এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.227.209 | ২৬ জুলাই ২০০৯ ০৯:১৯403639
  • লাভ, ক্ষতি, আর ফ্রড (এনরন, সত্যম, ম্যাডফ) এই তিন নিয়েই ব্যবসা। কে না জানে? ম্যাডফের খুব শাস্তি হল। কিন্তু একা একা তো আর এত বড় ফ্রড করা সম্ভব না। এই ফ্রডের অন্য পার্টনারদের প্রোটেক্ট করে নেওয়া হল। আমেরিকার ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক, ইজরায়েলের ব্যাঙ্ক লিউমি, অস্ট্রিয়ার মেদিচি ব্যাঙ্ক এরা সবাই ম্যাডফের পার্টনার ছিল এবং পেমেন্ট পেয়েছিল। তাদের কোন ইনভেস্টিগেশান হয় নি। গোল্ডম্যন স্যাক্স আর জে পি মরগ্যানের ফ্রড নিয়ে লিখতে গেলে অনেক বড় করে লিখতে হবে।

    ওদিকে আরো সাতটি ছোট ব্যাঙ্ক ফেল করল। জর্জিয়ার ছটি ব্যাঙ্ক, এবং নিউ ইয়র্কের একটি ব্যাঙ্ক। এ বছরের ট্যালি গিয়ে দাঁড়াল ৬৪ তে।

    ডেট্রয়েট ব্যাঙ্ক্রাপ্সির পথে। http://globaleconomicanalysis.blogspot.com/2009/07/detroit-heads-for-bankruptcy-50-cities.html

    আনেমপ্লয়মেন্ট চেক পেতে দেরী হচ্ছে বহু মানুষের, http://www.nytimes.com/2009/07/24/us/24unemploy.html?_r=1&hp

    ইউ কের ইকনমি গত বছরে ৫.৬% কমল, http://www.telegraph.co.uk/finance/financetopics/recession/5899107/UK-economy-contracted-more-than-feared-last-quarter.html

    চীনে কোম্পানীর মালিককে পিটিয়ে মারল শ্রমিকেরা। ৩০০০০ কর্মীর সাথে পুলিশের সংঘর্ষ, http://www.google.com/hostednews/ap/article/ALeqM5jioPQNV87uBjYSGuPr-LgcBJNdiAD99LC8900
  • lcm | 128.48.7.203 | ২৯ জুলাই ২০০৯ ০২:৫৬403640
  • ফ্রড কি শুধু ব্যবসা-তে? ফ্রড...করাপশন... এ সব কিসে নেই।
    যেমন ধরা যাক, ছোট ব্যবসায়ী। এরা অনেকে অ্যাকাউন্ট বুকে লাভ না দেখিয়ে ক্ষতি দেখায়, ট্যাক্স ফাঁকি দেবার জন্য। বড় কোম্পানী কাগজে কলমে বেশী বেশী লাভ দেখায়, ইনভেস্টর/শেয়ারহোল্ডার-দের সন্তুষ্ট রাখার জন্য। দুটো দুরকমের ফ্রড...

    ইনফ্লেশন ডেটা নিয়ে আলোচনা হচ্ছে দেখলাম। এই প্রসঙ্গে,

    Fake inflation numbers masked crisis

    http://articles.moneycentral.msn.com/Investing/JubaksJournal/fake-inflation-numbers-masked-crisis.aspx?page=2


    When we talk about the growth rate in the economy, we talk about the real rate of growth i.e., the rate of growth after subtracting inflation. If the real rate of inflation is higher than the official rate of inflation, that means the actual rate of growth in the economy is lower than the official rate of growth....
  • dri | 117.194.226.250 | ০১ আগস্ট ২০০৯ ২০:৫৯403642
  • আরো পাঁচটি ব্যাঙ্ক ফেলিওর। ওকলাহোমার ফার্স্ট স্টেট ব্যাঙ্ক অফ অ্যালটাস, ফ্লোরিডার ইন্টিগ্রিটি ব্যাঙ্ক, ওহায়োর পিপ্‌ল্‌স কমিউনিটি ব্যাঙ্ক, নিউ জার্সির ফার্স্ট ব্যাঙ্ক অ্যামেরিকানো এবং ইলিনয়ের মিউচুয়াল ব্যাঙ্ক।
  • dri | 117.194.228.56 | ০৮ আগস্ট ২০০৯ ০৯:১০403644
  • আরো তিনটি ব্যাঙ্ক ফেলিওর। ফ্লোরিডার দুটি এবং ওরেগনের একটি।
  • dri | 117.194.227.80 | ০৯ আগস্ট ২০০৯ ০৯:৪৮403645
  • ফ্রেডি ম্যাক আরো টাকা চায়!
  • dri | 117.194.236.243 | ০৯ আগস্ট ২০০৯ ২৩:২১403646
  • এল এর কাছে একটি জেলে রায়ট। ৪০ জন হস্পিটালাইজ্‌ড। http://edition.cnn.com/2009/US/08/09/california.prison.riot/

    ক্যালিফোর্নিয়ায় অনেক জেল থেকেই বন্দীদের ছেড়ে দিচ্ছে। আর নাকি জেল চালানোর পয়সা নেই।

    ক্যলিফোর্নিয়ার স্টেট ইউনিগুলোতে আর ইউ সি গুলোতে সব এমপ্লয়ীদের জন্য ফার্লো জারি হল। ম্যানডেটারি ১০% পে কাট (দু দিন ছুটি)। চার বছরের জন্য রিক্রুটমেন্ট বন্ধ।
  • Arpan | 122.252.231.12 | ১২ আগস্ট ২০০৯ ০১:৩৩403650
  • ও দ্রি, জুলাইতে ভারতে গাড়ি বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় ৩১% বাড়ল যে।
  • arjo | 168.26.215.13 | ১২ আগস্ট ২০০৯ ০১:৪১403651
  • আম্রিগার অবস্থা এখনো বেশ খারাপ সে যেখানে যাই হোক না কেন। জর্জিয়ার বাজেটের যা অবস্থা তাতে চাকরি বাকরি থাকলে হয়। এমনিতেই আজ থেকে জুন অবধি ৬ দিন ফারলো নিতে হবে। আজ দণ্ডমুণ্ডের কর্তারা বসেছেন আমাদের ভাগ্য ঠিক করতে। তাতে ঠিক হবে কার কার চাকরি যাবে, বা আরও কতদিনের মাইনে যাবে ইত্যাদি ইত্যাদি। এ বছরের ইনক্রিমেন্ট তো আগেই ভোগে গেছে। এই টেনশনে আজ রাতে ভালো খাবার খাব ঠিক করেছি। যদি টেনশন খানিক কমে।
  • Arpan | 122.252.231.12 | ১২ আগস্ট ২০০৯ ০১:৫৪403652
  • আমাদের সেপ্টেম্বরে ইনক্রিমেন্ট হচ্ছে (টাচউড)। তবে এরিয়ার বোধহয় দেবে না।
  • shyamal | 24.117.233.39 | ১২ আগস্ট ২০০৯ ১৭:৪৪403653
  • ভারতে মধ্যবিত্ত ভাড়াটেরা চান ফ্ল্যাট কিনতে। বড় শহরগুলোতে দেখা যাচ্ছে ২০১১ এর মধ্যে চাহিদা হল ২০ লক্ষ ফ্ল্যাটের। দামী নয়, মধ্যবিত্তের ( বার্ষিক আয় ৩ থেকে ১০ লাখ) আওতার মধ্যে। সেজন্য বিল্ডাররা এখন এধরণের ফ্ল্যাট বানাতে উঠে পড়ে লেগেছেন। আগামী দুবছরে এর মোট বাজার হল ৬৮ বিলিয়ন ডলার।

    অন্য দিকে ভারতে শিল্প সেক্টরে উৎপাদন বিশাল বেড়েছে জুন মাসে। সকলে নিশ্চিত নন যে এই ট্রেন্ড চলবে কিনা। বৃষ্টি কম হওয়ায় এবার কৃষি ঝাড় খাবে।
  • Arijit | 61.95.144.123 | ১২ আগস্ট ২০০৯ ১৭:৫৫403654
  • হুঁ - ফ্ল্যাট হচ্ছে বটে, আবার পড়েও থাকছে বটে। সেই গড়িয়ার কোন ভিতরে ৩৩০০ টাকা স্কোয়্যার ফিটে (পুরো দাম ৭০ লাখ মিনিমাম, আর এই ৩৩০০ টা একটা পাট্টিকুলার ডাউনপেমেন্ট স্কীমে) কোন মধ্যবিত্ত ফ্ল্যাট কিনবে? সাউথ সিটির ফ্ল্যাটের দাম কমেছে শুনলাম - একা ঋতুপর্ণায় আর কত বিকোবে? ঋতুপর্ণার দেখনের সুখের চেয়ে সাউথ সিটির জ্যামের ঝঞ্ঝাট বেশি।

    আমাদের ইনক্রিমেন্ট হল তো, তবে গড়ে ৭-৮% - এরিয়ারও দিয়েছে এপ্রিল থেকে।
  • shyamal | 24.117.233.39 | ১২ আগস্ট ২০০৯ ১৮:৪৬403655
  • এজন্যই বিল্ডাররা সস্তার ফ্ল্যাট ( স্কোয়্যার ফুটে ২০০০ টাকার কম) বানানোর দিকে ঝুঁকেছেন। সেগুলো হবে ছোট, নো মার্বল, কম দামী বাথরুম ফিটিংস, অল্প কমন এরিয়া ইত্যাদি।
    আর আপনি সে ফ্ল্যাট গুরুসদয় রোডে পাবেন না। পাবেন না যাদবপুর, টালিগঞ্জ বা গড়িয়াতেও। আপনার হয়তো যেতে হবে সোনারপুরের দক্ষিণে। বা নৈহাটি বা চন্দননগর।
  • quark | 202.141.148.99 | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৩403657
  • হুঁ, আর সেই সোনারপুরের দক্ষিন, চন্দননগর, নৈহাটি থেকে ঠেঙিয়ে আপিস কত্তে আসতে হ'বে।
  • Arijit | 61.95.144.123 | ১৩ আগস্ট ২০০৯ ১৬:০১403658
  • আপিসপাড়া কলকাতায় থাকলে এইসব স্কীমে কোনো লাভ নাই। আর ওই রাস্তা টাস্তার প্রোজেক্টগুলোও বিশ বাঁও জলে। কাজেই ওসব জায়গা থেকে দু ঘন্টা ঠ্যাঙাতে হবে...সেই জন্যেই মেফেয়ার ইত্যাদি এখনো ফাঁকা রয়েছে। শেরউডও ভর্তি হয়নি। উপহার তো ওরকম বালের দাম হাঁকছে বলে খুব একটা লোকে কিনছে না। আমি এখনো মনে করি এখানে বাড়ি/ফ্ল্যাটের দাম আর্টিফিশিয়ালি বাড়ানো রয়েছে।
  • quark | 202.141.148.99 | ১৩ আগস্ট ২০০৯ ১৬:১৫403660
  • এ নিয়ে কোন সন্দেহ নাই। ২০০৭ এ ছ'মাসের মধ্যে জমি/বাড়ির দাম একলাফে ৫০-১০০% বেড়েছে। কিন্তু আরো খারাপ হ'ল রিসেন্ট খারাপ দিনে তা খুব একটা কমেও নি।
  • Arijit | 61.95.144.123 | ১৩ আগস্ট ২০০৯ ১৮:০০403661
  • এটা অনেকটা পোস্ট-আব্রামোভিচ চেলসী-কৃত প্রিমিয়ার লীগ মার্কেটের মতন হালত।

    শহরের মধ্যে বড় কমপ্লেক্সগুলো অধিকাংশই এনারাই-অধিকৃত - কেউ থাকে না, সম্ভবত: কোনোদিনও থাকবেও না। সবাই শেয়ার বাজার স্টাইলে খেলে রাখছে - পরে ঝেড়ে দেবে। দাম এতটাই ইনফ্লেটেড যে যাদের প্রয়োজন তারা লেফট-আউট, বা বাধ্য হয়ে দূরে যাচ্ছে - আর দু ঘন্টা ঠ্যাঙানোর সময় বাপান্ত করছে।
  • Arpan | 65.194.243.232 | ১৩ আগস্ট ২০০৯ ১৮:৫৫403662
  • যা:! অনেকে ভাড়াও তো দ্যায়। ;-)
  • shyamal | 24.117.233.39 | ১৩ আগস্ট ২০০৯ ২১:১৪403663
  • ভারতের অন্য শহরে স্পেকুলেশন হলেও কলকাতায় রিয়েল এস্টেট নিয়ে স্পেকুলেশন খুব কম। দেখা গেছে অধিকাংশ ফ্ল্যাট, সে দামীই হোক আর সস্তা, লোকে নিজের থাকার জন্য কেনে। এনারাইরাও ঐ জন্যই কেনে। কিন্তু তারা সাধারণত: রিটায়ারমেন্টের পরে থাকে কেডিদার মত, কেউ বছরে তিন মাস, কেউ ছমাস।
    কাজেই কলকাতায় যে দাম বাড়ছে সেটা জেনুইন; বম্বে, দিল্লী, গুড়গাঁওয়ের মত ফাটকা নয়। সেজন্যই এই রিসেশনের বাজারে কলকাতায় ফ্ল্যাটের দাম কমেছে সবচেয়ে কম। তবে এটা ঠিক যে নতুন দামী ফ্ল্যাটের চাহিদা খুব কম।

    এখন বিল্ডারদের বানাতে হবে ৫ লাখ থেকে ২০ লাখের ফ্ল্যাট। এই সেকশনে চাহিদা প্রচন্ড। কিন্তু এইদামে লাভ করতে গেলে নৈহাটি বা বারুইপুর ছাড়া গতি নেই।

    এগুলো যে খারাপ তা কে বলল? কলকাতায় যাতায়াত একটু সমস্যা হবে। কিন্তু সেরকম চাহিদা হলে আপনি নৈহাটি বা বারুইপুর থেকে চার্টার্ড বাস পাবেন অফিসে আসার জন্য।
    সেসব জায়গায় ভাল স্কুলও তৈরী হবে। দশ বছর আগেও লোকে বলত, ফ্ল্যাট কিনব গড়িয়াহাটে; বাইপাসে অতদূরে কে থাকবে?

    আর আজ দেখুন। গড়িয়া থেকে উল্টোডাঙার মধ্যে বাইপাসে অন্তত: দশ বারোটা বড় কমপ্লেক্স।
  • Ri | 121.241.218.132 | ১৪ আগস্ট ২০০৯ ১১:২৮403664
  • রাজারহাটে চিনার পার্কে আমার কাকা ৭৮ সালে জমি কিনে বাড়ি করেছিলো,তখন ছিলো ধ্যাদ্ধ্যারে গোবিন্দপুর। আর এখন ??
    সবাই শহরের ক্রীম জায়গায় কাছাকাছি থাকবে তা সম্ভব? আর লোকের তো ধারনাই আছে উত্তর কলকাতা বা শহরতলি মাত্রই খারাপ। যেমন সোনারপুরের তুলনায় বিরাটি থেকে জলদি রাজারহাটে আসা যায়।কিন্তু না লোকে সোনারপুরেই ফ্ল্যাট কিনবে সাউথে থাকার লোভে।তাই ওখানে দাম আর ও বাড়বে
  • r | 125.18.104.1 | ১৪ আগস্ট ২০০৯ ১২:৪৯403665
  • শ্যামল ঠিকই বলেছেন। অন্যান্য শহরের থেকে কলকাতায় রিয়েল এস্টেটে স্পেকুলেটিভ ডিমান্ড অনেক কম। যে কারণে কলকাতার রিয়েল এস্টেটের বুম এন্ড বাস্ট অত প্রমিনেন্ট নয়।

    কলকাতার উত্তরেও রিয়েল এস্টেট ডেভলপমেন্ট কম হচ্ছে না। কিন্তু মোটের উপর দক্ষিণ শহরতলিতে ফাঁকা জমি অপেক্ষাকৃতভাবে অনেক বেশি। যাতায়াতের সুবিধাও অনেক বেশি, কারণ বাইপাসের অ্যাক্সেস অনেক সহজ। আরও নতুন নতুন বাইপাসও তৈরি হচ্ছে। অন্যদিকে উত্তর শহরতলির যাতায়াত এখনও হয় ট্রেন নয়, বি টি রোড-যশোর রোড নির্ভর। দুটো রাস্তারই অবস্থা খুব খারাপ। কল্যাণী এক্সপ্রেসওয়ে বা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পাবলিক ট্র্যান্সপোর্টের জন্য এখনও জনপ্রিয় হয়ে ওঠে নি। তার উপর আছে স্কুলের সমস্যা। এখন জনপ্রিয় স্কুলের অনুপাত দক্ষিণ কলকাতায় অনেক বেশি। অতএব দক্ষিণ শহরতলি অনেক দ্রুতহারে বাড়ছে।
  • r | 125.18.104.1 | ১৪ আগস্ট ২০০৯ ১৭:১০403666
  • ড: মার্ক ফেবারের দ্রিসেশনকালীন সাজেশন:

    'The federal government is sending each of us a $600 rebate. If we spend that money at Wal-Mart, the money goes to China. If we spend it on gasoline it goes to the Arabs. If we buy a computer it will go to India. If we purchase fruit and vegetables it will go to Mexico, Honduras and Guatemala. If we purchase a good car it will go to Germany. If we purchase useless crap it will go to Taiwan and none of it will help the American economy.

    The only way to keep that money here at home is to spend it on prostitutes and beer, since these are the only products still produced in US. I've been doing my part ."

  • dri | 117.194.224.173 | ১৫ আগস্ট ২০০৯ ০৮:১১403667
  • আরো দুটি ব্যাঙ্ক ফেল করল। পেনসিলভানিয়ার একটা, আর অ্যালাবামার একটা।

    স্পেনের ইকনমি একটু বেশীই কনট্র্যাক্ট করল। http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=arnrXolY4k1g

    বৃটেনের ইয়াং জেনারেশানের মধ্যে আনএমপ্লয়মেন্ট খুব বাড়ল, ওয়ান ইন সিক্স। http://business.timesonline.co.uk/tol/business/economics/article6794065.ece

    আমেরিকায় হোম ফোরক্লোজার ভীতিপ্রদ রকমের বেশী হচ্ছে। http://www.guardian.co.uk/business/2009/aug/13/us-home-repossessions-rise

    জুলাইয়ে ভিডিও গেমসের সেল ডাউন ২৯%, http://uk.reuters.com/article/idUKTRE57C5NX20090813

    আমেরিকায় ইনকাম ইনিকুয়ালিটি শার্পলি বাড়ছে। ২০০৭ এ টপ ০.০১% এর ঘরে ৬% ইনকাম যেত। এটা ২০০০ এর দুগুণ। আর সিক্সটিজ সেভেনটিজের ছগুণ। ১৯৯৩ থেকে ২০০৭ এর মধ্যে ওভারঅল ইনকাম গ্রোথের অর্ধেক গেছে টপ ১% এর কাছে। এর মধ্যে আবার সেকেন্ড হাফে, ২০০২ থেকে ২০০৭ এর মধ্যে ইনকাম গ্রোথের টু-থার্ডস গেছে টপ ১% এর কাছে।
  • dri | 117.194.224.173 | ১৫ আগস্ট ২০০৯ ০৮:৩৬403669
  • আমেরিকার ফেডারাল ডেফিসিট সোয়া ট্রিলিয়ান ছাড়িয়ে গেল। http://finance.yahoo.com/news/Federal-deficit-higher-in-apf-3876319127.html?x=0&.v=5

    রাশিয়ার জিডিপি ১০% এর বেশী কমল, http://www.bloomberg.com/apps/news?pid=20601085&sid=aol.Mp5G5grQ

    ফ্রান্সে কমজিউমার প্রাইস কমল, http://www.forbes.com/feeds/afx/2009/08/12/afx6769162.html

    জার্মানীতে কনজিউমার প্রাইস কমল ২২ বছরে এই প্রথম। http://www.spiegel.de/international/germany/0,1518,641746,00.html

    কেউ কেউ বলছেন এটা ডিফ্লেশানের লক্ষণ।

    ভারতে আবার কেসটা আলাদা। হোলসেল প্রাইস ইন্ডেক্স নাকি ভীষণ কমেছে। http://www.bloomberg.com/apps/news?pid=20601091&sid=a._qo8..IOpc। তাও কিকরে রিটেলের দাম বাড়ছে কে জানে!

    ভারতে চাষে দেখলাম চাল, বাদাম, আখের ফলন কমেছে। ডালের ফলন বেড়েছে। (তবে ডালের দাম এত বেশী কেন?)। আর তুলোর ফলন বেড়েছে! কিন্তু জামা কাপড়ের দাম কমেনি। র' তুলোর দাম কমেছে। ফুড থেকে জমি কেড়ে নিয়ে ক্যাশ ক্রপ চাষের এই কালচারে ফুড সিকিউরিটি হার্ট হবে মনে হচ্ছে।
  • santanu | 82.112.6.2 | ১৫ আগস্ট ২০০৯ ১৬:৫৮403671
  • Uni Home আজ থেকে ১০ লাখে কোনা expressway তে ফ্ল্যাট বুকিং শুরু করল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন