এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 70.177.57.60 | ০২ জুন ২০১০ ১৮:২৪457963
  • সিবিআই দিলো অবশেষে
  • bollram ji | 117.254.240.127 | ০২ জুন ২০১০ ১৮:৪০457964
  • #২৪৮৮;#২৪৭৬;#২৫০৯;#২৪৭৬;#২৫০৭;#২৪৭২;#২৪৯৪;#২৪৮৬;,
    #২৪৭৬;#২৪৯৭;#২৪৬১;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪; ?? #২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮; #২৪৭৪;#২৫০৭;#২৪৭২;#২৫০৭;#২৪৭৬;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৪;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪;#২৪০৪; #২৪৭০;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৮;#২৪৯৪;#২৪৭৪;#২৫০৩; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৪১;#২৪৭৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৮৮;#২৪৯৫;#২৪৭৪;#২৪৯৫;#২৪৪৭;#২৪৭৮; #২৪৪৭;#২৪৮০; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৮৭;#২৪৬৫;#২৪৯২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭৪;#২৫০৭;#২৪৭২;#২৫০৭;#২৪৭৬;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৪;#২৪৭২; ঈ #২৪৭২;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৫৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৫৯;#২৫০৩; #২৪০৪; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৭; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯; ।। #২৪৭০;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৫০৩;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৬; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৫০৩;#২৪৭২; #২৪০৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৮;#২৪৭০;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৮৬;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭; #২৪৮৯;#২৪৮২;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৪৬৮;#২৪৯৫; #২৪৫৩;#২৪৯৫; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৬৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৮৬;#২৪৯৫;#২৪৪১;#২৪৮০;#২৫০৩; #২৪৪১;#২৪৬৪;#২৪৫৯;#২৪৯৫; #২৪০৪; #২৪৭০;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৫; #২৪৭৯;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৩; #২৪৫৮;#২৪৮২;#২৫০৩;#২৪৭২;!!!
    #২৪৪৭;#২৪৬৮; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৫; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৬;#২৫০৩;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৭৬;#২৪৯৬; #২৪৩৮;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৭;#২৪৭৮;#২৪৭২;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৩; #২৪৫৮;#২৪৮২;#২৪৯৭;#২৪৭২;।।।।। #২৪৫৩;#২৫০৩; #২৪৮৬;#২৫০৭;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪০৪;#২৪৮৮;#২৪৯৬;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৪;#২৫০৭;#২৪৭২;#২৫০৭;#২৪৭৬;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৭২; #২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৬৮;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৬;#২৪৭২;#২৫০৩; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৫৫;#২৫০৩;#২৪৮২; #২৪০৪;
  • S | 121.242.177.19 | ০২ জুন ২০১০ ১৮:৪১457965
  • দাদা, অঙ্ক কী কঠিন!
  • Bollram ji | 117.254.240.127 | ০২ জুন ২০১০ ১৮:৪৩457966
  • ইউনিকোড না করে ওপরে ছড়িয়েছি । পারলে দ করে মুছে দেবেন ।
  • PT | 203.110.247.221 | ০২ জুন ২০১০ ২০:২৭457967
  • এই সিবিআই-এর তদন্ত করাটা বেশ ইন্টারেস্টিং। রবির নোবেল খুঁজতে গিয়ে দুবার ধ্যারাল। তারপর তাপসী মালিকের কেসটার তদন্তকারী অফিসার এখনও বোধহয় হাজতে। ""দোষীরা"" আদালতের নির্দেশে মুক্ত। সেই কেসের কি স্ট্যাটাস কেউ জানাতে পারেন? সেই সিবিআই-এর ওপরে এখনও সবাই ভরসা রাখে?
  • Bollram ji | 117.254.76.8 | ০২ জুন ২০১০ ২২:৩৪457968
  • আমার দেওয়া সমীকরনটা দেখেছেন নিশ্চয়ই । ওটা জলের মত সোজা ।
    শেষ পোষ্টে pt বাবু প্রশ্ন রেখেছেন যে এত কান্ডের পরে CBI এর ওপর কে ভরসা রাখে? ভরসা রাখে বৈকি । UPA2 সরকার ভরসা রাখে... মনা-চিদু,পোনোবদা সবাই ভরসা রাখেন । পশ্চিমবঙ্গের সেমিফাইনালের যা মতি গতি দেখা যাচ্ছে তাতে দিদিকে ঠেকাতে পোনোবদার একমাত্র ভরসা হল CBI । কান একবার সীতারামজী পোনোবদার সঙ্গে দুকুরবেনা দেখা করেছিলেন - একান্তে.. এটা অস্বীকার করার উপায় নেই । কি কথা হয়েছিল সে বিষয়ে নানা মুনির নানা মত -আনন্দবাজারের মতে কলকাতায় আসন রফার কথা হয়, সীতারামজীর মতে - দাস ক্যাপিটাল নিয়ে একটু ঘষামাজা চলছিন । পোনোবদারও একটা ভার্সন থাকবে নিশ্চয়ই .. জানিনা সেটা কি।
    CBI এর খবরে কিন্তু সব জোড়া দেওয়া গেন। অনিবার্য কান ঐ নিয়েই কথা হয়। CBI তদন্ত হবে, বিধানসভা ভোটের আগে আগে রেজান্ট বেরোবে । বাপী কটা জিলিপি খেয়েছিল আর উমাকান্ত কবে লাস্ট তৃণমূলের মেম্বারশিপ রিনিউ করিয়েছে এ সব খবর ছাড়াও অনেক চমক তাতে আশা করতে পারেন ।
    আজকের যা রেজাল্ট ... দিদিকে ঠেকানোর মত অস্ত্র CBI ছাড়া মনা-চিদু-পোনোবদা এদের হাতে নেই । আর কারাটদা, সীতারামজী.. এরা তো চিলকালই মনার কাছে দিদির চেয়ে বেশী নির্ভরযোগ্য লাগে ।
  • PT | 203.110.243.21 | ০৩ জুন ২০১০ ১০:১৮457969
  • কিছুটা মানা গেল। কিন্তু যেটা বর্তমানে ব্যাখ্যার অতীত সেটা হচ্ছে যে প: বঙ্গে কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেলে কংগ্রেসের কি লাভ? মমতা ফিরে এলে অন্য কথা কিন্তু তিনি আপাতত: ফিরছেন না। অন্যদিকে মমতার রমরমার অনেকটাই রেলমন্ত্রকের দাক্ষিণ্যে। কাল তারানন্দে কৌশিক সেন তারানন্দে জানালেন যে কালিঘাটে কেমন করে মুড়ি-মুড়কির মত রেল বা রেল-সংক্রান্ত চাকরির হরির লুঠ হচ্ছে। কোচ ফ্যাক্টরি বেঙ্গল প্যাকেজের মতই ভুজুং হয়ে কচুর ফ্যাক্টরি হবে কিনা সেটা নির্ভর করছে রেলমন্ত্রক দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তৃণমুলের হাতে থাকে কিনা তার ওপরে। কাজেই সিবিআই যদি প্রমাণও করে যে মাওবাদীরাই রেলে নাশকতা করেছিল তখন নাহয় দিদি এন্ড কোং আবার একটা কিছু সত্য-মিথায় ধুয়ো তুলবে -- সে অনেক দিনের পরের কথা। তবে পুরভোটের একমাত্র শহীদ প: বঙ্গের কংগ্রেস -- প্রণববাবু নিজেকে বড্ড বেশী বুদ্ধিমান ভেবেছিলেন।
  • dukhe | 122.160.114.85 | ০৩ জুন ২০১০ ১০:২২457970
  • প্রণববাবু হাত তুলে দিলেও তারানন্দ-আবাপ কিন্তু কংগ্রেসের হয়ে লড়ে যাচ্ছে । যার কেউ নেই তার আবাপ আছেন !
  • dukhe | 122.160.114.85 | ০৩ জুন ২০১০ ১০:৪৬457973
  • ভালো রে ভালো - এবার সি বি আই, সি আই ডি, রেল - তিনটে তদন্ত রিপোর্ট ধরে তিন দল লোকের ফাঁসি হবে । নাকি ইস্তেহারের বদলে তিনটে রিপোর্ট নিয়ে ভোটের লড়াই ?
  • tatin | 70.177.57.60 | ০৩ জুন ২০১০ ১০:৫০457974
  • কাঞ্চনের স্টেটমেন্ট যদি দ্যাখেন মাওবাদীরা তদন্ত করে দেখেছিল।
    দুএকটা গণআদালতে শাস্তির সময়ে সেগুলোর বিচার হবে
  • Ishan | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১২:৩৭457975
  • আব্বার গণ আদালত?

    মাওবাদীরা যদি এতই বুদ্ধিমান, তবে তরা মনতিরি হয়না কেন?
  • raatapaakhi | 59.93.243.101 | ০৪ জুন ২০১০ ০৩:০৬457976
  • আজ ৩রা জুন সকালে আমাদের সরেজমিন তদন্তে দুটি পাকাচুল ব্যক্তিকে - যাঁদের একজন মাথা "ভেঙে দেওয়া" এবং অন্যজন পরিবর্তিত "পাছা" উঁচু করা, একটি লাল কাপড়ে শরীর ঢেকে জঙ্গলের মধ্যে পাশাপাশি শুয়ে বলতে শোনা গেছে, " যা:,এযাবৎ UAPAতে ধরা সব লোকেদের মধ্যে কেবলমাত্র বাপিটাকে আর উমাকান্তটাকে ছাড়ালাম, দরাজহাতে 'শুধরে গেছে' শংসাপত্রও দিলাম, তারপরে ওদের দিয়ে এই কাজটাকে করিয়ে কিস্‌সু লাভ হোলো না।"
  • sda | 117.194.196.118 | ০৪ জুন ২০১০ ০৩:১৫457977
  • Those who died
    are justified
    for wearing the badge, they're the chosen whites
    You justify
    those that died
    by wearing the badge, they're the chosen whites....

    (Killing In the name - RATM)
  • Ishan | 122.161.165.55 | ০৫ জুন ২০১০ ১২:৩৮457978
  • আজকের ছাপা আবাপতে বেরিয়েছে, অনলাইনে পেলাম না, ভূপিন্দর সিং বলেছেন, লাইন কাটা হয়নি। প্যান্ডোরাল ক্লিপ (এগুলোই কি ফিশপ্লেট?) সরিয়ে দেবার ফলে ঘটেছে। ইত্যাদি ইত্যাদি ( অতো টাইপাতে পারছিনা)।

    দুদিন টিভি দেখিনি, কিছু দেখিয়েছে কিনা জনিনা।
  • santanu | 82.112.6.2 | ০৫ জুন ২০১০ ১৪:২০457979


  • এই ছবিটায় বোঝা যাবে কোনটা ফিশপ্লেট আর কোনটা জিলিপি (প্যান্ডোরাল ক্লিপ)

    ফিশপ্লেট দু-টুকরো রেল কে জুড়ে রাখে আর জিলিপি রেল কে স্লিপার এর সাথে জুড়ে রাখে।

    আর দিদি তো বলেই দিয়েছেন ঐ লাইনে ফিশপ্লেট ছিল না, ওয়েল্ডেড ছিল। আর এটা চেক করার জন্য CBI/CID কিছুই লাগবে না, লাইন ধরে ১ কিমি হাঁটলেই বোঝা যাবে।

    আর রেল টাকে যদি কেউ দু তিন জায়গায় তিন চার ইনচি ডীপ করে কেটে দেয়,তাহলে, খোলা জিলিপি আর আধকাটা রেল এর ওপর দিয়ে ট্রেনের কয়েকটা বগি গেলেই, এমন vibration হবে, যে ঐ আধকাটা অংশ গুলো মুট মুট করে ভেঙ্গে যাবে।


    তারপর উল্টোদিক থেকে মালগাড়ি আসবে।

    তবে এইটা আধাকাটা আধাভাঙ্গা না পুরো ভাঙ্গা - সেটা বলতে বিশেসগ্গ লাগবে।
  • ranjan roy | 122.168.222.176 | ১৩ জুন ২০১০ ১৭:০৬457981
  • ফুটকি ও কোয়ার্ক,
    আপুন তুম দোনোকো সরি বোলতা হ্যায়।
    শান্তনুর পোস্ট পড়ার আগেই গত সপ্তাহে আমি আমার বন্ধু বিজয় বর্মার সঙ্গে রেল লাইন ধরে প্রায় ৫০০ কিমি হেঁটেছি। তাতে বুঝলাম যে আমি হরিদাস পাল টেকনিক্যাল ব্যাপারে কিছু না বুঝেই গাঁটামি করছিলাম।
    কে লাইন উড়িয়েছে আমি জানি না। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম যে কোন স্যাবোটাজ হয় নি, একটি দুর্ভাগ্যজনক বড় দুর্ঘটনা হয়েছে।
    টাইমস্‌ অফ ইন্ডিয়ার রিপোর্ট পড়ে আমি অচিন্ত্যরূপ রায়ের সঙ্গে কড়া বল্লাম। ও লেফট্‌ লিব্যারাল, ও পরিশ্রমী সৎ সাংবাদিক। ইদানীং মরিচঝাঁপির ওপর যথেষ্ট খেটে দুটো রিপোর্ট লিখেছে।
    ওর কথা হল-- কারা করেছে সে নিয়ে যাই বিতর্ক হোক, এটি যে নেহাৎ দুর্ঘটনা নয়, ""পরিকল্পিত'' দুর্ঘটনা তার প্রমাণ পাওয়া গেছে।
    ব্যাপারটা বুঝতে আমি আর বিজয় হাঁটলাম। বিজয় বল্লো-- দেখুন , ওয়েল্ডিং হওয়ায় লাইনের ভাঙ্গার পয়েন্ট গুলো একটু দূরে দূরে হবে। আর কিছু না। কিন্তু অপেক্ষা করে গোটা দুই মালগাড়ি ও প্যাসেঞ্জার ট্রেনের যাওয়াটা দেখুন। এবার বুঝুন, যদি ওই ক্লিপ গুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে খুলে দেয়া হয়, তাহলে চাকাগুলো যেভাবে যায় তাতে লাইনগুলো দুলবে আর ভাইব্রেশনে ওয়েল্ডিং এর জোড় খুলবে আর কোচ ডিরেল্ড হবে।
    আমার মনে "" আকা''র প্রশ্ন: ইঞ্জিন ও গোটা দুই কোচ বেঁচে গেল কেমন করে?
    ও হাসল-- কেন যাবে না? দাদা, আপনি-আমি যে উৎকল এক্সপ্রেসের অ্যাকসিডেন্ট দেখেছিলাম-- সেটা মনে করুন। তাহলে দেখবেন-- জলবৎ তরলম্‌।
  • ranjan roy | 122.168.222.176 | ১৩ জুন ২০১০ ১৭:১৫457982
  • একটু খুলে বলছি। বছর কুড়ি আগে আমরা দুজন কটক থেকে ইউনিয়নের অখিল ভারতীয় সম্মেলন থেকে ফিরছি। সক্কাল্বেলা লেট হওয়া ট্রেন ১২০ কিমি বেগে ছুটছে।ঝাড়সুগুড়ার কাছে বামরা বলে একটা ছোট্ট স্টেশনের আগে লাইন রিপেয়ার হচ্ছিল। কিন্তু কোন লাল কাপড়-টাপড় বা সাইন ছিল না। হটাৎ হুড়মুড়িয়ে ট্রেন এসে পড়ায় সারাইয়ের লোকজন প্রাণভয়ে পালাল। আর ট্রেন ফিশপ্লেট ভাঙ্গতে ভাঙ্গতে এগিয়ে গেল। ইঞ্জিন সহ চারটে কামরা সীধে এগিয়ে থেমে গেল। পাঁচ নম্বর কামরা থেকে পরপর চারটি কামরা, আমাদেরটি চার নম্বর, কাত হতে হতে কাপলিং ছিঁড়েপাশের লাইনে পড়ল। ঠিক ছবিটির মত। দিনের বেলা বলে বড় কিছু হয় নি। এলোমেলো লাফিয়ে, মাথায় জিনিসপত্র পড়ে কিছু লোকের হাত-পা ভাঙ্গলো, চোট লাগলো। নেমে দেখলাম স্লিপারের কাঠগুলো নিমের দাঁতন চিবোনো হয়েছে, শক আপের স্প্রিং দূরে ক্ষেতের মধ্যে ছিটকে পড়ে আছে। অর্থাৎ মোমেন্টামের চোটে ইঞ্জিন ও গোটাকয় কামরা এগিয়ে যেতে পারে। মুন্ডুকাটা গেলে কবন্ধের ঘোড়ার ওপর বসে থাকার মত।
  • Arpan | 122.252.231.10 | ১৩ জুন ২০১০ ১৯:৫৮457984
  • কিন্তু রঞ্জনদা সত্যি ৫০০ কিমি হেঁটেছেন!!?? : O
  • d | 59.161.186.155 | ১৩ জুন ২০১০ ২০:৪১457985
  • ৫০০ কিমি হেঁটেছেন রঞ্জনদা!!!!!!!
  • ranjan roy | 122.168.25.108 | ১৩ জুন ২০১০ ২২:৪৬457986
  • সরি ! সরি! আমি বলতে চেয়েছি ৫০০ মিটার।
    যাতা, একেবারে যাতা!!!!!
    প্রথমে পোস্ট গুলো পড়ে খুব রেগে গেলাম। ৫০০ মিটার কেন, ১ বা ২ কিমি মাঝে মধ্যে হাঁটতে হয়। এতে এত খিল্লি করার কি আছে? আজকালকার ছোঁড়া গুলো---?
    তারপরে পিতিবাদ লিখতে গিয়ে হটাৎ/ Horror of the Horrors! ৫০০ কিমি লিখেছি:)))))
    অফিসে একবার SBI এর GMPর সামনে ডেটা দিতে গিয়ে লাখের জায়গায় ক্রোড় লিখে এইরকম খিল্লি কয়েছিল।
  • Manish | 117.241.228.90 | ১৬ জুন ২০১০ ২০:০০457987
  • @Ranjan

    সারদিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনগুলো সব এখন আস্তে চলছে। ভাঙ্গা কোচ গুলোকে দেখলে চোখে জল এসে যায়।লাইনের দুদিকে ছড়িয়ে আছে কোচগুলো। যেন খেলনা কোচকে অতি মানবিক কোনো শক্তি দুমরে মুচরে ভেঙ্গে ফেলেছে।
  • quark | 202.141.148.99 | ১৯ জুন ২০১০ ১৭:২৮457988
  • সিবিআই বলছে সিআইডি তদন্ত ঠিক দিকেই এগোচ্ছিল। অসিত মাহাতোকে মূল অভিযুক্ত ঘোষণা করায় জনগণের কমিটি বলছে সিবিআই তদন্ত বয়কট করার কথা। এমনও বলছে সিবিআই নাশকতায় জড়িত সিপিআইএম এর লোকেদের আড়াল করার চেষ্টা করছে।

    দিদি কী বলছেন?
  • Arijit | 61.95.144.122 | ২২ জুন ২০১০ ১০:৪৮457990
  • http://lite.epaper.timesofindia.com/getpage.aspx?publabel=TOI&city=Kolkata - ডানদিকের কলামের খবরটা। একটা লাইন উল্লেখযোগ্য: "Bapi insists they wanted to derail a goods train,but the truth may be different. **** The rebels had removed pandrol clips from both the up and down lines **** on the night of May 28 without bothering about that fact that the next train that came along might be carrying men,women and children,said police.' (*** দিয়ে মার্ক করে দিলাম)
  • pharida | 61.16.232.26 | ১৭ নভেম্বর ২০১১ ১২:৩৮457991
  • জনস্বার্থে তুলে দেওয়া হইল ।
  • antimao | 121.241.218.132 | ১৭ নভেম্বর ২০১১ ১৩:০৬457992
  • http://www.anandabazar.com/17raj1.html নভেম্বর ১৭,২০১১

    তাহলে দেবলীনার যুক্তি তেই বলা যায় এই যুদ্ধে যৌথবাহিনী সালওয়া জুড়ুম এরা হল রাষ্ট্রের অস্ত্র - যুদ্ধ হোক না দেখা যাবে কারা বেশী বলশালী। যেহেতু যেকোন যুদ্ধেই কিছু মানুষ মরে, কয়েক টা খুন দিয়ে রাষ্ট্রের সেনাবাহিনীর উদ্দেশ্য বিচার করা ঠিক হবে না। দেবলীনার যুক্তি গুলো টোটো দিলাম
  • q | 121.241.218.132 | ১৭ নভেম্বর ২০১১ ১৩:৪৬457993
  • বিজ্ঞপ্তি: উপরোক্ত antimao এবং বর্তমান পোস্টকারী q আলাদা ব্যক্তি। আইপি দেখিয়া কেহ গুলাইয়া ফেলিলে সার্ভিস প্রোভাইডার দায়ী।
  • q | 121.241.218.132 | ১৭ নভেম্বর ২০১১ ১৩:৫০457995
  • যদিও দেবলীনার বক্তব্য যে বিপজ্জনক সেই বিষয়ে আমার দ্বিমত নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন