এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবীন্দ্রনাথের গান

    Sourav
    গান | ০৯ মে ২০১০ | ২২০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • stoic | 160.103.2.224 | ১১ মে ২০১০ ১৬:৩৩448471
  • সব কিছুতে বিপ্লব টেকে আনলে এই হয়। গানে আবার বিপ্লব কি ? এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। স্যানের সঙ্গে ক।

    এক্সপেরিমেন্ট করা তো খারাপ কিছু নয়। বাকিটা বাজারের হাতে। ;-)
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১৬:৪৮448493
  • নাস্তিক অপোগণ্ড - আত্মা বলতে বুঝি

    তবে এগুনো শুনলে কান কট্‌কট্‌ করে। একে হুল্লাল্লা তায় শ্রাবন্তী।
  • Kartuj | 125.20.3.146 | ১১ মে ২০১০ ১৬:৫৮448504
  • কান করে কট্‌কট
    শুনে যত খট্‌মট
    বৈশাখের দুপুরে
    পরিয়াছি টেরিকট
  • stoic | 160.103.2.224 | ১১ মে ২০১০ ১৭:০০448515
  • উফফ কি টাফ।
    এইসব 'মশলা মেশানো' গান না পোসালে শুনবেন না। মিটে গেল। শুনবেন, আবার বলবেন কান কটকট করে, তাইলে লোকে বলবে করে করুক, তাতে কিসু যায় আসে না।
    ;-)
  • san | 203.91.201.56 | ১১ মে ২০১০ ১৭:০৩448526
  • বাল বলাতে কোন চাপ নেই। যে কোন এক্সপেরিমেন্ট কারো ভাল এবং কারো খারাপ লাগবে এটা এক্সপেক্টেড। বিপ্লব, দম, হিম্মত এইসব টেনে এনে হাওয়ায় প্রতিপক্ষ বানিয়ে কুড়ুলে শান দিতে দেখলে একটু মজা লাগে এই আর কি।

  • Kartuj | 125.20.3.146 | ১১ মে ২০১০ ১৭:১০448537
  • না শুনতে চাইলেও সকালবেলা আপিসের লিফ্‌ট-এ উঠতে প্রায়ই ৯২.৭ বিগ এফ এম তো কানে বিষ পুরেই দিচ্ছে। কানের কি সে স্বাধীনতা অছে যে differentially permeable membrane এর মত আচরণ করবে?
  • rabaahuta | 203.99.212.53 | ১১ মে ২০১০ ১৭:১২448548
  • 'ওস্তাদি মারা' সংক্রান্ত কোন দাবী আমার নাই। প্রেজেন্টেশনের বিভিন্নতার উদাহরন দিতে চাইছিলাম- ঐটুকুই। যাউকগা।
  • rabaahuta | 203.99.212.53 | ১১ মে ২০১০ ১৭:১৫448559
  • আমার অনিচ্ছায় আমার কানে কেউ বিষ, সুধা বা অমল যাই ঢালুক, তার কানের গোড়ায় ঝাঁপতাল বাজিয়ে দেওয়া আমার কর্তব্য। তার জন্য কর্তৃপক্ষ বা কবিগুরু কেহই দায়ী নয়।
  • stoic | 160.103.2.224 | ১১ মে ২০১০ ১৭:১৯448570
  • কার্তুজ মশাই, দ্যাশে কিসুরই স্বাধীনতা নাই। এট্টু ভাবিয়া দ্যাখেন। রাস্তাঘাটে যাতায়াতে আপনার ফুসফুসে বিষ পুরে দিচ্ছে। ময়লা আবর্জনা আপনার নাকে বিষ পুরে দিচ্ছে। শহরে গ্রামে লোকজনের প্রাত:কৃত্য, নাকঝাড়া, ইত্যাদি নানানরকম দৃশ্য আপনার চোখে বিষ ঢেলে দিচ্ছে। উল্লাল্লা, এফ এম, রিংটোন ইত্যাদি আপনার কানে বিষ ঢেলে দিচ্ছে। কি আর করবেন বলুন।
    'সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল'
  • til | 220.253.240.3 | ১১ মে ২০১০ ১৭:২০448582
  • দাদুর গানের দুরে সেদিন কে যেন কথা বসাতে গেছে, শুনছিলাম তাতেও ছড়িয়েছে।

  • Kartuj | 125.20.3.146 | ১১ মে ২০১০ ১৭:২১448593
  • সত্য stoic, কি non-stoichiometric এই দ্যাশ !!! :-)
  • til | 220.253.240.3 | ১১ মে ২০১০ ১৭:২৪448604
  • যাই বলেন রুথলীনের সঙ্গে থাকতে মন্দ লাগে না; একই গান রোজ ঘুরে ফিরে!
  • PT | 203.110.246.230 | ১১ মে ২০১০ ১৮:৫৭448615
  • পন্ডিত অজয় চক্কোত্তি মশাই রবি ঠাকুরের গান নিয়ে ব্যাপক প্যাঁতারা মেরে একটি ক্যাসেট ছেড়েছিলেন। নাম মনে নেই। একটি গানে তো হারমোনিয়াম বাজিয়ে এক্কেবারে বাইজি সঙ্গীতে পরিণত করেছিলেন। এই নিয়ে দেশ পত্রিকাতে ব্যাপক কাদা ছোঁড়াছুঁড়িও হয়েছিল। তবে ""রবি বাবুর গান"" রবীন্দ্রসঙ্গীত হওয়ার আগে পর্যন্ত কিছু কালোয়াতি পরিবেশনা রেকর্ডিত আছে।
  • Samik | 219.64.11.35 | ১১ মে ২০১০ ১৯:১৬448626
  • আরে হ্যাঁ, কী যেন ছিল গানটা? সেই ইটিভিতে গেয়েছিল। অনেক দিনের আমার যে গান প্রোগ্রামে। আরে কী ছিল গানটা? মনে আসছে না।
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ১৯:৩৮448637
  • বাঈজী সঙ্গীতটা বুঝি খারাপ জিনিশ !! ঠুমরী, দাদরা এমনকি নজরুল শুনলেও রামো রামো বলে কানে তুলো গোংজেন কি কুলো চাপা দ্যান নিগ্‌ঘাত।

    তবে দাদু, যখন ও দাদু হন নি, তখনকার অনেক গান ই তো শুনেছি বাঈজীরা গাইতেন :)
    এ নিয়ে 'বে-পাড়ায় রবীন্দ্রসঙ্গীত' বলে একটি বই ও নাকি আছে শুনেছি।
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ১৯:৪৭448648
  • আর ' ঐ সব উ লা লা জুড়ে মাধুর্য্যের' দ্বারা অপমানিত হওয়া কবি আত্মা কি আপনার কানে কানে সে অপমানের দুক্‌খু কয়ে গেছেন ? কি কাণ্ড! ভয় পান নি ? কানের কাছে একটা ভূত এসে এসব বিড়বিড়িয়ে গ্যালো, একটু ও ভয় লাগলো না ?

    আর মশায়, ভীমসেন যোশীর কণ্ঠে এক ঘণ্টা ধরে একখানি রবীন্দ্রসঙ্গীত শোনার সৌভাগ্য হয়েছিল। বলা বাহুল্য, গানটির দৈর্ঘ্য এক ঘণ্টা ছিল না, 'ওস্তাদি' মেরেই করা হয়েছিল।
    বেশ লেগেছিল, এই উ লা লা র মত ই :)

    আর, বইটার নাম বোধহয় ' বেপাড়ায় রবীন্দ্রনাথ' ।
  • ........... | 61.12.12.83 | ১১ মে ২০১০ ১৯:৪৮448659
  • প্রথম রেকর্ড করা বাংলা গান শশীমুখী আর ফণিবালার গাওয়া। এঁরা সোনাগাছির নামকরা বেশ্যা ছিলেন। প্রথমদিকের বাংলা গান অনেক এঁরা ও অন্য ওঁরা গেয়েছেন। দাদুসঙ্গীত গেয়েছেন কিনা জানিনা।

    কিন্তু কাননবালা?
  • PT | 203.110.246.230 | ১১ মে ২০১০ ১৯:৫৬448670
  • কানন দেবীর গাওয়া অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলোর মধ্যে অন্যতম -- এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুণে.....
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ১৯:৫৮448681
  • রবীন্দ্রসঙ্গীতের কিছু কথা এধার ওধার করে শোভাবাজার পাড়ায় নিধুবাবুর গান বলেও চালানো হত বলে শুনেছি।
  • tatin | 130.39.149.191 | ১১ মে ২০১০ ২০:১৫448693
  • প্যানপ্যানে দাদু সঙ্গীতের তুলনায় ফিউশন দেওয়া রবীন্দ্রসঙ্গীত হাজারগুণ ভালো
    একমাত্র হাই লেভেল ফ্রাস্টু খেয়ে থাকলে অনেক সময় ঐ সখী ধরো ধরো টাইপের গাওয়াগুলো শুনতে ভাল্লাগে
  • tatin | 130.39.149.191 | ১১ মে ২০১০ ২০:৩১448704
  • Arijit: 'হতে পারে (পসন্দ আপনা আপনা)। আমার পয়েন্ট হল সেই একশো বছর আগের কথা আর মূল সুরটাকে এক রেখেই বিপ্লবীদের চলতে হচ্ছে। মূল সুর বদলানোর দম নেই?'



    এর কারণ হলো কিছু কিছু গানে সুপার্ব লিরিক্স আছে যার তুল্য জিনিস লাস্ট সেঞ্চুরীতে বিশেষ হয়নি, আর সুরগুলূ মন্দ নয়, তদুপরি ছেলেবেলা থেকে শুনে আসার জন্যে ওগুলোর সঙ্গে আমাদের একটা অন্য সম্পর্ক হয়ে গ্যাছে। সেই জিনিসগুলোকে ধরে রেখে গানগুলোকে আরেকটু ইন্টারেস্টিং ক'রে গাইলে মন্দ কী?
  • Sourav | 117.194.198.241 | ১১ মে ২০১০ ২০:৫৭448708
  • যদি রবীন্দ্রনাথের গান নিয়ে experiment হয়, হোকনা |experiment কখনো কোনো culture কে বিপন্ন করে না | নতুন দরজা খুলে দেয় |
    আর আদৌ রবীন্দ্রনাথের গান ন্যাকান্যাকা কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে | এটি স্বঘোষিত ও অঘোষিত জীবনমুখী দের একটি অপপ্রচার | সন্দেহ থাকলে UTube এ শান্তিদেব ঘোষের গান শুনুন: "যখন প্রথম ফুটেছে কালী আমার ... "| অত্যন্ত বলিষ্ঠ | সুমন চট্টোপাধ্যায় এর "বঁধু মিছে রাগ কোরনা, কোরনা " শুনলে বোঝা যাবে ন্যাকামি কাকে বলে |
  • Kartuj | 59.93.215.238 | ১১ মে ২০১০ ২০:৫৮448709
  • পাইদি, সোজা আমার দিকেই বেশ প্রমাণ সাইজের পাটকেল ছুঁড়লেন দেখছি। কি আর করি বলুন, এ তো আর যে সে ভূত নয়, খোদ দাদুর ভূত, তাকে তো আর দেখা দিতে হয় না। সে তো ভেতরে বসে আছে, মাঝে মধ্যে সাড়া পাই যে। জানি বলবেন ঢপ মারছি নয়ত বাতেলা দিচ্ছি। আর সে ভূত দেখা আর দিল কই? দিলে তো কেতাত্থ হয়ে একবার পায়ের কাছটিতে বসে অনেক কিছু জিগাইতাম। অমৃতের স্বাদ যে পেয়েছে তার ভেজালে কি করে তৃপ্তি আসবে বলুন? কানে গেলেই বিষাক্ত ওষুধের মত চিড়বিড় করে। একটু লিংকটা দিন না, ওস্তাদিগুলো শুনে একটু ধন্য হই। চাইছি তো কখন থেকে। কেউ তো দিলো না।

    আর ভাই তাতিন, অন্য গান তো এত আছে, বারবার এই 'প্যানপ্যানে দাদু সঙ্গীতে'ই বেড়ালের আঁচড় কাটা কেন বাবা? নরম মাটি বলে?
  • Sourav | 117.194.198.241 | ১১ মে ২০১০ ২১:০০448710
  • Sorry , শান্তিদেব ঘোষের গানটি হলো "যখন প্রথম ফুটেছে কলি আমার ... "|
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:০১448711
  • দাদুর ভূত বলে তাকে দেখাও দিতে হয় না ? :(
    দাদু দাদু বলে অনেক কিছু মানবিক কাজকম্ম করেন না বলে জানতুম, কিন্তু ভূত ও যদি ভূতের মত কাজকম্ম না করে !
    তবে কি ঠিকঠাক ভূত না হইয়া দাদু প্রমাণ করিলেন তিনি মরেন নাই ?
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:০২448712
  • শান্তিদেব ঘোষ পোষায় না। ' পসন্দ আপনা আপনা' :)

  • bekar bawal | 61.12.12.83 | ১১ মে ২০১০ ২১:০৩448713
  • তক্কো করে লাভ নাই। দাদুর গান ভাল লাগে? ভাল। শুনুন। ভাল লাগে না? আরো ভালো। অন্য গান শুনুন।
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:০৫448714
  • লাভ নেই ই তো।
    দাদুর গান যেভাবে এতদিন হয়ে এসেছে ভালো লাগে ? ভাল । শুনুন। সেভাবে ভাল লাগেনা ? আরো ভালো। অন্যভাবে গান, গাওয়ান ও শুনুন। সেভাবে ভালো লাগেনা ? আরো আরো ভাল। শুনবেন না।
  • tatin | 130.39.149.191 | ১১ মে ২০১০ ২১:০৬448715
  • kartooj আর ভাই তাতিন, অন্য গান তো এত আছে, বারবার এই 'প্যানপ্যানে দাদু সঙ্গীতে'ই বেড়ালের আঁচড় কাটা কেন বাবা? নরম মাটি বলে?



    একদমই তাই বস, মোটের ওপর সহজ কথা ও সুর- ছোটোবেলা থেকে শুনে আসা অভ্যেস, ড্রামের বিটে দুটো শব্দ বোঝা না গেলেও অসুবিধে নেই, স্মৃতি গাইড করে দেবে। সুর একজায়গায় বাঁকাতে হলেও পরের জায়গায় অভ্যেসের আরাম ফিরে পাবো

    এই সব মিলিয়ে আর কি
  • pi | 72.83.210.50 | ১১ মে ২০১০ ২১:০৭448717
  • কার্তুজ, ফাংশনে শোনা গানের লিং কি করে দেই ? :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন