এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.224.229 | ১৫ আগস্ট ২০০৯ ২১:৩৭403672
  • আরো তিনটে ব্যাঙ্ক ফেল করল। অ্যারিজোনার দুটো ব্যাঙ্ক এবং নেভাডার একটা ব্যাংক। এর আগে বলা অ্যালাবামার ব্যাঙ্কটা (কলোনিয়াল ব্যাঙ্ক) ২০০৯ এর সবচেয়ে বড় ফেল্‌ড ব্যাঙ্ক (২৫ বিলিয়ান)।
  • dri | 117.194.233.16 | ২৪ আগস্ট ২০০৯ ২৩:০১403673
  • আরো চারটি ব্যাঙ্ক ফেল করল। জর্জিয়ার দুটো, অ্যালাবামার একটা এবং টেক্সাসের একটা।
  • arjo | 168.26.215.13 | ২৪ আগস্ট ২০০৯ ২৩:০৪403674
  • দ্রি এগুলো ঠিক ক্রাইসিস নয় বোধহয়। কনসোলিডেশন।
  • dri | 117.194.233.16 | ২৪ আগস্ট ২০০৯ ২৩:৩৯403675
  • :-)।

    সেভাবে দেখতে গেলে এই যে এত জবলস, সেসবই কনসলিডেশান। গাড়ী ইন্ডাস্ট্রির ফেলিওরও তাই।

    আমি এই কনসলিডেশানকেই ক্রাইসিস বলছি। মানে যে ধরণের কনসলিডেশানে অনেক অনেক জবলস হয় তাকে কস্টেসিস্টে ক্রাইসিস বলা চলে।
  • dri | 117.194.233.16 | ২৪ আগস্ট ২০০৯ ২৩:৪২403676
  • আর কনসলিডেশানের ট্রেন্ড কম্পিটিশানকে আন্ডারমাইন করে। ফ্রি মার্কেট প্রপারলি ফাংশান করায় কম্পিটিশানের কোন বিকল্প নেই। আর তাছাড়া 'কনসলিডেশান' এখনও অনেক বাকি।
  • shyamal | 24.117.233.39 | ২৫ আগস্ট ২০০৯ ১৬:৪৩403677
  • আসলে এটা সেই প্রোডিউসার বনাম কনজিউমারের চিরন্তন তর্ক। প্রোডাকশন আর বিক্রিতে যদি এফিসিয়েন্সী বা উৎপাদনশীলতা বাড়ে তবে প্রোডিউসার আর সেলারের কিছু লোকের চাকরী যাবে। কিছু লোকের ব্যবসা লাটে উঠবে। যাকে বলে কনসলিডেশন। কিন্তু কনজিউমার আশির্বাদ করবে কারণ জিনিষ কম দামে পাওয়া যাচ্ছে। যদি কিছু চাকরী আর ব্যবসা ধরে রাখার জন্য ইনএফিসিয়েন্সী বজায় রাখা হয়, আমার মতে তা কাম্য নয়।
    উদা ১: যখন স্পেন্সার তাদের গ্রসারী স্টোর খোলার চেষ্টা করল গড়িয়াহাটে, স্থানীয় ব্যবসায়ীরা বলল আমাদের ব্যবসা লাটে উঠবে। তাই স্পেন্সারের দোকানের কাঁচ ভাঙল। শেষে রফা হল যে স্পেন্সার থেকে আলু কিনতে গেলে মিনিমাম কুড়ি কিলো আলু কিনতে হবে। স্পেন্সারের অপরাধ? তারা কনজিউমারকে এসি দোকানে কম দামে জিনিষ বেচতে চেয়েছিল। কারো কারো উন্নতি সহ্য হয় না।
    উদা ২: আমেরিকায় তিন বামপন্থী শহর হল নিউ ইয়র্ক, বস্টন আর স্যান ফ্র্যান্সিস্কো। নিউ ইয়র্কে তাই ওয়ালমার্ট বা অন্য বড় গ্রসারী/ডিসকাউন্ট স্টোরকে ঢুকতে দেওয়া হয়না। কারণ তারা এলে কেউ আর ছোট ছোট মম অ্যান্ড পপ স্টোরে যাবেনা। সেগুলো উঠে যাবে। এধরণের দোকান কিন্তু সারা আমেরিকা থেকে অনেকদিন আগে উঠে গেছে। কিন্তু নিউ ইয়র্কের সরকার এদের মিউজিয়ামের মত ধরে রেখেছে। তাই দেখা যায়, নিউ ইয়র্ক শহরে অনেক ছোট ফার্মেসী আর গ্রসারী স্টোর আছে। অন্য সর্বত্র ওয়ালমার্ট অনেক সস্তায় ওষুধ বিক্রি করে ( ইকনমি অফ স্কেল)। এর ফলে নিউ ইয়র্কবাসীদের ক্ষতি হচ্ছে।
    উদা ৩ : ভারতে টাটারা অনেকদিন ধরে স্টীল বানাচ্ছে। স্বাধীনতার পর নেহরুজীও স্টীল প্ল্যান্ট তৈরীর দিকে জোর দিলেন। তখন কিন্তু কেউ বলেনি, এতে লক্ষ লক্ষ কামার কাজ হারাবে। কিন্তু আজ কর্পোরেট ফার্মিংয়ের কথা উঠলেই বলা হয়, তাতে লক্ষ লক্ষ চাষীর কাজ যাবে। যেভাবে কামাররা অন্য প্রফেশনে গেছে সেভাবে চাষীরাও যাবে -- তাতে ক্ষতি কি?
  • Arijit | 61.95.144.123 | ২৫ আগস্ট ২০০৯ ১৬:৫৫403678
  • মেট্রো হওয়ার কারণে দক্ষিণে রিয়েল এস্টেটের দাম চড়চড়িয়ে বাড়ছে। ট্রামডিপোর পিছনে জুবিলী পার্কে ৪০০০/- করে স্কোয়্যারফিট - অথচ অ্যাপ্রোচ রোড দিয়ে একটা গাড়ি ঢুকলে উল্টোদিকের গাড়ি আটকে যায় (এটা চওড়া হবে না কারণ একদিকে পুলিশ কোয়ার্টার, অন্যদিকে সিটিসির বাসস্ট্যাণ্ড)। বি এল সাহা রোড, বীরেন রায় রোড - সবাই বলে টলি মেট্রোর সন্নিকটে:-) তবে মেট্রো হয়ে সুবিধাও হয়েছে (সকালে দেখলুম এনএসসি বোস রোড বেশ ফাঁকা - অটো কমে গেছে ম্যাজিকের মতন) - আবার অসুবিধাও অনেক। কোনোকিছুই প্ল্যানড নয় বলে ঝঞ্ঝাট বাড়ছে রাস্তাঘাটে - সরু রাস্তার ওপর চাপ প্রচুর, এস্পেশ্যালি টালির নালার ওপর তিনটে ব্রীজের হাল খুব খারাপ। আজ দেখলুম নতুন অটো র‌্যুট হচ্ছে - অরবিন্দ পার্ক টু কুদঘাট - মানে আমাদের বাড়ির সামনে দিয়ে সারাদিন ধরে ফটফট চলবে:-(
  • Arpan | 216.52.215.232 | ২৫ আগস্ট ২০০৯ ১৮:০৫403679
  • স্পেন্সার লসে রান করছে। এসি অধিকাংশ সময়েই বন্ধ রাখে।
  • Arijit | 61.95.144.123 | ২৬ আগস্ট ২০০৯ ০৯:৪০403680
  • একমাত্র সাউথ সিটির স্পেন্সারস হাইপার বাদ দিলে বাকি ছোটগুলোর অবস্থা বেশ বাজে। নরম হয়ে যাওয়া আপেল, শুঁটকো সবজি, প্রচুর জিনিসের তাক খালি...
  • shyamal | 24.117.233.39 | ২৬ আগস্ট ২০০৯ ১৮:৩৮403682
  • স্পেনসার লাভ বা ক্ষতি করতে পারে। লোকে সেখান থেকে কিনতে বা না কিনতে পারে। কথা হল তাদের স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়ায় বাধা দেওয়া হয়েছিল গড়িয়াহাটের দোকানে।

    যেমন বাইপাসের মেট্রো গ্রসারী স্টোরে শুধু আপনার রিটেল বিজনেস থাকলে সেই কার্ড দেখিয়ে ঢুকতে পারবেন। নয়তো ওখানে যতই সস্তায় জিনিষ পাওয়া যাক না কেন, সরকার আপনাকে ঢুকতে দেবেনা।
  • dri | 75.5.174.134 | ৩১ আগস্ট ২০০৯ ২২:২১403683
  • আরো কনসলিডেশান। আরো তিনটি ব্যাঙ্ক ফেলিওর। একটা ক্যালিফোর্নিয়ায়, একটা মিনেসোটায় এবং একটা মেরিল্যান্ডে। এ বছর টোটাল হল ৮৪।

    কনস্পিরেসি থিওরিস্টরা অনেক দিন থেকেই বলছে অনেক ব্যাঙ্ক ফেল করবে। এ কথা আমি অনেক দিন আগে কনস্পিরেসি থ্রেডে লিখেওছিলাম। এখন এটা মোটামুটি মেনস্ট্রীম। বড় বড় ব্যাঙ্কারদের মধ্যে কেউ কেউও এ কথা মনে করছেন। http://www.cnbc.com/id/32581463

    কিছুদিন আগে রিডার্স ডাইজেস্ট ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল। http://www.nytimes.com/2009/08/25/business/media/25reader.html

    ফেডারাল রিজার্ভ এত বিলিয়ান বিলিয়ান ডলার ছেপে টাকা কাকে দিল সেটা কিছুতেই পাবলিক করবে না। কংগ্রেসকেও বলবে না। সেই নিয়ে কেস চলছে। তাতে কিছুটা ডিলে করিয়ে দিল ফেডারাল রিজার্ভ। http://www.reuters.com/article/ousiv/idUSTRE57R5BE20090828

    ফেডারাল রিজার্ভ ক্রাইসিসের সময় বিভিন্ন ব্যাঙ্কদের লোন দিয়ে মোট ১৪ বিলিয়ান ডলার প্রফিট করেছে। http://www.ft.com/cms/s/0/0296cf1a-9594-11de-90e0-00144feabdc0.html?nclick_check=1

    এদিকে আর একজন আর্গু করছেন এই যে ফেডারাল রিজার্ভের প্রফিট এতে ট্যাক্সপেয়ারের কোন হক নেই (তবে কার আছে?)। অর্থাৎ টাকা লাগলে দেবে ট্যাক্সপেয়ার। কিন্তু প্রফিট হবে সবটাই পাবে প্রাইভেট ব্যাঙ্কাররা। http://www.examiner.com/x-18558-Public-Policy-Examiner~y2009m8d31-Taxpayers-will-not-share-in-profits-from-government-bailout-and-rightfully-so
  • Sags | 203.201.225.35 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ১২:২০403684
  • আমি নিজে ভারতের ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পর্কিত কাজ করি। একটা কথা শুনেছিলাম Privatisation of Profits and Socialisation of Losses.
  • dri | 71.154.210.120 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৪:৪৭403685
  • আরো তিনটি ব্যাঙ্ক ফেলিওর। আয়োয়ার একটি, ইলিনয়ের একটি, এবং মন্টানার একটি।
  • dri | 71.154.210.120 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ০০:২১403686
  • আরো দুটি ব্যাঙ্ক ফেলিওর। একটা ইলিনয়ের, একটা অ্যারিজোনার। স্কোর বেড়ে দাঁড়াল ৮৯। কনসলিডেশানই কনসলিডেশান।
  • dri | 75.7.229.156 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৩৭403687
  • বন্ধ হল আরো তিনটি ব্যাঙ্ক। ওয়াশিংটন, মিনেসোটা এবং ইলিনয়ে যথাক্রমে একটি করে।
  • P | 163.244.63.124 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৫২403689
  • ডেল পরপর কটা কোয়ার্টারে প্রভূত ছড়িয়ে এই কোয়ার্টারে প্রোজেকশানের চেয়ে অনেক বেটার ফল করল।

    ইউকে তে (পড়ুন লাংডানের) বাড়িদ্দাম কমা নাকি শেষ হল , আগামে বছর খুব কম শতাংশ হলেও বাড়বে আশা করা যাচ্চে। খবর এইখানে -
    (ল্লে প , লিংকটা খুঁজে পাচ্চি না। )

    ওর‌্যাকল আয়ারল্যান্ড চুপিচুপি ১১জন কনসাল্ট্যান্টকে চারহপ্তার নোটিস ধরিয়ে দিল। ৩৬ জনের ডিপার্টমেন্ট থেকে।

    আমাগো পুঁটের ক্রেশের ভাড়া বাড়িয়ে এগারোশো ইউরো হল আর এদিকে ওখানে কর্মরত সব কেয়ারগিভারের মাইনে কাট!

    মিক্সড মেসেজিং সব :(

  • P | 163.244.62.140 | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:০০403691
  • এইটে কি ঠিক এই টইতে বিলং করে ?

    ডেল $3.9B দে পেরো সিস্টেম কিনে ফেল্লো। এইবার সার্ভিস মার্কেটে জমবে খেলা। গ্র্যান্ডফাদার আইবিএম , বড় জেঠ্যু এইচপি-ইডিএস আর নব্য যুবক ডেল-পেরোসিস্টেম।

    নারদ নারদ !
  • Arijit | 61.95.144.123 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৩403694
  • সে তো কবে থিকে বলে আসতেচি। আজ এঁরা বলেচেন বলে লাপাচ্চো। একেই বলে গেঁয়ো যোগী ভিখ্‌ পায় না:-(
  • shyamal | 24.117.233.39 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৭403695
  • ইকনমিস্ট ম্যাগাজিনেও এই নিয়ে একটা লেখা বেরিয়েছে।
    http://tinyurl.com/ybhnz3n
    কিন্তু জিডিপি যে উন্নয়নের একটি গুরুত্বপুর্ণ সূচক সে ব্যাপারে সন্দেহ নেই। তবে শুধু জিডিপি দিয়ে সে দেশের মানুষের অবস্থা বলা যায় না।
  • dri | 117.194.235.218 | ২৫ অক্টোবর ২০০৯ ০০:২২403696
  • বেশ কিছু ব্যাঙ্কই তো ফেল করে গেছে এত দিনে। তবে আজ সেঞ্চুরীটা হয়ে গেল। সব মিলিয়ে স্কোর দাঁড়িয়েছে ১০৬ নট আউট।
  • dd | 122.167.46.242 | ২৫ অক্টোবর ২০০৯ ০০:২৬403697
  • সে ফ্যাল করুগ্গে। বয়ে গ্যাছে।

    কিন্তু দৃ ঘরে ফিরিয়াছে। এটাই খপর।
  • dipu | 59.164.188.51 | ২৫ অক্টোবর ২০০৯ ০০:২৭403698
  • হুঁ।
  • shyamal | 24.117.233.39 | ২৫ অক্টোবর ২০০৯ ০৩:২৬403699
  • ব্যাঙ্ক তো অনেকই ফেল করছে। কিন্তু আমেরিকায় FDICর হিসেব মত আছে ৮৪০০ টি ব্যাঙ্ক। এদের প্রতি ব্রাঞ্চে প্রত্যেক অ্যাকাউন্ট $250000 অবধি ইনশিওরড। মানে কোন ব্যাঙ্ক লালবাতি জ্বাললে FDIC প্রতি অ্যাকাউন্ট হোল্ডারকে তার অ্যাকাউন্টের সব টাকা ফেরৎ দেবে upto $250000
  • nyara | 98.210.141.72 | ২৫ অক্টোবর ২০০৯ ০৮:১১403700
  • এ কথাও লেখা থাক যে এই করতে গিয়ে FDIC-র ভাঁড়ে মা ভবানী হবার জোগাড়। ভাবা হচ্ছে কী করে আরও ফান্ড জেনেরেট করা যায়।
  • dri | 117.194.229.128 | ২৬ অক্টোবর ২০০৯ ২২:৪০403701
  • ক্যাপমার্ক ফাইনান্সিয়াল গ্রুপ, একটি বিরাট কমার্শিয়াল রিয়েল এস্টেট লেন্ডার ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল। http://www.marketwatch.com/story/capmark-financial-files-for-bankruptcy-2009-10-25
  • shyamal | 24.117.233.39 | ২৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৬403702
  • ফান্ড জেনারেট করতে চিন্তা কি? US Mint এর প্রিন্টিং যন্ত্র কি খারাপ হয়ে গেছে? যতদিন চীন ও অন্যান্য রাষ্ট্রের ডলারের প্রতি শ্রদ্ধা থাকবে একমাত্র trading currency হিসেবে ততদিন আমেরিকার চিন্তা নেই।
    এ এক অদ্ভুত কল। ডলার ছাপিয়ে যাও কিন্তু তা devalue হবেনা।
    কেউ কেউ একে বলছেন চীনের সাথে financial MAD( mutually assured destruction) যেখানে সোভিয়েতের সঙ্গে ছিল military MAD
  • dri | 117.194.230.37 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৩২403704
  • এক দিনে আরো ন'টি ব্যাঙ্ক ফেল করল।

    সি আই টি ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করব করব করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন