এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লোকসভা নির্বাচন ২০০৯

    shyamal
    অন্যান্য | ২৪ এপ্রিল ২০০৯ | ১৫২১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:২৯411278
  • এবং অত্যন্ত ডেলিবারেটলি ঐ ইতি গজ দিয়েই কথাগুলো ঘোরানো চলে - দিনের পর দিন। টায়ারিং।
  • a x | 75.53.196.7 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৩২411279
  • এই ফিক, খ্যাক, ইতি গজ র মত যুক্তি গুলো খুবই স্টিমুলেটিং।
  • arjo | 24.42.203.194 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৩৩411280
  • ঠিকই হচ্ছে। ঐ ফিক, ফ্যাক, খিক, খ্যাকের স্মার্ট লজিক আমার ঠিক আসে না। হ্যাঁ অরিজিত ঠিকই। ঠিকই বলেছে বেশ টায়ারিং।
  • h | 203.99.212.224 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৩৫411281
  • একটা লোক তৃণমূল করলে সেটা ভন্ডামি হবে কেন? দেবব্রত সুনন্দ বা অনেক জার্নালিস্ট রা বা অনেক সুশীল রা এঁরা যেটা করছেন, সেটা হল, সিপিএম বিরোধী বিভিন্ন ডিসকন্টেন্ট এবং ট্র্যাডিশনাল কংগ্রেসী সাপোর্ট বেস, কে একটা আইডিওলোজিকাল না হোক একটা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক এ আনতে চাইছেন। যাতে কিছু কমন মিনিমাম এজেন্ডা এমার্জ করে। এটা কোথাও কোথাও হয় নি, কোথাও কোথাও হয়েছে। এতে এত খচে যাওয়ার কি হল। মেরেছে বেশ করেছে যেটা বলেছেন, সেটা স্লিপ অফ টাং ধরে নেওয়া যেতে পারে, কারণ ভায়োলেন্সের এন্ডোর্সমেন্টে, বাজে উত্তেজক রেটোরিক এ রাজ্যে নতুন কিছু নয়। বাম ও ডান দিকে। সিপিআই এম বিরোধী রেটোরিক যা হয়েছে তার মূল কারণ যেহেতু স্টেট ভায়োলেন্স এবং ক্ষমতাশীল পার্টির ভায়োলেন্স (বৃহদর্থে এবং লিটেরালি) কে বিরোধ করার জন্যেই গড়ে উঠেছে, তাই এই ধরণের মানসিকতা থাকবেই। সবার মাথা ঠান্ডা হয় না।
    এতে এটা মনে করার কোন কারণ নেই, কংগ্রেস বা টি এম সির সঙ্গে যে সমস্ত লোক এক সাথে হয়েছেন, কমন এজেন্ডা কে ধরে, তারা খুব কোহেসিভ ফোর্স এটা ধরে নেওয়া ভুল। মানে একটা লেভেলের পরে, এই হোমোজিনাইজেশন এর রেটোরিক আসলে, বিরোধীদের ইউনিফাইং রেটোরিক হিসেবে কাজ করবে :-) অতএব কমরেড অরিজিত, না খচে গিয়ে অপেক্ষা করুন, দেখবেন, অসংখ্য লোক নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া করছেন, সমাজের ক¾ট্রাডিকশন গুলো যাবে কোথায় রে বাবা :-)

    বেসিক ব্যাপার হল, বুদ্ধিজীবিরা আনইম্পর্টান্ট, এদের এত গুরুঙ্কÄ দেওয়ার কি হল।
  • a x | 75.53.196.7 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৩৭411282
  • প:ব:'এ বুদ্ধিজীবিদের নিয়ে র‌্যাট রেস চলে, অন্যত্র ফিলিম অভিনেতা নিয়ে। এতো আমাদের লেগ্যাসি ;-)
  • h | 203.99.212.224 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৩৯411283
  • বামফ্রন্ট বাম শক্তি একটা ফ্রন্টে আনার দাবী করছে, অসংখ্য ফ্রিকশন সঙ্কেÄও, টি এম সি সিপিএম বিরোধী শক্তি কে এক টা কমন মিনিমাম এজেন্ডায় আনার চেষ্টা করছে, কিছু বুদ্ধিজীবি এই এফর্টকে নিজেদের মত করে এনডোর্স করেছেন। এতে অবাক হওয়ার কি হল?
  • lcm | 69.236.185.230 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৪২411284
  • এই মুহুর্তে বম্বের ফিল্মের লোকজন বোধহয় আমাদের কবি/লেখক/নাট্যকার-দের তুলনায় বেশী প্রফেশনাল। সঞ্জয় দত্ত মঞ্চে উঠে...ঐ ব্যাটা গোবিন্দ, ও অভিনয়ের বোঝেটা কি, আমিই তো বলে কয়ে চান্স করে দিয়েছিলাম... ওকে ভোট দেবেন না - এরকম ভাষন দেয় না বোধ হয় :-)
  • Arijit | 61.95.144.123 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৪৪411285
  • আমি বুদ্ধিজীবিদের কিছু বলি নাই তো - এনাদের বক্তব্যে আমার হ্যাঁ-ও নাই, হুঁ-ও নাই, খচিও না - কারণ বেসিক্যালি এনারা প্যারাসাইট (সুশীল হার্মাদ নির্বিশেষে)। একটা লোক ছবি আঁকে (কাক বা মুরগী যাই হোক), আরেকটা কেউ ফিলিমে অ্যাক্টো করে, আরেকটা কেউ পদ্য লেখে মানেই তারা মাথা কিনে নেয়নি বা কোনোরকম শ্রেষ্ঠত্ব পেয়ে যায়নি - সে মিডিয়া এদের সেলিব্রিটি মনে করলেও।

    আমি খচি পাবলিকের ওপর যারা এদের মাথায় তোলে, আর বাজে ঝগড়া করে, আর বাজে পোলারাইজেশনের শিকার হলেও মনে করে তারা বেশি বিবেকবান হিউম্যানিট্যারিয়ান ইত্যাদি ইত্যাদি...

    বেসিক্যালি সবাই সমান শিট।
  • Arijit | 61.95.144.123 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৪৬411288
  • আর এদের ধরে ধরে সর্বঘটে কাঁঠালিকলা বানানো মিডিয়ার ওপর খচি। সব শালাকে মিডিয়া সব ব্যাপারে এক্সপার্ট বানিয়ে দিয়েছে।
  • arjo | 24.42.203.194 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৪৬411286
  • না তো ওদের তো কেউ মাথায় তোলে নি। বরং সরকার মানে বামপন্থায় দন্ডমুন্ডের যে কর্তা তাকে একটু জমির কাছাকাছি আনার কথা বলছিলাম। পুরোটা না পড়ে না ইচ্ছা করে ঐদিকে ঘোরালে সুবিধা হয় বলে বলা?
  • Arijit | 61.95.144.123 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৪৮411289
  • আজ্জো নিজেই পুরোটা পড়েনি।
  • arjo | 24.42.203.194 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৫৯411290
  • না না প্রতিটা অক্ষর, শব্দ, বাক্য সব পড়েছি। সরকারের দলীয় মুখপত্রে কেন গুণ্ডামি প্রোমোট করা হয়েছে তার উত্তরে তুমি যা বলেছ তা হল কেন ওদের দোষ লঘু করে দেখা হচ্ছে? সরকারেরও তো একটা সহ্যের সীমা আছে। এনিওয়ে এই তর্কের কোনো মানে নেই। শুধু অবাক হই গুরুর পাতায়, অ্যাবভ অ্যাভারেজ লোকজন, দেশ কাল নির্বিশেষে কি করে একই সুরে কথা বলে। গু:না:।
  • Arijit | 61.95.144.123 | ২৮ এপ্রিল ২০০৯ ১১:০৫411291
  • বিটুইন দ্য লাইনসও এরকম কিছু ছিলো না - এই সরকারের সহ্যের সীমা টীমা ইত্যাদি। গণশক্তির লেখাটাকে আমি কোথাও জাস্টিফাই করিনি (ইনফ্যাক্ট পড়িও নি)। এটা দেখাতে পারলে মিষ্টি খাওয়া ছেড়ে দেবো।

    যেটা বলার সেটা আগেও বহুবার বলেছি - যে এই ইতি গজ টাইপের কথাগুলোর মধ্যে একটা ভায়োলেন্সকে জাস্টিফিকেশনের সুর থেকে যায়। না বুঝলে বুঝবা না, আমার তো বোঝানোর কোনো দায় নাই।
  • Blank | 59.93.212.137 | ২৮ এপ্রিল ২০০৯ ১১:০৭411292
  • দুপুর দি ১২:১১ র পোস্টকে ডিটো। সিপিএম এর দলীয় মুখপত্রের একটা বড় দায়িত্ত হলো নিজের দলের কর্মীদের পাশে দাঁড়ানো, প্রতিটা খারাপ সময়ে।
  • Arijit | 61.95.144.123 | ২৮ এপ্রিল ২০০৯ ১১:১৩411293
  • আর ইয়ে - সরকারের দলীয় মুখপত্রটা কি বস্তু? গণশক্তি? কত কিছু নতুন শিখছি।
  • r | 125.18.104.1 | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:২২411294
  • "সরকারের দলীয় মুখপত্র" একটু চাপ! ;-))

    কিন্তু, গণশক্তিতে যা লেখা হয়েছে তা আপত্তিকর হতে পারে, কিন্তু গত পঞ্চাশ ষাট বছরের রাজনৈতিক ট্র্যাডিশনের থেকে আলাদা ভয়ঙ্কর তো কিছু নয়। পার্টি কমরেডকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে- সেটা তো কমিউনিজমের অ আ ক খ-তে লেখা থাকে। অন্তত: টাটার ভাড়াটে মার্সিনারি হওয়ার থেকে এটা অনেক বামপন্থানুগ বক্তব্য। ইন ফ্যাক্ট, দমদম দাওয়াইর মত বৈপ্লবিক কর্মসূচী এ যুগে এত নিন্দিত কেন? ষাটের দশকে যারা সক্রিয়ভাবে কমিউনিস্ট পার্টি করেছেন, বিশেষত: দমদম অঞ্চলে, তারা প্রত্যেকেই দমদম দাওয়াইকে এখনও গৌরবোঙ্কÄল রাজনৈতিক কর্মসূচী হিসেবেই ভেবে থাকেন। সি এমের লেখাও কি কেউ পড়েন না?

    But it could not stop the spontaneous struggle. Work stopped in Bombay. The "Dum Dum Dawai" was started. To get out of this terrible situation, the bourgeoisie released the communists and tried to utilize their internal conflicts. But the notorious letter of Dange, the running dog of imperialism, spoiled their hope. A new revolutionary Party was formed, Krushchov fell from power, world revisionism received a terrific blow.

    কোনো রাজনৈতিক পার্টি পোলিটিকাল ভায়োলেন্সের এই প্যারাডাইম থেকে বেরিয়ে আ গলে লাগ যা বলবে এই আশাটা আদৌ বাস্তবানুগ নয়। সমস্যা হল যারা এই সংকীর্ণ রাজনৈতিক চেঁচামেচির গন্ডীর বাইরে বেরিয়ে অন্য ভাষায় কথা বলতে পারতেন, তাঁরাও নিজস্ব ভাষা হারিয়ে ফেলছেন। গণশক্তি বা জাগো বাংলার বক্তব্যের থেকে এটা আরও ভয়ঙ্কর। সর্বস্তরে পোলারাইজেশন হলে অন্ধত্ব ছাড়া আর কিছু বেঁচে থাকে না।
  • r | 125.18.104.1 | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:২৯411295
  • দু-এর কথাগুলোর মধ্যে পুরোনো বামপন্থী নস্টালজিয়া আছে। :-)
  • h | 203.99.212.224 | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:০২411297
  • :-)))
  • shyamal | 24.117.212.59 | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:৫৬411300
  • সিপিএমের ভোটে জেতার পদ্ধতি : http://www.anandabazar.com/archive/1090426/26south2.htm

    এই পদ্ধতিতে নিশ্চয় অরিজিতের আপত্তি নেই। বিরোধীদের মেরে গ্রাম থেকে বের করে দাও। তৃণমূল সমর্থক হলে খুন করে দাও। নিশ্চিন্তে থাকতে পারো কারণ সরকার যতদিন বামফ্রন্ট ততদিন খুন করেও বীরদর্পে ঘুরে বেড়াতে পার। পুলিশের সাধ্য নেই আলিমুদ্দিনকে অবজ্ঞা করার।
  • shyamal | 24.117.212.59 | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:৩৬411301
  • অপরাধ নেবেন না, একটু পাবলিসিটি করছি। একটা ব্লগ লিখতে শুরু করেছি: http://bharatdevelopment.blogspot.com। পড়ে দেখুন, মন্তব্য করুন, ফেভারিটে রাখতে পারেন চাইলে।
  • Bratin | 117.194.98.24 | ২৮ এপ্রিল ২০০৯ ২২:০৭411302
  • কোন দলের ই এত দিন প্রধান রাজনৈতিক দল হিসাবে power এ থাকা উচিত নয়। এতে "তথাকথিত" সাধারন মানুষের কোন উপকার হয় না। বাম দল না হয়ে অন্যান্য কোন দল হলে ও আমার বক্তব্য এক ই থাকত। একটা দল অনেক দিন power এ থাকলে সে মনে করে সে যাই কিছু করুক সে টা লোকে মেনে নেবে। হয় ভয়ে নাহয় ভক্তি তে।

    আমাদের মন্দ ভাগ্য বলতে হবে এত দিনে ও পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি তেমন ভাবে দানা বাঁধতে পারে নি নানা কারনে । তা সে কংগ্রেস নেতা দের "তরমুজ" স্বভাবের জন্যে ই হোক বা অন্য কারন।

    মমতা র ব্যক্তিগত সততা বা বিরোধিতা করার মনোভাব সন্দেহের উর্দ্ধে। কিন্তু ভদ্রমহিলা র দূরদর্শিতার বড় অভাব। দাবা খেলতে গেলে একটা কথা বলা হয়। টার্গেট ঠিক রাখতে হবে অর্থাৎ বাঘ শিকার করতে গিয়ে দুটো শেয়াল পাওয়া যাচ্ছে । অতএব প্ল্যান বদলে ফেলি। এই রকম করতে গেলে চাপ আছে। ভদ্র মহিলা এটা ই করেন মাঝে মাঝে "যা হয় "scheme" এ রাজনীতি । এই ব্যাপার টা ওনার সার্বজনীন গ্রহন-যোগ্যতা কে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
  • Du | 65.124.26.7 | ২৮ এপ্রিল ২০০৯ ২২:১৪411303
  • ব্যক্তিগত সততার মাপকাঠিগুলো কি? মিথ্যে বলাকে কি ছাড় দেওয়া হয়েছে অসততার লিস্ট থেকে?
  • arjo | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩০411304
  • আচ্ছা একটা প্রশ্ন আছে। সিপিএমের পজিশনিংটা ঠিক কি? যা যা শুনেছি

    টাটার জয়গান গাওয়ার সময় - সোশ্যাল ডেমোক্র্যাট
    মানুষ মারা, গুন্ডামির সময় - কমিউনিস্ট
    ভোট চাইতে - মমতা বিরোধী

    আসলে ঠিক কি? তাহলে অনেক কনফিউশন দুর হয়।
  • Binary | 198.169.6.69 | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩৭411305
  • পোলারাইজেশন চলছে চলবে .....
    (জনতা) চলছে চলবে ....

    কি হবে ???
  • arjo | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৫৪411306
  • বাইনারীদা এর মধ্যে পোলারাইজেশন কোথায়? স্ববিরোধী স্টেটমেন্টে গুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাই নি। তাই জিগ্যেস করছি।
  • Binary | 198.169.6.69 | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৫৮411307
  • মমতা যে মিথ্যে কথা বলেন, রাজনৈতিক মিথ্যে যদিও, এরমধ্যে স্ববিরোধ কোথায় ? এরমধ্যে তুমি যে প্রশ্ন গুলো করলে, সেগুলো-র অথেন্টিকেশন নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু প্রশ্নগুলো করার টাইমিংটাই পোলরাইজেশন।
  • arjo | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:০০411308
  • ও টাইমিং টা। ঐ পোস্টের উদ্দেশ্য র-এর CM এর পোস্ট। একটু দেরীতে হয়ে গেছে এই যা।
  • Arijit | 61.95.144.123 | ২৯ এপ্রিল ২০০৯ ১০:৪৪411310
  • আচ্ছা ওই মমতার মুখোশ পরে একদল লোকের মিছিল নিয়ে সকলের কি মত?

    আমার ব্যক্তিগত মত হল লোকজনের আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে নির্ঘাৎ। মমতা কেন - বুদ্ধ/মনমোহন/লেনিন/মার্ক্স - যে কারোরই হোক না কেন - ওইরকম মুখোশ পরে মিছিলে আমি হারগিজ যেতুম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন