এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 71.105.79.204 | ৩০ মে ২০১০ ১৫:৫০457730
  • ব্যাপারটা যখন ক্লিয়ার ই না, কে করেছে, এবং যে কারোর ই করার সম্ভাবনা থাকছে, সেটা ঠিকমত জানার আগে, ঠিকঠাক প্রমাণ পাবার আগে কাউকে নিশ্চিতভাবে দাগিয়ে দেওয়া,মোটেও ঠিক কাজ না। সেটা সরকার ও করছে, সরকার বিরোধী বিদ্বজন ও করছে। মামুর পোস্ট পড়ে বুঝলাম, এটার বিরোধিতা করছে। একমত।

    কিন্তু মামু তো এটা বলার সাথে এও বলছে, মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে। যার যাকে ইচ্ছে দোষ দেবে।
    এদুটো একসাথে কিকরে হয় ?
    এর মানেটা ঠিক কি? দোষ দেওয়া মানে বলা যাবে, এরা করে থাকতে পারে, কিন্তু বলা যাবে না, এরা করেছে ?

    এছাড়াও, আর ও এক জায়গায় মামু লিখেছে সিপিএম এর আগে রেল সংক্রান্ত কোনো নাশকতা করেনি বলে সিপিএম কে এই নিয়ে দোষ দেওয়া ঠিক না।এটাও ঠিক বুঝলাম না। তালে এর ই বিপরীত যুক্তিতে মাওবাদীদের দোষ দেওয়া সঙ্গত হয়ে যায়, কারণ তারা আগে নাশকতামূলক কাজ করেছে। তাই কি ?
  • pi | 71.105.79.204 | ৩০ মে ২০১০ ১৬:১৫457731
  • তবে এখানেও প্রায় সবার পোস্টেই কোথাও একতা কোনো একটা পক্ষকে সমর্থনের , পক্ষ নিয়ে নেওয়ার ব্যাপার দেখা যায়। আর তাই অন্য পক্ষকে দোষ দেবার ব্যাপারটাও। সেটা সবসময় স্পেকুলেশনের স্তরে না থেকে কখনো কখনো জাজমেন্টাল হয়ে যাচ্ছে বলেও মনে হয়। যাগ্গে, এ নিয়ে আর কোনো তক্কো করার ইচ্ছে বা সুযোগ কোনোটাই নেই।
  • pi | 71.105.79.204 | ৩০ মে ২০১০ ১৬:৪৪457732
  • আর একটা ছোট পয়েন্ট। এটাও ঠিক বুঝিনি।
    মামুর ১:৫২র পোস্টের 'জেনেশুনেও এই ঢপবাজি' র ব্যাপারটা বুঝলাম না। মাওবাদীরা ঐ কাজ করতেই পারেনা, সেটা জানা হয়ে গেছে কি ? হলে, কি করে হল ?
    মাওবাদীরা বা পিসিপি এ এই কাজ করেছে, এই কথা জানা হয়নি, তবু একটা অনুমানের ভিত্তিতে প্রথন থেকে সরকার, প্রশাসনের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেটা অবশ্য ই আপত্তিকর। এটাকে না জেনে ঢপবাজি বলতে পারি, জেনেশুনে বলবো কি ? কারণ তাহলে আরো অনেক প্রশ্ন চলে আসে। ওরা করেনি , এটা 'জেনেশুনে' বলা মানে, কারা করেছে, সেটাও জেনে, সেটাকে আড়াল করতে বলা। তাহলে তো একটা ই অপশন পড়ে থাকে। সিপিএম করেছে, এটা জেনেশুনে সরকার , প্রশাসন মাওবাদী বা পিসিপিএ র উপর দোষ দিচ্ছে। সেটা আর তাহলে ঐ বিদ্বজনের দোষারোপের থেকে আলাদা কি হল ? ( প্রশাসন বলতে রেলের কথা বলিনি।)

  • ranjan roy | 122.168.222.176 | ৩০ মে ২০১০ ১৯:০৩457733
  • ফুটকি,
    বেশ কথা, তা ওই স্যাবোটাজের সার্কামস্টেনি্‌শয়াল এভিডেন্স গুলো কি কি?
    প্রথমে বলা হল-- বিস্ফোরণ। এখন দেখা যাচ্ছে কোন বিস্ফোরণই হয় নি। বিস্ফোরণের সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স?
    না কোন crater, না মূল লাইনে কোন বগি টুকরো টুকরো হয়েছে।
    তারপরে বলা হল হাতুড়ি-ছেনি দিয়ে স্লিপারের ক্লিপ খুলে সেগুলো ফেলে রাখা হয়েছে।

    প্লীজ, ফুটকি, প্লীজ! এই ব্রডগেজে ওসব কবে পাল্টে মুম্বাই মেলের, গীতাঞ্জলির, আমেদাবাদ এক্সপ্রেসের স্পীড বাড়িয়ে দেয়া হয়েছে। এটা যেকোন রেলের টেকনিক্যাল পার্সনের থেকে খোঁজ নিলেই জানতে পারবেন।
    তাহলে নাশকতা হল কোথায়?
    আর এই যে বীভৎস ব্যাপক ভাবে মানুষগুলো মৃতদেহে বদলে গেলো তার তাৎক্ষণিক কারণ পাশের লাইনে চারটে বগি গিয়ে পড়া ও তাতে মালগাড়ির দুটো এঞ্জিন চড়ে যাওয়া।

    আমার ব্যক্তিগত মত হল এই নিয়ে প্রাথমিক দায়িত্ব রেলবিভাগের টেকনিক্যাল ফল্ট, মিস্‌ম্যানেজমেন্ট। দুর্ঘটনার পর রেলের স্টাফের কাছে ঠিক মত বড় টর্চ ছিলো না। লোকে মোবাইলের সামান্য আলোয় চেষ্টা করে গেছে।
    আর ভোটের সামনে মমতা ও সি পিএম সমানভাবে রাজনৈতিক স্কোর করার চেষ্টা করছে। নইলে ম্যাঙ্গালোর এর রান ওয়ের ফল্টি ডিজাইনের জন্য ঘটা সাম্প্রতিকতম বীভৎস ঘটনার মতন এটাও তেমনি দুর্ঘটনা। দায়িত্ব অবশ্যই রেল কর্তৃপক্ষের।
    চারদিকের পরস্পরবিরোধী আরোপ-প্রত্যারোপের মধ্যে দুটো এভিডেন্স ( সারকামস্ট্যান্সিয়াল?) দেখুন।
    এক, মমতা যে কথা পরের দিন বলেছেন যে ওখানে ওরকম জোড়া দেয়া ফিশপ্লেটের ব্যাপারই নেই, লম্বা স্টীলের পাত ওয়েল্ডিং করা হয়--- এটা একটা টেকনিক্যাল পয়েন্ট। বিরোধীরা এই বক্তব্যকে খন্ডন করেন নি।
    ( আর আমি রোজ গত সাত বছর ধরে রোজ সাউথ ইস্টর্ন রেলে কমিউট করি বলে, এটা জানি।)
    দুই, কোন দল বা গ্রুপ, সরকারী বা বেসরকারী চারঘন্টার আগে পোঁছয় নি। এটার ব্যাপারে যে যত বড় দাবীই করুন ক্ষতিগ্রস্ত যাত্রীরা কেউই এই বক্তব্যের সমর্থন করছেন না। মারা যাওয়া লোকজনের বেশ বড় অংশ ৩৬গড়ের। ওই কোচ গুলোতে দুর্গ-রায়পুর-বিলাসপুরের অনেক যাত্রী ছিলেন।
    ব্ল্যাংকির বক্তব্য অবাক করেছে।
    মাওবাদীরা নিজেদের মত করে এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওরা নিজস্ব রাজনৈতিক গেমপ্ল্যান এবং জনতার মধ্যে মানসিক ও অন্য রকমের সমর্থন খোঁজে। কাজেই দান্তেওয়ড়ার ঘটনার পর ওরা জঙ্গলের মধ্যে প্রেস কনফারেন্স করে শুধু দায়িত্ব স্বীকারই করেনি, কি ভাবে অপারেশন হল তার পুংখানুপুংখ বিবরণ দিয়েছে। উদ্দেশ্য স্পষ্ট। একটা অংশকে ভয় দেখানো আর অন্য একটা অংশের সামনে নিজেদের ক্ষমতা দেখানো।
    সেখানে ওরা যদি বলে আমরা করিনি তাকে গুরুত্ব দেয়া হবে না?
    আরে, আগে তো এটাই প্রমাণিত হোক যে এটা দুর্ঘটনা নয়, স্যাবোটজ।
  • Ri | 121.247.234.148 | ৩০ মে ২০১০ ২১:১৯457735
  • রেলে তো এই প্রথম নাশকতা চালায় নি মাও রা।কদিন আগে স্টীল একস্প্রেসে গুলি চালিয়েছে কারা? তাতে মানুষ মরে নি? কবছর আগে স্বাস্থ্যকর্মী সমেত জিপ উড়িয়েছিলো কারা? জামুই গ্রামে কোতল করেছিলো কারা? কদিন আগে দান্তেওয়াড়ায় বাস ওড়ালো কারা? এই যাদের ট্রাক রেকর্ড তাদের প্রতি সন্দেহ আসাই স্বাভাবিক নয় কি? জনতা তো মনে করতেই পারে যে জনমানসে বিপুল প্রতিক্রিয়ার কথা ভেবে মাও রা দায় অস্বীকার করছে? নাকি জনতার সেই মত নেবার স্বাধীনতা নেই?
    এদিকে হিমাংশু কুমার ও মনে করছেন মাও দের সে¾ট্রাল লিডারশিপের নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে বেশ কিছু গ্রুপ,তারা এটা ঘটিয়ে থাকতে পারে।যদি করেও থাকে সেই আদিবাসী স্কোয়াডের সদস্য দের অন্ধ্র বেঙ্গলের তাঙ্কিÄক নেতারা কোর্ট মার্শল জাতীয় শাস্তি দিতে চেষ্টা করলে তো সংগঠন ভেঙ্গে যাবে।তাই সেটাও ডিনায়ালের একটা কারন হতে পারে।
    মোট কথা মাও দের প্রথমেই ক্লিন চীট দেওয়া যায় না।
    তদন্ত হোক।সবাই চাই সত্য বেরিয়ে আসুক। কিন্তু তদন্ত কারা করবেন? সিবিআই ? সিআইডি ? না।স্কটল্যাঁড ইয়ার্ড?ইআই? ওরা তো সাম্রাজ্যবাদী শক্তি :-) অগত্যা মাও মুখপাত্র আকাশের দাবী "নিরপেক্ষ বিদ্বজ্জনেরা" তদন্ত করুক। ইন্টারেস্টিংলি আজ ২৪ ঘন্টায় "অরাজনৈতিক বিদ্বজ্জন" প্রসূন বলেছে তদন্ত করার এক্তিয়ার শুধু রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য সুরক্ষা কমিটির। যার মাথা কোন বেতন ভুক বিদ্বজ্জন যেন?
    জনতা কি এতই গাধা? বিদ্বজ্জন দের কি এক্সপার্টাইস ও ক্রেডিবিলিটি আছে তদন্তের ব্যাপারে?

    আরো বড় প্রশ্ন উঠে এসেছে - মাও রা স্টেট আর পিপলের মধ্যে পার্থক্য করে কি?
    স্বাধীন গনতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মত - করেনা।

  • tatin | 70.177.57.60 | ৩০ মে ২০১০ ২১:৩৪457736
  • ইসে, স্টীল এক্সপ্রেসে গুলি চালিয়েছে কারা?
  • PT | 203.110.246.230 | ৩০ মে ২০১০ ২১:৫৪457737
  • ইসে, মানে আরেকটা অন্য সম্ভাবনাও আছে। ১৪৮ জনের মৃত্যু সম্ভবত: জ্ঞানেশ্বরী লাইনচ্যুত হওয়ার কারণে হয়নি -- হয়েছে মালগাড়ির ধাক্কাতে। মাওবাবুরা ভেবেছিল যে জ্ঞানেশ্বরীকে লাইনচ্যুত করে দিদিকে একটু কড়কে দেবে। কিন্তু আগুন নিয়ে খেললে যা হওয়ার তাই হয়েছে। মালগাড়ির ব্যাপারটা অত্যন্ত ""সৎ"" এবং ""বুদ্ধিমান"" মাওবাবুদের অংকের মধ্যে ছিলনা। সেইজন্য এখন ঘটনার দায় স্বীকার করলে তাদের নিজেদের এবং তাদের শহুরে দালালদের বিপদে পড়বার সম্ভাবনা বিপুল। সেইজন্যে তারা দায় স্বীকার করছে না।

    কিন্তু মাওবাদীরা বিপদে পড়ুক বা না পড়ুক তাতে ""মমতাপন্থী বিদ্বজনদের"" (এটা এখন তারানন্দ ব্যবহার করছে) কি আসে যায়?
  • ranjan roy | 122.168.222.176 | ৩০ মে ২০১০ ২২:১৭457738
  • ম্যাঙ্গালোর এর প্লেন দুর্ঘটনায় অত লোক মরলো! কেউ গ্যারান্টি বলতে পারেন কি সেটার পেছনে মাওয়ের হাত ছিল না!
    আগের থেকে ক্লিন চিট দেবেন না কমরেড! মও থাকতেও পারে, নাও থাকতে পারে।
    সুকমায় বাস ওড়ানোর দায় স্বীকার করে মাওবাদীরা স্টেটমেন্ট দিয়েছে তো! তাবলে --।
    মদ খেলে জুয়ো ও খেলবে, আর তার পর বেপাড়ায় ও যাবে। সন্দেহটাস্বাভাবিক। প্রথমে নী-জার্ক রি -অ্যাকশন বুঝতে পারি। কিন্তু---।
  • a x | 99.188.83.127 | ৩০ মে ২০১০ ২২:২৬457740
  • এই প্রতিটি যুক্তির বিপক্ষে আরেকটি যুক্তি দেওয়া যায়। যেমন এই স্পেকুলেশন যে এত লোক মারা যাবে এটা মাওবাদীদের গেমপ্ল্যানে ছিলনা, তাই আগে সবসময় স্বীকার করলেও এখন ব্যাকফুটে তাই স্বীকার করছেনা।

    কিন্তু মাওবাদীদের ইতিহাসে কাকাতিয়ার গল্প আছে, যেটার দায় তারা স্বীকার করেছিল, চরম রাজনৈতিক মূল্যের বিনিময়ে। ইনফ্যাক্ট আজাদ-সুমন্তর যে চিঠি-চাপাটি EPWতে বেরিয়েছিল, তাতেও এটার মেনশন ছিল - a blot in our party's history এরকম কিছু বলে।

    কাজেই এই যুক্তি, প্রতিযুক্তি কোথাও নিয়ে যাবেনা। সন্দেহ এক, কিন্তু শুধু সন্দেহের বেসিসে কারোর মিডিয়া ট্র্যায়াল বা প্রশাসনের অফিসিয়াল বিবৃতি আসতে পারেনা। যেভাবে প্রায় প্রতিটি লোকাল, ন্যাশনাল, এবং ইন্টারন্যশানাল মিডিয়ার হেডলাইন ছিল, তাতে মনে হবে এই কাজ সন্দেহাতীত ভাবে মাওবাদীদের।
    যেটা দরকার সেটা হল ইন্ডেপেন্ডেন্ট এক্সপার্ট বডি দ্বারা তদন্ত। ক্যাটেগোরিকালি রেলের যাত্রী সুরক্ষা কমিটি, কোনো রাজনৈতিক গোষ্ঠির কর্ণধার, এদের বাদ দিয়ে।
  • ranjan roy | 122.168.222.176 | ৩০ মে ২০১০ ২২:৩০457741
  • কমরেডস্‌,
    এটি একটি অত্যন্ত দু:খজনক ঘটনা। কিন্তু দুম্‌দাম্‌ করে স্কেপগোট খুঁজে নিলে মনে মনে কর্তব্য শেষ বলে নিশ্চিন্ত হতে পারেন। তাতে আসল দোষী আড়ালে থেকে যায়। ভবিষ্যতে এমন ঘটনা রিপিট হবার সম্ভাবনা থেকে যায়।
    কাজেই আগে একমত হয়ে নিন--- নাশকতামূলক কাজটি ঠিক কী?
    বিস্ফোরণ নয়, ফিশ-প্লেটের ক্লিপ খোলা নয়,( কারন ওমনি ক্লিপ লাগানি ফিশপ্লেট নেইই) তবে কী? আর মাওবাদীদের টেকনিক্যাল ক্ষমতা সবাই জানেন। যদি করবেই তাতে কোচ সামান্য লাইনচ্যুত হবে না। প্রসঙ্গত: ডিরেইলড- হয়ে কোচ পাশের লাইনে পড়ে লাইন আটকানো কোন নতুন কিছু নয়। দুবছর আগেই এই লাইনেই বিলাসপুরের কাছে জান্‌জগীর স্টেশনের পাশে মালগাড়ি লাইনচ্যুত হয়ে চারটি বগি পাশের লাইনে পড়ে দুদিন ট্রেন চলাচল বিঘ্নিত ছিল।
    খালি দুর্ঘটনাটি দিনের বেলায় হওয়ায় প্রাণহানি হয় নি।
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ২২:৩২457742
  • পাইকে:

    ক্লিয়ার করে লিখি। বুদ্ধবাবুরা যখন বিবৃতি দেন, তখন তাঁরা জানতেন, যে, ঘটনাটার পিছনে মাওবাদীদের হাত আছে কিনা সেটা জানা নেই। এমনকি আদৌ নাশকতা কিনা সেটাও জানা নেই। তারপরেও ওঁরা ভোটের আগে "মাওবাদী নাশকতা' বলে বাজার গরম করেছেন। এটা জেনেশুনে ঢপ দেওয়া।

    অন্য দিকে ব্রাত্য ইত্যাদিরা ভালো করেই জানতেন, যে, সিপিএম এই কান্ড ঘটিয়েছে, তার বিন্দুমাত্র প্রমাণ নেই। তার পরেও প্রেস কনফারেন্সে গিয়ে তাঁদের কেউকেউ এটাকে সিপিএমের চক্রান্ত বলে অভিহিত করলেন। এটাও জেনেশুনে ঢপবাজি।

    এবার মতপ্রকাশের স্বাধীনতার কথা। ঢপ হোক বা নির্জলা সইত্য, সেকথা বলার রাইট সকলের আছে। আমি এই রাইটের সমর্থক। তার জন্য অনুচিত কথাকে অনুচিত বলতে আমার আটকায়না। মিথ্যে মনে হলে আমি সমালোচনা করব, কড়া ভাষাতেই করব, কিন্তু ঢপ বলে কোনো কথাকে আটকে দেওয়া, বলতে না দেওয়াকে সমর্থন করবনা।
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ২২:৪০457743
  • ঋজু মাওবাদীদের ট্র্যাকরেকর্ড নিয়ে যেটা বলেছে, সেটা ঠিক নয়। ও যা বলেছে, তার সবকটাই মাওবাদীরা ঘটিয়েছে। একশবার। সঙ্গে সঙ্গে বলতে হবে, প্রত্যেকটার দায়ও স্বীকার করেছে।

    এখানে আরেকটা পয়েন্টও আসে। যে, আমাদের রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের ট্র্যাক-রেকর্ড কি। ওনারা প্রতিটি ভোটের আগেই নিয়ম করে ঢপ দিয়ে থাকেন। এবারও দিয়েছেন। মমতা বলেছেন সিপিএম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভোটে জেতার জন্য। ওনার কাছে খবর আছে। বুদ্ধবাবু বলেছেন তৃণমূলের জনা ছয় শীর্ষ নেতার সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। উনি নাম জানেন কিন্তু বলবেন না।

    এনারা ভোটে জেতার জন্য যে যা খুশি বলবেন, তাতে আশ্চর্যের কি আছে।
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ২২:৪৩457744
  • তবে ঋজুর একটা কথা মানি। যে, তদন্ত করবে কোন ব্যাটা। রাজ্য পুলিশ করলে একরকম রিপোর্ট হবে। রেল করলে আরেকরকম। তারপর দুই পক্ষ দুটো রিপোর্ট নিয়ে লাঠালাঠি করবে। এই তো হবে।
  • PT | 203.110.246.230 | ৩০ মে ২০১০ ২২:৪৯457745
  • ও: সরি! ভুলে গিয়েছিলাম। প: বঙ্গে মাওবাদী বলে কিছু নেই-ই-ই তো!!
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ২২:৫২457746
  • অন্নদাশংকর রায় একটা ছড়া লিখেছিলেন একদা। যেখানে যা অনাসৃষ্টি, সবের মূলে কমুনিস্টি। খরা বন্যা অতিবৃষ্টি, সবের মূলে কমুনিস্টি। (ঠিকঠাক লিখলাম না, কিন্তু মোটামুটি এইরকমই)।

    পিটির জন্য এবার আমরা কমুনিস্টির সঙ্গে ব্র্যাকেটে মাও লিখে দেব। :)
  • PT | 203.110.246.230 | ৩০ মে ২০১০ ২২:৫৭457747
  • এই খবরটা থাক এখানে:
    However, it is believed that unlike other instances, where Maoists claim responsibility after any attack, both the Maoists and PCPA have washed their hands off the incident, just because the casualties in this case are civilians.
    http://www.asianage.com/india/joint-plan-pcpa-maoists-437

  • nisha | 122.163.6.184 | ৩০ মে ২০১০ ২৩:২৪457748
  • Ishan - মূর্শিদাবাদে হল না বৃষ্টি , তারো মূলে আছে কমুনিস্টি :-)
  • dukhe | 117.194.225.221 | ৩০ মে ২০১০ ২৩:৩৮457749
  • আজ আবার পাটুলির বুথে এক পুলিশ গুলি চালিয়েছে । সন্দেহ - ব্যাটা মাওবাদী ! আমার মত অনেকে আবার ভোট কামাই করেছেন - এসব ভোট বয়কটবাজরা মাও না হয়ে যায় না ।
  • Ri | 121.247.231.34 | ৩০ মে ২০১০ ২৩:৫৭457751
  • তাতিনের জন্যে স্টীল এক্সপ্রেসে ২৩ মে গুলি চলানোর ঘটনা -
    http://www.tribuneindia.com/2010/20100524/main6.htm
    'চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা' হয়ে থাকা কি বুদ্ধিমানের কাজ?
  • Ri | 121.247.231.34 | ৩১ মে ২০১০ ০০:০১457752
  • 'ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট' তদন্ত কমিটি তে কে থাকবে? তাদের এক্সপার্টাইস ও ক্রেডিবিলিটি কে এন্সিওর করবে?
  • tatin | 130.39.149.191 | ৩১ মে ২০১০ ০০:২৯457753
  • জনগণ
  • ranjan roy | 122.168.222.176 | ৩১ মে ২০১০ ০৩:৫৪457755
  • আমার গিন্নী বলেন--
    যেখানেতে ঘটে যত অনাসৃস্টি,
    সকলের মূলে কমিউনিস্টি।
    মুর্শিদাবাদে হয় না বৃষ্টি,
    তলে তলে কেটা? কমিউনিস্টি।
    পাবনায় ভেসে গিয়েছে সৃষ্টি,
    ছেলেরা বল্ল--- কমিউনিস্টি।

    এটাও স্মৃতি থেকে লেখা, অনেক ভুল আছে। মূল ছড়াটা আছে অন্নদাশংকর রায়ের " উড়কি ধানের মুড়কি'' তে।
  • ranjan roy | 122.168.222.176 | ৩১ মে ২০১০ ০৪:০৪457756
  • আমিও টাইমস্‌ অফ ইন্ডিয়া রাখি, বর্তমান-আজকাল-আনন্দবাজার নয়। তাই বুদ্ধিমান নই।
    তাই কালকে জিগাইলাম-- স্টীল একস্‌প্রেসে মাওবাদীরা গুলি চালিয়েছে এটা নিয়ে কি করে কেউ নিশ্চিন্ত হলেন?
    একই ভাবে ছত্তিশ্‌গড়ের নবভারত, ভাস্কর, হরিভূমি সবাই আমার ও স্ত্রীর নামে গুলি চালিয়ে পালানোর গপ্পো ফলাও করে ছেপেছে। বেশ কয়েকবার।
    কাজেই রাজ্যপুলিশের পরস্পরবিরোধী গপ্পো বিশ্বাস করাই যদি বুদ্ধিমানের কাজ হয়, তবে আমি বোকা থাকাই পছন্দ করবো।
  • . | 115.117.235.242 | ৩১ মে ২০১০ ০৯:৪৭457758
  • প্লিজ রঞ্জনদা প্লিজ! বিস্ফোরণের কথা রেলের লোকজন ছাড়া আর কেউ বলে নি। প্রথম থেকেই পুলিশ বলে এসেছে কোনো বিস্ফোরণ হয় নি। পেন্ড্রল ক্লিপ খোলা হয়েছিল এবং রেলের লাইন কেটে রাখা হয়েছিল। আমি আপনার মত রেলের টেকনিকাল ব্যাপার নিয়ে খুব একটা সড়গড় নই। তাই মেইনস্ট্রিম কাগজপত্রে যা লেখে তা পড়েই নিজের ধারণা তৈরি করি। তো এই দুর্ঘটনার তঙ্কেÄর কোনো প্রমাণ কোনো পত্রপত্রিকা পেল না দেখে একটু অবাকই লাগছে। আর কনস্পিরেসি থিওরিতে আমার বিশ্বাস চিরকালই কম। আমি যা পড়েছি ও বুঝেছি তা এইরকম:

    http://mobilepaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=1§id=edid=&edlabel=TOIKM&mydateHid=30-05-2010&pubname=Times+of+India+-+Kolkata&edname=&articleid=Ar00100&publabel=TOI

    http://www.telegraphindia.com/1100530/jsp/frontpage/story_12503140.jsp
  • bitoshok | 76.113.141.132 | ৩১ মে ২০১০ ১০:০০457760
  • সারাংশ যা বুঝলাম :

    ১) পুলিশ ২৪ ঘন্টার মধ্যেই ষড়যন্ত্রের নীল নকশা একদম জানতে পেরে গেছে।

    ২) পুলিশ আগে থেকেই 'জিলিপি'র গল্প শুনেছিলো।

    জিলিপির গপ্প শুনে টুনেও অবশ্য পুলিশ কিছু করে নি। শুধু দুর্ঘটনার পর মিডিয়া কে ডেকে গপ্প টা শুনিয়ে দিয়েছে।
  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১০:০০457759
  • ভাগ্যিস ছত্তিশগড়ের মেইনস্ট্রিম কাগজ হাতের কাছে নাই - নইলে নির্ঘাত ফুটকির মত সিদ্ধান্ত করতাম রঞ্জনবাবু বন্দুকবাজ !
  • . | 115.117.235.242 | ৩১ মে ২০১০ ১০:০৩457762
  • হ্যাঁ, তবে ব্যক্তিগত আস্থার প্রশ্ন এসেই যায়। আপনার যেমন আর্মির ক্যাপ্টেনে আস্থা আছে, অনেকের অসিত মাহাতোতে আস্থা আছে, অনেকের গণশক্তিতে, অনেকের আবার সৌমিত্র বসুতে, তেমনি এই কাগজপত্রে এই রিপোর্টিংগুলো যারা করেন, তাদের অনেকের উপর আমার আস্থা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন