এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.229.203 | ২৯ জুন ২০০৯ ১০:১৯403507
  • আরো পাঁচটি ব্যাঙ্ক ফেল করল। জর্জিয়ার দুটো ব্যাঙ্ক, কমিউনিটি ব্যাঙ্ক অফ ওয়েস্ট জর্জিয়া এবং নেবারহুড কমিউনিটি ব্যাঙ্ক, ক্যালিফোর্নিয়ার দুটো ব্যাঙ্ক, মিরে ব্যাঙ্ক এবং মেট্রো প্যাসিফিক ব্যাঙ্ক, এবং মিনেসোটার হরাইজন ব্যাঙ্ক।

    ক্যালিফোর্নিয়া আরেক দফা বাজেট শর্টফলের মুখোমুখি। সিভিয়ার শর্টফল। দুটো অপশান। এক, অনেক সরকারী কর্মী ছাঁটাই। দুই, ছাঁটাই নয়, কিন্তু সরকারী কর্মীদের নেক্সট মাস থেকে পেমেন্ট বন্ধ অন্তত কিছুদিনের জন্য, বকেয়া টাকা পরে পাবে (যদি ইকনমি ঘুরে দাঁড়ায়)। এর মধ্যে গভর্নর ছাঁটাই প্রেফার করছেন। আলাপ, আলোচনা, এবং নানারকম ন্যাকামো চলছে।
  • dri | 117.194.234.3 | ০২ জুলাই ২০০৯ ২১:১০403508
  • জুনে জব লস ৪৬৭০০০। আনএমপ্লয়মেন্ট (অর্থাৎ ইউ থ্রি নাম্বার) ৯.৫%। http://www.marketwatch.com/story/jobs-are-lost-at-a-faster-pace-in-june। রিয়েল আনএমপ্লয়মেন্ট, ইউ সিক্স নাম্বার ২০ র ওপর।

    ক্যালিফোর্নিয়ায় সোয়ার্জনেগার ফিস্কাল ইমার্জেন্সি ঘোষনা করল, http://news.bbc.co.uk/2/hi/americas/8129840.stm। আপাতত স্টেট এমপ্লয়ীরা মাসে তিনদিন মাইনে পাবে না। সম্ভবত মোর অস্টারিটিজ টু কাম। এছাড়া স্টেট পার্কগুলো বন্ধ রাখা হবে। ফেডারাল গর্মেন্ট আবার হুমকি দিয়েছে ওসব বন্ধ রাখলে ওগুলো ফেডারাল গর্মেন্ট ক্রোক করে নেবে।
  • d | 117.195.38.219 | ০২ জুলাই ২০০৯ ২২:১৮403510
  • ভারতে বেশ কিছু জায়গায় খরা পরিস্থিতি বলছে তো।

    ভারতে মুদ্রাস্ফীতি নেই, ওদিকে জিনিষপত্রের দাম বড়ছে তো বাড়ছেই। মুসুরডাল এখনও ৬০ টাকা কেজি। হলদে মুগডাল এখনও ৫২ টাকা, সবুজ মুগ বোধহয় একটু কম।
  • Arpan | 122.252.231.12 | ০২ জুলাই ২০০৯ ২২:২৩403511
  • সামান্য কিছু সব্জি কিনলে একশো টাকার একটি পাত্তি খসে। মিনিমাম।
  • sayan | 115.108.25.26 | ০৩ জুলাই ২০০৯ ০০:১৬403512
  • এটাকে ডিসইনফ্লেশন না ডিফ্লেশন - কোন্টা বলে?
    এতে এসেনশিয়াল কমোডিটির দাম বাড়ে বই কমে না।
  • dri | 117.194.224.138 | ০৩ জুলাই ২০০৯ ০৮:১৭403513
  • একদিনে সাতটা ব্যাঙ্ক ফেল করল। তার মধ্যে ইলিনয়ের ছ'টা! জন ওয়ার্নার ব্যাঙ্ক, ফার্স্ট স্টেট ব্যাঙ্ক অফ উইনচেস্টার, রক রিভার ব্যাঙ্ক, এলিজাবেথ স্টেট ব্যাঙ্ক, ফার্স্ট ন্যাশানাল ব্যাঙ্ক অফ ড্যানভিল এবং ফাউন্ডার্স ব্যাঙ্ক। টেক্সাসের একটি। মিলেনিয়াম স্টেট ব্যাঙ্ক অফ টেক্সাস।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৯ ১০:০৬403516
  • জিনিসের দাম আরো বাড়বে। তেলের দাম বাড়লো, রান্নার গ্যাস এবার থেকে পরিবারপিছু ৬ থেকে ৮-টা ভত্তুকিসহ - বাকি খোলা বাজারে, রেল-কয়লা ইত্যাদি থেকে সরকার হাত তোলা শুরু করবে - কত্ত কি বলেছে। কাছাখোলা মার্কেটের নিয়মে সবাই বলবে কম্পিটিশন এলে কনজিউমারের সুবিধা - দাম বাড়বে না। অথচ প্র্যাক্টিক্যালি টেবিলের নীচে হাত মিলিয়ে দাম বাড়ানো হয় - উদাহরণ বিলেতের ইউটিলিটিজ, ট্রেনভাড়া...

    ওখেনে সুবিধা একটাই দেখেছি - কনজিউমার ইচ্ছে করলে প্রোভাইডার বদলাতে পারে খুব সহজে - কিন্তু সেও বেসিক্যালি ফ্রম দ্য ফ্রায়িং প্যান টু দ্য ফ্রীজার।
  • Arpan | 216.52.215.232 | ০৩ জুলাই ২০০৯ ১১:২০403517
  • ক্যালিফোর্নিয়ার স্টেটের ক্রাইসিস। প্রচুর সংস্থা তাদের পেমেন্ট স্কিডিউল ইত্যাদি বদলাচ্ছে আর আমাদের দোকানে সেই কাজের বরাত আসছে।

    কারুর সর্বনাশ তো কারুর পোস মাস।
  • dri | 117.194.226.4 | ০৫ জুলাই ২০০৯ ০৭:৫৬403518
  • বৃটিশ টেলিকম একটা ইন্টারেস্টিং অফার দিয়েছে কর্মীদের। কোয়ার্টার মাইনেয় এক বছরের ছুটি কাটাও। কত জন এই অফার নেয় দেখা যাক। বিটি অলরেডি ১৫০০০ কর্মী ছাঁটিয়েছে। আরো ১৫০০০ ছাঁটানো পাইপলাইনে আছে। http://www.marketwatch.com/story/bt-offers-a-year-off-for-salary-cut

    বৃটিশ এয়ারওয়েজে ৮০০ কর্মী একমাস বিনা মাইনেয় কাজ করতে রাজী হয়েছে। মোট ৬৯৪০ জন স্টাফ কোন না কোন রকম কাট নিয়েছেন। মাইনেয় বা পেড লিভে।

    নর্দার্ন রক, যাকে ন্যাশানালাইজ করা হয়েছিল, তার লস আরো বাড়ল, http://www.telegraph.co.uk/finance/financetopics/financialcrisis/5713338/Northern-Rock-losses-grow-by-more-than-500m.html

    ক্যালিফোর্নিয়া যাদের থেকে টাকা ধার করেছিল তাদের আইওইউ (অর্থাৎ টাকা না দিয়ে 'বেঁচে থাকলে পরে টাকা দেওয়ার অঙ্গীকার') দেবে। http://online.wsj.com/article/SB124648274812182537.html?mod=mktw। তবে অর্পণের পৌষমাসে অর্বনাশের গল্পটা খুবই দিলচস্ত। একটা ফলিং ইকনমির ঘাড় ভেঙ্গে ক'দিন কাঁঠাল খাওয়া যায় সেটাই দেখার।
  • dri | 117.194.228.89 | ০৭ জুলাই ২০০৯ ২১:০১403520
  • এই মাসে ক্যালিফোর্নিয়া ৩.৩ বিলিয়ান আই ও ইউ ইস্যু করল।
  • d | 117.195.39.249 | ০৭ জুলাই ২০০৯ ২১:১৩403521
  • এদিকে পুণেতে হঠাৎ করে শেভ্রোলে প্রচন্ড বেড়ে গেছে। বোধহয় গত ৩ মাসে যত লোক গাড়ী কিনেছে, তার ৮০ ভাগ লোক শেভ্রোলে কিনেছে। কেন, কি বৃত্তান্ত কিছুই জানিনা।
  • dri | 117.194.228.89 | ০৭ জুলাই ২০০৯ ২১:৩৭403522
  • বৃত্তান্তটা খুব সিম্প্‌ল। শেভ্রোলে, জি এম এইসব কোম্পানীগুলো এই রিসেশানের সুযোগ নিয়ে আমেরিকা থেকে পালিয়ে এল। এতে কি হল, আমেরিকায় অনেক মাইনে দিয়ে যে লোকগুলোকে পুষতে হত, সেটা আর হল না। ঐ একই কাজ এখন তারা থার্ড ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অনেক সস্তায় করিয়ে নিতে পারবে। তবে এই কান্ডটা করায় একটা সাইড এফেক্ট হল এই মুহুর্তে আমেরিকানদের পার্চেজিং পাওয়ার কমে গেল। তাই তারা আর গাড়ী কিনতে পারল না। তাই অ্যাগ্রেসিভলি থার্ড ওয়ার্ল্ডে গাড়ী বেচা শুরু করল। এখন চীনেও খুব গাড়ী বিক্রি হচ্ছে। জি এম।

    এই ম্যানুভারটা জন্য একটা রিসেশান খুব জরুরী ছিল। এমনি সময় এই চালাকিটা করা পলিটিকালি পসিব্‌ল হত না।
  • arjo | 168.26.215.13 | ০৭ জুলাই ২০০৯ ২২:১১403523
  • দ, এই স্ট্যাটিসটিক্সটা কি অনলাইনে পাওয়া যাচ্ছে?
  • d | 117.195.44.80 | ০৭ জুলাই ২০০৯ ২২:২০403524
  • এটা স্ট্যাট নয়। আমি চোখের আন্দাজে বললাম। হঠাৎ এত বেশী বেড়েছে যে খুব বেশী চোখে পড়ছে।
  • Arpan | 122.252.231.12 | ০৭ জুলাই ২০০৯ ২২:২৩403525
  • শেভ্রোলের বিক্রি বেড়ে যাবার গল্পটা আর কিছুই না। গাড়ি কিনলে প্রথম তিন বছর সার্ভিস, মেন্টেনেন্স ইত্যাদির খরচা কোম্পানির। শুধু তেলের পয়সা ক্রেতার পকেট থেকে যাবে এইরকমই দাবি করে প্রচুর অ্যাগ্রেসিভ অ্যাড দিচ্ছে। তাছাড়া শুরুতে স্পার্ক মডেলটায় ৬০ হাজার টাকা ছাড় দিচ্ছিল। এখনো সেই স্কিমটা আছে কিনা জানি না।
  • sayan | 160.83.96.82 | ০৮ জুলাই ২০০৯ ১১:৪০403527
  • এখানে একটা ছোট্ট স্ট্যাট আছে। কিছু স্পেসিফিক ব্র্যান্ডের সিলেক্টেড মডেলের গাড়ির দাম কমা নিয়ে। ব্যাঙ্গালোরেও ট্যাভেরা প্রচুর বেড়েছে ইদানিং। নতুন সুমো/কোয়ালিস বলতে গেলে নেই।

    http://business.rediff.com/report/2009/jul/08/auto-durable-firms-cut-prices.htm
  • dri | 117.194.230.118 | ১০ জুলাই ২০০৯ ২১:২৫403528
  • বৃত্তান্তটা একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। জি এম ব্যাঙ্ক্রাপ্সি থেকে বেরিয়ে এল! দু মাস কাটতে না কাটতেই। এবং দু:খের সঙ্গে জানিয়েছে এর জন্য আরো ৪০০০ কর্মী কমাতে হবে।

    আমি অনেক ভেবে দেখলাম কোম্পানীর টপ লোকজনের জন্য ব্যাঙ্ক্রাপ্সি বেশ ভালো ডীল। কোম্পানী ব্যাঙ্ক্রাপ্ট হওয়ার ঠিক আগে হাই পোস্টের লোকজনকে অনেক অনেক বোনাস দিয়ে দাও। অর্থাৎ কোম্পানীর টাকা চলে গেল ইন্ডিভিজুয়ালের ঘরে। এইবার কোম্পানীর আর টাকা নেই। ব্যাঙ্ক্রাপ্সি ডিক্লেয়ার করে দাও। লার্জ স্কেলে কর্মী ছাঁটিয়ে দাও। যারা পড়ে থাকবে তাদের সব বেনিফিট্‌স কেড়ে নাও। খবরকাগজে, টিভিতে খুব কান্নাকাটি কর। গম্মেন্ট তথা ট্যাক্স পেয়ারের ঘাড় ভেঙে যা পারা জায় আদায় কর। আরো বোনাস দাও। তারপর ব্যাঙ্ক্রাপ্সি থেকে বেরিয়ে এস। পুরো ইউনিট সস্তা দেশে নিয়ে চলে যাও।

    কিছুদিন আগেই একটা রিপোর্ট দেখছিলাম, চীনে গাড়ী বিক্রির ভলিউম এখন আমেরিকার চেয়ে বেশী।
  • d | 117.195.41.108 | ১০ জুলাই ২০০৯ ২১:৩৯403529
  • হুম!
    সম্প্রতি একটা প্রবন্ধ পড়লাম যে বেলাউটের টাকায় বোনাস দেওয়া কেন জায়েজ, তাই নিয়ে।
  • dri | 117.194.227.164 | ১০ জুলাই ২০০৯ ২১:৫৫403530
  • অন্য একটি থ্রেডের উপপাদ্য থেকে আমরা জানি যে সরকারই যত নষ্টের গোড়া। আর বেসরকারী প্রতিষ্ঠান হল শেয়ারহোল্ডারের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ হোলি জার্সিকাউ।

    অথচ, এ আই জি, যারা তাদের শেয়ারহোল্ডারদের সর্বস্ব ধ্বসিয়ে আজ ব্যাঙ্ক্রাপ্ট, ট্যাক্সপেয়ারের কয়েকশ' বিলিয়ান গেঁড়িয়েও যাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, তারাও আজ তাদের টপ এক্সিকিউটিভদের মিলিয়ান মিলিয়ান বোনাস দেবে স্থির করেছে! http://www.reuters.com/article/rbssFinancialServicesAndRealEstateNews/idUSN0935393920090710। এই বোনাস কি পার্ফরমেন্সের জন্য? যে কোম্পানীর ফেলিওর একটা ন্যাশানাল এম্ব্যারেসমেন্ট, সে কোম্পানীর টপ এক্সিকিউটিভের পার্ফরমেন্সের জন্য মিলিয়ান ডলার বোনাস?

    এটাকে কি কোরাপ্‌শান বলা যায়? কষ্টেসৃষ্টে?
  • arjo | 168.26.215.13 | ১১ জুলাই ২০০৯ ০১:৩৬403531
  • এর একটা কেতাবী ব্যাখ্যা আছে। কোম্পানীর খারাপ অবস্থা থেকে টেনে তুলতে বাঘা বাঘা লোক চাই। বাঘা বাঘা লোকেদের আবার ভালো বোনাস না দিলে রাখা যায় না, তারা নাকি ছেড়ে দেবে (ছেড়ে কোথায় যাবে সেটা জানা নেই)। গ্রাফ ট্রাফ এঁকেও বুঝিয়ে দেয় কি হবে। মোদ্দা কথা জোর যার মুলুক তার। আগের বার ওবামা স্যালারি সিলিংয়ের কথা বলেছিল। এই বাজারেও লোকজন বলেছে ফোট। ওবামা কদিন বাদে কথা ফিরিয়ে নিয়েছে। পুঁজি আর খানিকটা মনে হয় কম্পিটিটিভ অ্যাডভানটেজ। লোকের টাকায় বোনাসটা হেবি ইরিটেটিং। শোনা গেছে আগের বার নাকি এআইজির অনেকেই বোনাস ফিরিয়ে দিয়েছে।
  • shyamal | 67.60.248.108 | ১১ জুলাই ২০০৯ ০৮:০৯403532
  • দ্রিবাবুকে একটা ছোট কারেকশন। ৭ই জুলাই উনি লিখেছেন শেভ্রোলে, জিএম এরা রিসেশনের সুযোগ নিয়ে আমেরিকা থেকে পালাল।
    বর্তমানে আমেরিকায় মাত্র দুটি গাড়ির কোম্পানি। জেনারাল মোটরস আর ফোর্ড। দুটিই বহু প্রাচীন কোম্পানি। এদের বহু ডিভিশন আছে। যেমন জিএমের হল শেভ্রোলে, পন্টিয়্যাক, ক্যাডিলাক, বিউইক , স্যাটার্ন ইত্যাদি। ফোর্ডের হল ফোর্ড, লিঙ্কন আর মার্কারি। এছাড়া এরা অনেক বিদেশী কোম্পানিকেও কিনেছে। যেমন জিএমের মালিকানায় চলে জার্মানীর ওপেল আর সুইডেনের সাব। ফোর্ড কিনেছে সুইডেনের ভোলভো।
    আমেরিকার তৃতীয় কোম্পানী ক্রাইসলারের ( ক্রাইসলার, ডজ, জীপ) হাল অনেকদিন ধরেই খারাপ। চতুর্থ কোম্পানী ছিল আমেরিকান মোটরস। ক্রাইসলার তাদের কেনে আশির দশকে। তারপরে তাদের নিজেদের অবস্থা এত খারাপ হয় যে শেষে জার্মানির মার্সেডিজ-বেন্‌ৎস এদের কিনে নেয়। মার্সেডিজ কিছুদিন রেখে বুঝল ক্রাইসলার একটি অপদার্থ কোম্পানি। এখন বোধ হয় ইটালির ফিয়াট ক্রাইসলারকে কিনবে বা কিনেছে।
  • shyamal | 67.60.248.108 | ১১ জুলাই ২০০৯ ০৯:০৪403533
  • দ্রি জিএমের চীন ও ভারতে গাড়ী বিক্রি বাড়ানো আর আমেরিকায় কমানোতে চালাকি দেখতে পাচ্ছেন। অনেকেই এই দেখে বলছেন, গেল রে, পুঁজিবাদ গোল্লায় গেল।

    আপনাদের প্রেমিসটা হল, সাদা চামড়া সাহেবরা দেশি বা চিনেদের চেয়ে ভাল তো থাকবেই কারণ এটা তাদের জন্মগত অধিকার। এটা আমেরিকা, ইউরোপে মানুষ বিশ্বাস করতে পারে কারণ বিশ্বাস করা ছাড়া তাদের গতি নেই। কিন্তু অন্যেরা কেন?

    সাদা চামড়ার উন্নতির কাল মাত্র দুতিনশো বছর। তার আগে তেমন তফাৎ ছিলনা। সেটাই আবার ফিরে আসছে।

    দেখুন, আমাদের তারাপদ নাপিত সাইকেল চালিয়ে এসে সকালে দোকান খুলে গনেশের মুর্তিটা প্রণাম করে কাজ শুরু করে। মাথাপিছু ( নো পান ইনটেন্ডেড) পায় হয়তো পঁচিশ টাকা। কাজেই কোনক্রমে সংসার চালাতে হয়। কোনদিন তেলাপিয়া তো কোনদিন ডিম।

    আর জেনিফার সকালে এসি টয়োটা করোলা চালিয়ে সুপারকাটসে আসে। দোকান এসি। চুল কাটা শুরু করে। মাথাপিছু দাম ১৪ ডলার। সেটা অবশ্য কোম্পানি পায়। কিন্তু খদ্দের যে এক ডলার টিপ দেয় সেটা পুরো জেনির।

    কাজেই জেনি মিনিমাম ওয়েজ বা তার কাছাকাছি হলেও করোলা কিনতে পারে, এল সি ডি টিভি কেনে। যদিও ক্রেডিট কার্ডগুলো ধারে ভরা।

    এখন স্কিল বা যোগ্যতা ধরলে জেনিফার আর তারাপদর মধ্যে কোন তফাৎ নেই। কিন্তু জন্মসুত্রে একজন অনেক ভাল আছে। এর থেকে অনেকেই ধরে নিচ্ছেন যে জেনিফারের আর তার বালবাচ্চা সবার এরকম ভাল থাকাটা চলতেই থাকবে। আর তারাপদরও কায়ক্লেশে সংসার চালানোটা চলতে থাকবে।

    এইটা হল মস্ত বড় ভুল। বিশ্বায়নের ফলে জেনিফারের ছেলে আর হয়তো করোলা চালাতে পারবেনা। তার আয়ে হয়তো টাটা ন্যানো কিনতে হবে। (ততদিনে ন্যানো আমেরিকায় বিক্রি হবে )। অপরদিকে তারাপদর আয় যেভাবে বাড়ছে সে হয়তো দশ বছর পরে সাইকেল ছেড়ে মোটরবাইক চালাবে। তার ছেলে হয়তো শিক্ষাদীক্ষা পেয়ে ভাল চাকরি পেয়ে কিনবে টয়োটা ক্যামরি।
    মনে রাখবেন, চিরদিন সবাই সমান নাহি যায়।

  • dri | 117.194.228.46 | ১১ জুলাই ২০০৯ ০৯:৫৬403534
  • আর্য্য, না না কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা এখন শুনব কেন? এ আই জি যখন ফেল করেছিল তখন তো ফ্রি মার্কেট লিঙ্গো শুনতে পাইনি। ফ্রি মার্কেট আমাদের বলে যে ফেল করেছে সে অপদার্থ। তাকে ডুবতে দাও। যারা বেশী কম্পিটেন্ট তারা এসে অপদার্থের অ্যাসেট কিনে নেবে, এবং নতুন ভাবে শুরু করবে। সেটা হয়নি। অপদার্থদের ট্যাক্স পেয়ারের পয়সায় বাঁচানো হয়েছে। তারপর এখন সেই অপদার্থরাই হয়ে গেল বাঘা বাঘা?

    থ্যাঙ্কিউ শ্যামলবাবু, ক্রাইসলার। আমি ক্রাইসলার বলতে গিয়ে শেভ্রোলে বলে ফেলেছি। ভুল। কিন্তু এখন আপনার মুখে একি সাম্যের গান শুনছি! চিরদিন সমান নাহি যায়। কেন এ কথা তো আপনিই বলেন, যার এলেম বেশী সে বেশী পাবে। গাড়ী ডিজাইন করল, বানালো আমেরিকানরা। তো তারা বেশী পাবে না? তা এতই যদি সমান হয়ে যাবে সবাই তাহলে ভারতে সব স্ট্রাটার মানুষও সমান হোক।

    কথাটা হল ফ্রি মার্কেটে করে আমেরিকার ক্ষতি হয়েছে খুব বেশী। মার্কেটে বেরিয়ার থাকলে এটা হত না। এতে স্বার্থ রাখা হয়েছে ইন্টারন্যাশানালিস্টদের। আমেরিকার ন্যাশানাল স্বার্থ জলাঞ্জলি দিয়ে। এ কথাটা সবার, বিশেষ করে ভারতের মনে রাখা উচিত। আজ ভারতে কাজ আসছে তাই ভালো লাগছে। একদিন একই ভাবে ভারত থেকে কাজ বেরিয়ে চলে যেতে পারে। টাকা যেমন হুড়হুড় করে ঢুকতে পারে, তেমন হুড়হুড় করে বেরিয়েও যেতে পারে।
  • arjo | 24.42.203.194 | ১১ জুলাই ২০০৯ ১০:২৭403535
  • দ্রি আমি কি আমার মনের কথা কয়েছি। আমি তো শুধু কেতাবী ব্যাখ্যাটা বলেছি। আজই একটা প্রবন্ধ হাতে পেয়েছি (পড়া হয় নি) - এফিশিয়েন্ট মার্কেট হাইপথিসিস ইজ ইনএফিশিয়েন্ট।

    তবে লোকগুলোর কিছু তো আছে, নইলে এই মার্কেটে বোনাস দাবী করে ও পায়।

    আমার মনে হয় এআইজিকে ডুবতে দেওয়া উচিত ছিল। শাক দিয়ে মাছ ঢাকা যায় না।
  • shyamal | 67.60.248.108 | ১১ জুলাই ২০০৯ ১৩:২৬403538
  • দ্রিবাবু,

    সাম্যটা আসছে স্কিলের বিশ্বায়নের ফলে। কিন্তু স্বয়ং ভগবানও দেখুন কমিউনিজমে বিশ্বাসী নন তাই হাতের পাঁচটা আঙুল সমান সাইজের দেন নি। ( করোলারি: কমিউনিষ্টরাও ভগবানে বিশ্বাসী নন)। আমাদের হিন্দু ধর্মে বেশ সহজ যুক্তি আছে, কর্মফল।

    সাম্য হবে আবার হবেনা। একই স্কিলের মধ্যে দেশে দেশে আয়ের ফারাক প্রায় থাকবেই না। কিন্তু এটা ভাবা ভুল যে যেলোক বার্গার বা চিকেন রোল বানাবে, সে সাম্যের ফলে হার্ট বাইপাসের সার্জনের সমান আয় করবে। কাজেই সবদেশেই অনেক অর্থনৈতিক স্ট্রাটা থাকবে।

    কে গাড়ি ডিজাইন করল তাতে কিছু আসে যায়না। লাভ নির্ভর করে কটা গাড়ি কত মার্জিনে বিক্রি হল তার ওপর। যদি চীনে বিক্রি করতে হয়, মার্জিন হবে অতিশয় কম। কাজেই লোক কমাতে হবে।

    দেখুন আজ ২০০৯ এ আমি বলে দিচ্ছি, একটা শিল্পে চর্বি অত্যন্ত বেশী কারণ মনোপলি। সেটা হল প্যাসেঞ্জার প্লেন বানানোর শিল্প। দুটি মাত্র কোম্পানি : বোয়িং আর এয়ারবাস। ফলে আজ একটি ৭৪৭ এর দাম পড়ে প্রায় ৩০০ মিলিয়ন ডলার। (টপ অফ দা লাইন) । দেখুন গিয়ে এর বেশিরভাগ যায় কর্মচারিদের মাইনেতে।
    আজ থেকে ২০ বছর পরে রাশিয়া, চীন ও ভারত যখন বড় প্লেন বানাতে শিখবে তখন বোয়িংএর হাল হবে আজকের জিএমের মত। ৭৪৭ এর দাম হবে হয়তো ৫০ মিলিয়ন ডলার। চারিদিকে লোক ছাঁটাই ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন