এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আধুনিক কবিতা আর আম জনতা

    shyamal
    অন্যান্য | ১৩ সেপ্টেম্বর ২০০৯ | ১৭৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 144.160.5.25 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৭421794
  • যাই বলুন এই রোন্টি কিন্তু "কি' আর "কী'এর ব্যবহারটা ঠিকঠাক জানে।
  • pinaki | 131.151.102.250 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৭421793
  • আমাদের কেলাশ এইটে একটা কবিতা ছিল। তার একটা লাইন ছিল - "আমাদের এই নবীন সাধনা শব সাধনার বাড়া।' তো যথারীতি এই কবিতাটা যেদিন অরুণবাবু পড়াবেন, সেদিন শুরু থেকেই ক্লাসে গুজগুজ ফুসফুস। অরুণবাবু লাইনগুলো নিজে একবার করে জোরেজোরে পড়তেন আর তারপর ব্যাখ্যা করতেন। দুনিয়ার খচরা ছেলেপুলেতো এদিকে তাক করে বসে রয়েছে কখন সেই লাইনটা আসবে। অবশেষে এল। বাংলা ক্লাসে যে কোনওদিনও কোনও প্রশ্ন করে নি, সেই শ্রীমন্ত হঠাৎ কাচুমাচু মুখ নিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল - ""স্যার এই যে লাইনটা বল্লেন, "আমাদের এই নবীন সাধনা শব সাধনার বাড়া' - এটা না ঠিক ক্লিয়ার হল না।"" অরুনবাবু ইম্প্রেসড। অবশেষে তাঁর পড়ানো শ্রীমন্তর মত ছেলেকেও ইনভলভ করতে পেরেছে। খুব উৎসাহ নিয়ে বোঝালেন। ওদিক থেকে জ্যোতি উঠে দাঁড়ালো - ""স্যার, বুঝতে পারছি মনে হচ্ছে, কিন্তু তবু একটু যেন অসুবিধা থেকে যাচ্ছে।"" অরুণবাবুর খটকা লাগতে শুরু করেছে। মুখটা গম্ভীর হয়ে আসছে। তবু বুঝতে না দিয়ে আর একবার বল্লেন। এবার শান্তনু মিত্র। ""স্যার, মানে, ইয়ে, ঠিক ....""। অরুণবাবু অধৈর্য। এবার এই এপিসোড থেকে বেরোতেই হবে। ""কি ব্যাপারটা কি? এখানে না বোঝার মত আছে টা কি?"" সিন ক্লাইম্যাক্সে। লাস্ট বেঞ্চে রাজা আর চুপ করে বসে থাকতে পারল না। গম্ভীর গলায় বল্ল- ""স্যার, আমাদের এই নবীন সাধনা শব সাধনার বাড়া। এই 'বাঁড়া' (ইয়েস, উচ্চারণে চন্দ্রবিন্দুসহ) মানেটা কি একটু বলবেন? সবার ওটা বুঝতেই অসুবিধে হচ্ছে।""

    অরুণবাবুর থুৎনি ঝুলে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। আধ মিনিট পিন ড্রপ সাইলেন্স। তারপর - ""রাজা বেরিয়ে আসবে। তোমার কথার অশ্লীল ঈঙ্গিতটা আমি ধরতে পেরেছি।""
  • Sudipta | 122.169.145.167 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩৯421795
  • শমীকদা, ১৯৪৬-৪৭ টা আর একবার পড়বে কি? এখন এত খারাপ না-ও লাগতে পারে হয়ত!

    অন্য প্রসঙ্গে, একজন কবি কবিতা লেখার হোলটাইমার হলে যে অধ্যবসায় পার হয়ে তাকে উঠে আসতে হয়, জয় গোস্বামীর সংগ্রহ টা পুরোটা সিকোয়েন্সিয়ালি পড়লে বোঝা যায়; সব কবিতা ভালো লাগেনি, কিন্তু লিখতে লিখতে, চেষ্টা করতে করতে মা নিষাদ, মেঘবালিকার জন্যে রূপকথা, একটি দুর্বোধ্য কবিতা, ভুতুম ভগবান ইত্যাদির মত জিনিস বেরিয়ে আসতে পারে, সেটা দারুণ লেগেছে; লেখাগুলো প্রথম থেকে শেষ অবধি পড়লে কিভাবে ভেঙ্গে চুরে কবি নিজেকে তৈরী করেছেন, খুব সুন্দর ভাবে বোঝা যায়;

    (বলে তো দিলুম, এখন রঙ্গন-দা কিছু খিল্লি না কল্লেই হয় ;-) )
  • Sudipta | 122.169.145.167 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৪৪421796
  • পিনাকি, আপনার পোস্টে অরুণবাবু কি অরুণ মহাপাত্র? আর সুদীপ্তবাবু কি সুদীপ্ত চক্রবর্তী? জাস্ট কৌতূহল
  • pinaki | 67.43.241.179 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০৮421797
  • পারফেক্ট। টাকী। :-))
  • pinaki | 67.43.241.179 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৩421798
  • আপনি কোন ইয়ার মা:? আমি ৯১।
  • Souva | 125.18.104.1 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৬421799
  • d-এর কথাটা ঠিক ধরতে পারলুম না। আমার বক্তব্যগুলো "নবকল্লোল'-সুলভ না আমার-কথিত পাঠকদের বক্তব্য?

    একটু পোস্কার করে বললে বুঝতে আসানি হয়, আমা-হেন নাদান-দের।

    কারণ "নবকল্লোলে' গোল-গপ্পো-র বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে আর সুবিমল, উদয়ন, অরূপরতনের লেখালিখি প্রশংসিত হচ্ছে, এমন কথা ভাবলেও গায়ে কাঁটা দ্যায়।
  • Somnath | 117.194.194.58 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪১421800
  • শৌভ চিন্তা নেই। শ্যামলবাবু যাদের কথা বলেছেন, শিক্ষিত মধ্যবিত্ত ইত্যাদি, তুমি যাদের সুপারফিশিয়ালিটি নিয়ে বলছ, তাদের নবকল্লোল টাইপস বলা হয়। তোমার এখনও পর্যন্ত সমস্ত পোস্টের সংগে এক্কেরে একমত। লেখাটা শেষ কর। এগুলো আমি লিখব ভাবছিলাম। কীবোর্ডের পরিশ্রম কমে গেল অনেক। তুমি অনেক ভালোভাবে বলছ।
  • d | 144.160.5.25 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৩421801
  • পরে তো বললামই পোস্কার করে যে আপনার কথিত পাঠকদের, যারা গোল গোল গল্প কবিতা পছন্দ করে, আমি "নবকল্লোল-টাইপ' বলি।
  • shyamal | 24.117.233.39 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৬421803
  • আচ্ছা জানা গেল আমরা নবকল্লোল টাইপ। কিন্তু যারা এই উপাধি দিলেন তারা বাঙালির কত শতাংশ? আমরা বাঙালি গ্রুপ বলতেই পারে আসল রাজনৈতিক দল আমরাই। এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল এরা ফালতু পার্টি। বাঙালি জাগো! তাতে লাভ কি?
    নবকল্লোল একটি বেশ বাজে পত্রিকা। আমি যাদের কথা বলেছি তাদের রুচি তার চেয়ে ভাল কিন্তু কখনোই প্রান্তিক (ফ্রিঞ্জ) নয়। ঐ যে বললাম, তারাই বাংলার সংস্কৃতিকে চালায়। এদের কথা ভেবেই সুনীল, শীর্ষেন্দু, সত্যজিত গল্প লিখেছেন, সিনেমা করেছেন।
    সত্যজিত রায়কে কোন সাংবাদিক প্রশ্ন করেছিলেন একটি ছবি নিয়ে, বোধ হয় গণশত্রু । ঐ ছবিটি চললনা কেন? সত্যজিত অনেস্ট উত্তর দিয়েছিলেন, পরে বুঝেছি আমার ছবিটি করায় ঘাটতি ছিল তাই লোকে নেয়নি। সত্যজিত রায় এমন ছবি করতেন না যা সিনেমা হলে শুধু তিনজন বোদ্ধা লোক দেখবেন।
    মৃণাল সেন নীল আকাশের নীচের মত চমৎকার ছবি করে পরে কোরাসের মত গারবেজ ছবিও বানান। কিন্তু নিজেকে শুধরে নিয়ে আবার করেন ভুবন সোম, খারিজ, একদিন প্রতিদিন।
    কিন্তু ডাইগ্রেস করছি। আমি সেই ""আধুনিক কবিতা""টি লিখেছিলাম কারণ মনে হল এত লোক লিখছে, আমিও একটা লিখে ফেলি। মিল টিল দেওয়ার দরকার নেই। এতো ক্লাস থ্রীর অংকের মত সোজা। অবশ্যই ওটা কবিতাপদবাচ্য হয়নি।
    কদিন আগে একটা ছড়া লিখেছিলাম গুচতে। সেটা লিখতে অনেক বেশী সময় আর পরিশ্রম লেগেছে।

    বাদল সরকারের একটি কমেডি নাটকে ( বোধ হয় বল্লভপুরের ইতিকথা) একটি চরিত্র আরেকজনকে বলছে , বা: তুমি তো দারুন আধুনিক কবিতা লেখ। আরো লেখ না কেন? সে বলল, আরে কি করে লিখেছি শুনবি তো? মা চিঠি লিখেছে , তুমি কেমন আছ? ঠিক করিয়া খাওয়া দাওয়া করিতেছ তো? আমরা ভালই আছি। কদিন ধরিয়া বর্ষা নামিয়াছে। ইত্যাদি।
    তা ঐ চিঠি থেকে প্রতি থার্ড শব্দ নিয়েছি। ব্যস আধুনিক কবিতা হয়ে গেছে।

    একজন আর্ট ক্রিটিক আরেকজনকে বোঝাচ্ছেন ছবিটা কি অসাধারণ ও কেন অসাধারণ। দুজনেই সে ব্যাপারে একমত হলেন। কিছুক্ষণ বাদে ছবির চিত্রকর এসে প্রচন্ড রেগে বললেন, দেখেছ। এই গ্যালারীর সঙ্গে আর কাজ করবনা। আবার এই ছবিটা উল্টো করে টাঙিয়েছে।
  • sinfaut | 203.91.193.7 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৬421804
  • আমার আবার ৪৬-৪৭ দুরন্ত ভাল্লাগতো। এখনো লাগে।
  • Arijit | 61.95.144.123 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৯421805
  • কোরাসকে গারবেজ বলার মতন লোকেরা প্রান্তিকই।
  • omnath | 117.194.195.253 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৪421806
  • "আমি / আমরাই বাঙালী কালচারের ধারক ও বাহক" - মধ্যমেধার এই কনসেপ্টকে খিল্লি করেও বহু নাটক, গল্প, সাক্ষাৎকার, সিনেমার সিকোয়েন্স উল্লেখ করা যায়। তাতে বক্তব্যের কোয়ালিটি কিছু বাড়বে কি?
  • d | 117.195.33.254 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৩421807
  • "নবকল্লোল একটি বেশ বাজে পত্রিকা' কেন শ্যামল? বাজে কেন? কী অর্থে? শারদেয়া নবকল্লোল তো লক্ষ্মীপুজোর পরে আর প্রায় কোন স্টলে পাওয়া যায় না। এদিকে দেশ, আবাপ গন্ডা গন্ডা বিক্রি না হয়ে পড়ে থাকে। তার মানে বহু লোক নিশ্চয় কেনে, পড়ে এবং তাদের ভাললাগে। তারা নবকল্লোলে প্রকাশিত গল্প, কবিতা, উপন্যাসের সাথে রিলেট করতে পারেন। তো? তাদের রুচিকে আপনি খারাপ বলছেন কিসের মাপকাঠিতে?

    আমি গত বছরের আগের বছরও শারদীয়া নবকল্লোল পড়েছি। পুরোটা পড়িনি, কিন্তু মোটামুটি উল্টেপাল্টে ৭০-৭৫ ভাগ পড়েছি। তা, সে তো আমি আনন্দমেলাও আজকাল আর পড়তে পারি না। তো?
  • a x | 143.111.22.23 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:০২421808
  • এই গাছ কবিতাটা আমাদের সময়ও ছিলনা। এবং কবিতাটা আমার তেমন ভালো লাগলনা। কি আর করা যাবে!

    সবচেয়ে অসহ্য লাগত আমার সেই "মধ্যাহ্নে" কবিতাটি। তার চেয়েও বাজে লাগত "চেয়ে চেয়ে শুধু চেয়ে"র ভাবসম্প্রসারণ লিখতে।
  • a x | 143.111.22.23 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৬421809
  • শ্যামলবাবু এক কাম করেন। ঐ চন্দ্রিলের লেখাটা যেটা নিয়ে সেদিন কথা হচ্ছিল, ঐটে আবার পড়েন। যদিও ও ঘষে ঘষে এক কথা ২০,০০০ বার বলেছে, তাও কেন বলেছে এখন বেশ বুঝতে পারছি।

    আমি যখন বড় হচ্ছি তখন কানের এক পাশে বাজত বীটল্‌স্‌ আরেকপাশে বাজত ফইয়জ খাঁ বা ডি এল রায়। এবং এই সম্মিলিত ক্যাকোফোনিতে আমি এত বিরক্ত থাকতাম যে বলার না! এগুলো কে আদপেই সঙ্গীত বলেই ঠাওরাতাম না। তারপর চলছিল বাঙ্গালীর মেয়েকে কথা ফোটার আগে গান শেখাতেই হবের ট্র্যাডিশন। আজও বেশিক্ষণ গান শুনলে মেজাজ গরম হয়ে যায়। সেটা কি আর বীটলস্‌ বা খাঁ সাহেবের দোষ?
  • Du | 65.124.26.7 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৬421810
  • সেই, 'পাখীর নীড়ে'এই ধপাৎ করে পড়ে গেল সব। তা নইলে , আমি আশা করেছিলাম তেমন তেমন কবিতা কবিদের কাছে শুনবো আর বুঝবো, কতটা পড়তে গিয়ে 'লস্ট ইন ট্র্যান্সলেশন'।
    বোধহয় বলেছি কখনো, ল্যাংস্টোন হিউজের কিছু সিডি শুনেছিলাম - এমনিতে আমি নিজে পড়লে গদ্যই ভাবতাম হয়তো - কিন্তু ওনার গলায় কোন ভুল হওয়ার অবকাশ নেই। ক্ষতি কি খানিক লিখলে কোন কোন কবিতা, কারো প্রিয় কবিতাকে নিয়ে - লেখকের নিজের ভালোল্গার বারোটা বাজলেও কোন কোন আম কবিতার খাসমহলের ঝলক তো পাবে। কবিতার দরকার নেই কিছুই প্রমাণ করার কিন্তু কবিতাকে দরকার আছে - বিশেষ করে সে যখন অনেকের কাছে অনেক রকম করে ধরা পড়তেও পারে -
  • dd | 122.167.0.130 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৪421811
  • আমি কিন্তু নিছক এয়ার্কি মারি নি। জানেন, ডি এল রায় (দ্বিজেন্দা) সত্তি সত্তি অম্নি একটা প্রবন্ধ ফেঁদেছিলান, ঐ ঐ পয়েন্ট আর আরো দু একটা পয়েন' নিয়ে, রবি টেগোরের সোনার তরী নিয়ে।

    আর রবি টেগোরের পদ্যের দুর্বোধ্যতা, অশালীনতা, অতি আধুনিকতা, ও উপমার সেবচ্ছাচারিতা নিয়ে সে কালে কম ল্যাখা হয়েছিলো?
    হ্যাঁ, থাকতো রমগম , দিতো তিন চার পাতা লিখে। আমরা এখন যেগুনো রে জলের মতন সোজা ভাবি সেগুনো তখন চিৎকৃত আধুনিকতা ছ্যালো।

    এমনই হয়।

  • a x | 143.111.22.23 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩২421812
  • শ্যামল, অনেক সময় নিজে অনেক কিছুই বোঝা যায়না, কেউ বুঝিয়ে দিলে মনে হয়, আরে তাই তো, এরকম মানেও হয়। আমি সিনেমা দেখার সময় ডিভিডি কিনি এইজন্য যে কমেন্টারি শুনব। যেমন অন্তোনিওনির ব্লো-আপ সিনেমা। দেখলাম, বেশ ভালো লাগল, অনেকক্ষণ ভাবছি সিনেমাটা নিয়ে, তারপর আবার দেখলাম, এবার পিটার ব্রুনেটের কমে¾ট্রী শুদ্ধু, আর প্রতিটি সিনে চমকে চমকে উঠলাম। অনেকেই পারেন নিজে থেকে ঐ লেয়ারের পর লেয়ার মানে বার করতে, কেউ কেউ হয়ত কবিতায় পারে, কেউ সিনেমায় পারে, কেউ নাটকে পারে, কেউ গানে পারে। নিজে থেকেই পারে।

    কিন্তু ফর লেসার মর্টাল্‌স লাইক আস, আবার অনেক সময় এটাকে তৈরি করা যায়। অনেক অনেক দেখুন, অনেক অনেক পড়ুন, সাথে কমেϾট্র, বা সেই ফিল্ডের রথী মহারথীদের নোটবই পড়ুন, পড়তে পড়তে দেখতে দেখতে নিজের চোখ ও খুলতে থাকে আর তখন নোটবইএর প্রয়োজন হয়ত কমে আসে। কোনো কিছুই ঠিক "আপনা" থেকে হয়ে যায়না। অন্তত খুব কম লোকেরই হয়। এখনে খালি "এই শহরের রাখাল" আর "কবিতার ঘর ও বাহির" আছে, এই থ্রেডটার জন্যই আবার মনে হল, তাই পড়লাম খানিক। কি সুন্দর লেখেন শঙ্খ ঘোষ। আর কি সুন্দর লিখত শক্তি।

    এরকম ভাবে তো আমি বলতে পারবনা, তাই শঙ্খ ঘোষের লেখাই তুলে দিলাম, আমার কাছে, আমাদের সময়ের সবচেয়ে শক্তিশালী কবি কে নিয়ে। দেখুন কিছু মানে পান কিনা -

    "'কৃত্তিবাস' পত্রিকার সপ্তম সংকলন ছিল সেটা। ১৩৬৩ সাল। তরুণতম কবিদের মুখপত্র হিসেবে ঘোষিত এই পত্রিকায়ে সেই সপ্তম সংখ্যায় ছাপা হল এক নতুন নাম: শক্তি চট্টোপাধ্যায়।
    ...
    কিন্তু, যাঁরা কবিতা পড়েন, সপ্তম সংখ্যার ঐ নতুন লেখকের রচনাটিকে এড়িয়ে যাবার কোনো উপায় ছিল না তাঁদের, সে-রচনা যেন পাঠকের ওপর এসে ঝাঁপ দিয়ে পড়ল তার সমস্ত অস্তিত্ব নিয়ে। টানা গদ্যে সেখানে শব্দবসানোর ছিল একটা ওলটপালট চাল, তার ছবিগুলি উঠে আসছিল তীব্র এক ইন্দ্রিয়বোধের চাপে, সমস্ত লেখাটির থেকে জেগে উঠছিল যেন কোনো প্রাকৃতিক নি:শ্বাস। সে-কবিতায় 'রেশমের মতো নরম তনুরুহে বৃত সুঠাম যোনিমন্ডল' পর্যন্ত তত বিষ্ময় ছিল না, হয়ত আরো কেউ সেদিন লিখতে পারতেন ঐ শব্দরাশি, ঐ পরম্পরায়। কিন্তু তার ঠিক পরেই যখন এর উপমান হয়ে এল 'কোনো শ্রাবণ-কৃষকের পায়ের মতো', সঙ্গে সঙ্গে চোখে লাগল প্রতিমাপ্রয়োগে নমনীয় এক জটিলতার আভা, বোঝা গেল একটা নতুন স্বরের আবির্ভাব, নতুন মনের। নারী আর প্রকৃতিতে একাকার মিলে যাওয়া সেই কবিতায় যখন পড়তে থাকি 'অভ্রংলিহ আমার শরীরের পুরুষ' 'গ্রহণ করলাম রুদ্র কিরণময় আকাশের পানীয় সর্বদেহে' 'জীবিত শরীরের শাখায় শাখায় আমার ভালোবাসার ব্রাহ্মণী', তখন বুঝতে পারি শব্দ আর ছবি ব্যবহারের চলতি ভঙ্গিমাটাকে মুচড়ে দেবার এক প্রগাঢ় প্রবণতা নিয়ে দেখা দিচ্ছেন কোনো শক্তিমান তরুণ। 'কৃত্তিবাস'-এ মুদ্রিত সেই কবিতাটির নাম ছিল 'সুবর্ণরেখার জন্ম', কবিতার ভিতরে ছিল কোনো প্রেম বা প্রেমিকের জন্ম, আর পাঠকের সামনে সে ছিল যেন এক নতুন কবির জন্ম, ১৩৬৩ সালের সেই বৈশাখে।"
  • dd | 122.167.0.130 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৩421814
  • বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকার প্রকাশ ১৩৪২ মানে প্রায় ৭২ বছর আগে। ঐ পত্রিকায় প্রবন্ধ লিখলেন বু. ব।

    এক্বারেই out of context কোট করছি না কেনো না যারা পড়েছেন তারা জানেন ছোটো এই প্রবন্ধটিতে বুদ্ধদেব একই কথা বার বার খুব জোর দিয়ে বলেছেন।

    যেমন "কবিতা সম্বন্ধে "বোঝা" কথাটাই অপ্রাসংগিক"। কবিতা আমরা "বুঝিনে",আমরা অনুভব করি। কবিতা আমাদের কিছু "বোঝায় না";স্পর্শ করে, স্থাপন করে একটা সংযোগ।"
    এবং "নির্ভয়ে বলা যায় যে কবিতা যত অল্প 'বোঝা' যাবে ততই তা উচ্চশ্রেনীর ও বিশুদ্ধ কবিতার বোঝাবুঝির কোনো বালাই-ই নেই।"

    তো, এই হোলো বেত্তান্ত। সেও ৭০+ বছর আগে।
    রবি টেগোর ও একটা রিজয়েন্ডার লিখেছিলেন।
  • suman | 122.163.95.196 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৪421815
  • পিনাকি, সুদীপ্ত,

    আমিও টাকি। ইয়াল্লা - আমি ৯১ উ মা - নামটা চেনা - মুখ মনে পড়ছে না। sumanmanna অ্যাট জিমেল ডট কম এ mail করা যাবে?
  • Arpan | 122.252.231.12 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫২421816
  • অক্ষদার পোস্টের প্রেক্ষিতে নেটে খুঁজতে খুঁজতে এইটা পেলাম।

    আপাতত বাবু সমর সেনের প্রবন্ধটা দিয়ে শুরু করলাম। হয়ত এই থ্রেডের পার্সপেক্টিভে প্রাসঙ্গিকই হবে।

    http://www.krittibas.com/pdf/1st.pdf
  • pinaki | 131.151.102.250 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৫421817
  • আরে মান্নাদা, তোর ভাই সুজন মান্না যে আমাদের সাথে স্কুল টীমে কিরিকেট খেলত সেটা খেয়াল আছে? নাকি সেটাও ভুলে মেরে দিয়েছিস?
  • pinaki | 131.151.102.250 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭421818
  • আর অক্ষদা এসব কি উল্টোপাল্টা কোবতের নাম বলছে? আবার বলছে 'গাছ' নাকি ছিল না সিলেবাসে!!! অক্ষদা কি ফরাসী আমলের পাস আউট নাকি!!!!
  • a x | 143.111.22.23 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০২421819
  • আরে বাহ! কৃত্তিবাসও ডট কম :-)

    ইও পিনাকী, আমি কার্জনের যুগের। ফরাসীরা কোন যুগ? সিলেবাসে নেই।
  • d | 117.195.33.254 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৪421820
  • "গাছ' আমাদেরও সিলেবাসে ছিল না কস্মিনকালেও।

    কিন্তু ফরিদা কেমন ফাঁকতালে "মান্নাদা' হয়ে বসল গো!
  • manna da | 122.163.95.196 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৭421821
  • এ আর কেমন কি? ছিল কাজু হয়ে গেল আপ্পুঘর - দেখনি?

  • Somnath | 117.194.196.191 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১২421822
  • সুবর্ণরেখা জন্ম? প্রায় দু পাতার টানা গদ্য। আর সে জিনিস শ্যামলবাবু পড়তে যাবেনই বা কেন? উনি তো আর কনভার্ট হবেন না। ওনার একখানি থিওরি আছে, উনি সেটার ফরে আর্গু করবেন গল্প শেষ। একা ওনাকে কবিতা ভালোবাসতে শেখালে কি ওর স্পেক্ট্রামের সবার মত বদলাবে? সুতরাং ওনার ও বদলাবে না পিরিয়ড।
  • a x | 143.111.22.23 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫২421823
  • খামোকা কনভার্ট করতেই বা যাবে কেন। শুধু অন্য যে একটা দেখাও থাকতে পারে, সেটাই জানান। আমাকে কেউ যদি এখন স্বপন সাহার সিনেমা দেখ, দেখতেই হবে, কি ভালো বলে, আমি কি তাও দেখব?

    আর সুবর্ণরেখার জন্ম শ্যামলবাবুর জন্য না, অর্পণ পড়বে বলে চেয়েছিল। আমিও চাইছি।
  • b | 117.193.32.82 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০০:০১421825
  • বড় কবিতা যে!

    সে কখন দুর্লভ সুখে গলে গলে শূন্যে পৌঁছলো। অনঙ্গার অন্ধকারের পিঠ তীক্ষ্ণ নখরে বিদ্ধ করতে করতে খোঁজায় রত হলাম তার। সে আমার পার্শ্বে ছিল ভ্রমরের স্বরের মত মধুর, সে আমার পার্শ্বে ছিল স্বর্ণনিভ শরীরের শাখায় সুখ বেঁধে। স্পর্শে তার শীতল সমুদ্র ছিন্ন করে রক্তিম কামনায় দ্বীপের মাথা হঠাৎ রোদ্দুরে ধুয়ে গেছে কতদিন কতরাত্রি। তাই সে যখন দুর্লভ সুখে গলে গলে শূন্য, অনঙ্গার অন্ধকারের পিঠ তীক্ষ্ণ নখরে বিদ্ধ করতে করতে খোঁজায় রত হলাম তার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন