এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৩:৩৬457830
  • আমি "আলগা' কমেন্ট করব কিনা, এটা বুঝি অন্যদের বিজিনেস? বেশ বেশ। :)
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৩:৩৭457831
  • দুখে, সেক্ষেত্রে আপনাকে কিছু বলার নেই, হাস্যকর ও নয়। আপনার শিক্ষা-দীক্ষা তথা রাজনৈতিক ও নৈতিক চেতনার প্রতি সমবেদনা রইল।

    কার্তুজবাবু,আমার থিওরি অনুযায়ী ব্যখ্যা দেবার চেষ্টা করছি:

    ১। মালগাড়ি না এলে মৃত্যুর হার এত বেশি হত না,সেটা আমার থিওরি অনুজায়ী মাওবাদীদের কাম্যও ছিল না। বোমা রাখার বিরুদ্ধে এটাই আমার বক্তব্য। আর বোমা ছিল না, এরকম কথা রেল এখনো বলেনি

    ২। একি কারণে, দায় স্বীকার করতে চাইছে না মাওবাদীরা। রাষ্ট্রের ভয়ে নয়, সাধারণ মানুষের ভয়ে

    ৩। রেলমন্ত্রী হিসাবে অপ্‌দার্থ প্রমাণ করতে এত বড় ঘটনা? মানতে খুব কষ্ট হচ্ছে। তার থেকেও বেশি অসুবিধা "মাও-অধ্যুষিত" অন্‌চলে গিয়ে এরকম অপারেশন করে আসা। এর থেকে তো মাওদের হটিয়ে দেওয়া সহজ কাজ!!!

    হ্যা, আরেকটা প্র্যক্টিকাল সম্ভানা আছে, রন্‌জন্দার আত্মীয় যেমন বলেছেন, আসলে রেলের maintenance এর গাফিলতি এই দুর্ঘটনা। সেটাকেই চাপা দেবার কৌশল নয় তো এইসব?
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৩:৩৮457832
  • রাজদীপ,

    গুচতে "আরবিট' নামক কোনো ক্যাটিগরি নেই।

    নন্দীগ্রামের পরের ব্যানারটা আপনি ভালো করে দেখেন নি মনে হচ্ছে।

    এবার এরকম ব্যানরের কোনো প্ল্যান আছে কিন, সেটা আপনাকে আমি জানাতে বধ্য নই।
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৩:৪২457833
  • পিটিকে:

    তিরিশ-চল্লিশ বছর আগে আপনি যা লিখেছিলেন তাই হয়েছিল। কিন্তু এখন ফ্যাক্ট হচ্ছে জঙ্গলমহলে বিমানবাবু যাকে রাজনৈতিক লড়াই বলেন, তার মানে হল কিছু সশস্ত্র ক্যাম্প বানিয়ে যোদ্ধা বসিয়ে রাখা। যৌথবাহিনী আর পুলিশের সহযোগিতায় মাওবাদীদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়া। উচিত-অনুচিতের প্রশ্নে যাচ্ছিই না, সিপিএম এখন এই মোডে অভ্যস্ত।

    যৌথ বাহিনী আর পুলিশ যদি পাশ থেকে সরে যায়, তখন এই রাজনৈতিক সংগ্রাম কদিন টিকবে সেটা খুব কঠিন পোশ্নো নয়।
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১৩:৪৫457834
  • না না বাধ্য কে করেছে ? উত্তর দেবেন না, ব্যাস মিটে গ্যালো .....
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৩:৫১457835
  • তাই নাকি? ইশানবাবুর ১:৪২ গতে করা মন্তব্যের ভিত্তি কি? নাকি এটাও "জেনেশুনে ঢপ মারা" ক্যাটেগরিতে পড়ে?
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৩:৫৩457836
  • a,

    এবার আপনার কথার সূত্র ধরেই বলি,

    ১। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাই যাদের জীবনের অন্যতম এবং একমাত্র উদ্দেশ্য, তারা জানবে না কিসে মৃত্যুর হার বেশি হতে পারে? হ্যাঁ, মালগাড়ির timing না জানাই স্বাভাবিক। আর derailment এ তেমন লাভ হবে না। তাই বোমা দিয়ে কার্যসিদ্ধি-ই ওদের পক্ষে সব চেয়ে logical হত। স্বল্প সংখ্যায় মানুষ মেরে কি ওরা ছুঁচো মেরে হাত গন্ধ করবে? তারা যদি করত এটা, স্বীকার-ও করত। কারণ সরকারের থেকে শাস্তির ভয় ওদের নেই। সেটা সরকার-ও জানে ভালই। মাওদের হটনো সিপিয়েম সরকারের কাছে সব থেকে দুরূহ mission এখন।

    ২। সাধারণ মানুষের ভয়? আছে কি? জনগণকে কিছু ভুজুম ভাজুম বোঝানো যে কত সোজা তারা কি না জেনেই আগুন নিয়ে খেলতে নেমেছে?
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১৩:৫৬457838
  • এইখানেই সমস্যা হচ্ছে ঈশানবাবু।
    এখন যা অবস্থা, তাতে লড়াইটা বিমান-বুদ্ধের হাতে নেই। সারা দেশ জুড়ে অহেতুক সাধারণ মানুষকে মেরে মাওবাদীরা এই লড়াইটা এখন মনমোহন-চিদাম্বরমের দরজাতে নিয়ে গিয়ে ফেলেছে। তবে ইতিহাস বলছে যে you live by sword, you perish by sword। কাজেই চারুবাবুর দলের মতই এই মাওবাদীরাও রাষ্ট্রের কাছে মাথা নোয়াবে। কেননা শেষ বিচারে শিশির-শুভা-মমতা-অরুন্ধুতি-সুজাত এবং গুচ-র মাওব্যাথীরা কেউই নিজেদের সুরক্ষিত আশ্রয় ছেড়ে মাওবাদীদের পাশে গিয়ে দাঁড়াবে না।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৩:৫৬457837
  • আর ঐ spot এ বোমা থাকলে নিশ্চয়ই এই ৩ দিনে পাওয়া যেত। তাই না? এখনও কি তেমন কিছু দেখেছি আমরা কাগজে?
  • SB | 115.117.252.148 | ৩১ মে ২০১০ ১৩:৫৮457842
  • http://www.expressindia.com/latest-news/Were-sorry-Target-was-goods-train/627088/

    একটু কোট করে দিই?

    Hours before he was named as the prime suspect in the Jnaneswari train disaster, Bapi Mahato told The Indian Express that he was “sorry” for what had happened, and that the targeting of the passenger train was a “mistake”.
    Speaking to the Express inside the Romroma forests, 8 km from the accident site, after much persuasion, Mahato, a key leader of the PCAPA, said: “We are sorry. We never wanted these innocent civilians to die. Trust me, we targeted the goods train. But somehow, we were fed wrong information that the goods train would cross through this track and we removed pandrol clips from a long stretch. We did not want to harm civilians. There must have been some miscalculation.”

    However, when the Express contacted him again after he had been named the “mastermind” of Thursday night’s carnage by Bengal DGP Bhupinder Singh and a manhunt launched for him, Mahato denied all role in the attack.


    গুচর সম্পাদক কি পড়লেন? এরপরের লাইনটা কী নেবেন?

    মমতা নিয়েছেন - পিসিপিএ আর মাওবাদী এক নয়। আপনিও সেই লাইনটাই নেন কিনা দেখার!
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১৩:৫৮457841
  • ভিত্তিতে আবার সন্দেহ কি ??

    এই অভিযোগ মমতা-শিশির-শুভেন্দু-শুভা-দেবব্রত-সুনন্দ করে আসছেন আর বত্তোমান-পোতিদিনও বলছে

    সেটাই ভিত্তি
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৩:৫৮457840
  • কার্তুজবাবু, সেটা বলতে পারেন এই থিওরির একটা স্বত:সিদ্ধ যে মাওরা বেশী লোককে মারতে চায়নি। কেন? আদর্শগতভাবে এরা সাধারণ মানুষ হত্যার বিরোধী। এইখানে তফাত আছে বলেই এদের এখনো Terrorist declare করতে অসুবিধা হচ্ছে।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৩:৫৯457843
  • তো এরা যা করেছে বা করছে সেটা Terrorism বলা যায় না তাহলে?
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১৪:০০457844
  • না: বড় জোর ক্যানিবালিজম বলা যেতে পারে
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৪:০১457845
  • আর এদের আদর্শটা কি কোনো শুভ কিছুর জন্য? মানুষ মারা এদের আদর্শবিরোধী হলে এরা সেই কাজগুলো-ই করে জচ্ছে বারবার যাতে পিঁপড়ের সারি দিয়ে শবের মিছিল জাচ্ছে?
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৪:০৩457847
  • হ্যা, এইটা আরেকটা সম্ভাবনা, আসল টার্গেট মালগাড়িটাই ছিল, ভুল করে প্যাসেন্‌জার ট্রেনের ট্র্যাক খুলে রেখেছিল, মাচ মোর প্র্যাকটিকাল।

    গুচর সম্পাদকের লেখাগুলি থেকে কি পরিস্কার নয় যে তিনি কোন লাইন নেবেন? এতে প্রশ্ন বা সন্দেহের কি আছে?
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৪:০৩457846
  • রাজ কি seriously বললেন?
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৪:০৪457848
  • মালগাড়ি target করে কি লাভ হত বলে মনে হয়?
  • dipu | 61.12.12.83 | ৩১ মে ২০১০ ১৪:০৬457852
  • ও:, SB অলরেডি দিয়ে দিয়েছেন।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১৪:০৬457851
  • মমতাকে একটু মনে করিয়ে দেওয়া বারে বারে যে নন্দীগ্রাম-সিঙ্গুরে সাহায্য করার প্রতিদান তারা এখনও পায়নি।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৪:১৬457854
  • এতে করে ব্যাপারটা পুরো অন্য রং নিচ্ছে। আচ্ছা এখানে যেটা বল হচ্ছে, সে বিষয়ে কি ১০০% sure যে PCPA এতে যুক্ত এবং নিছকই সেই রাজার পোষা বানরের মাছি তাড়াতে গিয়ে রাজাকে খুন করার মত ঘটনা? তো, এবার এদের againststep নেয় যেতেই পারে সরকারের তরফ থেকে?
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৪:১৬457853
  • পুরো ধাঁধা তো।
    সত্যি ই রশোমন কেস।
    http://www.outlookindia.com/article.aspx?265615

    আচ্ছা, এই আউটলুক বা ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্টারভিউ নেবার সময় অসিত বা বাপি মাহাতোকে পরস্পরের (পরস্পরবিরোধী) স্টেটমেন্ট নিয়ে কিছু প্রশ্ন করছে না ক্যানো ?
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৪:১৮457855
  • কার্তুজবাবু, আমি আপনি কি বল্লাম তাতে কি আসে যায়? কেন্দ্র এদের terrorist বলেছে কিন্তু সেই প্রশ্নে মতভেদও রয়েছে। মতভেদ থাকার কারণ এটা, সেইটাই শুধু বল্লাম। বোঝাতে পারলাম কি?
  • dipu | 61.12.12.83 | ৩১ মে ২০১০ ১৪:১৯457857
  • আউটলুকের লিঙ্কটা তিনদিনের পুরনো। আইবিএনের লিঙ্ক আজকের।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৪:১৯457856
  • PCPA যুক্ত থাকার ব্যাপারে অসিত আর বাপি মাহাতোর তো পুরো ১৮০ ডিগ্রী উল্টো স্টেটমেন্ট।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৪:২৯457858
  • এই পরস্পরবিরোধী statementটা কোনো গভীর চাল হতে পারে। সবার আগে সেটাই দেখার কে সত্যি বলছে।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৪:৩৩457859
  • দীপু,
    আইবিএন বা এক্সপ্রেসে উল্লিখিত বাপি মাহাতোর এই স্টেটমেন্ট টাও পুরানো কিন্তু। রিসেন্ট স্টেটমেন্টে তিনিও অস্বীকার ই করেছেন। এটা ভালো করে পড়ে দ্যাখ।

    However, when the Express contacted him again after he had been named the “mastermind” of Thursday night’s carnage by Bengal DGP Bhupinder Singh and a manhunt launched for him, Mahato denied all role in the attack.

    Speaking over the cellphone, he said: “We are being framed by the CPM and police. I investigated and came to know that our cadres were not involved in the sabotage. CPM goons, including Arjun Mahato and Lolit Sahoo of Pathuri and Kotushol, are the main persons behind the incident... Everybody knows that a CPM minister held a meeting in Barjudi Primary school just the night before the incident happened.”
  • SB | 115.117.252.148 | ৩১ মে ২০১০ ১৪:৩৪457860
  • দুটো ভার্সন কেন আলাদা সেটা ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ আইটেমটাতে বলাই আছে।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে প্রথমে স্বীকার করে বাপি মাহাত। তখন পিসিপিএ বা মাওবাদীদের নেতাদের ফোং বন্ধ করা ছিল, কারণ তারা কিভাবে রিয়াক্ট করবেন কে কাজটা করল এসব অলুচনায় ব্যস্ত ছিলেন। আলুচনা করে, হয়তো পরামর্শ করেই ওনারা ঠিক করেন অস্বীকার করবেন। শিশির অধিকারী তার ভার্সন ছেড়ে দেন বাজারে। সেই ভার্সন নিয়ে বাজার গরম করে ব্রাত্য শুভা শাঁওলিরা।

    তখন বাপি মাহাত কে quote-ঈশ্বর - অসিত মাহতরা বকে দেয়। শিশির বাবুদের আদেশেই নিশ্চই।

    চাপে পরে তারপর বাপি মাহাতোও অস্বীকার করে। বাপিও শিশির অধিকারীর ভার্সনটা নামিয়ে দেয়।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৪:৩৯457862
  • Hours before he was named as the prime suspect in the Jnaneswari train disaster, Bapi Mahato told The Indian Express that he was “sorry” for what had happened, and that the targeting of the passenger train was a “mistake”.
    Speaking to the Express inside the Romroma forests, 8 km from the accident site, after much persuasion, Mahato, a key leader of the PCAPA, said: “We are sorry. We never wanted these innocent civilians to die. Trust me, we targeted the goods train. But somehow, we were fed wrong information that the goods train would cross through this track and we removed pandrol clips from a long stretch. We did not want to harm civilians. There must have been some miscalculation.”


    একটা প্রশ্ন আছে। বাপি মাহাতোর নাম সাসপেক্ট হিসেবে ঘোষিত হবার আগেই ইন্ডিয়ান এক্সপ্রেস কিকরে আর কিজন্য বেছে বেছে বাপি মাহতো কে ই কনট্যাক্ট করলো ? মানে, অসিত মাহাতো তো পিসিপিএ র স্পোকসপারসন। তিনি স্টেটমেন্ট দেবেন, এটা জানা কথা। বাপি মাহাতো তো এমনি নেতা। মানে, ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন