এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৯২৩১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.109.151 | ১৬ মার্চ ২০১০ ২২:৩৯440997
  • টুকু টুকু আঙ্গুলে সিরিয়াস মুখ করে বাজাচ্ছে আর মাঝে মাঝে চোখ তুলে সঙ্গতদারকে একটু অ্যাপ্রুভালের জন্য দেখে নিচ্ছে! থ্যান্‌ক ইউউউ! :-) যা-তা ভালো!
  • SS | 131.193.196.148 | ১৬ মার্চ ২০১০ ২২:৪৩441008
  • বা:, খুব ভালো লাগলো।
  • Du | 65.124.26.7 | ১৬ মার্চ ২০১০ ২২:৪৭441019
  • বাহ, দারুন! পাঁচ বছরেই এত সুন্দর বাজাচ্ছে, আবার শেষে থ্যাংকু :)))
  • nyara | 203.83.248.37 | ১৬ মার্চ ২০১০ ২৩:৩০441021
  • শমীক, মেয়ে পিয়ানো শেখে না কীবোর্ড শেখে?
  • . | 115.117.220.2 | ১৬ মার্চ ২০১০ ২৩:৩৩441022
  • বা:!
  • Blank | 59.93.214.175 | ১৬ মার্চ ২০১০ ২৩:৫৪441023
  • কি ভালো বাজায়
    ইদিকে আমি এখনো বাজাতে পারি না কিস্যু :(
  • intellidiot | 117.194.65.188 | ১৭ মার্চ ২০১০ ০০:৩৬441024
  • সাঁঝ দুরন্ত :-)
  • rimi | 24.42.203.194 | ১৭ মার্চ ২০১০ ০৬:৪৭441025
  • দারুণ!!! জাস্ট অসা ! :-))
  • Samik | 122.162.75.125 | ১৭ মার্চ ২০১০ ০৯:১৫441026
  • ন্যাড়াদা, ভাটে লিখেছি, সম্ভবত কীবোর্ড। আমি নিজেও জানি না। শিক্ষাগুরুও ঠিক এ বিষয়ে ফান্ডা দেবার মত ফান্ডাবাজ নন, সম্ভবত; তবে আমি এই শনিবারের ক্লাসে গিয়ে জিজ্ঞেস করব।

    ও ক্যাসিওতে পিয়ানো টিউনটা সেট করেই বাজায়। এখন সেটা পিয়ানো না কীবোর্ড, মানে এদের পার্থক্য কী, আমি জানি না। মাথাতেই আসে নি।
  • Shuchismita | 71.201.25.54 | ১৭ মার্চ ২০১০ ০৯:২৭440099
  • সাঁঝের বাজনা দুর্দান্ত লাগল।
  • Arpan | 216.52.215.232 | ১৭ মার্চ ২০১০ ০৯:৪০440100
  • আজ সকালে আমি আর মেয়ে মিলে শুনলাম। জাস্ট অসা!
  • Lama | 117.194.224.99 | ১৭ মার্চ ২০১০ ২৩:৫৯440101
  • অসা!!! অসা!!!
  • kaatakutu | 69.137.86.240 | ১৮ মার্চ ২০১০ ০৭:২৯440102
  • '1-800 লার্ন পিয়ানো' তে জোগাজোগ করলে কি দিদিমনি আমাদের শেখাবেন?
  • Lama | 117.194.228.32 | ০৪ এপ্রিল ২০১০ ২০:০৪440103
  • শিশু কেনাকাটা

  • Arpan | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১০ ২২:৫৭440104
  • এটি গুঞ্জাবিবির গল্প। তিনি তাঁর বন্ধু পাম্পামের বাড়ি বেড়াতে এসেছিলেন। সেখানে এসে দেখলেন বাড়িভর্তি একগাদা লোকজন। এমনিতে সবাই বেশ ভালো কিন্তু বারবার নাম জিগ্যেস করে বোর করে। ভারি মুশকিল। কাঁহাতক আর একজিনিস রিপিট করতে ভাল্লাগে। অতএব একসময় তাঁকে বাধ্য হয়ে বলতেই হল "আমার নামটা বলা আছে'!
  • rimi | 24.42.203.194 | ০৪ এপ্রিল ২০১০ ২৩:৪১440105
  • :-))))
  • sana | 58.108.236.152 | ০৫ এপ্রিল ২০১০ ০৮:২৬440106
  • বাহ! বাহ! এ মেয়ে অনেক দুর যাবে Thank you,সোনা,আমাদের এতো সুন্দর বাজ্‌না শোনানোর জন্য।
  • sana | 58.108.236.152 | ০৫ এপ্রিল ২০১০ ০৮:২৭440107
  • *দূর
  • Samik | 122.162.75.221 | ০৫ এপ্রিল ২০১০ ০৯:৩৯440108
  • কাল ইউটিউবে তুষ্টুর হাত ধরে তুষ্টুর সবকটা ভিডিও দেখে ফেললাম। ব্যাপক মিত্তি। স্পেশালি চুল আঁচড়ানোটা।
  • Nina | 66.240.33.39 | ০৫ এপ্রিল ২০১০ ১৯:৩১440110
  • তুষ্টুর কেনাকাটা হেব্বি ভাল লাগল। :-))

  • Arijit | 61.95.144.122 | ১২ এপ্রিল ২০১০ ১১:২৯440111
  • গল্পের ক্লাসিফিকেশন হয়েছে - যেমন বাবা বলে "বুয়ির গল্প', মা বলে "মিনির গল্প', ঠামা বলে "ইভানের গল্প' ইত্যাদি। একজন অন্য গল্প বলতে পারবে না। তো গত পনেরোকুড়িদিন ধরে রাতে "বুয়ির গল্প' বলেই চলেছি, বলেই চলেছি। মানে উকুনে বুড়ির গল্প। মুশকিলটা হল প্রতিবার পুরো ছড়াটা বলতে হবে। হবেই। মানে প্রম্পট করে করে। প্রথমটা বাবা, তাপ্পর মেয়ে।

    "উকুনে বুড়ি - পুয়ে মোলো
    বক সাতদিন - উকো রইলো
    নদীর জল - নিয়ে গেলো (ফেনিয়ে টা কি করে নিয়ে হল জানি না)
    হাতির লেজ - ঠসে পড়লো
    গাছের পাতা - ঝয়ে পড়লো
    ঘুঘুর চোখ - টানা হল
    রাখালের হাতে - লাঠি আটকালো
    দাসীর হাতে - টুয়ো আটকালো
    রাণীর হাতে - ঠালা আটকালো
    রাজা - পিঁয়িতে আটকালেন'
  • sana | 110.32.38.1 | ১২ এপ্রিল ২০১০ ১৯:১৬440112
  • How sweet !! চক্কে দিতে ইচ্ছে করছে !
  • Arpan | 122.252.231.12 | ১৬ এপ্রিল ২০১০ ২২:২২440113
  • খুকু তার বাপকে পড়াতে বসেছে। কথোপকথন নিম্নরূপ:

    খুকু: হোয়াট ইজ দিস? (বইতে টিয়াপাখির ছবি)

    বাবা: ওরেবাবা ওটা কী রে! ওটা কি প্যারট?

    খুকু: ওটা ক্যারট। মনে থাকবে?

    বাবা: থাকবে।

    বাকি সবকিছু গতানুগতিক। ফ্রুটস আর ভেজিটেবল সেকশনে এসে আবার ছন্দ মেলে। পাতা উল্টে এইবার একটা লম্বামত ভেজিটেবলের দেখা মেলে। অত:পর ...

    খুকু: দিস ওয়ান?

    বাবা: এটা ক্যারট? না না ক্যারট তো গাছে থাকে (ভুল বললাম কিছু?)। এইটা কী রে তালে?

    খুকু: প্যারট। বাবা খালি সব ভুলে যায়। কেন ভুলে যাচ্ছ? না না, যাচ্ছে?

    বাবা: কেন বলতো? এইটাও না ভুলে গেছি।

    খুকু: বাবা সব ভুলে যায়। বাবা তো স্কুলে যায় না, তাই!

    (এতক্ষণে বুঝি, 'তাই'-এর ব্যবহার নতুন শিখেছে। শোনানো না অব্দি শান্তি হচ্ছিল না!)
  • aka | 168.26.215.13 | ১৬ এপ্রিল ২০১০ ২২:৫৭440114
  • :))

    ছেলেকে সেদিন কবিতা পড়ে শোনাচ্ছিলাম।

    এক ছিল মোটা কেঁদো বাঘ...

    মনের ইচ্ছে ছিল যদি একটা দুটো কবিতা শেখে খানিকটা মুখস্ত বিদ্যা বাড়বে। তো ঠিক করলাম আমি খানিকটা বলব সে খানিক বলবে।

    আমি: এক ছিল মোটা
    পুত্র: ক্রোকোডিলন

    আমি (অবাক, কিঞ্চিত রেগে): সেটা আবার কি?

    পুত্র: একটা জন্তু যার দুটো মাথা।

    আমি: কি?

    পুত্র: হ্যাঁ, একদিকে ক্রোকোডাইল, অন্যদিকে লায়ন।

    আমি (খানিকটা ইন্টারেস্টেড): সে কি? তারপর।

    পুত্র: ক্রোকোডিলন একদিন বেড়াতে বেরল। লায়ন আর ক্রোকোডাইল খুব গল্প করছে।

    আমি: তারপর।

    পুত্র: তারপর ওদের মধ্যে খুব ঝগড়া ঝগড়ি হল।

    আমি: তারপর।

    পুত্র: তারপর লায়ন ক্রোকোডাইলটাকে খেয়ে ফেলল আর ক্রোকোডাইল লায়ন টাকে। (তারপর খ্যাকখ্যাক করে খানিক হাসল)।

    কবিতা মুখস্ত করানোর আশা ছেড়ে লাইট নিবিয়ে দিলাম।
  • Lama | 203.99.212.54 | ১৬ এপ্রিল ২০১০ ২৩:১৯440115
  • তুষ্টুর জন্য একটা দোলনা কিনেছিলাম। পাড়ার গ্রিলের দোকানের মালিক বিশ্বনাথবাবুকে মাসখানেক ধরে বলছি দোলনার জন্য ছাদ থেকে একটা হুক লাগিয়ে দিয়ে যেতে, কিছুতেই আর আসছেন না। কাল ছুটির দিন পেয়ে নিজেই একটা হুক লাগিয়ে দিলাম। আজ স্কুল যাবার পথে নিজেই বিশ্বনাথবাবুর দোকানে গিয়ে বলে এসেছে, "তোমাকে আর আসতে হবে না, হুঁ:'
  • pi | 128.231.22.89 | ১৬ এপ্রিল ২০১০ ২৩:৩৫440116
  • :)
    :)
    :)
  • Samik | 122.162.75.231 | ২৬ এপ্রিল ২০১০ ০১:৩২440117
  • মা খুব মেয়ের পেছনে লাগছিল। মেয়ে শেষমেশ রেগে কাঁই হয়ে বলল,

    তোমার মাথায় এই জলটা ঢেলে দেব, মাথার সিঁদুর ধুয়ে যাবে। :-)
  • aka | 168.26.215.13 | ১০ মে ২০১০ ২২:৫১440118
  • মাদারস ডেতে ছেলেকে একটু সাহেবি আদব কায়দা শেখানোর জন্য বললাম চলো মামিকে সারপ্রাইজ দিই। জিগ্যেস করলাম কি দিতে চাস।

    ছেলে: মামি অনেকদিন গাম খায় নি, গাম কিনি? (নিজের সবথেকে পছন্দ গাম, আমরা কিছুতেই দিই না)।

    অনেক করে বোঝানো গেল মাদারস ডেতে আরও ভালো কিছু দেওয়া উচিত, হাউ অ্যাবাউট আমরা কোথাও খেতে যাই? সেটা পছন্দ হল। যাইহোক তার আগে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দোকান থেকে জল বেলুন কিনেছে।

    গাড়িতে উঠে তখন আর খাবার দোকানে যাবার ইচ্ছে নেই। তখন জীবনের একমাত্র উদ্দেশ্য বেলুনে জল ভরা। বলল,

    "আজ বরং আমরা বাইরে খাই না। চ, এখন বাড়ি ফিরে যাই।'

    আমি বললাম, মামিকে কি দিবি? বলল,

    'মামিকে আমি বেলুন দেব, সেটা একটা ভালো সারপ্রাইজ'। যাইহোক অনেক বলে ঠিক করা গেল যে না আমরা খেতেই যাই, ফিরে এসে বেলুনে জল ভরো। কিন্তু তাও বেলুন দেওয়ার ইচ্ছেটা যায় নি। ফুঁ দিয়ে অনেক চেষ্টা করল না পেরে শেষে বলল : "যা: হল না, সরি, ইউ হ্যাভ টু ওয়েট"।
  • Abhyu | 128.192.7.51 | ১০ মে ২০১০ ২৩:৩৬440119
  • ছোটো আকা যে এই সবাইকে তুই করে বলে এটা আমার হেবি কিউট লাগে।

    আমার একটা ভাইপো হয়েছে। ৬ দিন বয়স।
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১০:২৮440121
  • ঋকের মা: ঋক, যা তো, অমুকটা নিয়ে আয় একটু

    ঋক খেলা নিয়ে ব্যস্ত, শুনতেও পায়নি।

    ঋতি: এই দাদাভাই, যা ওটা নিয়ে আয়। তুই বড্ড ঘ্যাঁতা হয়ে যাচ্ছিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন