এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২১৫৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ০১ জুন ২০১০ ১২:০৪448640
  • "এ মণিহার'-এর যে ইংরিজীর কথা ইশান বলছিলো সেটা খুঁজে বের করলুম - আমার কাছেই ছিলো (ইট টেক্‌স মি সামথিং সামথিং)। ওটা অনুবাদ - কার জানি না, অতি বিশ্রী লাগে শুনতে।
  • Samik | 121.242.177.19 | ০১ জুন ২০১০ ১৩:৫৭448641
  • যাচ্চলে, আগে বলবে তো। ও তো আমার কাছেই আছে, তোমার থেকেই পেয়েছিলুম।

    হিন্দুস্থান রেকর্ড্‌সের পুরনো ডিস্কে দেবব্রত তিনটি রবীন্দ্রসঙ্গীতের ইংরেজি গেয়েছিলেন। বাকিগুলো ঘরোয়াভাবে রেকর্ডিং করা। সেই তিনটি গান হল : বড় আশা করে, তোমার হল শুরু, আর ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।
  • lcm | 69.236.171.60 | ০১ জুন ২০১০ ১৪:০০448642
  • ঐ ইংরেজি ভার্সান গুলি কেমন জানি, সুবিধার নয়... আমাগো কানে কেমন লাগে, সাহেবদের কেমন লাগে কে যানে...
  • samik | 121.242.177.19 | ০১ জুন ২০১০ ১৪:১২448643
  • সে তো নয়ই, কেমন শুকনো মটরদানা চিবনোর মত শুনতে লাগত, বাবার কেন জানি গানগুলোর প্রতি কেমন একটা হ্যালু ছিল, তাই আমিও হ্যালু খাবার চেষ্টা করেছিলাম। পোষায় নি।
  • Arijit | 61.95.144.122 | ০১ জুন ২০১০ ১৫:০৪448644
  • ইশান সেদিন এটার কথা বলার পর থেকেই মাথায় ঘুরছিলো - মনে হচ্ছিলো আগে শুনেছি, কিন্তু সিওর হতে পারছিলাম না। আজ আইটিউনসের লাইব্রেরী ঘেঁটে বের করলুম।

    অনুবাদগুলো কে করেছিলেন জানা যায়?
  • Samik | 121.242.177.19 | ০১ জুন ২০১০ ১৬:৪২448645
  • অরিজিতের কলেকশনে যে কটা গানের ইংরেজি গান আছে তা হল :

    এতদিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে
    বসন্তে ফুল গাঁথল
    এ মণিহার আমায় নাহি সাজে

    সবকটা ইংরেজিই ঐ ... মটরদানা চিবনোর মত।
  • Arijit | 61.95.144.122 | ০১ জুন ২০১০ ১৬:৪৫448646
  • আগের তিনটেও আছে - ওই ক্লান্তি আমার, বড় আশা করে ইত্যাদি।
  • Kartuj | 125.20.3.146 | ০১ জুন ২০১০ ১৬:৪৭448647
  • ও জর্জমামার নিজেরি করা।
  • Babun | 115.241.255.108 | ৩০ জুলাই ২০১০ ১৩:২২448649
  • "তুই আয় রে কাছে আয়' -ও খুব সম্ভবত ভাঙা।
  • Z | 203.78.217.151 | ৩১ জুলাই ২০১০ ০৩:০৩448650
  • রবি ঠাকুরের "হে ভৈরব, শক্তি দাও" গানটা অনেক খুঁজেও পাচ্ছি না। কেউ কি সাহায্য করতে পারবেন?

    আগাম ধন্যবাদ।
  • pi | 72.83.80.136 | ০১ নভেম্বর ২০১০ ২০:৫৯448651
  • সেদিন পার্থ ঘোষ, গৌরী ঘোষের অনুষ্ঠান, 'রবিবাবুর গান বনাম রবীন্দ্রসঙ্গীত' এর সুবাদে অনেক কিছু শুনলাম, জানলাম। শুনলাম, বহু গানের প্রথম রেকর্ড। জানলাম, গান আর গায়ক গায়িকাদের নিয়ে নানা তথ্য, গল্প-গাছা। এই যেমন, আমার মাথা নত করে দাও হে তোমার, তার প্রথম রেকর্ডিং কে. মল্লিকের। কে নামের অন্তরালে কে ? না, কাইসার মল্লিক। হ্যাঁ, একজন মুসলমান। গেয়েছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। এ নিয়ে তারপর সমাজে প্রচুর ঝামেলা ও হয়। তারপর ই কাইসার হয়ে যান কে। আরো প্রায় ষাটখানি গান রেকর্ড করেন তিনি। এমনি সব গল্প। পরে লিখবো আরো কিছু, আর 'রবিবাবুর গান' গুলো হুনে কেমন লাগলো, তাও :)

  • Kartuj | 59.93.218.26 | ০১ নভেম্বর ২০১০ ২১:১৫448652
  • কাইসার বোধায় নয়। ওনার নাম ছিল কাসেম মল্লিক। বাড়ি বর্ধমানের কুসুম গ্রামে। চিৎপুরের গোরাচাঁদ মল্লিকের সহায়তায় বেকা কোম্পানিতে আগমনী, শ্যামাসঙ্গীতের একাধিক রেকর্ড করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেগুলির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ তিনি মুসলিম। তাই কাসেমের কে এবং গোরাচাঁদ মল্লিকের মল্লিক নিয়ে তিনি কে মল্লিক নামে পরিচিত হলেন। এই নামেই বিজয়া, ভক্তিগীতি, রবিবাবুর গান রেকর্ড করেছিলেন।

    সবই এই শারদীয় নবপত্রিকালব্ধ জ্ঞান।
  • Shibanshu | 59.93.65.229 | ০২ নভেম্বর ২০১০ ১২:৫৩448653
  • কার্তুজ ঠিক লিখেছেন।
  • arup kanti das | 79.54.13.102 | ০৩ নভেম্বর ২০১০ ১৪:৪৭448654
  • আরে সবাই আছেন কেমন? পূজো ভালো কাটলো? খুব ভালো বিষয় শুরু করেছেন সৌরভ বাবু।
    আসল কথা হোল গিয়ে, কবিগুরু ছাড়া বাচবো আমরা? আমার এক পরিচিত ভদ্রলোক-এর একটি রেকর্ড কোম্পানী আছে কোলকাতায়। ওনার কাছে তথ্য আছে যে আজ পর্যন্ত্য পশ্চিমবঙ্গে সঙ্গীত ব্যবসা বাচিয়ে রেখেছেন সেই রাঙ্গামাটীর রুপ দেখে শান্তিনিকেতন চলে যাওয়া আলখাল্লা পরিহিত ভদ্রলোক। একবার খুব আওয়াজ উঠেছিলো: আর কতদিন এই বুড়োর গান আর সাহিত্য নিয়ে কাটাতে হবে! একটা বেশ বিরক্তির ভাব তাতে ছিলো। তারপর এই কথাও উঠেছিলো যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা একটু বেশী বাড়াবাড়ি করি।
    সেই প্রসঙ্গে সুনীল গাঙ্গুলী বলেছিলেন: "যাহারাই এই কথা বলিতেছেন, তাহারাই নিজেদের অজান্তেই স্নান করিতে করিতে রবিঠাকুরের দুকলি গাইবেন বা গান।"
    সবাই ভালো থাকুন। আমি, "যে রাতে মোর দূয়ারগুলি" চালিয়ে দিলাম।

  • Samik | 121.242.177.19 | ০৩ নভেম্বর ২০১০ ১৪:৫৮448655
  • বুড়ো আছে বলেই আজও বাংলা সিরিয়াল চলছে, লোকে কেটে কেটে সিরিয়াল থেকে রবীন্দ্রসঙ্গীত তুলে রাখছে ইউটিউবে। বই আর গানের সিডি তো বাদই দিলাম :-)
  • kd | 59.93.254.157 | ০৩ নভেম্বর ২০১০ ১৮:৫২448656
  • এখন স্টার জলসায় "গানের ওপারে' নামে একটা খুব ভালো সিরিয়াল হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে। যাঁরা এটা শুরু থেকে (মানে ২৮শে জুন থেকে) দেখতে চান, youtubebuntuli1803এর আপলোড করা GNO series দেখতে পারেন।
  • DeMu | 122.248.183.1 | ১২ জানুয়ারি ২০১১ ১৫:৫৬448660
  • দাদুর গানের কথা হেথা কেহ ত বলে না। সুর লাগানো নিয়ে আমার কিছু অজ্জিনাল বক্তব্য আছে। কবিতার কাছ-ঘেঁষা সুর লাগানো নিয়ে একটা লিখেছি।
    ওনার সুর অনেক ক্ষেত্রে কেমন শব্দার্থ বাচনভঙ্গী আনুসারে হয়েছে সেই নিয়ে। খানিকটা গুগলে তুলেছি।

    http://sites.google.com/site/demukher/

    মন্তব্য সমালোচনা কাম্য।
  • Nina | 68.84.239.41 | ১৩ জুন ২০১১ ০২:৪০448661
  • gitabitan.net
    এবং
    [email protected]

    এই দুটি লিঙ্কে সময় করে যদি একটু পড়েন ও মতামত দেন , খুব ভাল হয়।
  • achintyarup | 59.93.242.103 | ১৩ জুন ২০১১ ০৩:০৮448662
  • [email protected] খুলতে পারলুম না, কিন্তু gitabitan.net দারুণ লাগল। ভুলে যাওয়া রবীন্দ্রসঙ্গীতের কথা খোঁজার জন্যে এতদিন আমি rabindrasangeet.org ব্যবহার করতুম। কিন্তু তাদের তালিকা এখনও অসম্পূর্ণ। শেষ বার তিনেক হতাশ হয়ে বইয়ের তাক থেকে গীতবিতান নামাতে হয়েছে।
  • nyara | 122.172.31.24 | ১৩ জুন ২০১১ ১৯:১৩448663
  • এ তো অসম্ভব ভাল এক কাজ - gitabitan.net-এর কথা বলছি। একজনের পক্ষে এই মাপের করা চাট্টিখানি কথা নয়। ভাবা যায় না! নীনাদি, যথাস্থানে অভিনন্দন জানিয়ে দেবেন।
  • siki | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২২:১৯448665
  • অত্যন্ত ভালো উদ্যোগ, নি:সন্দেহে।

    তবে এর কাছাকাছি একটা সাইট আছে, আগে লিংক দিয়েছিলাম, http://www.geetabitan.com/

    রবীন্দ্রসঙ্গীতের সবকিছু। তাল, সুর, কথা, স্বরলিপি, স-ব।
  • Nina | 12.149.39.84 | ১৩ জুন ২০১১ ২৩:১১448666
  • ন্যাড়া, অবশ্যই জানিয়ে দেব। তোমাকে ও ধন্যযোগ। মানুষটি অত্যন্ত গুণি , গানের ক্ষেত্রে ওনার জ্ঞান দেখে আমি মুগ্‌ধ। ওনাকে অনুরোধ করেছি গুরুতে লিখতে, বলেছেন লিখব। উনি গুরু পড়েন। তোমরা অনেকেই জান ওনাকে Dr Sumit Roy

    শমীক , তোমর উত্তরবঙ্গ লেখার ভক্ত উনি।
  • siki | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২৩:২৫448667
  • ধন্যবাদ। আমিও ওঁর একা হাতে বানানো এই বিশাল মাপের কাজটা দেখে ওঁর পাখা হয়ে গেলাম।
  • achintyarup | 59.93.247.142 | ১৪ জুন ২০১১ ০৪:৫২448668
  • হরেনবাবুর গাওয়া রবিবাবুর গান মন্দ লাগল না। এরকম আরেকটি গান রেডিও থেকে রেকর্ড করেছিলাম বহুদিন আগে, খুঁজে দেখতে হবে কোথায় আছে। খেমটা ঢং-এ গাওয়া, গায়িকার নাম মনে নাই। কথাগুলি মোটামুটি এ রকম:

    সে পুরানো দিনের কথা
    ভুলবি কি রে হায়
    ওসে চোখের দেখা প্রাণের কথা
    ভোলা কি রে যায়
    আরেকটি বার আয় রে সখা
    প্রাণের মাঝে আয়
    ...
    আবার যদি দেখা হল সখা
    প্রাণের মাঝে আয়
  • Shibanshu | 117.195.173.27 | ১৪ জুন ২০১১ ১৩:০৯448669
  • আমার FBর এক বন্ধু এই সাইটটির খোঁজ দিয়েছিলেন। আমি বেশ কিছু দিন ধরেই সংকলক শ্রী সুমিত রায়ের গুণমুগ্‌ধ। FB তে জানিয়েছিলাম, আবার এই পাতাতেও আমার মুগ্‌ধতা জানিয়ে গেলাম। এতো শ্রমসংকুল উদ্যম বোধ হয় প্রবাসী বাঙালিরাই নিতে পারে। :-)
  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১৩:১২448671
  • গীতবিতান ডট্‌ নেট্‌ - এক অসাধারণ প্রয়াস।
    গান শোনাও যাচ্ছে, কিছু গান একাধিক শিল্পীর কন্ঠে, মাল্টিপ্‌ল লিংকস,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন