এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 125.18.17.16 | ০১ জুন ২০১০ ১৩:৩৭457931
  • অয়নবাবু অন্য জায়গায় প্রশ্নটা তুলেছেন। আমি জায়গার জিনিস জায়গায়ই রাখি।

    গুরুর স্ট্যান্ডে বলা হয়েছিল একটি বিশেষ প্রসঙ্গে যেকোনো লেখা পাঠিয়ে দিন। খুব খাজা না হলে তুলে দেওয়া হবে।

    গুরুকে ব্ল্যাংকেট "নিরপ্‌ক্ষ' বলে দাবী বা অদাবী কোনোটাই করা হয়নি। এইটা দেখার এবং/অথবা দেখিয়ে দেবার পরেও একই দাবী করে যাওয়াটা, আমার মতে অসইত্যভাষণ। ইনোসেন্সের কারণে। বা জেনেশুনে। কোনটা জানিনা। :)
  • SB | 114.31.249.105 | ০১ জুন ২০১০ ১৩:৪২457932
  • ভেবেছিলাম এই বিষয়ে আর লিখবো না, গুচ খুলেই দেখলাম ঈশানবাবু অপেক্ষা করছেন।

    যাউগ্গিয়া, জানতাম না গুচ নিরপেক্ষ নয়, বা কোন কোন হত্যা / গণহত্যার বিরুদ্ধে বেছে বেছে স্ট্যান্ড নেয়। তাই কথাটা রিট্র্যাক্ট করলাম।
  • a | 208.240.243.170 | ০১ জুন ২০১০ ১৩:৫২457933
  • ওহো,টইতে টইতে গুলিয়ে ফেলেছি।

    আর আমি তো বল্লামই, লেখাটা পড়ে আমার মনে হয়েছিল গুরুর একটা নিরপেক্ষ চরিত্র আছে। তো, গুরুর সম্পাদক যদি সেটা অস্বীকারই করেন, তাহলে মেনে নিতেই হয়। অতএব, এই দাবি প্রত্যাহারই করলুম।

    গুড?
  • lcm | 69.236.171.60 | ০১ জুন ২০১০ ১৩:৫৭457934
  • আহা, ঐ চলছে তো... ফোরাম তো... যার যা খুশি লিখুক না, সবই তো চলছে...
    এই যে আনন্দবাজারে ছবি দেখলাম, বীরভুমে না কোথায় যেন... সিপিএম-তৃণমূল প্রার্থীরা একসাথে চা-বিস্কুট খাচ্ছে। আহা, দেখে মনটা ভরে গেল....
    দাদু বেঁচে থাকলে সিপিএম-তৃণমূল এর মধ্যে একটা রাখীবন্ধন টাইপের কিছু করতেন।
  • Ishan | 125.18.17.16 | ০১ জুন ২০১০ ১৪:০১457935
  • নিরপেক্ষ নয়? সেটাই বা জানলেন কিকরে? :)
  • Daadu | 125.20.3.146 | ০১ জুন ২০১০ ১৪:০৬457936
  • বাংলার মাটি বাংলার জল
    বাংলার পার্টি বাংলার দল
    পুণ্য হউক পুণ্য হউক পুণ্য হউক
    হে ভগবান,

    বাংলার চিঠি বাংলার খাম
    বাংলার তৃণ বাংলার বাম
    এক হউক এক হউক এক হউক
    হে ভগবান।
  • lcm | 69.236.171.60 | ০১ জুন ২০১০ ১৪:০৮457937
  • আহা! দাদু দেখা দে, তোকে আজ খুব দরকার রে দাদু...
  • Daadu | 125.20.3.146 | ০১ জুন ২০১০ ১৪:০৯457938
  • ঐ জন্যেই তো ছুটতে ছুটতে এলুম রে নাতি। এত নিজেদের মধ্যে ঝামেলা করিস নে। দোহাই তোদের একটুকু চুপ কর।
  • Manish | 117.241.228.234 | ০১ জুন ২০১০ ১৪:৩৭457940
  • আচ্ছা এই তক্কাতক্কিটা বিধানসভা ভোট পর্যন্ত্য টেনে নেওয়া যায় না।
  • dukhe | 122.160.114.85 | ০১ জুন ২০১০ ১৪:৫৭457941
  • কেন যাবে না? দিদি তো বিধানসভা ভোট এগিয়ে আনছেই । আর কটা মোটে দিন!
  • a x | 143.111.22.23 | ০১ জুন ২০১০ ২১:৩০457942
  • এই খবরগুলো'ও থাক তাহলে -

    1) Umakanta is from Baghsol village in Jhargram.Before joining the Maoists,he worked for the JMM and the CPM.

    http://mobilepaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=1§id=edid=&edlabel=TOIKM&mydateHid=30-05-2010&pubname=Times+of+India+-+Kolkata&edname=&articleid=Ar00100&publabel=TOI

    2) One of the suspects, Umakanta Mahato, was arrested last June and charged with sedition and waging war against the state.

    But he was released on bail in December, and the police did not contest the bail, court records say.

    Independent lawyers are asking why the police did not contest the bail plea of a senior Maoist militia leader.

    http://news.bbc.co.uk/2/hi/world/south_asia/10201300.stm


    ৩) লাস্টলি এই খবরটা বলছে উমাকান্ত নাকি পুলিশের ইমপ্লান্টেড "মোল" বা চর ছিল, যে ডাবল এজেন্টের কাজ করছিল!

    The Maoist expansion in the Manikpara-Lodhashuli area came to light when the local militia hijacked the Bhubaneswar Rajdhani at Banstala halt in October 2009, five months after joint forces started operations in Lalgarh. After the incident, Dhanapati Mahato of Hadhadi village near Manikpara was identified as an important PCPA leader. He was arrested on January 15 this year and booked under the UAPA.

    Strangely, Dhanapati was released on bail 130 days later — perhaps the first in Bengal to get away relatively lightly after being booked under UAPA. Police sources said releasing Dhanapati was one of their boldest moves yet to penetrate the PCPA ranks. He was a known politician before he joined the rebels during the Lalgarh upsurge and had good relations with the CPM.
    http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Police-clueless-as-moles-turn-rogue/articleshow/5996646.cms

  • a x | 143.111.22.23 | ০১ জুন ২০১০ ২১:৩৬457943
  • শেষের খবরটার পরের লাইনগুলো -

    Dhanapati wasn’t the only one. Umakanta Mahato, one of his deputies who took over after Dhanapati’s arrest, was nabbed on June 10, 2009 and charged with sedition. He was released on bail in December 2009. Officers dealing with counter-insurgency in Jangalmahal maintain “different files” on these two PCPA leaders, say sources.
  • Ishan | 122.161.62.82 | ০১ জুন ২০১০ ২২:০৫457944
  • আরেকটু লিখে দিই। নইলে কে কবে কোথায় কোট করবে। যা দিনকাল।

    এখানে আমি গুচ নিরপেক্ষ বা নিরপেক্ষ নয়, এ বিষয়ে এখানে কোনো স্টেটমেন্ট দিই নাই। অফিশিয়ালি গুরুর পক্ষে তো নয়ই, ব্যক্তিগতভাবেও নয়।

    যাঁরা দীর্ঘদিন ধরে গুরুর "নিরপেক্ষতা'য় দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন, ফোরামে ফোরামে সে নিয়ে নির্ভীক ভাবে প্রচার করেছেন, তাঁদের দু:খ পাওয়ায় আমার ভারি কষ্ট হয়েছে। তাই এটা কিলিয়ার করে দিলাম।
  • ranjan roy | 122.168.222.176 | ০১ জুন ২০১০ ২৩:৪৩457945
  • হনু এবং ফুটকির সঙ্গে একমত। অনেক আগেই চুপ করে গেছি। ৩৬গড়ের অনেক মরেছে।আমার বন্ধু ও এল আইসির এজেন্ট বিলাসপুরনিবাসী সাত্তারভাইয়ের বাড়ি গিয়ে স্ত্রী জানতে পারলেন ওদের একটা গোটা ইউনিট শেষ।
    এই বিশাল প্রাণনাশের জন্যে দোষীরা আইডেন্টিফায়েড হয়ে শাস্তি পাক। তবে ভিত্তিহীন চেঁচামেচিতে অনেক সময় দোষীদের আড়াল হওয়ার ভয় থেকে যায়।
  • a | 208.240.243.170 | ০২ জুন ২০১০ ০০:২১457946
  • ঈশানবাবু, ধন্যযোগ। আপনার এই বালের সাইট আর আঁতলামো আপনাকে মুবারক।

    এইটা একান্ত ব্যক্তিগত পোস্ট। দয়া করে সিপিয়েম-সমর্থক ইত্যাদি লেবেলিং করে বসবেন না, আপনি বা আপনার সহ সম-পাদক/পাদিকা।
  • aka | 168.26.215.13 | ০২ জুন ২০১০ ০০:২৫457947
  • এইরকম করলে খেলব না, রাজনৈতিক আলোচনা করলে করুন, যুক্তি থাকলে দিন - সেখানে দুচারটে নৈর্ব্যক্তিক খিস্তিও দিতে পারেন, কিন্তু ফালতু গালি দিয়েন না, ডিসগাস্টিং।
  • kc | 89.203.49.18 | ০২ জুন ২০১০ ০০:৩৬457948
  • গালিগালাজ না করলে কি বক্তব্যের ধার কমে যায় নাকি?
  • tatin | 130.39.149.191 | ০২ জুন ২০১০ ০০:৫০457949
  • আজকাল সিপিয়েম সমর্থকরা লেবেল্‌ড হতে ভয় পায় :D
  • ... | 219.64.65.72 | ০২ জুন ২০১০ ০০:৫৫457951
  • নকশাল লেবেল্ড হোতে আহ্লাদিত বোধ করে? মাওবাদী লেবেল্ড হোতে আহ্লাদিত বোধ করে? তিণোমূলী লেবেল্ড হোতে আহ্লাদিত বোধ করে? সুশীল / বিদ্বজ্জন লেবেল্ড হোতে আহ্লাদিত বোধ করে?এখানে কে এইসব লেবেল্ড হতে পেরে খুশী হন একটু হাত তুলুন ;-)
  • a x | 143.111.22.23 | ০২ জুন ২০১০ ০১:১০457952
  • মানে? এখানে তো অনেকেই আছেন যারা একসময় বা এখনও সক্রিয় ভাবে যুক্ত কোনো রাজনৈতিক দলের সাথে - তারা সেই দলের কর্মী/সমর্থক বলতে নিজেদের অখুশি বোধ করবেন কেন!
  • bb | 90.196.87.0 | ০২ জুন ২০১০ ০১:১৮457953
  • বেশ কিছু দিন বাদে এখানে এসে বেশ খারাপ অনুভুতি হল। একদল সাধারণ মানুষের মৃত্যতে কে বা কারা দোষী বা নয়, এই প্রমাণ করতে একদল লোকের আরোপ আর অন্যদলের শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাস থেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা দুই দিকটাই খুব খারাপ লাগল।
    আমরা ভীষণ ভাবে রাজনৈতিক হয়ে পড়েছি তাই হয়ত আমাদের শুভবোধের একটু অভাব দেখা যাচ্ছে। আসুন যাদের নিকটজন মারা গেছেন তাদের কথা ভাবি আমরা একটু।
  • pi | 128.231.22.89 | ০২ জুন ২০১০ ০৭:২৫457954
  • a, আপনাকে আর কিছু না লিখলেই বোধহয় ভালো ছিল। জাস্ট একটা কথা। ভোটে সিপিএম জিতবে এটাকে যিনি নিজেই 'উইশফুল থিংকিং' বলে থাকেন, তাঁকে কোন এক পোস্টে সিপিএম সমর্থক বল্লে পোস্ট প্রত্যাহার করার থ্রেট আসবে জানা ছিলো না। আজ্ঞে হ্যাঁ, থ্রেট থ্রেট ই লাগছে, আপনার বেশীরভাগ পোস্ট পড়লে। কিম্বা পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা। নইলে, আপনি সিপিএম সমর্থক না হলে, বা আপনাকে সিপিএম সমর্থক বলাতে ক্ষুণ্ন ও অপমানিত বোধ করলে এককথায় সেটা জানিয়ে দেবেন, তাতেই মিটে যায় তো !
    আপনার অনেক পোস্ট ই ঠিক তর্ক বা আলোচনা সুলভ মন্তব্য মনে হচ্ছে না, বরং বেমক্কা ঝাল ঝাড়া, গালিগালাজ আর ঝগড়া করতে চাওয়া মনে হচ্ছে। দু:খিত, এর কোনোটাতেই উৎসাহী নই। এরকম কিছু মনে হলে আর উত্তর দেবোনা।

    ডি: এগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে এধরণের বাক্যবিনিময়ে আর যেতে চাই না।
  • pi | 128.231.22.89 | ০২ জুন ২০১০ ০৭:২৬457955
  • আর, এখানে একটা জিনিস বারবার উঠে আসছে দেখে অবাক হচ্ছি। বা, একধরণের কথা চাপানো বা গুলিয়ে দেবার একটা সচেতন প্রয়াস চলছে মনে চলছে।
    সেটা হল এই ঘটনার 'নিন্দা' না করা। জাস্ট বুঝতে পারছিনা, এই ঘটনার 'নিন্দা' করেননি, এরকম আদৌ কেউ আছেন কিনা। আগেও প্রশ্নটা করেছি। কিন্তু কাকে নিন্দা করতে হবে, সেটা নিশ্চিত না হয়ে, যাকে আমার অপছন্দ, তার ঘাড়ে ই দায় চাপিয়ে , সে সিপিএম হোক কি মাওবাদী কি পিসিপিএ , তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিন্দা করে যেতে হবে, করতেই হবে। না করলে, অভিযোগের পিছনে ভিত্তি প্রমাণ কী জানতে চাওয়া হলে, বা যেগুলো দেখানো হচ্ছে, তার মধ্যে ফাঁক দেখতে পেলে বা দেখানো হলে, সেটা
    (প্রমাণিত না হওয়া) গণহত্যাকারী অপরাধীদের 'আড়াল' করার চেষ্টা করা হয়ে যাবে !
    মাওবাদী বা পিসিপিএ এ ব্যাপারে জড়িত কিনা সেটা প্রমাণিত হবার আগে, মাওবাদী বা পিসিপিএ কে গণহত্যার জন্য দায়ী করে নিন্দা না করলে, এতগুলো মানুষের মৃত্যুর কোনো নিন্দা করা হয় না, মানুষের মৃত্যুতে কোনো শোক পালন করা হয় না, স্বাভাবিক মানবিক অনুভূতিশূন্য হতে হয়, মৃত্যু নিয়ে অনর্থক কোলাহল করে শকুনবৃত্তি করা হয়, এই কথাগুলোর পিছনে কোনো যুক্তি আছে কি ?

    এই তো কদিন আগের ঘটনা। ছত্তিশগড়ের ঘটনা। মাওবাদীরা করেছিল, প্রমাণিত। হত্যার সাথে সাথে হত্যাকারীদের ও নিন্দা করা হয় নি ? ব্যক্তিগত ভাবে করেছি, এমন বহু পোস্ট ও আছে।

    এরকম জঘন্য ঘটনার জন্য অপরাধী অবশ্য ই শাস্তি পাক। কিন্তু সে যেন প্রকৃত অপরাধী হয়। তাই তদন্ত হোক। সিবিআই তদন্ত না করতে দেওয়াটা কি খুব ভালো কাজ হল ?
    নাকি সেটা বল্লেও গণহত্যার সালিশী মেনে দোষেদের আড়াল করার চেষ্টা মনে হবে ?
  • pi | 128.231.22.89 | ০২ জুন ২০১০ ০৭:৩২457956
  • কাফিলার এই লেখাটার লাস্ট প্যারাটা কোট না করে পারলাম না। লাইন বাই লাইন এটার সাথে একমত।

    http://kafila.org/2010/05/30/who-claims-responsibility-for-the-headline/

    Is it possible that this terrible tragedy, despite their denials, might finally be the work of Maoists? Yes, it might. Is it possible that it might point to the involvement of, as the Maoists claim, “other parties’? Yes, it might. And yet, given the railways poor safety record, is it possible that this is not sabotage, but an accident caused by a host of other factors? Yes, it might. Do we know anything for sure right now? No we do not. Till we do, it would be best for the media and its oracles such as the likes of Ms. Dutt to excercise some caution in their utterances. Traditionally it is customary to observe two minutes silence out of respect for the dead. Perhaps the news media might grant us a small window of respite from its ceaseless production of white noise and let us mourn that which is beyond doubt. The death of 131 people – mangled bodies and shattered limbs and twisted steel and broken glass.


    caution in their utterances না থাকলে বোধহয় চুপ করে থাকা বেটার। আর , এই caution এর অভাবটা চোখে পড়লে, সে মিডিয়া হোক, কি প্রশাসনিক কি ব্যক্তি বিবৃতি, সেটা পয়েন্ট আউট করতে গেলেও সেটা শোকের অভাব বা কাউকে আড়াল করার চেষ্টা হয়ে যায় না।
  • a | 208.240.243.170 | ০২ জুন ২০১০ ০৭:৪২457957
  • বা:। পাইদি। সুন্দর করে এড়িয়ে গেলেন যে প্রশ্নটায় আমি পোস্ট প্রত্যাহার করতে বলেছিলম, অর্থাত কোথায় আমি বলেছি এটা নিশ্চয় মাওবাদীদের কাজ .... যাকগে

    আমার পোস্ট পড়ে আপনার যা মনে হয়েছে, তাতে আমি দু:খিত। তবে এব্যাপারে তো আর তর্ক চলে না। অতয়েব, সেটা আমার দোষ হিসেবেই মেনে নিলাম। এই টইতে আপাতত এটাই শেষ পোস্ট...
  • Samik | 122.162.75.247 | ০২ জুন ২০১০ ০৮:২৭457958
  • a,

    প্লিজ এবার চুপ করো। তোমার 12:21AMএর পোস্টটাতে তুমি খুব ভালোভাবে নিজের রুচিশিক্ষা ধৈর্য সহনশীলতা এবং সহমর্মিতার প্রমাণ দিয়েছো। এর বেশি প্রমাণ আর তোমার কাছ থেকে পাবার ইচ্ছে নেই। ওপরের পোস্টটাই এই টইতে তোমার শেষ পোস্ট হলে খুশি হবো।
  • Ishan | 125.18.17.16 | ০২ জুন ২০১০ ১৪:২২457959
  • অয়নবাবু,

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    একটা অনুরোধ ছিল। কোনো "নিরপেক্ষ' কিংবা "মেহনতী মানুষের পক্ষে'র মিডিয়ায় তাদের সম্পর্কে এরকম একটা কমেন্ট চিঠি লিখে পাঠিয়ে দেবেন প্লিজ? আর তারা সেটা ছালো কিনা একটু জানাবেন?

    অন্য কিছু না, আমার একটু জানার ইচ্ছে ছিল আর কি।
  • dukhe | 202.54.73.130 | ০২ জুন ২০১০ ১৭:৪১457962
  • লাও - এখানেও পরিবত্তন ! কিন্তু রেজাল্ট এরকম না হলে কী হত ? ওপেন ফর স্পেকুলেশন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন