্থা চলতে পারেনা।
    তবে এটা ঠিক মেডিকেয়ারের অবস্থা আরো খারাপ। আর ইউরোপের সব দেশে সোশ্যাল সিকিউরিটির অবস্থা আমেরিকার চেয়ে ঢের বেশি খারাপ।

    সারা বিশ্ব জুড়ে আজ বহু মুর্খ ক্যাপিটালিজমের অর্থাৎ মুক্ত, বাজার অর্থনীতির দোষ দিচ্ছে। পুরো ভুল। এই নিয়ে পরের পোস্টে লিখছি।
  • shyamal | 24.117.80.243 | ০২ মার্চ ২০০৯ ১৮:০৭403192
  • মুক্ত অর্থনীতির ফলে আজ উন্নত দেশগুলো এত উন্নত। কিন্তু সেটা এতদিন ছিল দেশের মধ্যে সীমাবদ্ধ। গত ৪০ বছর ধরে বিশ্বায়ন হচ্ছে। তার ফলে মুক্ত অর্থনীতি আর ন্যারো দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নেই।
    এতদিন আমেরিকা ও পশ্চিম ইউরোপে উৎপাদনশীলতা বিপুল বেড়েছে আর তার সঙ্গে বেড়েছে আয়। এরা ধনতন্ত্রের মধ্যেও একধরনের সমাজতন্ত্র চালিয়েছে। কি রকম? আয় বাড়তে বাড়তে দেখা গেল নাপিত, ট্রাক ড্রাইভার, জ্যানিটারও এত আয় করছে যে তারা গাড়ি কিনছে, সে¾ট্রাল এসি বসাচ্ছে, বিদেশে বেড়াতে যাচ্ছে। অথচ তৃতীয় বিশ্বে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ীরাও অনেকে এত টাকা পাচ্ছে না। অর্থাৎ প্রথম বিশ্বের নীচু স্তরের কর্মিদের এক দেশজ সমাজতন্ত্র দিয়ে প্রকৃত মুল্যের চেয়ে অনেক বেশী আয়ের ব্যবস্থা করানো হয়েছে। এইটা হল মূল সমস্যা। কোন ইজম নয়।

    এবারে মাঠে নামল মাল্টি-ন্যাশনাল কোম্পানীরা (MNC ) যাদের তৃতীয় বিশ্বের নেতারা সচরাচর ঘৃনা করতেন। এরা এই শ্যালো দেশীয় সীমা মানেনা। যেখানে কম পয়সায় মাল বানানো যাবে সেখানে এরা মাল তৈরী করবে। যেখানে বেশী দামে মাল বেচা যবে সেখানেই এরা বেচবে।
    কাজেই তৃতীয় বিশ্ব MNC দের কাছে প্রচুর কাজ পেতে লাগল। ক্রমশ: দেখা গেল বেশির ভাগ স্কিলে প্রথম আর তৃতীয় বিশ্বের মধ্যে কোন ফারাক নেই। কিন্তু প্রথম বিশ্বের নাপিত, ট্রাক ড্রাইভার, গাড়ি তৈরীর মেকানিক শুনবে কেন? তারা আয়াসে অভ্যস্ত। আর আমেরিকায় একটা মিথ আছে, প্রতি প্রজন্মকে তাদের বাবার প্রজন্মের চেয়ে ভাল থাকতে হবে। মাজাকি আর কি!
    এইটা প্রথম বিশ্বের প্রধান সমস্যা আজ। মজুরী এত বেড়ে গেছে যে এভাবে চলা অসম্ভব। প্রায় দুশো বছর পর পৃথিবীতে আবার মজুরীর সমতা ফিরে আসছে। এর ফলে প্রথম বিশ্ব ঝাড় খাবে আর তৃতীয় বিশ্ব লাভবান হবে।

    মনে রাখবেন চিরকাল এটা ছিলনা। ১৭০০ সালে ঔরঙ্গজেব যখন ভারতের বাদশা, তখন ভারত , চীন ও পশ্চিম ইউরোপ -- এই তিনটি অঞ্চলের জিডিপি ছিল প্রায় সমান -- পৃথিবীর জিডিপির প্রায় ২৩%। অর্থাৎ তখন ভারত, চীন রিলেটিভলি ধনী দেশ ছিল। আমেরিকা হয়নি তখনো। হয়তো সত্যিই,
    ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে।
  • arjo | 168.26.215.13 | ০২ মার্চ ২০০৯ ২১:৪৬403194
  • স্টিমুলাস প্যাকেজে কোথায় কি কাজ হচ্ছে।

    http://www.stimuluswatch.org/
  • Binary | 198.169.6.69 | ০২ মার্চ ২০০৯ ২২:০০403195
  • ইউরোপের সোশাল সিকিউরিটির ব্যাপারে শ্যামলের কোনো আইডিয়া আছে নাকি, যে দুম করে বলে দিলেন সোশাল সিকিউরিটি ইউরোপে খারাপ ? নিদেন পক্ষে কানাডা (অ্যামেরিকার পাশের দেশ) সোসাল সিকিউরিটি সম্বন্ধে শ্যামলবাবুর কোনো আইডিয়া আছে ?
  • sibu | 207.47.98.129 | ০২ মার্চ ২০০৯ ২৩:২৩403196
  • কেন সোশ্যাল সিকিউরিটি ইনহেরেন্টলি আনসাসটেইনেবল? কেন পে-অ্যাজ-ইউ-গো পন্থা চলতে পারে না? রন পল বলেছে বলে? আর অলটারনেটিভটাই বা কি? প্রাইভেটাইজেশন অফ সোশ্যাল সিকিউরিটি? বার্নি ম্যাডফকে সোশ্যাল সিকিউরিটি চালাতে দেওয়া? আর একটা কথা পরিষ্কার হল না। রুজভেল্টের সময় সোশ্যাল সিকিউরিটি দরকার ছিল, এখন সে দরকার ফুরিয়ে গেল কেন?

    শ্যামলবাবুর অর্থনীতি বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে। ওনার মতে আজকের সঙ্কটের কারণ হল পশ্চিমে স্যালারি আর্টিফিসিয়ালি ইনফ্লেটেড। কিন্তু সঙ্কটের কারণ তো হল ডিম্যান্ড কমে গেছে। পশ্চিমী লেবারের মাইনে কমিয়ে কি করে ডিম্যান্ড ঠিক করা যাবে? আর পশ্চিমে ডিম্যান্ড কমে গেলে এশিয়ার এক্সপোর্ট বেসড ডেভেলাপমেন্ট সাসটেইন করা যাবেই বা কি করে?
  • shyamal | 64.47.121.98 | ০৩ মার্চ ২০০৯ ০০:২৬403197
  • বাইনারি,
    আমি বলিনি সোশ্যাল সিকিউরিটির পরিমাণ খারাপ। ইউরোপে সোশ্যাল সিকিউরিটি দেওয়ার ক্ষমতা সরকারের পক্ষে আরো বেশী কঠিন হচ্ছে।

    শিবুকে, পে-অ্যাজ-ইউ-গো চলবেনা। এর মানে হল আজ যারা কর্মি, তাদের ট্যাক্স থেকে আজকের অবসরপ্রাপ্তদের টাকা দেওয়া হচ্ছে। সেটা তখনই কাজ করে যখন কর্মির সংখ্যা প্রচুর, অবসরপ্রাপ্তের সংখ্যা কম। কিন্তু বেবি বুমাররা এখন অবসর নিতে শুরু করেছে। তুলনায় বর্তমান প্রজন্মে কর্মির সংখ্যা কম। কাজেই পে-অ্যাজ-ইউ-গো পদ্ধতিতে হয় পেনসন কাট করতে হবে নয়তো এস এস ট্যাক্স বাড়াতে হবে। কোনটা করবেন?
    পেনসন কাট করলে রিটায়ারিরা বলবে, আজ চল্লিশ বছর ট্যাক্স দিয়ে এলাম , পেনশন ঠিক পাব বলে। এখন সরকার চীট করছে।
    আর তরুণ কর্মিরা বলবে এত ট্যাক্স দিলে খাব কি?

    এসব দেখে ভারত সরকার ঠেকে শিখেছে। জানিনা নিয়মটা চালু হয়েছে কিনা। হলে সরকারী কর্মিরা একটি ফান্ডে তাদের মাইনের একাংশ রাখবে। সরকারও একাংশ দেবে। কর্মি ঠিক করবে কোথায় সেটা লগ্নী করবে। টাকা কর্মির, দায়ীত্ব কর্মির। সরকারের মাথাব্যাথা নেই।

  • shyamal | 64.47.121.98 | ০৩ মার্চ ২০০৯ ০০:৩৬403198
  • শিবু,
    কোন দেশ কেন উন্নতির জন্য অন্য দেশে রপ্তানীর ওপর নির্ভর করবে? আমেরিকা, ইউরোপ না কিনলে যদি কোন দেশের অবস্থা অতি খারাপ হয় তবে সে দেশের প্ল্যানিংএ গলতি আছে। যদিও এক সময়ে এটা হয়েছে দ:পূর্ব এশিয়ার দেশগুলোতে।
    নান কারণে ভারতে সেটা হয়নি। ভারতের উন্নতি ডোমেস্টিক বেসড। কাজেই ভারত সবচেয়ে কম ঝাড় খেয়েছে।

  • sibu | 207.47.98.129 | ০৩ মার্চ ২০০৯ ০০:৪০403199
  • শ্যামলের যুক্তি তখনই খাটবে যদি ধরে নেওয়া যায় ১) কর্মীসংখ্যা দীর্ঘ দিন ধরে কমতেই থাকবে। এবং ২) উৎপাদনশীলতা বৃদ্ধি কর্মীসংখ্যা হ্রাসের ফলকে অফসেট করবে না। এই দুটির কোনটি যদি দীর্ঘমেয়াদে ঘটে তো সমাজকে খুব বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সেটা রিটারমেন্টের সমস্যার থেকে অনেক বড়। আর যদি তা না হয় তো স্বল্প মেয়াদে ট্যক্স বৃদ্ধি, ডেফিসিট ফাইন্যান্সিং ও বেনিফিট হ্রাস করে সমস্যার সমাধান করা যাবে।

    বৃদ্ধ শ্রমিকের ভাগ্য মার্কেটের ভ্যাগারির হাতে ছেড়ে দিতে যারা চায় তারা সাইকোপ্যাথ। আজকে যদি সোশ্যাল সিকিউরিটি না থাকে তো আগামী দশ/বিশ বছরে যারা রিটায়ার করবে তাদের কি হবে? মানে আমি এই ডাউনটার্ণের রেসপেক্টে কথাটা বলছি। পে অ্যাজ ইউ গো, এই অবস্থাটাকেই বেটার সামাল দিতে পারবে।
  • Binary | 198.169.6.69 | ০৩ মার্চ ২০০৯ ০০:৪২403200
  • শ্যামলবাবু, এই নিয়ম আবার কবে চালু হল ? ফান্ডে সরকার আর কর্মীরা রাখে সেটা সরকারি চাকুরেরা নন, বেসরকারি চাকুরেরা। সরকরি চাকুরেরা আজ-ও পেনেশন পান। আর ঐ ফান্ডের টাকা লগ্নী করার দায়ীত্ব, কোনো কর্মীদের নয়, সরকারের। তাথেকে সরকার ফ্যামিলি পেনশনের টাকা কেটে রাখে।

    দেশীয় চাকুরি সম্পর্কে কিসুই জানেননা দেখছি।
  • sibu | 207.47.98.129 | ০৩ মার্চ ২০০৯ ০০:৪৭403201
  • বা:, এই তো শ্যামল ঠিক কথা বলছে। ভারতের অর্থনীতি আরো লিবারাইজড হলে আরো বড় ঝাড় হত। যেহেতু ভারতীয় অর্থনীতি তুলনায় সেক্লুডেড, ঝাড় কম হয়েছে।

    এইবার ডোমেস্টিক কনজিউমারের ওপর নির্ভর করে ডেভেলপমেন্টের ব্যাপারটায় আসা যাক। শ্যামল মনে করেন ভারত যদি ডোমেস্টিক কনজিউমারের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নতি করে তো ডিম্যান্ডের সমস্যা কখনো হবে না। এরকম আশাবাদের কারণ কি? মানে ইউএস থেকে ভারত কি আলাদা করবে যাতে ভারত এই ডিম্যান্ড হ্রাসের সমস্যাকে অ্যাভয়েড করতে পারবে?
  • Binary | 198.169.6.69 | ০৩ মার্চ ২০০৯ ০০:৫১403202
  • শ্যামলবাবুতো ক¾ট্রাডিকটারি কথা বলছেন। এই বলছেন পশ্চিমী দেশগুলো ঝাড় খাচ্ছে, মুক্ত অর্থনীতির জন্য নয়, প্ল্যানিং এর অভাবে, আবার বলছেন, ভারত কম ঝাড় খেয়েছে, মুলত: ডোমেস্টিক ইকনমি-র জন্য!!!
  • arjo | 168.26.215.13 | ০৩ মার্চ ২০০৯ ০০:৫৫403203
  • আচ্ছা ধরা যাক মুক্ত অর্থনীতি, ফিরি মার্কেট সব খারাপ। মানে এসবে যারা বিশ্বাস করে তারা মিথ্যেবাদী, জোচ্চর। তা অল্টারনেটিভটা কি? প্রমাণ সহ উত্তর লিখুন (২০ নম্বর)।
  • anaamik | 59.164.100.29 | ০৩ মার্চ ২০০৯ ০১:০০403205
  • দ্রি,
    ২৮শে ফেব-এর ১১:২২ -এর পোস্টে ছোট্ট করে একটু ঘেঁটেছেন। মুডি'জ **এখনো** ভারতের রেটিং জাঙ্ক করে নি, রেটিং আউটলুক পাল্টেছে।

    ব্লুম্বার্গ লিঙ্ক -
    http://tinyurl.com/cqp48n

    Standard & Poor’s said Feb. 24 that the nation’s credit rating may be cut to junk as government debt is reaching a level that’s “not sustainable.” S&P reduced India’s rating outlook to negative from stable

    saadhaaraNat: reTi`Mer duTo a`msh thaake -
    Value আর Directioncatastrophic কিছু না ঘটলে আগে Direction বদলে ইঙ্গিত দেওয়া হয়। মুডি'জেরটা আপাতত: খুঁজে পাচ্ছি না, ফিচ-এর রেটিঙের পদ্ধতি দেখতে পারেন - http://www.fitchratings.com.bo/UpLoad/methodology.pdf
    শেষ পাতার বাক্স পড়ে দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন