এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৪৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • P | 78.16.49.10 | ১৫ জুলাই ২০০৯ ২০:২৬403572
  • ইয়ে , ইন্টেল ভালো রেজাল্ট করেছে বললে একটু অত্যুক্তি হয় বোধহয়।
    ইন্টেলের রেজাল্ট stronger-than-expected। মানে ফোরকাস্টের থেকে , তাতেও উইথ নেট লস অফ $398m। কাজে ভালোর থেকে মন্দের ভালো বলা বেটার।
  • dipu | 121.243.161.234 | ১৫ জুলাই ২০০৯ ২১:১৬403573
  • তা বটে, মন্দের ভালো। এএমডির পিছনে না লাগলে ওই ফাইনটাও হত না, নেট লসও হত না।
  • Samik | 219.64.11.35 | ১৫ জুলাই ২০০৯ ২১:৫১403574
  • ITES মানে আইটি এনেব্‌লড সার্ভিস। গোদা বাংলায় বিপিও কল সেন্টার।
  • dri | 117.194.232.95 | ১৫ জুলাই ২০০৯ ২১:৫৮403575
  • :-)। কিন্তু এ এম ডির পেছনে না লাগলে হয়ত অত ভালো মার্কেট শেয়ার হত না, তখন হয়ত আবার সেই নেট লস হত। তবে এই স্টক মার্কেট সেন্টিমেন্ট ম্যানিপুলেট করা একটা আর্ট। যারা রিপোর্টার তাদের কাছে সব ইনফর্মেশান আগে থেকেই থাকে কার কত লাভ লোকসান হয়েছে। যখন পলিসি হয় 'এবারে মার্কেট রোজি দেখাতে হবে', করে কি এক্সপেক্টেশানটা যা লোকসান হয়েছে তার চেয়েও খারাপ করে রাখে। কেউ কোনদিনও এক্সপ্লেন করে না কিসের বেসিসে এই এক্সপেক্টেশান। তারপর যখন রেজাল্ট বেরোয় দেখা যায় লস, কিন্তু এক্সপেক্টেশানের চেয়ে কম। ওমনি মার্কেট চড়চড় করে উঠে যায়। এ এক তামাশা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল ইন্টেলের মত কোম্পানীর আউটলুক কেমন। গোয়িং ফরওয়ার্ড। খুব ভালো হলে অবাক হব। যে রেটে লোকে চাকরী হারাচ্ছে, মাইনে কাট হচ্ছে, বিজনেস বন্ধ হচ্ছে, ইন্টেলের আপসাইড তো খুব একটা দেখি না।

    তবু ইন্টেলের তো একটা ভালো প্রডাক্ট লাইন আছে। জিনিষ বিক্রি হয়। গোল্ডম্যান স্যাক্স হল বিগেস্ট হোক্সমাস্টার। বেসিকালি একটা ইনসাইডার ট্রেডৈং এবং চুরির মেশিন। গোল্ডম্যান স্যাক্সকে নিয়ে একটা কেস স্টাডি করা যেতে পারে। তবে তার জন্য অনেক লিখতে হবে। ওসব পরে কখনো হবে।
  • dri | 117.194.226.122 | ১৫ জুলাই ২০০৯ ২২:০৬403577
  • আম্রিকার বাজেট ডেফিসিট এক ট্রিলিয়ান ছাড়িয়ে গেল। আগামী তিন মাসের মধ্যে নাকি দু'ট্রিলিয়ানে পৌঁছে যেতে পারে! http://apnews.myway.com/article/20090714/D99DSUG00.html

    ইনভেস্টাররা জার্মানীর ওপর আস্থা হারাচ্ছে। http://www.forbes.com/feeds/afx/2009/07/14/afx6651272.html
  • santanu | 217.196.19.45 | ১৫ জুলাই ২০০৯ ২২:০৬403576
  • এই রে, এই গোদা বাংলাটা তো জানতাম না। আমি কদিন আগে কলকাতায় নিজেকে ITES এর লোক বলে ভুজুং ভাজুং দিয়ে চালালাম, তাতে বেশ কিছু টাকা রিবেট পেলাম।
  • dipu | 121.243.161.234 | ১৫ জুলাই ২০০৯ ২২:১০403578
  • হ্যাঁ, এই এক্সপেক্টেশনগুলো কিকরে তৈরী হয় এটা আমিও জানতে খুব উৎসুক।
  • santanu | 82.112.6.2 | ১৬ জুলাই ২০০৯ ১৩:৪০403579
  • UAE Gasco ৯ বিলিয়ান ডলার কাজ award করল।

    আমাদের দোকান এতে ২.১ বিলিয়ান ডলার এর ভাগ পাইসে।

    এই মাসে মিডটার্ম Increment - দুগ্গা দুগ্গা
  • dri | 117.194.229.228 | ১৬ জুলাই ২০০৯ ২২:২২403580
  • দ্বিতীয় শান্তনু কি গ্যাস পাইপলাইন সংক্রান্ত কাজ করেন?
  • arjo | 168.26.215.13 | ১৬ জুলাই ২০০৯ ২৩:০৬403582
  • বিশ্বস্ত সূত্রের খবর জেপি মরগ্যান চেজের রেজাল্টও নাকি বেশ ভালো। একদিকে ছোট ব্যাংক ফেল করছে, অন্যদিকে বড় ব্যাংক লাভ করছে। রহস্যটা কি? জানি না। কয়েকটা জিনিষ মনে হচ্ছে
    এক, মার্ক টু মার্কেট তুলে দেওয়াতে যা হয়েছে তাহল ''টক্সিক'' অ্যাসেটকে কারেন্ট মার্কেট ভ্যালুয়েশনে অনুযায়ী মাপতে হবে না। তাই ব্যাংকের বুক ভ্যালু গত বছর যা কমে গিয়েছিল তা আবার বেড়ে গেছে।
    দুই, স্টিমুলাস প্যাকেজের টাকা পাওয়ায় শর্ট টার্ম লোনের যে সমস্যা ছিল সেটাও গেছে।
    আর তিন ছোট ব্যাংক উঠে যাওয়ায় কম্পিটিশন কমেছে।

    এবারে এই মার্ক টু মার্কেট তুলে টক্সিক অ্যাসেটের ভ্যালুয়েশন ওভার নাইট বাড়িয়ে দেওয়ার সাইড এফেক্ট কি কি তা জানি না। তবে এই রেজাল্ট কতটা রিয়েল সেটা একটু কঠিন।
  • dri | 117.194.232.50 | ১৬ জুলাই ২০০৯ ২৩:৪৩403583
  • সি আই টি ব্যাঙ্ক্রাপ্সির খুব কাছাকাছি। গর্মেন্ট প্রায় বলেই দিয়েছে বেলাউট করবে না।

    নোকিয়ার প্রফিট কমল, সোনি এরিকসনের লস হল, http://www.marketwatch.com/story/sony-ericsson-swings-to-second-quarter-loss

    ইভেন গুগলের গ্রোথও স্লোডাউন হচ্ছে।

    হোটেল ব্যবসায় ম্যারিয়টের প্রফিট কমল, http://www.marketwatch.com/story/marriotts-second-quarter-profit-slides-76

    হার্লে ডেভিডসনের প্রফিট কমল, ১০০০ জন ছাঁটাই করবে, http://www.marketwatch.com/story/harley-davidson-posts-lower-profit-cuts-more-jobs

    এমনকি ওষুধকোম্পানী নোভার্টিসেরও প্রফিট কমল, http://www.marketwatch.com/story/novartis-profit-drops-10-as-dollar-strengthens

    ২০০৯ এর ছ'মাসেই দেড় মিলিয়ান হোম ফরক্লোজ্‌ড হয়েছে, http://money.cnn.com/2009/07/16/real_estate/RealtyTrac_foreclosure_report/

    ফ্রান্সে নর্টেল, রেনল্ট আর পোজো এই তিনটে কোম্পানীতে লেবার ডিসপিউটে অফিস উড়িয়ে দেবে বলে হুমকি দিল কর্মীরা। http://www.nytimes.com/2009/07/17/business/global/17explode.html?_r=1

    ইজরায়েল ইরান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে বৃটিশ পেপারে খবর, http://www.haaretz.com/hasen/spages/1100627.html

    আর এরই মধ্যে আরেক প্রডস্টার জে পি মরগ্যান প্রফিট পোস্ট করল। এটা একদমই ট্রু নয়, যে শুধু ছোট ব্যাঙ্কগুলো ফেল করছে আর বড়রা করছে না। বড় ব্যাঙ্কগুলো বিশাল পরিমাণ বেলাউট পেয়েছে। গোল্ডম্যান স্যাক্স, জে পি মরগ্যান, সিটিগ্রুপ, ব্যাংক অফ অ্যামেরিকা। বিশাল মানে বিশাআল। প্লাস যে সব কোম্পানী ব্যাঙ্ক্রাপ্ট হয়েছে তাদের বেচে যে সব পয়সা হয়েছে তার বড় অংশ গোল্ডম্যান, জে পি মরগ্যানে শান্ট করে দেওয়া হয়েছে, এ আই জি, বেয়ার স্টার্ন, ক্রাইসলার, জি এম। এছাড়া আছে ইনসাইডার ট্রেডিং। এই ব্যাংকগুলোই ফেডারাল রিজার্ভের ফ্রান্ট ব্যাংক। এদের কাছে সব ইনসাইডার ইনফো থাকে। বাই দ্যা ওয়ে, কংগ্রেস ফেডারাল রিজার্ভ অডিট করতে চেয়েছে রিসেন্টলি। বেন বার্নাঙ্কি বলেছে অডিট করা চলবে না। ফেডারাল রিজার্ভ প্রাইভেট বডি। (যে কথা আমি আগেই বলেছিলাম কনস্পিরেসি থ্রেডে। তখন অনেকেই বলেছিলেন না না সে¾ট্রাল ব্যাংক গভর্মেন্ট ব্যাপার, কেউ বলেছিলেন হাফ গভর্মেন্ট হাফ প্রাইভেট)। তারপর কংগ্রেস অডিট দা ফেড নামে একটা বিল আনার চেষ্টা করে। সেইটা ঠেকানোর জন্য ফেডারাল রিজার্ভ একজন লবিইস্টকে হায়ার করে (এক মহিলা, তার নাম ভুলে যাচ্ছি) যিনি এনরনের লবিইস্ট ছিলেন। ভাবুন একবার। ট্যাক্সপেয়ারের টাকা। কংগ্রেস দিল। তারপর যখন জিজ্ঞেস করা হল এই টাকা কোথায় গেল, কাকে দিয়েছ ফেডারাল রিজার্ভ স্ট্রেট বলে দিল বলব না! এনিওয়ে, এই নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে।
  • lcm | 128.48.7.125 | ১৬ জুলাই ২০০৯ ২৩:৫৮403584
  • অর্পন-এর পোস্টের ট্রিকটা হল সেই ধনী রাশিয়ান যিনি কিনা টাকার থলি নিয়ে এসে পৃথিবীর অর্থ সমস্যা মেটানোর থ্রেডটা শুরু করবেন - তিনি তো নেই। বা, থাকলে তিনি কে?
  • Arpan | 122.252.231.12 | ১৭ জুলাই ২০০৯ ০০:০৭403585
  • হু, আমি ভাবছিলাম আরো কিছু আছে। :-)
  • dri | 117.194.232.23 | ১৭ জুলাই ২০০৯ ০০:১৯403586
  • আরো কিছু আছে।
  • lcm | 128.48.7.125 | ১৭ জুলাই ২০০৯ ০২:০৯403587
  • আর একটা জিনিস হল, এই চেইনে শুধু কত মোট ঋণ আছে বলা হচ্ছে, কিন্তু সুদ বলা নেই। আর নেই টাইম ফ্যাক্টর। বহুকাল আগে যদি কষাই বা হোলসেলার ঋন নিয়ে থাকেন, তবে আজকে তার ভ্যালু কোথায়... ইত্যাদি। প্লাস, ট্রেডিং কারেন্সি ধরে নেওয়া হয়েছে একটাই। ... মানে এমনি দেখে যা মনে হচ্ছে।
    দ্রি, ট্রিকটা বলে দাও না।
  • lcm | 128.48.7.125 | ১৭ জুলাই ২০০৯ ০২:১৫403588
  • কিন্তু ওভার অল ব্যাপারটা ইন্টারেস্টিং। ম্যাডফ-এর পন্‌জি স্কিম এর মতন, সারকুলার ডেট।
  • lcm | 128.48.7.125 | ১৭ জুলাই ২০০৯ ০২:২০403589
  • কারো কোনো ডেট নেই, কিন্তু কারো কাছে কোনো টাকাও নেই। ধুস! এরকম চললে কি করে হবে।
    দেখি দ্রি কি বলে।
  • tania | 65.115.93.98 | ১৭ জুলাই ২০০৯ ০২:৩০403590
  • অর্পনের গল্পে প্রত্যেকেই একাধারে দেনাদার এবং পাওনাদার। প্লাস, দেনার অ্যামাউন্ট = পাওনার অ্যামাউন্ট। অন টপ অফ দ্যাট, সবাইকে নিয়ে একটা সার্কল তৈরী হয়েছে যেখানে কোনো ওভার্ল্যাপ নেই।

    এবার রিয়েল লাইফ। সেখানে আম জনতা কিন্তু শুধুই দেনাদার। পাওনা বলতে মাসকাবারি মাইনে। কিন্তু মাসমাইনে (বা রেগুলার ইনকাম) তো এই গল্পে কনসিডারই করা হয়নি। এবার যদি ধরে নিই যে রেগুলার ইনকাম রানিং এক্সপেন্ডিচারের খাতে যায় পুরোটাই, তাহলে আম আদমির হাতে থাকে কি? অর্থাৎ রাশিয়ান ধনকুবের টাকার থলি নিয়ে এলেও সে আমাকে আপনাকে দেবে কেন? আমাদের তো তার কাছে কোনো পাওনা নেই। neither are we offering him any service or product.

    আর অন্য একটা কথাও মাথায় এল। যদিবা রেগুলার ক্যাশফ্লোকে আমি আমার পাওনা বলে ধরে নিই, তাহলেও যে কোনো ইন্সট্যান্ট ইন টাইমে তো আমার দেনা আর পাওনা সমান হয়না। পাওনা যদি পাঁচ টাকা হয়, তো দেনা হয় পাঁচ হাজার। সুতোরাং equilibrium এর কোনো সিনই নেই।

    এগুলো যাস্ট মাথায় এলো তাই লিখলাম। কোনো থিওরী ইত্যাদি নিয়ে পড়াশোনা নেই।
  • lcm | 128.48.7.125 | ১৭ জুলাই ২০০৯ ০৩:৫৩403591
  • এই তো, তানিয়া ঠিক ইকোয়েশন দিয়েছে, দেনা=পাওনা, লাভ=০? তাইলে খাবা কি?
  • santanu | 82.112.6.2 | ১৭ জুলাই ২০০৯ ০৭:৩৪403593
  • দ্রি, এই দ্বিতীয় শান্তনু আবার কে? যাক, আমার দোকান, তেল গ্যস ইত্যাদি নিয়ে কাজকারবার করে।
  • dri | 117.194.225.39 | ১৭ জুলাই ২০০৯ ০৯:৫০403594
  • আরেকজন শান্তিনিকেতনের শান্তনু আছেন না?
  • dri | 117.194.225.39 | ১৭ জুলাই ২০০৯ ১০:১৯403595
  • তানিয়া একদম স্পট অন। সবাই সমপরিমানে উত্তমর্ণ ও অধমর্ণ, এটা একটা ইন্টারেস্টিং গপ্পো হতে পারে, কিন্তু আমেরিকার এখনকার অবস্থার অ্যাকিউরেট মডেল নয়।

    আর এই পার্টিকুলার কেসে সবার ঋণমুক্ত হতে রাশিয়ান ক্যাপিট্যালের কোন প্রয়োজন ছিল না। ব্যাপারটা এইভাবেও মিটিয়ে নেওয়া যেত। যেমন মিট সাপ্লায়ার যদি দেখত সে হোটেলওয়ালার থেকে ১০০ টাকা পায়, কিন্তু হোলসেলার তার থেকে ১০০ টাকা পায়। সে এই তিনজনের মধ্যে একটা কনফারেন্স কল করে বলে দিত যে দেখ হোলসেলার, তুমি ১০০ টাকাটা হোটেলওয়ালার থেকে নিয়ে নিও। এই করে মিট সেলার ঋণমুক্ত হতে পারত। এই একই ভাবে পুরো ডেট সাইক্‌লটা কোল্যাপ্স করে দেওয়া যায়।

    আবার আরেকটা হাইপোথেটিকাল কেস ধরা যাক, যেখানে মোটামুটি একই গল্প, কিন্তু এই সাইক্‌লটা নেই। অর্থাৎ, প্রস্টিচিউট যে হোটেলে ঘর ভাড়া করে সেটা একটা অন্য হোটেল। এইবার ধরা যাক, সেই রাশিয়ান ফিরে এসে হোটেলওয়ালার কাছে টাকা ফেরত চাইল। হোটেলওয়ালা ফেরত দিতে না পেরে ব্যাঙ্ক্রাপ্সি ডিক্লেয়ার করল। জে পি মরগ্যান হোটেলের লোন দিয়েছিল। প্রপার্টিটা জে পি মরগ্যানের হয়ে গেল। হোটেলওয়ালা ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করার সময় তার বুচারের লোন রিকল করেছিল। বুচার সেই লোন ফেরত দিতে না পেরে ব্যাঙ্ক্রাপ্সি ডিক্লেয়ার করল। তার মিট শপটিও জে পি মরগ্যানের হয়ে গেল। কিন্তু বুচার তার হোলসেলারের লোন রিকল করল। তখন হোলসেলার ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল। হোলসেলারের স্টোরেজটাও জে পি মরগ্যানের হয়ে গেল। কিন্তু হোলসেলার ফার্মারের লোনটা রিকল করল। তখন ফার্মার ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করল। ফার্মটা জে পি মরগ্যানের হয়ে গেল। ফার্মার তখন প্রস্টিচিউটের লোন রিকল করল। প্রস্টিচিউট ব্যাঙ্ক্রাপ্সি ডিক্লেয়ার করল, এবং ...। এটা আমি আপনাদের ইম্যাজিনেশানের ওপর ছেড়ে দিলাম।

    মোটমাট সবাই ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গেল আর সব অ্যাসেট ব্যাঙ্কের হয়ে গেল। এটাও একটা এক্সট্রিম গল্পকথা, আগেরটার মতই।
  • lcm | 69.236.168.107 | ১৭ জুলাই ২০০৯ ১১:১২403596
  • দ্রি-র হাইপোথেটিক্যাল কেসটাতে একটা ব্যাপার আছে। যদি, হোটেলে খদ্দেরই না হয়, তখন জে পি মরগ্যান-এর কাছে হোটেলটি আর অ্যাসেট নয়, লায়াবিলিটি হয়ে উঠবে। শুধু হোটেল নয়, কষাইখানা, হোলসেলার...এবং গণিকা... এত লায়ালিবিটি (টক্সিক অ্যাসেট) নিয়ে জে পি তখন ব্যাংকরাপ্টসি ফাইল করবে।
    হাউসিং ক্র্যাশ-এ মোটামুটি এই হাল হয়েছে লেণ্ডারদের।
  • dri | 117.194.225.39 | ১৭ জুলাই ২০০৯ ১১:২৭403597
  • হোটেলে খদ্দের হচ্ছে না, সেই ইমপ্লিসিট অ্যাজামশান কিন্তু ইনিশিয়াল সাইক্লিকাল গল্পেও ছিল। কারণ, তা না হলে হোটেলের কসাইয়ের বিল মেটাতে রাশিয়ান খদ্দেরের ওপর ডিপেন্ড করতে হত না। আর বিল মেটাতে গেলেও রাশিয়ানকে ফেরত দেওয়ার মত সাফিশিয়েন্ট ক্যাশ থাকত। পুরো গল্পে ক্যাশ ক্রাঞ্চের একটা ব্যাপার আছে। কারো কাছেই লিকুইড ক্যাশ নেই।

    হ্যা, টক্সিক অ্যাসিড নিয়ে জে পি মরগ্যান যখন ফেল করবে, তখন ফেডারাল রিজার্ভ টাকা ছাপিয়ে জে পি মরগ্যানকে বেলাউট করবে। একটা প্রস্টিচিউটকে তো আর করবে না। বা ম্যাক্সিমাম যেটা হবে গোল্ডম্যান স্যাক্স সস্তায় জে পি মরগ্যানের অ্যাসেট কিনে নেবে।

    যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হল রিয়েল অ্যাসেট কিন্তু একেবারে ডেস্ট্রয়েড হয়ে যায় না। ইভেন ডিপ্রেশানেও। জাস্ট ট্রান্সফার্ড হয়। কেউ ডুবে যায়, কিন্তু তার অ্যাসেট অন্য কেউ সস্তায় কিনে নেয়। ডিপ্রেশানের সময় যাদের কাছে ক্যাশ থাকে তারা হল কিং। ছাপানো টাকার সবচেয়ে কাছাকাছি যারা থাকে (অর্থাৎ টাকা ছাপানোর ঠিক পরেই যাদের হাতে টাকাটা আসে) তারাই সবচেয়ে প্রিভিলেজ্‌ড।
  • lcm | 69.236.168.107 | ১৭ জুলাই ২০০৯ ১২:২০403598
  • তাহলে কি দাঁড়াল। হোটেলে খদ্দের হচ্ছে না, কষাইখানায় বিক্রিবাটা হচ্ছে না.... এটা রুট কস। কিন্তু কেন বিক্রি হচ্ছে না?... এগ-চিকেন-এগ হয়ে যাচ্ছে না!
    আবার দ্যাখো, উঁচু লেভেলে কনসলিডেশন হচ্ছে, গোল্ডম্যান টাকার কাছাকাছি, গোল্ডম্যানরা=গভর্নমেন্ট প্রায়। তারপর আবার বেশী বেড়ে গেলে, জায়ান্ট কর্পোরেশন কে ধরে ধরে অ্যান্টি মনোপলি ল দিয়ে ভাঙ্গা, ডাইভেস্ট। সেই সাইকেল।
  • arjo | 168.26.215.13 | ১৭ জুলাই ২০০৯ ১৭:৩৯403599
  • অপ্পনের গপ্পোটায় আর একটা ছোট্ট ব্যপার আছে মনে হয়। তা হল টাইম ভ্যালু অফ মানি। অপ্পনের একদিনের গল্পটা এক বছরে এক্সটেন্ড করতে গেলে মনে রাখতে হবে আজকের এক টাকা একবছর পর কিন্তু এক টাকা নয়। তার ভ্যালু কমে যায়। অতএব ধনী রাশিয়ান কিন্তু একবছর পর ১০০ ইউরোর বেশি টাকা চাইবে। অতএব শুধু রোল করালেই হল না টাকা বাড়াতে হবে। সেটা কোথা থেকে বাড়বে বলা নেই।
  • a | 121.245.115.195 | ১৭ জুলাই ২০০৯ ১৯:০১403600
  • অমি, কিসস্যু না জেনে, একটা মন্তব্য করব? রাশিয়ান বাবু কোনো সার্ভিস না নিয়ে ১০০ টাকা দিয়ে দিলেন, তো এটা কি আদতে বেল আউট বা federal loan জাতীয় জিনিস হয়ে গেল না?
  • shyamal | 24.117.212.135 | ১৭ জুলাই ২০০৯ ২০:১০403601
  • এসব রিসেশন ইত্যাদির একটা ভাল ফল হয়েছে। আমেরিকানদের ব্যাক্তিগত সঞ্চয় শুন্য হয়ে তারপরে নেগেটিভে চলে গিয়েছিল। এ বছর একেবারে লাফিয়ে ৭%। তারমানে ঠেকায় পড়ে আমেরিকানরা অনেক পয়সা বাঁচাচ্ছে। যে যাই বলুক না কেন, আমার মনে হয় লংটার্মে এটা খুব ভাল সাইন।
  • a x | 143.111.22.23 | ১৮ জুলাই ২০০৯ ০৩:৫১403604
  • আরে এটা তো শিবরামের গল্প ছিল। ক, খ'র কাছে ধার করেছিল। খ তাড়া দেওয়াতে গ'র থেকে টাকা নিয়ে খ কে দিল। আবার গ কিছুদিন বাদে তাড়া দেওয়াতে খ'র কাছ থেকে টাকা নিয়ে গ কে দিল, এইভাবে চলতে থাকল। এরকম কিছুদিন যাবার পর খ আর গ কে ডেকে ক বলল, বাপু এবার তোমরা নিজেরা বুঝে নাও, আমাকে মাঝে রেখোনা। গল্পটার বেয়ার বোনস বললাম, তাও খুব ভেগলি মনে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন