এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sibu | 64.168.229.50 | ০৮ এপ্রিল ২০০৯ ০৫:০২403339
  • নাওমি উলফ, নাদিয়া সুলেইমান অ্যান্ড ইকনমিক ক্রাইসিস।

    http://www.project-syndicate.org/commentary/nwolf10

  • rokeyaa | 203.110.243.21 | ০৯ এপ্রিল ২০০৯ ০০:০৭403340
  • ইনফি ভুবনেশ্বরে জনা ৫০ কে তাড়িয়েছে। বেশীরভাগই আড়াই-তিন বছরের এক্সপিরিয়েন্সড। লাঞ্চ থেকে ফিরে শুনেছে এইচ আর থেকে ডেকেছে। সেখানে বলেছে আই কার্ড জমা দিয়ে আধঘন্টার মধ্যে চলে যাও! ডেস্কে এসে দেখেছে কম্পুর অ্যাকসেস নেই!
  • a x | 143.111.22.23 | ০৯ এপ্রিল ২০০৯ ০২:৪৪403342
  • আচ্ছা এই জিনিসটার দেশে কোনো নিয়ম/আইন নেই? মানে মিনিমাম কিছুদিনের নোটিস চাকরি যাওয়ার আগে?
  • Du | 74.7.148.7 | ০৯ এপ্রিল ২০০৯ ০২:৫০403343
  • এগুলো এদেশী স্টাইল - সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দেওয়ার সময় ভাবেনা যারা রয়ে গেল তাদের মনে অফিসের জায়গা কোথায় নেমে যায় !
  • anaamik | 196.15.16.20 | ০৯ এপ্রিল ২০০৯ ১৭:৪১403344
  • আহা: ভাবনার ভার অন্যদের হাতে দেওয়া আছে তো -
    সিইওরা শিখে নিন - http://tinyurl.com/layoff-Boston

  • Blank | 203.99.212.224 | ০৯ এপ্রিল ২০০৯ ১৭:৪৫403345
  • দেশ বিদেশ সব জায়গাতেই তো বেসরকারি জায়গায় এম্নি করে চাগ্রী যায়।
  • arjo | 168.26.215.13 | ০৯ এপ্রিল ২০০৯ ১৮:০৪403346
  • বিদেশে সরকারী চাকরীও এই ভাবেই যায়। নিজের চোখে দেখলাম। পঁচিশ বা ত্রিশ বছর ধরে সার্ভিস দিয়েছে, তাকে বলা হয়েছে প্যাক ইট আপ ইন ১০ মিনিটস। অনামিকের এই আর্টিকলটা একবার ভাবলাম পাঠিয়ে দিই। তারপর ভাবলাম যাউগ্গা প্রতিবাদ আর প্রতিরোধ সবই তো নকশালদের।
  • bb | 117.195.181.216 | ০৯ এপ্রিল ২০০৯ ১৯:৫৫403347
  • rokeyaa আপনার চেনা কেউকি আছে যাকে এই ভাবে তাড়ানো হয়েছে? বাজারে এইরকম গুজব চলে, কিন্ত আমি দ্বায়িত্ব নিয়ে বলছি বেশীর ভাগ ক্ষেত্রেই এগুলি সত্য নয়।
    আমি যতদুর জানি তিনমাসের মাইনে দেওয়া হয়ছে এবং আগে থেকে বলা হয়েছে তাদের কে জনে জনে।আর এগুলি সবই performance এর ভিত্তিতে( যা অবশ্যই তর্কসাপেক্ষ)।
    ডি:- আমি তাড়ানো সমর্থন করছি না।
  • a x | 143.111.22.23 | ০৯ এপ্রিল ২০০৯ ২০:৩৮403349
  • আর্য, আমি হাসপাতাল কাম রিসার্চ ইনস্টিট্যুটে এরকম হারগিজ দেখিনি। নোটিস এবং স্যালারি দেওয়া হয় অন্তত এক মাসের। একমাত্র কেসে দেখেছিলাম একজনকে সিক্যুরিটি অ্যাকোম্পানি করে বার করে দিয়েছিল - সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসের জন্য। কিন্তু সেও এক মাসের মাইনে পেয়েছিল।
    সরকারী চাকরীর কথা জানিনা। কাল থেকে এসোনা আর কাল থেকে চাকরি নেই দুটো কিন্তু এক না।
  • arjo | 168.26.215.13 | ০৯ এপ্রিল ২০০৯ ২০:৪৮403350
  • অক্ষ, এই কয়েক সপ্তাহ আগে দেখেছি। ভাটে লিখেছিলাম। আমার কলিগ, আমার তিনটে ঘর দুরে বসতেন। একদিন সকালে এসে অন্য ডিপার্টমেন্টের একজনের থেকে শুনলাম যে তাঁকে এবং আরও ১২ জনকে (অন্য ডিপ) গতকাল তাড়ানো হয়েছে। কারণ বাজেট। আগাম কোনো নোটিশ ছিল না, কোনো সেভারেন্স প্যাকেজ দেওয়া হয়েছে কিনা জানি না। কিন্তু তাড়ানোর ধরণটা ঐ প্যাক ইট ইন ১০ মিনিটস।
  • Somnath | 117.194.195.126 | ০৯ এপ্রিল ২০০৯ ২১:২৭403351
  • ঐভাবেই তাড়ানো হয়। আর টাকাটা দেওয়া হয় নোটিশ পিরিয়ড শর্টফল এর যা ক্লজ থাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেভাবেই।

    আমি জানি। দেখেছি।

    bb জানেন না।
  • d | 117.195.33.191 | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৫403352
  • আমি যতগুলো ঘটনা দেখেছি এবং দেখছি, সব ঐ "এক্ষুণি দূর হও' করে তাড়ানো। তবে টাকাপয়সা ঠিকঠাক দিয়ে দেওয়া হয়। মানে নোটিশ পিরিয়ডের যা প্রাপ্য আর কি। আর এইসব ক্ষেত্রে পিএফের টাকা খুব তাড়াতাড়ি পাওয় যায়।
  • dd | 122.167.2.126 | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫০403353
  • কিন্তু দেখুন, এগুলো ও তো সত্যি খবর, তাই না? TOI তে গত কদিন ধরে দেখছিলাম।

    ভারতে গাড়ী বিক্রী আবার জোর কদমে শুরু হয়েছে, ১৫-২০% growthY2Y
    রেকর্ড সেল হলো মোবাইল হ্যান্ডসেটের। গত দু মাসে।
    রঙ এর ব্যবসার সাথে আমার যোগাযোগ আছে - industrial paint দারুন বিকিকিরি হচ্ছে।
    আর গমের দাম বিশ্ব ব্যাপী কমেছে ৫০ থেকে ৬০%। কারন হচ্ছে বিশ ব্যাপী ব্যাপক ফলন। কোথায় সেই সমুহ ক্রাইসিস ?

    র,দ্রির ... এঁয়ারা জানবেন।
  • dd | 122.167.2.126 | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৪403354
  • তা প্রায় ৩৩ ৩৪ বচ্ছর হয়ে গ্যালো ভারতীয় কর্পোরেট জগতে আছি। পুরো মারোয়ারী, JV, ১০০% ট্রু ব্লু এম এন সি, সবেতেই কাঁঠালি কলা ছিলাম অ্যাদ্দিন ।
    সবেতেই এই রকমের সার্জিক্যাল ছাঁটাই
    দেখেছি। নির্বিকার ও নির্বিচারে।
    এটা তো নতুন কিছু নয়।
  • Samik | 122.160.41.29 | ০৯ এপ্রিল ২০০৯ ২২:১১403355
  • ফর্ম্যালি "তাড়িয়ে দেওয়া' হলে তবে তো বকেয়া পাওনা এক মাসের মাইনা এসবের কথা আসবে। আমার দোকানে ইদানিং চলছে সিলেক্টেড কিছু লোকজনকে ডেকে তাদের ল্যাপটপ জমা নিয়ে মেল আইডি ব্লক করে তাদের "অনির্দিষ্টকালের জন্য আনপেইড লিভ'-এ যেতে বাধ্য করা। রিজাইনও করাতে হল না, কাগজের খরচাও বাঁচল, টাকাপয়সা বকেয়া ইত্যাদিও দিতে হল না। এবার সে জনতা যদি অন্যত্র চাকরি জুটিয়ে রিজাইন করতে আসে, তখন তার বকেয়া থেকে এই কদিনের আনপেইড লিভ বাবদ টাকা কেটে নিলেই হল। কোম্পানির লাভই লাভ।
  • bb | 117.195.181.216 | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:২৩403356
  • somnath আমি "জানিনা"টা আপনি কি করে জানলেন? আমাকে এই দু:খ জনক কাজটা করতে হয়েছে, আর সেখানেও একটা পদ্ধতি মানতে হয়। যেনে রাখুন যাদের এই কাজটা করতে হয়, তারাও কিন্তু আনন্দের সঙ্গে এটা করেনা।
  • Samik | 122.160.41.29 | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:৪০403357
  • bb, আমি পার্সোনালি জানি এরকম কয়েকজন কে। এইবারে নয়। ২০০১এর রিসেসনে। আজকের টেক মাহিন্দ্রা, সেদিন নাম ছিল মাহিন্দ্রা ব্রিটিশ টেলিকম। একেবারে হলঘরে ডেকে সিকিউরিটিকে দিয়ে সেইখান থেকেই মেন গেট দেখিয়ে দেওয়া। ছেলেমেয়েগুলো নিজেদের ডেস্কে ফিরে নিজেদের বিলংগিংস্‌গুলোও নেবার সুযোগ পায় নি।

    এই দোকানে আমার বসার জায়গা বিজনেস হেডের কেবিনের পাশেই। ঐ বাধ্যতামূলক আনপেইড লিভে যাবার সময়ে তাদের যা-যা বলা হয়েছিল, তার সমস্তটাই আমার কানে এসেছে। কোনওভাবেই সেই ছেলেমেয়েগুলো আগে থেকে জানত না তাদের এই রকম সিউডো-গলাধাক্কা দেওয়া হবে।
  • anaamik | 59.164.100.110 | ১০ এপ্রিল ২০০৯ ০০:২০403358
  • আমার অভিজ্ঞতা দ-য়ের কাছাকাছি - কাউকে 'বাপু হে, তুমি অমুকদিন থেকে আর এসো না' বলার চেয়ে 'এক্ষুণি সব নিয়ে ফোটো' বলা-টা এখানে বেশী প্রচলিত তার দুটো কারণ খুব অব্‌ভিয়াস -
    ১। আমাদের দেশের অধিকাংশ মিড্‌ল ম্যানেজারের রিডান্ডেন্সী প্রসেস হ্যান্ড্‌ল করার ট্রেনিং নেওয়া থাকে না, ফলে অপ্রীতিকর কাজটা যত সংক্ষেপে সেরে ফেলা যায়, ততই তাঁরা কম অস্বস্তি ভোগ করেন। (এবং অনেক সময়েই নিজের মনকে প্রবোধ দিতে এঁরা শেষ কয়েক দিনে যাঁদের কাটিয়ে দেওয়া হবে, তাঁদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে একটা বিশাল ঝামেলা পাকিয়ে তোলেন অথবা অন্য এক্স্‌ট্রীমে গিয়ে সংযোগ রাখা একেবারে বন্ধ করে দেন।)

    ২। soon-to-be-redundant কর্মী-টি যাতে প্রতিশোধ স্পৃহায় ফিজিক্যাল সিক্যিওরিটি-র কোন অংশে অবাঞ্ছিত কোন কিছু করতে না পারেন।

    ও হ্যাঁ,for cause ছাঁটাই না হলে একটু বড় / ভদ্রসভ্য কম্পানী সাধারণত: পাওনা-গন্ডা নিয়ে এইসব কেসে দেরী কম করে। অবশ্য সেই কর্মীটি যদি এর মধ্যে মামলা করেন, সিইওকে গাল দিয়ে ইমেল করেন, বা গুপ্ত তথ্য বেচে দেন, তাহলে গল্প অন্য রকম হবে।
  • Somnath | 117.194.195.226 | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৫৭403360
  • bb রোকেয়া কে যে কথাগুলান কইলেন,

    - চেনা কেউ কি আছে যাকে এইভাবে তাড়ানো হয়েছে?
    - বাজারে এইরকম গুজব চলে
    - আমি দায়িত্ব নিয়ে বলছি বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সত্যি নয়
    - তিন মাসের মাইনে দেওয়া হয়েছে
    - আগে থেকে বলা হয়েছে তাদের জনে জনে
    - সবই পারফরমেন্সের ভিত্তিতে

    এই সব গুলো ভুল। এমনকি লাস্টেরটার ক্ষেত্রে, কোনো প্রজেক্ট হোল্ড/মিস হয়ে গেল বলে, সেটার অ্যান্টিসিপেশনে নেওয়া লোক, বা ওতে কাজ করছিল এমন লোককে তাড়ানো হল এটাও নিজের কোম্পানীতে দেখা।

    মাইনে তিন মাসের দেওয়া হবে না এক মাসের সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী।

    তাই বলেছিলাম বিবি জানেন না। ""somnath, আমি "জানিনা'টা আপনি কিভাবে জানলেন'' - এই প্রশ্নের উত্তরে।
  • rokeyaa | 203.110.246.230 | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৪403361
  • আমার বর্তমান যে রূমমেট, সে এখানে ভর্তি হবার দুদিন আগে অবধি ইনফি ভূব-এ ছিলো। আমি যখন আগেরদিন ঐগুলো টাইপাচ্ছিলাম, তখন সে স্কাইপে-তে তার যে রুমির সাথে কথা বলছিল। বেসিক্যালি ভোলাচ্ছিলো, বাচ্চাদের যেরকম করে ভোলায়, সেরকম। সেই ছেলেটির ইনফি-র সম্পর্কে একটা হ্যালু ছিলো, তাই ঐভাবে গলাধাক্কা খেয়ে প্রচন্ড কাঁদছিলো। সে আর তার তিন বন্ধু, যাদের কে আমার রুমমেট চেনে। বাকিদের্‌র কথা জানি না। এদের মধ্যে কমপক্ষে দুজনের লাস্ট অ্যাপ্রাইজালে বি (বা ২) ছিলো।গত তিনমাস বেনে্‌ঞ্‌চ রেখেছিলো, কিন্তু সেটা তো পারফর্ম্যান্সের ভিত্তিতে ঠিক হয় না বলেই জানতাম। আর ছেলেটি এত কাঁদছিলো, যে টাকার কথা জিগ্যেস করা সম্ভব ছিলো না। এটুকুই।
    আর হ্যাঁ, ঐ ছেল্টির শেষ প্রোজেক্টের পি এম বেস্ট পি এম হয়েছে।
  • anaamik | 59.164.100.123 | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩৯403362
  • আর্য্য-দার ২৪শে মার্চ-এর পোস্ট নিয়ে কিচিরমিচির-টা বাকী থেকে গিয়েছিল -

    ১। আমি তোমার উদাহরণ-টা পুরোপুরি বুঝি নি, ডিফল্টের বিভিন্ন সিনারিওতে ঐ তিনটে এন্টিটির পে-অফ বল।

    ২। আমি আগেও বলেছি কম্‌প্লেক্স ডেরিভেটিভ-এর মোট সিস্টেমিক রিস্ক আদৌ মাপা যায় কিনা সে বিষয়ে আমার ঘোর সন্দেহ আছে। ঐ ৬৩ ট্রিলিয়ন সংখ্যাটা কোত্থেকে এল? ওটা কি তোমার উদাহরণের ২০৫০ (১০০০ + ১০৫০)-এর সিস্টেম-লেভেল যোগফল, নাকি সমস্ত ১০০০-গুলোর যোগফল, নাকী নেট ক্ষতি হওয়া ৫০ গুলোর ?

    CFMA এবং ডিরেগুলারাইজেসন নিয়ে তোমার (কিছুটা রেটোরিক্যাল) প্রশ্নটা বুঝেছি, পড়াশুনো করে যদি কিছু বলার মত খুঁজে পাই, তাহলে বলে যাবো 'খন।
  • arjo | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪৫403363
  • অনামিক তো আচ্ছা ছেলে। সেই কবে ২৪ শে মার্চের লেখা এখন তুলে এনেছে। আরে বাবা আবার যখন এনপিআরে বলবে তখন আমি বলে দেব। :))))
  • sayan | 115.108.25.26 | ১১ এপ্রিল ২০০৯ ০১:০০403364
  • এই সুটোতা যট পড়বো না ভাবি ততই খুলে ড্যাবড্যাব করে দেখি। ওরে তোরা এবার ভালো কিছু বল :(((
  • arjo | 168.26.215.13 | ১১ এপ্রিল ২০০৯ ০১:০২403365
  • সায়নদা জানে না ভালো খবর বিকোয় না। ;)।

    তাও যখন ভালো খবরের জন্য এত আকুতি, ওটা আউটসোর্স করা আছে। http://www.goodnewsnetwork.org/
  • sayan | 115.108.25.26 | ১১ এপ্রিল ২০০৯ ০১:১৪403366
  • হুঁ এটা দেখেছি আগে। কেমন সিন্থেটিক। তবে ক্রাইসিস চলুক। আর ধীরে আসুক সুদিন। শুভ্রাত্রি।
  • dri | 117.194.224.196 | ১১ এপ্রিল ২০০৯ ০১:২৩403367
  • তবে কি মন্দা কেটে গেল? ভুবন কি ভরে গেল গানে গানে?

    মার্চে পঁয়ত্রিশটি কোম্পানী ডিফল্ট করেছে। গ্রেট ডিপ্রেশানের পর এক মাসে এটাই হাইয়েস্ট। http://tinyurl.com/d36vqa

    আয়ারল্যান্ডের জেল ভরিয়ে দিল লোন ডিফল্টাররা। http://tinyurl.com/dnm5ec

    ফেব্রুয়ারীতে আমেরিকান কনজিউমারদের ক্রেডিট কমল সাড়ে সাত বিলিয়ান। http://online.wsj.com/article/SB123913125063097913.html

    জি এমের ৬৭০ হাজার এমপ্লয়ীর মোট ষোল বিলিয়ান কাটা হবে হবে করছে পেনসান প্ল্যান থেকে। কিন্তুম ওবামা যেই সি ই ও কে ফায়ার করলেন তিনি তাঁর ভাগের পেনসানের টাকা (কুড়ি দশমিক দু মিলিয়ান ওনলি) ঠিকই পাবেন। http://tinyurl.com/cndufc

    লন্ডনে অফিস স্পেস ভ্যাকেন্সি বেড়ে দাঁড়িয়েছে দশ মিলিয়ান স্কোয়্যার ফুটে। http://tinyurl.com/d3kkpo

    আয়ারল্যান্ডে ব্যাঙ্কারদের প্রসিকিউশানের দাবী উঠল। http://tinyurl.com/d96llj

    পাউন্ডের ভ্যালু ফল করায় বৃটেনে খাবার এবং অন্যান্য জিনিষের দাম বাড়ল। http://tinyurl.com/cmdblq

    বৃটিশ টেলিকম ক¾ট্রাক্টরদের মাইনে কমালো ৩০%। http://tinyurl.com/cywp2h

    ওকলাহামা, টেক্সাসে আগুন, আর্কানসাসে টর্নেডো।

    চীনের এক্সপোর্ট কমল পরপর পাঁচ মাস।

    সারা পৃথিবীর ৪৫% অ্যাসেট উবে গেছে এখনো অব্দি।

    জার্মান অটোমেকার কারমান ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল।

    বৃটিশ অটোমেকার বেলাউট চাইল।
  • arjo | 24.42.203.194 | ১১ এপ্রিল ২০০৯ ০৩:৫৭403368
  • এইটা দ্রি হেবি দিয়েছেন ওকলাহামা, টেক্সাসে আগুন, আর্কানসাসে টর্নেডো। :)))))
  • dipu | 121.243.161.234 | ১১ এপ্রিল ২০০৯ ০৬:৪৬403369
  • ভালো খবচ্চাই?

    http://tinyurl.com/d2kf8v

    জয় ওবামা :)
  • arjo | 24.42.203.194 | ১১ এপ্রিল ২০০৯ ০৭:২১403371
  • এইমাত্র খবরে প্রকাশ কলম্বাস চত্বরে তিনটে টর্ণেডো দেখা গেছে। আমাদের বলা হয়েছে ক্লোজেটের মধ্যে ঢুকে পড়তে। চললুম। টর্ণেডোয় শহিদ হলে এই শেষ পোস্ট। ভাবলাম ফেভারিট টইটাতেই করি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন