এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৯২৪৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ২৫ জুন ২০১০ ১৮:৫৮440155
  • :))

    আমাদের শুনতে হয় - কিপ কোয়ায়েট গাইজ, দিস ইজ লাস্ট ওয়ার্ণিং।
  • Samik | 121.242.177.19 | ২৫ জুন ২০১০ ১৯:৪০440156
  • সে আর বলতে? মা রোজ অফিস যায় এবিসিডি লিখতে, অর রোজ মকে ওর ম্যাম ভেরি গুড দেয়। বাবা অফিসে একেবারে এবিসিডি লিখতে পারে না, তাই বাবাকে টিচার রোজ রোজ রাত পর্যন্ত অফিসে আটকে রাখে।
  • kd | 74.72.161.90 | ২৬ জুন ২০১০ ০৪:১৪440157
  • তুষ্টুর ""জানলা সবসময় খোলা রাখতে হয়, নইলে রামধনু দেখা যায় না'' টা পরের কাগুজে গুরুর কভারে দেওয়া যায় না? পড়া অবধি খালি মাথায় ওটা ঘুরছে। এককালে ঠাকুর এমন বলতেন, ওনার মনটাও শিশুর মতই ছিলো তো!

    এই বাচ্চাগুলোর কাছে আমাদের কত কি যে শেখার আছে।
  • sana | 58.106.158.68 | ২৬ জুন ২০১০ ০৫:৩৬440158
  • ও! "নার্সারি টু-বি সেকসানে 'বাবা' নামে একটা দুষ্টু ছেলে--" তুষ্টু টা না যা-তা,এমনি কথা শুনলে না চটকে কি থাকা যায়---কি যে মুশকিল!
  • Nina | 68.45.144.238 | ২৬ জুন ২০১০ ০৯:০১440159
  • তুষ্টু অর দুষ্টু (বাবা নামে ছেলেটা) দুটোরই গালটা টিপে দিলাম---দুটো ই মাতিয়ে রাখে।
  • byaang | 122.172.108.223 | ২৬ জুন ২০১০ ১১:৪৬440160
  • ""অম্রুত কাকে বলে? ''

    অম্রুত! অম্রুত তো হিন্দিতে কোন একটা ফলকে যেন বলে! কোথায় পেলি এই শব্দটা?

    ""হিন্দি বইয়ে।''

    পাশে কোনো ছবি দেওয়া নেই? পেয়ারাকে বোধহয় বলে অম্রুত। দেখি নিয়ে আয় বইটা। ও হরি, এটা তো ঋকারের পাতা। ওটা অমৃত, বাংলায় বলে অম রি তো। বুঝলি? হিন্দিতে তোদের ম্যাম ওরকম উচ্চারণ করেছেন। বাংলাতেও একই বানান। অ ময়ে ঋকার ত।

    ""তুমি খালি বানান বলে যাচ্ছ। অম্রুত মানে কি বাংলাতেও পেয়ারা?''

    ওরে না রে। অমৃত হল এমন একটা জিনিস , যেটা খেলে মানুষ অমর হয়ে যায়।

    ""অমর?''

    অমর মানে ইম্মর্টাল, যে কখনো মরে না। চিরকাল বেঁচে থাকে।

    ""সেটা আবার হয় নাকি? তুমি তো বল সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, সূর্যও মরে যাবে একদিন।''

    হ্যাঁ, কিন্তু যে অমৃত পাবে সে কখনো মরবে না। সমুদ্রর তলা থেকে অমৃতর কলসী উঠেছিল, এবার কে সেই অমৃত আগে পাবে তাই নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে খুব লড়াই হয়েছিল। দেবতারা সেই লড়াইয়ে জিতে গিয়ে অমৃত পেয়ে গেল, ঐ জন্য দেবতারা আজও বেঁচে আছে। কিন্তু মানুষরা মরে যায়।

    ""অমৃত টা লিকুইড নাকি সলিড?''

    কি জানি! কলসীতে যখন ছিল, তখন লিকুইডই হবে বোধ হয় ! তুই কি হোমওয়ার্কটা শেষ করবি? এই অ্যাতো বাজে প্রশ্ন করিস বলে আমার তোকে গল্প বলতে ইচ্ছে করে না। আমিও তো এই গল্পটা পড়েছি, লিকুইড না সলিড জিজ্ঞেস করতে যাই নি তো কাউকে, নিজে নিজেই বুঝে নিয়েছি একটা ভালো খাবার ।
    .
    .
    .
    .
    .
    তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। বইখাতা গুছিয়ে রেখেছিস তো?

    ""হ্যাঁ। একট কথা বলব, মা? ''

    কি কথা? তাড়াতাড়ি বল। আমার এখন অনেক কাজ।

    ""তুমি তো বললে দেবতারা মানে ঠাকুররা অমৃত খেয়েছিল বলে আজও বেঁচে আছে, কিন্তু অসুররা পায় নি। কিন্তু অসুররা তো পেয়েছিল। মহিষাসুর তো আজও আছে।''

    অ্যাঁ! হ্যাঁ, তাই তো!

    ""মা, আরেকটা কথা। এটাই লাস্ট। ভূতরাও তো পেয়েছিল অমৃত। ভূতরাও তো আছে। ঠাকুররাও আছে, ভূতরাও আছে। শুধু মানুষরাই পেল না। মানুষের জন্য শুধু পেয়ারা। লুজার। '' :-(

    তুই ঘুমোবি?

    ""তুমি লাইটটা জ্বালিয়ে রাখ, সুইচ অফ করবে না। একা একা আমার ভয় করে।''
  • Manish | 117.241.228.113 | ২৬ জুন ২০১০ ১৪:৩৪440161
  • :-))))))
  • Nina | 68.45.144.238 | ২৭ জুন ২০১০ ১১:৩২440162
  • হা হা হা হা হা দারুণ, জাস্ট একঘর :-)))
  • sana | 58.106.158.68 | ২৭ জুন ২০১০ ১২:৩২440163
  • সত্যি,মানুষরাই একমাত্র দুর্ভাগা! আ-------র সব্বাই পেলো! ছোটোরা ছাড়া আর কে ভাবতে পারে এমন!
  • | 125.18.104.1 | ২৮ জুন ২০১০ ১৫:২৮440165
  • "হিসির গন্ধ" কাহিনি টা আমাকে অন্য একটা ঘটনর কথা মনে পরে গেলো। আমার কন্যা বেশ কিছু দিন আগে (augustএ তিন বছর হবে) একদিন বিছানা তে হিসি করে দিয়েছে। তার মা তকে বকলো-"তোমাকে না বলেছি, হিসি পেলে বলবে, কেনো বিছানা তে করেছো? এবার করলে তোমাকে কি করবো বলো?" কন্যার জবাব- তুমিও বিছানা তে হিসি করে দিয়ো।... আমি আমার বৌএর কছে কৃতজ্ঞ যে সে মেয়ের এই মারাত্মক আব্দার টা রাখেনি।
  • P | 212.129.88.223 | ০৮ জুলাই ২০১০ ১৫:২১440166
  • পুঁটীটক -

    কারসীটে বসে আকাশে চাঁদ আর মেঘের লুকোচুরি দেখতে দেখতে উদাস গলায় -

    "চাঁদটা ..... চাঁদটা......... ভেঙ্গে যাচ্ছে .................. ক্লাউডটা চাঁদটা ভেঙ্গে দিচ্ছে "।
  • P | 212.129.88.223 | ০৮ জুলাই ২০১০ ১৫:২৬440167
  • পুঁটীগান

    শিশুটির ঠান্ডা জলে চান করাবার সময় চ্যাঁচানি থামাতে গান শিখিয়েছিলুম ঠান্ডা ঠান্ডা কুল কুল। সেদিন তার চুল বাঁধার সময় শিশু গাইল

    থান্দা থান্দা কুল কুল
    লম্বা লম্বা চুল চুল !
  • Tim | 198.82.19.226 | ০৮ জুলাই ২০১০ ২২:৪২440168
  • এ তো রীতিমত কবিতা। বিশেষ করে প্রথমটা। আর বেসিদিন নেই, পুঁটি পর্বে পর্বে কবিতা লিখবে। :-)

    অনেকদিন পরে শিশুটক আপডেট হলো। জোরকদমে চলুক।
  • Tim | 198.82.19.226 | ০৮ জুলাই ২০১০ ২২:৪৩440169
  • বেশীদিন*

    মামুর কলটা যাচ্ছেতাই। :-(
  • aka | 168.26.215.13 | ০৮ জুলাই ২০১০ ২২:৫১440170
  • আরিত্তারা, প্রথমটা হেবি হয়েছে। এইটা মিস করে গিয়েছিলাম কি করে। :))))
  • pi | 128.231.22.89 | ০৮ জুলাই ২০১০ ২২:৫৯440171
  • হ্যাঁ, দুটো ই দারুণ। অসা এবং খাসা।

    কিন্তু এগুলো কোন বৃত্তে ঘুরছে ? কার্তুজভায়া কি বলেন ?
  • Tim | 198.82.19.226 | ০৮ জুলাই ২০১০ ২৩:০১440172
  • পুঁটি হ্রস্ব ই না দীর্ঘ ঈ?
  • aka | 168.26.215.13 | ০৮ জুলাই ২০১০ ২৩:০৬440173
  • ভালোবেসে ডাকলে হ্রস্ব আর রেগে গিয়ে ডাকলে দীর্ঘ।

    পুঁটি আর পুঁটিইইইইইই বা পুঁটী
  • Arpan | 122.252.231.10 | ০৯ জুলাই ২০১০ ০০:০৩440174
  • টিচার ডাইরিতে লিখে দিয়েছে শিশুটিকে দুজন সায়েন্টিস্টের নাম মুখস্থ করে পাঠাতে হবে (হোক না মন্ট টুর বাচ্চা, আজকালকার বাচ্চারা প্রতিভাধর)। অতএব, শিশুটির মা উঠেপড়ে লেগেছে।

    মা: কী বলবে মনে আছে তো? নিউটন। বলো, নিউ-টন।

    শিশু: নিউটন।

    মা: ভেলি গুড। আর কী বলেছি?

    শিশু: কী বলেছিস রে?

    মা: ভাবা। হোমি ভাবা। হো-মি-ভা-বা।

    শিশু: (পাশে বাবাকে দেখিয়ে) ওমি বাবা?

    ল্লে পচা!
  • sana | 114.78.33.110 | ০৯ জুলাই ২০১০ ০৬:০৭440176
  • পুঁটি যে জন্মকবি এ বিষয়ে no সন্দেহ! অসা! অসা! অসা!
    মন্ট' টুর বাবা ময় জগতে
    "হোমি ভাবা" যে "ওমি বাবা" হবেই সেটাই স্বাভাবিক! টীচার এর এটাই পাওয়া উচিত। বাচ্চা কি সুন্দর ওর নিজের জগতের সঙ্গে "হোমি ভাবা" কে মিলিয়ে দিয়েছে,পুচ্‌কুর কি ইনোভেটিভ ক্ষমতা দেখেছো?
  • Abhyu | 80.221.18.28 | ১১ জুলাই ২০১০ ১৪:১০440177
  • এটা দেখেছ?

  • Arpan | 204.138.240.254 | ১৪ জুলাই ২০১০ ১১:০২440178
  • অভিজিত রায়। বয়স সাড়ে চার। আমার বউয়ের ছাত্র। আর অভিজিতের মা আমাদের বাড়িতে কাজ করতে আসেন।

    তা অভিজিতের সাথে মাস্টারনীর কথা হচ্ছে। বিষয় অভিজিতের স্কুলের টিচারেরা।

    মাস্টারনী: বা:! তোদের স্কুলে এই ম্যামের হাতের লেখা তো খুব সুন্দর। আর এই টিচারের লেখা দ্যাখ। কী লিখেছে পড়াই যায় না। আর এই যে তুই অংকটা ভুল করে রেখেছিস। সেইটা তো দেখি ধরতেই পারেনি!

    অভিজিত: (আগেরজনের লেখা দেখিয়ে) হ্যাঁ, ওই অন্য ম্যাম খুব ভালো। ঠিক আমার দিদার মত। দিদা কোথায় থাকে জানো তো?

    মা: কোথায় থাকে? তোদের দেশের বাড়িতে?

    অ: হ্যাঁ, গাজোলে।

    মা: বা:, আর এইজন?

    অ: এই ম্যাম ... এই ম্যাম... (চুপ করে থাকে)

    মা: কার মত?

    অ: না, দিদার মত ঠিক না।

    মা: তালে কার মত?

    (ছাত্রটি চুপ করে থাকে)

    মা: মায়ের মত?

    ছাত্রটি ফিক করে হেসে মাথা একদিকে কাত করে।
  • aka | 24.42.203.194 | ০৩ আগস্ট ২০১০ ০৭:২২440179
  • একটু আগে শুনলাম খুব চেঁচামিচি চলছে। সাম্পান কিছু একটা বলেছে তাই শুনে মামি বলেছে 'ডোন্ট টেল এ লাই'। তাতে সাম্পান খুব রেগে গিয়ে বলছে 'আই এম নট এ লায়ার'।

    তখন সাম্পানকে জিগ্যেস করা হয়েছে এই যে জন আর বব (ইমাজিনারি ফ্রেণ্ড), রাশিয়া যাওয়া, প্লুটোয় যাওয়া এগুলো কি লাই নয়?

    সাম্পান মোটেও দমবার পাত্র নয়, বলেছে না ওগুলো খেলা।

    মামি - তাহলে লাই কি? একটা এক্সজাম্পল দে।

    সাম্পান - ইফ আই সে ফায়ার ইজ নট ইয়েলো অর রেড অর অরেঞ্জ, দ্যাট ইজ এ লাই।

    বা

    দেয়ার ইজ নো ব্রাউন ম্যান ইন দা ওয়ার্ল্ড, তাহলে সেটা লাই।

    এই এখনো শুনতে পাচ্ছি চেঁচামিচি চলছে।
  • pi | 72.83.82.169 | ০৩ আগস্ট ২০১০ ০৭:৩১440180
  • :)
    'গ্রাস ইজ নট গ্রীন অর ব্লু' টা কে লাই বলা যাবে কিনা জিগাও তো একটু।
  • byaang | 122.172.48.145 | ০৩ আগস্ট ২০১০ ০৭:৩৫440181
  • :-))) বেজায় মজা পেলুম সাম্পানের ঝগড়া পড়ে। এ ছেলের লজিক তো একদম জলের মত পরিষ্কার, তার মা যে কেন বোঝে না!
  • ruchira | 75.20.203.24 | ০৩ আগস্ট ২০১০ ০৭:৫৩440182
  • জন, বব, রাশিয়া যাওয়া, প্লুটো যাওয়া lie হলে পৃথিবীর সমস্ত সাহিত্যই তো lie। ছেলে ঠিক জানে, বড়োরাই বোঝেনা
  • pinaki | 67.210.179.5 | ০৩ আগস্ট ২০১০ ০৭:৫৯440183
  • আমার মেয়ের এমতি ক্যারেকটারের নাম হল নীল। সারাদিন নীলের সাথে নানান বাক্যালাপ চলে। বিকেলে ঘুরতে বেরোলে আমাকে কাল্পনিক নীলের হাত ধরে রাখতে হয়। আরো কিছু চরিত্র আছে - যেমন দুর্গাদিদি, মসিমাসী, ইত্যাদি। পাইকে মশামাসী বলত। যখন প্রথম মসিমাসী নামটা শুনলাম, তখন ভেবেছিলাম সেটাই ভুল করে বলছে। কিন্তু মেয়ে কিলিয়ার করে দিয়েছে যে মশামাসী আর মসিমাসী আলাদা ক্যারেকটার।
  • pi | 72.83.82.169 | ০৩ আগস্ট ২০১০ ০৮:০০440184
  • মোটেও মশামাসী বলে না ! তবে কাউকে একটা মশামেসো বলে বটে। :)
  • pinaki | 67.210.179.5 | ০৩ আগস্ট ২০১০ ০৮:০২440185
  • ও হ্যাঁ। জেন্ডার কনশাসনেসের ঝলক এখন থেকেই দেখতে শুরু করেছি। আজকের প্রশ্ন - ল্যাডার কে ল্যাডার কেন বলে? ওটা কি শুধু ল্যাডরা চড়তে পারে?
  • Paramita | 122.172.13.200 | ০৪ আগস্ট ২০১০ ২০:১৬440187
  • গুঞ্জার গপ্পো এক।

    দিদির পুরোনো বই থেকে প্রিন্সেস জ্যাসমিনের গপ্পো মা পড়ে শোনাচ্ছে। মা বলল, জ্যাসমিনের একটা পেট ছিল। তার নাম রাজা। সে ছিল একটা টাইগার। গুঞ্জা : এইটাটে জ্যাসমিনের পেট নেই। আমি এই ছবিটাটে জ্যাসমিনের পেট ডেকেছি। বলে পাশের পাতায় জ্যাসমিনের কিঞ্চিৎ উন্মুক্ত পোশাকের মধ্যিখানে পেটটাকে দেখিয়ে দিলো।

    গপ্পো দুই।

    ইশকুলে যাওয়ার পথে প্রচুর পশুপাখি দেখা যায়। গরুরা প্রায়শই রাস্তা ক্রস করে। কুকুররা ঘাপটি মেরে বসে থাকে। গ্রামের রাস্তায় বাচ্চারা হাঁস মুরগির পেছনে ধাওয়া করে বেড়ায়। গুঞ্জা আজ যাওয়ার পথে বললো, মা মা ড্যাকো ড্যাকো কটো মুরগি। (প্রসঙ্গত : এখন কোঁকর কোঁ, হাম্বা, মোরগ এইসবই চালু, কক-আ-ডুডল-ডু, মু মু, রুস্টার ইত্যাদি স্মৃতির অতলে।) আমি : হ্যাঁ মা, কত মুরগি। গুঞ্জা : আমি একটা মুরগি বাড়িটে নিয়ে যাবো। মা : মুরগি বাড়ি খুউব নোংরা করবে। পুপু করবে, পিপি করবে, তখন কে পরিষ্কার করবে? মুরগী পোষা খুউব শক্ত গুঞ্জা : কিন্তু আমি টো ওকে রান্না করে খেয়ে নিটে চাই। (গুঞ্জা স্লাইট তামসিক। মাছ খাওয়াতে হয় "এটা মাছের মাংছ" বলে। তা বলে..)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন