এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 117.195.166.148 | ১১ এপ্রিল ২০০৯ ১৩:০০403374
  • rokeyaa আমি আপনার দেওয়া তথ্যের উত্তরে জানাই -হয়ত ছেলেটি ঠিক বলছেনা। আমি জানি, কিন্ত সব তথ্য তো আর সর্বসমক্ষে বলা যায় না, তাই দ্বায়িত্ব নিয়েই বলছি যে যাদের তাড়ানো হয়েছে তাদের performance ইস্যু ছিল। rating ঠিক ছিল কিনা সেটা অন্য বিষয়।
  • dri | 117.194.225.98 | ১৯ এপ্রিল ২০০৯ ১০:৩৪403376
  • সোনি-এরিকসন ২৯৩ মিলিয়ান অয়েরো লস করার পর ২০০০ কর্মী বরখাস্ত করার সিদ্ধন্ত নিল।

    জেনারাল ইলেকট্রিকের লাভ কমল ৩৫%।

    ইউ বি এস আরো ৮৭০০ জনকে ছাঁটাই করবে।

    আরো চারটি ব্যাঙ্ক ফেল করল। নর্থ ক্যারোলাইনার কেপ ফিয়ার ব্যাঙ্ক, কলোর‌্যাডোর নিউ ফ্রন্টিয়ার ব্যাঙ্ক, মিসৌরির অ্যামেরিকান স্টার্লিং ব্যাঙ্ক এবং নেভাডার গ্রেট বেসিন ব্যাঙ্ক অব নেভাডা। এ বছর ফেলিওরে কোয়ার্টার সেঞ্চুরী পূর্ণ হল।

    হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের সেভিংস স্টক মার্কেটে রাখায় খুব লস খেয়েছে। তাই এখন ১৯% বাজেট কাট করবে। http://tinyurl.com/d7mlf7

    জেনারাল গ্রোথ প্রপার্টিজ ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল। এটা ছিল আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শপিং মল ওনার। এটাই আপাতত আমেরিকার ইতিহাসে বৃহত্তম রিয়েল এস্টেট ব্যাঙ্ক্রাপ্সি। আম জনতার ব্যাঙ্ক্রাপ্সির পর কমার্শিয়াল রিয়েল এস্টেটে ব্যাঙ্ক্রাপ্সি হবে এ কথা আগে বলেছিলাম। এই তার শুরুয়াৎ http://tinyurl.com/cnmwm6

    ওয়াই আর সি ওয়াল্ডওয়াইড (আমেরিকার বৃহত্তম ট্রাকিং কোম্পানী) তাদের ইউনিয়ানের সাথে কথা বলছে যাতে পেনশান হিসেবে ক্যাশের বদলে রিয়েল এস্টেট দেওয়া যায়। লিকুইড ক্যাশের অবস্থা খুবই খারাপ। সবারই। http://tinyurl.com/cvnh5l

    গত ফোর্থ কোয়ার্টারে রাজ্যগুলির সেলস ট্যাক্স ৪% পড়েছে। http://tinyurl.com/d59p3m

    ওবামা মিষ্টি করে বলে দিলেন আরো গভর্মেন্ট জব কাট হবে, http://tinyurl.com/d4vn8u

    সব মিলিয়ে মোট ছয় মিলিয়ানের বেশী মানুষ এখন জবলেস বেনিফিট পাচ্ছেন। http://www.msnbc.msn.com/id/30244453/

    মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কাল্ডেরন বললেন ইউ এসের হায়ার অফিশিয়ালদের মদত ছাড়া ড্রাগের ব্যবসার এই রমরমা সম্ভব নয়। http://tinyurl.com/d766s9

    চিলিতেও লার্জস্কেল লে অফের প্রতিবাদে মানুষ পথে নামলেন, http://tinyurl.com/dnlvab

    ব্রাজিলের স্টীল প্রোডাকশান ৫০% কমল। http://tinyurl.com/c5sqcq

    চিলির কপার এক্সপোর্ট ৬৬% পড়ল। http://tinyurl.com/csfmxx

    জি টুয়েন্টি মিটিংএ প্রোটেস্ট করার সময়ে ইয়ান টমলিনসন মারা গিয়েছিলেন, তার পোস্ট মর্টেম রিপোর্ট বেরোল, http://tinyurl.com/cdv4e3। ঐ মিছিলে আহত এক মহিলাও পুলিশ ব্রুটালিটির কথা জানালেন, http://tinyurl.com/dhg8vo

    দু হাজার বৃটিশ সেনা আফগানিস্তানে যাবার জন্য প্রস্তুত হল, http://tinyurl.com/d96jwu

    ১৫% বৃটেনবাসীর বাড়ীর দাম কেনা দামের নীচে গেছে, http://tinyurl.com/ctbrzc

    বৃটিশ ক্যারিবিয়ান দ্বীপগুলি হল বড়লোকদের ট্যাক্স হ্যাভেন এবং নানারকম পন্‌জি স্কীম ও ব্যাঙ্কিং ফ্রডের আখড়া। ঐখানে অবস্থিত স্ট্যানফোর্ড ইন্টারন্যাশানাল ব্যাঙ্ককে লিকিউইডেট করা হল, http://tinyurl.com/c3eo7p

    ইটালীতে ভূমিকম্পের পর রিকনস্ট্রাকশানে লাগবে বারো বিলিয়ান অয়েরো। টাকা জোগাড় করতে হিমসিম খাচ্ছে সরকার, http://tinyurl.com/d89etc

    ফ্রান্সে এনার্জি সেক্টারে কর্মীদের স্ট্রাইকে ৬০০০ মেগাওয়াট উৎপাদন কমল, http://tinyurl.com/dkk4xk

    কে বলে প্রতিবাদ করে কিছু হয় না? ফরাসী মৎস্যজীবিরা দাবীদাওয়া মেটার পর ইংলিশ চ্যানেলে ব্লকেড তুলে নিল, http://tinyurl.com/c47n6p

    ফ্রান্সে ইউ এস কোম্পানী ক্যাটারপিলারের চত্বরে পুলিশ মোতায়েন করা হল, যেখানে প্রোটেস্টাররা ক্যাম্প করে বসেছিল। http://tinyurl.com/d4htmo

    টার্কিতে ক্যুর চেষ্টা ব্যর্থ করল টার্কিশ পুলিশ, http://tinyurl.com/d5eds4

    বলিভিয়ার প্রেসিডেন্ট এভো মরালেসকে হত্যার চেষ্টা ব্যর্থ করল বলিভিয়ান পুলিশ, এখন ইনভেস্টিগেশান চলছে, http://tinyurl.com/d5bmj7। সি আই এর ফেলিওর লিস্টে আরেকটি আইটেম যোগ হল, :-)।
  • dri | 117.194.228.18 | ১৯ এপ্রিল ২০০৯ ১০:৫৬403377
  • ডেল্টা ভারতে কল সেন্টার বন্ধ করল। ইউনাইটেড এয়ারলাইন্স ফেব্রুয়ারীতে এই একই কান্ড করেছিল। http://tinyurl.com/cyxdro

    ছত্তিসগড়ে ১৫০০ কৃষক আত্মহত্যা করলেন। http://tinyurl.com/c4vm3d
  • stoic | 160.103.2.224 | ২২ এপ্রিল ২০০৯ ১৭:০৫403378
  • দ্রিসেশনের সব খবরাখবরের ব্রেকিং নিউস এখানে পাবেন।
  • bb | 117.195.179.98 | ২২ এপ্রিল ২০০৯ ২২:০৬403379
  • আজিম প্রেমজি বলেছেন IT sector to see strong revival in FY11
    অন্যদের কথা জানিনা, কিন্তু আমাদের ব্যবসায় কিন্তু গত মাস থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্চে, হয়ত ক্ষণস্থায়ী, কিন্তু definitely, its a revival of sentiments
    বাকিরা কি অনুভব করছেন? দ্রিশেসন কিছুটা কি পিছু হঠছে?
  • a x | 143.111.22.23 | ২২ এপ্রিল ২০০৯ ২২:১৭403380
  • ১৫০০ কৃষকের গণ-আত্মহত্যার প্রেক্ষিতে-

    http://tinyurl.com/dhkdnf

  • lcm | 69.236.185.230 | ২৩ এপ্রিল ২০০৯ ০৭:৪২403383
  • IT সেক্টরের ব্যাপারে bb ঠিকই বলেছেন। আইটি-র সফটওয়্যার ডেভলেপমেন্ট-এর কাজ ভারতে চলে আসবে। এতদিন মেইন্‌টেন্যান্স ইত্যাদি কাজ এসেছে, এবার কোর প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট-ও আসবে। কারণটা শুধু শস্তা বলে নয়, এই স্কিল সেট সাউথ-ইস্ট এশিয়া-তে চলে যাচ্ছে। আর প্রায় সব কোম্পানীই এই অঞ্চলে উপস্থিতি জারি করেছে।
    ভারতে একটা লেভেলে পলিটিক্যাল স্টেবিলিটি আছে, অর্থনৈতিক পরিকাঠামো অন্য দেশের আইটি ব্রাঞ্চ/অফিস খোলার অনুকূল - সুতরাং, সব মিলিয়ে অ্যাডভানটেজ ইণ্ডিয়া। কিন্তু, IT সেক্টরে বুম-এর সাথে ভারতেও ১০৭ কোটির উন্নতির সম্পর্ক নিয়ে কিছু বলা মুশকিল। অনেকেই IT বুম দিয়ে ওভার অল উন্নতির কথা বলেন।
  • pi | 128.231.22.89 | ২৩ এপ্রিল ২০০৯ ০৮:৩১403384
  • ইয়ে দ্রি,ax , এটা কিন্তু আদৌ 'গণ আত্মহত্যা' নয়।
    যে লিংক টা ax দিলেন, সেটাই আরেকবার ভালো করে পড়ে দেখতে অনুরোধ করি।

    দুদিন আগে এই mass suicide এর খবরটা নেটে দেখে চমকে উঠেছিলুম। তারপর এ নিয়ে যত ঘাঁটি পাতার পর পাতা এই এক ই খবর , ঐ দ্রি যে দিয়েছেন সেই Independent থেকে শুরু করে অস্ট্রেলিয়া, সর্বত্র, কাগজে, ব্লগে, হট টপিক, mass suicide
    সবজায়গায় লাইন-টু-লাইন প্রায় এক ই খবর বলতে গেলে, আর হেডিং এ তো একটি শব্দ ও ওলোটপালট নেই , "1500 farmers commit mass suicide in India "।

    মজা হল, খবরের ভিতরে কিন্তু এই 'mass' suicide এর আর কোন উচ্চবাচ্য নাই।

    সন্দেহ হতে আরো খবর খুঁজলাম, সবেতেই এক ই ব্যাপার ।
    শেষে ঐ খবরটা পেলাম, যেটা আজ ax ও দিয়েছেন, 'গণ আত্মহত্যা' প্রসংগে।

    http://tinyurl.com/dhkdnf
    মনে হয় এটাই primary reporting ছিল।

    সবচেয়ে মজার ব্যাপার হল, এই রিপোর্ট টিতে কিন্তু একটিবারের জন্য ও mass suicide কথাটির উল্লেখ নেই, খবরের বডিতে তো নেই ই , হেডিং ও না। শব্দ টা ই জাস্ট নেই ।
    এরকম কোন ঘটনার উল্লেখমাত্র নেই !

    যা লেখা আছে,
    “The figure is not just for this year. Chhattisgarh remains at the top of the list every year since its inception. 1,593 farmers committed suicide in the state last year according to the data provided by state police to the National Crime Records Bureau,”

    অর্থাৎ এটি ছত্তিশগড়ে একবছরেরে মোট কৃষক আত্মহত্যার সংখ্যা। এবছরে, গতবছরে।

    'গণ আত্মহত্যা' না হয়ে সর্বমোট আত্মহত্যার সংখ্যা এটা হলেও প্রসংগটির গুরুত্ব ও ভয়াবহতা কিছু কমে না বা ঘটানাগুলি কিছু কম দু:খজনক হয়ে যায় না।

    ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান বেরোনোর পর এনিয়ে সাইনাথের একটি খুব ভালো লেখা ছিল, এখানে সেই নিয়ে খবর্নয় ? ও হয়েছিল।

    এই আত্মহত্যার ঘটনা অবশ্য ই চিন্তার বিষয়, কিন্তু আলপটকা মিডিয়ার এই মাস স্কেলে এই 'mass' suicide এর গল্প ছড়ানো, এটাকে দায়িত্বজ্ঞানহীনতা বলব নাকি সজ্ঞানে সেনসেশন তৈরির চেষ্টা ?

    চালু মিডিয়াকে এই খবরগুলো উপেক্ষা কিম্বা কোণাকাঞ্চিতে ফেলে রাখতে দেখলে যতটা খারাপ লাগে, বিকোবার জন্য এভাবে রং চং চড়াতে দেখলেও ততটাই বিরক্ত লাগে।

    ৯/১১, ২৬/১১ র সময়কার মিডিয়া সেনসেশানালিজম যদি
    এক ধারার হয়, তো এও আরেক ধারার। এবং দুটো ই ক্ষতিকর।

    আরো একটা কথা। এই ঘটনা কিন্তু অনেকদিন ধরেই চলছে, এটার সাথে দ্রিসেশান এর সম্পক্কো ও সেনসেশান ছাড়া আর কিছুতে পেলাম না :)
  • a x | 99.152.72.73 | ২৩ এপ্রিল ২০০৯ ০৯:৪১403385
  • বুঝলাম না। গণ-আত্মহত্যা বলতে কি জহরব্রতর মত কিছু বোঝানো হয়? মানে একদিনে একসাথে ১৫০০ কৃষক আত্মহত্যা করলেন? তাহলে তো হইচই পরে যেত!mass মানে mass scale বোঝানো হচ্ছেনা? হ্যাঁ ছত্তিসগড়ে এরকম চলেই আসছে। সবচেয়ে বেশি সংখ্যায় কৃষক আত্মহত্যা করেন। দিনে ৫ টি করে প্রায়। এটাকে গণ-আত্মহত্যা বলেনা?

    দ্রিসেশনের সাথে সম্পর্ক দ্রি বলবেন।
  • a x | 99.152.72.73 | ২৩ এপ্রিল ২০০৯ ০৯:৪৯403386
  • ও আবার বলে দিই, সবচেয়ে বেশি মানে। রেট সবচেয়ে বেশি। প্রতি লাখ কৃষকের হিসেবে।
  • pi | 128.231.22.89 | ২৩ এপ্রিল ২০০৯ ০৯:৫২403387
  • mass suicide টার্মটা mass scale এ সুইসাইড না, একটা প্ল্যানড ও দলবদ্ধ ঘটনাই মিন করে বৈকি ।
    গুগলে mass suicide দিলেই দেখা যাবে। :)

    আর সেটা মিন করেই হৈ চৈ তো পড়েই গেছে। গুগলে farmers maas suicide দিলেই দেখা যাবে। :)

    আর তাতে শুধু এই ঘটনাটার উল্লেখ ই আসবে।
    সারা ভারতে এই কৃষক আত্মহত্যার ঘটনা তো হয়েই চলেছে, কবে থেকে। একটির ও উল্লেখ mass suicide বলে হয়নি আজ অব্দি। যিনি এ নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি করেছেন, সেই সাইনাথের একটি লেখাতেও এত সংখ্যায় কৃষক আত্মহত্যাকে আজ অব্দি কখনো maas suicide বলে উল্লেখ করা হয়নি।
  • a x | 99.152.72.73 | ২৩ এপ্রিল ২০০৯ ১০:১৩403388
  • গুগল করে যা পেলাম তাতে বরঞ্চ দ্রিসেশনের কথা পেলাম -

    Crop failure may have pushed farmers over the edge, but American companies have been leading them to the cliff for years.

    এনিওয়ে, কাল দুটো লিংক পড়েছিলাম এই নিয়ে এক যেটা দিয়েছি, আরেকটা MRZine'এ একটা ভিডিও (http://tinyurl.com/ceqo8f
    ) দুটো পড়ে/দেখে মনে হয়েছিল এই স্কেল কেই mass বলে মীন করা হচ্ছে। এমনিতে mass suicide বললে আমার cult suicide বলে মনে হয়। এক্ষেত্রে কাল্ট অবভিয়াসলি না, কাজেই স্কেল বলে ধরে নিয়েছিলাম। কিন্তু ইট মাইট বি ভেরি ট্রু যে হেডিংএ সেন্সশনালিজম আনতেই এটা করা।
  • sinfaut | 203.91.207.30 | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:১৬403389
  • উঠাও ইস্কো।
  • dri | 117.194.227.24 | ২৪ এপ্রিল ২০০৯ ১০:৪০403390
  • পাইদিদি,

    আপনি ঠিকই বলেছেন। খবরের ক্যাপশানটা ভুল আছে। সেটা আমি খবরটা পড়ার সময়ই নোটিস করেছিলাম। লক্ষ্য করে দেখুন, আমি আমার ডেসক্রিপশানে গণহত্যা কথাটা ইউজ করিনি। ইন ফ্যাক্ট, লেখার আগে ভেবেও ছিলাম ভুল ক্যাপশানটা পয়েন্ট আউট করে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি লেখার সময় সেটা ভুলে গেছি।

    তো কথা হল, ১৫০০ কৃষক একসাথে রিচুয়ালিস্টিকালি আত্মহত্যা করেনি। ওভার আ পিরিয়ড অব টাইম ১৫০০ জন আত্মহত্যা করেছে। এটাও ঠিক, এ জিনিষ অনেক দিন থেকেই চলছে। গত দশ বছরে কয়েক লাখ চাষী আত্মহত্যা করেছে।

    কিন্তু মিডিয়ায় বহুপ্রযুক্ত এই সেনসেশানালাইজেশান আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল রিসেশানের অন্যান্য সিমটমের সাথে এই ঘটনার যোগ স্থাপন করা। এই নিয়ে ডিটেলে আলোচনা করতে গেলে কনস্পিরেসির টইটা জাগিয়ে তুলতে হবে। কিন্তু আপাতত একটা বিষয়ের দিকে মনোযোগ আকর্ষন করছি। রিপোর্টেই এ কথা আছে যে এই আত্মহত্যার বড় কারণ হল ডেট ট্র্যাপ। ভালো ফলনের লোভ দেখিয়ে চাষীদের এক্সপেন্সিভ বীজ, সার এইসব কেনানোর পর মই কেড়ে নেওয়া। অনেক ঋণ নিয়ে পথে বসে যাওয়ার গল্প। গল্পের এই বেসিক থীমটা আমেরিকার হাউসিং মার্কেটেও সমান প্রযোজ্য। কিংবা ক্রেডিট কার্ড ডিফল্টেও। অনেক কোম্পানীর ব্যাঙ্ক্রাপ্ট হওয়ার গল্পেও। এমনকি দুবাইয়ের হাউসিং বাবল কোল্যাপ্সেও। তেলের দাম যখন খুব বেড়ে গেল, দুবাইয়ের মত অয়েল প্রোডিউসিং দেশেরা ওদের অয়েল ইনকামের সাথে প্রোপোর্শানাল বেশী লোন নিয়ে অনেক অনেক ডেভালাপমেন্ট শুরু করল এই আশায় যে তেলের এই হাই ভ্যালু হোল্ড করবে। তারপর ঝট করে তেলের দাম কমিয়ে দেওয়ায় দুবাইয়ের রিয়েল এস্টেট পুরো ক্র্যাশ করল।

    আমি কনস্পিরেসি থ্রেডে বলেছি মানুষকে -- বা ইভেন গভর্মেন্টকে বা দেশকে ক®¾ট্রাল করার একটা বড় টুল হল ঋণ। এত ঋণ যা সে পসিব্‌লি শোধ করতে পারবে না। আই এম এফ আর ওয়ার্ল্ড ব্যাঙ্কের ঋণ দেওয়ার মূল উদ্দেশ্য এটাই।

    পরে কখনো কনস্পিরেসি থ্রেডে এই নিয়ে আরো বিশদে কপচানো যাবে।
  • lcm | 69.236.185.230 | ২৪ এপ্রিল ২০০৯ ১০:৫২403391
  • - মর্টগেজ জায়ান্ট ফ্রেডি ম্যাক-এর চিফ ফাইন্যানশিয়াল অফিসার আত্মহত্যা করেলেন।

    - ইয়াহু জিওসিটিস-এর সার্ভিস তুলে দিচ্ছে। দশ বছর আগে এই জিওসিটিস-কে ইয়াহু প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন দিয়ে কেনে।

  • dri | 117.194.227.24 | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৪১403393
  • জি এম আমেরিকার প্ল্যান্টগুলো ৯ সপ্তাহ বন্ধ রাখবে। http://tinyurl.com/d2qhyo। নিন্দুকেরা অলরেডি বলতে শুরু করেছে যে এসব হল আমেরিকা থেকে সব প্রোডাকশান অন্য লো কস্ট দেশে সরিয়ে নিয়ে যাবার তাল। এদিকে বাজারে গুজব যে জি এম জুন মাসস্য প্রথম দিবসের লোন পেমেন্ট ডিফল্ট করবে। ব্যাঙ্ক্রাপ্সি সমাগতপ্রায়।

    ক্রেডিট কার্ডে লেট পেমেন্ট বাড়ছে। ক্যালিফোর্নিয়ায় বেশী সংখ্যক মানুষ বাড়ীর মর্টগেজ পেমেন্ট করছেন না ঠিক সময়ে।

    বৃটেনের বেলাউটের ভ্যালু গিয়ে ঠেকলো ১.৪ ট্রিলিয়ানে, যেটা প্রায় বৃটেনের জিডিপির সমান। http://tinyurl.com/dz4uoq। এদিকে বৃটেনের ডেফিসিট বেড়ে দাঁড়ালো ১৭৫ বিলিয়ান পাউন্ড। টপ ইনকাম ট্যাক্স হল ৫০%, http://tinyurl.com/d5rwd9। বৃটেনের আনএমপ্লয়মেন্ট ১২ বছরে হাইয়েস্ট।

    ফ্রেঞ্চ ইউনিভার্সিটিগুলোতে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হল। কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। http://tinyurl.com/d39hpx। এছাড়াও দেশে লেবার টেনশান বাড়ছে, http://tinyurl.com/c4xn3p এবং http://tinyurl.com/c5rcwr। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ১০০০ মেগাওয়াট ক্যাপাসিটি কাট করল শ্রমিকরা, http://tinyurl.com/ckcuds। এবং ইকনমি খারাপ হলে যা অবশ্যম্ভাবী -- মাইগ্রেন্টদের ওপর পুলিশী দুর্ব্যবহার, http://tinyurl.com/d3snb5

    ১৯৮০ সালের পর এই প্রথম জাপানের ট্রেড ডেফিসিট হল। ৭১.১ ট্রিলিয়ান ইয়েন, http://tinyurl.com/dz378z
  • dri | 117.194.225.107 | ২৮ এপ্রিল ২০০৯ ১১:৫১403394
  • আরো চারটি ব্যাঙ্ক ফেল করল -- জর্জিয়ার আমেরিকান সাদার্ন ব্যাঙ্ক, মিশিগানের হেরিটেজ ব্যাঙ্ক, ক্যালিফোর্নিয়ার ফার্স্ট ব্যাঙ্ক অব বেভারলি হিল্‌স এবং আইডাহোর ফার্স্ট ব্যাঙ্ক অব আইডাহো।

    জি এম আরো ২১০০০ কর্মী ছাঁটাই করবে, এবং পন্টিয়াক ব্র্যান্ডটা ফেজ আউট করবে।

    ক্রাইসলারও এখন ব্যাঙ্ক্রাপ্সির ভুত দেখছে। ব্যাঙ্ক্রাপ্সিই হোক বা ব্যাঙ্ক্রাপ্সিজনিত রিস্ট্রাকচারিং, ইকনমির ওপর, কর্মসংস্থানের ওপর প্রভাব প্রিটি মাচ একই রকম পড়বে।

    হোয়াইট হাউসের বাইরে ডিসেব্‌ল্ড মানুষেরা তাদের দাবীদাওয়া নিয়ে পিকেটিং করছিল। পুলিশ সেখানে অ্যারেস্ট করা শুরু করল। http://blogs.abcnews.com/politicalpunch/2009/04/police-arrestin.html

    ওয়াইডস্প্রেড সোয়াইন ফ্লু দেখা দিল বিভিন্ন জায়গায়। কিন্তু এও কি রিসেশানের বিষয় হল? রাশিয়া, চীন শুয়োরের মাংস ইম্পোর্ট বন্ধ করল, http://uk.reuters.com/article/latestCrisis/idUKSEO373487। ইউরোপিয়ান ইউনিয়ান তাদের সিটিজেনদের আমেরিকা আর মেক্সিকোতে যেতে বারণ করল, http://www.msnbc.msn.com/id/30431245/। জার্মান ট্যুর অপারেটার মেক্সিকোর ট্যুর ক্যানসেল করল, http://tinyurl.com/dkfwcf। মেক্সিকান পেসোর ভ্যালু ফল করল, মেক্সিকান সে¾ট্রাল ব্যাঙ্ক পেসোর ভ্যালু ধরে রাখতে ১৩৮ মিলিয়ান ডলার বিক্রি করল, http://www.reuters.com/article/usDollarRpt/idUSMEX00149220090427

    ইকুয়েডরের সোশালিস্ট প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা রিইলেক্টেড হলেন, http://tinyurl.com/decop3
  • saikat | 202.54.74.119 | ২৮ এপ্রিল ২০০৯ ১২:২৩403395
  • Islamic finance

    http://www.lrb.co.uk/v31/n08/hard01_.html

    The world of sharia-compliant finance is largely unscathed: Islamic banks in the Middle and Far East have not followed the low collateral/high borrowing regimes favoured by their conventional competitors at home and abroad; Islamic principles have denied investors any real access to shares in the banking sector and thus any exposure to toxic debt.

  • dri | 117.194.229.213 | ৩০ এপ্রিল ২০০৯ ২৩:০২403396
  • ক্রাইসলার চ্যাপ্টার ইলেভেন ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল।

    আমেরিকায় সোয়াইন ফ্লুর কেস বাড়ল। একশোর ওপর স্কুল বন্ধ হয়ে গেল। সাউথ ক্যালিফোর্নিয়ার মিলিটারি বেসে মেরিনদের মধ্যে ফ্লু দেখা দিল।

    আমেরিকার ইকনমি প্রথম তিন মাসে ৬.১% অ্যানুয়ালাইজ্‌ড রেটে হ্রাস পেল।

    বি এ ই সিস্টেমস বৃটেনে তিনটি ফ্যাকট্রি বন্ধ করল। ৫০০ জনের চাকরী গেল।

    বৃটিশ ভ্যান কোম্পানী এল ডি ভি প্রায় ৯০০ লোকের চাকরী খেয়ে ব্যাঙ্ক্রাপ্সি ঘোষনা করল।

    ইটালিয়ান অথরিটি চারটি ব্যাঙ্কের (জে পি মরগ্যান চেস, ডয়েচব্যাঙ্ক, ইউবিএস আর ডেপফা) ৩০০ মিলিয়ান ডলারের অ্যাসেট বাজেয়াপ্ত করল ফ্রডের দায়ে।

    জার্মান ইকনমিও ৬% রেটে হ্রাস পেল। সে দেশেও আনএমপ্লয়মেন্ট রেট বাড়ল পর পর ছ'মাস। এবং সর্বোপরি, জার্মান বিয়ারের বিক্রি কমল ৬.৮%।

    পাকিস্তান গম্মেন্টের সাথে তালিবানের মারপিট দিন দিন বাড়ছে।
  • dd | 122.167.18.4 | ৩০ এপ্রিল ২০০৯ ২৩:১৪403397
  • আর উদিকে ভালো খবরের মধ্যে
    ইন্ডিয়া (দ্যাট ইজ ভারত) শেয়ার মার্কেট ছ্যার ছ্যারিয়ে উঠছে
    কোর সেক্টরে গ্রোথ আবার ফিরে এসেছে
    উইপ্রো তথা অনেক বড় আই টি কোং প্রফিটে ফেটে পরচে
    বিদেশের ভালো খবর
    পাকিস্তান গম্মেটের সাথে তালিবানের মারপিট দিন দিন বাড়ছে।
  • Arpan | 122.252.231.12 | ০১ মে ২০০৯ ০০:২৯403398
  • দ্রিশেষন বাড়ছে আর ফুলু হচ্ছে! মা, আমি রুট কজ অ্যানালিসিস করব। এই সেন্সেক্স আবার বারো হজারে পৌঁছে গেলেই।
  • dri | 117.194.227.17 | ০২ মে ২০০৯ ১৩:২১403399
  • গুড নিউজ আমার কাছেও আছে!

    সিপলা বলেছে সোয়াইন ফ্লুর ওষুধ সাপ্লাই দিতে তাদের কোন অসুবিধে নেই। হোয়্যার দেয়ার ইজ পৌষমাস, দেয়ার ইজ সর্বনাশ। মহামারীকে ফার্মা কোম্পানীর মত দরদ দিয়ে কি আর কেও ভালোবাসে? সিপলার স্টক কিনুন।

    তবে ব্যাড নিউজও আছে।

    আরো তিনটি ব্যাঙ্ক ফেল করল। জর্জিয়ার সিলভারটন ব্যাঙ্ক, নিউ জার্সির সিটিজেনস কমিউনিটি ব্যাঙ্ক, এবং ইউটার আমেরিকা ওয়েস্ট ব্যাঙ্ক।

    এপ্রিল মাসে গাড়ীর সেল হুমড়ি খেয়ে পড়েছে। জি এম ডাউন ৩০%, ক্রাইসলার ডাউন ৪৮%।

    হোমওনারদের ঋণের বোঝা কমানোর প্রোপোজাল সেনেটে রিজেক্টেড হল, http://www.reuters.com/article/GCA-Housing/idUSTRE53T7A820090430

    ক্রেতারা ক্রমশ বেশী টাইট করে বেল্ট বাঁধছে, http://www.chron.com/disp/story.mpl/headline/biz/6402462.html

    হ্যান্ড আউট, ফুড স্ট্যাম্পের ওপর নির্ভরশীলতা বাড়ছে, http://www.guardian.co.uk/world/2009/may/01/recession-food-handouts-america-virginia

    ভারতের রফতানি ফেরুয়ারিতে ২১.৭% কমার পর ফেব্রুয়ারিতে কমল ৩৩%! http://www.bloomberg.com/apps/news?pid=20601091&sid=ajxRZnOaLC6Y

  • dri | 117.194.229.139 | ০২ মে ২০০৯ ১৩:৩৫403400
  • ** ফেব্রুয়ারীতে ... মার্চে ...
  • ranjan roy | 122.168.6.177 | ০৩ মে ২০০৯ ০১:০০403401
  • দ্রি,
    আপনার ১৯শে এপ্রিলের সেকেন্ড পোস্টটার পরিপ্রেক্ষিতে বলছি।
    আমি ৩৬গড়ে বিগত ৪০বছর ধরে আছি। ৩২বছর ধরে রুরাল সেক্টরে কাজ করছি। গতবছর এবং এ বছর ১৫০০ কেন, একটাও ঋণের জন্যে আত্মহত্যার ঘটনা পাইনি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি।
    বিদর্ভের থেকে এখানে ছবিটা আলাদা। এখানে বিদর্ভের মত বিশাল আকারে ক্যাশ ক্রপ, ধরুন--- আঙুর, কমলা, মুসাম্বি, সূর্যমুখী, আখ, সয়াবীন--এসব কিছুই হয় না। ফলে লোনের মাথাপিছু পরিমাণ অনেক কম। তারপর গত বছর গেছে ভারত সরকারের জায়ান্ট ঋণ মকুব প্রোগ্রাম।
    আর কোন ব্যাংক থেকে এই এলাকায় ছোট কিসানের জমি নীলাম হয় না।
    কেউ আত্মহত্যা করবে কেন?
    ভাবুন তো ড্রি, এই ইলেকসানের বাজারে,( ক'মাস আগে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনও হয়েব গেছে।) সমস্ত পেপার এই নিউজকে চেপে দেবে? বিরোধী দল? কিসানসভা? বমপন্থীরা?
    তা' আমি ঐ IndependenTCGnet কে লিখলাম--- খবরের সোর্স, জেলা এসব জানাতে। আমিঠিক কম্পু স্যভি নই? ঠিকমত পোস্টটা গেল না। দেখুন তো, সত্যিটা কি যদি বার করতে পারেন।
  • a x | 75.53.196.7 | ০৩ মে ২০০৯ ০৩:১৩403402
  • রঞ্জনদা, এটা একটু দেখবেন? ঠিক কৃষক আত্মহত্যার সাথে ডিরেক্টলি জড়িত না, কিন্তু খবর না পাবার কিছু কারণ হতে পারে

    The Art of Not Writing - Shubhranshu Choudhary
    http://tinyurl.com/c63ocx
  • a x | 75.53.196.7 | ০৩ মে ২০০৯ ০৩:২৬403405
  • CG Net ইয়াহু গ্রুপের মত, আপনি মেম্বার না হলে মেল যাবেনা। শুভ্রাংশু চৌধুরীর মেল আইডি [email protected]

    এগুলোও দেখবেন -
    http://tinyurl.com/cww95t
    http://sanhati.com/articles/1326/


    বিশেষ করে শেষেরটা দেখবেন। কিছু উত্তর পাবেন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন