এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 121.243.161.234 | ০১ জুন ২০০৯ ১৯:৩৬403439
  • দ্রি-য়ের দেওয়া জর্জিয়া যুদ্ধের লিংক তো মাস নয়েকের বাসী! এখন তো রাশিয়া - জর্জিয়া বর্ডার বেশ চুপচাপ, খুঁচিয়ে যুদ্ধ বাধানোর কোনো চেষ্টা তো চোখে পড়ছে না!!
  • dri | 117.194.227.9 | ০২ জুন ২০০৯ ০৯:২৬403440
  • বা:। এরপর থেকে কোন ডকুমেন্ট রিভিউ করাতে হলে আমি দিপুকে নেবো।

    ভুল লিংক দিয়ে দিয়েছি। তা বলে ভেবো না জর্জিয়ায় কোন প্রভোকেশান নেই। ২৫শে মে নেটো ট্রুপ জর্জিয়ায় যুদ্ধু যুদ্ধু খেলা শুরু করল, http://www.themilitant.com/2009/7320/732052.html। ২৯শে মে রাশিয়া তার উত্তরে নিজেদের বানানো একটা কোয়ালিশানের যুদ্ধ মহড়া শুরু করল, http://english.pravda.ru/russia/politics/29-05-2009/107648-russia_war-0। ৩১শে মে নেটো ওয়ার গেমস শেষ করল, http://www.abc.net.au/news/stories/2009/05/31/2585590.htm?section=world। বল তো দেখি রাশিয়ার গায়ে, জর্জিয়ায় নেটোর যুদ্ধ প্র্যাকটিশের কি দরকার পড়ল? এইসব করলে রিট্যালিয়েশান হবেই। এখন মস্কো সাউথ ওসেটিয়াকে একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সেখানে ভোট করাচ্ছে, যদিও পৃথিবীর অন্যান্য দেশ সেটা মানে না, http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jxg_erAlhQ6puVANdctwFungq_LA। এছাড়াও কিছুদিন আগে জর্জিয়ায় একটা হাই প্রোফাইল খুন হয়েছে। লিংকটা এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না। খুব বেশী খুঁজতে ইচ্ছেও করছে না।
  • dri | 117.194.227.9 | ০২ জুন ২০০৯ ০৯:৩৪403441
  • দীপুকে তুমি বললাম। আমার হাঁটু আর দীপু নাকি একই ক্লাসে পড়ত। আমার হাঁটুর কাছ থেকেই শুনলাম।
  • dipu | 207.179.11.216 | ০২ জুন ২০০৯ ১৩:৪৬403442
  • দ্রি আমাকে স্বচ্ছন্দে তুই বলতে পারেন।

    তো কথা হচ্ছে, জর্জিয়া - নেটো সম্পর্ক অন্তত: পনেরো বছরের পুরনো। জর্জিয়া আর ইউক্রেন অনেকদিন ধরেই চেষ্টা করছে নেটোর সদস্যপদ পাওয়ার। ২০০৮ এ জর্জিয়ার সাতাত্তর শতাংশ লোক নেটোতে যোগদানের পক্ষে মত প্রকাশ করেছিল। আর যুদ্ধু-যুদ্ধু খেলা এই প্রথম নয়, এর আগেও অন্তত: দুবার (২০০১, ২০০২) জর্জিয়ায় নেটোর লোকজন এসে খেলা করেছে। তাই হঠাৎ করে কিছু হচ্ছে বলে মনে হয় না। এই নিন লিংক ....http://www.nato.int/issues/nato-georgia/index.html

    আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকেই সাউথ ওসেশিয়া মোটামুটি স্বাধীন। ১৯৯২ থেকে ২০০৪ পর্যন্ত জর্জিয়া আর সাউথ ওসেশিয়া কেউ কাউকে বিশেষ বিরক্ত করেনি। ২০০৪ এ পশ্চিমী মদতপুষ্ট জর্জিয়ার নতুন রাষ্ট্রপতি এসে ব্যাপারটা নিয়ে আবার গোলমাল বাধিয়েছিল। তাতে শ্যাম-কূল দুইই গেছে।
  • dipu | 121.243.161.234 | ০২ জুন ২০০৯ ১৮:১৬403443
  • *কুল
  • dri | 117.194.225.180 | ০৩ জুন ২০০৯ ১১:১৪403445
  • সেভাবে দেখতে গেলে কোন সমস্যাটা আজকের? নর্থ কোরিয়া সাউথ কোরিয়া সমস্যা কি আজকের? কোরিয়ান ওয়ার তো সেই ১৯৫০ সালের কথা। তারপর থেকেই সেই সমস্যা জিইয়ে রাখা হয়েছে। ইজরায়েলের সমস্যা কি আজকের? ইভেন ইন্ডিয়া পাকিস্তান সমস্যারও গোল্ডেন জুবিলি হয়ে গেছে। সেদিক দিয়ে দেখতে গেলে জর্জিয়ার সমস্যা নেহাতই শিশু।

    যেখানে ঐতিহাসিকভাবে কোন গোলমাল নেই সেখানে নতুন সমস্যা তৈরি করা সোজা নয়। যেটা করা হয় সেটা সমস্যার ম্যানেজমেন্ট। অধিকাংশ সময় সমস্যা পুরোপুরি সল্‌ভ না করে ধামাচাপা দিয়ে রাখা হয় পরে কখনো খুলে বার করার জন্য। তো আমি যেটা বলছিলাম সেটা হল, যখনই দেখা যাবে একটা জায়গায় সমস্যা খুঁচিয়ে তোলা হচ্ছে, বুঝতে হবে তার পেছনে কোন জিওপলিটিকাল মোটিভ আছে।

    রাশিয়ার বর্ডারে নেটোর মিলিটারি এক্সারসাইজ অবশ্যই প্রোভোকেশান। মনে আছে কিউবান মিসাইল ক্রাইসিস? আমেরিকার ঘাড়ের কাছে যখন রাশিয়া অস্ত্র রেখেছিল আমেরিকারও ভালো লাগে নি।

    আর জর্জিয়া আর ইউক্রেনের নেটোতে চান্স পাওয়া অনেক বড় জিওপলিটিকাল গেম। সেই নিয়ে এই থ্রেডে খুব ডিটেলে যাব না। পরে কখনো অন্য থ্রেডে লেখা যাবে। তুমি যে লিংক দিয়েছ সেটা নেটোর সাইট। সেখানে শাকাশভিলির সাথে নেটোর হর্তাকর্তাদের হ্যান্ডশেকের ছবি আছে, ভালোই। কিন্তু এই জিওপলিটিক্স নিয়ে কোন ইনসাইট দেওয়া নেই। ইন ফ্যাক্ট, ঐ আশা করাই উচিত নয়।

    শুধু একটা কথা মনে রেখো, দীর্ঘ দিন ধরে মিডিয়ার ক®¾ট্রাল নিলে পাবলিক ওপিনিয়ান অনেকটাই চেঞ্জ করা যায়। যেমন ধর, আমাদের ছোটবেলায় (আমি আমাদের জেনারেশানের কথা বলছি) ভারতের মেট্রোর মানুষদের অনেকেই প্রো-রাশিয়ান ছিল (মানে জিওপলিটিকাল সেন্সে, মানে ভারতের রাশিয়ার সাথে অ্যালাই করা উচিত, না আমেরিকা)। তখন মির পাবলিশারের একটা প্রপাগ্যান্ডা নেটওয়ার্ক ভারতে ছিল। কিন্তু এখন খেলা পুরো ঘুরে গেছে। ভারতের মেট্রোগুলোতে অন্তত এখন মানসিকতা খুবই প্রো-আমেরিকান। এর কারণ, আমেরিকার সাথে বাণিজ্য এবং মিডিয়া।

    আর একটা কথা, জর্জিয়ায় খুব সিস্টেম্যাটিক ভাবে যারা পয়সা ঢেলেছে, মিডিয়ায়, বিজনেসে, পলিটিকাল লিডারদের ইনফ্লুয়েন্স করতে, তাদের অন্যতম হলেন জর্জ সোরোস।

    সমস্যা তো বহুদিনের। সেটা ঠিকই আছে। কিন্তু এই মুহুর্তে সেটাকে খোঁচা দেওয়া হচ্ছে, না হচ্ছে না সেটা ইম্পর্ট্যান্ট।
  • ranjan roy | 122.168.70.95 | ০৪ জুন ২০০৯ ২৩:৫০403446
  • দ্রি কে অনুরোধ:
    আমার নিউ ইয়র্কবাসী বন্ধু ধ্রুবদত্তের ছেলে ইন্দ্রনীল এখন মেরিল লিঞ্চের ইকনমিস্ট। ওদেশে জন্মেছে , রিপাব্লিকান, মার্কেটের ভক্ত। আমাকে জানিয়েছে যে ও ফ্রীডম্যান ভক্ত, স্টিগলিজ ও ক্রুগম্যানকে শ্রদ্ধা করে কিন্তু---।
    ওর মে লি তে প্রকাশিত নবতম প্রবন্ধটি আমায় মেলিয়েছে, যার সার হল অনেক ইখারাপ খবর সঙ্কেÄও কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটারে রূপোলী রেখা---- অর্থাৎ রিসেশন নামক দৈত্যটির শেষদিন সমাসন্ন।
    আমি আজকের মানি মার্কেটের লিংগো বুঝিনে। কাজেই ওর বক্তব্য বুঝলেও যুক্তিপরম্পরা কিস্যু বুঝিনি।
    আপনি অনুমতি দিয়ে আইডি দিলে আপনাকে ঐ লেখাটা (বেশি বড় নয়) পাঠাতে চাই। যদি অপনর টীকা পড়ে ওর যুক্তি বুঝতে পারি।
  • shyamal | 67.60.248.108 | ০৫ জুন ২০০৯ ০৩:০৮403447
  • রঞ্জনদা ও অন্যরা,

    আমেরিকা (ইউরোপ ও জাপান সহ) কেন ঝাড় খাচ্ছে এ ব্যাপারে আমার একটা মত আছে। নিতান্তই আম আদমীর মত। জানতে হলে পড়ুন: http://america-world.blogspot.com/
  • dri | 117.194.226.17 | ০৫ জুন ২০০৯ ১০:১৫403449
  • রঞ্জনদা, আইডি ভাটিয়া৯তে দিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিন। দেখি পড়ে কোন মানে উদ্ধার করতে পারি কিনা। খুব বেশী ইকনমিক্স বা ফাইনান্সের জার্গন থাকলে আমি বুঝতে পারব না। কিন্তু যদি ব্যাপারটা বাংলা বা ইংরিজিতে বলা থাকে তাহলে হয়ত কিছুটা ধরতে পারব। সবচেয়ে বড় কথা, একজন মেরিল লিঞ্চের ইকনমিস্ট কি ভাবছেন সেই নিয়ে আগ্রহ রইল। আমার মনে হয় আরো অন্যদেরও পাঠানো উচিত। যেমন রঙ্গন, বা অন্যান্য যাদের ইকো বা ফাইনান্সের ফরমাল ট্রেনিং আছে। আমার তো অনামিকের কথা শুনে মনে হয়েছিল উনিও হয়ত ফাইনান্স কিছুটা বোঝেন টোঝেন। আরেকটা আইডিয়া হল ইন্দ্রনীলবাবু পারমিশান দিলে বক্তব্যটা এইখানে পোস্ট করে দেওয়া। তাহলে অনেক টীকাকার ফ্রিতে পাওয়া যেত।
  • dri | 117.194.226.17 | ০৫ জুন ২০০৯ ১১:০৩403450
  • জি এমের ব্যাঙ্ক্রাপ্সি নিয়ে যা হল সেটা একটা লার্জ স্কেল ডাকাতি। হামার পোর্শানটা চীনকে বেচে দেওয়া হল। ওপেলকেও কিছুটা বেচে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। সেল থেকে যা প্রোসিড্‌স আসবে তার থেকে শোনা যাচ্ছে তিরিশ চল্লিশ বিলিয়ান ক্যাশ জে পি মরগ্যান আর গোল্ডম্যান স্যাকসকে দেওয়া হবে। অন্য অনেক বন্ডহোল্ডাররা কিছুই পাবে না। আর সবচেয়ে ঝাড় খেল অটো ওয়ার্কার্স ইউনিয়ান। তারা তাদের পেনসান বিসর্জন দিল, বদলে পেল জি এম এবং ক্রাইসলারের স্টক। যেগুলো অচিরেই ওয়ার্থলেস হয়ে যাবে। একটা ইউনিয়ানকে এভাবে হুডউইংক করা জাস্ট ভাবা যায় না। ওবামা মুখে নানারকম মিষ্টি কথা বলে গরীবদের ওপর নানান ভাবে ছুরি চালাচ্ছে।

    বার্কলেজ ব্যাঙ্কে ১৭০০০ এমপ্লয়ীর পেনশান কাট হল, http://www.telegraph.co.uk/finance/newsbysector/banksandfinance/5439017/Barclays-pensions-scrapped.html

    মরিসন্সেও তাই, http://www.thisislondon.co.uk/standard-business/article-23703573-details/Morrisons+axes+final+salary+scheme+despite+growth+spurt/article.do

    লাটভিয়ার ডেট ক্রাইসিস ক্রমশ ঘনীভূত হচ্ছে, http://www.telegraph.co.uk/finance/financetopics/financialcrisis/5438615/Latvian-debt-crisis-shakes-Eastern-Europe.html। সেই একই গল্প। ঋণ নিয়ে আই এমের কাছে সর্বস্ব বিকিয়ে দেওয়া।

    আম্রিকান হাউসহোল্ডের প্রতি ৬ টাকা ইনকামের এক টাকা আসছে ফেডারাল বা স্টেট ডোল, http://www.usatoday.com/news/washington/2009-06-03-benefits_N.htm

    ফস্ট কোয়ার্টারে ইউক্রেনে ইকনমি ২১% ডাউন, http://www.boston.com/business/articles/2009/06/04/ukraine_economy_down_21_percent_in_q1/

    ইউ কেতে নতুন গাড়ির বিক্রি ২৫% ডাউন মে মাসে, http://news.bbc.co.uk/2/hi/business/8082583.stm

    হুগো শাভেজ বললেন সি আই এ তাকে মারার প্লট করেছিল বলে তিনি এল সাল্‌ব্‌হাদরে যাওয়া ক্যান্সেল করলেন, http://www.telegraph.co.uk/news/worldnews/southamerica/venezuela/5437251/CIA-plot-to-kill-Hugo-Chavez.html

    এবং সাউথ ক্যালিফোর্নিয়ার মেল্টডাউনের কিছু অ্যানেকডোট,

  • lcm | 69.236.168.66 | ০৫ জুন ২০০৯ ১৩:১৯403451
  • দ্রি-র পোস্ট দেখে আজকাল এখন মনে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আনা নেগেটিভ নিউজ-এর কম্পাইলেশন। এরকম করলে তো তুমি এক চিরন্তন রিসেশনের লুপে ফেলে দেবে :)
  • anaamik | 59.164.104.23 | ০৬ জুন ২০০৯ ০০:৩৪403452
  • রঞ্জনদা,

    পাঠিয়ে দিন, দেখি কতটা বুঝতে পারি। :-|
  • ranjajn roy | 122.168.46.218 | ০৬ জুন ২০০৯ ১৯:৩৯403453
  • অনামিক ও দ্রিকে অনেক কষ্টে কপি-পেস্ট করে পাঠালাম।
    হায়! কেন যে মেট্রিক সিস্টেম আর কম্পু বয়সকালে ঠিকমত শিখি নাই।
    দ্যাখেন যদি ঠিকমত খোলে।
  • dri | 117.194.230.52 | ০৭ জুন ২০০৯ ২১:১৫403454
  • আচ্ছা। ইন্দ্রনীলবাবুর বক্তব্য আমি যা বুঝলাম :

    মার্চ এপ্রিল পর পর দুমাস বাড়ি বিক্রি বেড়েছে। রিপোর্টটা যখন লেখা হচ্ছে তখনও পর্য্যন্ত গুজব যে গাড়ি বিক্রিও নাকি সামান্য বেড়েছে।

    ইন্দ্রনীলবাবুর হিসেব মত আমরা এখন রিসেশানের ৬০% এ এসে পৌঁছেছি। (এ কথা তিনি কিসের ভিত্তিতে বললেন সেটা আমার কাছে খুব পরিস্কার নয়)। এবং ঐতিহাসিক ভাবে দেখা গেছে যে এই ৬০% মার্কে এসে স্টক মার্কেটের তলানি হয়।

    গত বছের ০% সেভিংসের তুলনায় এই এপ্রিলে সেভিংসের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৭%। লেখক মনে করছেন এই রেট ৮% তে গিয়ে ঠেকলে মানুষ আবার খরচ করা শুরু করবে। তার মানে সুদিন এই এল বলে।

    বাড়ির দামের তলানিতে পৌঁছতে গেলে বাড়ির ইনভেন্টরি কমতে হবে। এবং বাড়ির ইনভেন্টরি গত কয়েক মাসে কমেছে, যদিও এখনও তা বেশ হাই।

    মানুষের ইন্টারেস্ট পেমেন্ট কমতে হবে। হাউসহোল্ড ইন্টারেস্ট কাভারেজ রেশিও (এই ব্যাপারটা খুব পরিস্কার বুঝলাম না, মনে হল মানুষ তার ইনকামের কতটা মর্টগেজ হিসেবে দিচ্ছে তার একটা মেজার) ১৪% থেকে কমে ১০.৫% এ আসতে হবে। এটা নাকি একটু কমেছে, হয়েছে ১৩.৯%। কিন্তু তবু অনেক কমা বাকি।

    সাইক্লিকাল পাল্‌স ইন্ডেক্স কি? এটা হল দশটা বিভিন্ন ইকনমিক ইন্ডিকেটারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশান। এই ইন্ডেক্সের ওঠা পড়ার সাথে রিসেশানের শেষ হওয়ার এক আশ্চর্য্য অবিশ্বাস্য রিলেশান পাওয়া গেছে। আবার এও দেখা যাচ্ছে ঐ ইন্ডেক্স নাকি মার্চ মাসে বটম্‌ আউট করে গেছে। তবেই বুঝুন।

    টেন ইয়ার ট্রেজারী নোটের ইল্ড বাড়ছে।

    অন লাইন জবের বিজ্ঞাপন মে মাসে বাড়ল।

    রেস্টুরেন্টের ব্যাবসা খারাপ থেকে কম খারাপ হল।

    কিন্তু ক্রেডিট কন্ডিশান এখনও টাইট। লোন সহজে পাওয়া যাচ্ছে না।

    ইনফ্লেশানের একটা ভয় আছে।

    ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স একটু বেড়েছে, কিন্তু তার ওপর ভরসা করতে পারছেন না লেখক।

    এপ্রিলে কনজিউমার স্পেন্ডিং কমল। কিন্তু কম কমল! তাই আশা জেগে উঠল।

    পার্সোনাল ইনকাম এপ্রিলে একটু বাড়ল। কিন্তু কিভাবে? আনএমপ্লয়মেন্ট বেনিফিটের হাত ধরে। এতে খুশী হব না দু:খ পাবো বুঝতে না পেরে একটু খুশী হবার চেষ্টা করছি।

    স্টিমুলাস প্ল্যান দেওয়া হল, কিন্তু মানুষ খরচ না করে জমাতে শুরু করল। এরম করলে কি চলে?

    কনস্ট্রাকশানে স্পেন্ডিং বাড়ল একটু। আর মানুষ ঘরকন্নার জিনিষ বেশী কিনতে শুরু করল। দারুণ ব্যাপার।

    মেক্সিকান ইমিগ্র্যান্টরা প্রতি মাসে দেশের বাড়ি টাকা পাঠাত। সেই পাঠানো এখন তলানিতে গিয়ে ঠেকেছে।

    ইকনমি বটমে ঠেকার অনেক পর পর্য্যন্তও কিন্তু আনএমপ্লয়মেন্ট বাড়বে। অতয়েব সাধু সাবধান।

    অফিস বন্ধ করে ওয়ার্ক ফ্রম হোম করার প্রবণতা বাড়ছে।

    এই হল ইন্দ্রনীলবাবুর প্রবন্ধ পড়ে আমি যেটুকু বুঝলাম তার একটা সামারি। কিছুটা পার্ট অবশ্যই বুঝিনি। সেগুলো হয়ত অনামিক ক্লিয়ার করতে সাহায্য করবেন। ভালো হত যদি এইটা রঙ্গনের কাছেও পাঠানো যেত। রঞ্জনদা? এছাড়া আর আরো কোন সাহসী ভলান্টিয়ার কি আছেন যারা এই ডকুমেন্টটা দেখে টীকা লিখতে চান বা রিভিউ কমেন্ট দিতে চান? সত্বর ইমেল সহ রঞ্জনদার সাথে যোগাযোগ করুন।

    সব ডেটা প্রেজেন্ট করার পর সব মিলিয়ে কি হল সে ব্যাপারে কোন কনক্লুশান জাতীয় সেকশান ইন্দ্রনীলবাবু লেখেন নি। মানে মোট আমরা এক পা এগিয়ে দু'পা পেছোলাম, না দু পা এগিয়ে এক পা পেছোলাম। ইন্দ্রনীলবাবুর ওপিনিয়ান যেটুকু ফুটে বেরিয়েছে সেটুকু খুব সামান্যভাবে বেরিয়েছে ডেটা প্রেজেন্ট করার প্যারাগুলোতে, বাক্যগঠনের বিশেষ কিছু ঝোঁকে। খুব ওভার্টভাবে উদার্ত্তকন্ঠে তিনি কিছুই বলেন নি।
  • dri | 117.194.225.175 | ০৭ জুন ২০০৯ ২১:১৭403455
  • নাও দা ফ্লোর ইজ ওপেন ফর ডিসকাশান। মুক্তহস্তে দু'আনা করে দান করুন।
  • shyamal | 67.60.248.108 | ০৭ জুন ২০০৯ ২১:৩২403456
  • দ্রি,

    দুসপ্তাহ আগে দেখেছি ব্যাঙ্ক অফ আমেরিকায় বাড়ির মর্টগেজ রেট ৬% এর কম ( ৩০ বছরের ফিক্সড)।
  • arjo | 24.42.203.194 | ০৭ জুন ২০০৯ ২১:৩৯403457
  • কিছুদিন আগে ক্রেডিট সুইসের চিফ সিকিউরিটি অফিসারের একটা টক শুনতে গিয়েছিলাম (ফ্রিতে খাবার দিচ্ছিল)। খুব বেশি কিছু বুঝলাম না। দুটো জিনিষ বুঝলাম, এক, ওয়াল স্ট্রীটের এই লোকগুলো খুব টেনসনে থাকে, দুই রিসেশন প্রায় শেষ হল বলে। লোকটির কাছে ২ ঘন্টার টকের মাঝে গোটা দশেক ফোন এল। একজন জিগ্যেস করলে সকালে উঠে যদি খবরে দেখেন যে অমুক ইন্ডেক্সটা খুব ঝুলে গেছে কি করবেন? লোকটি বলল যেদিন সকালে কাগজ দেখে বুঝতে হবে যে ইন্ডেক্স ঝুলছে সেদিন কোম্পানী আমাকে তাড়ানোর আগে নিজেই রিজাইন করে দেব।

    এটা প্রায় মাস দুয়েক আগের ঘটনা। লোকটি তখনি বলেছিল যে আজ চুপিচুপি বলে দিই যদি পয়সা থাকে তো কিছু ইনভেস্ট করো। আজ থেকে ডিসেম্বর অবধি মার্কেট ঊর্ধগামী থাকবে। মাঝে মাঝে একটু ঝড় ঝাপটা আসবে কিন্তু ওভারঅল ইনক্রিজিং ট্রেন্ড থাকবে। এমনিতে ইতিহাস বলে যেকোনো স্বাভাবিক রিসেশন এক বছর বা তার কম থাকে। এরকম বড় রিসেশন দুই বছর চলবে (রেফ গ্রেট ডিপ্রেশন)। শুরু হয়েছে ২০০৭ এর নভেম্বরে, এই শেষ হল বলে।

    কিন্তু রিসেশন শেষ হওয়াটা বড় কথা নয়। বড় প্রশ্ন হল রিকভারী। আমেরিকার সামনে অনেক সমস্যা রিসেশন সেই সমস্যাগুলোকে অনেক গুনে বাড়িয়ে দিয়েছে

    ১। এত যে আনএমপ্লয়মেন্ট হল তার কি হবে
    ২। বাজেট ডেফিসিট
    ৩। স্টেট বাজেট ডেফিসিট
    ৪। মার্ক টু মার্কেট করে ট্রাবলড অ্যাসেটের দাম হয়ত আজকের দামের সাথে মেলাতে হল না। কিন্তু ট্রাবলড অ্যাসেট ট্রাবলড ই রইল।
    ৫। মেডিকেয়ার আর সোশ্যাল সিকিউরিটির কি হবে

    এইসব প্রশ্ন দূর করতে চাই ইনোভেশন, নতুন টেকনলজি। যতক্ষণ না নতুন ইনোভেশন হচ্ছে ততক্ষণ একটু ঝাড়েই কাটবে জীবন। রিসেশন কাটলেও খুব স্লো রিকভারী।

  • arjo | 24.42.203.194 | ০৭ জুন ২০০৯ ২১:৪২403458
  • * চিফ রিস্ক অফিসার
  • dri | 117.194.225.175 | ০৭ জুন ২০০৯ ২১:৫১403460
  • শ্যামলবাবু, কথা হল এই ৬% এ ব্যাঙ্ক সবাইকে লোন দিতে রাজী? মনে হয় না। হাউসিং বুমের সময় যেমন যে কেউ লোন চাইলেই পেয়ে যেত, এখন তা নয়।
  • dri | 117.194.225.175 | ০৭ জুন ২০০৯ ২১:৫৭403461
  • আর্য্য,

    ওভারঅল হেলথকেয়ার এর সীন কি হতে চলেছে তার একটা হিন্ট ওবামা দিয়েই দিয়েছেন, http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aVhSeVsbtAwI। ইলেকশান প্রমিসের পুরো ১৮০ ডিগ্রিতে চলছেন ওবামা আপাতত।
  • anaamik | 59.164.100.101 | ০৭ জুন ২০০৯ ২২:০১403462
  • রঞ্জনদা,
    আমি কোন মেল পাই নি।
  • dri | 117.194.225.175 | ০৭ জুন ২০০৯ ২২:০৪403463
  • আর একটা কথা, আমার বিশ্বাস হচ্ছে না রিসেশান শেষ হয়ে গেল। স্টক মার্কেট ডাজন্ট কাউন্ট। কারণ, আমি যা বুঝছি এই বিলিয়ান বিলিয়ান বেলাউট মানি অ্যাকচুয়ালি ক্রেডিট ক্রাঞ্চ না কমিয়ে অ্যাকচুয়ালি স্টক মার্কেট ফুলিয়ে রাখার কাজে লাগালো হচ্ছে। তবে হতেই পারে ডিসেম্বর অব্দি স্টক মার্কেট বাড়বে। কিন্তু এ হল ওভার'অল ডাউনওয়ার্ড ট্রেন্ডের সময় বাড়া। মানে আমি বলতে চাইছি ডিসেম্বর বা যখনই হোক যখন কমবে তখন প্রচুর কমবে। প্রবাবলি আগের যে লো'তে পোঁছেছিল তার চেয়েও কমবে। গ্রেট ডিপ্রেশানের সময়ও মার্কেট বহুবার র‌্যালি করেছিল। এগুলোকে বলে ডেড ক্যাট বাউন্স। এটা ঠিক এসব সময়ও শর্ট টার্মে কিনে বেচে লাভ করা সম্ভব। কারণ, ঠিক টাইমটা মিস করে গেলে প্রচুর লসের সম্ভাবনা। মানে আপনি হয়ত ধরে বসে থাকলেন ডিসেম্বর অব্দি মার্কেট বাড়বে। কিন্তু হঠাৎ করে অক্টোবরে মার্কেট হু হু করে কমে গেল।
  • arjo | 24.42.203.194 | ০৭ জুন ২০০৯ ২২:২০403464
  • এইটা ঠিক স্টক মার্কেট আসলে নেগেটিভ ইন্ডেক্স হিসেবে ব্যবহার করা উচিত বলে আমারও মনে হয়। মানে, বাড়লে ইকনমি ঠিক আছে এই কনক্লুসন টা ভুল। কিন্তু কমলে ডেফিনিটলি কিছু ঝাড় আছে।

    এবং স্টক মার্কেটে আমাদের মতন সাধারণ লোকের ডে ট্রেডিং একেবারেই করা উচিত না। লং টার্মে ভাবুন, পোর্টফোলিও ডাইভার্স করুন (অল্প কিছু রিস্কি, কিছু বন্ড, কিছু টেকনলজি, কিছু কনস্ট্রাকশন) তাহলে অনেক অনেকদিন বাদে ১০%-১২% ইন্টারেস্ট রেট পাবেন। আমি বলছি না, এরকম একটা পেপার আছে। ওভারনাইট বড়লোক হবার ইচ্ছে থাকলে নিয়মিত লটারী কেনা অপেক্ষাকৃত বেটার ইনভেস্টমেন্ট।
  • dri | 117.194.225.175 | ০৭ জুন ২০০৯ ২২:৫৯403465
  • রিয়েল ইকনমির আনওয়াইন্ডিং এখনও অনেক বাকি। খুব ডেঞ্জারাস হল টেজারীর ইল্ড বাড়া। ইনফ্লেশান এবং কারেন্সি ডিভ্যালুয়েশানের থ্রেট বেশ রিয়েল।
  • arjo | 24.42.203.194 | ০৭ জুন ২০০৯ ২৩:১৪403466
  • এটা সবাই বলছে। বেন বার্ণাঙ্কি নাকি ইনফ্লেশন হক। ওনার যেসব অ্যাকাডেমিক পেপার আছে তা সবই ইনফ্লেশন নিয়ে। কিন্তু ইনফ্লেশন তো ইকনমির জন্য ভালোই। মানে এই অবস্থা থেকে বেরনোর জন্য। ডলার ডিভ্যালুয়েটও নাকি করবে (যতক্ষণ রুপি আর ডলার একই রকম ডিভ্যালুয়েট করছে আমার কোনো অসুবিধা নেই ;))। প্রশ্ন হল ডিফ্লেশন স্পাইরাল থেকে বেরতে হলে ইনফ্লেশন তো জরুরী বলেই মনে হয়। এটা যদি দ্রি, বা অনামিক বা র বা অন্য কেউ একটু বুঝিয়ে বলেন তাহলে সুবিধা হয়।
  • dri | 117.194.224.77 | ০৭ জুন ২০০৯ ২৩:৩৩403467
  • আমেরিকায় এখন যে ধরনের ইনফ্লেশান হবার সম্ভাবনা, সেটা ভালো ইনফ্লেশান নয়। খাবার দাবার এসেনশিয়াল সার্ভিসের দাম বাড়বে। কিন্তু মাইনে বাড়বে না, জব কাট হবে, পে কাট ও হতে পারে, হাওয়ার কাট ও হতে পারে। আবার অ্যাসেট প্রাইস অর্থাৎ বাড়ির দামও কমবে। এই কম্বিনেশান খুব সুখের নয়।

    ভারতে যেরকম ইনফ্লেশান হচ্ছে সেটা ভালো। সরকারী চাকুরের মাইনে বাড়ছে, কাজের লোকেরও মাইনে বাড়ছে, আলু পটলেরও দাম বাড়ছে। এইভাবে সবকিছু বাড়া খুব খারাপ নয়। তবে যাদের কম বাড়া তারা ক্ষতিগ্রস্থ হয়।
  • ranjan roy | 122.168.20.169 | ০৭ জুন ২০০৯ ২৩:৩৪403468
  • দ্রি, প্লীজ রঙ্গন ও অনামিককে মেইলটা ফরওয়ার্ড করে দিন।
    কারণ, এক, আমার কাছে রঙ্গনের আই ডি নেই, ।
    দুই, আমি এত অনাড়ি যে কপি-পেস্ট করে তোমাদের দুজনকে পাঠাতে আমার তিনঘন্টা লেগেছে, তবু অনামিকের কাছে পৌঁচয়নি, বোঝো আমি কেমন আকাট!
    থার্ড, ( মোস্ট ইম্পরট্যান্ট) ৪৬ ডিগ্রি গরমে রোজ ট্রেনে যাতায়াত করায় নিতম্বদেশে পঞ্চমুন্ডির ফোঁড়া হওয়ায় ছুটি লইয়া আরদিন যাবৎ বাড়িতে আছি, কিন্তু চেয়ারে বসিতে বর কষ্ট। ফেডেরার, টিক- টুএন্টি সব শুইয়া দেখিতেছি। কাজেই------।

  • dri | 117.194.224.77 | ০৭ জুন ২০০৯ ২৩:৩৭403469
  • ওক্কে। তবে রঙ্গন এবং অনামিক, আপুনারা শীঘ্র আপুনাদের ইমেল জানান।
  • omnath | 117.194.196.19 | ০৮ জুন ২০০৯ ০০:২১403471
  • ও: দ্রি আর কি।
    অনামিক বেচারা প্রতি পোস্টে তার ডামিডাম্প / জিমেল আই ডি লিখে চলেছে, আর দ্রি খুঁজেই চলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন