এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 203.99.212.53 | ৩১ মে ২০১০ ১৭:৪২457896
  • আর্‌ম্‌ড মুভমেন্টে এটা খুব বাস্তব আর সম্ভব পরিণতি। কিছুদিন বাদে কেউ কাউকে ক®¾ট্রাল করে না, সবাই সবাই কে সন্দেহ করে। অস্ত্র ছাড়াই প্রতিটি রাজনৈতিক দল ফ্যাকশনালিজম এ শেষ হয়ে গেল, অস্ত্র থাকলে তো হবেই।

    আমার যেটা খুব বাজে লাগছে, আমরা পছন্দ মত নিউস আইটেম বা অ্যানালিসিস গুলো নিয়ে লড়ে যাচ্ছি, নিজেরা কিস্যু চিন্তাভাবনা না করে। এটা স্বাভাবিক, কারণ সকলের পক্ষে তো আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হওয়া সম্ভব না, কিন্তু ট্রেন্ড টা ক্ষতিকর।

    মাওবাদীরা সাধারণত নিজেরা দায় নেন, ঘটনা ঘটানোর পোরে, যে কোন রাজনৈতিক সন্ত্রাসবাদী অর্গানাইজেশন করে, তাই এবার তারা দায় নেয় নি, বলে এদ্দিন তাদের কথা তৃনঊল-নকু-সিপিএম পন্থীরা বলছিল যে দ্যাখো ওরা তো বলে, এবার কেন বল্লো না, অ্যাজ ইফ এটা প্রুফ। আর এখন মাওবাদীদের কোন নেতা বলেছে, আমাদের লোক হলে শাস্তি দোবো, সেটা কী আদৌ কোন প্রুউফ?

    এসব ব্যাপারে স্পেকুলেশন না করাই বেটার। কত লোক মরে গেলো, এখন স্পেকুলেশন করার সময়?
  • h | 203.99.212.53 | ৩১ মে ২০১০ ১৭:৪৯457897
  • *তৃণমূল-নকু পন্থী, সিপি এম বিরোধী --রা
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৭:৫৬457898
  • মনে হয়, বাপি মাহাতো একদম শুরুতে যেটা বলেছিল, ঐ সরি হ্যানা ত্যানা, ওটাই সত্যি। পরে কড়কানির ডোজে পাল্টি খেয়ে গেছে। অন্য গল্প শোনাচ্ছে। এতে বিভ্রান্ত না হওয়াই ভালো। ঠিকমত investigation হলে অনেক কিছু বেরিয়ে আসার সম্ভাবনা। আপাতত সে দিকেই লক্ষ্য রাখা। এ ছাড়া বেকার তর্ক করা একেবারেই মূল্যহীন।
  • SB | 115.117.214.209 | ৩১ মে ২০১০ ১৮:৩৬457899
  • কার্তুজ, তর্কের কোন মানে নেই, হক কথা, কিন্তু ইনভেস্টিগেট করেও তো বিশেষ কিছু বেরোবে না।

    ২০০২ এর ১০ই সেপ্টেম্বর রাজধানিতে আমার টিকিট কাটা ছিল, ট্রেন ছাড়ার এক ঘন্টা আগে প্ল্যান পাল্টে পরদিন গেছিলাম, সেই ১০ তারিখের ট্রেনটাতেও বোধয় অন্তর্ঘাতই হয়েছিল, ১৩০ জনের মৃত্যু হয়েছিল কমপক্ষে। কারোর তো শাস্তি হয়নি। তাই এসব ক্ষেত্রে একটু গায়ে আঁচটা লাগে আর কি।

    হনু, ক্যাচালের প্রশ্নই ওঠেনা, ওয়েবসাইটের মালিক ওয়েবসাইট কেমন করে চালাবেন সেটা একান্তই তার নিজের ব্যপার। গণহত্যার বিরুদ্ধে ঘোষিত স্ট্যান্ড, নিরপেক্ষতার বিজ্ঞাপন ইত্যাদির পরিপ্রেক্ষিতেই এত কথা কইলাম। ব্যাস, আর নয়!
  • SB | 115.117.214.209 | ৩১ মে ২০১০ ১৮:৩৯457900
  • * সন্দেহের তালিকায় মাওবাদীদের নাম ওঠার সাথে সাথেই গণহিস্টিরিয়ার অভিযোগ ইত্যাদির পরিপ্রেক্ষিতে ...
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৮:৫৮457901
  • আজ্ঞে "গণহত্যার বিরুদ্ধে ঘোষিত স্ট্যান্ড' আর 'নিরপেক্ষতার বিজ্ঞাপন', এই দুটো কোথায় দেখলেন, একটু জানাবেন? গুরু কোথাও বিজ্ঞাপন দিয়েছে বলে আমি তো অন্তত জানিনা।

    আপনি অবশ্যই গুরুর ব্যাপারে অনেক বেশি জানবেন। সেটা মেনেই নিচ্ছি।
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৯:০২457902
  • বাড়ি যাচ্ছি। উত্তরটা কাইন্ডলি জানিয়ে রাখবেন। বিজ্ঞাপনদাতাকে থ্যাঙ্কু জানাবো।
  • kallol | 124.124.93.202 | ৩১ মে ২০১০ ১৯:১৪457903
  • আমরা কি তর্কটা চালিয়ে যেতে পারি? ব্যাঙ্গ, খিল্লি, সেন্টু সবই চলতে পারে। কিন্তু এখন ব্যাপারটা বড্ডো ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে। আমার এরকম মনে হচ্ছে। আমরা একটু কম উত্তেজিত হলে বোধহয় ঠিক হয়। গুচতে তক্কতক্কি করে বিশাল কোন তীর মারছি না আমরা। এরকম তক্কো চায়ের ঠেকেও হামেশাই হয়, তাতে কিছু দুনিয়া পাল্টে যায় না।
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ২০:৫৪457904
  • ঈশানবাবু,
    ১) গণহত্যার বিরুদ্ধে ঘোষিত স্ট্যান্ডটা বোধহয় নন্দীগ্রাম বিরোধী ব্যানারের উপর বিতর্কের সময় বলা হয়েছিল

    ২) নিরপেক্ষতার স্ট্যান্ড টা আপনি বলেছিলেন, সৌমিত্র বসুর লেখা ছপার সময়। যখন বলা হয়েছিল গুরুতে সিপিয়েম বিরোধী লেখাই শুধু ছাপা হয়, তখন আপনি বলেছিলেন যে গুরু এইবিষয়ে নিরপেক্ষ আর সবার লেখাই ছাপা হবে।

    তবে এখন আপনার স্ট্যান্ডটা বুঝলাম না। গুরু কি নিরপেক্ষ নয়? জনগণের পক্ষে তো নয় (সেতো গণশক্তি), তাহলে?
  • Arpan | 204.138.240.254 | ৩১ মে ২০১০ ২১:০২457906
  • অয়ন,

    তোর বক্তব্যের সমর্থন বা বিরোধিতা কিছুই এই পোস্টের উদ্দেশ্য নয়। তবে আমার মনে হয় "নিরপেক্ষ' আর "আনমডারেটেড' এক জিনিস নয়। গণশক্তি নিরপেক্ষ নয় কারণ তারা জনগণের পক্ষে। গণশক্তি একই সাথে একজন পকাবুর চিঠি ছাপায় কারণ ওই চিঠিপত্রের সেকশন আনমডারেটেড। এইরকম।
  • a x | 99.188.83.127 | ৩১ মে ২০১০ ২১:১০457907
  • সৈকতের সাথে সম্পূর্ণ সহমত।

    রাজনীতি নিয়ে সব আলোচনা এসে ঠেকেছে ব্যক্তি অমুক, ব্যক্তি তমুক কত বদ কিম্বা কিরকম দ্বিচারিতা তার ইত্যাদিতে। অ্যাস ইফ কাউকে শয়তান প্রমাণ করতে পারলেই আজকের ভারতের সব সমস্যার সমাধান সেখান থেকে করোলারি সমেত বেরিয়ে আসবে।

  • tatin | 130.39.149.191 | ৩১ মে ২০১০ ২১:৫০457908
  • ওসিএস ইন ফর্ম- :D
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ২১:৫৯457909
  • a এবং sb,
    আমি বোধহয় অনেকবার খুব স্পষ্ট করে লিখে দিয়েছি, কোনটা সত্য , কোনটা মিথ্যা এখন ই স্পষ্ট বোঝা যাচ্ছে না। সত্য , মিথ্যা সম্বন্ধে সব সন্দেহের নিরসন হয়ে আমি কাউকে হত্যাকারী, বা কেউ কিছুতেই হত্যাকারী হতে পারে না, এরকম কিছু দাগিয়ে দিয়েছি, আমার এরকম একটা পোস্ট ও কি দেখাতে পারেন ?
    সেটা দিয়েছেন বরং আপনারা। আমি খালি এটুকু বলেছি, যে তথ্যের উপর ভিত্তি করে আপনারা এটা দাগাচ্ছেন, তার মধ্যেও কিন্তু অনেক ফাঁক আছে, যা নিয়ে প্রশ্ন তোলা যায় ( ঐ যে a বল্লেন, ইন্ডিয়ান এক্সপ্রেস বাপি মাহাতোর ঐ স্টেটমেন্ট জানার পর ও 'শিওর' হতে পারেনি বলে ছাপেনি, নিজেই ভেবে দেখুন,এতে ফাঁক লাগছে কিনা। বাপি নাহাতো বলেছে যখন শিওর, তখন তার স্টেটমেন্ট ছপতে কিসের অসুবিধা ? সেটা তো তার স্টেটমেন্ট, তার নামে বেরোবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টেটমেন্ট হিসেবে তো না ! তাহলে এখন তার অস্বীকারের স্টেটমেন্ট ই বা চাপলো ক্যানো ! তারা তো 'শিওর', এটা 'ঠিক' না :) )

    আর অন্য তরফের অন্য তথ্য ও কিন্তু আসছে। এটুকুই।
    এ ঘটনা সিপিএম ই করেছে বলে এখানে কেউ দাগালে , তার যুক্তি ও তথ্যের ভিত্তি নিয়েও প্রশ্ন তুলতাম।

    দ্বিতীয় কথা,আগেও বলেছি, এ ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়, এটা তো বলার কোনো অপেক্ষা ই রাখে না। কিন্তু কাদেরকে নিন্দা করা উচিত, সেটা শিওর হয়ে না জেনে কীভাবে 'তাদেরকে' কীভাবে নিন্দা করা যায়, এটা জানা নেই :(
    হ্যাঁ, এভাবে অবশ্য ই বলা যায়, যদি এটা স্রেফ দুর্ঘটনা না হয়, তাহলে যারা করেছে, তারা অবশ্য ই নিন্দাড়। শুধু দুর্ঘটনা হলে, রেইলের অপদার্থতা নিন্দনীয়। তো, এগুলো ও বোধহয় বলার কোনো অপেক্ষা রাখে না।

    আর একটা কথা, আমি গুচ র সাথে কীভাবে যুক্ত, কীভাবে না, সেটা অন্য কথা। আমি টইতে পোস্ট করার সময় সেটা নিয়ে কোনো উল্লেখ হোক আমি চাই না।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ২২:১১457910
  • *ছাপলো ক্যানো!
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ২৩:০৩457911
  • অর্পণদা, একমত তো। দুটোকে আলাদা করেই তো লিখেছি, আমার ৪:৪১ এর পোস্ট দেখো
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ২৩:১৩457912
  • পাইদি, কোন পোস্টে আমি অন্তত বলেছি যে এটা "নিশ্চয়" মাওরা করেছে, সেতা বল্লে আমি সেই পোস্টটা এক্ষুনি রিট্র্যাক্ট করে নেব, কিন্তু দেখাতে হবে।

    আর, তুমি কি চাও বা চাও না, সেটা বলে দিলে, খুব ভালো কথা, কিন্তু সেটা মানা না মানার দায় কারুর নেই। কারণ, ঐ জে বল্লাম, ব্র্যান্ডিং করলে সেটা শুন্তেও হবে
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ২৩:১৪457913
  • আর না দেখাতে পারলে, তোমাকে এই টই এর পোস্টটা আর অন্য টইতে আমাকে সিপিয়েম সমর্থক বলে অকারণে ব্র্যান্ড করার পোস্টটা প্রত্যাহার করতে হবে
  • Ishan | 122.173.176.47 | ৩১ মে ২০১০ ২৩:২৮457914
  • অয়নবাবু,

    সৌমিত্র বসুর লেখা নিয়ে আলোচনার সময় যা লিখেছিলাম নিচে দিলাম:

    ------------------------------------
    সম্পাদকের পক্ষ থেকে দুটো কথা।

    এক। একটা জিনিস ভুল করা হচ্ছে। গুরুচন্ডালি কোনো সংবাদপত্র নয়। এখানে কোনো সংবাদ প্রকাশিত হয়না। সপ্তাহে তিনটে করে প্রবন্ধ প্রকাশ করা হয়। LCM উপরে যে লিংকটা দিয়েছেন, সেটাকে হয়তো সংবাদ বলা গেলেও যেতে পারে, কিন্তু গুরুচন্ডালিতে যা বেরোয়, সেটা বিভিন্ন রকমফেরের প্রবন্ধ বা নিবন্ধ।

    দুই। বিভিন্ন প্রবন্ধ বিভিন্নরকম হবে, একসুরে গাঁথা থাকবেনা, এটাও স্বাভাবিক। এটা বোঝার জন্য খুব রয়াডিকাল হবার দরকার নেই। গম্ভীর থিয়োরিটিক্যাল জার্নাল থেকে শুরু করে বাজারি কাগজ পর্যন্ত সব কিছু খুললেই দেখা যাবে ঘটনা থেকে তঙ্কÄ পর্যন্ত সমস্ত জায়গাতেই ভিন্নমত। গুরুচন্ডালির ক্ষেত্রেও তা হবে বা হতে পারে।

    এই সুতোয় আলোচনা সমালোচনা চলছে চলুক, এ ছাড়াও, আগেই বলেছি, আবারও বলছি, আরেকটি ওপেন অফার আছে। যারা মনে করছেন একটি বিশেষ লেখা ডাহা গুল, দায়িত্ব সহকারে, নাম ধাম সূত্র টুত্র সহ বিরুদ্ধে লিখে পাঠিয়ে দিন। নিতান্ত খাজা না হলে বুলবুলভাজায় উঠে যাবে।
    এটাই গুরুচন্ডালির স্ট্যান্ড।
    ব্যস।
    ---------------------------------------

    এবার আপনি কাইন্ডলি আপনার কথাটা ফিরিয়ে নিন। :)

    আর আরেকটা বিষয়ে আপনি নিজেই "বোধহয়" লিখেছেন। ওটা নিয়ে মন্তব্য করার পন্ডশ্রম করলাম না।
  • Ishan | 122.173.176.47 | ৩১ মে ২০১০ ২৩:৩৩457915
  • হ্যাঁ, SBর উত্তরের জন্য এখনও অপেক্ষা করছি। আবার কাল সকালে দেখব কিন্তু।
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ২৩:৩৪457917
  • অ:, এতে নিরপেক্ষ বলা হল না গুচকে!!!! সিরিয়াসলি? বেশ, তবে আমার কেন জানি মানতে পারলুম না।
    আর আমার সামান্য কথা ফেরত নেবার জন্যে এতো "পন্ডশ্রম" না করলেও হত।
  • lcm | 69.236.171.60 | ০১ জুন ২০১০ ০০:২৮457918
  • Both CBI and CID should investigate the express train sabotage, find the culprits and punish them for 150 senseless brutal murders.
  • a x | 143.111.22.23 | ০১ জুন ২০১০ ০২:৫৬457919
  • এরকম একটা এই স্কেলের দুর্ঘটনায় কেন CBI তদন্ত করতে বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার?

    এবং তাতে সায় দিচ্ছে ভুপিন্দর সিং?

    Kolkata: The West Bengal government on Monday ruled out a Central Bureau of Investigation inquiry into the Jnaneswari Express derailment at Sardiha, rejecting Railway Minister Mamata Banerjee's demand.

    “The State's Criminal Investigation Department's (CID) probe has progressed a great deal and the State government does not feel that a parallel inquiry is necessary,” State's Home Secretary Samar Ghosh told reporters at the Secretariat here.

    Director General of Police Bhupinder Singh also said the CID was “sufficiently competent” to handle the investigation.

    http://www.thehindu.com/2010/06/01/stories/2010060157791400.htm

  • a x | 143.111.22.23 | ০১ জুন ২০১০ ০২:৫৯457920
  • হিন্দুর এই রিপোর্টে তো বলছে সেল ফোনের ইন্টার্সেপ্টই একমাত্র তথ্য, যার ভিত্তিতে PCPAকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এখানে বাপি মাহাতোর স্বীকারোক্তির কথা নেই!

    Meanwhile, mobile phone intercepts of several Maoist squad members appeared to be the only evidence that the State police have currently to prove that the left-wing extremists were involved, along with members of the Maoist-backed Police Santrash Birodhi Janasadharaner Committee (PSBJC).


  • a x | 143.111.22.23 | ০১ জুন ২০১০ ০৩:১৪457921
  • ড্রাইভারের অরিজিনাল FIR বদলে পরের দিন কিছু শব্দ ইনক্লুড করানো হয় - murder, attempt to murder ইত্যাদি।
    The police have been asked to add 'criminal conspiracy,' 'murder,' and 'attempt to murder' charges in the FIR, Additional DGP (Railways) Dilip Mitra told PTI today.

    "We have found that the ingredients of the driver's account in the FIR were not enough to put up a strong case. So I visited the spot myself and found that the incident prima facie appeared to be an act of sabotage," he said.


    সাধারণত রেলের সুরক্ষা কমিটি, রেলের দুর্ঘটনার তদন্তের ভারে থাকে, কিন্তু এখানে স্টেটের CID তদন্ত করবে, কেননা এখন এটা ক্রিমিনাল কেস, তাই। অরিজিনাল FIR না বদলালে CID তদন্ত করতে পারতনা।
  • bitoshok | 128.101.220.108 | ০১ জুন ২০১০ ০৪:০৪457922
  • মোবাইলের ইন্টারসেপ্ট যদি একমাত্র সুত্র হয় (এখনও অবধি অভিযুক্ত দের গ্রেফতারের কোনও খবর পাই নি) তাহলে কিছু প্রশ্ন ছিল :

    ১) ২৪ ঘন্টার মধ্যে ঘটনার প্রায় অনুপুঙ্খ রিকনস্ট্রাকশন কিভাবে করে ফেলল পুলিশ? শুধুই মোবাইলের কথোপকথন শুনে? (গণশক্তি ও TOI-র লিংক গুলো দেখুন নাম-ধাম, সময় সিকোয়েন্স সবই বলা আছে)

    ২) পুলিশ জানিয়েছে মাওবাদীরা কিছুদিন ধরে ঐ এলাকায় 'জিলিপি'র আলোচনা করছিল। পুলিশের জানে এটা কিসের সাংকেতিক নাম। ঐ এলাকায় নাশকতার সম্ভাবনা আছে সেটা পুলিশ যথাস্থানে কমিউনিকেট করেছিল কি? না করে থাকলে কেন?

    ৩) জনৈক 'অভিযুক্ত' নাকি দুর্ঘটনার পর আরেক নেতাকে ফোনে 'রেললাইনে সর্বনাশ হয়ে গিয়েছে' বলে জানিয়েছিলেন। প্রশ্ন, পুলিশ কি আড়ি পেতে খালি এইটুকু শুনেছিল? খালি ঐ সময় টুকুর আড়ি পেতেছিল কি?
  • bitoshok | 128.101.220.108 | ০১ জুন ২০১০ ০৪:২৫457923
  • ৪) নিরাপত্তা বাহিনী যখন এলাকা ঐদিনই এলাকা
    স্যানিটাইজ করেছে। এমনকি পুলিশ যখন নেতাদের ফোনে আড়ি পেতে সব কিছুই জানতে পারছে তখন বাপী মাহাতোরা ধীরেসুস্থে অপারেশন চালিয়ে হাওয়া হয়ে গেল?

  • lcm | 69.236.171.60 | ০১ জুন ২০১০ ০৮:১৮457925
  • আচ্ছা, এই সিবিআই, সিআইডি - দুটোই তো গোয়েন্দা সংস্থা - প্রায়ই খবর দেখি যে কে তদন্ত করবে তাই নিয়ে কন্‌ফিউশন। কেস টা কি?
  • Abhyu | 97.81.97.8 | ০১ জুন ২০১০ ০৮:৫০457926
  • একটা রাজ্য সরকারের ইচ্ছেমতো রিপোর্ট দেবে, অন্যটা কেন্দ্রীয় সরকারের ইচ্ছেমতো। তা সে যতই ইণ্ডিপেন্ডেন্ট বডি হোক।
  • Samik | 122.162.75.95 | ০১ জুন ২০১০ ১০:৩২457929
  • সিআইডির টিকি রাজ্যের হাতে, সিবিআইয়ের টিকি কেন্দ্রের হাতে। ল অ্যান্ড অর্ডার স্টেটের এক্তিয়ারভুক্ত, রাজ্য অনুমতি না দিলে কেন্দ্র ইন্টারফিয়ার করতে পারে না। তাই প্রথমে সিআইডি, পরে রাজ্য অনুমতি দিলে তবে কেন্দ্র দেবে সিবিআই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন