এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Boo | 203.189.230.3 | ১১ জুলাই ২০০৯ ১৮:৫১403539
  • এখন কথা হলো গিয়ে যে শাদা চামড়ার জেনিফাররা কেন তাদের শ্রেণীচ্যুত হওয়াটা স্বেচ্ছায় মেনে নেবে! কেন একটা ক্রিটিক্যাল সময়-বিন্দুতে গিয়ে তারা আওয়াজ তুলবে না 'ঢের হয়েছে! আমাদের ম্যানুফ্যাকচারিং বেস আর আউটসোর্স করা যাবে না! সস্তা চিনা মাল আনা বন্ধ করতে হবে!'

    সবাই তো আর ফ্যাটক্যাট / আর্মচেয়ার বিশ্বায়ক না!
  • dri | 117.194.233.41 | ১২ জুলাই ২০০৯ ০০:২১403540
  • যাক, বাঁচলাম। আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম এই ভেবে যে আপনি বলতে চাইছেন সাম্য একটি ডিজায়ারেব্‌ল ব্যাপার। এখন বোঝা যাচ্ছে সেসব কিছু নয়। সাম্য হলে হবে, না হলে না হবে। সেটা ইম্মেটিরিয়াল। আসল কথা হল 'ফ্রি মার্কেট'। যদিও একটা কনফিউশান আমার এখনও যায় নি। কেন আপনি ফ্রি মার্কেটের মার্কেটিং করতে গিয়ে সাম্যের ব্যাপারটা হাইলাইট করলেন। অ্যাজ ইফ, সাম্য এত ভালো বলেই বাই অ্যাসোসিয়েশান ফ্রি মার্কেটও ভালো।

    এনিওয়ে, আপনার এই পোস্ট পড়ে বুঝতে পারছি, আপনার মূল প্রেমিস হল, সাম্য অর নো সাম্য, ফ্রি মার্কেট ভালো। এবং বাকি সব কথাই এই অ্যাজামশানকে ঘিরে।

    এ ব্যাপারে আমার একটাই কথা বলার, যে এই প্রেমিসের সাথে অনেকেই একমত নন। আমি তো নইই। অতয়েব এইটে ধরে নিলে কি কি ফলো করে সেই লিস্ট নিয়ে মেতে উঠতে আমি চাইছি না।

    আরো একটা কথা 'ফ্রি মার্কেট'এর বিরোধিতা করা মানেই কিন্তু ক্যাপিট্যালিজ্‌মের বিরোধিতা করা নয়। কমিউনিজ্‌ম আমি ছেড়েই দিলাম। ক্যাপিট্যালিস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেও 'ফ্রি মার্কেটের' বিরোধিতা করা যায়। ইন ফ্যাক্ট এর দীর্ঘ ইতিহাস আছে। খুব ডিটেলে আলোচনা করতে হলে একগাদা টাইপ করতে হবে। অনেক টাইপ করার মুডে আমি নেই। ছোট করে, ফ্রি মার্কেটের মডেল এসেনশিয়ালি অ্যাংলো-ডাচ ইম্পিরিয়াল মডেল। এর মূলে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বিশ্ববাণিজ্যের ধারণা। যে কোথাও কোন ট্রেড ব্যারিয়ার থাকবে না। যেখানকার জিনিষ আমি যেখান থেকে নিয়ে যেখানে খুশী বেচে দিতে পারি। চায়নার চা আর সিল্ক ইওরোপে বেচে দেব। ভারতের আফিম চায়নায় বেচে দেব। ভারতের নীল আর তুলো ইওরোপে বেচে দেব। তুলো ম্যানচেস্টারে ঘুরিয়ে জামাকাপড় আবার ভারতে বেচে দেব। ভারতের চা আমেরিকায় বেচে দেব, আমেরিকার বরফ ভারতে বেচে দেব। এবং পুরো শো'টা আমি ক®¾ট্রাল করব। কোনটা কোথায় কিভাবে কতটা কিনব, বেচব, প্রাইসিং কিভাবে করব তাতে আমার পূর্ণ ক®¾ট্রাল থাকবে। যেখান থেকে কেনা বেচা হচ্ছে সেই দেশের যেন প্রায় কোন সে না থাকে। এইটা হচ্ছে ফ্রি মার্কেটের মূল আইডিয়া। এবং এখন ওয়ার্ল্ড ট্রেড অর্গ্যানাইজেশান করে যা করা হয়েছে সেটা এরই একটা সংস্করণ। এক ধরণের নিওকলোনিয়ালিজ্‌ম। যেখানে নেশান স্টেটের সে খুব কম, আর ইন্টারন্যাশানাল বডির (ডাব্লু টি ও) সে খুব বেশী। এর বিপরীতে অন্য ব্যবস্থার নাম হল 'ফেয়ার ট্রেড'। ফ্রি ট্রেডের বিপরীতে ফেয়ার ট্রেডে কনসেপ্ট অষ্টাদশ শতক থেকেই ছিল। ফেয়ার ট্রডের মূলমন্ত্র হল যে দুই দেশের মধ্যে বাণিজ্য তাদের যৌথ সম্মতি মাধ্যমে বাণিজ্যচুক্তি ঠিক করা হবে। অর্থাৎ কোন দেশ ইচ্ছে করলে কোন একটি জিনিষে হাই টারিফ বসাতে পারে হয়ত নিজেদের ব্যবসায়ীদের বা চাষেদের প্রোটেক্ট করার জন্য। আমি মনে করি ক্যাপিট্যালিস্ট সিস্টেমেই যদি চলতে হয় ফ্রি ট্রেডের বদলে ফেয়ার ট্রেড হওয়া উচিত।

    পুঁজিকে যেকোন জায়গায় মুভ করতে দিতে হবে, এটা কোন স্বত:সিদ্ধ নয়। এটা ইন্টারন্যাশানাল ট্রেডারদের ড্রিম। কিন্তু এতে অনেকের ক্ষতি হতে পারে। এবং এটা হবে কি হবে না সে ব্যাপারে ক্ষতিগ্রস্থদেরও মত নিতে হবে। আমি বলতে পারি, আমি তো একজন পৃথিবীবাসী। তাই আমি পৃথিবীর যে কোন জায়গায় গিয়ে থাকতে পারি। কিন্তু কাজের সময় তা হয় না। নেশানের বাউন্ডারি আছে। পাসপোর্ট ভিসা আছে। যে কেউ যে কোন জায়গায় চলে যেতে পারে না। এই নিয়ম করা হয়েছে। পুঁজির ক্ষেত্রেও নিয়মের ছাড় দেওয়া হবে এমন কোন কথা নেই। ব্যাপারটা আলোচনাসাপেক্ষ।

    আর ব্যাপারটা যদি এতি সহজ হবে, তাহলে জি এম আর ক্রাইসলার আগেই কেন এই কান্ড করে নি? আমেরিকার বদলে চীনে গাড়ী বানালে বেশী লাভ এ তো আজকের কথা নয়। এ তো দশ বছর আগে থেকেই সত্যি। তবে কেন এদের অপারেশান সরিয়ে নিতে একটা রিসেশান অব্দি ওয়েট করতে হল? পারত একটা বুমের মাঝখানে সরিয়ে নিয়ে যেতে? আর কেন ব্যোয়িংএর ম্যানুফ্যাকচারিং এখনই চীনে চলে যাচ্ছে না?
  • dri | 117.194.233.41 | ১২ জুলাই ২০০৯ ০০:২৪403541
  • একটা ব্যাঙ্ক ফেল করল। ব্যাঙ্ক অফ ওয়ায়োমিং।

    আচ্ছা একের পর এক ব্যাঙ্ক টুকটুক করে ফেল করছে কেন? এটা কি নর্মাল? এই নিয়ে কোন থিওরি?
  • Santanu | 217.196.19.45 | ১২ জুলাই ২০০৯ ১২:০৬403542
  • এতো দেখি মুদির দোকানের মতো পাড়ায় পাড়ায় bank;

    তাহলে তো দু-চারটে ফেল করবেই, বিক্রি বাটা নেই, লোকে ধারে মাল নিয়ে, মাসের শেষে পয়্‌সা দিচ্ছে না - ব্যাস উঠে গেল।
  • dri | 117.194.233.251 | ১২ জুলাই ২০০৯ ১২:৫০403543
  • জাস্ট একটু পার্স্পেকটিভের জন্য ...

    আমেরিকায় প্রায় হাজার আটেক ব্যাঙ্ক আছে।

    ২০০১ এ ৪ টি ব্যাঙ্ক ফেল করেছিল
    ২০০২ এ ১১ টি
    ২০০৩ এ ৩ টি
    ২০০৪ এ ৪ টি
    ২০০৫ এ একটিও নয়
    ২০০৬ এ একটিও নয়
    ২০০৭ এ ৩ টি
    ২০০৮ এ ২৬ টি
    ২০০৯ এর প্রথম ৬ মাসে ৫৩ টি

    অতয়েব দেখা 'দু চারটে' ফেল করত আগে। এখন 'দু চারটে'র কিছু বেশী করছে। এই ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হবে।
  • dri | 117.194.230.198 | ১২ জুলাই ২০০৯ ২১:৫৩403544
  • ক্যালিফোর্নিয়া স্টেটের পয়সা নেই। তাই স্টেট ইউনিভার্সিটিগুলো স্প্রিং এ কোন স্টুডেন্ট নেবে না। সবচেয়ে মজার কথা হল এইটা কাভার করেছে জিনহুয়া। http://news.xinhuanet.com/english/2009-07/11/content_11692065.htm। তাছাড়াও যেসব স্টুডেন্ট স্টেট ফান্ড থেকে স্কলারশিপ পায় তাদের পেমেন্ট ডেফার্ড হবে (অ্যাডভাইসারের নিজস্ব প্রোজেক্ট ফান্ড হলে অন্য কথা)। এবং আন্ডারগ্র্যাডদের ফি ১০-২০% বাড়ানোর প্রপোজাল আছে।

    আর্টিফিশিয়াল ভাবে জলাভাব সৃষ্টি করে সে¾ট্রাল ক্যালিফোর্নিয়ার ভ্যালি খরার কবলে। চাষে নিযুক্ত ৮০,০০০ মানুষ কাজ হারিয়েছেন। ফ্রেসনোর কাছে মেন্ডোটা শহরে আনএমপ্লয়মেন্ট ৪১%। এখান থেকে আমেরিকার ছয় ভাগের এক ভাগ শস্য উৎপাদিত হত। http://www.fresnobee.com/columnists/mcewen/story/1501334.html

    ছোট এবং মাঝারি ব্যাবসায়ীদের ঋণ দিত সি আই টি গ্রুপ বলে একটি কোম্পানী। শোনা যাছে সেটি নাকি ব্যাঙ্ক্রাপ্সির ভুত দেখছে।

    জল শুকিয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। ইরানের একটা লেকে জল খুব কমে গেছে। http://www.presstv.com/detail.aspx?id=100474§ionid=351020108। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী জলের জন্য ভোপালে খুনও হয়েছে, http://www.guardian.co.uk/world/2009/jul/12/india-water-supply-bhopal। আর সেদিন শমীকও বলছিলেন না কোন একটা লেক একেবারে শুকিয়ে গেছে যেখানে আগের সিজ্‌নেই জল ছিল?

    অবশেষে কি বৃটিশ এমাপায়ারেরও মিলিটারি কাট করার সময় এল!? http://www.csmonitor.com/2009/0710/p06s01-wogn.html। এটাটার খুব দরকার। হলে খুবই খুশী হব। আমেরিকার কিন্তু এই রিসেশানেও মিলিটারি স্পেন্ডিং কমানোর কোন লক্ষণ দেখিনি।
  • d | 117.195.34.110 | ১২ জুলাই ২০০৯ ২২:০১403545
  • দ্রি,
    চিনের কেসটা নিয়ে কিছু বলবেন?
  • kd | 59.93.219.94 | ১৩ জুলাই ২০০৯ ০১:১০403546
  • দ্রিপোর্ট:
    ফ্রেসনোর কাছে মেন্ডোটা শহরে আনএমপ্লয়মেন্ট ৪১%। এখান থেকে আমেরিকার ছয় ভাগের এক ভাগ শষ্য উৎপাদিত হত।

    সত্যি? শহরটি বেশ বড় বলতে হবে - মানে অত বড় দেশের পুরো ১/৬ ভাগ শষ্যের চাষ করার মত জমি - হেলাফেলা ব্যাপার নয়।

    এদিকে আবার উইকি বলে ঐ শহরে জমি ২ স্কোয়ার মাইলের থেকে কম আর পপুলেশন ১০০০০ এর কম (প্রায় ৯৫% হিস্পানিক বা ল্যাটিনো)।

    একেই বলে প্রোডাক্টিভিটি।

    এই দুনিয়ায় কত কি যে সম্ভব গুচ না থাকলে জানতেই পারতুম না:-)

  • dri | 117.194.225.7 | ১৩ জুলাই ২০০৯ ০৮:৫৬403547
  • সরি কেডিদা! ভুলে গিয়েছিলাম যে তথ্যে ভুল আবার আপনি একদমই সহ্য করতে পারেন না। আসলে ক্যালিফোর্নিয়ার ১/৬ উৎপাদনের কেসটা ক্যালিফোর্নিয়ার সে¾ট্রাল ভ্যালির জন্য। যখন ৮০,০০০ আনেমপ্লয়মেন্টের কথা বললাম সেটা সে¾ট্রাল ভ্যালি জন্যই। মাঝখানে মেন্ডোটার কথাটা বলাতেই বক্তব্যটা একটু কনফিউজিং হয়ে গেল। আনেমপ্লয়মেন্ট এখন পুরো সে¾ট্রাল ক্যালিফোর্নিয়া জুড়েই খুব হাই। মেন্ডোটায় বিশেষ করে হাই। সে¾ট্রাল ক্যালিফোর্নিয়ার ব্যাপ্তি নেহাত কম নয়, দক্ষিণে বেকার্সফিল্ড থেকে উত্তরে রেডিং পর্য্যন্ত। পূবে সিয়েরা মাউন্টেন রেঞ্জ থেকে পশ্চিমে সমুদ্র পর্য্যন্ত। উইকি বলছে মোট ৪২০০০ স্কোয়ার মাইল। যেটা আমেরিকার মোট চাষযোগ্য জমির ১/৬। বাই ভলিউম আউটপুট ১/৬ হলেও, বাই ভ্যালু আউটপুট ৮%, উইকি বলছে। মানে ক্যালিফোর্নিয়ায় একটু লো এন্ড জিনিষপত্র চাষ হয় আরকি।

    এনিওয়ে, আশা করছি এবার আপনার গুচয় আসা সার্থক হবে। আর গুচয় না আসলে কি আর আপনি জানতে পরতেন মেন্ডোটা কত স্কোয়ার মাইল, ;-)? সি এন এন কি এইসব শেখায়?
  • dri | 117.194.226.201 | ১৩ জুলাই ২০০৯ ০৯:০১403549
  • কিন্তু যতই নিটপিক করুন, আমার মোদ্দা কথা হল ক্যালিফোর্নিয়ায় জল বন্ধ করে দেওয়া হয়েছে একটি অতি ফিজুল কারণে, এবং সে কারণে চাষের খুব ক্ষতি হচ্ছে, অনেক মানুষ অ্যাফেক্টেড। একটা রিসেশানের সময় একটা আর্টিফিশিয়াল খরার কোন দরকার ছিল না। এবং মেনস্ট্রিম মিডিয়া এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাভার করছে না। এই হল আমার টেক হোম বক্তব্য।

    কারো যদি স্ট্যাটিসটিক্স নিয়ে খুব উৎসাহ থাকে তাহলে তিনি নিজেই ওয়েব ঘেঁটে অনেক ইনফো বার করে নিতে পারবেন।
  • kd | 59.93.246.170 | ১৩ জুলাই ২০০৯ ১০:০৩403550
  • দ্রি, আপনার লেখা পড়ে আপনাকে একজন matured intelligent individual বলে মনে করি আর আপনি আমার এই toungue in cheek comment পড়ে এমন রিঅ্যাক্ট করলেন?

    তবে হ্যাঁ, তথ্যে ভুল আপনার কাছ থেকে পেলে খারাপ লাগে বইকি - অন্য অনেকের মতো আমিও আপনার এই সব লেখা (এবং লিংকগুলো) মন দিয়ে পড়ি, আপনার রিসার্চকে শ্রদ্ধা করি, তাই।

    হ্যাঁ, আর একটা কথা। আপনার দুটো টই পড়ে কেমন যেন মনে হয় আপনি আর্মাগেডনের আশংকায়। সত্যি কি? অবিস্যি হু কেয়ার্স, আ: ক: বা: (আমার বেলায় এটা মস্করা না)।

    ও হ্যাঁ, আমি সিএনএন দেখি না, গোবিন্দা আর পোসেনজিতের সিনেমা ছাড়া টিভিই দেখি না।
  • r | 125.18.104.1 | ১৩ জুলাই ২০০৯ ১৫:০৪403552
  • সোনাগাছিতেও নাকি ধড়াদ্ধড় রেট পড়েছে। পরশু কি তরশু টাইম্‌স অফ ইন্ডিয়ায় দীর্ঘ রিপোর্ট পড়লাম। এখন নেটে খুঁজে পাচ্ছি না।
  • dri | 117.194.227.34 | ১৩ জুলাই ২০০৯ ২১:৫৭403553
  • কেডিদা, আপনি একটা কাজ করুন না। একটা টই খুলে বুঝিয়ে দিন আর্মাগেডন কাকে বলে।

    তবে শুধু গোভিন্দা আর পোসেনজিতের সিনেমা দেখে কি আর আর্মাগেডন শেখা যায়, ;-)? যাই হোক, রিয়্যাকশানে একদম ঘাবড়াবেন না।
  • P | 163.244.62.140 | ১৩ জুলাই ২০০৯ ২২:০৪403554
  • ইসে , গত ক হপ্তা ধরে আম্মো মন দিয়ে অ্যাগটা ট্রেনিং লিখলুম ইউরোপীয়ান স্মল অর মিডিয়াম বিজনেসের আইটি স্পেন্ডিং অ্যানালিসিস নিয়ে। কিছু হিস্টোরিক ডেটা কিছু ফোরকাস্ট ইত্যাদি ইদিক সিদিক থেকে চুরি করে পিপিটি সাজালুম।
    তাইতে তো আগামী কবছরের ডুম অ্যান্ড গ্লুম অত গভীর কালো লাগল না , তবে দ্রিসেশানের শেষের সে দিন কি আগত ?
  • dri | 117.194.227.34 | ১৩ জুলাই ২০০৯ ২২:১১403555
  • ফরাসী কোম্পানী নিউ ফ্যাব্রিসের কর্মীরা তাদের ছাঁটাইয়ের কমপেনসেশান না পেলে ফ্যাকট্রি উড়িয়ে দেবে বলল, http://www.reuters.com/article/rbssConsumerGoodsAndRetailNews/idUSLC42677020090712

    আমেরিকায় বিনে পয়সায় কাজ করার ট্রেন্ড বাড়ছে। http://uk.reuters.com/article/idUKTRE56C0T120090713। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এখন আমেরিকায় অ্যাভারেজ ওয়ার্ক আওয়ার অ্যাবাউট ৩৩ ঘন্টা পার উইক। অর্থাৎ অনেকেই এখন ফুল ৪০ ঘন্টার কাজ পাচ্ছেন না।
  • dri | 117.194.227.34 | ১৩ জুলাই ২০০৯ ২২:১৫403556
  • আগামী কয়েক বছর তো বেশ অনেকটা সময়। তার মধ্যে কখনো না কখনো রিকভারি নিশ্চয়ই শুরু হবে। কিন্তু রিসেশানটা এখনও পুরো বট্‌ম আউট করে নি। মানে এখনও পড়া বাকি আছে।
  • P | 163.244.62.138 | ১৩ জুলাই ২০০৯ ২২:১৯403557
  • এইচ পি আয়ারল্যান্ডের এমপ্লয়ীদের চিঠি পাঠিয়েছে ভোটিং বাটন লাগিয়ে -
    "তুমি কি ৫% পে-কাট নিতে রাজী ?"
  • Arpan | 216.52.215.232 | ১৪ জুলাই ২০০৯ ১৩:৫৯403561
  • এই মেইলটা কিছুদিন আগে পেয়েছিলাম:

    It is August. In a small town on the South Coast of France, holiday season is in full swing, but it is raining
    so there is not too much business happening. Everyone is heavily in debt.

    Luckily, a rich Russian tourist arrives in the foyer of the small local hotel. He asks for a room and puts a

    Euro100 note on the reception counter, takes a key and goes to inspect the room located up the stairs on the
    third floor.

    The hotel owner takes the banknote in hurry and rushes to his meat supplier to whom he owes E100.

    The butcher takes the money and races to his supplier to pay his debt.

    The wholesaler rushes to the farmer to pay E100 for pigs he purchased some time ago.

    The farmer triumphantly gives the E100 note to a local prostitute who gave him her services on credit.

    The prostitute goes quickly to the same hotel, as she owed the hotel for her hourly room use to entertain clients.

    At that moment, the rich Russian is coming down to reception and informs the hotel owner that the proposed room is unsatisfactory and takes his E100 back and departs.

    There was no profit or income.

    But everyone no longer has any debt and the small townspeople look optimistically towards their future.

    COULD THIS BE THE SOLUTION TO THE Global Financial Crisis? Or, is there a catch here?

  • dri | 117.194.234.130 | ১৪ জুলাই ২০০৯ ২১:২৩403562
  • দেয়ার ইজ আ ক্যাচ।

    ক্যানো? সেটা ভেবে বের করুন।
  • dri | 117.194.228.157 | ১৪ জুলাই ২০০৯ ২১:৪১403563
  • বৃটিশ এয়ারওয়েজ পাইলটস অ্যাসোসিয়েশান ২.৬% পেকাট মেনে নিল। আর কিছু অ্যালাওয়েন্সেসে ২০% কাটও মেনে নিল। http://www.telegraph.co.uk/finance/newsbysector/transport/5818971/BA-pilots-agree-pay-cut-to-save-airline-26m.html

    আম্রিকার চাষীভাইরা বিনিপয়সার গোদান কর্ছেন, পুষতে না পেরে। http://www.dailykos.com/storyonly/2009/7/13/753049/-Mind-Blow:-Farmers-Giving-Away-Their-Cows-at-Livestock-Auctions

    অগাস্টের শেষে জাপানে ইলেকশান। ইলেকশান পোলে মনে হচ্ছে যাচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ৫০ বছরের রাজত্বের অবসান হতে চলেছে। এটা জিওপোলিটিকালি খুবই গুরুত্বপূর্ণ হবে।
  • dri | 117.194.228.203 | ১৪ জুলাই ২০০৯ ২২:০২403565
  • ১৪ই জুলাই বাস্তিল দিবস। বাস্তিল দিবসের প্রাক্কালে ফ্রান্সে ম্যাসিভ কেওস। ৩১৭টা গাড়ী পুড়িয়ে দেওয়া হল। http://news.bbc.co.uk/2/hi/europe/8149362.stm
  • h | 203.99.212.224 | ১৫ জুলাই ২০০৯ ১৮:৫৬403569
  • সিমেন্স আইটি ইএস ভারতে ৫৫০ লোকের চাগরি নিয়েছে। ঘোষণা করেছে ১২৮, কিন্তু ইউনিয়ন বলছে ৫৫০।
  • arjo | 168.26.215.13 | ১৫ জুলাই ২০০৯ ১৯:০০403571
  • আইটি ই এস মানে কি আইটি ফার্মটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন