এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৫৪২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 11.39.34.223 | ১৬ মে ২০১৫ ০০:২৯676662
  • আহা ট্যালিমার্ক দিয়ে তো আর এক এক করে গুণতে পারবেনা। হুচি বলবে খুব কম শ্বশুরবাড়ি এত টলারেন্ট , আমি বলব বহু আছে। দুজনেই ( এবং আরো অনেকে) যে যা দেখেছি তার ভিত্তিতে সত্যিকার পার্সেপশন বলব। সার্ভে দরকার ঠিকঠাক জানতে হলে।
  • hu | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ০০:২৯676661
  • বাড়িতে না থাকাটা একটু ক্যামোফ্লাজ করতে পারলে অসুবিধে হবে না। বেড়াতে যাওয়া কিংবা অফিস যাওয়া এইসব দিয়ে। ছুটির দিনে বাড়িতে পুজো আর পুজোর সময় গটমট করে বেরিয়ে গেলে অবশ্যই দুঃখ পাবে। পুজোতে অংশগ্রহন না করলেও অবশ্য পায়। কিন্তু একটু কাজ করে দিলে ভাবে যে ঠাকুর না মানুক, আমার কথা তো ভাবে। সেটুকু ভালো লাগা দেওয়ার চেষ্টা করি।
  • hu | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ০০:৩৪676663
  • না না আমার শ্বশুরবাড়ি তো সেদিক দিয়ে খুবই টলারেন্ট। আমি বেরিয়ে গেলেও কাকিমা মুখে কিছুই বলবে না। আমার মা হলে অবশ্যই বলত।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ০০:৩৯676664
  • আমার মনে হয়, এখনকার বেশিরভাগ শ্বশুর শাশুড়িরা খুবই টলারেন্ট। তবে নাস্তিক ইন ল নিয়ে অসুবিধে হবেনা এমন না, হবে।
  • lcm | 60.242.74.27 | ১৬ মে ২০১৫ ০৬:৪৪676665
  • এইয়ো! হুচি, হুচি হইল গিয়া আসল নাস্তিক - পুজোর রান্নাবান্না কইরা দেয় কিন্তু পুজোআচ্চায় বিশ্বাস নাই। হেইডাই কইতে চাইছিলাম। পাঁকাল মাছের ন্যায়।
    তর্জন, গর্জন - এসব নয়।
  • সিকি | ১৬ মে ২০১৫ ০৬:৫৫676666
  • এইবারে এলসিয়েমদা শিওর আমারও পোসোংসা করবে।

    সিকিনীর পিতৃবিয়োগের পরে তারে পারলৌকিক রিচুয়ালসের প্রতিটা কাজে হাত বাড়িয়েছি, অন ডিম্যান্ড। ফল কেনা, ধুতি গামছা কেনা, মায় গঙ্গার মাটি নিয়ে আসা, সমস্ত করেছি। কিন্তু কোনও অংবংচংয়ে অংশ নিই নি। সবাই জানত, তাই শোকের বাড়িতেও এ নিয়ে আমায় কোনও জোর করে নি। কোনও অশান্তিও হয় নি।
  • kc | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ০৬:৫৮676667
  • অংবংচংয়ে জামাইএর আবার ক্ষী রোল? অ্যাঁ?
  • সিকি | ১৬ মে ২০১৫ ০৭:০৩676668
  • দুচাট্টি রোল থাকে।
  • aka | 34.96.239.132 | ১৬ মে ২০১৫ ০৭:০৮676671
  • স্মাইলি পড়ে নাই
  • aka | 34.96.239.132 | ১৬ মে ২০১৫ ০৭:০৮676669
  • কোন রোল নাই, বাজার করা ছাড়া।

    তবে সিকি নাস্তিকতাকে একেবারে রিলিজিয়াসলি ফলো করে। নাস্তিক ধম্মো নামে একটা ধম্মো হলে সিকি হবে মহঃম্মদ বা জেশাস।
  • kc | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ০৭:০৯676673
  • কী রোল? বল বল। আমার শাউরিদেবী মারা যাওয়ার সময় আমার তো কোনও রোল দেখিনি। আমার তো অশৌচও হয়নি। তাই জিগাচ্ছি। ইন ফ্যাক্ট বউ মরলে বরেরও কোনও রোল দেখিনা। তবে সে অন্য গল্প।
  • aka | 34.96.239.132 | ১৬ মে ২০১৫ ০৭:০৯676672
  • লাস ট্রাই ঃ)
  • সিকি | ১৬ মে ২০১৫ ০৭:১৭676674
  • ক্ষুবই সামান্য - এক তো উচ্ছুগ্যুর একটা ব্যাপার থাকে, সেটা উপস্থিত সকলকেই করতে হয় বলে শুনলাম, কিছুই না, মন্ত্র পড়তে পড়তে থালায় চালকলাটাকাধুতি নিয়ে ফটোর সামনে রাখা, আর শেষে শান্তির জল নেওয়া। দুটিতেই মানা করেছিলাম, কেউ জোর করে নি। পুজো শুরু হবার পরেই আমি কেটে পড়েছিলাম, শেষ একঘন্টা গ্যালারিতে বসে দেখেছি।

    সইত্য কথা বলি - অশৌচের ফান্ডা আমার ক্লিয়ার নাই। আমার কাকা মারা গেলেন - বাবার যমজ ভাই, তখন আমি লুরুতে। তক্ষুনি আসতে পরি নি, কিন্তু ফোনে ইনস্ট্রাকশন এসেছিল নিয়মভঙ্গের আগে নন ভেজ না খেতে, যথারীতি মানা যায় নি। আর সাতদিন পরে পৌঁছে দেখলাম নিয়মভঙ্গ হচ্ছে, তখন কথা উঠেছিল নাপিতের কাছে গিয়ে চুলে কাঁচি ছুঁইয়ে আসতে, সেটাও কাটিয়ে দিয়েছিলাম। এগুলো অশৌচের পার্ট নাকি আধা-অশৌচ নাকি এমনি লোকাচার - আইডিয়া নাই। পছন্দ হয় নাই, অ্যাডপ্ট করি নাই।
  • aka | 34.96.239.132 | ১৬ মে ২০১৫ ০৭:২৪676675
  • এগুলো কাটানো, নিমরাজি হয়ে নিয়ম মানা সহজ। প্রিয়জনের মৃত্যু হ্যাণ্ডেল করা অনেক সহজ হয় কোন ফেইথ থাকলে। একজন আজ অবধি আছে, কাল সে নেই, ইচ্ছে হলেও কাছে যাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, ঘ্রাণ নেওয়া যাবে না, লজিকালি হ্যাণ্ডেল করা খুব কঠিন। এই আমার উপলব্ধি। আবার কখনো দেখা হবে, যে চলে গেছে সে এখন খুব ভালো আছে এইসব ভাবনা ভাবতে ভালো লাগে।
  • kc | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ০৭:২৭676676
  • অশৌচের ফান্ডা ক্লিয়ার করতে হলে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বা স্মৃতিচিন্তামণি কন্সাল্ট কোরো। ছেলেদের কাকা, কাকি, জেঠা জেঠি মারা গেলে ফুল অশৌচ।

    আর তুমি যেটা বললে সেটা রোল না। সিনেমা দেখতে গেলে যেমন বাদাম ভাজা খেতে হয়, সে টাইপের ব্যাপার। বাদামভাজা না খেয়েও সিনেমা দেখা হয়ে যায়।
  • lcm | 118.91.116.131 | ১৬ মে ২০১৫ ০৭:২৯676677
  • সিকি মাইনাস তজ্জোন-গজ্জোন-বিরক্তি, ঐডা হইল নাস্তিক সিকি।

    দেখো, ধাম্মিক মুসলিম মানুষের কথা ভাবলে আমার চোখের সামনে আইসিসের জল্লাদের ছবি ভেসে ওঠে না। মাথায় টুপি পরে দিনের মধ্যে কয়েকবার নামাজ পড়েন, এমন একজন নিরীহ সাতেপাঁচে না থাকা মানুষের ছবি মনে ভেসে ওঠে।

    ধাম্মিক হিন্দু মানুষের কথায় আমার চোখের সামনে ত্রিশূলধারী গুন্ডাবাহিনীর কথা মনে হয় না, বরং যে ছবিটি ভেসে ওঠে তা হল হাতে জপের মালা, রামায়ণ, সপ্তাহে একবার কালীবাড়িতে গিয়ে বসে থাকা কোনো এক বৃদ্ধা।

    নাস্তিক মানুষের কথা উঠলে, কম্যুনিটিতে পুজো হতে না দেওয়া নিয়ে চেঁচামেঁচি করছে এমন কারো কথা মনে হয় না, দিওয়ারের অমিতাভ বচ্চনের কথা মনে হয়, যে মাকে মন্দিরের সিঁড়ি অবধি পোঁছে দেয়, কিন্তু মন্দিরের ভেতরে যেতে চায় না।

    কারণ, এ সবই ৯৯%।
  • cm | 116.208.7.147 | ১৬ মে ২০১৫ ০৭:২৯676678
  • ঈশ্বর একটি কনসেপ্ট ২,৬, ৪৭ সেরকম। এই কনসেপ্টটি একদল বুঝতে চান একদল চাননা।
  • aka | 34.96.239.132 | ১৬ মে ২০১৫ ০৭:৩০676679
  • জ্জিও, ঐজন্যই গুরু গুরু।
  • lcm | 118.91.116.131 | ১৬ মে ২০১৫ ০৭:৩৫676680
  • আকা ঃ-)
    এক ছোকরা বলেছিল,
    গুরু=অমিতাভ বচ্চন
    গুরুদেব=রবীন্দ্রনাথ ঠাকুর
    গড=শচীন তেন্ডুলকর
  • ranjan roy | 192.69.134.43 | ১৬ মে ২০১৫ ০৭:৪২676682
  • হিন্দি বলয়ে বাবা-মা-কাকা গত হলে 'মহাগুরুনিপাত"-- ফুল অশৌচ, এমনকি শ্বশুর-শাশুড়ি গত হলেও। আর গ্রাম সম্পর্কে কেউ গত হলে মাথা ন্যাড়া করলেই চলবে।
  • b | 24.139.196.6 | ১৬ মে ২০১৫ ০৭:৫৭676683
  • আকার ৭ঃ০৮ এর মূল সোর্সটা বলে দিই। দেখে মনে পড়ে গেলো। বিখ্যাত পদার্থবিদ পল ডিরাক ছিলেন কট্টর নাস্তিক। তা একবার একটা কনফারেন্সে প্রচন্ড চেঁচামেচি করছেন এই সব নিয়ে। আরেক বিখ্যাত পদার্থবিদ উলফগ্যাং পাউলি (জন্মসূত্রে ক্যাথলিক) অনেকক্ষণ শুনে বললেন
    " "Well, our friend Dirac has got a religion and its guiding principle is 'There is no God and Paul Dirac is His prophet.'"
  • sm | 233.223.155.115 | ১৬ মে ২০১৫ ০৮:১০676684
  • সিকির বক্তব্য শুনলাম। অনেক টা JJPT মনে হলো।অঙ্গ বং চঙে বিশ্বাস নেই। ঈশ্বর থাকুক না থাকুক কিসু যায় আসে না।বিপদে পড়লে, নিজেই কাফি। কল্পিত কাউকে ডাকার দরকার বলে মনে করে না। শাঁখা , সিঁদুর, ব্রতকথা,বিয়ে অনুষ্ঠান,সিন্নি এগুলোকে লোকাচার ভাবে। অর্থাত অং বং চঙের অংশ টা বাদ দিয়ে এগুলো দরকাল পড়লে বা কাউকে খুশি করতে মানা যায় বা প্র্যাকটিস করা যায় বলেই মনে করে।

    মন্ত্র তে আপত্তি কিন্তু শ্যামা সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত ? যেখানে সর্বশক্তিমান বা কালীর কথা বলা হচ্ছে? সুর ওকথা ভালো লাগে বলে সেগুলো গাওয়া চলবে?যদি সেগুলো কে গাওয়া যায়, তাহলে মন্ত্র কি আপত্তি করলো? তাকেও তো খালি অসাধারণ ছন্দ ও শব্দের বিন্যাস বলে উচ্চারণ করাই যায়।
    হিটলার নাস্তিক ছিলেন না কারণ পাদ্রী ডেকে বিয়ে করেছিলেন। এই যদি এনালিসিস হয়, তাহলে হিটলার তো বলতেই পারে আমি পুরো পুরি নাস্তিক, খালি বউ খুশি হবে বলে পাদ্রী ডেকেছিলাম।
  • b | 24.139.196.6 | ১৬ মে ২০১৫ ০৮:১৩676685
  • ইভা ব্রাউনকে? কোথায় পাদ্রী ডেকেছিলেন?
  • ঈশান | ১৬ মে ২০১৫ ০৮:১৯676686
  • এই আপনারা প্লিজ শ্যামাসঙ্গীত আর রবীন্দ্রসংগীত ব্যান করবেন্না। করলেও অন্তত দেবব্রত বিশ্বাসকে বাদ্দেবেন। উনি নাস্তিক রবীন্দ্রধর্মী। ব্যস।
  • ঈশান | ১৬ মে ২০১৫ ০৮:২১676687
  • তাই তো। বাঙ্কারে পাদ্রী কোতায়?
  • dc | 132.164.214.181 | ১৬ মে ২০১৫ ০৮:২৪676688
  • সিকির পোস্ট পড়ে একটা মজার কথা মনে পড়লো। আমার বাপ পটোল তুলেছিল মোটামুটি দুপুর দুটো নাগাদ। তা হাসপাতালে আত্মীয়-স্বজনদের তো ভিড় জমেইছিল, কাগজে সাইন টাইন করার পর আমি আমার দুই মামাকে পাকড়াও করে বলতে শুরু করি, দেখো আমি কিন্তু চুল কাটব না আর ঐ সাদা কাপড় পরার তো কোন সিনই নেই। খানিক্ক্ষন এসব বলার পর আমার মামা আর পিসতুতো দাদা যারা ওখানে ছিল তারা বলতে শুরু করে, তোকে ওসব ভয় পেতে হবেনা, স্রেফ শ্মশানে নিয়ে গেলেই হলো, আর কিচ্ছু করতে হবেনা :d অবশ্য শ্মশান থেকে ফিরে আর প্রথম দশ দিন নানান কিসব করতে হয়, তার কোন কিছুই করিনি।
  • dc | 132.164.214.181 | ১৬ মে ২০১৫ ০৮:২৮676689
  • আর হ্যাঁ নাপিত টাপিত ডাকার তো কোন সিনই ছিলনা। মাকেও সমানে উৎসাহ দিয়ে গেছি বাড়াবাড়ি কোন কিছু না করতে।
  • aka | 34.96.239.132 | ১৬ মে ২০১৫ ০৮:২৯676690
  • আমার মা "পটল" তোলার পরে যে জিনিষ আমার চোখে পড়ে তাহল চুল্লিতেও না গুড়ো হওয়া হাড়। অথচ জীবনকালে এই হাড় বাচিয়ে রাখাই ছিল যুদ্ধ। বাকি সব মায়া। আমার কোন ধম্মো নেই, নাস্তিকতা নামের ধম্মোও নেই।
  • dc | 132.164.214.181 | ১৬ মে ২০১৫ ০৮:৩২676691
  • হুঁ, চুল্লীর পেছনে নীচে নিয়ে গিয়ে ডোম যখন আমার হাতে কয়েক টুকরো কয়লা তুলে দিলেন আর জল ছেটাতে বল্লেন ঐ মুহূর্তটা সারা জীবন মনে থাকবে।
  • সিকি | ১৬ মে ২০১৫ ০৯:২২676693
  • ডাউনফল সিনেমায় দেখলাম পাদ্রি এসে ইভা আর অ্যাডলফের বিয়ে দিচ্ছেন বাঙ্কারে।

    যাকগে, কটি কথা আরও লেখার ছিল, কিন্তু উইকেন্ডের মার্কেট তাই বেরোতে হবে। পরে বসব আবার।

    লেকিন জানে সে পেহলে, এসেমের জন্য, শাঁখা সিঁদুরকে আমি লোকাচার মনে করি না। ওগুলো ধর্ম মানার এফেক্ট। আমার অপছন্দের জিনিস। আমি মেয়ে হলে হারগিজ পরতাম না। কেউ পরলে সেটা তার নিজের পছন্দ, নিজের বিশ্বাস। আমি সেখানে দখলদারি করব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন