এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৯৫৫০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 89.203.49.18 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২০:৩১440331
  • আমারটা এই কুচোগুলোর থেকে একটু বড়,(৭)। তা একদিন স্কুল থেকে এসে বলল ""মা, ভার্না আজ আনন্দ কে কিস করেছে, আর বলেছে that she will marry him only। আমিই বললাম, কিস করলেই কি ম্যারি করতে হবে? কে বলেছে?
    - "" সবাই জানে এটা।""
    -- মোটেও না। এই তোর মা ও তো তোকে কিস করে, আমিও করি, তার মানে কি তাহলে?""
    - আরে তোমরা কিচ্ছু বোঝোনা। তোমরা তো চুনু দাও, কিস তো আর করনা...."
    আর ঘাঁটাই নি।
  • Samik | 12.191.136.2 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২০:৪৪440342
  • এ সেই হ্যান্ডসাম আর স্মার্টের কেস মনে হচ্ছে :-)
  • pi | 72.83.210.50 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২০:৫৪440353
  • রাত্তিরদি, একটু জিগিয়ো তো ছেলেকে, ঠাকুর কোনো উত্তর দিয়েছে কিনা। দিলে কি দিয়েছে। উত্তরটা জানতে আমিও আগ্রহী।:)
  • Samik | 12.191.136.2 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২০:৫৭440375
  • হ্যা:, এ নাকি মশা নিয়ে গবেষণা করে। মশার যৌনমিলনের ফোটো তোলে।
  • Samik | 12.191.136.2 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২০:৫৭440364
  • ও মা। তাও জানো না? মনসামঙ্গল পড়ো নাই?
  • rimi | 24.42.203.194 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৪440386
  • সাম্পানকে ড্রয়িং খাতা কিনে দেওয়া হল রাতে। পরের দিন সকালে খাতা খুলে আমার চক্ষুস্থির। খাতা প্রায় শেষ। আর পাতায় পাতায় বিভিন্ন সাইজের একই ছবি - একটা গোল, তার চারপাশে কিছু খোঁচা খোঁচা মতন।
    " এগুলো কি রে? সজারু নাকি?"
    "না, সূর্য্য।"
    "অ্যাঁ? অ্যাতোগুলো সূর্য্য এঁকেছিস কেন?"
    "সূর্য্য যখন সকালে ওঠে তখন বিরাট বড় থাকে, আর যত আকাশের উপরে ওঠে তত ছোটো হয়ে যায়। জানিস না?"
    সত্যিই, একটা পুরো দিনের ছবি আঁকতে হলে আর কি উপায়?

    আরেকদিন আমরা বাংলা শেখা খেলছি। খেলাটা এরকম, প্রথমে আমি একটা অক্ষর বলব, সেই অক্ষর দিয়ে সাম্পান একটা শব্দ বলবে। আর সেই শব্দের ছবি আমি খাতায় আঁকব। আমি বললাম "ভ"। ভাবলাম, নিশ্চয়ই বলবে ভালুক কিম্বা ভূত।
    কিন্তু সাম্পান অনেক ভেবেচিন্তে বলল, "ভাঁজ"।
    সব্বোনাশ, ভাঁজ কি করে আঁকে?
    "ভাঁজ আঁকা খুব কঠিন। অন্য শব্দ বল।"
    "মোটেও ভাঁজ আঁকা কঠিন নয়।"
    এই বলে পেন্সিল আমার হাত থেকে নিয়ে খাতায় নিজে আঁকল, প্রথমে একটা বিরাট বড় চৌকো।
    "এটা আমার ব্ল্যাংকেট।"
    তারপরে আরেকটু ছোটো চৌকো আঁকা হল।
    "এবার এটা ভাঁজ হল।"
    তারপরে আরেকটু ছোটো চৌকো।
    "এবার আবার ভাঁজ হল।"
    তারপরে আরো ছোটো চৌকো আঁকা হল।
    "ভাঁজ শেষ, এবারে বিছানায় রাখা হবে। এটাই ভাঁজের ছবি।"

    ঠিকই, ব্ল্যাংকেট এভাবেই ভাঁজ হয় বটে।

    লিটল প্রিন্সের গল্প মনে পড়ল আমার, সাপের পেটে হাতির ছবি দেখে বড়রা ভেবেছিল ওটা টুপির ছবি। সব দেশে সব কালেই বড়দের চিন্তাভাবনা হুবহু একরকম, এক্কেবারে একপেশে!!! ছোটোরা, সব দেশে, সব কালেই, সবকিছুই অন্য চোখে দেখে।

    এবার বড়দিনে তাই ওকে লিটল প্রিন্স উপহার দিয়েছি। :-))
  • a x | 143.111.22.23 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯440397
  • লাভলি!
  • Du | 71.252.168.207 | ০১ জানুয়ারি ২০১০ ০৪:৪০440408
  • :-)) :-)) :-))
  • keya | 117.194.98.107 | ০১ জানুয়ারি ২০১০ ১৬:০৬440419
  • আমার বাপের বাড়ি শোভা বাজারে। রাম্‌কুমার চ্যাটার্জী,বিমান মুখাজীর পাড়ায় বাড়ি আমার।সারাদিন কানে আসে বিমান জেঠুর গানের classর সুম্‌ধুর গান।কি অপুর্ব সেই সব পুরাত নী গান।

    দুর্গা পুজার সময় কুমার টুলী , B.K.PAL park , বেনীয়াটোলা , বাগ বাজার , হাতীবাগানে এ হৈ হৈ ক রে বাড়ীর সবাই মিলে ঠাকুর দেখা,,,আমার মতে কলকাতার মত ভাল জায়গা আর নেই।আমি বিদেশে অনেক ঘুরেছি,কিন্তু আমার সব সময় কলকাতার জন্য মন করে।আমার মনে হয় আমি যেমন কলকাতাকে ভালবাসি, তেমনি কলকাতা ও আমায় ভালবাসে।
  • SB | 59.93.217.230 | ০২ জানুয়ারি ২০১০ ২১:১৩440431
  • সবাই উল্টোপাল্টা টইয়ে লিখছে কেন? ;-)

    ভোটের দেওয়াল লেখার একটা বিশাল উপকারিতা আছে:

    কিছু মাস আগে লোকসভা ভোটের সময় সব দেওয়ালেই রাজনৈতিক স্লোগান লেখা। মেয়ে ইস্কুল যায় বাসে করে। রোজ রোজ দেখে, চোখে পড়ে।

    একদিন ইস্কুল থেকে ফিরে তার মা'র কাছে অভিযোগ, "মা, সব দেওয়ালে কীসব লেখা থাকে কিচ্ছু পড়তে পারিনা।'

    মা - ওসব বাংলা তে লেখা থাকে, তুমি বাংলা শিখলে পড়তে পারবে (সামনের বছরে ক্লাস ওয়ান হবে, এখনো শুধুই ইন্‌জীরি অক্ষরঞ্জ্যান হয়েছে শুধু, বাংলা শুরু হয়নি)

    উপসংহার - মেয়ে বাংলা শিখতে শুরু করেছে নিজের উৎসাহে! আমরা খুশী :-)
  • M | 59.93.197.246 | ০২ জানুয়ারি ২০১০ ২৩:৩০440442
  • তখন ছেলে বোধহয় ক্লাস টু, টিভি দেখা চলছে, দাদুন , দিদান, এ সে আর তিনি।বুলাদির অ্যাড, হঠাৎ ছেলে দেখি চনমনে হয়ে বলে উঠলো আমি ফোন করেছিলাম তো বুলাদিকে, বাবা ও খাটের উপর ওর পাশেই বসে ছিলেন,কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে খানিক তাকিয়ে বললেন, দাদুন কোন ফোন থেকে? ছেলে দাঁত বার করে বাবার ল্যান্ডটাকে দেখিয়ে দিলে, আমিও কেটে গেলাম সিচুয়েশনের গুরুত্ব বুঝে।
    পরে অবিশ্যি সবার চোখের আড়ালে জিগিয়েছিলুম কেন করেছিলি? সবার উদ্ভট আচরনে মানে ও বেচাই কোনো দিদির সাথে গপ্প করবে ভেবেছিলো হবে,কিন্তু জনগন এট্টুও বোঝেনি দেখে কেমন পাত্তা দিলো না।
  • M | 59.93.197.246 | ০২ জানুয়ারি ২০১০ ২৩:৩৬440453
  • আরেকবার, তখন আরো খুদে,কারোকে ভালো লাগলেই চেপে ধরে চকাস চকাস চুমু খেয়ে ফেলতো,একবার গোরাবাজারে গেছি, এক আলুওয়ালার সাথে জমিয়ে ফেলেছে,আমিও সুযোগ বুঝে তার ঘারে ঝেড়ে দিয়ে(মাদের কেমন একটা কচি ছেলে পিলে অন্যের ঘারে চাপানোর টেন্ডেন্সি থাকে)এদিক সেদিক বাজার করে বেরাচ্ছি, এসে দেখি ছেলে আলুওয়ালাকে প্রবল কিসি দিচ্ছে। তাড়াতাড়ি নিয়ে এলুম, তারপর বেজায় বোঝালাম যাকে তাকে কিসি করবে না, আর কারোর ঠোঁটে তো নয় ই নয়। ওমা স্পাইডার্ম্যান দেখে কি বিরক্ত,দেখোনা মেরিজেন কেমন ঠোঁটে কিসি দিচ্ছে।তাও স্পাইডারম্যানের দোষ দেখলো না।

    ছেলেরা ছোট থেকেই ক্যামন একপেষে হয়।
  • raatri | 59.93.216.50 | ০৮ জানুয়ারি ২০১০ ১৬:১৩440464
  • ছেলের শরীর ভর্তি স্নেহ।আমাদের জামাকাপড়ে গোন্দুরা তো ছিলই,এখন তার নাকি তিনটে দিদি আছে,তিনটে দাদা আছে ইত্যাদি শুরু হয়েছে।ক্রমাগত বাড়তে বাড়তে এখন এসে দাঁড়িয়েছে-'আমি যখন ম্যান হব,আমার বাড়িতে দুটো গোবলা থাকবে,গার্ল কিন্তু!' ভালো কথা।কিন্তু আজকালের ছেলেপিলে,বাবা-মাকে অপ্রস্তুত না করে থামে কখনো??পরের দিনই এই গল্প আরো এগিয়ে গেল,এবং তার সংগে এলো প্রশ্ন-'গোবলারা আমাকে পাপ্পা বলবে,তাহলে ওরা কাকে মাম্মা বলবে?'
  • SB | 114.31.249.105 | ০৮ জানুয়ারি ২০১০ ১৬:২৭440475
  • মেয়ে কালকে বলল, ওর গত বছরের কালীপূজা (দিওয়ালি) দারুন লেগেছিল। তাই ও এখন পাস্টে যেতে চায় (বোধয় ডোরেমন বলে কার্টুনটার প্রভাব), গতবছর দিওয়ালির দিনে ফেরত যেতে চায়। তাই জানতে চায় আমাদের অফিসে এরকম জন্ত্র আছে কিনা, তাহলে বাবা'র অফিসে যাবে।
  • Arpan | 204.138.240.254 | ০৮ জানুয়ারি ২০১০ ১৬:৫০440486
  • নতুন নতুন জিনিস শিখে বাবা-মাকে তাক লাগিয়ে দেওয়া তো আছেই। কিন্তু কাল মেয়ে যেটা করল তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। রোজ সন্ধেবেলা ঘন্টাদুয়েক ইউটিউব দেখা চাই-ই চাই। এদিকে একটা ভিডিও শেষ হয়ে গেলে বাবা, বাবা বলে উচ্চস্বরে ডাক আসত পরেরটা সিলেক্ট করে দেবার জন্য। কাল খেয়াল করলাম কদিন ধরে ডাক আসছে না। কৌতূহল বোধ করায় ডিটেকটিভের মত পিছনে চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলাম কী করে। টেম এন জেরির একটা পার্ট শেষ হল। আর গম্ভীরমুখে মেয়ে ল্যাপির মাউস ধরে ধরে পরের ভিডিওটার আইকনে নিয়ে গেল, মাউসের পয়েন্টারটা বদলে একটা হাতের চেহারা নিল আর তারপরে একটা কনফিডেন্ট লেফট-ক্লিক!

    আরেকটু হলেই মূর্ছা যাচ্ছিলাম। কেউ তো শেখায়নি ওকে এইটা!
  • Rajdeep | 61.14.13.7 | ০৮ জানুয়ারি ২০১০ ১৬:৫৩440497
  • অর্পণ:) ওরেব্বাস এতো দেখছি পেন্টিয়াম ৫
  • dipu | 61.12.12.83 | ০৮ জানুয়ারি ২০১০ ১৬:৫৫440508
  • মেন্ডেল না ডারউইন, কার যেন তঙ্কÄ দিয়ে এটা ব্যখ্যা করা যায়। মোটকথা বিটি বেগুনের মত ব্যাপার, বিটি বেটি :-P
  • Arijit | 61.95.144.122 | ০৮ জানুয়ারি ২০১০ ১৭:১৩440519
  • হুঁ - ঋতিও কদিন পরেই এসব শিখে যাবে। দাদাইয়ের ঘাড়ে চেপে দিনরাত কম্পুতে গান শোনা চলে তো...

    অনেক পুরনো একটা প্রিন্টার ছিলো - এপসনের। সেটা এপসন সারাতে পারেনি - তো লোকাল একটা দোকানের দুটো ছেলে সারিয়ে এনে লাগাচ্ছিলো। ঋতি গম্ভীরমুখে আমার বাবাকে বল্ল - "তুমি সব দন্দদোল টয়ে দাও, তাই টাটু এসে সারাচ্ছে'।

    কাল ওই দুটো ছেলেই এসেছিলো ডিভিডি রাইটারটা বদলাতে। ঋতি দাদাইকে বলেছে - "তুমি আবার দন্দদোল টয়েছ?'

    সকালে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে - "বাবা, বাবা, আমাকে টোয়ে টোয়ে নিয়ে যাও' করে চিৎকার। আমি বল্লাম নিজে নিজে নেমে আয়। এলো না। তখন ওপরে যেতে বল্ল "আমি তোমার টোয়ে টোয়েই নেমে যাবো, বুঝেছ সেটা?'
  • Partho | 202.177.144.3 | ০৮ জানুয়ারি ২০১০ ১৭:১৯440530
  • আমার মেয়ে তখন কেজিতে পড়ে। স্কুলে নিয়ে গেছি - দেখি কি একটা কারনে যেন স্কুল বন্ধ । স্কুলের ভিতরে উঁকী দিয়ে দেখি ক্লিনিংএর কাজ চলছে। বাড়ী ফেরার পথে মেয়ের স্বগত বচন-

    স্কুলতা নোঙ্গলা হোয়ে গেথিল-তো - তাই ও এথন তান (চান) কত্তে (করছে) - আবার থাবানও (সাবান) মাখতে।

    এখন মেয়ের ক্লাস নাইন, তবু এখনো কোন রাতে মেয়ের সঙ্গে বালিগঁজ ফাঁড়ী হয়ে গড়িয়াহাটের দিকে যাবার সময় ওর স্কুলের কাছে এলেই এই কথাটা আমার মুখ থেকে বেরবেই বেরবে!

  • Samik | 219.64.11.35 | ০৮ জানুয়ারি ২০১০ ১৭:৩১440542
  • অপ্পনের মত সেম কেস আমারো। মেয়ে জাস্ট নিজে নিজেই ইউটিউবের ভিডিও দ্যাখে। মাউস ক্লিক করে করে। আমি কেবল প্রথম ভিডিওটা চালিয়ে ফুলস্ক্রিন করে দিই।
  • Arpan | 204.138.240.254 | ০৮ জানুয়ারি ২০১০ ১৭:৩৩440553
  • :-)

    মাসদুয়েক আগের কথা। আরেকদিন তাড়া ছিল একটু। বোধহয় টিভিতে খেলা দেখছিলাম। মেয়ে টিভি না পেয়ে ল্যাপিতে মিত্তিন (মি: বিন) দেখবে বলে ঘ্যান ঘ্যান করছিল। তাড়াহুড়ো করে ল্যাপি চালিয়ে ইউটিউব লাগিয়ে এসে টিভি দেখছি। খেয়াল করিনি যে ল্যাপির স্ক্রিনটা সোজা করে বসানো হয়নি।

    একটু পরে মা এসেছে আর জিগ্যেস করেছে "কী দেখছ?' মেয়ে জবাব দিল "মিত্তিন'। তারপরেই কী ভেবে বলে "বাবা ঠিক দ্যায়নি, ঐটা (ল্যাপির দিকে দেখিয়ে) এইরকম এইরকম ...' (কী বলবে ভেবে না পেয়ে মেয়ে বসা অবস্থাতেই ঝুঁকে কুঁজো হয়ে যায়) ".. এইরকম করে দিয়েছে!'
  • Arpan | 204.138.240.254 | ০৮ জানুয়ারি ২০১০ ১৭:৩৪440564
  • * একদিন
  • Arpan | 112.133.206.20 | ১৮ জানুয়ারি ২০১০ ২১:৩৩440575
  • শিশুটি দুপুরে তাপ্তাপের (ঠাকুমা) পাশে শোয়। কিন্তু ঘুমুবে কী! পাশে তাপ্তাপ অত নাক ডাকলে কি আর ঘুমানো যায়? বাধ্য হয়ে শিশুটি তাপ্তাপকে ঠেলা দিয়ে তোলে। আর বলে -

    "অত নাক বাজিয়ো না। পাম ঘুমু কত্তে পাচ্ছে না।'
  • raatri | 59.93.213.214 | ২৫ জানুয়ারি ২০১০ ২০:৫৮440586
  • এসে গেল!এসে গেল!এসে গেল!
    টুংকাই-এরও পানদোষ এসে গেল!!চিন্তার বিষয় নয়,নির্দোষ punদোষ!!
    বলল-'মাম্মাম,একটা ফুলপ্যান্টের ওপর আরেকটা ফুলপ্যান্ট কেন?'আমি বললাম-'কোথায়?ভেতরেরটা তো হাফপ্যান্ট!'বড় প্যান্টু টেনে ছোটটা দেখিয়ে বলল-'এই যে কত ফুল!'
  • aka | 168.26.215.13 | ২৫ জানুয়ারি ২০১০ ২১:৪২440597
  • :)))
  • su | 117.194.231.245 | ২৮ জানুয়ারি ২০১০ ১৯:৫০440608
  • pipi'র কথায় শিশুটক এ আবার দিচ্ছি:-

    আমার বোন থাকে নাগপুর... যে society তে ওরা থাকে আর পাঁচটা'র মত সেটা ও একটা mini ভারতবর্ষ। তা, বোনের মেয়ের কথা বলার সময় হয়ে গেছে,আওয়াজ ও বেরোয়, কিন্তু অবোধ্য। বোনরা ভীষণ চিন্তায়; doctor এর কাছে নিয়ে যাওয়া হল; সব শুনে doctor বললেন যে বাচ্চা ভাষা ধরতে পারছে না। যে ভাষা টা বেশী চলে সেটাতে ই কথা বলতে হবে ঘরে ও। এবার মা বাবা বাঙাল ভাষা ছেড়ে হিন্দী শুরু করলো,মেয়ে ও কিছুদিনের মধ্যে মুখে খই ফোটাতে শুরু করলো;বোনের মেয়ের বয়স এখন চার; সে চার/পাঁচ টা language মিলিয়ে কথা বলে।আর বোনের হয়েছে সমস্যা।এখন সে মেয়ের সাথে বাংলা বলে,সেদিন ঘুম থেকে মেয়েকে আদর করে তুলতে গেছে "মাম্মা, পাঁচটা বাজে, ওঠো,সব্বাই খেলতে যাচ্ছে"। মেয়ে লাফ দিয়ে উঠে বলল "pastaa !! কউন বানায়া! আপনে ইয়া পাপা নে! ম্যায় আপ দোনোসে বহুত প্যায়ার করতি হু! "

    আর সে নতুন শিখেছে ঘরের সব গোপন কথা বাইরে বলে; বোনকে নানা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়; তা, বোন ওকে শেখাচ্ছে " আমরা তোমাকে কত ভালবাসি; আমি,তোমার বাবা আর তুমি- আমরা তো এক ই ঘরে থাকি, তাই ঘরের কথা আমরা ঘরে ই বলবো, বাইরের কাউ'কে বলবে না...etc etc "। বোনের মেয়ে গম্ভীর মুখে খুব মনযোগ দিয়ে শুনে উত্তর দিল " ঠিক হ্যায় মাম্মা, cow কে ভি বলবো না, dogi কে ভি বলবো না, cat কে ভি বলবো না, monkey কে ভি বলবো না, এরপর আস্ত animal kingdom....

  • su | 117.194.231.245 | ২৮ জানুয়ারি ২০১০ ১৯:৫৩440619
  • গত পরশুদিন আমার বোন ওর মেয়ে'র উপর রেগে গিয়ে mother tongue এ স্বগতোক্তি করছিল "মাইয়া ডার উপর এমন মেজাজ গরম হইতাসে, ইচ্ছা করতাসে ....etc etc। " বোনের মেয়ে তো এখন এসব ভাষা ধরতে পারে; মা যে ওকে বকছে এটা ও খুব ভালো বুঝলো; এরপর মারাঠি বাঈ এর কাছ থেকে সদ্য শেখা মারাঠি style এ নিজের মা কে "তুই" সম্বোধন করে ও উত্তর দিল "আব্বে,মুঝে মাঈয়া মত বোল,ম্যা তেরি বেটি হুঁ। krishna কো বোল জাকে যশোদা কো মাঈয়া বোলনে কে লিয়ে! যশোদা krishnaa কে মাঈয়া হ্যাঁ, ম্যা কিসি কি মাঈয়া নেহি বনুঙ্গি,ম্যা girl হুঁ !!
  • rimi | 168.26.215.135 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৪৩440630
  • গাড়িতে যেতে যেতে সাম্পানের হিসু পেয়ে গেছে।
    "মাম্মি, হিসু পেলে খুব ভালো লাগে আমার।" সে জানালো।
    ঘাবড়ে গেলাম।
    "কেন রে? কেন ভালো লাগে?"
    "আমি মরে গেলে তুই তো আমাকে আর পাবি না!"
    এবার আরো ঘাবড়ে গেলাম।
    "তা পাবো না ঠিকই, কিন্তু তার সঙ্গে হিসুর কি সম্পক্ক?"
    সাম্পান বুঝিয়ে বল্ল, " হিসু না হলে তো টক্সিক জিনিশগুলো বেরোবে না শরীর থেকে। তখন তো মানুষ মরে যায়।"

    বোঝো! সে জল কম খায় বলে কিছুদিন আগে তাকে জ্ঞান দিয়েছিলাম, জল কেন বেশি খাওয়া উচিত। সেই থেকে হিসু পেলে সে নিশ্চিন্ত হচ্ছে যে সে আর মরছে না, টক্সিক যা কিছু পদার্থ তা তো শরীর থেকে বেরিয়ে যাবেই এবার। তাই হিসু পেলে তার এই গভীর আনন্দ - বেঁচে থাকতে পারার আনন্দ।

    কি সহজ সরল জীবনদর্শন শিশুদের!

    (যদিও, এর ফলে যে সে জল খাওয়া বাড়িয়েছে, তা আদৌ নয়)।
  • Ishan | 173.26.17.106 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৮440641
  • আজকের জ্ঞানবাণী। খুব উত্তেজিত হয়ে। ইংরিজিতে।

    "বাবান, দেয়ার আর প্লেসেজ হোয়্যার গার্লস ক্যান ম্যারি গার্লস। ডু ইউ নো দ্যাট?'

    সে আবার কি? জিজ্ঞাসা করায় প্রত্যুত্তর: "বয়েজ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু ম্যারি গার্লস দেয়ার, অ্যাজ উই ডু।'

    আমি বললাম, আচ্ছা আচ্ছা।
  • Shn | 123.201.130.118 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২440653
  • বাড়ির কেউ টয়লেটে গেছে জানতে পারলে ইদানিং তান দায়িত্ব নিয়ে টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকে। টয়লেটের থেকে বেরোলেই তানের প্রশ্ন, "কিয়া"?

    তানের সারাদিনের সঙ্গী কলাদিদি হিন্দিভাষী। তানকে পটিতে বসিয়ে সে একই প্রশ্ন তানকে করে থাকে। সেই সরল প্রশ্ন এখন বুমেরাং!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন