এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 115.117.233.15 | ৩০ মে ২০১০ ০০:১২458042
  • ওটা মোটেই মাওবাদী অধ্যুষিত এলাকা নয়। লালগড় অঞ্চল থেকে অনেকটাই দূরে। ওখানকার এমএলএ এমপি সবই সিপিএমের।

    রঞ্জনদা, শুধুই দুর্ঘটনা হওয়ার চান্স একটু কম, পারিপার্শিক কয়েকটা এভিডেন্স দেখুন এই সুতোতেই একটু ওপরে।
  • Ishan | 122.173.178.199 | ৩০ মে ২০১০ ০০:১৫458043
  • তাহলে ওটা সিপিএম অধ্যুষিত এলাকা?

    টিভিতে যা শুনে যাচ্ছি দুদিন ধরে, তাতে তো মনে হচ্ছিল, দুর্ভেদ্য মাওবাদী দুর্গ। ওখানে সিপিএম কোথায়? :)
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০০:১৬458044
  • সিপিএম কি লিখেছে সেটা সিপিএমই জানে, আর শৈবাল জানতে পারেন। :-P

    মাওবাদী নিয়ে সিপিএমের যে স্ট্যান্স আমি সেটা সাপোর্টও করি না। 29 May 2010 -- 01:26 PM দ্রষ্টব্য।

    কিন্তু মমতার পিঠ বাঁচাতে কিছু লোক সকাল থেকেই এই যে গুজব ছড়াচ্ছেন, সেটা অবাঞ্ছনীয় তো বটেই, অত্যন্ত নিন্দনীয় এবং আশঙ্কাজনক। এইটাই বলার ছিল।
  • SB | 115.117.233.15 | ৩০ মে ২০১০ ০০:১৭458046
  • মাওবাদীদের ভালই প্রেসেন্স আছে মনে হয় ওখানে, তবে ওটা ওই মুক্তাঞ্চল টাইপের জায়গা একদমই নয়।
  • Ishan | 122.173.178.199 | ৩০ মে ২০১০ ০০:১৭458045
  • তাহলে তো অসিত মাহাতো ঠিকই বলেছেন। :)
  • Ishan | 122.173.178.199 | ৩০ মে ২০১০ ০০:২০458049
  • সিপিএম গতকাল সক্কাল থেকে হিস্টিরিয়া ছড়াচ্ছে। বিমান-বুদ্ধ-ইয়েচুরি থেকে মিডিয়া ম্যানেজাররা অবধি সবাই মিলে। অত্যন্ত ন্যক্কারজনক। সেটা নজরে পড়ছেনা দেখে আশ্চর্য হচ্ছি।

    রাজনৈতিক বাধ্যবাধকতা। :)
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০০:২০458047
  • তবে মাওবাদীরা যে ওখানে বেশ প্রবল, সেটা মমতার সঙ্গে স্থানীয় কিছু ছেলেপিলের কথোপকথনেই জানতে পারলাম। স্টার আনন্দে দেখাল।
  • Ishan | 122.173.178.199 | ৩০ মে ২০১০ ০০:২৩458050
  • তাহলে কি দাঁড়াল? সিপিএমও প্রবল মাওবাদীরাও প্রবল। যে কেউ নাশকতা ঘটাতে পারে। কাউকে ক্লিন চিট দেওয়া যাচ্ছেনা। কারণ সিপিএম এবং মাওবাদী উভয়েরই গুচ্ছ হত্যার ট্র্যাক রেকর্ড আছে। লজিকালি। :)
  • SB | 115.117.233.15 | ৩০ মে ২০১০ ০০:২৫458052
  • ও বলতে ভূলে গেছিলাম, মমতার সাম্বাদিক সম্মেলনের বিরুদ্ধেও এফ আই আর হয়েছে।

    আর হিস্টিরিয়া কিছু নয়, এই ধরণের ঘটনা মাওবাদীরা ঘটায়, এটা ওদের বন্ধের এলাকার সময়ে ও অঞ্চলে, লাস্টলি, এত বড় কিছু ঘটলে প্রথমেই কে দায়ি তার খোঁজ পরে, তাইই হয়েছে। মমতা বা চিদুও তাইই বলেছিল প্রথম রিয়াক্‌শন হিসেবে, তাই সিপিএম গণহিস্টারিয়া শুরু করেছে এটা মানাটা চাপ!
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০০:২৬458053
  • না:, পড়ে নি। অনেকের চোখের শক্তি খুব বেশি। খুব সহজেই উইচ হান্ট, হিস্টিরিয়া দেখতে পায়। আমার মত স্বল্পদৃষ্টি মানুষরা পায় না। কি আর করা যাবে! সবার তো প্রকৃতিপ্রদত্ত অলৌকিক ক্ষমতা নেই। ঐটুকু অক্ষমতা বড়সড় মানুষরা ক্ষ্যামাঘেন্না করে নিলেই পারেন।
  • Ishan | 122.173.178.199 | ৩০ মে ২০১০ ০০:২৮458054
  • চাপ বললে হবে কমরেড? চ্যানেলে চ্যানেলে দেখে চলেছি।

    হ্যাঁ, দুদিন লোডশেডিং হয়নি।
  • Ishan | 122.173.178.199 | ৩০ মে ২০১০ ০০:২৯458055
  • এমা ফুটকি রেগে যায় কেন? :)
  • Ishan | 122.173.178.199 | ৩০ মে ২০১০ ০০:৩০458056
  • থাক বাবা আজ আর কিছু বলবনা। আবার কাল।
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০০:৩২458057
  • এবাবা রাগব কেন? আমি দেখতে পাই নি। তুমি দেখতে পেয়েছে। যার নজর যেমন। এটা নিয়ে রাগার কি হল? আর তুমি মনে হয় না শুভাপ্রসন্নর পর্যায়ে পৌঁছাতে পারবে যে দেখলেই জ্বলবে। :-P
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০০:৩৫458058
  • হ্যাঁ, এইটা আমাকে বেশ অবাক করেছে। পুরভোটের তখনো দুদিন বাকি। হঠাৎ করে দুর্ঘটনা (যেটা তৃণমূলকে ভোটে বেশ চাপে ফেলতে পারত) নিয়ে "প্রচার' না করে হঠাৎ করে সিপিয়েম থিংট্যাঙ্ক মাওবাদী নাশকতা নিয়ে গলা ফাটাতে গেল কেন বোধগম্য হল না। মনে পড়ে গেল অরিন্দম শীল চ্যানেলের স্টুডিওতে বসে গলা ফেঁড়ে চেঁচাচ্ছেন - 'এর পরেও যদি আমাদের ঘুম না ভাঙে, তো, একদিন এই স্টার আনন্দের অফিস উড়ে যাবে আর আমরা তাকিয়ে দেখব'।

    ভাবতেই পারছি না সিপিয়েম এমন একটা "রাজনৈতিক' ব্লান্ডার করল। এ তো পেনাল্টি পেয়েও বাইরে মারার মত ব্যপার। :)

    রঞ্জনদা, খবরটা স্বস্তি দিল। আমার পুরো ফ্যামিলির কাল হাওড়া থেকে লুরু আসার কথা ছিল দুরন্ততে করে। হঠাৎ করে সকাল ছ'টায় ঘুম ভাঙিয়ে শ্বশুরমশায়ের ফোন - "অর্পণ শুনেছ? বিশাল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে খড়গ্‌পুরের পরে'। হঠাৎ করে দিন-সময়-মুহূর্ত সব গুলিয়ে গিয়ে বিশাল একটা বোবা আতঙ্ক হয়েছিল। আপনাদের মানসিক অবস্থাটা কিছুটা হলেও বুঝতে পারছি।
  • SB | 115.117.233.15 | ৩০ মে ২০১০ ০০:৩৯458059
  • অর্পণ, রেলমন্ত্রীর নিজের প্রথম রিয়াকশন ছিল মাওবাদীদের বিরুদ্ধেই, চিদুর ও তাই সিপিএম কিছু ইনভেন্ট করেনি।
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০০:৪১458060
  • আর যা কাগজে পড়লাম সিপিএম তো রেলের গাফিলতি নিয়ে প্রচুর চেঁচামেচি করেছে। রেলের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের ফর্মাল দাবী রেখেছে।
  • ranjan roy | 122.168.211.84 | ৩০ মে ২০১০ ০০:৪৩458061
  • শৈবাল,
    পারিপার্শ্বিক এভিডেন্স (আইনের ভাষায়) on its own কোন substantive প্রমাণ নয়।
    মোটিভের কথায় আসুন। মাওবাদীরাও অস্ত্র হাতে করেও একটা রাজনৈতিক লড়াইই লড়ছে। (আপনার-আমার মতে ভুল পথ হতে পারে)। ফলে ওরা লাভ-লোকসানের হিসেব ঠিকই বোঝে। মাওবাদীরা আগে যাই করেছে শুধু যাত্রীবাহী গাড়ি তো ওড়ায় নি। ওদের লাভ? আর বিস্ফোরণ-ফিশপ্লেট নিয়ে পুলিশের গপ্পো গুলো ঠিকামার স্ত্রীর বিরুদ্ধে বিলাসপুর পুলিশের গুলিচালানোর সঙ্গে জড়িত থাকার গল্পের কথা মনে করিয়ে দিচ্ছে। এ'ব্যাপারে আমার ভায়রা মাওবিরোধী, প্রত্যক্ষদর্শী এবং এক্স নেভি কম্যান্ডার হিসেবে টেকনিক্যালি অনেক বেশি বিশ্বাসযোগ্য।

    ফুটকি, প্রশ্ন উঠছে মিথ্যে প্রচার নিয়ে। আগে বলা হল মাওবাদীদের পোস্টার পাওয়া গেছে, বলা হক পিপলস্‌ ---কমিটি দায়িত্ব নিয়েছে। পরে দেখলাম ঠিক উল্টো। এটা কি হিস্টিরিয়া ছড়ানো নয়। মমতা রেলের গাফিলতি ঢাকতে সাততাড়াতাড়ি এক কথা বলে পরের দিনই পাল্টি খেলেন, সামনেই ইলেকশন যে! সমান নিন্দনীয়।
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০০:৪৪458063
  • ও। সিপিয়েম এখন মমতা ও চিদুর স্টেটমেন্টের উপর ভরসা করে রাজনৈতিক প্রচারের লাইন ডিফাইন করে? :-)

    আর প্রথম রিয়াকশন বললে হবে কমরেড? অরিন্দম শীল ও সুজন চক্রবর্তী চ্যানেলের স্টুডিওতে আসেন সন্ধেবেলা। সিপিয়েম "অধ্যুষিত' অঞ্চলে ঘটনাটি ঘটে যাবার অন্তত পনেরো-ষোল ঘন্টা পরে। ইনফ্যাক্ট আজকেও বিশেষ কিছু আলাদা বললেন বলে শুনলাম না।
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০০:৪৬458064
  • ফুটকিকে, সেইটা তো পাইলট কার কেন চালায়নি তাই নিয়ে। আর মাওবাদীদের বিরুদ্ধে আসুন সব ভুলে সবাই মিলে ঐক্যবদ্ধ হই-এ বড় কঠিন সময় ইত্যাদি উচ্চগ্রামের বক্তব্যের মাঝে তা চাপা পড়ে গেছে।
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০০:৫০458065
  • পিসিপিএর পোস্টার পাওয়া গেছে- মিথ্যে নয়। পিসিপিএর কেউ পিটিআই-কে ফোন করে দায়িত্ব নিয়েছিল- পিটিআই-র খবর। তারপর শিশিরবাবু সিপিএমের ঘাড়ে দোষ চাপান। তার পরে অসিত মাহাতো দায় অস্বীকার করে সিপিএমের উপর দোষারোপ করে। এর মধ্যে কোনটা মিথ্যে প্রচার?
  • SB | 115.117.233.15 | ৩০ মে ২০১০ ০০:৫১458066
  • রঞ্জনদা, আপনারা এখানকার মাওবাদীদের চেনেনই না বলতে হবে। এখানে মাওবাদীরা তাদের সে¾ট্রাল কম্যান্ড মেনেই সবকিছু করে এরকম নয়। লোকালি অনেক কিছুই করে যার দায় মাওবাদীদের সে¾ট্রাল কম্যান্ড নেয় না।

    একটা রেল লাইন নিচের স্লিপারের সাথে আটকানো থাকে। সেগুলোর কয়েকটা খুলে ফেলাটা বড় বিশাল ব্যাপার নয়, বড়জোর আধ ঘন্টার ব্যপার।

    কয়েক মাস আগে রাজধানি এক্সপ্রেস আটকে দেওয়া কে কী বলবেন? মাওবাদীদের সে¾ট্রাল কম্যান্ড কিছু বলেছিল কি? কিই বা লাভ ছিল?

    বা এই জাস্ট কদিন আগেই ট্রেনের ওপোর গুলি চালানো, একজন আহতও হলেন, একই জায়গাতেই?

    আপনি তো নক্সালদের চেনেনই। নিউক্লিয়ার ফিশনের মত ওরা শুধুই ভেঙ্গে যায়। নানা ফ্যকশন। হাতে বন্দুক আছে। ওরা মোটেই সন্দেহের উর্ধে নয়।

    মমতা প্র্রথমে মাও দেখিয়ে দায় এড়াতে চাইছিলেন। তারপর সেটাও ব্যাক্‌ফায়ার করায় এখন বলছেন সিপিএম করেছে। শুধুই দুর্ঘটনা হলে ওনাকে পদত্যাগ করতে হয়, গাইশালের পড়ে উনি দাবি তুলেছিলেন নীতিশের পদত্যাগের। চাপ ! তাই প্রথমে মাও, তারপার সিপিএম।
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০০:৫৪458067
  • অর্পণ, সেটা তো ভুল নয়। লং টার্মে তৃণমূলের থেকে মাওবাদীরা অনেক বেশি বিপজ্জনক। এবং তাদের সাথে রাজনৈতিক মোকাবিলার জন্য বৃহত্তর রাজনৈতিক মতৈক্যের প্রয়োজন। স্রেফ পুরসভার ভোট আর বিধানসভার ভোটই রাজনীতি নয়। এটা যদি বলে থাকে, সিপিএমের বোধোদয় দেখে আমি যারপরনাই বিস্মিত।
  • SB | 115.117.233.15 | ৩০ মে ২০১০ ০০:৫৬458068
  • অর্পণ, ভরসা আর অধ্যুষিত কথাদুটো আমার মুখে তুমি বসালে আমি বলিনি। আর এই কথাদুটো বসানোতে বক্তব্যের মানেটাই পাল্টে যায়। ব্যপারটা অপছন্দ করি বলে অ্যাভয়েড করছি তোমার কথার উত্তর দিতে। আরো বাকিরা যারা এটা করে তাদেরও ইগনোর করি।
  • SB | 115.117.233.15 | ৩০ মে ২০১০ ০০:৫৭458069
  • * পছন্দ করি না বলে
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০১:০১458070
  • বোধোদয়? আমার তো মনে হল রাজ্যের মানুষের সামনে অন এয়ার দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি তুলে ধরার মরিয়া প্রচেষ্টা। অবশ্যই পুরভোট আর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে।

    হতেই পারে আমি বুড়ো হবার সাথে সাথে সব ব্যপারে সিনিকাল হয়ে পড়ছি। যারপরনাই বিস্মিত হবার কোথাও কোন অবকাশ আর রইল না। :-)
  • ranjan roy | 122.168.211.84 | ৩০ মে ২০১০ ০১:০৩458071
  • এস বি,
    রেল গাড়িতে মাওবাদীরাই গুলি চালিয়ে ছিল কি করে সুনিশ্চিত হলে?
    আর ওই স্লিপারের সঙ্গে ক্লিপ লাগানোটা পুরনো ট্র্যাডিশনাল। একটু খোঁজ নিয়ে দেখ আজকাল মুম্বাই মেইল ইত্যাদির স্পীড বাড়ানোর জন্যে ওগুলো পাল্টে অনেকটা লম্বা লেংথ জুড়ে ওয়েল্ডিং করা হচ্ছে। বিলাসপুর বলয়েও ,খড়গপুরেও। মমতা আজকে পাল্টি খাওয়ার সময় সেটাই বলতে চেয়েছেন।
    আর রাজধানী এক্সপ্রেসের ঘটনায় তো মাওবাদীরা ভাল রজনৈতিক মাইলেজ পেয়েছে, যেমন দান্তেওয়াড়ায় সিআর পির ওপর হামলা করে।
    তোমার এলাকার লোক্যাল মাওবাদীরা কবে যাত্রী ট্রেন উড়িয়েছে, বা চেষ্টা করেছে?
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০১:০৭458072
  • মনে হওয়া না হওয়া তো অবশ্যই ব্যক্তিসাপেক্ষ। তা নিয়ে তর্ক করে কি লাভ বলো? তোমার এ রকম মনে হবে সেটা খুবই স্বাভাবিক। ঈশান হিস্টিরিয়া দেখতে পাবে সেটাও স্বাভাবিক। আমার শুভাবাবুর দাড়িতে আগুন লাগাবার প্রবল ইচ্ছে হবে এবং রঞ্জনদার নিজের ভায়রার উপর প্রবল ভরসা থাকবে- খুবই প্রত্যাশিত।
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০১:০৭458074
  • কথা টথা বসাইনি। পেছনে একটা স্মাইলি লাগিয়েছিলাম। অধ্যুষিত কথাটিও কোটের মধ্যে রাখা। এনিওয়ে তাতে আমার বক্তব্যের খুব একটা মানে পাল্টায় না।

    আর উত্তর টুত্তর ইচ্ছে না হলে দিও না। তবে আমার কারণে খচে যেও না। খুব বড় জোর পাত্তা দিও না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন