এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.224.31 | ১৮ জুলাই ২০০৯ ২১:৩৯403605
  • আরো চারটে ব্যাঙ্ক ফেল করল। ক্যালিফোর্নিয়ার টেমেকুলা ভ্যালি ব্যাঙ্ক এবং ভাইনইয়ার্ড ব্যাঙ্ক, সাউথ ডাকোটার ব্যাঙ্কফার্স্ট এবং জর্জিয়ার ফার্স্ট পীডমন্ট ব্যাঙ্ক।

    আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রিতেও কাটব্যাক! লকহীড মার্টিনে ৬০০, ব্যোয়িংএ ১০০০ (এটা শুধু ডিফেন্সে, এর আগে ব্যোয়িং কমার্শিয়ালে ১০০০০ কাট হয়ে গেছে), http://www.reuters.com/article/wtUSInvestingNews/idUSN1747946020090717?pageNumber=1&virtualBrandChannel=0
  • shyamal | 24.117.212.135 | ২৩ জুলাই ২০০৯ ২৩:০৭403607
  • এই টইয়ে প্রধানত: দৃ:সংবাদ পাওয়া যাচ্ছে। আমি একটু উল্টো নিউজ দেই।

    ১। মারুতি-সুজুকির নেট আয় বছরের প্রথম ত্রৈমাসিকে বেড়েছে ২৫%। এটা বাজারের কাছে অভাবনীয়। এই তিনমাসে এদের গাড়ী বিক্রি বেড়েছে ১৮% আর শুধু মারুতিই রপ্তানী করেছে ২৯০০০ গাড়ী। এর একটা কারণ ব্যাংকের সুদ কমা।
    ২। ভারত সরকার এ বছর ১০০ বিলিয়ন ডলার খরচ করবে রাস্তা তৈরী, বিদ্যুৎ এবং গরিবদের অনুদান যোগাতে। এই টাকা ধার করা হবে।
    ৩। মুম্বাইয়ের স্টক মার্কেটের P/E এখন বেড়েও হয়েছে মাত্র ১৭।
    ৪। গোল্ডম্যান স্যাক্স লাভের মুখ দেখেছে। তারা বেশ কিছু টাকা মার্কিন সরকারকে ফেরৎ দিয়েছে।
    ৫। দমদম বিমানবন্দরের ডোমেস্টিকে যাত্রীসংখ্যা এত বাড়ছে যে সরকার স্পেস বাড়ানোর চেষ্টা করছে। নতুন টার্মিনাল তৈরী শেষ হবে ২০১১ তে।
    ৬। আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক , ব্যাঙ্ক অফ আমেরিকা বলছে যে ২০০৯ এর শেষে কি ২০১০ এর প্রথমে তারা সরকারের সব TARP টাকা (৪৫ বিলিয়ন) ফেরৎ দিতে পারবে।
  • Arpan | 122.252.231.12 | ২৩ জুলাই ২০০৯ ২৩:১২403609
  • * দৃ:সংবাদ।

    সরি, টাইপো হয়ে গেছে। :-)
  • dri | 117.194.229.78 | ২৩ জুলাই ২০০৯ ২৩:২৩403611
  • ম্‌ম্‌ম্‌ম! :-)
  • shyamal | 72.24.208.101 | ২৪ জুলাই ২০০৯ ০২:১১403612
  • এল সি এম,
    তুমি তো আমার মতই পুরোনো পাপী। ২০০০ সাল মনে আছে তো ? তখন NASDAQ ছিল ৫০০০ আর Dow বোধ হয় ১৪০০০। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম কবে Nasdaq ১০০০০ আর ডাউ ৩০০০০ হবে আর আমরা মিলিয়নেয়ার হওয়ার পথে আরো এগিয়ে যাবো। একটা বইও বেরিয়ে গেল : ডাউ ৫০০০০।
    তার পরের ঘটনা তো ইতিহাস যার নাম ডট কম বাস্ট। কাজেই আমার মতন ঘরপোড়া গরু ঈশানকোনে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
  • lcm | 128.48.7.203 | ২৪ জুলাই ২০০৯ ০৩:২৮403613
  • শ্যামল, সে আর বলতে। সেই বাস্ট-এর ঠ্যালা এখনও অনেকে ভুগছে। সেই সিসকো স্টক ৭০ ডলার তো দূরের কথা, ৪০-এর মুখও দেখল না এখনো পর্যন্ত। ইয়াহু, আমাজন, এওএল -- আহা সে কি দিন ছিল, বছরে দুবার স্টক split..., সব স্মৃতি হয়ে গেল। সফ্‌টওয়্যারে চাকরি-এর পাট তুলে আর্লি রিটায়ারমেন্টের কত পরিকল্পনা, ছক... যাকগে...

    এই লিংকটা দিয়েছিলাম দ্রিকে একটু উসকে দেবার জন্য :) দ্রি অবশ্য এই সব খবর দেখে এখনো অবধি একটু মুচকি হেসেছে মাত্র।

  • lcm | 128.48.7.203 | ২৪ জুলাই ২০০৯ ০৫:৩৫403615
  • যাই হোক, আরো খবর...

    - পেপসি এস্টিমেট বিট করল, তিন মাসে 1.66 বিলিয়ন ডলার লাভ করেছে পেপসি, শেয়ার প্রতি আয় $1.06

    - দ্রিশেসন-এর পরোয়া না করে কোকা কোলা-র সেকেন্ড কোয়ার্টরের প্রফিট অবিশ্বাস্য +৪৩% বেড়েছে। তিন মাসে মোট 2 বিলিয়নে ডলারের বেশী লাভ হয়েছে, এক বছর আগ একই পিরিয়ডে $1.4 বিলিয়নের তুলনায়।

    - দ্রিশেসন-এর বাজারে অ্যাপল-এর লাভ গত বছরের একই সময়ের তুলনায় ১৫% বেড়েছে, বিক্রী ১২% বেড়েছে। তিন মাসে apple মোট লাভ করেছে $1.2 বিলিয়ন। অ্যাপেল-এর ল্যাপটপ-এর সেল বেড়েছে (অরিজিৎ, ব্ল্যাংক... এবং অন্যান্য ম্যাকপ্রেমীদের জন্য )

    - ফাইজার মোট $2.2 বিলিয়ন লাভ করেছে তিন মাসে, শেয়ার প্রতি ৪৮ সেন্ট, যা কি না এস্টিমেটের চেয়ে এক সেন্ট বেশী

    - এই কোয়ার্টারে ফোর্ড মোটরস-এর মোট লাভ হয়েছে $2.3 বিলিয়ন। এক বছর আগ একই সময় ফোর্ড-এর রেকর্ড লস হয়েছিল $8.7 বিলিয়ন

    - গত বছরের তুলনায় বিক্রি কমে গেলেও, বিভিন্ন কস্ট কাটিং পদ্ধতি কাজে লাগিয়ে স্টারবাক্‌স কফি শেয়ার প্রতি ২০ সেন্ট লাভ করেছে, তিন মাসে প্রায় ১৫০ মিলিয়ন ডলার লাভ হয়েছে, যেখানে ২০০৮ এর একই সময়ে এদের লস হয়েছিল প্রায় ৭ মিলিয়ন ডলার।
    ...
  • dipu | 207.179.11.216 | ২৪ জুলাই ২০০৯ ০৯:১৬403617
  • Amazon.com আর আমেরিকান এক্সপ্রেস ও ছড়িয়েছে।
  • Bratin | 117.194.98.35 | ২৪ জুলাই ২০০৯ ১০:১৫403618
  • ভারতে র শেয়ার বাজার কিন্তু ভালো ই করছে। পর পর কটা কোম্পানি র রেজাল্ট এল। WiproProfit ১৪% TCS র ১৬%। Bharti Airtelprofit হয়েছে, যদি ও একটু কমের দিকে। Canaraha Bak,Union Bankprofit করছে।যদি ও Union Bank rexpectation আরো বেশী ছিল। অনেক এ বলেছেন maruti র কথা। রেজাল্ট আসার পরে share r দাম ৫+% বেড়েছে শুধু কালকে ই। ITCprofit করেছে প্রচুর সিগারেট Sector e; তবে hotel industry তে একটু ঝাড় নেমেছে।আজকে অনেক কটা বড় company র রেজাল্ট আসবে। দেখা যাক.........
  • Arijit | 61.95.144.123 | ২৪ জুলাই ২০০৯ ১০:১৮403619
  • এই টিসিএস/উইপ্রোদের একটু কোশ্চেন করলে হয় না - যে এই যে প্রতি বছরই প্রফিট হয় - সবসময়েই বিটস এক্সপেক্টেশন - তো রিসেশনের দোহাই দিয়ে গুচ্ছ গাদা ছাঁটাই হয় কেন? বা দু বছর আগে দেওয়া অফার উইথড্র করা হয় কেন? এই লোকগুলো যারা ছাঁটাই হল বা যাদের অফার উইথড্র করা হল তারা "জিন্দা আছে না মুর্দা হয়ে গেছে' (রেফ: চারমূর্তি) সেটা কেউ দেখে?
  • lcm | 69.236.168.107 | ২৪ জুলাই ২০০৯ ১০:২৪403620
  • আহা অরিজিৎ, ছাঁটাই হয় বলেই তো লাভে চলছে। যখন কাজ কম, তখন বেশী লোককে রেখে বসিয়ে মাইনে দিলে, বা, প্রচুর নতুন রিক্রুট করলে, লাভ হবে কি করে? লোক ছাঁটাই করে কোম্পানী প্রফিটেবিলিটি বজায় রাখা, এতো পরিচিত ব্যাপার। পাবলিক/গভর্নমেন্ট সেক্টর হলে লোক বাদ দিতে পারে না, এবং, লস-এ চলে যায় সংস্থা ।
  • Arijit | 61.95.144.123 | ২৪ জুলাই ২০০৯ ১০:২৮403621
  • তাহলে এই বটমলাইনটা অ্যাকনলেজ করে নেওয়া ভালো (যাঁরা এই রেজাল্টগুলো নিয়ে হৈহল্লা করেন তাঁদের) - যে এই রেজাল্টগুলোতে লাভ দেখার জন্যে *পারফরমেন্স* একমাত্র ক্রাইটেরিয়া নয়।
  • Arpan | 216.52.215.232 | ২৪ জুলাই ২০০৯ ১১:০৮403622
  • আরে সেইটা তো আছেই। ডিটেলড রিপোর্টে তো হেডকাউন্ট জানানো হয়।

    প্রফিটেবিলিটি বা হেডকাউন্ট ছাড়াও হৈ-হল্লা করার অন্য কারণও আছে। এই বাজারেও গত বছর উইপ্রো ১১০ নতুন ক্লায়েন্ট অ্যাড করেছে। চাট্টিখানি কথা নয়।
  • Du | 65.124.26.7 | ২৪ জুলাই ২০০৯ ২২:২৪403623
  • ওবামার হেলথ কেয়ারের একটা মোটামুটি সমাধান হয়তো ফরেন পলিসিতে লুকিয়ে আছে। নাকের খুব কাছেই।
  • arjo | 168.26.215.13 | ২৪ জুলাই ২০০৯ ২২:২৬403624
  • আই গট ইট। কানাডা?
  • Du | 65.124.26.7 | ২৪ জুলাই ২০০৯ ২২:৩৩403627
  • ক্যানাডাও বটে - তবে আমি বলছিলাম যেটার কথা - সেটা শুনলে আমায় তাড়াবে।
  • Ishan | 12.163.39.254 | ২৪ জুলাই ২০০৯ ২২:৩৮403628
  • ওবামার হেলথ কেয়ারের ধাঁধাটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। ওবামার লেকচার শুনে ইস্তক ঘেঁটে আছি। নো ডেফিসিটে আম্রিকা কি করে সক্কলকে ইনসিওরেন্স দেবে? ডলার ছেপে?
  • Arpan | 122.252.231.12 | ২৪ জুলাই ২০০৯ ২২:৩৯403629
  • কিউবা?
  • arjo | 168.26.215.13 | ২৪ জুলাই ২০০৯ ২২:৪১403630
  • অ হেলথ কেয়ার সিস্টেম হুইচ উইল পে ফর ইটসেলফ। কেং করে? সে ভগমান আর তার পরে কংগ্রেস ম্যানরা জানে। খুব জটিল, সব ঠিকঠাক মতন করে বিল পাস করতে বছর গড়িয়ে যাবে। মোটামুটি বড়লোকদের বেশি টাকা দিতে হবে আর গরীবদের কম এরকম কি শুনছিলাম। ঠিক জানি না।
  • Du | 65.124.26.7 | ২৪ জুলাই ২০০৯ ২২:৪৭403631
  • আমার ধাঁধাটা হল - আমাদের দেশের এস ই জেড এর ধাঁচে - কিছু জোন করা হোক - স্পেশাল হেলথকেয়ার জোন। মূলত: ফ্লোরিডা অঞ্চলে। এবারে ঢিল ছোঁড়া দুরত্বে শস্তায় পুষ্টিকর চিকিৎসা পাওয়া যায় ( যদিও তার মান নিয়ে প্রচুর প্রোপাগান্ডা আছে - অত খারাপ ভাবার কারণ দেখি না) - সেখানকার থেকে চিকিৎসার ব্যবস্থা আনা যেতে পারে। অথবা এত কিছু যদি বেশি মনে হয় - অন্তত: যাওয়ার বাধাটা তুলে/কমিয়ে দেওয়া যেতে পারে। বেশির খরচের প্রসিডিওর গুলো শস্তায় করা সম্ভব হলে - পুরো খরচ্‌টাই অনেক নেমে যাবে।
    পঞ্চাশ বছর আগের খামোখা দাদাগিরি মেনটেন করে লাভ কি?

  • Du | 65.124.26.7 | ২৪ জুলাই ২০০৯ ২২:৫৫403632
  • সাহস করে বললাম - আমি আগে রাস্তায় সাদা রং করার কথা বলতাম - যখন দেখি নোবেল লরিয়েতও তাই বলছে তখন থেকে আমার কনফিডেন্স প্রচুর বেড়ে গেছে :))
  • Arpan | 122.252.231.12 | ২৪ জুলাই ২০০৯ ২৩:০৩403633
  • যাক, এই এতদিনে দুদির ধাঁধা আগেভাগে সলভ করে ফেলেছি। অধ্যবসায়ে কী না হয়!

    আমার পুরস্কার কই হে ঈশান?
  • dri | 117.194.230.213 | ২৪ জুলাই ২০০৯ ২৩:১১403634
  • সব কোম্পানী লাভ করছে। সব্বাই।

    কেউ কি লস করছে? পেনসান যাঁরা পান তাঁদের গল্পটা পড়ুন। http://www.wsws.org/articles/2009/jul2009/delp-j24.shtml। ডেলফি, জি এম আর ক্রাইসলার ব্যাঙ্ক্রাপ্ট হয়ে কি পরিমাণ টাকা পেনসান ফান্ড থেকে হাওয়া হয়ে গেছে।
  • dri | 117.194.230.213 | ২৪ জুলাই ২০০৯ ২৩:১৭403635
  • এবার একটা ওপিনিয়ান পোল চালু করতে চাইছি।

    আর কদ্দিন চলবে এই লাভের কুমীরছানা দেখানোর খেলা?

    a) এন্ড অফ অগাস্ট
    b) এন্ড অফ সেপ্টেমবর
    c) এন্ড অফ অক্টোবর
    d) এন্ড অফ নভেম্বর
    e) এন্ড অফ ডিসেম্বর
    f) নেভার
  • lcm | 128.48.7.203 | ২৫ জুলাই ২০০৯ ০২:৪৮403636
  • দ্রি, সবাই লাভের কুমীরছানা দেখাচ্ছে, আর পাবলিক কুমীর প্রকল্পে অংশ নিচ্ছে :) না, দ্রি, এরকম নয়। লাভ হচ্ছে, হচ্ছে। ক্ষতিও হচ্ছে। লাভ/ক্ষতি নিয়েই তো ব্যবসা।

    দু, হেলথ কেয়ার আউটসোর্স খুব অল্প হলেও শুরু হয়েছে। ৪০ হাজার ডলারের কিডনি অপরেশন ইউএস-এ তে না করে, ভারতে গিয়ে শস্তায় ১০ হাজারে ট্রান্সপ্ল্যান্ট করিয়ে আনছে অনেকে। কিন্তু, পেটের ব্যাথার চিকিৎসা ওরেগন থেকে কিউবা-য় গিয়ে করানো চাপের।
  • shyamal | 24.117.233.39 | ২৫ জুলাই ২০০৯ ০৩:৩৯403638
  • আমেরিকার হেলথ কেয়ারের খরচ নিয়ে একটা আস্ত টই হতে পারে। সংক্ষেপে বলছি। এদেশে ডাক্তার, হাসপাতাল, ইন্সিওরেন্স কোম্পানীরা লুটে পুটে খাচ্ছে কারণ ফ্রি মার্কেটকে কলা দেখানো হচ্ছে। কেন এরকম অবস্থা যেখানে আমেরিকা হল খোলা বাজারের প্রবক্তা?

    এদেশে সরকার স্বাস্থ্য ক্ষেত্রে খোলা বাজারকে ধ্বংস করেছে কোম্পানিদের ভর্তুকি দিয়ে। কোন কোম্পানি যদি কর্মচারিদের গ্রুপ স্বাস্থ্য বীমা দেয় তবে তারা টাক্সে ছাড় পাবে। সব সোশ্যাল ইঞ্জিনিয়ারিংএর মত এটারও উদ্দেশ্য ছিল ভাল।
    কিন্তু তার ফলে কি হল? আমাদের মত কর্মচারিরা দেখলাম কোম্পানি স্বাস্থ্য বীমা দিচ্ছে তাতে একটা কার্ড দেখালেই ফ্রিতে ডাক্তার, হাসপাতাল, ওষুধ সবই পাওয়া যাচ্ছে। তবে আর এতে কি খরচ হচ্ছে তা নিয়ে মাথা ঘামাবো কেন? একেবারে ফ্রি নয় আজকাল। HMO বা PPO হলে ৫ বা ১০ বা ১৫ ডলার দিতে হয় ডাক্তার দেখাতে। সেটাও ফিক্সড; আমাদের কিছু করার নেই। ডাক্তারের আসল ফি অনেক বেশী। হয়তো ৬০ থেক ৩০০ ডলার। কিন্তু সেটা তো ইন্সিওরেন্স দিচ্ছে।

    যেহেতু ক্রেতা কেয়ার করেনা পরিষেবার দাম কত, তারা যত ইচ্ছে চার্জ করে। এদেশে ৮৫% লোকের ইন্সিওরেন্স আছে আর সেটা দেয় কোম্পানি। হাসপাতালে বেডের চার্জ সবচেয়ে দামী ৫-স্টার হোটেলের চেয়ে অনেক বেশী। প্রতি দিন ১০০০ থেকে ২০০০ ডলার। এটা কিন্তু ICU নয়। মাথা ধরার টাইলেনলের দাম যদি হয় ২০ সেন্ট, হাসপাতালে নার্স আপনাকে খাওয়ালে ঐ একই টাইলেনলের জন্য চার্জ করবে ৫ ডলার।

    তবে এনিয়ে কিছু করলে একদল লোকের ক্ষতি হবে। তারা হল মার্সেডিজ, বি এম ডব্লু, পোরশা, বেন্টলি, মাসেরাটি, রোলস রয়েসের ডিলাররা। কারণ এসব গাড়ির এক বিশাল সংখ্যক ক্রেতা হল ডাক্তাররা। ডাক্তাররা এদেশের সবচেয়ে শক্তিশালী ট্রেড ইউনিয়ন তৈরী করেছে : american medical association বা AMA। আজ কোটি কোটি ভারতীয় H1-B তে সফটওয়্যার লিখতে এদেশে আসছে। কিন্তু কোন ভারতীয় ডাক্তারকে টুরিস্ট ভিসাও প্রায় দেওয়া হয়না, H1-B তো দূরস্থান। কারণ state departmentAMAর লবি শক্তিশালী। তারা সরকারকে বলেছে একজনও বিদেশী ডাক্তারকে ঢুকতে দিওনা। কারণ তাহলে এদের হন্ডা, টয়োটা, ফোর্ড চালাতে হবে আম জনতার মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন