এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৩৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 99.152.72.73 | ১৭ মার্চ ২০০৯ ২১:০০403306
  • এবং ওয়ার্ল্ড ব্যাংক ভারতকে রিসেশন সামলাতে ২.৬ বিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল লোন দেবে। ওয়ার্ল্ড ব্যাংকের ঐতিহ্য অনুযায়ী এই লোনটি দেবার পেছনেও কিছু ক্যাচ আছে, এইবারের ক্যাচ NREGA রিপিল করার পেছনে চাপ।
  • shyamal | 24.117.212.246 | ১৮ মার্চ ২০০৯ ১৮:৫৩403307
  • ওয়ার্ল্ড ব্যাঙ্কের ইন্দরমিত সিং গিল আমার সঙ্গে একমত দেখা গেল। বলেছেন, lifting people out of poverty requires shifting populations from villages to cities.

    NREGA হল বিশাল ক্ষততে ব্যান্ড-এড লাগানোর মত। ঐ করে পয়সা নষ্ট, চাই হাসপাতালে স্টিচ।
  • b | 117.193.38.111 | ১৮ মার্চ ২০০৯ ১৯:৪৮403308
  • শশী তারুরের প্রবন্ধটি যে কাগজে আছে, সেখানে social studies বলে একটি অতি চমৎকার কলাম রোজ বেরোয়। অনেকটা আমাদের খবর্নয় এর মতো। আজ এইটা বেরিয়েছে
    "The economic crisis could be a brain problem in part and an early warning that computer games and online social networking sites are making people more reckless and self-obsessed, a leading British brain scientist warns," Andrew Trounson reports in The Australian. "Addressing a Business/Higher Education Round Table meeting in Melbourne, prominent Oxford neuroscientist Susan Greenfield called on business to look beyond information technology to gratify the wants and desires of consumers, and to focus instead on computer software that bred curiosity and abstract thinking. Greenfield warns that screen culture may be changing our brains, possibly by pandering to our desires and prompting our brains to release dopamine that suppresses functions such as memory, attention span and problem solving. Noting that the economic crisis has been blamed on greed and recklessness, Greenfield speculates that screen culture may be partly to blame."
    তবে কি গুরু পড়া বারণ হল আজ থেকে?
  • r | 198.96.180.245 | ১৯ মার্চ ২০০৯ ১৫:০১403309
  • আমেরিকায় ট্রেড ইউনিয়ন শক্তিশালী করার দাবীতে অর্থনীতিবিদরা [মেইনস্ট্রিম ;-)]

    http://epi.3cdn.net/1eb9aba51935a5b82b_13m6iixpt.pdf
  • saikat | 202.54.74.119 | ১৯ মার্চ ২০০৯ ১৫:১১403310
  • কাল্কে দেবো ভেবেছিলাম:

    http://www.theatlantic.com/doc/200904/hitchens-marx

    শেষ থেকে ৫ নং লাইনটা নিয়ে তর্ক চলছে চলবে....
  • r | 198.96.180.245 | ১৯ মার্চ ২০০৯ ১৫:২২403311
  • হিচু আবার মার্ক্ষ ধইরেচে!
  • saikat | 202.54.74.119 | ১৯ মার্চ ২০০৯ ১৫:২৫403312
  • লেফ্‌ট রাইট করে কাটাচ্ছেন আর কি !!!
  • lcm | 128.48.7.222 | ২০ মার্চ ২০০৯ ০১:৫০403313
  • বেইল আউটের টাকা নিয়ে aig যে বোনাস দিয়েছিল তা ফেরৎ পেতে সরকার মরিয়া। আজ বিল পাশ হল যে বোনাসের ওপর ৯০% ফেডারেল ট্যাক্স জারি হবে। বাকি ১০% স্টেট এবং অন্যান্য ট্যাক্স দিতে চলে যাবে। অর্থাৎ, যারা বোনাস পেয়েছে, প্রায় পুরোটাই তাদের ফেরৎ দিতে হবে।

    2.4 বিলিয়ন ডলারে কোকা কোলা কিনতে চেয়েছিল চীনের সফ্‌ট ড্রিংক মেকার Huiyuan Juice Group Ltd-কে। কিন্তু অ্যান্টিমনোপলি আইন দিয়ে চীন আটকে দিয়েছে এই ডিল। ডোমেস্টিক ব্যবসার স্বার্থ রক্ষার্থেই নাকি এই সিদ্ধান্ত। পশ্চিম দুনিয়া ইতিমধ্যেই চীন-এর এই সিদ্ধান্তকে অ্যান্টি ইনভেস্টমেন্ট, প্রোটেকশনিস্ট, ন্যাশনালিস্টিক ন্যারো থিংকিং... ইত্যাদি বলে সমালোচনা করছে। প্রসঙ্গত কিছুদিন আগেই চীন জানিয়েছে যে ইউএস ট্রেজারিতে ইনভেস্ট করা ১ ট্রিলিয়ন ডলার নিয়ে তারা চিন্তিত।
  • arjo | 168.26.215.13 | ২০ মার্চ ২০০৯ ০২:০৮403314
  • কাল এই খবরটা এনপিআরে শুনছিলাম। বেইল আউট মানি পেলে এইচ ওয়ান নেওয়া যাবে না সেটা ঠিক প্রোটেকশনিস্ট নয় কিন্তু চীন নিজের বাজারে মনোপলি রুখলে প্রোটেকশনিস্ট স্ট্যান্ড! আশ্চর্য্য। সোশ্যাল ডেমোক্রেট বা রিপাবলিকান - আমেরিকার বাইরে থেকে দুইই বিরক্তিকর। দেশের ভিতর থেকে দেখলে বিভিন্ন কারণে দুইই বিরক্তিকর, একই রকম।
  • dri | 75.3.201.245 | ২১ মার্চ ২০০৯ ০৯:৪৭403317
  • আরো তিনটি ফেইল্ড ব্যাঙ্ক গিলে নিল এফ ডি আই সি। ক্যানসাসের টীমব্যাঙ্ক ন্যাশানাল অ্যাসোসিয়েশান, কলোর‌্যাডোর কলোর‌্যাডো ন্যাশানাল ব্যাঙ্ক এবং জর্জিয়ার ফার্স্টসিটি ব্যাঙ্ক। এবছরের ফেল্‌ড ব্যাঙ্ক কাউন্ট গিয়ে দাঁড়ালো কুড়িতে।

    শুধু তাই নয়, দুটো ক্রেডিট ইউনিয়ান সরকার দখল করে নিল। ক্যানসাসের ইউ এস সে¾ট্রাল ফেডারাল ক্রেডিট ইউনিয়ান, এবং ক্যালিফোর্নিয়ার ওয়েস্টার্ন কর্পোরেট ফেডারাল ক্রেডিট ইউনিয়ান। সমস্ত লেভেলে মনোপোলাইজেশান চলছে।

    ইউ এস পোস্টাল সার্ভিস ৩০০০ কর্মী ছাঁটাই করবে, ১৫০,০০০ কর্মীকে আর্লি রিটায়ারমেন্টের অফার দেবে। পরের রাউন্ডে ৬৪৬,০০০ কর্মীকে একই অফার দেওয়ার প্ল্যান আছে। http://www.cnn.com/2009/US/03/20/post.office.cuts/index.html

    ফ্রান্সে মিছিলে নাকি তিন মিলিয়ান সামিল ছিল। বিবিসির রায়টের কাভারেজ এইখানে,


    নিউ ইয়র্কে রিটেলের অবস্থা এইখানে,
    । অ্যামেচার ভিডিও। ক্যামেরা হ্যান্ডলিং একটু জার্কি। কিন্তু, দা পয়েন্ট কামস অ্যাক্রস।
  • arjo | 168.26.215.13 | ২৪ মার্চ ২০০৯ ১৯:২৯403318
  • এই নিয়ে সন্দেহ নেই যে বর্তমান অর্থনৈতিক অবস্থার মূলে রয়েছে ফাইনান্সিয়াল সিস্টেম। পণ্ডিতরা এও মনে করছেন এর উৎপত্তি ক্রেডিট ডিফল্ট সোয়াপের অত্যধিক বাড়বাড়ন্ত। এই জটিল ফাইনান্সিয়াল সিস্টেমে বাড়তে থাকে আরও জটিল ডেরিভেটিভ এবং বাড়তে থাকে রিস্ক। বর্তমান হিসেব অনুযায়ী ক্রেডিট ডিফল্ট সোয়াপের মার্কেট হল ৬৩ ট্রিলিয়ন ডলার - গ্লোবাল জিডিপির খুব কাছাকাছি।

    একটু ছোট্ট করে ক্রেডিট ডিফল্ট সোয়াপটা বলে নিলে মনে হয় রিস্কটা বোঝা যাবে। ধরা যাক ABC নামের একটি কোম্পানী ১০০০ টাকা ধার দিয়েছে riskymortgage নামক আর একটি কোম্পানীকে। এবারে XYZ নামের আর একটি কোম্পানী (হেজ ফান্ড) এই ক্রেডিট ডিফল্ট সোয়াপটি কিনতে পারে। XYZ নামক হেজ ফান্ডটি ABC কে ওভার টাইম ১০৫০ টাকা ফেরত দেবে (৫% প্রিমিয়াম)। যদি riskymortgage এই লোন ফেরত দেয় তাহলে ABC লাভ করবে ৫০ টাকা। আর যদি লোন শোধ দিতে না পারে তাহলে ABC শোধ না হওয়া টাকা XYZ কে ফেরত দেবে। মানে সেক্ষেত্রে XYZ এর লোকসান।

    কথা হল XYZ এই বণ্ড আদৌ কেন কিনবে? ধরা যাক XYZ অন্যদিকে riskymortgage এর মর্টগেজ বন্ড কিনেছে। এবারে XYZ চিন্তিত যদি riskymortgage সেই টাকা না দিতে পারে তাহলে কি হবে। তাই ABC র কাছ থেকে ক্রেডিট ডিফল্ট সোয়াপ কিনল। riskymortgage যদি টাকা দিতে না পারে সেক্ষেত্রে যদিও XYZ তার ইনভেসটমেন্ট খোয়াবে কিন্তু অন্যদিকে আ র কাছ থেকে পে অফ পাবে - রিস্ক হেজিং।

    এরকম আরও বেশ কিছু কিছু ক্ষেত্রে লোকে ক্রেডিট ডিফল্ট সোয়াপ কিনে থাকে। সে যাই হোক, এই গৌরচন্দ্রিকার মূল কারণ হল এই যে ২০০০ সালে আমেরিকান কংগ্রেস আইন করে (Commodity Futures Modernization Act of 2000 or CFMA) ক্রেডিট ডিফল্ট সোয়াপকে ডিরেগুরালাইজড করে। কংগ্রেস কি বুঝতে পারে নি যে এটা অত্যন্ত রিস্কি? নাকি কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে আন্ডার দা টেবল ডিল? হয় কংগ্রেস ছড়িয়েছে নয় দুনম্বরী করেছে। প্রশ্ন হল কোর্ট যদি এআইজি, লে:ব্রা: ইত্যাদির অ্যাগেইনস্টে সমন জারী করে তাহলে কংগ্রেস বাদ যাবে কেন? যেহেতু কোর্ট, ল, মিডিয়ার ওপর সবথেকে ক®¾ট্রাল সরকারের? নাকি ইনকম্পিটেন্সী নামক গালভরা অজুহাত শুধু সরকারের ক্ষেত্রে খাটে?
  • Arijit | 61.95.144.123 | ২৫ মার্চ ২০০৯ ১৮:২৩403320
  • HSBC (UK) - ১২০০
  • dri | 75.3.201.245 | ২৭ মার্চ ২০০৯ ১০:৪৯403323
  • আই বি এম (ইউ এস) - ৫০০০
    গুগল - ২০০ (এত কম!)
    অ্যাজিল্যান্ট - ২৭০০
    ক্যানাডিয়ান ব্রডকাস্টিং চ্যানেল - ৮০০

    গত চার সপ্তায় জবলেস ক্লেম বাড়ল ১২২০০০।

    এদিকে সারা বিশ্বে স্টক মার্কেট র‌্যালি করছে। এও এক তামাশা।

    এ আই জির প্যারিস অফিস থেকে দুজন টপ লেভেলের ম্যানেজার রিজাইন করল। যা হয়। দুনম্বরী যখন খুব ল্যাংটো পর্য্যায়ে চলে যায়, দু চারজনের বিবেকে একটু আধটু বাইট হয়।

    এদিকে ওবামা লেজিসলেশানে একটা খুব সিরিয়াস বদল চাইছে। 'ফেইল্‌ড ইনস্টিচিউশান' দখল করে নেওয়ার আরো সুইপিং পাওয়ার। http://tinyurl.com/dagod2। এই রিসেশানের শেষে মনোপলির বহরটা কোথায় গিয়ে ঠেকবে সেটাই দেখার।

    আর বি এসের বড়কত্তার বাড়িতে হামলা হল। http://tinyurl.com/cy9ka2

    স্যাক্রামেন্টোতে নদীর পাড়ে টেন্ট সিটিবাসীদের দুর্দশা দেখে গভর্নর সোয়ার্জনেগারের বুক ফেটে গেল। উনি ওদের স্টেট ফেয়ারগ্রাউন্ডে রিলোকেট করিয়ে দিলেন যাতে তারা মজাসে ক্যাম্প করে ফুর্তিতে থাকতে পারে।

    এদিকে বিভিন্ন শহরে টেন্ট সিটি দেখা দিচ্ছে। ক্যালিফোর্নিয়র ফ্রেসনো, টেনেসির ন্যশভিল, ওয়াশিংটনের অলিম্পিয়া, ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ।

    শপিং মলের মিডলাইফ ক্রাইসিস দেখা দিচ্ছে। অনেক অনেক শপিং মলে ভেকেন্সি দেখা দিচ্ছে। নো টেকার। কিছু কিছু শপিং মল নাকি প্রায় প্রেতপুরীতে পরিণত হয়েছে।

    এবং ফাইনালি একটা চুটকি খবর। যদিও খবরটা মেনস্ট্রীম মিডিয়ার চাটনী খবরেরই বেশী উপযুক্ত, কিন্তু খবরটার মধ্যে এই সময়ের ডেসপারেশানের একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এক ভদ্রমহিলা পয়সার অভাবে স্বামীসমেত এসে উঠেছেন তাঁর এক্স-হাজবেন্ডের বাড়িতে! http://tinyurl.com/cg92fx। যতই মুখ টিপে হাসুন, বড় স্যাড আয়রনি।
  • dri | 75.3.201.245 | ২৭ মার্চ ২০০৯ ১১:০০403324
  • আর এদিকে কিছু কিছু চ্যানেলে মেক্সিকোর সমস্যার কাভারেজে বলা হচ্ছে মারিয়ুয়ানা লিগালাইজ করে দিলে সব সমস্যা মিটে যাবে।
  • dipu | 207.179.11.216 | ২৭ মার্চ ২০০৯ ১১:১০403325
  • ইদিকে ফেডের কিছু কত্তা তো আশার বাণী শোনাচ্ছেন। কইছেন রিসেশন নাকি শেষ হয়ে এল বলে।
    http://tinyurl.com/dnkt2n
  • dri | 75.3.201.245 | ২৭ মার্চ ২০০৯ ১১:২১403327
  • দেখা যাবে। ফেডের বড়কত্তাদের কথা একটু নুন দিয়ে খাওয়া ভালো। রিসেশান শুরুর আগে তো ওরা বলেছিল ইকনমি সাউন্ড। এরা তো বলেছিল বেলাউট দিলে সব ঠিক হয়ে যাবে।

    কিন্তু সময়কে তো ঠকানো যায় না। এই থ্রেডে সব লেখা থাকবে।
  • dri | 75.3.201.245 | ২৮ মার্চ ২০০৯ ১২:৫৬403328
  • এ বছরের একুশতম ব্যাঙ্ক ফেলিওর, আটলান্টার ওমনি ন্যাশানাল ব্যাঙ্ক।

    ওবামা আফগানিস্তানে আরো ৪০০০ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ইউ কেও আরো ২০০০ সৈন্য পাঠাবে ঠিক করল।

    ফেব্রুয়ারীতে তিনটি স্টেটের জবলেস রেট ১০% ক্রস করল। নেভাডা, নর্থ ক্যারোলাইনা এবং ওরেগন। আগেই ১০ ক্রস করেছিল মিশিগান, সাউথ ক্যারোলাইনা, ক্যালিফোর্নিয়া এবং রোড আইল্যান্ড। এই রেট অবশ্যই সরকারী মতে। এবং এতে আলতো করে একটু গুপি আছে। কারা আনএমপ্লয়েড মাপা হয় না, মাপা হয় কারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছে। কিন্তু ছ মাস আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাওয়ার পর বেনিফিট বন্ধ হয়ে যায়। তখনো যদি কেউ চাকরী না পায় তো সে কাউন্টেড নয়। বুম টাইমে এই ক্যালকুলেশানে এরার অনেক কম থাকে। কারণ ছ'মাসে লোকে কিছু না কিছু চাকরী পেয়েই যায়। কিন্তু নট নাও। আনঅফিশিয়াল মতে আমেরিকার জবলেস রেট এখন ১৭-১৮% মত, যদিও অফিশিয়াল রেট সাড়ে আট মত।

    ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এই ক্রাইসিসের সমালোচনা করত গিয়ে ইশ-কি-রেসিস্ট মন্তব্য করে ফেললেন। বললেন এর জন্য নাকি দায়ী নীল চোখো সাদারা। http://tinyurl.com/ddw5b4

    রেসিডেন্সিয়াল বাড়ির লোন ডিফল্টের ড্রামা তো অনেক দূর এগিয়ে গেছে। এবার শুরু হল কমার্শিয়াল রিয়েল এস্টেটে লোন ডিফল্ট। http://tinyurl.com/dzxe9o
  • dri | 75.3.201.245 | ০১ এপ্রিল ২০০৯ ১২:৪২403329
  • নিউজপেপার শিকাগো সান টাইমস ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল। শিকাগো ট্রিবিউন, এল এ টাইমস ইত্যাদি নিউজপেপারের মালিক ট্রিবিউন কোম্পানী আগেই ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করেছিল।

    জি এমকেও হাতছানি দিচ্ছে ব্যাঙ্ক্রাপ্সি। ওবামা আর বেলাউট মানি দিতে অস্বীকার করেছে। বলেছে ব্যাঙ্ক্রাপ্সিতেই মঙ্গল। আর ক্রাইসলার ইজ নট ফার বিহাইন্ড। (তবে সিটি, ব্যাঙ্ক অব আমেরিকা আর এ আই জি ক্যানো ব্ল্যাঙ্ক চেক পায় বারে বারে?)

    লন্ডনে জি ২০ মিটিংএ খুব বিক্ষোভ, গোলমালের আশঙ্কা করা হচ্ছে। ৩৫০০০ এর একটা জমায়েত অলরেডি হয়ে গেছে।

    শোনা যাচ্ছে ওয়েলস ফার্গো H1-B নেওয়া বন্ধ করবে।

    ইউ এস পোস্টাল সার্ভিসও বেলাউট চায়। সাহায্য ছাড়াওদের নাকি এই বছরটাও চলবে না।

    মোট কুড়িটা আম্রিকান শহরে বাড়ির দাম ১৯% বা তার বেশী কমেছে (ইয়ার-ওভার-ইয়ার)।
  • saikat | 202.54.74.119 | ০১ এপ্রিল ২০০৯ ১২:৫১403330
  • http://www.anandabazar.com/1edit3.htm

    মন্দা এবং ভোট। সুগত মারজিতের লেখা আ বা পে। লক্ষ্যনীয় লেখাটার শেষে 'মতামত ব্যক্তিগত' কথা দু'টি। ওনার সব লেখায় তো থাকে না।
  • arjo | 168.26.215.13 | ০১ এপ্রিল ২০০৯ ১৮:১৭403331
  • লণ্ডনে আজ নাকি লোকে ফাইনান্সিয়াল ফুল ডে পালন করছে।
  • dipu | 207.179.11.216 | ০২ এপ্রিল ২০০৯ ০৯:১৭403332
  • একটা কাটতে না কাটতে বলে আর একটা নে....:x

    http://tinyurl.com/cwoe3c
  • lcm | 69.236.182.236 | ০২ এপ্রিল ২০০৯ ১২:৩৪403333
  • ক্যালিফোর্নিয়ায় সেল্‌স ট্যাক্স ১% বাড়ল, ১লা এপ্রিল থেকে (এপ্রিল ফুলই বটে)। ১০০০ ডলারের জিনিস কিনলে প্রায় ১০০ ডলার সেলস্‌ ট্যাক্স।
  • Blank | 59.93.254.77 | ০৬ এপ্রিল ২০০৯ ০৮:৫৫403336
  • হানুদা এই সাত সকালে আপিসে। আর আমি সবে জেগে উঠলাম ঘুম থেকে।
  • Blank | 59.93.254.77 | ০৬ এপ্রিল ২০০৯ ০৮:৫৬403338
  • সরি এটা ভাটে যাবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন