এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২১৮৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.75.216 | ১২ মে ২০১০ ১১:৪৮448273
  • আর কিছু বলার আগে এই বাক্সের প্রথম পাঁচটা ফাইল সবাইকে শুনিয়ে পালাই।

    http://www.esnips.com/web/otherSongs1/

    ক্যাসেটটা বেরিয়েছিল ১৯৯৭ সালের ২৫শে বৈশাখের সময়ে। এর সমকক্ষ ক্যাসেট আর একটাও পাই নি আজ পর্যন্ত। অনেকেরই হয় তো শোনা।
  • Samik | 122.162.75.216 | ১২ মে ২০১০ ১১:৫১448274
  • দাদু কী কী বাজনা পছন্দ করতেন সেটা র একবার বলেছিল ভুলে গেছি। শুধু সারেঙ্গী / তানপুরা এই রকম কিছু বলে গেছিলেন বোধ হয়। দাদু নিজে পঙ্কজ মল্লিকের দিনের শেষে ঘুমের দেশে-র সুর পছন্দ করেন নি, স্টীম রোলার না কী একটা বলেছিলেন শুনেছি। আবার এই গল্পটা পুরোটাই যে গুল্প, এমনও শুনেছি।
  • nyara | 203.110.238.16 | ১২ মে ২০১০ ১১:৫৫448275
  • আজকের শুদ্ধতাবাদী গেলকালের পরীক্ষাবাদী। আজকে যারা রবীন্দ্রনির্দেশিত পথ বলে রব তুলছেন, তারা তাদের নিজেদের ইন্টারপ্রিটেশনকে পথ বলে চালাচ্ছেন।

    রবীন্দ্রনাথ নিজের গানের সঙ্গত সম্বন্ধে কিছু বলে যাননি। পরোক্ষ কিছু নির্দেশ থাকতে পারে। ছবি আছে রবীন্দ্রনাথের গানের সঙ্গে অবনীন্দ্রনাথ এসরাজে সঙ্গত করছেন। শান্তিনিকেতনে এসরাজের সঙ্গে গান গাওয়া-শেখা চলত। ডোয়ার্কিনের হার্মোনিয়ামের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ এনডোর্সমেন্ট দিয়েছিলেন। অর্গানের সঙ্গতে গ্রামাফোন রেকর্ড রবীন্দ্রনাথের ছাড় পেয়েছিল। তাহলে এগুলোই কি শুধু রবীন্দ্রনির্দেশিত পথ? তাহলে সুবিনয় রায়ের সত্তর দশকের রেকর্ড 'এ কি সুধারস আনে' গানে অ্যাকর্ডিয়ান আর রিদম গিটারের সঙ্গত অরাবীন্দ্রিক? দেবব্রত বিশ্বাসের গানে ডাবল বেসের অ্যারেঞ্জমেন্ট কি অরাবীন্দ্রিক? সত্যজিতের স্ট্রিং সেকশন নিয়ে অ্যারেঞ্জমেন্ট কি অরাবীন্দ্রিক?

    রবীন্দ্রনাথের গানে যা পরীক্ষা হচ্চে তা প্রধানত: অ্যারেঞ্জমেন্ট নিয়ে পরীক্ষা। সেখানে ঠিক-ভুল নেই, কারণ সেখানে কোন রবীন্দ্রনির্দেশিত পথ নেই। হুল্লাল্লা সেই অ্যারেঞ্জমেন্টের পরীক্ষা। যেকোন পরীক্ষার মতন এতেও পাশ-ফেল আছে। যদিও তা সাবজেক্টিভ।

    অজয় চক্রবর্তীর রবীন্দ্রসঙ্গীত গায়কির পরীক্ষা। সেখানেও পাশ-ফেল আছে। গায়কি নিয়েও রবীন্দ্রনির্দেশিত পথ নেই। শন্তিনিকেতনের গাইবার ঢং এক; গীতবিতানের গাইবার ঢং আরেক; দক্ষিণীর আরেক। কে পথ বলে দেবে?

    রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলে যদি বাংলায় পিএইচডি, উচ্চাঙ্গ সঙ্গীতে সঙ্গীত-রত্নাকর, গায়ে বাসন্তী উত্তরীয়, মাথায় শিউলির মালা পরে ট্রেনড হতে হয়, তাহলে রবীন্দ্রসঙ্গীত ক্রম-এলিটিস্ট হতে হতে ইন্ডিয়ান মিউজিয়ামে ঠাঁই নেবে। সদর রোডেই শেষ।
  • Blank | 170.153.65.102 | ১২ মে ২০১০ ১২:০০448276
  • আমি সাহানা বাজপেয়ী শুনে শুনে ফিদা। পুরো ফিদা।
    আর ওদিকে 'উল্লাল্লা' টুকুনি কে বাদ দেওয়াই যেতো, শোনার সময়ে মনে হচ্ছিলো যে ওটা অকারন এসেছে।
  • Arijit | 61.95.144.122 | ১২ মে ২০১০ ১২:০১448277
  • চলো।

    উল্লাল্লা+ = ২
    উল্লাল্লা- অলরেডি >

    ;-)
  • san | 203.91.201.56 | ১২ মে ২০১০ ১২:০৩448278
  • আমারও সাহানা, অর্ণব দুজনেরই কিছু গান বেশ ভাল লেগেছে।

    সাহানার গলায় 'তোমার খোলা হাওয়া' শুনে অনেকেই বলল কেমন যেন নিÖপ্রাণ, আমার এদিকে হেবি পছন্দ হয়ে গেল।
  • a x | 99.188.84.146 | ১২ মে ২০১০ ১২:০৮448279
  • আমার সাহানা অর্ণব ভাল্লাগলোনা। কেমন সুর কম, ভাব কম লাগল। বিক্রম সিং ভীষণ ভালো লাগল। আবার বিক্রমের বাবাকে আমার তেমন ভালো লাগেনা।
  • lcm | 69.236.172.194 | ১২ মে ২০১০ ১২:০৯448280
  • হিট্‌ রবীন্দ্রসংগীত....
    সুপার হিট রবীন্দ্রসংগীত...
  • Arijit | 61.95.144.122 | ১২ মে ২০১০ ১২:১০448281
  • মোহন সিং-এর কিছু কিছু গান ভালো লেগেছে। বিক্রমের সিডি কিনবো।
  • Samik | 122.162.75.216 | ১২ মে ২০১০ ১২:১৩448283
  • মোহন সিং আমার কাছে কিছু আছে। চাইলে পাঠাতে পারি।

    বিক্রমের লিংকগুলো যেন কোন টইতে দেওয়া ছিল? আরেকবার এইখানে দেওয়া যাবে?
  • san | 203.91.201.56 | ১২ মে ২০১০ ১২:১৪448285
  • আমারও মোহন সিং ভালো লাগেনি কিন্তু বিক্রম সিং খুব ভালো লাগছে।

    এখানে লেখার নয় কিন্তু বিক্রমের সেই বাবুল মোরা , যতবারই শুনি ....
  • lcm | 69.236.172.194 | ১২ মে ২০১০ ১২:১৪448284
  • উল্লালা.... মানে ঐ বং কানেক্‌শন-এর গান.... পাগলা হাওয়ার বদল দিনে....
    সে তো সুপার হিট্‌ রবীন্দ্রসংগীত-এর সিনেমায় ব্যবহার....
    রবীন্দ্রসংগীতের ক্লাসিক শ্রোতারা আবার হিট্‌ রবীন্দ্রসংগীত গুলি খুব একটা পছন্দ করেন না।
  • san | 203.91.201.56 | ১২ মে ২০১০ ১২:২১448286
  • সিকি, এইটা তোমার গান-৩ এ শেষ দুটো পাতায় দেখো।

    আমার কম্পুতে সার্চ কাজ করছেনা নয়তো লিংক কপি করে দেওয়া যেত।
  • Kartuj | 125.20.3.146 | ১২ মে ২০১০ ১২:২৪448287
  • 'শান্ত মন' নিয়ে স্যান আর অশান্ত নন তো? আশাকরি আমার আসল বক্তব্য ক্লিয়ার হয়েছে এবার।
  • san | 203.91.201.56 | ১২ মে ২০১০ ১২:২৯448288
  • আরে চাপ নেবেন না। :-)
  • Kartuj | 125.20.3.146 | ১২ মে ২০১০ ১২:৩৪448289
  • চাপ নিই নাই, কেবল হাওয়া মাপছিলুম। তা দেখছি ঝড়ের পূর্বাভাস আর নেই। :-))
  • PT | 203.110.247.221 | ১২ মে ২০১০ ১২:৫৯448290
  • ঘটক বাবুর রবীন্দ্রসংগীতের প্রয়োগ ব্যাপক ''হিট"" হয়েছিল মেঘে-ঢাকা-তারাতে-- কেউ কেউ সেই কাজটিকে রবি গানের শ্রেষ্ঠতম প্রয়োগ বলে মনে করেন। তবে তরুণ মজুমদার খুব একটা কম যাননা -- দাদার কীর্তিতে ""চরণ ধরিতে"" এবং আলো ছবিতে অনেকগুলো রবি-গান ভালই ""হিট"" হয়েছিল। কেউ তো সে ব্যাপারে নাক সিঁটকিয়ে ছিলেন বলে শুনিনি।
  • lcm | 69.236.172.194 | ১২ মে ২০১০ ১৩:০৩448291
  • আরে, সে তো ঋত্বিক/তরুন... বলেই না।
    শক্তি সামন্ত অমানুষ-এ রবীন্দ্রসংগীত লাগালে তখন দেখতে...

    সত্যজিৎ-বাবু কিশোর-কে দিয়ে গাইয়েছিলেন। নেহাৎ, সত্যজিৎ বলে রেহাই। তাও নাক সিঁটাকানো কি একেবারে হয় নি।
  • lcm | 69.236.172.194 | ১২ মে ২০১০ ১৩:১২448292
  • কিছুদিন আগে আনন্দবাজারে একটা লেখা পড়লাম। সত্যজিৎ বেঁচে থাকলে রবীন্দ্রজয়ন্তীর ১৫০ বছরে কি করতেন। লেখক বলেছেন, কিশোরে নাই, সেক্ষেত্রে হয়ত মোহন সিং-কে দিয়ে রবীন্দ্রসংগীত গাওয়াতেন।
  • Arijit | 61.95.144.122 | ১২ মে ২০১০ ১৩:১৮448294
  • কিশোরকে দিয়ে গাওয়ানোর পিছনে সত্যজিত রায়ের যুক্তি ছিলো। তবে বুড়ো বয়সে বাড় খেয়ে কিশোদ্দা ক্যাসেটটা বের না করলেই ভালো করতেন - বহুত ঝুল হয়েছিলো।
  • Kartuj | 125.20.3.146 | ১২ মে ২০১০ ১৩:২২448295
  • সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে তে অমিতকুমার বলছিলেন, কিশোর যখন রবিগান রেকর্ড করেন, তখন অলরেডি একবার তাঁর হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর সেই সময় টানা বেশ কিছুদিন কোনো হিন্দী সিনেমায় প্লেব্যাক করেন নি। এতেই প্রমাণিত যে কি পরিমাণ আন্তরিকতা আর ডেডিকেশন তাঁর ছিল রবিগানের ব্যাপারে। গায়কীতেও তাঁর সেই চেষ্টার প্রতিফলন আমরা কিন্তু দেখি।
  • kartuj | 125.20.3.146 | ১২ মে ২০১০ ১৩:২৪448296
  • হয়ত ততটা মনোগ্রাহী হয়নি, তবু সেই effortটার একটা মূল্য তো আছে।
  • . | 125.18.104.1 | ১২ মে ২০১০ ১৩:২৬448297
  • ভালো লাগা এবং না লাগা একটা স্তরে অবশ্যই ব্যক্তিগত এবং তর্কাতীত, কিন্তু গান ব্যাপারটা শুধুই সেই স্তরে সীমিত থাকলে সুদীর্ঘকাল ধরে প্রবহমান গানের সমালোচনার ধারাটাকে শিকেয় তুলে রাখতে হয়। অতএব, ব্যক্তিগত পছন্দ ও অপছন্দ ছাড়া গানবাজনা নিয়ে আলোচনার আরও একটি স্তর রয়েছে, এবং সেই আলোচনার কিছু ঐতিহাসিকভাবে যুক্তিগ্রাহ্য ও বোধগ্রাহ্য মাপকাঠিও রয়েছে। রবীন্দ্রনাথের গানের সমস্যা হল- রবীন্দ্রনাথে গানের পরীক্ষার পাশ ফেল আছে, কিন্তু সেই পাশ ফেলের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। আবার কোনো মাপকাঠিই নেই সেটা বলাও কঠিন। বহু দশকের শ্রবণ অভ্যাস রবীন্দ্রনাথের গানের অনুরাগী শ্রোতাদের কানে একধরনের মাপকাঠি তৈরি করে দিয়েছে যা নিয়ে একটা অনুক্ত অথচ সম্মিলিত সায়ও রয়েছে। দেবব্রত বিশ্বাসকে একচুল কম ভালো লাগে আর সুবিনয় রায়কে দুইচুল ভালো লাগে- এইরকম চুলচেরা তর্ক সঙ্কেÄও সংখ্যাগরিষ্ঠ অনুরাগী পঙ্কজ-হেমন্ত-দেবব্রত-সুবিনয়-রাজেশ্বরী-সুচিত্রা-কণিকার ধারাকেই গানের মূল ধারা হিসেবে মেনে নিয়েছেন। উল্লেখ্য এদের গায়কী একরকম নয়, অ্যারেঞ্জমেন্টে তফাৎ রয়েছে- কিন্তু সব মিলিয়েজুলিয়ে এঁদের গান যে কাঠামোটা তৈরি করেছে, সেটাই আপাতত: সংখ্যাগরিষ্ঠ দীক্ষিত শ্রোতার কাছে "রবীন্দ্রসঙ্গীত"। এই কাঠামোর মধ্যে ব্যাপক গরমিল থাকলে অনেকেরই কানে লাগতে পারে। কিন্তু সেই কানে লাগাটা আদৌ রসভঙ্গের কারণে, নাকি অভ্যাসে নাড়া দেওয়ার ফলে- তা কিভাবে ঠিক হবে?

    ব্যক্তিগতভাবে মনে হয়, রবীন্দ্রনাথের গান বিচার করার জন্য পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের কাঠামোটা বেশি উপযুক্ত। রবীন্দ্রনাথ গানের সংরক্ষণের ব্যাপারে প্রচুর ভেবেছেন এবং যথাসম্ভব নিজের গানকে একটা কাঠামোর মধ্যে বেঁধে ফেলার চেষ্টা করেছেন। কথা, সুর, তাল - মোটামুটিভাবে সুনির্দিষ্ট। কিন্তু গায়ক বা গায়িকাকে স্বাধীনতা দিয়েছেন, যে ব্যাখ্যার বহুস্বর তৈরি হতে পারে গায়কী এবং যন্ত্রানুষঙ্গের মধ্য দিয়ে। পাশ্চাত্য সঙ্গীতের ক্ষেত্রেও মোটামুটি একই ধাঁচা। পাশ্চাত্য সঙ্গীতেও ধ্রুপদী সুর নিয়ে বহু পরীক্ষানিরীক্ষা হয়েছে। ধরা যাক আমার ওয়াটার ফিল্টারে জল ভরার সময় যখন বীঠোফেনের "ফার এলাইজা" বাজে- একরকম পরীক্ষা তো বটেই। এইরকম প্রচুর সুরেরই ওয়াটার ফিল্টার সংস্করণ থেকে মেটাল রক সংস্করণ- বহু সংস্করণ রয়েছে। এ নিয়ে যেমন গেল গেল করারও কিছু হয় নি আবার এটাও ঠিক যে বেশির ভাগ সংস্করণই শ্রবণগ্রাহ্য নয়। এই শ্রবণগ্রাহ্যতা ঠিক হয় কি ভাবে? প্রথমত সুর, তাল ও কথা- এটা মৌলিক। এখানে খুব বেশি স্বাধীনতা নেওয়ার সুযোগ নেই। যদি ভাবের ব্যাখ্যা করতে গিয়ে গানটা অফ-কি হয়ে যায় তাহলে সেটা বাজে গান- এটা নিয়ে কোনো তর্কই নেই। এর পরে আসে গায়কী, যন্ত্রানুষঙ্গ ইত্যাদি। সেটা ঠিক হল নাকি ভুল হল তা ঠিক করার একটিই মাপকাঠি- গানের স্পিরিট, বা ভাব। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সোজা, কারণ জলজ্যান্ত কথা রয়েছে, এবং বহুক্ষেত্রে সেই গানের ব্যাকগ্রাউন্ড ইত্যাদি নিয়ে প্রচুর লেখাপত্র রয়েছে। ধরা যাক নাইন্থ সিম্ফনি। যারা কারাজান বা বার্নস্টাইন শুনে এসেছেন তারা জানেন নাইন্থ সিম্পনির ইন্টারপ্রেটেশন কি হতে পারে। বা গোল্ডবার্গ ভেরিয়েশন। গ্লেন গৌল্ড মাপকাঠিটা বেঁধে দিয়েছেন। ওটাই মাপকাঠি। ঠিক তেমনই জর্জ বিশ্বাসের "আমি চঞ্চল হে"। বা অমিয়া ঠাকুরের "এ পরবাসে"। অন্যভাবে গাওয়া যায় না তা নয়, কিন্তু গানের স্পিরিটের ওটাই মাপকাঠি। ঐ নিরিখেই বিচার হবে যে পরবর্তী অন্য কোনো ইন্টারপ্রিটেশন উতরেছে নাকি উতরায় নি। একটা ইন্টারেস্টিং ভিডিও লিঙ্ক দিই- মার্ক স্টিলের বেঠোফেনের উপর বক্তৃতা-


    কাজেই, "এটা আমার ভালো লাগে, ওটা পোষায় না" ইত্যাকার নিতান্ত ব্যক্তিগত মন্তব্য নিয়ে তর্কাতর্কি ছাড়াও রবীন্দ্রনাথের গান নিয়ে যুক্তিগ্রাহ্য আলোচনার একটা কাঠামো তৈরি করা সম্ভব।
  • lcm | 69.236.172.194 | ১২ মে ২০১০ ১৩:২৭448298
  • কৈশোরকে ব্যবহার করার জন্য সত্যজিৎ কোনো যুক্তি দেন নি, ঠিক মনে হয়েছে তাই ব্যবহার করেছেন। অনেকের পছন্দ হয় নি।

    আর, রবীন্দ্রসংগীতের ক্যাসেটটা ঠিক কিশোরদার ইয়েতে হয় নি। মিউজিক অ্যারেঞ্জার ছিল হেমন্ত। কিশোর-এর পপুলারিটি-কে ক্যাশ করে দু পয়সা কামানোর জন্য মেগাফোন বের করেছিল।
  • SC | 128.237.254.93 | ১২ মে ২০১০ ২১:০৫448299
  • কিশোরকে ব্যবহার করাটা ঠিক অতটা ভালো লাগেনি।
    আমার কাছে সিন্মায় রবীন্দ্রসঙ্গীতে ঋত্বিকই শেষ কথা।
    দাদার কীর্তি আর আলো বেশ ভালো কিন্তু ঋত্বিক ঠিক যে লেভেলে এপিল করে, সেখানে পৌঁছতে পারেনি।
  • PT | 203.110.246.230 | ১৩ মে ২০১০ ০৯:০৮448300
  • ঠিক! ঠিক!
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ১৪:১৫448301
  • উ: , দীপু যে কী করে ভাবলো অমন পোস্ট আমি করতে পারি !! x-(

    যাহোক, . কে একটি প্রশ্ন ছিলো।

    'মাপকাঠি' কীকরে ঠিক হয় ও কে ঠিক করে দ্যায় এবং সেটি ও একমাত্র সেটি ই যে ঠিক , সেটাই বা কীকরে ঠিক হয় ? ঠিক হওয়া জিনিশটাকে মেনে চলাটাই বা কতটা ঠিক ?

  • paina | 61.12.12.83 | ১৩ মে ২০১০ ১৪:২৫448302
  • রাত হল। রাগেনা। ঘুমোতে যাও।
  • . | 125.18.104.1 | ১৩ মে ২০১০ ১৪:২৭448303
  • এইটা তো ঠিক অঙ্ক না যে গুনেগেঁথে বলা যাবে এইটা ঠিক বা সেইটা বেঠিক। তবে দীর্ঘকালের শিক্ষা, চর্চা ও অনুধ্যানের মধ্য দিয়ে যে কোনো শিল্পমাধ্যমেরই ভালোমন্দর একটা মাপকাঠি তৈরি হয়, যেটা বিশেষ কেউ তৈরি করেন না, যেটা সম্মিলিত রসাস্বাদনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তৈরি হয়ে ওঠে, এবং সেই মাপকাঠি নিয়ে প্রায় প্রত্যেকের সহমতি হওয়াও খুবই স্বাভাবিক, যদি তর্কের খাতিরে তর্কের থেকে শিল্পের রসবিচার মূল উদ্দেশ্য হয়। পাড়ার পটলাদার থেকে রবিশঙ্কর ভালো সেতার বাজান, বা চিরঞ্জীব সেন বঙ্কিমচন্দ্রের থেকে ভাল উপন্যাস লিখতেন, বা মহম্মাদ রফির থেকে মুন্না আজিজ অনেক ভালো গায়ক- এই নিয়ে তর্কের খাতিরে তর্ক করা সম্ভব, কিন্তু সেটা তর্ক মাত্র, তার সাথে শিল্পের রসভোগের সম্পর্ক ক্ষীণতম। :-)
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ১৮:২৪448305
  • মুন্না আজিজ কে নিয়ে তক্কো চললেও সাব্বির কুমারকে নিয়ে কোন তক্কো হবে না। আমি ওনার লাইভ পোগ্যাম দেখেছি, নাকে প্লাস্টার পড়ে গান গাইতেন। পর্বতো কি পার সে আবাজ দো বলে যেই টান দিলেন প্লাস্টার খসে গেল, আর সে ওনার কি রাগ কর্তাদের ওপর। ভালো প্লাস্টার না হলে উনি গান গাইতে পারতেন না। সেই থেকে নাকে প্লাস্টার লাগানোটা লোকাল ফ্যাশন হয়ে গেল। এমনকি কুমার শানুও একই পদ্ধতিতে গান করতেন। পাথ ব্রেকিং আইডিয়া সমস্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন