এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২১৫৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 125.18.17.16 | ২০ মে ২০১০ ১৪:২০448539
  • স্টাফ পরবোনা বস। আমি কানে শুনে বুঝি।

    উপস্থিত দুটো সোজা উদহরণ দিই।

    ইংরিজি: বব ডিলানের হাউ মেনি রোডস। সি মেজর স্কেলের গান। জি মেজর ডমিন্যান্ট কর্ড। একটা F# ব্যবহার করে কোরাস/হারমোনিকা লিডে স্কেলটাকে জি মেজর করা হয়েছে। এবং ব্যাক।

    ২। বাংলা: ভালো লাগে পিকাসো বুনুয়েল দান্তে। এখানে ঠিক উল্টো হয়েছে। জি মেজর স্কেলের গান। একটা Em ব্যবহার করে সি স্কেলে আনা হয়েছে। এবং ব্যাক টু জি স্কেল।

    পু: একবার শুনে দেখলে হত। আনজাদে মাল্লাম। ভুল হতে পারে।
  • Arijit | 61.95.144.122 | ২০ মে ২০১০ ১৪:৪৮448540
  • এটার নিশ্চয় স্টাফ নোটেশন হয় - নইলে লোকে বাজাবে কি করে। এবং সেখানে ডেফিনিটলি ওই পার্টিকুলার বারের শুরুতে নতুন কী-সিগনেচার দেওয়া হবে (শুধু ওই অংশটুকুর জন্যে), বা অ্যাক্সিডেন্টাল ব্যবহার করা হবে। ওই প্রথম দেওয়া লিংকটার মত।

    যাই হোক - কর্ড এবং মডিউলেশন সংক্রান্ত ধারণাটা লাভ হল।
  • Arijit | 61.95.144.122 | ২০ মে ২০১০ ১৫:২৪448541
  • আচ্ছা আবার বোর করছি।

    http://pianotte.szm.com/B.htm - এখানে ব্লোয়িং ইন দ্য উইন্ডের নোটেশন আছে - কিন্তু সেখানে থ্রু-আউট ই-ফ্ল্যাট মেজর দেখাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্টালও নেই।

    আর http://guitarz.org/FreeOnlineTextLessons/BasicLessons/ChordProgressions.html-এর মাঝামাঝি জায়গায় ওই একই গানের কর্ড দেওয়া আছে -

    Blowin' In the Wind:

    Time signature: 2/4

    Intro: | D | D |

    Verse:

    | D | G | A | D |
    | D | G | D | D |
    | D | G | A | D |
    | D | G | A | A |
    | D | G | A | D |
    | D | G | D | D |

    Chorus:

    | G | A | D | G |
    | G | A | D |

    Instrumental:

    | G | A | D | G |
    | G | A | D |

    (Verse)
    (Chorus)
    (Instrumental)


    ইশান সম্ভবত: কোরাস অংশটার কথা বলছে। আমি স্কেল বলতে বলছি ওই ই-ফ্ল্যাট-মেজর সিগনেচারটার কথা।

    এবারে থামলাম।
  • Arijit | 61.95.144.122 | ২০ মে ২০১০ ১৫:২৬448542
  • এই কর্ডটা মনে হচ্ছে ভুল। F# তো নেই।
  • nyara | 203.110.238.17 | ২০ মে ২০১০ ১৫:৩৪448543
  • ঈশান কি কর্ড থেকে স্কেল বের করতে চাইছ? সেটা সর্বত্র খাটবে না। কোন গানের ফ্রেজে স্কেল ডিটারমিনিস্টিক, কর্ড নয়।

    আমার যদি একটা ফ্রেজ থাকে

    A Bb A Bb D

    আমি সেখানে Bb কর্ড বাজাতে পারি, আবার Dm কর্ড বাজাতে পারি। সুতরাং কর্ড শুনে টোনিক বা স্কেল বের করা যাবে না। এটা আরও বড় ফ্রেজের ক্ষেত্রেও খাটবে।
  • Ishan | 125.18.17.16 | ২০ মে ২০১০ ১৫:৪২448544
  • অরিজিত, এই নোটেশনটা ডি মেজরে আছে। সি মেজরে নেই। তাতে এমনিতে কোনো ক্ষতি নেই, কিন্তু ডিলানের অজ্জিনাল কর্ডগুলো/প্রগ্রেশন এটা নয়। ডিলনের হারমিকার পার্টটাও এতে নেই।

    ন্যাড়াদা, আমি কর্ড দিয়ে স্কেল ডিটারমাইন করার কথা বলিনি। কর্ড বদলালে স্কেল নাও বদলাতে পারে। আবার স্কেল বদলালেও কর্ড নাও বদলাতে পারে। শেষ বিচারে সেটা শুনে বোঝা ছাড়া আর কোনো উপায় নেই। কর্ড একটা ক্লু মাত্র।
  • Ishan | 125.18.17.16 | ২০ মে ২০১০ ১৫:৫২448545
  • ডিলানের অজ্জিনালটা, যদি না ভুল করি, G F G C, এই প্যাটার্নের।

  • indrani | 124.171.31.92 | ২০ মে ২০১০ ১৭:০৮448546
  • থ্যাঙ্কু, পাই।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:২২448547
  • দাদুর যে গানগুলোর সুর পাশ্চাত্য সঙ্গীত থেকে অ্যাডপ্টেড সেগুলোর একটা কমপ্রিহেন্সিভ লিস্ট পাওয়া যাবে? দাদুর গান এবং অজ্জিনাল কম্পোজিশন। যেমন "ফুলে ফুলে...' হল "Ye Banks and Braes' - ইত্যাদি। আমার অজ্জিনালগুলোর স্টাফ দরকার - নামগুলো পেলে খুঁজে দেখতে পারি।
  • Blank | 170.153.65.102 | ২১ মে ২০১০ ১২:২৬448549
  • আমাদের ইস্কুলে দেখি দাদুর গানের এত্ত স্টাফ নোটেশান আছে। সেগুলো কখনো আনার ট্রাই করবো
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:২৮448550
  • প্লিজ প্লিজ - জলদি আনো। আমার কাছেও Adam Carse বলে একজনের বই আছে কয়েকটা গানের স্টাফ নোটেশনের।

    তবে আমি এক্ষুণি দাদুর যে গানগুলো পশ্চিমী গান/সুর থেকে অ্যাডপ্টেড সেগুলোর অজ্জিনালগুলো খুঁজছি।
  • Samik | 122.162.75.62 | ২১ মে ২০১০ ১২:৩০448551
  • স্বাগতালক্ষ্মীর যে-কটা গান আছে সাগরপারের হাওয়ায় অ্যালবামে, সেগুলোই কেবলমাত্র বিদেশী সুর থেকে সরাসরি নেওয়া। গীতবিতানের সূচীপত্রে দেখেছি গানগুলোর পাশে একটা করে ক্রুশ মার্ক দেওয়া আছে। আর কোনও গানে নেই।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:৩২448552
  • এই লিস্টটা দাও। অজ্জিনাল নামগুলো কোথায় পাবো?
  • Blank | 170.153.65.102 | ২১ মে ২০১০ ১২:৩৩448553
  • বেথে এই গান গুলো তুলে দিতে পারবে কোথাও।
    Vicar of bray যখন সিখছিলুম তখন স্যার বলেছিলো RNT স্যারের কোন একটা গান নাকি ওটার সুরে।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:৩৭448554
  • http://www.8notes.com/scores/6780.asp - এইটে? চেনা লাগলো, কিন্তু বুঝতে পারছি না। কেউ চিনতে পারো কিনা দ্যাখো তো।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:৪৩448557
  • ওকে - এগুলো শুধু কালমৃগয়ার।

    "কতবার ভেবেছিনু'-টা আমি জানতাম, এখন অজ্জিনালটা মনে পড়ছে না। বইয়ে আছে - দেখতে হবে।
  • . | 125.18.104.1 | ২১ মে ২০১০ ১২:৪৩448556
  • স্টাফ নোটেশনে বাজাবে কেন? আকারমাত্রিক স্বরলিপি পড়া অনেক সোজা। আমার কাছে কিছু স্টাফ নোটেশন আছে। কিন্তু আমার ঠিক পছন্দ হয় নি।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:৪৫448560
  • আমার স্টাফে বাজাতে সুবিধা হয় (মানে ওই মিনিম/ক্রচেট ইত্যাদির ব্রেক-আপটা থাকলে)। আর তাছাড়া আমি তো অজ্জিনালগুলো খুঁজছি। অ্যাডপ্টেশনে ডেল্টা তফাত আছে। যেমন ফুলে ফুলে আর Ye Banks and Braes-এ সামান্য তফাত আছে - ক্রচেটের মাত্রায়।
  • . | 125.18.104.1 | ২১ মে ২০১০ ১২:৪৫448558
  • হ্যাঁ, ভিকার অফ ব্রে। সুরটা ভুলে গেছি। মেয়ে বাজাতো। খুব সম্ভবত: কতবার ভেবেছিনু।
  • Blank | 170.153.65.102 | ২১ মে ২০১০ ১২:৪৬448561
  • এই তো vicar of bray টা আছে
  • Blank | 170.153.65.102 | ২১ মে ২০১০ ১২:৪৭448564
  • ফুটকিদার মেয়ে আমার চেয়ে কত্ত সিনিয়ার :( :( :(
  • Kartuj | 125.20.3.146 | ২১ মে ২০১০ ১২:৪৭448563
  • সাগরপারের হাওয়ায়-তে দুটো গান নেই।

    ১। Drink to me only - কতবার ভেবেছিনু
    ২। Nancy lee - কালী কালী বলো রে আজ
    ৩। Auld lang syne - পুরানো সেই দিনের কথা
    ৪। Ye banks and braes - ফুলে ফুলে ঢলে ঢলে
    ৫। Robin adair - সকলি ফুরালো
    ৬। Go where glory waits thee - ওহে দয়াময়, আহা আজি এ বসন্তে, মরি ও কাহার বাছা
    ৭। The vicar of bray - ও দেখবি রে ভাই আয় রে ছুটে
    ৮। The british grenadiers - তুই আয় রে কাছে আয়

    এই হল লিস্ট।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:৪৭448562
  • না,ভিকার অব ব্রে হল "ও দেখবি রে ভাই' - কালমৃগয়া থেকে। কতবার ভেবেছিনু-টা কিছুতেই মনে আসছে না। কিন্তু আমি বাজিয়েছি। বাড়ি গিয়ে দেখবো।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১২:৪৯448565
  • কার্তুজ - থ্যাঙ্কু। শুধু আটটাই আছে কি? পুরো লিস্ট?

    ড্রিংক টু মি অনলি - এইত্তো। হানিম্যানের বইয়েই আছে।
  • Kartuj | 125.20.3.146 | ২১ মে ২০১০ ১২:৫২448566
  • পুরো। সিওর। কিচ্ছুটি বাদ নাই। :-)
  • . | 125.18.104.1 | ২১ মে ২০১০ ১৩:০১448567
  • গান হয় তো এই কটাই। কিন্তু গানের সুর বাদ দিলেও স্ট্রাকচারের দিক থেকে বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়ায় খুব স্পষ্ট অপেরাটিক প্রভাব আছে। পুরানো অপেরায় দু ধরনের গান থাকত- Recitative আর AriaRecitative খানিকটা সংলাপের মত, সাধারন কথাবার্তার ছন্দে গাওয়া হয়। আর Aria হল পুরোদস্তুর স্বয়ংসম্পূর্ণ একক কন্ঠের গান। "বলব কি আর বলব খুড়ো" বা "পথ ভুলেছিস সত্যি বটে"- এই জায়গাগুলো Recitative এর মত। আবার "রাঙাপদপদ্মযুগে" বা "ব্যাকুল হয়ে"- পুরোদস্তুর Aria। এইজাতীয় সঙ্গীত রচনা এর আগে ভারতীয় সঙ্গীতে হয় নি।
  • pi | 72.83.210.50 | ২১ মে ২০১০ ১৩:০৯448568
  • এরকম করেননি বলতে ? রবীন্দ্রনাথের আগে দ্বিজেন্দ্রলাল বোধহয় পাশ্চাত্য সুর নিয়ে গান বেঁধেছিলেন। ওনার নাটকের গানগুলোতে অপেরা স্টাইল নেই ?
  • Blank | 170.153.65.102 | ২১ মে ২০১০ ১৩:১৪448569
  • নাটক গুলো অপেরা স্ট্রাকচারে নয়।
  • Arijit | 61.95.144.122 | ২১ মে ২০১০ ১৩:১৮448571
  • দাদু ছাড়া বাকিদেরও পাশ্চাত্য সুরের অ্যাডপশন থাকলে সেই লিস্টটা দাও। অজ্জিনালটার নাম আর বাংলা অ্যাডপশনটা। একটা কালেকশন বানাবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন