এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২১৮৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 198.96.180.245 | ১৩ মে ২০১০ ১৮:২৬448306
  • :-D
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ২১:৩৭448307
  • এই রে। মহম্মদ রফির থেকে মুন্না আজিজ অনেক ভালো গায়ক' এরকম উদাহরণের ভিত্তিতে 'যুক্তিগ্রাহ্য আলোচনার কাঠামো' তৈরি করা হচ্ছিলো, জানা ছিলো না :)
    এরকম উদাহরণ বোধহয় কেউদ্যায় ও নি, তর্কের খাতিরে (তর্ক করার জন্য) আনা হয়েছে।:)
    যাহোক, প্রশ্ন অন্য ও একাধিক।

    এক। সম্মিলিতের রসাস্বাদনের অভিজ্ঞতার নিরিখে কখনো কোনো মাপকাঠি তৈরি হয়েছে। এখানে ধরে নেওয়া হচ্ছে, এ জিনিশ রসোতীর্ণ, সেটা সম্মিলিত র স্বত:স্ফূর্ত প্রতিক্রিয়া। কিন্তু সবসময় তাই কি ? সবাই শুনছে, এটা সম্মিলিত ভাবে বলা হয়ে আসছে, তাই তারাও গলা মেলাচ্ছে, আর ঐ সম্মিলিত র খাতায় নাম লেখাচ্ছে। এটাও তো হতে পারে। পীয়ার প্রেশারে কন্ডিশনিং কি হয় না ?

    দুই। সম্মিলিতের সমর্থন পাওয়া মানেই সেটা রসোত্তীর্ণ হল? র‌্যাদার প্রশ্ন হল, যদি সম্মিলিতের সমর্থন না পেলেই সেটা খা
    এই যুক্তিটা একটু বিপজ্জনক নয় কি ? এই যুক্তি পরম্পরা বেয়ে তো তালে এখানে হয় , সম্মিলিত ভাবে অনেক বেশি লোক মহম্মদ আজিজের গান প্রেফার করবেন, ভীমসেন যোশীর গানের থেকে। তার মানে ভীমসেন যোশী খারাপ গায়ক ?

    তিন। এই মাপকাঠি ই একমাত্র ঠিক তাই বা কিকরে বলা যায় ? মাপকাঠি কি একটাই হতে হবে ? নতুন পরীক্ষা করতে হলে সেটা ঐ মাপকাঠির নিরিখেই করতে হবে, নাকি , অন্য আরেকটা মাপকাঠি বানানোর কথা ভাবা যেত পারে ?
  • vikram | 193.120.76.238 | ১৩ মে ২০১০ ২১:৫১448308
  • এইসকল প্রশ্নের উত্তরের জন্য সৈয়দ মুজতবা আলি রচিত লোকগান ও লোকনৃত্য বিষয়ে সাড়ে তিন পাতার প্রবন্ধটি পাঠ করার আহ্বান জানাচ্ছি।
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ২২:২২448309
  • সে লেখা এখেনে এখন কোথা হতে পাই ?

    যাই হোক, এই 'সম্মিলিত' র উপাদান কারা জানতে চাই। কেবল 'এক্ষপার্টগণ' ? ;)

    যাহোক, এইটি রইলো :)

    http://timesofindia.indiatimes.com/Home/Opinion/Edit-Page/Why-i-must-ekla-cholo-re/articleshow/5922319.cms

    কার্তুজ, বেশি দাগা পাবেন না যেন। অর্বাচীন ছেলেপুলের দল, মাপ করে দেবেন। :)
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ২২:৪৫448310
  • যেকোন ক্লাসিক সব সময়েই নিজ সময় পেরিয়েও সমান রকম প্রাসঙ্গিক। সেই মানে রবীন্দ্রসংগীত ক্লাসিক। বিভিন্ন সময়েই ক্লাসিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিছু দাঁড়িয়েছে কিছু দাঁড়ায় নি। বাঁধা গতের বাইরে গেলেই সব রসাতলে চলে গেল এই দাবী যেমন ভ্রান্ত তেমনই নতুন কিছু হলেই তাকে দারুণ বলতে হবে সেটাও নয়।

    তবে এতদিনের সময়ে যে জিনিষ প্রতিষ্ঠা পেয়েছে তাকে হঠিয়ে নতুন কিছু করে দেখাতে হলে অন্তত সমমানের প্রতিভার দরকার। নইলে শেষে নচিকেতার একলা চলোই হয়। একবার শুনে ভালো লাগে, কিন্তু দ্যাটস অল। দিনের পর দিন শুনে যাওয়া যায় না। প্রতিষ্ঠান বিরোধীতার জন্য ধক লাগে, সেই ধককে সাহসী পদক্ষেপ বলা যায় তখনই যখন তার নিজেরও প্রতিষ্ঠান হয়ে ওঠার ক্ষমতা থাকে। নইলে হয় খোরাক, নয় ঐ চানাচুর ভাজা, ফুরিয়ে গেলেই ঝাল শেষ।
  • sda | 117.194.197.38 | ১৩ মে ২০১০ ২২:৫০448311
  • অ - কারান্ত শব্দকে ও কারান্ত বানানো কি একান্তই রবীন্দ্র-বৈশিষ্ট্য ?
    উদা - জল -- জলো
    মন -- মনো
    স্বপন - স্বপোনো
  • Nina | 64.56.33.254 | ১৩ মে ২০১০ ২৩:০৭448312
  • বাংলা ভাষাটাই তো তাই--আমরা তো উচ্চারন করি--
    রোবীন্দ্রোসোঙ্গীত!
    রবীন্দ্রসঙ্গীত তো হিন্দীতে বলে
    অমিতাভো
    কাজোল
    মোনে কোরতে পারছিনা এখোন আরো কি কি বোলি আমরা--

  • 122.167.255.173 | 122.167.255.173 | ১৩ মে ২০১০ ২৩:১১448313
  • হসন্ত শব্দ অ-কারান্ত করে উচ্চারণ বাংলা গানের প্রথম থেকেই আছে। নিধুবাবুতে আছে - 'কি গুণো করেছে'; গোপাল উড়ের গানে আছে 'ভ্রমরো ভ্রমরি সনে' ... রবীন্দ্রনাথ সেই স্টাইলটা ভাঙেননি।
  • PT | 203.110.246.230 | ১৩ মে ২০১০ ২৩:৪৪448314
  • ... কিন্তু গোরুর বদলে গরু লিখতে পছন্দ করতেন।
  • 59.164.98.44 | 59.164.98.44 | ১৩ মে ২০১০ ২৩:৪৬448316
  • পিটি, এটা আপনি না নন-আপনি?
  • sda | 117.194.195.205 | ১৩ মে ২০১০ ২৩:৫০448317
  • কুল
  • pi | 72.83.210.50 | ১৪ মে ২০১০ ০১:২৩448318
  • আকাদা, নতুন কিছু করেছে বলেই দারুণ বলতে হবে তা তো না। দারুণ মনে হলে তবেই দারুণ বলবো :)
    উল্লাল্লা বাদ দিয়ে , শ্রেয়া ঘোষাল বাদ দিয়ে আমার তো নচিকেতার আর ঐ বিক্রম ঘোষের তালবাদ্য র পার্ট টা 'দারুণ' লাগে। অন্য অংশ টাও নিদারুণ কিছু লাগে না। ভালো ই। :)

    তাই বলছি, 'মাপকাঠি' টা কি ? তোমার ভালো লাগলো না , আমার লাগলো, অজ্জিতদার খুব বাজে লাগলো। এবার আমরা কেউ ই 'এক্ষপার্ট' বোদ্ধা হয়তো নই, তাহলে আমাদের কারুর ভালো লাগা খারাপ লাগাতেই কিছু এল গ্যালো না ? তো, কাদের কথায় এলো ? এ গানটাকে কোন মাপকাঠিতে ফেলে কে বিচার করবে ?

    তবে, হ্যাঁ, 'নিদারুণ' লাগে বটে এই গানটা।
    :(

    আর নিদারুণ না লাগলেও , ট্র্যাডিশনাল ভাবে এইরকম গাওয়া ও ভালো লাগে না।

    এইরকম একটা সহজ আনন্দের গান কে ইস্কুলের গুরুগম্ভীর প্রার্থনা সঙ্গীত গাওয়ার মত করে শুনতে, তাও আবার বাচ্চা কাচ্চাদের গলায়, কেমন একটা লাগে। গানের স্পিরিট টা খুঁজে পাই না। অথচ, এমনি করে গাইতে শেখানো হয়, এটাও ঘটনা।
  • pi | 72.83.210.50 | ১৪ মে ২০১০ ০১:৩৯448319
  • 'মন' এর উচ্চারণ সবসময় 'মনো' নাকি ? 'তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার ' ... এতো দিব্বি 'মন'।

    মন , মনো এগুলো বোধহয় সুরের সাথে মিলিয়ে হয়।

    তবে, অন্য কিচাইন আছে এই 'মন' নিয়ে ই। মানে,মন না মনো তা নিয়ে না, মন আর মোন এর মধ্যে।
    মনে আছে, চিত্রলেখাদি শেখালেন, 'মোন' বলবি না, বল,'মন' ( মানে আমাদের রসগোল্লা পোরা উচ্চারণ না করে, একেবারে বানান অনুযায়ী ঠিকঠাক অ-কারান্ত উচ্চারণ যা হওয়া উচিত ) বলতে হবে । ধুত্তোর, লিখে বোঝাই কিকরে ! যাহোক, বোঝার সুবিধের জন্য তাকে নাহয় ম-অ-ন বলি।

    তেমনি বোন না, ব-অ-ন। হেবি অস্বস্তি হত, নিজের কানেই কট করে লাগতো, তবু বাধ্য হয়ে গাওয়া অভ্যেস করলাম, 'আকাশে আকাশে ব-অ-নে ব-অ-নে , তোমাদের ম-অ-নে ম-অ-নে বিছায়ে বিছায়ে' । গানের প্রতিযোগিতায় সে শুনেই ক্যাঁক করে ধরলেন পূরবী মুখার্জী, বল্লেন, কে শিখিয়েছেন, বুঝতেই পারছি :)

    তবে, আমার ঐ উচ্চারণের ওখেনেই ইতি। বেঁচে থাক আমার মোন, বেঁচে থাক বাবা আমার বোন।
  • aka | 168.26.215.13 | ১৪ মে ২০১০ ০১:৪৬448320
  • রকটা কি ভয়ংকর। :)) বাপরে। এর থেকে ৭:৪০ বেটার।
  • Tim | 198.82.16.186 | ১৪ মে ২০১০ ০৩:৪৪448321
  • রকটা অনেকটা উল্লাল্লার মতই। ;-)
  • Shuchismita | 71.201.25.54 | ১৪ মে ২০১০ ০৪:০৯448322
  • আয় তবে সহচরী অতি ধুর গান। যেভাবেই গাওয়া হোক না কেন ;-)

    তবে রকটা কিন্তু ব্যাপক.... রখিব্বঅ প্রমোদে ভরি.... উহ্‌হ্‌হ!!! :))
  • Abhyua | 173.200.128.42 | ১৪ মে ২০১০ ০৫:১৬448323
  • চিত্রলেখা চৌধুরীর একটা গান আছে আমার কাছে
    "ধ্রুমদলশোভিনীম্‌" :)

    আচ্ছা বল দেখি "চিত্রব্যাঘ্রপদনখচিহ্নরেখাশ্রেণী" শব্দটার মানে কি? আর এই শব্দটা একটা মেয়ের নাম হিসেবে কেমন হবে?
  • Samik | 122.162.75.214 | ১৪ মে ২০১০ ০৮:৪৫448324
  • অভ্যু কি প্রশ্নটা সিরিয়াসলি করছিস? দু জায়গায় করলি তাই জিগালাম।

    আর ইয়ে, আয় তব্বে সহচ্চরী মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার জাস্ট ব্যাপ্পক লাগল। মাইরি বলছি। তবে গায়িকা বোধ হয় পুরোদস্তুর বাঙালি নয়, একটু জাঠ সর্দারনী মিশেল আছে। সব কেমন ডবল ডবল করে উচ্চারণ, প্পাশরিব্বো জ্জাতনা, প্পাশরিব্বো ব্বেদোন্না, ওটুকু হজম করে নিলে বাকিটা মন্দ নয় কিন্তু :-))
  • Abhyu | 173.200.128.42 | ১৪ মে ২০১০ ০৮:৪৬448325
  • বলেইছি আমি সব সময় সিরিয়াস। চিত্রব্যাঘ্র??
    (চিত্রলেখা থেকে মনে পড়ল :)
  • Samik | 122.162.75.214 | ১৪ মে ২০১০ ০৮:৫০448327
  • রবিগানে উচ্চারণের কেসটা আমারও একটু ঘাঁটা আছে। বোধ হয় ঐ হসন্তের জায়গায় ও-কার লাগানোর কেসটা সিটুয়েশন অনুযায়ী ভ্যারি করে।

    তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার, এখানে উচ্চারণ হচ্ছে মন্‌ বা মোন্‌। কিন্তু অন্য গান, সখি, আঁধারে একেলা ঘরে মন মানে না ... সেখানে হচ্ছে মোনো মানে না।

    আরেকটা পপুলার গান। আমার মল্লিকাবনে। মাপকাঠি অনুযায়ী গাইলে হয়, আমার মল্লিকাবনে (মোল্লিকাবোনে) যখোন প্রথোম ধোরেছে কোলি ...

    সেইখানেই আবার সঞ্চারীতে বলছে : "অ্যাখোনো বোনেরো গান বোন্ধু হয়নি তো অবোসান, তোবু "এখনি' যাবে কি চলি। ... কথ্য ভাষায় বলে অ্যাখোনি, কিন্তু গানে এটা পারফেক্ট এখনি হয়ে রয়েছে, আগে পরে কোথাও এই পারফেকশন নেই।
  • aka | 24.42.203.194 | ১৪ মে ২০১০ ০৮:৫৪448328
  • আয় তব সহচরী খুব ভালো গান নয়, শুচিস্মিতার সাথে একমত।
  • . | 59.161.184.51 | ১৪ মে ২০১০ ০৯:২৭448330
  • ১। মানুষের কানের ও মনের উপর ভরসা আছে। স্রেফ লোকের কথা শুনে ভালো-না-লাগা জিনিষকে কেউ ভালো বলছেন- উঁহু, দেখি নি এখনও। আর যাঁরা কোনো একটি বিশেষ ধারার সঙ্গীতের চর্চা করেন, তাঁরা তো কখনই নয়। ভালো না লাগলে মানুষ সত্যজিৎ রায় থেকে রবিশঙ্কর- কাউকেই ছাড় দেন না।

    ২। ইংরাজিতে সম্মিলিত হল "collective"Collective আর mass- শব্দ দুটির ফারাক আছে। গুলিয়ে ফেললে চলবে না।

    ৩। মাপকাঠি একটাই বলা হয় নি। বলা হয়েছে- সঙ্গীতবিচারের একটা মাপকাঠি থাকে। মাপকাঠির existence-এর কথা বলা হয়েছে, uniqueness প্রমাণ করার চেষ্টা হয় নি।
  • Samik | 122.162.75.214 | ১৪ মে ২০১০ ০৯:৩৭448331
  • আয় তবে সহচরী আমার হস্টেলের স্মৃতি ফিরিয়ে দেয়। সেই মনোবীণা কলেজে ভর্তি হবার পরে লেডিজ হস্টেলের দিকে মুখ করে সমস্বরে বেসুরো কোরাস ... আন তবে বীণা আ-আ-আ-আ-আ-আ-আ-আ

    ওহ্‌হ্‌, সে কী রাত ছিল!!
  • lcm | 69.236.172.194 | ১৪ মে ২০১০ ০৯:৫২448332
  • ডট লিখেছে - '....রবীন্দ্রনাথের গান বিচার করার জন্য পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের কাঠামোটা বেশি উপযুক্ত.....'

    এটা অবশ্যই ডটের ব্যক্তিগত মত। তবে, সব গান ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল কাঠামোতে ফেলা বোধহয় কঠিন। এত ধরনের গান তৈরী করেছেন।
  • PT | 203.110.246.230 | ১৪ মে ২০১০ ১০:০৭448333
  • ""চিতা-বাঘের-পায়ের-নখের-আঁচড়ের-দাগ"" যে কেউ মেয়ের নাম রাখার কথা ভাবতেও পারেন সেটা ভেবেই শিহরণ লাগছে শরীরে!!
  • aka | 24.42.203.194 | ১৪ মে ২০১০ ১০:১২448334
  • পাই, বিশ্বভারতীর বজ্র আঁটুনী যতদিন ছিল ততদিন এইকথা গুলো প্রযোজ্য ছিল। এখন কেন? এখন তো মানুষের কান মানে বাজারই সব। :)

    তবে একটা কথা আছে, রবীন্দ্রসংগীতের ক্ষেত্রে কথা একটা বিরাট বড় ব্যপার, শুধু সুর, অ্যারেঞ্জমেন্টে আটকে গেলে বোধহয় চলে না। আর সব কথার সাথে সব সুর চলে না। আমার নিজস্ব অভিজ্ঞতা বলে রবীন্দ্রসংগীত হল অ্যাকোয়ার্ড টেস্ট অনেকটা দারুর মতন। ভালো লাগতে অনেক সময়েই সময় লাগে কিন্তু ভালো লাগলে ছাড়ানো মুশকিল। তাবলে সব দারুই কি ভালো, না সব সময়েই দারু ভালো লাগে?

  • Ishan | 125.18.17.16 | ১৪ মে ২০১০ ১০:২৭448335
  • লসাগুকে ক।
  • Arpan | 122.252.231.10 | ১৪ মে ২০১০ ১০:২৮448338
  • * আবার
  • Arpan | 112.133.206.18 | ১৪ মে ২০১০ ১০:২৮448336
  • এই রে। আমি তো চিরটাকাল মন আর বন বলে এসেছি। সেই নিয়ে কেউ কেউ আওয়াজও দিয়েছে। মন বার কী, খাঁটি উচ্চারণ হল নাকি মোন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন