এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০১:০৯458075
  • ফুটকি, তর্ক করিনি। (সবাই উত্তেজিত হয়ে আছে)
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০১:১২458076
  • না না, তুমি তর্ক করো নি। তুমি একটা স্টেটমেন্ট করেছ যা নিয়ে আমি তর্ক করতে চাই না- সেটাই বললাম। (তুমিও উত্তেজিতে হয়ে আছ নাকি?) ;-)
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০১:১৩458077
  • *উত্তেজিত
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০১:১৪458078
  • না। তবে ক্লান্ত।
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০১:১৬458079
  • ঘুমায়া পড়। আজ না ঘুমাইলে কাল দলরে জিতাইবা কি কইরা? ;-)
  • ranjan roy | 122.168.211.84 | ৩০ মে ২০১০ ০১:১৭458080
  • ফুটকি,
    একটা ডিসক্লেইমার:
    রঞ্জনদার " নিজের ভায়রা'র'' ওপর ভরসা "" ভায়রা'' বলে নয়। ভরসা ক্যাপ্টেন আশীষ বিশ্বাসের ওপর। টেকনিক্যালি স্যবোটাজ, এক্সপ্লোজন, ইমপ্লোজন ইত্যাদি ব্যাপারে আমাদের থেকে টেকনিক্যালি সাউন্ড ও অভিজ্ঞ বলে, প্রত্যক্ষদর্শী বলে এবং প্রচন্ড মাওবাদীবিরোধী বলে।
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০১:২২458081
  • আজ্ঞে। :-)
  • . | 59.161.191.68 | ৩০ মে ২০১০ ০১:২৩458082
  • হেইডা বুঝসি।

    কিন্তু আপনার substantive evidence ক্যাপ্টেন আশীষ বিশ্বাস তো আমাদের source of evidence নন। তাই আমরা circumstantial evidence-এর উপরই আপাতত: ভরসা করছি। আদালতে ওঠার আগে সম্ভাব্য অপরাধীকে ধরতে কিন্তু circumastantial evidence-এর উপরেই ভরসা করতে হয়। তো সেই সাক্ষ্যপ্রমাণ থেকে মনে হচ্ছে মাওবাদী এবং পিসিপিএ-র সম্মিলিত লোকাল একটি গ্রুপ বড়কত্তাদের অনুমতি ছাড়াই ঘটনাটি ঘটিয়েছে, যদিও রেল দুর্ঘটনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না।
  • Arpan | 122.252.231.10 | ৩০ মে ২০১০ ০১:২৪458083
  • দেখলেন কি আমি কুনো তক্কো করলাম না। ;-)

    গুডনাইট।
  • a | 122.167.244.181 | ৩০ মে ২০১০ ০১:৫৫457707
  • খুব আশ্চর্য লাগছে, মাওবাদের স্টেটমেন্ট আর আজ প্রেস ক্লাবে দেওয়া "মমতাপন্থী সুশীল সমাজ" এর স্টেটমেন্ট প্রায় লাইন=বাই-লাইন এক!!!
  • arindam | 59.93.193.51 | ৩০ মে ২০১০ ০৭:১৩457708
  • কথা বলার স্বাধীনতা

    কথা বলার স্বাধীনতা যেমন আছে, ঠিক তেমনই কথা বলার একটা অলিখিত নিয়ম আছে। ফুটবল মাঠে অনায়াসে যে-কথা বলা যায়, সে কথাই মিশ্র লিঙ্গ সমাবেশে বলা যায়না, ছোটবেলায় বড়দের সমানে সবরকম কথা বলা যায়না।
    আশ্চর্য হচ্ছি গত দু'দিন ধরে বিদ্দজন ও নেতাদের বক্তব্যে...
    নাশকতার আলোচনা করতে এসে ব্যক্তিগত কোঁদল, কাঁদা ছোঁড়াছুঁড়ি এদের লক্ষ্য হয়ে পড়ছে। আরও আশ্চর্য্য হচ্ছি এইরকম নাশকতার কাজ কী ভাবে আটকানো যায় বা আগামী দিনে কীভাবে এর বিরুদ্ধে জনমত তৈরী করা যায় এ নিয়ে কারুর মাথা ব্যাথা নেই। চ্যানেলের সঞ্চালক শুধু উস্কে দিচ্ছে আর ভোট ভিখারীগুলো কামড়াকামড়ি করছে।অদ্ভুত আঁধার এক।
    লাশ কাঁটা ঘরে নিয়ে গেল তাকে, এবার পড়ে রইল তার বউ ও শিশুটি, ওরা সি পি এম না তৃণমূল এ নিয়ে লড়াই হবে। কথা বলার কিছু অলিখিত নিয়ম যদি শীর্ষস্থানীয় নেতা বা বিদ্দজনেরা আয়ত্বে না আনতে পারে, তবে সেইসব বিদ্দজনদের বিদ্দজন বা সেলিব্রিটি হয়ে উপড়ি সুযোগ সুবিধা নেওয়ার অধিকার থাকবে কেন?
    মৌলিক সমস্যাগুলোর দিকে না-তাকিয়ে খালি কোঁদল।

  • Ri | 121.247.231.168 | ৩০ মে ২০১০ ১০:০০457709
  • মামু,
    তাহলে এক ই যুক্তিতে বলা যায় পুরোভোটের আগে স্টীফেন কোর্টের ঘটনায় টি এম সি দায়ী যেহেতু তারাই বেনেফিসিয়ারি।'সাথে আছি পথে আছি' লেখা অগ্নিকান্ডের ছবি দেওয়া পোস্টার ও তো তৃণমূলের ভোটের প্রচার :-)

    এটা থাক এখানে -
    http://www.telegraphindia.com/1100530/jsp/frontpage/story_12503140.jsp
    http://timesofindia.indiatimes.com/india/Cops-blame-Maoist-unit-Mamata-sniffs-CPM-hand/articleshow/5989912.cms

    এই বাপি মাহাতো অসিত মাহাতো কে খবর টা দিয়েছিলো "সর্বনাশ হয়েছে"।
  • arindam | 59.93.210.35 | ৩০ মে ২০১০ ১০:৩৬457710
  • প্রশ্নটা তো সহজ কিন্তু উত্তর কী জানা?
    -------------
    গতকাল তৃণমূলের পতাকা না থাকলেও প্রেস ক্লাবের মিটিং-এ শুরুতে নিরবতা পালন করা ছাড়া যা হয়েছে তা একধরনের রাজনৈতিক প্রচার এবং মমতাকে শিখন্ডী না-হওয়া থেকে বাঁচানোর জন্যই করা।
    নির্বাচন কমিশন ঐ মিটিং বন্ধ করতে বলেন নিয়মানুসারে,
    প্রশ্নটা এখানে আসে, নির্বাচন কমিশন কী অন্ধ?
    সারাদিন ধরে বা প্রায় রাত ১২টা অবধি বিভিন্ন চ্যানেলে- বুদ্ধজীবি, মমতাপন্থী(স্বঘোষিত নিরপেক্ষ)এবং রাজনৈতিক নেতা, মন্ত্রী উভয় পক্ষের লোককে এনে যে অনুষ্ঠান গুলো হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানাতে, তা আসলে কী? রাজনৈতিক প্রচার ছাড়া ওগুলোকে কী বলা যায়?
    রাজনৈতিক ব্যানার নেই তাই ওগুলো রাজনৈতিক প্রচার নয়, সকলে সকলের পার্টীর হয়ে বলছে, অন্য পার্টীর দিকে আঙুল তুলছে...
    কী আশ্চর্য্য নিয়ম!!!!!
  • Ri | 121.247.231.168 | ৩০ মে ২০১০ ১০:৫২457711
  • শুভা কিন্তু প্রেস কনফে কথা শুরুই করেছে - 'মানুষ পরিবর্তনের জন্যে মনস্থির করে ফেলেছে' বলে। আর ব্রাত্য কথা শেষ করেছে কোন প্রশ্ন চলবে না বলে। তার মানে তো এটা একপেশে প্রচার।
    আর নিউজ চ্যানেলে সেলিম বলেছে যাত্রী স্বাচ্ছন্দ কমিটির চেয়ারম্যান ঘটনাস্থলে না গিয়ে প্রেস কনফারেন্সে কি করছে ? অরুণাভ বলেছে যেই দায়ী হোক না কেন রেলযাত্রীর সুরক্ষা তো দেশের রেলমন্ত্রীর দায়িত্ব।
    সুতরাং পার্থক্য আছে দুটো বলার মধ্যে।
    সেলিম অরুনাভ নির্বেদ রা তো নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ না করেও বলে বলে প্যান্টু হলুদ করে দিচ্ছে তৃণ বিদ্বজ্জনেদের। এর কারণ ওদের কূটনৈতিক অভিজ্ঞতা ও বাগ্মিতা। মদন মুকুল শুভেন্দু দের সেটা নেই , অগত্যা টি এম সি ও অসহায় ভাবে আনাড়ী খেলোয়াড় দের এগিয়ে দিয়ে গোল খাচ্ছে আর খোরাক হচ্ছে।
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১১:১৭457712
  • ঋজুর কথা মানলাম না।

    এই মুহূর্তে ভোট চলছে। আর আমি স্টার আনন্দ দেখছি। সেই একই ব্রাত্য বসু সিপিএম এর প্যান্টুল খোলার চেষ্টা করছেন। নাম করেই। তাতে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে না?

    স্টিফেন কোর্ট প্রসঙ্গে। সংখ্যালঘু তাস নিয়ে, স্টিফেন কোর্ট প্রসঙ্গে মমতা বহু ফালতু কথা বলেছেন। বুদ্ধও একই টোনে মমতার সঙ্গে মাওবাদীদের যোগাযোগ নিয়ে ফালতু কথা বলেছেন। এগুলো নিন্দনীয় তো বটেই। কিন্তু খুচরো পাপ বলে কাটিয়ে দিয়েছিলাম।

    কিন্তু এই রেল দুর্ঘটনা নিয়ে যেটা হল, সেটা স্রেফ স্কেলের কারণেই বাকিগুলোর থেকে অনেক অনেক গুণ এগিয়ে।
  • a x | 99.188.83.127 | ৩০ মে ২০১০ ১২:৩৮457714
  • লেখার নীচে আদিত্য নিগমের কমেন্টটাও দ্রষ্টব্য।
  • arindam | 59.93.243.164 | ৩০ মে ২০১০ ১৩:২৩457715
  • Ri
    কী করে শিশুসুলভ কথা বলে কে জানে,
    কাল ২৪শ ঘন্টা রাত্রে বেলা যেরকম তৃণমূল সমর্থিত বুদ্ধিজীবিরা সি পি এম-এর দিকে আঙুল তুলেছেন, একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করেছেন, ঠিক সেইভাবে মানব মূখার্জ্জি(ভারপ্রাপ্ত মন্ত্রী)- ও কে, ওর সঙ্গে কথা বলব কেন, বক্তব্য দিয়ে শুরু করে বিরোধী নেত্রী ও পক্ষকে দোষারোপ করেছে।
    বাদশা- তথ্য তুলে বলতে শুরু করেছে। একদম রাজনীতি ছাড়া যদি কেউ বক্তব্য রেখে থাকে, কারুর দিকে ইঙ্গিত না করে সে- সুনীল গাঙ্গুলি। সেখানেই একমাত্র- মানুষ মারা গেছে সেইজন্য সমবেদনা ফুটে উঠেছে বারবার।
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১৩:৪২457716
  • এবার ফুটকিবাবুকে যে কথা কাল লিখছিলাম সেটা শেষ করি।

    শুক্কুরবার থেকেই আমি টিভিতে এই নিউজ টা ফলো করে চলেছি। রেল দুর্ঘটনা বা নাশকতা ঘটল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হল কোনো নাশকতার প্রমাণ নেই। চিদাম্বরমও তেমনই বললেন বলে শুনলাম (হোপফুলি চিদাম্বরমকে কেউ মাওবাদী সিম্প্যাথাইজার বলবেন না)। বিস্ফোরণ তো হয়ইনি। ওমা আলোচনা খুলেই শুনি সব পক্ষ নিশ্চিত, যে এটা নাশকতা। এবং জনদাসারণের কমিটি ঘটিয়েছে। এদিকে বিমানবাবু ওদিকে বুদ্ধবাবু এবং কোনদিকে-কেজানে ইয়েচুরি বলে বসলেন মাওবাদী নাশকতার বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নিক। কিসের বেসিসে বললেন? এটা মৃত্যু নিয়ে রাজনীতি নয়?

    অসিত মাহাতো টিভিতে ফোনে এলেন। পরিষ্কার বললেন আমরা করিনি। ঐ এলাকায় সিপিএম যৌথ বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ৩৫-৪০ টা গ্রাম জনশুন্য। একটা হাতে লেখা পোস্টার যে কেউ রেখে যেতে পারে। টিবিতে উপস্থিত সিপিএম-কংগ্রেস এবং অভিরূপ সরকার বললেন, ধুর। আসলে ওরাই ঘটিয়েছে। বললেন কোনো তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া। এমন করে ব্যাপারটা প্রোজেক্ট করা হল, যেন নাশকতার ব্যাপারটা সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। এই নিয়ে ভোটের আগে এমনকি ফ্লেক্সও লেখা হয়ে গেল। এটা মৃত্যু নিয়ে রাজনীতি নয়?

    কে যেন রাইখস্ট্যাগের উদাহরণ দিচ্ছিলেন। আমি অতদূর যাবনা। আমি শুধু গুজরাটের কথা বলব। "ওরা আমাদের লোকেদের ট্রেনশুদ্ধ জ্বালিয়ে দিয়েছে, এবার বদলা চাই' টোনের সঙ্গে টিভির ঐ রাজনৈতিক ব্যক্তিত্বদের কথার কোনো তফাত আমি খুঁজে পাইনি। যারা পেয়েছেন, তাঁরা বিশেষ চশমা লাগিয়ে দেখেছেন বলে পাননি। অন্য কিছু নয়।

    এই একটা পরিকল্পিত প্রচারের বিরুদ্ধতা করতে গিয়ে যাঁরা সিপিএমের ঘাড়ে "নাশকতা'র দায় চাপিয়ে দিয়েছেন, তাঁরাও সেই একই ভুলটা করেছেন। তার বিরুদ্ধেও নিশ্চয়ই বলা দরকার। কিন্তু তার আগে প্রায় দেড়দিন ধরে বিনা প্রমাণে, আই রিপিট বিনা প্রমাণে আপনারা যা চালিয়ে গেলেন সেটা কমপ্লিট ঢপবাজি নয়? মৃত্যু নিয়ে রাজনীতি নয়?
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১৩:৫২457718
  • এ বিষয়ে একটা যুক্তি শুনলাম। যে, সরাসরি প্রমাণ না থাকলেও সারকমস্ট্যানসিয়াল এভিডেন্স নাকি মাওবাদীদের বিপক্ষে। এদিক সেদিক খবরের ফুটনোট থেকে যা জানতে পারছি, যে তা আদপেই নয়। যাঁরা কথাটা বলছেন, স্রেফ না জেনে বলছেন, কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছেন।

    কি কি সারকমস্ট্যানসিয়াল এভিডেন্স?

    ১। গণশক্তির রিপোর্ট থেকে জানলাম, এলাকাটিতে বিস্তর সিপিএম কর্মীরা আছেন। এত পরিমানে আছেন, যে মধ্যরাত্রে দলবেঁধে "নাশকতা'র জায়গায় যেতেও তাঁদের কোনো অসুবিধে হয়না। তাঁরা গেছেন, এবং মাওবাদীরা তাঁদের গায়ে আঁচড়টিও কাটেনি। অর্থাৎ ঐ এলাকায় তাঁদের ফ্রি অ্যাক্সেস।

    ২। আবাপর রিপোর্ট পড়ে জানলাম, দুর্ঘটনার দিন গোটা দিন যৌথ বাহিনী এবং সিপিএম বাহিনী ঐ এলাকা চষে বেড়িয়েছে। তল্লাশি ইত্যাদি চালিয়েছে। গোটা দিন।

    তাহলে কমরেড, আপনারা যে এলাকায় একটা গোটা দিন দাপালেন, রাত্রে সবার আগে দুর্ঘটনাস্থলে পৌঁছলেন, সেখানে মাওবাদীদের পক্ষে নাশকতা ঘটানো কঠিন সেটা আপনারা জানেন না? দুম করে একটা বোম ফাটিয়ে দিয়ে পালিয়ে যাওয়া যায়। কিন্তু লোক যোগাড় করে এনে রেললাইন কাটা, কি কঠিন একটা ব্যাপার, ঐ এলাকায় আপনাদের নাকের ডগায় করা সহজ নয়, এটা আপনারা জানেন না?

    তাহলে জেনেশুনেও এই ঢপবাজি, মৃত্যু নিয়ে রাজনীতিটা আপনারা চালিয়ে গেছেন? প্রথম থেকে?
  • Blank | 64.255.180.84 | ৩০ মে ২০১০ ১৩:৫৪457719
  • পাড়ায় কোনো খুনোখুনি হলে সবার আগে সন্দেহ পরে পাড়ার হেবো মস্তানের ওপর, আর সেটাই হয় তাৎক্ষনিক reaction। আর যদি PCPA বা মাও বাদীদের মুখের কথায় মেনে নিতে হয় যে ওরা করে নি, তো তার থেকে আশ্চর্য আর কিছু নেই। যাদের ব্যবসাটাই মানুষ মারা, তাদের আবার কথার credibility

    আর মামু যখন প্রমানের কথা বলে, তখন বেশ মজা লাগে। :) আর্কাইভে সৌমিত্র বসুর লেখাটা তো পুরো প্রমানে ভর্তি তো
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১৪:০৩457720
  • এখানেই শেষ নয়। রাজনীতি যে কেউ করতে পারেন। যা খুশি বলতে পারেন। আমি নিন্দে করতে পারি। যাঁরা মাওবাদীদের দিনভর দুষে গেলেন, রাজনীতি করলেন, তাঁরা ভুল করলেন/ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করলেন/ভোটের জন্য করলেন বলে আমার মনে হয়, কিন্তু সেই ভুল বা হোয়াটেভার করার রাইট তাঁদের আছে।

    এবার ঠিক উল্টোদিকে আরেকদল লোক, সম্পূর্ণ অন্য এক্সট্রিমে একই ভুল করলেন। তাঁরা বললেন এটা সিপিএমের চক্রান্ত। সম্পূর্ণ বেসলেস কথা। সিপিএম অনেক কিছু করেছে, কিন্তু আজ পর্যন্ত কোথাও রেল নাশকতা ঘটায়নি। কাজেই ওটা বলতে গেলে প্রমাণ নিয়ে বলতে হবে। কিন্তু যে কারণেই হোক, এই ভুল কথাটা ব্রাত্য-টাত্যরা বললেন। সিপিএমকে গাল দিলেন। এবং তাঁদের প্রেস কনফারেন্স বন্ধ করে দেওয়া হল। শুধু সেখানেই শেষ নয়, প্রসুনের সঙ্গে দেখলাম মানব মুখার্জি কথা বলতে অস্বীকার করলেন। টিভি চ্যানেলে। বললেন "আপনি কে?'।

    এটা কি ধরণের ব্যাপার? ভুল ঠিক যাই হোক, বক্তব্য এক্সপ্রেস করার স্বাধীনতা সক্কলের আছে। কারো যদি মনে হয় মাওবাদীরা দোষী, সে বলবে। কারো যদি মনে হয় সিপিএম দোষী, সে বলবে। আটকানোটা কোন ধরণের গণতন্ত্র?
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১৪:০৬457721
  • ব্ল্যাংকি, টেকনিকালি বলছ কি? আগেই বলেছি, ওটা "খবর' না। ২৪ ঘন্টায় ব্রাত্য বসু যদি বলেন রেল দুর্ঘটনা আসলে সিপিএম এর চক্রান্ত, সেটা ২৪ ঘন্টার বক্তব্য হয়ে যায়না।

    এই একই কথাটা বারবার বলতে আমারও বেশ মজা লাগে। :)
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১৪:০৭457722
  • আর দুই নং কথা হল, PCPA নিয়ে যা বলছ সেটা তোমার ভিউ। সিপিএম সম্পর্কেও অনেকে অনুরূপ ধারণা পোষণ করেন। ধারণা নিয়ে কি আর তক্কো হয়? :)
  • a x | 99.188.83.127 | ৩০ মে ২০১০ ১৪:১৪457723
  • ইয়ে কিন্তু ঐ জায়গার হেবো মস্তান তো দেখা যাচ্ছে অন্য লোক :-)

    আর সন্দেহ হলেই মিডিয়া ট্র্যায়াল হয়ে যায়? সন্দেহর ওপর ভিত্তি করে প্রশাসনের তরফ থেকে বিবৃতি দিয়ে দেওয়া যায়?

    এই যে PCPA র লোকজন, টর্চ হাতে বাংলা বলা কারা, রেলকর্মীদের ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়া এই রিপোর্টটি যে ভুপিন্দর সিং দিয়েছেন, তিনিই ছত্রধরের কোটিটাকার বীমার গুল্পটি বাজারে ছেড়েছিলেন, এটি মাথায় রাখবেন, এটুকুই।
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১৪:৪৮457726
  • যাক। এখন পিসিপিএ ফ্যাকশানে এসে দাঁড়িয়েছে। :)

    এটা হতেই পারে। আর দুদিন দেখা যাক। উল্টোদিকে কি আসে।
  • SB | 115.117.250.93 | ৩০ মে ২০১০ ১৪:৫৫457727
  • নক্সালিসম মানেই তো ফ্যাকশনালিসম। সেই প্রো চারু অ্যান্টি লিন, অ্যান্টি লিন প্রো চারুউ থেকে শুরু। এ আর নতুন কি কত্তা।
  • Ishan | 122.173.176.47 | ৩০ মে ২০১০ ১৫:১১457729
  • নানা, মার্কসিজম মানেই ফ্যাকশনালিজম।

    প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কত রকমের আন্তর্জাতিক। বার্নস্টাইন, লেনিন, প্লেখানভ, রোজা... কত রকমের মার্কসিস্ট। আই, এম, এমএল, কতরকমের পার্টি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন