এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 115.117.252.148 | ৩১ মে ২০১০ ১৪:৪১457863
  • পরামর্শ বলতে কাদের সাথে, কারা পরামর্শদাতা সেটা নিয়ে কারোর যদি প্রশ্ন আসে, তাহলে ব্রাত্য, শাঁওলী, শুভা দের ভাষায় বলাই যায়, পিসিপিএর কাজকর্মে কার লাভ? (তিণোমূলের, অতয়েব তিণোমূলের সাথেই পরামর্শ)
  • SB | 115.117.252.148 | ৩১ মে ২০১০ ১৪:৪৪457865
  • গুচর সম্পাদিকা এত কিছু খবর রাখেন, লালগড় সম্পর্কে এত বড় বড় লেখা ছাপেন এইটুকুও জানেন না, ওই পার্টিকুলার এলাকাতে বাপি মাহতো লোকাল লিডার, এবং কিছুদিন আগে রাজধানি আটকানোর কেসে অর স্টীল এক্সপ্রেসের দিকে গুলি চালানোর কেসে বাপি মাহাতোর নামেই অভিযোগ, তাই কোন সাম্বাদিক যদি নুন্যতম সিরিয়াস হন,তিনি প্রথমেই বাপি মাহাতোর সাথেই যোগাযোগ করবেন, সেটাই স্বাভাবিক। কাটলাম!
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৪:৪৪457864
  • তাতে কি সমস্যা হল? মানে আপনি এরকম ইঙ্গিত করছেন কি যে এক্সপ্রেসের প্রথম নিউজটা জল মেশানো? মানে বাপি আসলে আদৌ স্বীকার করেইনি? যা বলবেন ঝেড়ে কেশেকেশে বলুননা, কেউ আর মারতে পারবেনা এখানে??
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৪:৪৫457866
  • 'কেউ আর মারতে পারবেনা এখানে' মানে ?
    আমার ধারণা, আমার যা বলার সেটা 'ঝেড়েকেশেই' বলেছি।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১৪:৪৮457867
  • The Umakanta-Bapi team is a terror in the area, up to Jhargram town and the national highway. The Maoist leadership has little control over the group that has turned to extortion. But in the last fortnight or so, security forces had stepped up pressure. .....

    ........The militia unit was desperate to get the police off its back. It perhaps hoped that by derailing a train it could deflect attention and terrorise the local population into parting with more money.
    http://timesofindia.indiatimes.com/india/Cops-blame-Maoist-unit-Mamata-sniffs-CPM-hand/articleshow/5989912.cms


  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১৪:৫১457868
  • তাহলে পিসিপিএ আর তিনোমুল পরামর্শ করে এই কাণ্ড করেছে । যাক - এইবার কিলিয়ার ।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৪:৫২457869
  • a, এখনো না বুঝলে,আরেকবার বলে দি। দীপু বলেছিল, এটাই রিসেন্ট খবর যে বাপি মাহাতো দায় স্বীকার করেছেন, অসিত মাহাতোর অস্বীকারটা পুরানো খবর। তার উত্তরে পোস্ট টা ছিলো।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৫:০২457870
  • ইন্ডিয়ান এক্সপ্রেস বাপি মাহাতোর ঐ 'স্বীকার' করার খবরটা যেদিন পায়, তখন ই বের করেছিল কি ? না বের করে থাকলে, তার কারণ কি ?

  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৫:১৭457871
  • কে করেছে, না করেছে এরকম কোন স্টেটমেন্টেই আমি যেতে চাই না। কারণ, ব্যাপারটা আদৌ পরিষ্কার নয়। এক কথায় মাওবাদী কি পিসিপিএ কি সিপিএম কি তৃণমূল করে দিয়েছে বলে যারা ই স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন, তাঁরা কিসের ভিত্তিতে দিচ্ছেন,বুঝছি না। যেগুলোকে ভিত্তি করছেন , সেগুলো নিয়েও তো গুচ্ছ প্রশ্ন থেকে যায়।
    এই যেমন, ইন্ডিয়ান এক্সপ্রেসে এই বাপি মাহাতোর প্রথমেই স্বীকার করার খবরটা ওনার অস্বীকার ও গ্রেপ্তার পরবর্তী পর্যায়ে করলো। এত বড় খবর সেদিন ই বার করেনি কেন, 'সিরিয়াস সাংবাদিকের' কাছে এ প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। বিশেষত যখন, আউটলুকের মত অন্য কাগজ সম্পূর্ণ বিপরীত স্টেটমেন্ট প্রকাশ করছে !
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৫:১৮457873
  • দেখুন পাইদি, সিপিয়েম সমর্থক বলে ব্র্যান্ডিং করে দিতে চাইলে দিতে পারেন, তাহলে আপনাকে আমিও ব্র্যান্ডিং করব, অথবা জানতে চাইব কেন আপনার এরকম মনে হল।

    আমার পোস্টটা হাল্কা এড়িয়ে গেলেন। আরেকবার বলি। আপ্নার প্রশ্ন ছিল, বাপি মাহাতোকে কেন কন্ট্যাক্ট করা হল, অসিত মাহাতোকে নয়। এর প্রেক্ষিতে আমি বলেছি যে তাতে সমস্যাটা কি হল? খবরটা ঠিক না ভুল এনিয়ে কি আপনি কোন ইঙ্গিত করতে চাইছেন?

    কোনটা আগের খবর কোনটা পরের খবর সেটা আলোচ্য ছিল না আমার প্রশ্নে।

    সেটা বল্লে, তারপ পরের প্রশ্ন করব।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৫:২১457875
  • আমার কী প্রশ্ন, সেটা আমার পরের পোস্টগুলোতে আশা করি ক্লিয়ার।
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৫:২১457874
  • ও, আর "কেউ তো এখানে মারতে পারবে না" এটা নিছকই মজা থেকে বলা, আমরা অনলাইন কমুনিটি তো, তাই
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৫:২৬457876
  • খুব ক্লিয়ার নয়, তবে এইটা ক্লিয়ার যে আপনি খুব কনফুজড, আমাদের সকলেরি মত :)

    তা আপনি তো গুচ কাগজের সম্পাদিকা, নেক্ষ্‌ট সংখ্যায় কি এই ঘটনার বিরুদ্ধে কিছু লেখা থাকছে? অবশ্যই গুচ সাইটের সম্পাদকের ন্যায় আপানারো এই প্রস্নের উত্তর না দেবার অধিকার রইল।
  • pi | 71.105.79.204 | ৩১ মে ২০১০ ১৫:৩৪457877
  • আমার প্রশ্নের উত্তরটা আপনিও কিন্তু এড়িয়ে গেলেন :)

    খবর পেয়ে যাওয়া সঙ্কেÄও ইন্ডিয়ান এক্সপ্রেসে এরকম একটা খবর সেদিন ক্যানো বেরোলো না এই নিয়ে প্রশ্ন জাগছে না ?

    আর কনফিউসড থাকলে তো অসুবিধে নেই। এরা ই করেছে, কনফিডেনটলি এরকম স্টেটমেন্ট এলে আছে। ক্লিয়ার ? :)

    আর, এ ঘটনার 'বিরুদ্ধে' মানে ? প্রশ্নটার জাস্ট কোনো মানে বুঝলাম না। এরকম ঘটনার পক্ষে আদৌ কি কোনো 'মানুষ' সওয়াল করতে পারেন ? বা, আদৌ করেছেন কি !!

    অনেক রাত হল। যেতে হবে। আশা করি, ইন্ডিয়ান এক্সপ্রেস সংক্রান্ত প্রশ্নের উত্তর পাবো। অবশ্য ই, ' আপনারো উত্তর না দেবার অধিকার রইলো '। :)

  • SB | 115.117.224.144 | ৩১ মে ২০১০ ১৬:২৪457878
  • অ! দুদিন পড়ে ছাপালো বলে গুচর সম্পাদিকার মনে হলো খবরটা মিথ্যা! এটা বেশ ভাল লাইন।

    আরো দুটো লাইন আছে, পিসিপিএ আর মাওবাদী আলাদা - মমতা নিয়েছেন। গুচ'র সম্পাদ্‌ক সেই লাইন নেন কিনা দেখার।

    আর আবপ লাইন - বাপি মাহতকে অসিত মাহাতরা অস্বীকার করেছে, অতয়েব .... মমতা দায়ী নন, কারণ ওনার রিলেশনশিপ তো অসিত মাহাতোদের সাথে। তিণোমূলের তাঙ্কিÄক মুখপত্র সন্‌হতি এই লাইন নেয় কিনা দেখার।

    রঞ্জনদা, আপনার যদি বদ্ধমূল ধারনা হয় এটা অ্যাক্সিডেন্ট, তাহলে বলতে হয় এই ধরণের লাইনগুলো অ্যাক্সিডেন্ট প্রোন। এই ধরণের লাইন সারা দেশেই আছে, তাহলে এই অ্যাক্সিডেন্ট প্রোন লাইনগুলো ইম্মিডিয়েটলি পাল্টানো উচিত, কয়েক হাজার মাইল লাইন পাল্টাতে হবে। তাহলে বোঝা যাবে এটা সত্যই অ্যাক্সিডেন্ট ছিল। নাহলে সাবোতেজের ব্যাপারটা উড়িয়ে দেওয়া মুস্কিল হয়ে যাবে আপনার।

    যাইহোক, গুচর সম্পাদক সম্পাদিকা এবং কর্তাব্যক্তিদের এই গণহত্যাকারীদের আড়াল করার আপ্রাণ চেষ্টা খুব স্পষ্ট করে দেয় তাদের মোটিভ!
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৬:২৭457879
  • গুচর সম্পাদক কি লাইন নেন, সেটা গুচ পড়েই জানতে পারবেন।

    আর ব্যক্তি আমি কি লাইন নিই, সেটা এখানে লিখব। ধৈর্য্য ধরুন। এখন একটু কাজ কচ্ছি।

    দুটো একসাথে গুলিয়ে ফেলবেন না। অবশ্য এইটুকুও যদি না গুলাবেন, তাহলে কি আর... :)
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৬:৩৬457880
  • না:, খুব একটা জাগছে না। হতেও পারে ওরা নিজেরাই খবরটা নিয়ে খুব সিওর ছিল না, পরে পুলিশ যখন prime suspect হিসাবে বাপির নাম বলে তখন ছেপে দেয়।

    এই অনর্থক প্রশ্নের মানে নেই, মূল প্রশ্ন আপনি এই খবরকে বিশ্বাস করেন কি না। বা, শুধু আপনার মতের সাথে মেলে এরকম খবরকেই বিশ্বাস করেন কি না।

    আর, সত্যি বলতে, এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে চান কেন? আমি তো আর সম্পাদক নই।

    "বিরুদ্ধে" কথাটা বুঝলেন না দেখে হাসি পাচ্ছে। তবুও বলি, বিরুদ্ধে বলা, আর বিরুদ্ধে না বলার মধ্যে একটা ফারাক আছে, আর সেটা পক্ষ বলার সাথে এক্কেবারে আলাদা
  • SB | 115.117.224.144 | ৩১ মে ২০১০ ১৬:৪১457882
  • গুচর সম্পাদক আগের মত লাইন নিলে সৌমিত্র বসু টাইপের লেখা নামাতেন, অসিত মাহত'র বক্তব্য'র কপি পেস্ট, তাতে ব্রাত্য-শাঁওলী-শুভা'র মত অটো খোরাক হবার চান্স আছে, সেইটুকু বুদ্ধি ... :)
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৬:৪১457881
  • এসবি, গুচর সম্পাদক গণহত্যাকারীদের আড়াল করতে আপ্রাণ চেষ্টা করছেন, এটাই বা মনে হল কেন হঠাত করে? আমার তো মনে হচ্ছে না। আর তাতেও এরা বিশাল কিছু ক¾ট্রুবিউট করে ফেলবেন দিদির পক্ষে, এটা ভাবাও বাড়াবাড়ি, কারণ এর total readership ১০০০-২০০০ ও নয়। সুতরাং,বিহেভ :)

    তবে হ্যা, যে আনমডারেশনের আর নিরপেক্ষতার গর্ব গুচর ছিল, সেটা ক্রমশ হাল্কা হয়ে আসছে। এ গুরুর গত ৪-৫ বছরের পাঠক হিসাবে আমার মতামত
  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১৬:৪৪457885
  • মাইরি - গুচর সম্পাদক কেন ওয়ার হিস্টিরিয়ায় রে রে করে তেড়ে উঠছেন না - খুবই সন্দেহজনক । আবাপ থেকে সবাই যখন ঘটনা ঘটার আগে থেকেই সিওর যে এটা মাওবাদীদের কাজ, সেখানে এত সন্দেহ আসে কোথথেকে ? বিশ্বাসে মিলায় তঙ্কÄ । এসব পাপাচার কি ধম্মে সইবে ?
  • SB | 115.117.224.144 | ৩১ মে ২০১০ ১৬:৪৪457884
  • a, ঘটনাটা যদি সাবোতেজ হয়, তাহলে এটা গণহত্যা! গুচ তো গণহত্যার বিরুদ্ধে স্ট্যান্ড নেয়, নেয় না? আপনি তো ৪-৫ বছর ধরে গুচর পাঠক, আপনি ভাল বলতে পারবেন।
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৭:০২457886
  • এই তো দিব্বি বুঝে গেছেন। ক্ল্যপ ক্ল্যাপ। :)
  • h | 203.99.212.53 | ৩১ মে ২০১০ ১৭:০৬457887
  • কি হয়েছে, কেউ কিসু জানে না, যে যার মত থিয়োরী লড়াচ্ছে। পুলিশের নেটওয়ার্ক থেকে যে খবর বেরোচ্ছে, সেটা দিয়ে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে বা সেই লিংক গুলো কে নতুন করে এক্সপ্লোর করে হয়তো সাংবাদিক রা দেখবে।

    এতো চার্জড অবস্থায় কোন সত্য বেরোনো সম্ভব না। এক যদি সাংবাদিকদের আর পুলিশদের একটা বড় অংশ প্রতিজ্ঞা করে, ভাঁড় মে যায়ে ইলেকশন আর পশ্চিমবঙ্গের রাজনীতি, আগে দেখি কি হয়েছে, তাইলে যসি কিসু বেরায়।

    আপাতত মাওবাদীরা অন্তর্ঘাত করে, এই ট্র্যাক রেকর্ড থেকে একদল বলছে ওরা করেছে, বাকিরা হাওয়ায় থিরোয়ী ওড়াচ্ছে।

    মিথ্যাচার করবো না গোছের মরাল পজিশন না নিলে সাংবাদিকরাও কাউকে কিসু জানাতে পারবে না।

    শুধু সরকার না, সংবাদমাধ্যম এবং বিভিন্ন কমেন্টেটর সকলেরি এই পোলারাইজেশনের ফলে ক্রেডিবিলিটি কমে গেছে। এই ঘটনার তদন্তে অন্তত রেস্টোরড হোক। তবে ব্যক্তি হত্যা গণ হত্যায় পরিণত না হলে লোকে সত্যি কথা বলবে না , এই যদি পরিস্থিতি হয়, তাইলে চাপ।

  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১৭:০৭457888
  • কেউ তো জবাব দিতে বাধ্য নন , তাতে এত প্রবলেম কিসের ? যে যার নিজের সাইট খুলে নিজস্ব রাজনৈতিক প্রোপ্যাগান্ডার প্রচার করুন - অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট

    গুচর সমস্যাটা হল এতগুলো মানুষকে নৃশংস খুনের প্রতিবাদের চেয়ে যেনতেনপ্রকারেণ অপারাধীদের আড়াল করাই ফোকাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে।
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১৭:১১457889
  • সমস্যার কি অছে? আপনি গুরুর এই বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। দিকে দিকে। :)
  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১৭:১৫457890
  • অপরাধীটা কে জানা গেলে আড়াল করতে এট্টু সুবিধে হত - এই যা !
  • saikat | 121.102.93.100 | ৩১ মে ২০১০ ১৭:২৮457891
  • SB যে লিংকটা দিয়েছেন (http://www.expressindia.com/latest-news/Were-sorry-Target-was-goods-train/627088/ তাতে বাপী মাহাতো সম্বন্ধে বলা এই লাইনগুলো - He was more keen to discuss issues concerning the villagers. He showed an irrigation canal which, he said, could bring smiles to 16 villages if maintained properly. “Just Rs 4 lakh is needed from the government to repair the 32 gates. But those are lying in the same condition since 1971,” said Mahato পড়ে আমাদের অবশ্য কিছু মনে হয় না। দশ বছর বয়সে বাবার জেলে যাওয়া, সিআরপিএফ-এর পরীক্ষায় পাশ করেও টাকা না দিতে পারা, তিন বারের চেষ্টায় পরীক্ষা পাশ করতে চাওয়া নিয়েও আমাদের বিশেষ কিছু মনে হয় না। ও রকম তো কতই ঘটে। তারপর তো হাতে বন্দুক, action করা আর শেষে হয় ধরা পড়া, আর নয় গুলি খেয়ে মরা। এই তো? তাতেও আমদের কিছু যায় আসে না।
    আমরা মার্ক্স-লেনিন-বামপন্থা-মাওবাদী-মাওব্যাথী-পকাবু ইত্যদি নিয়ে আমাদের জ্ঞান ও বিশ্বাসমতে সত্য (সত্য?) রাজনৈতিক মতামত নিয়ে অন্য পক্ষকে engage করে যাচ্ছি। কারণ ইহা আমাদের মানে বাঙালীদের শ্রেষ্ঠ বিনোদন, কারণ আমাদের থেকে রাজনীতি আর কে ভালো বোঝে?

    বন্ধ্যা সময়, বন্ধ্যা রাজনীতি, বন্ধ্যা রাজনৈতিক মতামত।
  • h | 203.99.212.53 | ৩১ মে ২০১০ ১৭:৩১457893
  • আমার মনে হয় না, কেউ আদৌ কোন অপরাধী কে আড়াল করেছে। বিভিন্ন লোক বিভিন্ন সন্দেহ প্রকাশ করেছে, এবং স্পেকুলেশন করেছে, যে যার ঘোষিত রাজনৈতিক অবস্থান থেকে করেছে। যেহেতু আমরা গ্যালারি মাত্র, শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ আছে? যত আজে বাজে।

    কোন ইনভেস্টিগেশন কে প্রভাবিত করার জায়্‌গায় গুরুচন্ডালি নেই, অতএব 'আড়াল' করা টরা এগুলো অতি-উত্তেজনার অভিযোগ।

    বহুদিন ধরে, মাওবাদীরা যাদের প্রতিনিধি বলে নিজেদের দাবী করে সেই আদিবাসীদের প্রতিনিধিঙ্কেÄর দায় যারা গ্রহণ করেন তাদের লেখা গুরুচন্ডালি প্রকাশ করছে। এতে এত চটবার কি হল? আউটলুক কি অরুন্ধুতি রায়ের প্রবন্ধ ছেপে কাউকে আড়াল করছে? ওসব বলা যায় না।

    আলোচনা এবং বিশ্লেষণের বদলে স্পেকুলেশন, অযৌক্তিক স্পেকুলেশন বাড়ছে, প্রতিবেশী প্রতিবেশী দের সন্দেহ করছে, এগুলো দেশের রাজনৈতিক অবস্থা খুব খারাপ হলে হয়। ইতিহাসের সেটা শিক্ষা। এমনিতেই যখন এই অবস্থা , তখন আর বাল নিজেদের মধ্যে তুই সিপিএম তুই তিনোমূল তুই মাওবাদী তুই ওকে খুন করেছিশ, আয় তোকে খুন করি এসব করে লাভ নেই। কারণ আমরা আল্টিমেটলি কেউ ই কাউকে মারবো না, কিন্তু পাঠকদের মধ্যে উত্তেজনা ছড়ালে কারো কোন লাভ হবে না। এটুকু করতে পারেন।

    একটা প্রায় ফুল প্লেজেড সিভিল ওয়ার হচ্ছে, তাতে অংশগ্রহণ না করে আলোচোনা করাটাই বেটার।

    এত লোক ডেলি মরছে, কবে এসব থামবে কেউ জানে না, তার মধ্যে যত বাজে ক্যাচাল।
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১৭:৩১457892
  • বা: বেশ ভালই পোগ্রেস; রেললাইনে গণহত্যা নিয়ে খিল্লিসুলভ নাম দিয়ে একটা টই খোলাই যা বাকি

    আর ভাল লাগছে না গণহত্যা নিয়ে খিল্লি আর ফোড়নগুলো শুনতে .......... কাটি
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১৭:৩৩457895
  • এমনকি মাওবাদিরা নিজেরাও নিজেদের লোকেদের অংশগ্রহণের সম্ভাবনার কথা সম্পুর্ণ উড়িয়ে দিচ্ছেনা:

    A Maoist leader in India has said that they will "punish" any rogue rebels if they are found responsible for Friday's train crash which left 148 people dead.
    http://news.bbc.co.uk/2/hi/world/south_asia/10195985.stm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন