এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 202.54.73.130 | ৩১ মে ২০১০ ১১:৫৭457796
  • @a, ঐ একই মোটিভ মাওবাদীদের ঘাড়ে চাপালে আরো হাস্যকর হবে । আর যদি সন্ত্রাস তৈরি করাই লক্ষ্য হয়, তাহলে সন্ত্রাসের ডিগ্রি বেশী হলে সাফল্য বেশী - মাওবাদীরা দায় নিতে লজ্জা পাবে কেন ?
    মাওদের বিরুদ্ধে ওয়ার ক্রাই গড়ে তোলা একটা সম্ভাব্য মোটিভ হতেই পারে । তবে কে করেছে এ ব্যাপারে এক্ষুণি কী করে সিদ্ধান্ত হবে সেটাই বুঝছি না ।
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১২:০৮457797
  • আরবিট ? আচ্ছা তাহলে কালা সপ্তাহ পালন করছিল কারা ? ঐ অঞ্চলে এতদিন যাবতীয় নাশকতা ঘটিয়েছে কারা ? এধরনের স্বীকারোক্তি দিচ্ছে কারা ? যদি নাই করে থাকবেন জ্যানাগ্যনের নেতা গামছা পরে বা খুলে বিবৃতি দিচ্ছেন না ক্যানো ? আর এনারাই বা সরি বলছেন ক্যানো? http://www.zeenews.com/news630403.html

    এবার সম্পাদক হিসেবে আপানাকে প্রশ্ন করবো নন্দীগ্রামের পর সৌমিত্র বসুর লেখাটিকে কি ""আরবিট"" ক্যাটাগোরিতে ছেপেছিলেন ? নন্দীগ্রামের পর গুচর মাথায় ব্যানার টাঙিয়েছিলেন স্পেশালি মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে ... এবার সেরকম কিছু চিন্তাভাবনা আছে নাকি রেললাইনে এতগুলি গণহত্যার পর ?

    উত্তরগুলো না হলে একটু সরলীকরণ এবার করতেই হচ্ছে ... সেই যে ব্ল্যাংক কদিন আগে ভাটে বলেছিল না গুচ হচ্ছে আসলে সিপিএম বিরোধী মিডিয়া - সেটাই
  • dukhe | 202.54.73.130 | ৩১ মে ২০১০ ১২:১২457798
  • বিবৃতি তো আছেই - মেনস্ট্রিম মিডিয়া সেটা ভেতরের পাতায় দিচ্ছে এই যা ।
    http://www.anandabazar.com/archive/1100529/29raj3.htm
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১২:২০457801
  • দ্বিতীয় বিবৃতিটা হাস্যকর। একটি রাষ্ট্রবিরোধী হিংস্র শক্তি রাষ্ট্রকে ""অনুমতি"" দিচ্ছে রেল চালানোর জন্য। ভারতবর্ষের ইতিহাসে এইরকম দ:সময় বোধহয় আগে আসেনি। ধিক্কার জানাই সেই সব ভারতীয়দের যারা এই শক্তির পক্ষে সওয়াল করে।
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১২:২০457800
  • ধুর। সিপিএমের বাজে প্রোপাগান্ডায় যে কেন কান দেন। অর্পিতা মোটেও রেলের কর্মচারী না। এঁরা রেলের কমিটিতে আছেন। পয়সা পান। সবই ঠিক। কিন্তু সরকারি চাকুরে নন। ফলে সরকারি চাকুরেদের বিধিনিষেধ্‌হগুলো এঁদের উপর কোনোভাবেই প্রযোজ্য নয়।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১২:২৩457803
  • অসুবিধাটা রেলের কর্মচারি হলেও হয়না -- যারা রেলে ইউনিয়ন করে তারাও র্লের বিরুদ্ধে কথা বলে। অর্পিতার অসুবিধা টাকাটা দিদির সৌজন্যে পকেটে আসে বলে.....
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১২:২৩457802
  • দুখে, একই মোটিভ সবার ঘাড়ে চাপাব কেন? মাওবাদীদের মোটিভ হল ডিরেইল্মেন্ট করে, ভারত সরকারকে হেয় করা তথা কালা দিবস সফল করা। খুব অবিশ্বাস্য মোটিভ লাগছে কি?

    এই থিওরিতে, একমাত্র মিসিং পিস হল মাওবাদীদের দায় স্বীকার না করা, বা দায় পুরোপুরি অস্বীকার করা। এর উত্তর দেওয়া যায়, যথা ওদের হিসাবে ছিল না এত লোক মার যাবেন, ফলে দায় নিতে ভয় পাচ্ছেন। বা, মাওবাদীদের মধ্যে এমন কোন ফ্যাকশন এটা ঘটিয়েছে যারা সে¾ট্রাল কমিটির ক®¾ট্রালের বাইরে।

    এবার আপনি ই বিচার করুন, কোন থিওরিটা ভালো লাগছে!!!
  • quark | 202.141.148.99 | ৩১ মে ২০১০ ১২:২৪457804
  • রাজদীপ,

    এটা ঠিক হচ্ছে না। ঈশান, সম্পাদক হলেও তার একটা নিজস্ব সঙ্কÄ¡ আছে। সে তার নিজের মত লিখতেই পারে, সম্পাদকের চেয়ার থেকে নেমে। আর এখানে সিপিয়েম/বাম মনোভাবাপন্নরাও তো নিজেদের মত লিখছে।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১২:২৫457806
  • *দু:সময়, রেলের
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১২:২৭457807
  • কোয়ার্কের সঙ্গে একমত হয়ে বলছি আমি শুধু ব্যানারের পোশ্নোটা সম্পাদক হিসেবে করেছি .... বকিগুলো নয় , ক্লিয়ার ?
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১২:২৮457808
  • ব্যানার টা অতি অবশ্যই গুচর তরফে। অস্বীকার করব কেন?
  • dukhe | 202.54.73.130 | ৩১ মে ২০১০ ১২:৩০457809
  • মাওবাদীরা কি এতটাই গাধা যে মালগাড়ির খবর রাখে না বা ট্রেন ডিরেইলড হলে বা ধাক্কা খেলে লোক মরবে জানে না ? কী জানি - ওদের অপারেশনগুলো তো বেশ প্ল্যানড বলেই মনে হয় এমনিতে । আর দায় নিতে ওদের ভয়টাই বা কী ? লোকে ওদের ভোট দেবে না ?
    ওয়ার ক্রাই বানানোর থিওরিটা আমার তো ভালই লাগছে । যাকগে - পসন্দ আপনা আপনা ।
    তবে সবই থিওরি । এ মামলা পরিষ্কার হতে (যদি হয়) সময় লাগবে বলেই মনে হয় । অবাক হচ্ছি লোকে এত শিগগির সিদ্ধান্ত করে ফেলছে দেখে । অবিশ্যি আমরা অমৃতলালের দেশের লোক, তবু -
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১২:৩৩457810
  • দুখের সঙ্গে সম্পূর্ণ একমত হচ্ছি। একটা ওয়ার ক্রাই তৈরির চেষ্টা চলছে। গোধরার ক্ষেত্রে বিজেপি যা করেছিল, এটার ক্ষেত্রে ঠিক সেরকম জিনিস হচ্ছে। সেখানেই আপত্তি।

    কে করছে, কেন করছে, কিলিয়ার নয়।
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১২:৪১457811
  • অর্থাৎ যেই ঘটিয়ে থাকুক না কেন সেই পাষন্ডদের বিরুদ্ধে কোনো "ক্রাই" করা চলবে না - শুধু মাঝেসাঝে খিল্লি আর স্মাইলিটা চলবে
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১২:৪৪457812
  • "সিপিএম করিয়েছে""-টাও কি ওয়ার-ক্রাই? শিশির অধিকারিকে দিয়ে শুরু আর অসিত মাহাতো, শুভাপ্রসন্নকে দিয়ে সেই বক্তব্যের পুনরাবৃত্তি করানো? গুচ-তেও তার প্রচ্ছন্ন প্রভাব?

  • dukhe | 202.54.73.130 | ৩১ মে ২০১০ ১২:৪৯457813
  • না না - সিপিয়েমের বিরুদ্ধে যৌথ বাহিনী নামানোর দাবি খুবই অনুচিত ।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১২:৫১457814
  • আমার প্রশ্নের উত্তর হল এটা?
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১২:৫৫457815
  • শুভাপ্রসন্ন বলেছেন কথাটা। সেটাও ওয়ার ক্রাই। নিশ্চিন্ত থাকুন, শুভাপ্রসন্ন এবং মমতার একন্ত ইচ্ছে হল ২০১১ র পরে যৌথবাহিনীকে সিপিএমের পশ্চাতে প্রবেশ করানো। আল্টিমেটলি ছক অনুযায়ী যোথবাহিনীকে সিপিএমের "লুকোনো অস্ত্র' উদ্ধার করতে লাগানো হবে। এই ইনটেনশন ওনারা গোপনও রাখেন নি।

    মমতার ছকটা ক্লিয়ার। কিন্তু বিমান এবং বুদ্ধ সেটায় পার্টিসিপেট কেন করছেন? হয় মূর্খের মতো। কিংবা গভীরতর কোনো ছক আছে। কি সেটা আমি জানিনা।
  • dukhe | 202.54.73.130 | ৩১ মে ২০১০ ১২:৫৭457818
  • PT, বললামই তো কে করেছে এক্ষুণি বলা মুশকিল - মাও বা সিপিয়েম কাউকেই দুম করে দোষী সাব্যস্ত করার জায়গা নেই । তবে তৃণমূল সিপিয়েমকে আর সিপিয়েম-কং-ভাজপা মাওকে দোষ দেবে - এ আর নতুন কী ?
    তবে সিপিয়েমের নামে অভিযোগ আনা তো ওয়ার ক্রাই নয় । মাওদের নামে এই অভিযোগ এনে সেনা নামিয়ে ব্যাটাদের মুণ্ডূ ভেঙ্গে দেবার পক্ষে একটা জনমত গড়ে তোলা যায়, সিপিয়েমের বেলায় তো আর তা নয় ।
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১৩:০২457819
  • ইশান আমার প্রশ্নগুলো?
  • Blank | 170.153.65.102 | ৩১ মে ২০১০ ১৩:০৪457820
  • ওয়ার ক্রাই !!! আমার তো ধারনা ছিলো মাওবাদীরাই যুদ্দ টুদ্ধ ঘোষনা করেছে রাষ্ট্রের বিরুদ্ধে। তাও বহুযুগ থেকে !!
  • . | 125.18.104.1 | ৩১ মে ২০১০ ১৩:০৫457822
  • ঈশান, আমার "চেতনা" ইজ নান অফ ইয়োর বিজিনেস। যেমন নিজের তৈরি সাইটকে পিআইডব্লুবি-র স্তরে নামাবে কিনা দ্যাট'স নান অফ মাই বিজিনেস। কিন্তু আলগা কমেন্ট করো না। প্লিজ।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১৩:০৫457821
  • আমি যেটুকু বুঝি তাতে সিপিএম, ২০১১-তে মমতা জিতলে, তাদের লুকনো অস্ত্র (যদি থাকে) আলিমুদ্দিনের বারান্দাতে সাজিয়ে মমতা-শুভার পুলিশের অপেক্ষাতে বসে থাকবে না। এবং থাকবে না বলেই, অসিত-শিশির-মমতা-শুভা (এবং গুচ-র মত পত্রিকাগুলো) এখন থেকেই ওয়ার-ক্রাই শুরু করেছে। যাতে অস্ত্র না পেলেও -- কথামলার সেই গল্পের মত --"তোর বাপ জল ঘোলা করেছিল" বলে গোলমাল্টা পাকানো যায়।

    তবে শুভার বড় বড় কথা বলার শেষ বোধহয় ঘনিয়ে আসছে অরুণাভ ঘোষের হাতে। ২০০৬-৭ সালে শুভার ৮০ লক্ষ টাকার আয় লুকোনো বাবদ ১৮ লক্ষ টাকা শাস্তির কাগজ-পত্র অরুণাভ ঘোষ তারানন্দের আসরে পেশ করেছেন।
  • . | 125.18.104.1 | ৩১ মে ২০১০ ১৩:০৬457823
  • *বিজনেস।
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১৩:১০457824
  • যা বাবা, দুখে আর মামু মিলে বেশ ওয়ার ক্রাই থিওরি পেতে বসেছেন দেখছি!!!

    আমার প্রশ্নটা ছিল, ঘটনাটা কে আর কিভাবে ঘটিয়েছে, তার থিওরি হিসেবে কোনটে গ্রহণযোগ্য? আর আপনারা বলছেন জে ঘটনাটার aftermath হিসাবে ওয়ার ক্রাই চলছে। নাকি আমি ভুল ভাবছি, আসলে আপনাদের বক্তব্য যে যাতে এই ওয়ার ক্রাই তইরী করা যায় সেই কারণে এই ঘটনাটা ঘটানো হয়েছে?

    দুখে, এই প্রশ্নটা আপনাকে
  • dipu | 61.12.12.83 | ৩১ মে ২০১০ ১৩:১২457825
  • এখনই পিআইডব্লুবি-র সঙ্গে তফাত তো বিশেষ দেখি না। ওখানে খোলাখুলি খিস্তিখাস্তা হয়, এখানে সেটাও শুরু হয়ে গেলেই ষোলকলা পূর্ণ হয়।
  • dukhe | 202.54.73.130 | ৩১ মে ২০১০ ১৩:১৩457826
  • আমার এটাই বক্তব্য । ওয়ার ক্রাই তৈরির উদ্দেশ্যে ঘটনাটা ঘটানো হয়ে থাকতে পারে । তবে আবার ডিসক্লেমার - এটা অনেক সম্ভাবনার একটা ।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ মে ২০১০ ১৩:২৪457827
  • কিছু point এখানে কিন্তু উঠে আসছে।

    ১। মাওবাদীদের সামগ্রিক অপকীর্তির ধরণ থেকে এটা বোঝা গেছে যে, ৪৫ মিনিটের গ্যাপে কাজটা সারার জন্যে গ্যাংম্যানকে পয়সা খাইয়ে বা ভয় দেখিয়ে লাইনের পেন্ড্রোল ক্লিপ খোলানো, ২০০ মিটার এলাকা জুড়ে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে রাখা, আশেপাশে eyewash-স্বরূপ জিলেটিন ছড়িয়ে রাখা এত সব করার চেয়ে ট্রেনের ওখান দিয়ে পাস করার টাইম জেনে একটি অমোঘ শক্তিশালী টাইম বোম সেট করে রাখা, যাতে মৃত্যুর মিছিল অনিবার্য, সেটাই ওদের পন্থা হতে পারত। কারণ এরা যাই করে নিজেরা করে। গ্যাংম্যানের help ছাড়া সম্ভব নয় এমন রাস্তা তারা নেবে কি?

    ২। যখন তারা বুঝেই গেছে এই সরকার তাদের মুন্ডু ভাঙতে অক্ষম এবং জেনে নির্ভয়ে দায়স্বীকার করে, এবারেও তাই করতে পারত। কিন্তু করেনি। এটা বিচার্য নয় কি?

    ৩। পুরভোটে নিজেদের ভরাডুবি আটকানো নিশ্চিত করতে ঠিক তার প্রাক্কালে মমতাকে এই জাতীয় একটি ব্যাপারে ব্যস্ত করে ফেলা এবং এতে করে রেলমন্ত্রী হিসেবে তাঁকে অপদার্থ প্রমাণ করা - এক ঢিলে এই দুটি পাখি মারার জন্যে সিপিয়েম কি এরকম একটি ছক কষতে পারে না, যাতে মাওবাদীদের সাব্যস্ত করা সহজ (কারণ জায়গাটি মাও-অধ্যুষিত)। মাও-তিনোমুল আঁতাতের ধুয়ো তুলে মমতাকে down করা আরো একটি তৃতীয় মোটিভ।

    এতে কোনো loopholes পেলে বলুন।

    উল্লেখ্য, আমি মাও-সহানুভূতিশীল নই, কট্টর সিপিয়েম-বিরোধীও নই।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১৩:৩৪457829
  • দুখেবাবু
    ""সিপিএম-করিয়েছে"-টা ওয়ার-ক্রাই নয়?

    আর সিপিএম কে প্যাঁদাতে যৌথবাহিনী লাগে নাকি? কিশোর বেলাতে সোদপুরে তো চোখের সামনে দেখলাম প্রিয়-সুব্রতর চ্যালারা ভোটে নির্বাচিত সিপিএমের গোপাল ভট্টাচার্যের বাড়িতে আগুন লাগিয়ে কেমন রাত না পোহাতেই পেঁদিয়ে লাট করে দিল? তারপর প্রতিদিন সন্ধ্যেবেলা মাথাখোলা জিপে পাইপগান বসিয়ে, খোলা কাতান হাতে দলবল নিয়ে পাড়া সিপিএম শুন্য করার ব্যবস্থা করল ভোট না হওয়া পর্যন্ত। সেসব ইতিহাস পড়েননি? সেই সিধুবাবুর উত্তরসুরীই তো ২০১১-তে মসনদে বসবেন!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন