এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৯৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.99.32 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৭683524
  • পিটিদা আমি ইয়ার্কি করছিলাম। সেই জন্যই "নইলে" দিয়ে শেষ করি। ওর পরের উহ্য অংশটি হল নইলে অনেকেই ওসব অভিযোগ রাবিশের দলে ফেলবে।

    "কারন তো বানিয়েও তোলা যায় "--শুধু "কারণ"? আর অনিলায়ন, তার বেলা?
  • কল্লোল | 135.17.65.130 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৪683525
  • না, অনিলায়ন বানিয়ে তোলা নয়। ওটা ঘটনা।
    সিপিএম স্বীকার করেছে, শিক্ষায় দলের মাথা গলানো ঠিক ছিলো না।
    সব দলই এটা করে থাকে। শুধু শিক্ষা কেন, সব স্বশাসিত সংস্থাতেই সরকার নিজের লোক বসায়। কং আমলে সেগুলো সংস্থার মাথাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। বাম আমলে প্রাথমিক ইস্কুলের শিক্ষক নিয়োগও দলের কথাতেই হতো।
    স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের লিস্টিতে নাম ওঠাতে গেলে দলের আশীর্বাদ লাগতো।
    এখন তৃণমূল সেই ধারাই বজায় রেখেছে।
  • | 213.99.211.132 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৮683526
  • আমাদের গুরু তে পিটি দা আর পিএম ছাড়া সবাই বিশ্বাস করে "অনিলায়ন" হয়েছে।ঃ))
  • | 213.132.214.156 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৬683527
  • পিটি দা,

    কত গুলো কারখানা বন্ধ হয়েছিল সত্যি আমার জানা নেই। তবে এই আন্দোলন যে কারনেই হোক এমন একট জঙ্গি আকার নিয়েছিল। কোন লোক কলকাতা কে নতুন কিছু শিল্প স্থাপনের আগে বহু বার ভাবতো। এই ব্যাপার টা কিন্তু আমাদের শিল্পে এগিয়ে যাবার ক্ষেত্রে বেশ বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে আমার বিশ্বাস।

    এর প্রভাব কতটা সুদূর প্রসারী সেই প্রসঙ্গে একটা ঘটনার উল্লেখ করছি। খুব সম্ভব্তঃ ২০০৬ সাল। আমি তখন একট প্রজেক্টের টেস্ট ম্যানেজার। UAT ডেট কাছে এসে গেছে। কিন্তু কাজ অনেক বাকি।এক একটা দিন ধরে ধরে যুদ্ধ কালীন তৎপরতায় প্ল্যানিং হচ্ছে। এমন সময় হঠাৎ ক্লায়েন্ট ম্যানেজাও বলে উঠলো " হে গাইস, ডু ইউ হ্যাভ এনি বন্ধ ইন বিটুইন"।

    এক্জন বাঙ্গালী হিসাবে আমার খুব খারাপ আর অপমানজনক লেগেছিল এই টুকু বলতে পারি।
  • cm | 127.247.99.32 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৭683528
  • ও আচ্ছা "অনিলায়ন" বানিয়ে তোলা নয়। কল্লোলদার ফাইলে সব প্রমাণ আছে। সিবিআই হলেই সব সামনে চলে আসবে।
  • PM | 116.78.3.174 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৫683529
  • "স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের লিস্টিতে নাম ওঠাতে গেলে দলের আশীর্বাদ লাগতো।"

    তীব্র আপত্তি রইলো কল্লোলদা। এটা এক্কেবারে বাজে কথা। লেখা পরীক্ষা নিয়ে কেউ কোনো অভিযোগ করে নি সেই সময়, আজকের মতো। সেটা ফেয়ার ছিলো পুরোপুরি। লিস্টিতে নাম ওঠার পরে আগুপিছু হতো কল করার সময় , এটা নিয়ে অভিযোগ ছিলো।

    আপনি আপনার বক্তব্যে স্টিক করতে চাইলে কিছু কোয়ালিটেটিভ প্রমান হাজির করতে হবে যে CSC/SSC পরীক্ষা রিগ্গ্ড হতো বা হয়েছিলো কখনো।
  • cm | 127.247.99.32 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৫683530
  • যা শুনেছি এখন দলের আশীর্বাদ নয় মা লক্ষ্মীর স্নেহ লাগছে।
  • কল্লোল | 125.248.76.233 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৪683531
  • হ্যাঁ পিএম। আমি ভুল বলেছি। লিস্টিতে নাম তো পরীক্ষায় পাস করলেই উঠে যাবে। পরীক্ষায় দুর্নীতি হতো বলে শুনিনি।
    তবে ঐ যে লিখলে - "লিস্টিতে নাম ওঠার পরে আগুপিছু হতো কল করার সময় , এটা নিয়ে অভিযোগ ছিলো।"
    দলের আশীর্বাদ না থাকলে ডাকই পেতো না। এই আর কি।
    কং আমলে এই লেভেলে খেলার মতো বুদ্ধিভাষ্যি নেতাদের ছিলো না। তারা উপাচার্য্য, রেজিস্ট্রার এসবেই খুশী থাকতো।
  • pi | 24.139.209.3 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩৪683532
  • এখনো এস এস সি দুর্নীতি হচ্ছে বলে শোনা যাচ্ছে। আপিসিয়াল লিস্ট ফিস্ট থাকা সত্ত্বেও।
  • ranjan roy | 24.97.211.20 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১২683534
  • পিএম।
    আগেও দিয়েছিলাম, দুবছর আগে। এখ্নও দিচ্ছি।বাঁশদ্রোণী নিবাসী ছেলেটি, কলেজ স্ট্রীট পাড়ায় রাধানাথ মল্লিক লেনে একটি প্রকাশনা সংস্থায় কাজ করে। সাত'বছর আগে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগের সরকারি পরীক্ষায় মেরিট লিস্টে ওপরে দিকে নাম। পার্টি অফিসে দেখা করায় আশ্বাস দেওয়া হল--তোমার হয়ে যাবে ।
    কিন্তু হল ওর থেকে বেশ কিছু নীচে আর একজনের।-- যে বড় বামদলটির সক্রিয় সদস্য।
    ছেলেটি কোর্টে গেল জিতল। এখন হাইকোর্টে শিক্ষাবিভাগ অ্যাপিল করেছে। কেস চলছে।
    এহ বাহ্য।
    সিপিএম এর রাজ্যকমিটি স্বয়ং মানছে যে শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণের নামে বাড়াবাড়ি করাটা ভুল। আর আপনারা মানছেন না?
    "অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?"
  • PT | 213.110.243.23 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৭683535
  • "তিনি (কৃষ্ণা বসু) লিখেছেন, ‘এ কথা সর্বজনবিদিত যে, সে আমলে কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ায় ভাইস চ্যান্সেলর প্রিন্সিপাল থেকে চতুর্থ শ্রেণির কর্মচারী যাই হোক না কেন, কর্মদক্ষতা নয়, দলীয় আনুগত্য ছিল মাপকাঠি।’ কথাটা আমার মতো রাজ্যের হাজার হাজার বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলে কর্মরত শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। প্রবীণ শিক্ষাবিদ ও ভূতপূর্ব সাংসদের এমন উক্তি আগামী প্রজন্মকে রাজ্যের উচ্চশিক্ষার গুণমান সম্পর্কেও সন্দিহান করে তুলতে পারে। যদিও, আশার কথা, লেখক তাঁর বহু কৃতী ছাত্রছাত্রীর উত্তরণের কথাও উল্লেখ করেছেন, যাঁরা কিন্তু ওই বিশেষ সময়ের প্রতিনিধি!

    লেখকের কাছে আমার বিনীত প্রশ্ন, সত্যই কি তিনি বিশ্বাস করেন ওই চৌত্রিশ বছরে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার একমাত্র মাপকাঠি ছিল দলীয় আনুগত্য? দীর্ঘ চৌত্রিশ বছর আমাদের রাজ্যে যাঁরা এই মহান পেশায় প্রবেশের সুযোগ পেয়েছেন তাঁরা সকলেই কি একটি বিশেষ রাজনৈতিক দলের দলদাস?"
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%B7-1.205659#
  • pi | 122.79.35.213 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২০:১২683536
  • আজ বন্ধ কারখানা নিয়ে আলোচনা চলছে এবিপি আনন্দে
  • sm | 233.223.159.253 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৩683537
  • রাজ্যের উচ্চ শিক্ষার মান নিয়ে আমি সত্যই সন্দিধ্ব । উচ্চ শিক্ষা কেন, প্রাথমিক, উচ্চপ্রাথমিক সব কিছুরই মান তলানি তে। গবেষনার মানের কথা তো ছেড়েই দিলাম। এটা সত্যি যে অধিকাংশ শিক্ষক, আসি যাই মাইনে পাই, নীতিতে বিশ্বাসী। বস্তাপচা নোট্ বিলিয়েই তাদের মুক্তি।প্রাইভেট টুইশানি তে তাদের কর্মদক্ষতা দেখার মতন।
    শিক্ষাঙ্গন কে রাজনীতির আখড়া বানানোতে, রাজনৈতিক দলগুলোর যত হাত আছে;শিক্ষকদের ভুমিকাও যথেষ্ট। আজকাল স্কুলের ছেলেরা পর্যন্ত রাজনীতিতে জড়িয়ে পড়ছে; বুঝুক আর নাই বুঝুক।
    শিক্ষক দের স্কুল বানক করে মিছিলে যাওয়াটা তো আর গল্পকথা নয়।
    সেদিন কে দেখলাম একদল ১১-১২ বছরের স্কুল পড়ুয়া লরি ভর্তি করে ( স্কুল ড্রেস পরিহিত), পাস- ফেল প্রথার পুনরাবির্ভাবের বিরুদ্ধে কলকাতায় মিছিলে এসেছে।
    এই তো হাল বড়দা! বেশি গুরুগম্ভীর বাতেলা দিয়ে তো আর ধারণা বদলানো যাবেনা।
  • cm | 127.247.97.244 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৫683538
  • দাদাভাইএর কি পাইকারি হারে রকেট সায়েন্টিস্ট চাই নাকি? আমরা মূলত কুলি তৈরি করিয়া থাকি, আইটি কুলি।
  • sm | 233.223.159.253 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪১683539
  • আমি একটু ছেলে পুলেরা পড়াশোনা করুক চেয়েছিলাম, ভাইটি।শিক্ষকরা মিছিলে না গিয়ে বা প্রাইভেট টুইশানি কম করলে ভালো হত।
    এগুলো সবই আগের সরকারের আমলের দান, সেটা কি করে ভুলি?
    আই টি কুলি হতে গেলেও যে মিনিমাম শিক্ষা লাগে, সেটুকু ও তো দিতে হবে নাকি?
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৪683540
  • মিটিং মিছিল করলেও পড়াশুনো তো ঠিকই চলেছিল এর আগেঃ
    Prof. Rao said that West Bengal has distinguished itself in science and research as there is an increase in the number of students who join JNCASR from that state.
    http://www.deccanchronicle.com/131124/news-current-affairs/article/stu
    dent-opting-other-career-options-science-prof-cnr-rao
  • sm | 233.223.153.32 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০০683541
  • লিংক টা খুলে কিছু পেলাম না। আন এভেইলেবেল বলছে। এনিওয়ে , রাও বোধ হয় পব র বাইরের ইন্সটি গুলোতে, পব র স্টুডেন্ট দের সম্মন্ধে বলেছেন। এটা ওনার ধারণা হয়তো। কোনো স্ট্যাট দিয়ে তথ্য দিয়েছেন কি?
    আমার প্রশ্ন , পব র ভিতরের ইউনি বা কলেজ গুলোতে গবেষনার মান কিরকম? কত পেপার আন্তর্জাতিক স্তরে প্রকাশ হয়?
    মেডিকেল বা ইঞ্জি কলেজ গুলো থেকে আন্তর্জাতিক স্তরে প্রকাশিত পেপারের সংখ্যা নগন্য; এটা জানি।
    সাধারণ কলেজ গুলোর ( যেমন বঙ্গবাসী, মনিন্দ্র,হাবড়া, জাস্ট উদাহরণ) পড়াশোনার মান ভালো নয়।।
    এবার আসাযাক কয়েক টি এলিট ইন্সটির ( প্রেসি,যদুপুর, ক বি, কাল্টিভেশন অফ সাইন্স ) কথায়। এখান থেকেই বা নিয়মিত পাবলিশ্দ পেপারের সংখ্যা কত?
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১২683542
  • "এটা ওনার ধারণা হয়তো"
    রাওয়ের "ধারনা"-র ওপরে ভারতের প্রধানমন্ত্রী নির্ভর করেন!!
  • Arpan | 125.117.167.90 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৫683543
  • sm | 53.251.90.161 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৫683546
  • ভারতের প্রধান মন্ত্রীর মনে হয়না বিজ্ঞান ও গবেষণা সম্পর্কে বিশদ ধারণা আছে । যে যা ( সো কল্ড এক্সপার্ট )বলে, তাই বিশ্বাস করতে হয়। কেনা জানে দুই এক্সপার্টের প্রায় ই মত বিরোধ হয়।
    তা, আপনি বলুন না, সাধারণ কলেজ গুলোর পড়াশোনার মান কেমন আর যে কটি এলিট ইন্সটি এর নাম করলাম, তাদের নিয়মিত কত পেপার আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হয়; আর তারা কি এমন দিগ্বিজয়ী গবেষণা করছে বা গত কয়েক বছরে করেছে।
    দু এক জন ব্যক্তি বিশেষের কাজ উদাহরণ হিসেবে দেবেন না।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 127.194.255.57 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪১683547
  • যাদবপুর ইউনি - মাইক্রোসফট অ্যাকাডেমিক রিসার্চের সাইট অনুযায়ী - ১৮,৮৪৩ টি পাব্লিকেশন (এখানে শুধু ইন্টারন্যাশনাল পাব্লিকেশন গোনা হয়)। এর মধ্যে ২০১০এ ১৬১৮, আর ২০১১তে ১১৪০ টি পাব্লিকেশন। MSR যেহেতু ২০১১-র পর বিশেষ আপডেট হয়নি, তাই ওখান থেকে শেষ তথ্য পাওয়া যাবে না। SciVal-এ লগইন অফিসের বাইরে সম্ভব নয় বলে দিতে পারছি না। যখন পারবো, তখন দিয়ে দেবো।

    একইভাবে কলকাতা ইউনি বা কাল্টিভেশন অফ সায়েন্সও খুঁজে বের করা সম্ভব।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 127.194.255.57 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৩683548
  • ১৯৯৬ থেকে ২০১৪ অবধি যাদবপুর ইউনি আর টিআইএফআরের তুলনামূলক গ্রাফঃ

  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 127.194.255.57 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৫683549
  • ও, বলে দিই। ওপরের গ্রাফটা SciVal থেকেই। একটু ঘুরপথে অ্যাকসেস করতে হল। SciVal সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা গুগল করলেই পাওয়া যাবে।
  • | 213.132.214.155 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৮683550
  • সেই নামের লিস্টের টই টা কই গেল? আপডেটাতে হবে তো!!
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৯683551
  • "যে যা ( সো কল্ড এক্সপার্ট )বলে, তাই বিশ্বাস করতে হয়।"

    আজানার আনন্দ এক্প্রকারের ভাল। রাতে ভাল ঘুম হয়। নইলে CNR Rao সম্পর্কে এইরকম উক্তি শুনতে হয়?
  • :) | 204.150.168.95 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৭683552
  • পিটি, আপনি তো জ্ঞানানন্দ গোস্বামী, আপনার রাতে ঘুম কেমন হয়? ঘুমের মধ্যে নীলসাদা হাওয়াই চটি সাঁই সাঁই ফ্যাঁত ফ্যাঁত করে উড়তে দেখেন?
  • PT | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫০683553
  • ভাল না।
    বিশেষতঃ CNRao সম্পর্কে এইরকম মন্তব্য পড়ার পরে তো আরো ঘুম হবেনা।
  • cm | 127.247.96.102 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩৬683554
  • দেখুন sm নিজেই বলেছেন সব কথা সিরিয়াসলি নেন কেন? একটা সাইড ধ্বসে গেলে খেলা চলে কি করে?
  • sm | 233.223.159.253 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪২683556
  • পিটির ইনসমনিয়া! বাপরে! মাত্র কয়েক ঘন্টাই, যা আমরা একটু স্বস্তি তে থাকতে পারি;-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন