এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২১৫৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kartuj | 125.20.3.146 | ১৮ মে ২০১০ ১৭:২১448439
  • নিরাকার-দা, খরজ চেঞ্জের এর ব্যাপারে যেটা জিগেস কল্লাম, ওট...?
  • Kartuj | 125.20.3.146 | ১৮ মে ২০১০ ১৭:২২448440
  • *ওটা
  • . | 125.18.104.1 | ১৮ মে ২০১০ ১৭:৪০448441
  • ওটা তো আমার মনে হল শেষ বার একটু সুরটা বদলেছেন। অন্য কিছু তো মনে হল না। ন্যাড়াস্যার আরও ভালো বলতে পারবেন।
  • Abhyu | 173.200.128.42 | ১৮ মে ২০১০ ১৮:৫৭448442
  • দাঁড়াও দাঁড়াও। মানেটা কী? মাধুরী দেখে তো? তাহলে হেরে মাধুরীতে প্রবলেম কী? হেরিয়া শ্যামলঘন নীল গগনে, কী মুখ হেরিলাম, এ কি সুন্দর শোভা কী মুখ হেরি এ।

    ওদিকে মন (মোন না) মোর মেঘের সঙ্গী, কিন্তু মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মোনো দোলে অকারণ হরষে। সম্ভবত: যেটা কানে ভালো লাগে সেটাই চলে।
  • nyara | 122.166.163.61 | ১৮ মে ২০১০ ২০:৩০448443
  • 'সকলই ফুরাল স্বপনপ্রায়'-এর স্বরলিপির কোন লিংক পাওয়া যাবে?
  • nyara | 122.166.163.61 | ১৮ মে ২০১০ ২০:৩৬448444
  • 'নিবিড় অমা-তিমির'-এর পুরো গানের সুর মনে নেই, তবে মনে হয়না ওখানে খরজ পরিবর্তন আছে। আর ওটুকু স্বরলিপি দেখে খরজ পরিবর্তন কিনা বোঝা দুষ্কর। কোন ট্রান্সপোজড সেকশনের পরপর দু লাইন লিখলেও খরজ পরিবর্তন মনে হতে পারে। মনে হচ্ছে 'সকলই ফুরাল স্বপনপ্রায়'-তে খরজ পরিবর্তন আছে, কিন্তু স্বরলিপি হাতের কাছে নেই যে দেখে বলব।
  • Kartuj | 59.93.216.168 | ১৮ মে ২০১০ ২০:৫৩448445
  • আমার কাছে আছে 'সকলি ফুরালো' র স্বরলিপি। মেল আইডি মিললেই পাঠানো যাবে।
  • arpita | 88.107.163.212 | ১৮ মে ২০১০ ২১:০৮448447
  • সকলই ফুরাল

  • Kartuj | 59.93.216.168 | ১৮ মে ২০১০ ২১:২৫448449
  • আচ্ছা 'যারা বিহানবেলায় গান এনেছিল'-র স্বরলিপি তো এই ওপরের লিংকটায় নেই...ওটা স্বরবিতান ৬৪ তে তো আছে। কোথায় পাবো? গানটা তো পেলাম সেদিন।
  • Ishan | 122.162.42.102 | ১৮ মে ২০১০ ২২:২৬448451
  • "সকলই ফুরাল' তে খরজ পরিবর্তন নেই।

    "নিবিড় অমা তিমির হতে' তেও নেই।

    ইন ফ্যাক্ট কোনো রবীন্দ্রসঙ্গীত মনে করতে পারছি না যাতে আছে।
  • nyara | 203.83.248.37 | ১৮ মে ২০১০ ২২:৪৮448452
  • না নেই, খরজ পরিবর্তন নেই।

    ইমিডিয়েটলি যে গানে খরজ পরিবর্তন আছে বলে মনে পড়ছে -

    শোন কোন একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম ...
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১০ ২২:৫৩448453
  • এদিক ওদিক অনেক পাকামোই তো করি, এখানেও এট্টু করি। সবই তো নিজেদের মধ্যে ব্যপার, না হলে প্যাঁক দিবেন না প্লিজ।

    আজি শুভদিনে ... চলো যাই/ চলো চলো চলো যাই

    এইটা কি?
  • Ishan | 122.162.42.102 | ১৮ মে ২০১০ ২২:৫৪448454
  • মৌসুমী ভৌমিকের একটা গানে বাংলা স্কেল চেঞ্জ আছে শেষ তিন লাইনে। "এখানে তুমি সংখ্যালঘু'। তবে সেটা টেকনিকালি খরজ পরিবর্তন কিনা শিওর না। ন্যাড়াদা বলতে পারবেন।
  • Ishan | 122.162.42.102 | ১৮ মে ২০১০ ২২:৫৬448456
  • আজি শুভদিনে পিতার ভবনে... না কি ঐ গানটা তো?

    ওতে নাই। যদিও শেষ পর্যন্ত সুরটা মনে পড়ছেনা। তাই এট্টু মার্জিন অফ এরর রাখিবেন। :)
  • . | 115.117.200.235 | ১৮ মে ২০১০ ২২:৫৬448455
  • সুমন বলেছিলেন রবীন্দ্রনাথ খুব সীমিতভাবে ব্যবহার করেছেন। তাই ভাবছি।
  • nyara | 122.166.163.61 | ১৮ মে ২০১০ ২৩:০২448457
  • 'এখানে তুমি সংখ্যলঘু' ডেফিনিটলি টোনিক চেঞ্জ। ওরকম টোনিক চেঞ্জ হিন্দি ছবির গানে অনেক ব্যবহার হয়। যদ্দুর মনে পড়ছে 'হাওয়া কে সাথ সাথ' গানেও আছে। অনেক হিন্দি গানে আছে।

    অন্যধরণের টোনিক চেঞ্জে চেঞ্জটা অবভিয়াস নয় - যেটা 'শোনো কোন একদিন' গানে বা 'রানার'এ ব্যবহার করা হয়েছে। এই দুধরণের টোনিক চেঞ্জের আলাদা না আছে, এখন মনে পড়ছে না। অন্যটাও সলিল চৌধুরী ব্যবহার করেছেন (অফ 'সংখ্যালঘু' কাইন্ড) নিজের গাওয়া 'পৃথিবীর গাড়িটা থামাও' গানে।

    রবীন্দ্রনাথের কোন গানে যেন খরজ পরিবর্তন আছে - আবছা মনে হচ্ছিল 'সকলই ফুরাল'-তেই। ভুল মনে হচ্ছিল।
  • . | 115.117.200.235 | ১৮ মে ২০১০ ২৩:১১448458
  • টোনিক চেঞ্জটা মনে হয় খুব চালু টার্ম নয়। কাকুকে জিগিয়ে বুঝলাম টোনিকাইজেশন হল আসল টার্ম।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ২৩:১২448460
  • ছিটিসি কহানি সি তেও আছে না ?

    এই দু'ধরণের টোনিক চেঞের মধ্যে তফাত কি ?
  • Samik | 121.242.177.19 | ১৯ মে ২০১০ ১০:০০448461
  • লজ্জা টজ্জা কাটিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেই ফেলি।

    "খরজ পরিবর্তন' জিনিসটা এখনও বুঝে উঠতে পারলাম না। কেউ একটু সহজে বুঝিয়ে দেবেন?
  • . | 125.18.104.1 | ১৯ মে ২০১০ ১৩:১৫448462
  • ধরো তুমি কোনো গানে C major স্কেল ব্যবহার করছ। (এটা ভারতীয় নোটেশনে বোঝানো কঠিন কারণ ভারতীয় সঙ্গীতে বাঁধাধরা স্কেলের কনসেপ্ট নেই)। অর্থাৎ, C-টা সা বা টোনিক। C major স্কেল হল: C-D-E-F-G-A-B-C। এবার তুমি সা-টা অর্থাৎ টোনিকটা C major থেকে চেঞ্জ করে G major করলে। প্রথম স্টেপ হল চার ধাপ করে এগিয়ে দেওয়া। অর্থাৎ- G-A-B-C-D-E-F-G। এটা হল ট্রান্সপোজিশন। কিন্তু তাতে করে স্কেলটা G major হবে না। G major করার জন্য তোমাকে F-টাকে F শার্প করতে হবে, অর্থাৎ G-A-B-C-D-E-F sharp-G। এটা হল টোনিক চেঞ্জ। হার্মোনিয়াম বাজানোর সময় তুমি সা-টাকে বিভিন্ন চাবিতে নিলে যেভাবে তোমার বাকি নোটের চাবিগুলো পালটে যায়- সেই একই ফান্ডা।
  • nyara | 203.110.238.16 | ১৯ মে ২০১০ ১৩:৩৫448463
  • ফুটকিবাবুর ব্যাখ্যা দশে দশ।
  • Samik | 121.242.177.19 | ১৯ মে ২০১০ ১৪:৩৫448464
  • খানিকটা বুঝলাম। সুরশিক্ষা নেই, তাই পুরোটা ভিজুয়ালাইজ করতে পারলাম না। যাক, আপাতত এতেই হবে।
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৫:০৪448465
  • এই ফান্ডায় ঘাপলা আছে। কেন বলি।

    ধরেন ইমন রাগের গান। আপনি সি স্কেলে গাইছেন। ইমনে সব সুর শুদ্ধ, শুধু মা টা কড়ি মা, মানে চড়ার মা। ফলে স্বর লাগছে C D E Fsharp G A B। পারফেক্ট জি স্কেল। কর্ডও যদি বাজান, দেখবেন, খুব সিমপ্লিস্টিক অ্যাপ্রোচ নিয়েই বলি, আপনাকে টানা সি মেজর, ডি মেজর, জি মেজর বাজিয়ে যেতে হবে। পুরো জি মেজর স্কেল।

    কিন্তু মজা হচ্ছে, পুরো জি স্কেল বাজালেও ভারতীয় স্কেল তাতে বদলাচ্ছেনা। ফলে ভারঈয় সঙ্গীতে স্কেল বদলানো কিনা বোঝার একমাত্র উপায় হচ্ছে, "সা' টা বদলালো কিনা দেখা। বদলে তাতে পাশ্চাত্য যে কোনো স্কেল বাজতে পারে, অসুবিধে নেই।

    এটা একটা এক্সট্রিম ব্যাখ্যা। খুব স্বাভাবিকভাবেই, "বিশুদ্ধ' ভারতীয় আর "বিশুদ্ধ' পশ্চিমের মাঝামাঝি কিছু জিনিসপত্তর আছে এবং থাকবে। কিন্তু পয়েন্টটা হল, ওয়েস্টার্ন মাপকাঠিতে বিশুদ্ধ ভারতীয় খরজ পরিবর্তন মাপা যায়না। যদি অবশ্য স্কেল চেঞ্জকে আদৌ ভারতীয় ফেনোমেনন বলে গণ্য করা হয়।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৫:১৭448466
  • C D E F# G জি মেজর স্কেল হবে না কারণ কী-নোট G নয়।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৫:২০448467
  • কাজেই কেউ C D E F# G A B C বাজালে সেটা সি-মেজরই থাকবে, নোটগুলো জি-মেজরের মত হলেও। স্কেলটা জি-মেজর তখনি হবে যখন কী-নোট বা টোনিক বা "সা' বদলে G হবে।
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৫:৩৫448468
  • আরে কর্ডে যখন Cmajor -- Gmajor বাজছে, তখন দুম করে একটা DMajor ফেলা মানে, ইন জেনেরাল পশ্চিমী বাজনায়, বাই ডিফল্ট সা টা চেঞ্জ হয়ে যায়। ভারতীয় সঙ্গীতে সেটা হয়না। এইটাই বক্তব্য।

    পু: এটা খুব সিম্পলিস্টিক উদাহরণ। আগেরটার মতই।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৫:৩৯448469
  • কর্ডের ফান্ডা আমার নেই, তবে এসব ক্ষেত্রে সিমপ্লিস্টিক হয়ে লাভ নেই, কনসেপ্ট ঘেঁটে যাবে। কী-নোটের ওপর স্কেল নির্ভর করে - তা সে যতই সিমিলার নোট বাজুক না কেন - এটা পাশ্চাত্য সঙ্গীতের বেসিক নিয়ম।
  • . | 125.18.104.1 | ১৯ মে ২০১০ ১৫:৪৯448472
  • ভারতীয় সঙ্গীত আর পাশ্চাত্য সঙ্গীতের এইভাবে আলোচনা করে লাভ নেই। আমি যেটা বলেছিলাম সেটা পাশ্চাত্য সঙ্গীতের নিরিখে। ভারতীয় সঙ্গীতে ষড়জ পরিবর্তন নিয়ে উৎসাহীরা এই ছোটো লেখাটা পড়ে নিতে পারেন:

    http://chandrakantha.com/articles/scales.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন