এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২১৫৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৫:৫৫448473
  • আমি তো ভয়ে ভারতীয় ক্লাসিকাল নিয়ে আলোচনা থেকে দূরে থাকি। এখনো অবধি কেউ আমাকে বেসিকগুলো ক্লিয়ার করে দিলো না। মশা নিয়ে ব্যস্ত থাকলেই হবে? ;-)
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৬:০৪448474
  • অজ্জিত। আমি একটাও পশ্চিমী সঙ্গীত জানিনা, যেখানে জি স্কেলে সুর চলছে, কিন্তু কি নোটটা সি। থাকলে জানানো হোক (অবশ্যই ফিউশন বাদ দিয়ে)।

    ভারতীয় গানে এরকম অনেক আছে। উপস্থিত দুটো উদাহরণ দিই।
    ১। মধুর ধ্বনি বাজে। (রবীন্দ্রসঙ্গীত)
    ২। মনে পড়ে আজ সেকোন জনমে। (নজরুলগীতি)

    দুটোতেই বেস নোট সি (ভারতীয় মতে সি স্কেলে গাওয়া হচ্ছে ধরে নিয়ে)। কিন্তু সুর/কর্ড চলছে জি স্কেলে।

    এই পার্থক্যটা দিবালোকের মতো স্পষ্ট। এ নিয়ে তক্কো করে কি লাভ?
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৬:০৮448475
  • ফুটকিকে। পাশ্চাত্য সঙ্গীত হলে কোনো অসুবিধে নেই। যেহেতু এখানে ভারতীয় গান নিয়ে কথা হচ্ছিল, তাই বক্তব্য ছিল, যে, ভারতীয় সঙ্গীতে এই ফান্ডা লাগাতে যাবেন না।

    আর কিছু না।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:০৯448476
  • আমি তো সেটাই বল্লাম - হয় না। নিয়ম নয়। কী-নোটের ওপর স্কেল নির্ভর করে।

    Date:19 May 2010 -- 03:39 PM
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৬:১৩448477
  • আমি ঠিক উল্টোট বলছি। স্কেল চেঞ্জ করলে কি নোটটা চেঞ্জ হয়ে যায়। পশ্চিমে।
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৬:১৫448478
  • আর তা যদি না হয়, তাহলে সেটার উদাহরণ চেয়েছি।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:২০448479
  • তার জন্যে স্কেলটাকে আগে চেঞ্জ করতে হবে। কেউ C D E F# G A B C বাজালে F#-কে অ্যাক্সিডেন্টাল বলা হয়। যেমন D E F G A B Cb D-তে Cb অ্যাক্সিডেন্টাল।

    এগুলো স্কেল চেঞ্জ নয়। এই নিয়ে তক্কো করলে সেটা ঢপের তক্কো হবে।
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৬:২৬448480
  • এরকম কিছু "অ্যাক্সিডেন্টাল' গানের উদাহরণ চাইছি, যেখানে সি স্কেলে নিয়ম করে এফ শার্প ব্যবহৃত হয়েছে। (ফিউশন নহে)। :)
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:২৯448481
  • নোটেশনের বই সঙ্গে নিয়ে ঘুরি না। তবে এই লিংকটা পেলাম -

    http://www.howmusicworks.org/hmw207.html

    The note F# would be called an accidental in the C Major scale, but not in this case, because it rightfully belongs to the G Major scale.


    শেষের আগের ছবি সম্পর্কে লেখা - ফুল জি মেজর স্কেলের স্টাফ নোটেশনসহ।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:৩৪448483
  • বেঠোভেন ভায়োলিন সোনাটা ৭, সি মেজর, তৃতীয় লাইনের তৃতীয় বারে F# - অ্যাক্সিডেন্টাল।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:৩৭448484
  • ওই ভায়োলিন সোনাটা ৭-এই, ১২, ১৩ নং লাইনে ফের F#
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৬:৪৩448485
  • বিঠোফেন নিয়ে তক্কো করার ক্ষমতা নাই। তবে উইকি তে দেখলাম ওটা সি মাইনর। http://en.wikipedia.org/wiki/Violin_Sonata_No._7_(Beethoven)

    আমি কিন্তু গান চেয়েছিলাম। ক্লাসিকালে নানাপ্রকর কায়দাকানুন হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও হয়।
  • nyara | 203.110.238.17 | ১৯ মে ২০১০ ১৬:৪৬448487
  • ঈশানের ইমন = জি মেজর স্কেল ব্যাপারটা ঠিক নয়। এটা বোধহয় সি স্কেলে, কিন্তু অন্য মোডে। বোধহয় বলছি এই জন্যে মোডের ব্যাপারে আমার একেবারেই ফান্ডা নেই। ভুল বলতে পারি।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:৪৬448486
  • সরি। ওটা সি-মাইনর।

    সি-মেজরের উদাহরণ বাখ, সোনাটা নং ৩।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:৪৯448488
  • নানাপ্রকার কায়দাকানুন হলেও অ্যাট দি এন্ড অব দ্য ডে স্কেলটা প্রি-ডিফাইনড বা প্রি-নির্দেশিত - কম্পোজার দ্বারা। স্টাফের শুরুতে যদি সি-মেজর থাকে, তাহলে প্রতিটা F-কে F# বাজালেও কেউ সেটাকে স্কেল চেঞ্জ করিলাম বলে দাবী করতে পারে না। এন্ড অব স্টোরি।

    হ্যাঁ, নিজের কম্পোজিশনে স্কেলটাকে বদলে লেখা যেতেই পারে।
  • i | 124.171.31.92 | ১৯ মে ২০১০ ১৬:৫০448489
  • হ্যারে মাধুরী আর হেরে মাধুরী নিয়ে তার মানে আর কারো মনে প্রশ্ন ওঠে নি মনে হয়।।ডট মজা করলেন, অভ্যু বলছেন প্রবলেম কি? :(((

    আমার মনে হয়েছে...সংক্ষেপে বললে,
    হেরে মাধুরী গাই যদি , তবে তার অর্থ দাঁড়ায় মাধুরী হেরিয়াছি। হ্যারে মাধুরী গাইলে অর্থ দাঁড়ায় হেরিতেছি মাধুরী।
    এই গানের ক্ষেত্রে, তাই প্রথম উচ্চারণ গানটিকে ধ্বস্ত করে। ধরা দেবার ধন সে তো নয়, অরূপ মাধুরী- এ লাইন গাইবার কোনো কারণই থাকে না আর।

    অভ্যু,
    বোঝা গেল কি?
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৬:৫৩448490
  • ন্যাড়াদা, ইমন = জি স্কেল বলি নাই।

    সি স্কেলে ইমন গাইলে কর্ড প্রগ্রেশন এক্কেবারে জি স্কেলের মতো হয়। পশ্চিমী সঙ্গীতে এই কর্ড প্রগ্রেশন হলে অতি অবশ্যই স্কেলটা পাল্টাতো। এইটাই বক্তব্য।

    অজিত। গান চাই। এন্ড অফ দা স্টোরি।
  • . | 198.96.180.245 | ১৯ মে ২০১০ ১৬:৫৫448491
  • মজা করি নি। উদাহরণ দিলাম। গেছো-টা শুনলেই হাসি পায় তাই নিজের উদাহরণে নিজেই হাসলাম।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৬:৫৬448492
  • আমি নোটেশন বুঝি, নোটেশন দিয়েছি। মিউজিক থিওরি থেকে উদাহরণ দিয়েছি, চাইলে আরো দিতে পারি। যেগুলো জানি/পড়েছি। টিপিক্যাল গোলপোস্ট সরানো তর্কতে আমার কোনো ইন্টারেস্ট নেই।
  • Shuchismita | 71.201.25.54 | ১৯ মে ২০১০ ১৭:০৫448494
  • জয় সরকারের অ্যারেঞ্জমেন্টে লোপামুদ্রার "মমচিত্তে..."

    কেমন লাগছে? "কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ" - অসাধারন লেগেছে এই জায়গাটা। এটার জন্যই বেশ ক'বার শুনলাম। কিন্তু মাঝে ছেলের গলায় হাইমটা কানে লাগছে। এভাবে আধ-খ্যাচড়া ভাবে গান শোনা যায়না জানি। তবু....


  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৭:২৫448495
  • উদাহরণটা সি মাইনরের ছিল।

    তার পরেও ক্লাসিকালে হতে পারে। মেনে নিচ্ছি। ও নিয়ে ফান্ডা নাই বিশেষ। কিন্তু গানে জাস্ট হয়না। একটাও উদাহরণ দেখিনি।
  • Abhyu | 173.200.128.42 | ১৯ মে ২০১০ ১৭:৩৭448496
  • বোঝা গেল। হেরে মাধুরী শুনে এতোটা অভ্যস্ত যে ব্যাপারটা খেয়াল করি নি।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৭:৩৮448497
  • বাখের সোনাটা নং তিন - সি মেজর। Date:19 May 2010 -- 04:46 PM

    আমি গান জানি না। ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল জানি, ক্লাসিক্যাল গানও সেই থিওরি মেনেই চলবে।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৮:২৮448498
  • পুরো অফ্‌ টপিক হয়ে গেছে। যাই হোক - আমার কিছু কোশ্চেন আছে।

    রবীন্দ্রনাথের গান যখন বাজানো হয়, তখন কোনো নির্দিষ্ট স্কেল ব্যবহার করা হয়, নাকি ইচ্ছে মতন? স্বরবিতানে স্কেল আছে (এটা আগে জিগ্গেস করেছি কিনা মনে নেই)? যদি না থাকে তাহলে গায়ক বা যে বাজায় তারা কি নিজের ইচ্ছে মতন স্কেল বেছে নেয়? গায়ক কিসের ভিত্তিতে স্কেল বাছে (এই প্রশ্নটা মনে হয় যে কোনো ভারতীয় গানের ক্ষেত্রে আসবে)?
  • Abhyu | 173.200.128.42 | ১৯ মে ২০১০ ১৮:৩৩448499
  • টু দ্য বেস্ট অফ মাই নলেজ, ও সব কিচ্ছু নাই। ইচ্ছেমতো স্কেল নাও। হেমন্ত মুখার্জ্জী হলে নীচে, ঋতু গুহ হলে উপরে। এবং ঐ খরজ পরিবর্তনও হয় নেই, নয় খুব খুব কম। আকার মাত্রিক স্বরলিপিতে কি করে সেটা বোঝাবে সেটাও জানি না।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৮:৩৫448500
  • মানে যার গলা যতটা চলে সে সেরকম স্কেল পছন্দ করবে, তাই তো? কিন্তু এরকম তো হতেই পারে - কোনো একটা গান নীচু স্কেলে ভাল্লাগে না, একটু উঁচু স্কেলে ভাল্লাগে। তখন? যে প্রথম শিখছে ধরো, সে কি করবে (তার গলা হয়তো নীচু থেকে উঁচু - সবেতেই দিব্যি চলে)?
  • Abhyu | 173.200.128.42 | ১৯ মে ২০১০ ১৮:৪৩448502
  • শাস্ত্রীয় সঙ্গীত শিখবে :)

    ইয়ার্কি না, অন্য কারো উত্তরের জন্যে ওয়েট কর।
  • pi | 72.83.210.50 | ১৯ মে ২০১০ ১৮:৪৩448501
  • যে স্কেলে গেয়ে সুখ পাচ্ছে, স্বচ্ছন্দ বোধ করছে, তাতেই গাইবে।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১৮:৪৮448505
  • আমার কোশ্চেনটা মনে হয় ইন জেনারেল ভারতীয় সঙ্গীত নিয়েই। যেহেতু কোথাও কোনো গাইডলাইন নেই, তাই ইচ্ছেমতন গাওয়া/বাজানো যায়। শিল্পীর প্রচুর স্বাধীনতা, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনের প্রবলেম। সিএমএম হইবো না:-)
  • Abhyu | 173.200.128.42 | ১৯ মে ২০১০ ১৮:৪৮448503
  • পাইয়ের সাথে ক। তবে কি না, আসল উত্তর হল, মাস্টার মশাই যে স্কেল ঠিক করে দিচ্ছেন তাতেই গাইবে। আর শুরুতেই গান কী? সা রে গা, রে গা মা, গা মা পা, মা পা ধা, ...:)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন