এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 75.53.196.7 | ০৩ মে ২০০৯ ০৩:৫৮403406
  • রঞ্জনদা, ওখানে তুলোর চাষ হয়না?
  • dri | 117.194.224.177 | ০৫ মে ২০০৯ ০৯:৪৬403407
  • রঞ্জনদা, আপনার দেওয়া তথ্য সিরিয়াসলি নিলাম। আমরা যারা সাইটে নেই, তাদের কাছে নিউজপেপার রিপোর্টই সম্বল। আমরা চেষ্টা করি যতটা সম্ভব ডাইভার্স সোর্স থেকে খবর যোগাড় করার। আর এতদিন খবর পড়ে পড়ে কোন খবরটায় কতটা গুল মেশানো থাকতে পারে সে ধারনাও হয়েছে। আর একটা লেভেলে এই কাগজ পড়ে (বা ইভেন বই পড়ে) রাজনৈতিক ধারনা করায় বিশ্বাসের আশ্রয় নিতেই হয়।

    যাই হোক, আপনাকে যখন পাওয়াই গেছে, কতগুলো প্রশ্ন করি। আপনি বলছেন আপনি ছত্তিশগড়ে ঋণ সংক্রান্ত কোন আত্মহত্যা দেখেন নি। এবং ধরে নিচ্ছি শোনেনও নি। (ঠিক ধরলাম কি?) আপনি একটু ধারনা দিন ছত্তিশগড়ে চাষীরা কি ধরণের ঋণ নেন। বড় অ্যামাউন্টের ঋণ, না ছোটছোট ঋণ? ঋণ কি প্রধাণত ব্যাঙ্কের থেকে নেন, না মহাজনের কাছ থেকে? ব্যাঙ্ক হলে কি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, না প্রাইভেট (এবং আন্তর্জাতিক ব্যাঙ্ক)? ঋণ নেওয়ার মূল কারণগুলো কি কি? ছত্তিশগড়ে কি জেনেটিকালি মডিফায়েড বীজ কেনার ফ্যাশান হয়েছে? দামী সার কেনার? চাষী যখন কোন কারণে ঋণ শোধ করতে না পারে তখন ব্যবস্থাটা কি হয়? ব্যাঙ্ক বা মহাজন কি চাষজমির অধিকার নিয়ে নেয়? চাষী কি ব্যাঙ্ক বা মহাজনের কাছে আমৃত্যু ঋণী হয়ে থাকে? ব্যাঙ্ক্রাপ্সি ডিক্লেয়ার করার কোন ব্যবস্থা কি নেই? পার্সোনাল ব্যাঙ্ক্রাপ্সি হল এই ঋণী অবস্থা থেকে বেরিয়ে আসার একটা উপায়। ব্যাঙ্ক্রাপ্সি ডিক্লেয়ার করার পর মানুষ আবার নতুন করে শুরু করতে পারে। ব্যাঙ্ক্রাপ্সি ডিক্লেয়ার করার পর মানুষ যা রোজগার করে তা তার আগের ক্রেডিটারকে দেবার কোন বাধ্যবাধকতা নেই। ঋণ না শোধ করতে পেরে আত্মহত্যা করার সত্যিকারের কারণগুলো কি? আপনি নিজের চোখে যা দেখেছেন (ফার্স্ট হ্যান্ড) এবং যা শুনেছেন (সেকেন্ড হ্যান্ড) সেগুলো আলাদা করে লিখুন। বিভিন্ন রিজিয়ানের কথাও আলাদা করে লিখতে পারেন। যেমন ছত্তিশগড় এবং বিদর্ভ।
  • r | 125.18.104.1 | ০৫ মে ২০০৯ ১৩:০৪403408
  • ভারতে পার্সোনাল ব্যাঙ্করাপ্সির কোনো আইনী কনসেপ্ট নেই।
  • ranjan roy | 122.168.202.73 | ০৬ মে ২০০৯ ০০:৩৯403409
  • দ্রি ও অক্ষ,
    ঠিক এইগুলো নিয়েই কথা বলতে চাইছিলাম।
    আমি CGnet এবং exchange solution দুটোরই মেম্বার। শুভ্রাংশু চৌধুরির ঐ লেখাটা খুব মন দিয়ে পড়েছি। ওটা বিনায়ক সেনের মুক্তির ব্যাপারে।
    দুটো খবর ঠিক অ্যাট পার নয়।
    কারণ, সলওয়া জুড়ুম, বা ফল্‌স্‌ এনকাউন্টার, কাস্টডি ডেথ , ফলস্‌ নকশাল সারেন্ডার--- এসব নিয়ে কংগ্রেস ও স্কোর করতে ছাড়ে না। খুব হল্লা মচায়।
    আবার কিসানের আত্মহত্যা নিয়ে কড়া মনিটরিং হয়।
    গতবছর জাঁজগীর জেলার বমনীডীহ্‌ নামের বলক হেড কোয়ার্টারে একজন কিসান পারিবারিক কারণে আত্মহয়া করলো। আমি তখন আমার ব্যাংকের ঐ জেলাটার ইনচার্জ ছিলাম। খোঁজ নিয়ে দেখলাম ও আদৌ ব্যাংক থেকে কোন লোন নেয় নি, বরং সামান্য ডিপোজিট আছে। ঐ নামেই আরেকজন আছে যে আমাদের ব্যাংকের ঋণী, কিন্তু সে আত্মহত্যা করেনি। যাহোক, খবরের কাগজে বেরুলো কিসান আত্মহত্যা করেছে।
    সেটা পড়ে নাবার্ডের্ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট ম্যানেজারামাকে বল্লেন-- জয়েন্ট ভিজিট করবো। আমি জানালাম , সব চেক করেছি-- এটা আসলে নেমসেক হওয়ার কনফিউসানে খবর তৈরি হয়ে গেছে।
    উনি মানলেন না, বল্লেন -- আমার ওপর অর্ডার আছে , সরেজমিনে তদন্ত করতে।
    শেষে দুজনে মিলে একই নামের দুই কিসানের( জীবিত ও মত) বাড়ি গেলাম। পরিবরের সংগে কথা বললাম। তবে নিষ্পত্তি হল।
  • ranjan roy | 122.168.202.73 | ০৬ মে ২০০৯ ০১:১১403410
  • দ্রি এবং অক্ষ,
    হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি--- ছত্তিশগড়ে আমি সরকারী, ব্যাংক, কংগ্রেস, সিপিএম( বিলাসপুর সেক্রেটারি নন্দকুমার কাশ্যপ আমার বিশেষবন্ধু। ও কিসানসভারও নেতা।), ভোটে দাঁড়ানো নকশাল,সমজবাদী নেতা আনন্দমিশ্র( নিজে ধনী কৃষক ও বুদ্ধিজীবি ডেমোক্র্যাট) সবার থেকে খোঁজ নিয়ে নিয়ে বলছি--- ঋণের ভারে কোন কিসান ছত্তিশগড়ে আত্মহত্যা করেনি।
    কেন করতে হয়নি? বিদর্ভে কেন হয়েছে?
    এদিকে অধিকাংশ এরিয়া মোনোক্রপ, শুধু খরিফ ধান।
    রবি ফসল খুব কম। ক্যানাল ইরিগেশনে শুধু একাফসলের সুরক্ষা হয়। ক্যাশ ক্রপের মার্কেটিং প্রবলেম আছে।সুগার মিল নেই, কেচুপ-সস তৈরির কটেজ ইন্ড্রাস্ট্রিও নেই। ৫ একড় জমির মালিক মানে ছোটো কিসান। তার খালি হাল বলদ আছে।
    লোনের ৭০ প্রতিশত আসে কো -অপারেটিভ ব্যাংক, গ্রামীন ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে। বাকি স্থানীয় মহাজন। বিদেশি ব্যাংক --না। প্রতি একর ৪২০০/- মতন লোন, অর্থাৎ
    গড় লোন কুড়ি থেকে তির৪ইশ হাজারের মতন। ব্যাংক পঞ্চাশ হাজারের কম লোনের জমি বন্ধক রাখে না। তারপর কেন্দ্র সরকারের নির্দেশে সুদের হার
    বছরে ৭প্রতিশত। তাও চক্রবৃদ্ধি হার চলবে না। অধিকাংশ ব্যাংক লোন ফেরত না দিতে পারলে শুধু সুদ্‌টুকু নিয়ে লোন কাগজে অদলা-বদলি করে দেয়। তার ওপর গত বছর ভারত সরকারের বিশাল কৃষি ঋণ মকুব যোজনার ফলে চাষীদের ওপর কোন প্রেসার নেই।
    এখানে একলাখ-দুইলাখ লোন নেয় বড় বড় পার্টি, যারাসক্ষম এবং সমাজে ক্ষমতা সম্পন্ন। দু-তিন বছর কৃশি ঋণ শোধ না করলেও ব্যাংক বাবা-বাছা করে অনুরোধ করে। পাঁচ একর অব্দি বা পঞ্চাসহাজারের বেশি লোন( মানে দশ একরের মতন জমি হওয়া চাই)না হলে জমি বন্ধক হবে না। কাজেই গরীব কিসান ভয় পায় না, আত্মহত্যা করবে কেন? বরং ছত্তিশগড়েবুক চিতিয়ে থাকে,
    বিউদর্ভে হয় কলোমাটি জুড়ে আঙ্গুর,কমলা, আখ চাষের ব্যাপার। হ্যাঁ, সয়াবীন ও পেঁয়াজ, তুলো হয়। ক¾ট্রাক্ট ফার্মিং হয়। কাজেই বুঝতেই পারছেন।
    না , ছত্তিশগড়ে তুলোচাষ হয় না। এখানে ক্ষেতি করতে কিছু সুপার ফসফেট ও পরে ইউরিয়া এই প্রধান সার। পেস্টিসাইডের ব্যবহার সামান্য। ধানের বীজ বলতে রত্না, স্বর্ণা এইসব। পেটেন্ট বীজ কেনার ব্যাপারটা এখনও খুব কম জায়গাতে হচ্ছে,। আর ছত্তিশগড়ের লোক খালি সময় দলকে-=দল সপরিবার ইঁটভাটায় বা বাড়ি তৈরির কাজে দলবেধে ক্যাশ রোজগার করতে হরিয়ানা-জম্মুকাশ্মীরে যায়।
    গোপাল হালদারের নভেলে দেখবেন বিলাসপুরিয়া লেবারের খুব নাম।
    আবার রমন সিং সরকার বিপিএল কার্ডধারীদের তিনটাকা কিলো দরে মাসে পঁয়তিরিশ কিলো করে চাল দিয়েছে। সেগুলো বেচে গরীব-গুব্বোরা হাতে কিছু নগদ টাকা ধরেছে, আত্মহত্যা করতে যাবে কেনো?
  • a x | 143.111.22.23 | ০৬ মে ২০০৯ ০১:২৩403411
  • রঞ্জনদা, একটু ক্লিয়ার করে নিই। ১৫০০ কৃষক ঋণের দায় আত্মহত্য করেনি এইটা বলছেন, না আদৌ (কোনো কারণেই) ১৫০০ কৃষক আত্মহত্যা করেনি বলছেন?

    শুভ্রাংশুর যে লেখাটা আমি দিয়েছি, তাতে তো বলেছে এটা National Crime Records Bureau'র সংখ্যা।

    CGNetএর লেখাটাতে আপনি যা বলেছেন শুভ্রাংশু তাই বলছেন প্রথমে-
    I was surprised, and confused. According to my information, the number of farmers committing suicide in Chhattisgarh was very small (1 per year) in the last 6-7 years.

    I contacted the National Crimes Records Bureau for the figures of Farmers' suicide in Chhattisgarh, and they gave me the figures ( see box) . The officers told me to contact the Chhattisgarh State police department if I doubted their figures- as these figures are actually conveyed by the State to the Centre.

    আর দেখবেন, এই লেখাটাতেই সাইনাথ বলেছেন যে বিদর্ভ নিয়েও এরকম একটা ধারণা ছিল, এবং রিপোর্টিং হতনা। চন্দ্রবাবু নাইডু ভোটে হারার পর খবর বেরোয় কিছু কিছু।
  • a x | 143.111.22.23 | ০৬ মে ২০০৯ ০১:২৯403412
  • আরেকটা প্রশ্ন, রঞ্জনদা (বা অন্য কেউও দিতে পারেন), কিসানসভায় সাধারণত খুব ছোট চাষী, ভূমিহীন বা খেতমজুরদের কোনো রিপ্রেজেন্টেশন দেওয়া হয়?
  • ranjan roy | 122.168.202.73 | ০৬ মে ২০০৯ ০১:৩১403413
  • অক্ষ,
    ঠিক জায়গাটা ধরেছেন।আমি বলছি--- ছত্তিশগড়ে ঋণের দায়ে কোন কৃষক আত্মহত্যা করেনি।
    আর বিদর্ভ কেন আলাদা আগেই বলেছি।
    আপনি কোথাও একটু ভুল করছেন। চন্দ্রবাবু তো অন্ধ্রের, আর বিদর্ভ হল পূর্ব মহারাষ্ট্র, নাগপুর কেন্দ্র, ছতিশ্‌গড়ের সঙ্গে বর্ডার আছে।
  • a x | 143.111.22.23 | ০৬ মে ২০০৯ ০১:৩৪403414
  • না না, আমার পুরোটা লেখা উচিৎ ছিল। সাইনাথ যখন অন্ধ্র সম্বন্ধে রিপোর্ট করতে শুরু করে তখন ওকে রিড্যিকুল করা হত। তারপর চন্দ্রবাবু হারার পর সিরিয়াসলি নেয়, কিন্তু তখনও বিদর্ভ বলত ঐসব অন্ধ্রতে হয়, এখানে না।
  • a x | 143.111.22.23 | ০৬ মে ২০০৯ ০১:৩৮403416
  • এইযে CGNetএর লেখাটা থেকেই -

    Then I called up P. Sainath, who is the editor for rural matters with the newspaper “Hindu”. Mr Sainath said, “ I have been writing about Farmers' suicides from the year 2000. For a long time, I was ridiculed. In 2004, after Chandra Babu Naidu lost the elections, people started taking me seriously in Andhra Pradesh. But even then people of Vidarbh would say that this was happening only in Andhra Pradesh and not in Vidarbha. But the official figures show that from the nineties decade, twice as many farmers are committing suicide in Vidarbha as compared to Andhra Pradesh.

    তাহলে ছত্তিসগড়ে এই বিশাল সংখ্যক আত্মহত্যার কারণ কি?
  • shyamal | 24.117.212.59 | ০৬ মে ২০০৯ ০৪:১৪403417
  • রঞ্জন দা,
    একটু বিশদ ভাবে বুঝিয়ে বলুন কেন বিদর্ভে এত চাষী আত্মহত্যা করে। তার সঙ্গে কনট্র্যাক্ট ফার্মিং এর যোগ কোথায়? ক্যাশ ক্রপেরই বা যোগ কোথায়?

  • arjo | 24.42.203.194 | ০৬ মে ২০০৯ ০৫:৪১403418
  • http://www.nytimes.com/2009/05/06/business/global/06tax.html?em

    ওবামার নতুন ট্যাক্স পলিসি। আউটসোর্স করলে আর ট্যাক্সে ছাড় নয়। কমে যাবে ভারতে আউটসোর্সিং? মনে হয় না। ১:৫০ যে বিরাট বড় রেশিও। কিন্তু প্রফিটেবিলিটি ঠিক রাখতে মাইনে ইত্যাদি কমতেই পারে। কারণ বিলিং রেট ইত্যাদি কমতে পারে।
  • dri | 117.194.230.93 | ০৯ মে ২০০৯ ১১:২১403420
  • এপ্রিল মাসে মোট ৫৩৯০০০ মানুষ চাকরী হারালো। এই নিয়ে পর পর চার মাস ধরে প্রতি মাসে আধ মিলিয়ানের বেশী মানুষের চাকরী গেল। জবলেস রেট বেড়ে দাঁড়ালো ৮.৯%।

    ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে এই কোয়ার্টারে দেড় বিলিয়ানের বেশী ক্ষতি পোস্ট করল।

    ২০% আমেরিকান হোম ওনারদের বাড়ীর দাম এখন কেনা দামের কম।

    টেন্ট সিটিতে লোক বাড়ছে। http://tinyurl.com/cf7k6j


    ক্যালিফোর্নিয়া ব্যাঙ্ক্রাপ্সির মুখোমুখি। http://tinyurl.com/dlq9k6

    বৃটেনে জিনিষের দাম এবং ট্যাক্স দুইই বাড়ছে। http://tinyurl.com/p662l4। অন্যদিকে জবকাট হচ্ছে এবং মাইনে কমছে বা স্টেডি থাকছে। অর্থাৎ লোকে গরীব হচ্ছে।

    এই কোয়ার্টারে ৩৬% লাভ কমল ফরাসী তেল কোম্পানী টোটালের।

    ভেনেজুয়েলার দ্বিতীয় বৃহত্তম স্টীল কোম্পানী ন্যাশানালইজ্‌ড হল। এছাড়াও অয়েল সার্ভিস কোম্পানী জোর করে ন্যাশানালাইজ করে নিলেন শাভেজ। http://tinyurl.com/rx453p

    টয়োটা জীবনের প্রথম অ্যানুয়াল লস পোস্ট করল ৭.৭ বিলিয়ান ডলার। http://tinyurl.com/oe242z

    তোশিবা রেকর্ড সাড়ে তিন বিয়ান ডলার লস পোস্ট করল। http://tinyurl.com/qnnmfj

    তাইওয়ানের এক্সপোর্ট কমল ৩৪%, http://tinyurl.com/qf43gx

    ভারতে চিনির উৎপাদনে ঘাটতি, বিশ্ববাজারে বাড়তে চলেছে চিনির দাম, http://tinyurl.com/pyfoyu

    ১৫০ ড্রাইভারকে থামিয়ে তাদের থেকে মোট তিন মিল্যান ডলার তোলা আদায় করার অভিযোগ উঠল টেক্সাস পুলিশের বিরুদ্ধে। http://www.boingboing.net/2009/05/06/texas-police-accused.html। হা আম্রিকান ইন্টিগিটি! না জানি আরো কত গল্প শুনতে হবে এই রিসেশানে।
  • kk | 70.242.145.94 | ০৯ মে ২০০৯ ১২:১১403421
  • driএর পোস্টিং খুব মন দিয়ে পড়ি। বেশ informative। শেষ আইটেমটা পড়ে বেশ ভালো লাগলো। আমেরিকার কৃষ্ণাঙ্গদের এত আর্থিক উন্নতির খবরটা জানা ছিলোনা। ১৫০ জন, যাদের মধ্যে বেশীরভাগই কৃষ্ণাঙ্গ, গাড়ীতে গড়ে অন্তত: ২০০০০ ডলার ক্যাশ (রিপোর্টের ভাষায় ডাকাতি, driএর ভাষায় তোলা দিতে তো ক্যাশই লাগে, তাই না?) সঙ্গে নিয়ে যাচ্ছিলো - আমি তো অত ডলার ক্যাশ চোখেই দেখিনি। অবশ্য টেক্সাসে সবই বড় বএহ ব্যাপার।

    আমেরিকার ইকনমি তাহলে খুব খারাপ না, কী বলেন?
  • dri | 117.194.233.114 | ০৯ মে ২০০৯ ১২:১৫403422
  • হ্যা, একসেপ্ট এই যে, কালো ট্রাক ড্রাইভারের টাকাগুলো হয়ত তাদের নিজেদের নয়, মালিকের টাকা ক্যারি করছিলো। ইকনমি খারাপ হবে কেন? আর এই যে এত ট্রিল্যান ট্রিলিয়ান ডলার ছাপা হচ্ছে সেগুলো কোথায় যাবে? একটু ট্রিকল ডাউন কি হবেনা?
  • kk | 70.242.145.94 | ০৯ মে ২০০৯ ১২:১৮403423
  • all kiddin' aside, ইন্টিগ্রিটি আবার কী? সাউথের স্টেটগুলোর তো বহুদিন দুর্নাম আছে out of state প্লেট দেখলে ফালতু স্পিডিং টিকিট ধরানো - শুনেছি ওদের কোটা থাকে, অনেক শহরের বাজেটে ঠিক হয় দিনে কত লিখতে হবে।

    সত্যি মিথ্যে জানি না, তবে অনেকেই বলে, শুধু নর্থের লোকেরাই নয়, সাউথেরও।
  • dd | 122.167.24.92 | ১০ মে ২০০৯ ০১:১১403424
  • দুমদাম করে উঠছে শেয়ার মার্কেট, সে দু একটা হেঁচকি শুদ্দু।
    মারুতি সুজুকির রেকর্ড সেল মার্চ আর এপ্রিলে
    সেম উইথ এয়ারটেল
    টয়োটা কির্লোস্কার ফুল প্রডাকশনের প্ল্যান শুরু করে দিলো।
    আমেরিগান ব্যাংকেরা মানসিক ভাবে অসুস্থ, জানিয়েছেন ব্যাংকের সাইকিয়াট্রিস্টেরা ,কিন্তু ভারতীয় ব্যাংকেরা শুধু হাসছে। মুনাফার অট্টহাসি। স্বাস্থে ফেটে পরছে।

    মানে ইন্ডিয়া ইজ চকচ্‌ক করছে এগেইন।

    রিসেসন ফিসেসন শেষ। ফিনিস।

    যাও সবে নিজ নিজ কাজে।

  • shyamal | 24.117.212.59 | ১০ মে ২০০৯ ০৩:৫৫403425
  • অনেকেই এই রিসেশনের বাজারে বলতে শুরু করেছেন যে পুঁজিবাদ এইখানেই শেষ। মুশকিল হল ১৯২৯ এ বোধ হয় এর চেয়ে অনেক বেশি লোক পুঁজিবাদের ইউলোজি লিখে ফেলেছিলেন।
    আমার যেটা মনে হয়, এটা পুঁজিবাদের সমস্যা নয়। সমস্যা হল পৃথিবীর বৈষম্যের যেখানে আমেরিকা,ইউরোপ, জাপানে শ্রমিকদের বেতন ভারত, চীন, আফ্রিকা, ল্যা:আমেরিকার চেয়ে অনেক বেশি। যতদিন তৃতীয় বিশ্বের স্কিল ছিল না, এটা স্বচ্ছন্দে চলছিল। আজ তৃতীয় বিশ্বের একাংশ শিক্ষিত ও স্কিলড হওয়ায় প্রথম বিশ্বে সমস্যা দেখা দিয়েছে। আমেরিকা, ইউরোপ এগুলো ম্যাচিওরড ইকনমি। এদের উৎপাদনশীলতা ও সেইসঙ্গে আয় বিশাল বাড়ার কোন সম্ভাবনা নেই। বরং তৃতীয় বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় আয় কমবে ও সেসঙ্গে জীবনযাত্রার মান পড়বে।
    কিন্তু একই বাজার অর্থনীতি চালিয়ে ভারত, চীন, ভিয়েৎনাম, ব্রেজিল উন্নত হবে কারণ এদের উৎপাদনশীলতা ও সেইসঙ্গে আয় বাড়ার জায়গা অনেক আছে যতদিন না প্রথম বিশ্বের সঙ্গে সমতা আসে।
  • dri | 117.194.224.179 | ১২ মে ২০০৯ ১২:২৬403428
  • এক মিনিট। এখনি নিজ নিজ কাজে যাবেন না।

    একটা খুব সুখবর আছে। এবারে মাত্র একটি ব্যাঙ্ক ফেল করল। মাত্র একটি। ওয়াশিংটনের ওয়েস্টবাউন্ড ব্যাঙ্ক।

    এয়ারবাসের বিক্রি কমল, ই এ ডি এসের প্রফিট কমল ৪০%, http://tinyurl.com/o6pdn5

    ফিয়াট জানিয়েছে ক্রাইসলারের কটা ডীলার রাখা হবে আর কটা ডীলার বাদ দেওয়া হবে সে সিদ্ধান্ত শিগ্গির নেওয়া হবে। অর্থাৎ আম্রিকায় আরো জবকাট শিগ্গিরই। এদিকে সিসিলিতে ফিয়াট কর্মীরা স্ট্রাইক করেছে ওপেলের সাথে মার্জারের ডিটেলের দাবী জানিয়ে।

    ল্যাটভিয়ার ইকনমি তিন মাসে ১৮% নেমে গেল, http://news.bbc.co.uk/2/hi/business/8043972.stm

    ইরাকে এক আমেরিকান সৈন্য পাঁচজন ফেলো সৈন্যকে গুলি করে মারল, http://news.bbc.co.uk/2/hi/in_depth/8044229.stm

    গ্রামীণ ব্যাঙ্ক এবার নিউ ইয়র্কেও! নাকি সফল, http://news.bbc.co.uk/2/hi/business/8037785.stm

    ইউকেতে রিসেশানের হাত থেকে বাঁচতে লোকে আর্মিতে যোগদান করছে, http://www.timesonline.co.uk/tol/news/uk/article6251988.ece

    আম্রিকার বাজেট ডেফিসিট এবার রেকর্ড করল, ১.৮ ট্রিলিয়ান, http://tinyurl.com/r6gpuo

    রিসেশানের চক্করে একটার পর একটা দেশ আই এম এফের কাছে ঋণে বাঁধা পড়ে যাচ্ছে। লেটেস্ট ইউক্রেন, http://tinyurl.com/prj7rn

    ক্রেডিট মার্কেট ফেলিওর ক্রমে আসিতেছে, http://www.msnbc.msn.com/id/30673906/

    ইউকেতে ৭০০০ সরকারী চাকরী কমল, http://tinyurl.com/qwu62x

    স্পেনে আনএমপ্লয়মেন্ট বেড়ে দাঁড়ালো ১৭%, http://www.npr.org/templates/story/story.php?storyId=103958688

    ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান কমল ১৬% এর ওপর, ১৮ বছরে হাইয়েস্ট, http://tinyurl.com/pnzzok

    ফ্রান্স সৌদি আরবের সাথে সিভিলিয়ান নিউক্লিয়ার ডীল করতে চলেছে! আলজিরিয়া আর লিবিয়ার সাথে আগেই করেছে, http://www.presstv.ir/detail.aspx?id=94313§ionid=351020205। এটা কয়েক বছর আগে ভাবাও যেত না। এর থেকেই বোঝা যায় ফাস্ট ওয়ার্ল্ডের ফিনান্সিয়াল অবস্থা কতটা করুণ।

    ওক্কে। এবার যান সবে নিজ নিজ কাজে।
  • dipu | 207.179.11.216 | ১৩ মে ২০০৯ ১৫:৩৫403429
  • বদমায়েসির যোগ্য জবাব .......

    http://tinyurl.com/q25ln3
  • lcm | 69.236.160.205 | ১৪ মে ২০০৯ ১৩:২১403430
  • There's no recession, it's a reset for the economy: Steve Ballmer
    http://tinyurl.com/qvo9mw


  • dri | 117.194.228.17 | ১৫ মে ২০০৯ ১০:০৪403431
  • লন্ডনে কমার্শিয়াল অফিস স্পেসের ভাড়া হু হু করে কমছে, http://tinyurl.com/r85p78

    ক্রাইসলার প্রায় ৭৫০ ডিলার বন্ধ করে দেবে বলে জানিয়েছে। জি এম হাজার দুয়েক বন্ধ করবে বলে শোনা যাচ্ছে। জি এমের ব্যাঙ্ক্রাপ্সি প্রায় অবশ্যম্ভাবী। এদিকে এও শোনা যাচ্ছে জি এম নাকি চীন থেকে গাড়ি ইম্পোর্ট করবে আম্রিকায়।

    মে মাসের এই কদিনেই আম্রিকায় কাজ হারালেন ছ লাখের বেশী মানুষ। গাড়ি ইন্ডাস্ট্রির লে অফ একটা বড় কারণ।

    এপ্রিলেও রিটেল সেল পড়ল, http://www.msnbc.msn.com/id/30720373/

    এপ্রিল মাস ট্যাক্স মাস। এই মাসে সাধারণত ডেফিসিট হয়না। তিরাশি সালের পর এই প্রথম এপ্রিল মাসে ডেফিসিট হল আম্রিকায়, http://www.msnbc.msn.com/id/30706398/

    বৃটিশ টেলিকমে আরো ছাঁটাই, সব মিলিয়ে ৩০,০০০। এখন লসে রান করছে বিটি, http://tinyurl.com/p8dr25

    অটো ইন্ডাস্ট্রির ব্যাকবোন হল অটো পার্টস ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতেও বহু মানুষ নিযুক্ত ছিল। এখন এখানেও হাহাকার। জার্মান অটো পার্টস মেকার শ্যাফলার আসন্ন ৪৫০০ হাজার ছাঁটাইয়ের গান শুনিয়ে রাখল।

    স্টুডেন্ট লোনে জর্জরিত ছাত্ররা এখন চাকরী পাচ্ছে না আম্রিকায়। মাত্র ২০% গ্র্যাজুয়েট চাকরী পেয়েছে এবার, http://tinyurl.com/qnh3de

    বৃটেনে অর্ধেকের বেশী মানুষ নাকি এখন ওয়ার্ক ফ্রম হোম করছেন, http://tinyurl.com/o58nkw। তাতে যাতায়াতের খরচ যেমন বাঁচছে, অফিসে পরে যাওয়ার স্মার্ট ড্রেসের খরচও বাঁচছে!

    ইউ এস ফান্ডেড অ্যান্টি-কাস্ত্রো রেডিও স্টেশানে লে অফ! http://tinyurl.com/r43446

    এক বছরে সোনির লস ১ বিলিয়ান ডলার, ১৪ বছরে এই প্রথম, http://blogs.zdnet.com/BTL/?p=18039

    নিসানের লস বছরে ২.৪ বিলিয়ান ডলার, দশ বছরে প্রথম। http://www.msnbc.msn.com/id/30697726/

    ডাইমলার জাপানে ২৩০০ কর্মী বাদ দেবে, http://online.wsj.com/article/BT-CO-20090513-706301.html

    তরুণ জাপানীদের মধ্যে সুইসাইড রেট বাড়ল, http://tinyurl.com/qp9xtn
  • dd | 122.167.16.104 | ১৬ মে ২০০৯ ০১:৪৫403432
  • দেখেছেন তিনি দেখেছেন। (উনি প্রত্যক্ষদর্শী)।

    কইলেন ও, দ্বিধাহীন কম্বুকন্ঠে, আর বি আইএর গভোন্নর (কি জানি নামটা ? )
    "সিমেন্ট,ইস্টিল ইত্যাদির ডিমান্ড বাড়ছে, এবং প্রডাকশন। এর থেকেই বুঝতে পারি রিসেসনের দিন শেষ। মেরে কেটে আর ছয় মাস। সে ও টিঁকলে হয়। হা:।"

    আরে, আমি তো কবেই কয়েছিলাম। তো গরীবের কথা কে কবে শুনলো ? বলুন ?
  • dri | 117.194.227.213 | ১৯ মে ২০০৯ ০৯:২১403433
  • সে¾ট্রাল ব্যাঙ্কের হেডের কাজই তো সবসময় আশা দেওয়া। আম্রিকাতেও ফেডের চেয়ারম্যান তাই বলেন। সুদিন আসতে আর একটু বাকি। আর একটু। গ্রেট ডিপ্রেশানের সময় হার্বার্ট হুভারের উক্তি তো প্রায় একটি জোকে পরিণত হয়েছিল। রিকাভারি ইজ রাউন্ড দা কর্নার। (যদিও আমি মনে করি এই রিসেশানে আম্রিকা আর ভারতের কেসদুটো একটু আলাদা, ধ্বস শেষ হলে ভারত বেশী তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে, কিন্তু সে কথা আলাদা)।

    ক্রেডিট কার্ড ডিফল্ট বাড় রাহা হ্যায়, ড্যান্স ড্যান্স। http://www.reuters.com/article/GCA-Economy/idUSTRE54E4Y020090515

    অ্যামেরিকান এক্সপ্রেস ৪০০০ লে অফ করল।

    ইউ কের কর্পোরেট পেনশান ফান্ডে ২২০ বিলিয়ান পাউন্ড শর্টফল। ডিভিডেন্ট কমাবে কোম্পানীরা। ব্লুম্বার্গের খবর। (আজ আর টাইনি ইউআর এল বানাতে ইচ্ছে করছে না)।

    ফ্রান্সে জবলসের প্রতিবাদ শুধু বাড়ছে, http://www.webinfrance.com/protests-against-economic-crisis-sweep-france-333.html

    জার্মানীতেও তাই। http://www.dw-world.de/dw/article/0,,4258332,00.html

    জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক ৬.১ বিলিয়ান ডলার লস পোস্ট করল।

    আম্রিকায় মেক্সিকান ইমিগ্র্যান্ট ক্রমশ, কমছে, http://www.nytimes.com/2009/05/15/us/15immig.html?_r=1&hp

    জি এমের ব্যাঙ্ক্রাপ্সি হতে পারে যে কোন সময়ে। আর এই ইনফ্লেটেড স্টক মার্কেটের ফের পড়ারও সময় হয়ে এল।
  • shyamal | 24.119.10.202 | ২৯ মে ২০০৯ ১৭:১৪403434
  • ২০০৮-০৯ এ ভারতের জিডিপি বাড়ল ৬.৭%। এই বছরে আমেরিকায় বেড়েছে ১.১%। চীনে ৯%।
  • dri | 117.194.229.246 | ০১ জুন ২০০৯ ১১:১২403435
  • এরই মধ্যে আরো তিনটি ব্যাঙ্ক ফেল করেছে। ইলিনয়ের দুটি ব্যাঙ্ক, সিটিজেনস ন্যাশানাল ব্যাঙ্ক এবং স্ট্র্যাটেজিক ক্যাপিটাল ব্যাঙ্ক, এবং ফ্লোরিডার ব্যাঙ্ক ইউনাইটেড। এর মধ্যে ফ্লোরিডার ব্যাঙ্কটি খুব বড়। এখন অব্দি যে কটা ব্যাঙ্ক ফেলিওর হয়েছে এর রিসেশানে, তার মধ্যে এইটি সেকেন্ড লার্জেস্ট, ইন্ডিম্যাকের পরেই।

    জি এমের ব্যাঙ্ক্রাপ্সি আসন্ন।

    মে মাসে আরো আধ মিলিয়ানের চাগ্রি গেল। সব মিলিয়ে গত দশকে যত এমপ্লয়মেন্ট গেন হয়েছিল, প্রায় পুরোটা ধুয়ে গেল। http://www.marketwatch.com/story/payrolls-shrunk-another-half-million-survey-says

    ফুড প্যাϾট্রতে খাবারের শর্টেজ, http://www.foxnews.com/story/0,2933,523479,00.html

    আরেকটা ডিসটার্বিং ডেভালাপমেন্ট হল, দুটো জায়গায় খুঁচিয়ে যুদ্ধ বাধানোর চেষ্টা হচ্ছে। এক হল নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া বর্ডারে। টেনশান এখন এত হাই যে চাইনিজ মাছ ধরার বোট এখন ঐ বর্ডার ছেড়ে চলে যাচ্ছে। http://www.alertnet.org/thenews/newsdesk/SEO14469.htm। চায়না চেষ্টা করছে টেনশান ডিফিউজ করার। আরেকটা জর্জিয়ায়, http://www.guardian.co.uk/world/2008/aug/27/georgia.russia1। এছাড়া ইজরায়েল ইরানের ব্যাপারটা তো আছেই।
  • Arijit | 61.95.144.123 | ০১ জুন ২০০৯ ১২:২৪403436
  • কাগজের খবর জিএম আজ চ্যাপটার ১১ ফাইল করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন