এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২১৮৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kartuj | 59.93.215.238 | ১১ মে ২০১০ ২১:০৯448718
  • কথার পিঠে কথা বাড়িয়ে বেকার তিক্ত কথায় টই-এর দৈর্ঘ্য বাড়ছে। আমরা তো কেউ ঝগড়া করতে আসিনি। এতে করে টই-এর অলোচ্য বিষয় থেকেই দূরে সরে যচ্ছি আমরা। বিষয় ছিল, প্রিয় রবিগান এবং তার প্রেক্ষাপট। সেদিকেই আলোচনা নিয়ে গেলেই ভালো হয় না কি?
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:১৩448719
  • হ্যাঁ, তাতে কোনভাবে গাইলে কার অপ্রিয় লাগে সেটা ও আসবে। টই এর সাথে সাযুজ্য রেখে। সেখানে অজ্জিতদা বা কার্তুজের উল্লালা খারাপ লাগা যেমন আসতে পারে, তেমনি ঐ 7:40 খারাপ লাগা ও আসতে পারে। এই আর কি। :)
  • tatin | 130.39.149.191 | ১১ মে ২০১০ ২১:১৪448721
  • যা:, হার স্বীকার?
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:১৪448720
  • সৌরভবাবুকে একটা কোশ্চেন ছিলো।
    কালচার কিভাবে কখন 'বিপন্ন' হয় ?
  • Kartuj | 59.93.215.238 | ১১ মে ২০১০ ২১:২১448722
  • তা তাতিন যদি চালিয়ে যেতে চাও আমার আপত্তি নেই। তবে দাদুর গান তো শান্তমনে একান্তে অনুভবের জিনিস, এত বাকতাল্লা বিশেষ ভালো টালো লাগে না। এই আর কি। :-)
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:২২448723
  • তবে খারাপ লাগা টা জাস্ট শুনতে ভালো লাগা না লাগার জন্য হলে তক্কের তেমন কিছু না, কিন্তু এটা ঘোরতর অনাচার, এ ঘটতে দিলে সব রসাতলে গেল ,এজন্য খারাপ লাগা, এমনি গেল গেল রব তুল্লে তা নিয়ে তো ভাই তক্কো হবেই :)

  • Sourav | 117.194.198.241 | ১১ মে ২০১০ ২১:২৪448724
  • পাই , কিছু মানুষ যখন tradition, tradition করে পাগল হন |
  • tatin | 130.39.149.191 | ১১ মে ২০১০ ২১:২৭448725
  • দাদুর সব গানই কী শান্ত মনে অনুভব করার জিনিস? ভৌতবিজ্ঞান পড়ার মতন হেভি কনসে®¾ট্রট করে না পড়লে মাথায় ঢোকেনা?
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:২৯448726

  • আচ্ছা, এখানে গায়িকা কে ?
  • Kartuj | 59.93.215.238 | ১১ মে ২০১০ ২১:৩১448728
  • 'অনাচার' শব্দটা এখানে বোধায় পাইদি প্রথম আনলেন। কেউ ইউজ করেছে কি? দেখি তো। আজকাল তো মুষ্টিমেয় কিছু পাব্লিকের মতের ওপর সমস্ত শ্রোতার ভালো লাগা না লাগা বিচার করা হয়। আর কেউ আপত্তি তুললেও শুনতে শুনতে একদিন ঠিক গিলে নেবে জনতা, এই ধরে নিয়ে চালিয়ে যাওয়া হয়। আর দাদুর গান যে এই ক্ষয়িষ্ণু ২১ শতকেও কিছু লোকে শোনে, এতেই তো দাদুর সৃষ্টির সার্থকতা। আর তাকে রসাতলে নিয়ে যাওয়া বোধায় এত সহজ হবে না। তাই না?
  • Kartuj | 59.93.215.238 | ১১ মে ২০১০ ২১:৩৪448729
  • তাতিনের চিন্তাভাবনার বক্রগতির তারিফ না করে পারা যায় না মাইরি। ঠিক কথার একটা অন্য দিক খুঁজে পেয়ে যাও, তাই না? হ্যাট্‌স অফ বস।
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:৫৩448730
  • না:, দাদুকে নিয়ে মস্করা করলেও শালীনতা , রুচিবোধ রসাতল স্পর্শ করা নিয়ে কথা ওঠে কিনা !:)
  • Kartuj | 59.93.205.2 | ১১ মে ২০১০ ২২:০৪448731
  • আচ্ছা সেই 'মনোজ্ঞ প্রবন্ধ' লেখার ব্যাপারে। আমার মন্তব্যের বেশ গুরুত্ব আছে তাহলে কি বলুন পাই-দি? একেবারে ওখানেই ইতি হইয়া গেল? বা: বেশ বেশ। তা লিখুন না 'মনোজ্ঞ প্রবন্ধ', প্রকাশ করুন না আপনার মহামূল্য মতামত। আমি তো আর বাধা দেবার কেউ নই। কেবল অস্ফুট স্বরে কিঞ্চিৎ প্রতিবাদ জানিয়েছিলাম। democratic দেশে এই rightটুকু তো আমার আছে না কি। লিখুন লিখুন হাগা হিসি যা খুশী। আপনাদের লিখতে বাধা নেই, আমার কথা শুনবেন কেন? লেগে পড়ুন মশায়।
  • tatin | 130.39.149.191 | ১১ মে ২০১০ ২২:১৮448732
  • kaartuj,
    রাগ করবেন না বস, আপনাকে এমনি এমনি খচাচ্ছিলাম
  • rabaahuta | 117.194.231.172 | ১১ মে ২০১০ ২২:৩৩448733
  • শান্ত মনের ব্যাপারটায় কেস খেয়ে গেলাম। তারমানে কি মদ্যপান করে রবিগান গাওয়া যাবেনা?
    চাপ হয়ে গেলতো।
  • san | 115.117.196.236 | ১১ মে ২০১০ ২২:৩৮448734
  • শান্ত মনের কেস পড়ে আম্মো একটু কেমন হয়ে গেলাম।

    আমি তো র‌্যাদার যতবার বিধ্বস্ত, বিক্ষুব্ধ, টালমাটাল অশান্ত মন নিয়ে বিশেষ কিছু রবিগান শুনতে যাই, মানে যখন মনের অবস্থা ফার ফার ফ্রম শান্ত তখন সেই থেরাপিসম অনুভব বা অনুভূতি বলতে নেই অনেক বেশি ইয়ে মানে ইসে .....
  • tatin | 130.39.149.191 | ১১ মে ২০১০ ২২:৫২448735
  • আমি প্রথমবার প্রোপোজ করে লাথ খাওয়ার পর টানা রাবীন্দ্রসঙ্গীত শুনেছিলাম
  • PT | 203.110.246.230 | ১১ মে ২০১০ ২৩:২৬448736
  • অজয় চক্কোত্তির সেই কুখ্যাত ক্যাসেটটির নাম ""অজানা খনির নূতন মণি।"" আইন না মেনে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার একটি অসাধারণ উদাহরণ হচ্ছে জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর ""বিমল আনন্দে জাগো।"" গানটি এখানে পাবেন:
    http://www.in.com/music/search.php?searchstr=Harry%20Anand&type=song&sort=&pg=3

    @pi
    গানটি কি অভিনেত্রী অরুন্ধতি দেবীর স্বকন্ঠে গাওয়া?
  • shong theke bong | 128.237.229.212 | ১২ মে ২০১০ ০২:৫৭448737
  • তাতিন, আপনার মতো অশিক্ষিতদের সঙ্গে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে রুচি হয়না। আপনি বরং গিয়ে বাঈজী বাড়ির গান শুনুন। :ড
  • ek rabindra anuraagee | 128.231.22.89 | ১২ মে ২০১০ ০৬:১৭448739
  • কার্তুজের অনেকগুলি পয়েনের সাথে ক।

    শান্তভাবে একমনে অনুভবের ব্যাপারে তো বিশেষ করে।

    ইদানীংকার কিছু কিছু ঠেকপত্তরে এই ধারাটা দেখছি। এই ইয়ং বেঙ্গল সম্প্রদায় নিজেদেরকে এক বিশেষ প্রজাতির উন্নততর আঁতেল মনে করেন। চুলকানিটা কিঞ্চিৎ বেশি ই। দু চারটে ধার করা আপাত স্মার্ট বুলি কপচিয়ে, গতেবাঁধা ক্যাওড়ামো করে আর সস্তা ফ্যাশনেবল ফ্যাতাড়ুবৃত্তি দেখিয়ে ভাবেন কী অহো,কী মহাহনু হইলাম রে! নিজেদের কত কি অজ্জিনালিটি আর ক্যাপা আছে সে তো জানা আছে। একটা অমনি গান নামাতে গেলে তো প্যাণ্টালুন পীতাম্বর হয়ে যাবে। যাঁদের ক্ষমতা আছে, তাই তাঁদের নিয়ে তো জ্বলবেই। ঐ চিরাচরিত বঙ্গীয় কাঁকড়াবৃত্তির ই আরেক বহি:প্রকাশ আর কি। সত্যকারের সৃষ্টিকে বিকৃত করার মধ্যেই সুখ, তাকে বোধহয় একরকমের মানসিক বিকৃতি বলাই শ্রেয়। যাই হোক,সস্তা গিমিকসর্বস্বতা আর উপর চালাকি দিয়ে কোনো মহৎ সৃষ্টি ই হয়নি কখনো। আজ আছে, কাল নেই। এসব নিয়ে চাপ নেবেন না।

    তবে, এসব ফোরামে আমি , আপনি সংখ্যালঘু। ঠিক তাও না, এনাদের এই গ্যাংবাজি আর গলার জোরের ভয়ে বাকিরা আর নিজেদের মত প্রকাশ করতে সাহস করে না। এই পোস্ট নিয়েও যে কিরকম খিল্লির পাত্র হতে হবে, সহজেই অনুমেয়। তা ও বলাটা দরকার। হয়তো আপনার বলা থেকেই সাহস পেলাম :)। আরো লিখুন আপনি। ভালো লাগছে পড়তে।

    শান্তমনে একমনে অনুভবের ব্যাপারটা নিয়ে সত্যি আমার মনের কথা বলে দিয়েছেন মশায়। বল্লে লোকে হাসাহাসি করবে। দাদুপুজো ফুজো বলে আবার তেড়ে খিল্লির ফোয়ারা ছুটবে। কিন্তু বুকে হাত দিয়ে বলুক দেখি লোকে সত্যি কথাটা। গান শোনাতে পরিবেশ টা ম্যাটার করে না ? ধূপ ধুনো দিয়ে পুজো বলে কমেন্ট পাস করে দেবে। কিন্তু বলুন দেখি, ছবিতে মালা, মালায় ফুলের গন্ধ, ধূপের গন্ধ কি একটা পরিবেশ, আবহ তৈরি করে দ্যায় না ? এই আবহ কে মাইনাস করে দিলে গানের বারো আনাই তো চলে গেল ! নয় কি?
  • Abhyu | 97.81.97.8 | ১২ মে ২০১০ ০৬:৩০448740
  • রাত্তির দেড়টা। বাড়িতে একা। বাইরে বৃষ্টি। লো ভল্যুমে বোস স্পীকারে রাজেশ্বরী দত্ত। বাদল দিনের প্রথম কদম ফুল।
  • ek tnyador young bengal | 59.164.191.38 | ১২ মে ২০১০ ০৭:০৩448741
  • কাকু বল্লেন এই রবীন্দ্র অনুরাগী শ্রীমতী পাই স্বয়ং :-))
  • aka | 24.42.203.194 | ১২ মে ২০১০ ০৭:১০448742
  • জুন মাসের দুকুরে ফুল, মালা, চন্দন, ধূপ, গোটা তিনেক ছবি লাগিয়েও জোৎস্না রাতে গাইলে মনে হয় না খুব ভালো লাগে। মানে ভিজুয়ালাইজ করেই কেমন দরদরিয়ে ঘাম হল।

    রবীন্দ্রনাথ এমন করে শুনতে বা গাইতে কয়েছিলেন এমন কোন প্রমাণ অবিশ্যি মেলে না কিন্তু আমরাই গাই/শুনি, কি করা। ওপরের উদাহরণটা একটুও বানানো ভাববেন না, নিজের কানে শোনা। আবার হাততালিও দিয়েছিলাম। এরকম শাস্তি আমার চলেছিল ১৪ বছর বয়স অবধি। শেষ তবলাটা তখনই ভেঙে ফেলি (মনে হয় এই গুঁতোর হাত থেকে বাঁচার জন্যই কিছুটা)। তারপর থেকে দেবব্রত, সুচিত্রা, কণিকা ছাড়া আর খুব কারুর রবীন্দ্রসংগীত শুনি না। এমনকি আজকের বিক্রম, অর্ণব, সাহানা শুনেও মন ভরল না। একটু আলাদা, কিন্তু ঐ হঠাৎ ভালো লাগার আমেজ্‌টা চলে গেলে আর ভালো লাগে না। অভ্যু স্যার লিং দিলে শুনি আর ফুটকি দিলেও শুনি। ওনাদের ওপর ভরসা আছে।
  • nihshongo nabik | 70.177.57.60 | ১২ মে ২০১০ ০৭:২৪448743
  • পাই হোক আর যেই হোন কথাটা উনি এবং কার্তুজদেবী ন্যায্যই বলেছেন। আসলে আজকের পৃথিবীর ফ্যাশনই হলো তারকার মুখে ছাই দিয়ে আসা। রবীন্দ্রনাথ ফ্যাশন আর স্টাইলের পার্থক্য নিয়ে অনেক কিছু লিখে গিয়েছেন কিন্তু জানতেন না যে বাজার সর্বস্ব পৃথিবীতে ফ্যাশনওলারা ওনাকেও বাজারের খাবার হয়েই ঢুকছে পেটে করে ফেলবে আর শ্যালো চটক দেখাতে গিয়ে লোকে বাজারের চাটুকারবৃত্তি করে যাবে। যদি ১০ কোটি বাঙালীর মধ্যে ৯।৯ কোটি বাঙালীও ঐ রবীন্দ্রনাথ উইথ রক শোনে সেটা রক শোনাই হবে রবীন্দ্রসঙ্গীত শোনা না। জগঝম্প বাদ্যযন্ত্রের আওয়াজ শুনুন তাঁরা, সেটাকে রবীন্দ্রসঙ্গীত ভেবে তৃপ্ত হোন, কিন্তু আমরা যাঁরা রবীন্দ্র-নির্দেশিত পথে তাঁর গান শুনবো, তাঁরা যে মাধুর্যটা পাবো সেইটা থেকে তাঁরা বঞ্চিত। অভ্যুবাবুকে প্রপারলি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্যে অভিবাদন জানাই, আর ফর দা রিমেইনিং চ্যাংড়াস, আই পিটি ফর দেম
  • aka | 24.42.203.194 | ১২ মে ২০১০ ০৭:২৯448744
  • খেয়েছে এর মধ্যেও বাজার।

    ভালো ভালো। আমাদের অন্নপূর্ণা বাজার খুব ভালো, ট্যাংরা পাওয়া যায়, চ্যাংড়াও পাওয়া যায়। যার যা লাগে বেছে নেয়। শস্তায় টিঁকাও।
  • zz | 24.42.203.194 | ১২ মে ২০১০ ০৭:৩০448745
  • কি আশ্চর্য্য!! জীবনে কোনো প্রেম কস্মিনকালে না থাকা সঙ্কেÄও যখন কেউ দরদ দিয়ে প্যারমে দে দিয়া জিন্দেগী গায় কই তখন তো এসব আপত্তি শুনি না!!!

    কিম্বা যখন আমেরিকার রাস্তায় কটকটে রোদ্দুরে গাড়িতে "রিমঝিম গিরে .." চলে, তখনো জনগণ দিব্বি গানের তালে মাথা দোলায়। যত দোষ রবীন্দ্রসঙ্গীতের বেলায়!
  • SC | 67.186.56.191 | ১২ মে ২০১০ ০৭:৩৮448746
  • বাব্বা, এত্তো ঝগড়া করার কি আচে?
    ভাল্লাগলে শুনেন, না লাগলে শুনেন না, অন্য কিছু শুনেন।

    আমার তো ছোটবেলায় একদম ভালো লাগতো না। কি শক্ত শক্ত কতা, তার উপরে ওরাম একটা প্যানপেনে সুর। আমি পুরোনো টেপ রেকর্ডারে শুনতুম অঞ্জন দত্ত, "আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়" ইত্যাদি।

    তারপরে শেষ কৈশোরে পেলাম পীযূষকান্তি সরকারকে। গানের আকাশ প্রসারিত হলো। মনে হলো, সত্যি তো, দাদুর গান এভাবেও গাওয়া যায়। এখন শুনি অনেক কিছুই, দেবব্রত, সুমন, শ্রীকান্ত বড় ভালো লাগে। তবে মুড হলে। গান হলো মুডের জিনিস। যেদিন বব ডিলানের মুড, সেদিন ভুলেও রবি চালাই না। আবার যেদিন দাদুর গানের মুড, সেদিন অন্য কিছু নয়।

    সেদিন একজন অর্ণব শোনালো, খারাপ নয়, তবে দাগ কাটলো না। হয়ত অন্য কোন সময় হলে দাগ কাটতো।

    তাই গানের ভালো খারাপ বিচার, তা নিয়ে জ্ঞানগর্ভ বক্তিমে, ওগুলো বাকিদের জন্য থাক। আমার রবীন্দ্রনাথ ঐ ভালোলাগাটুকুতেই।

    আমার শুধু বিরক্তি অই বারোয়ারি রবীন্দ্রনাথে। "ও গো দেখো গো, আমরা পঁচিশ তারিখ রবির গান শুনছি" এরাম একটা ব্যাপার আরকি। এবং ঐ বাড়িতে, পাড়ায় গানের ক্লাসে হারমোনিয়াম নিয়ে রবি ঠাকুর মূর্তি গড়া দেখে আইডিয়া হয়েছিলো যে দাদুর গানটা একটা ঐ ইশকুলে নামতা শেখার মতো একটা শেখার জিনিস, বাপ মা মেরেধরে শেখায়, পরীক্ষা দেয়ে পাশ করতে হয়, এসব আরকি।

  • SC | 67.186.56.191 | ১২ মে ২০১০ ০৭:৪৯448747
  • নাবিকবাবুর কতাটা বোঝা গেলো না।
    রক সঙ্গীত মানে জগঝম্প, এবং আসলে খারাপ, এরাম একটা কিছু বলছিলেন কি?

    রবিবাবু লোকটা বড় খোলামনের ছিলেন। তার গান বহু জায়গা থেকে অনুপ্রাণিত। আমার স্থির বিশ্বাস আজ বেঁচে থাকলে ওরাম "এমা রক গান, ছি:" করতেন না, তাই নিয়েও এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেন, কিংবা কমপক্ষে গানটা মন দিয়ে শুনতেন।

    জাজ করে কি লাভ, শুনতে না ইচ্ছে হয় শুনেন না। সকলে তো এক হয় না। কেউ না হয় নাতির প্রদর্শিত পথে দাদুর গান শুনলো, তাতে আপত্তিটা কোথায় বুঝলাম না। সবার ভালোলাগা একরকম হতে হবে, দাদূর গান একটা সিরিয়াস বড়দের ব্যপার, এ নিয়ে কোনো ফচকেমো নয়, এরাম নিদান শুনলে দাদু নিজেও মনেহয় কষ্ট পেতেন।
  • Dipankar | 59.164.191.38 | ১২ মে ২০১০ ০৭:৫৪448748
  • আমার ধারণা ওটা পাইদি নয়।

    কার্তুজ আপনি আরও লিখুন। খুব ভালো লাগছে আপনার লেখা পড়তে। রবীন্দ্র অনুরাগী আপনিও লিখুন।
  • ip tracer | 70.177.57.60 | ১২ মে ২০১০ ০৮:১৫448750
  • দীপংকরদা,
    আপনার কম্পু থেকে নামে বৌদি অন্য কথা বলে গেলেন যে :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন