এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১২০৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১০:২০457763
  • সিদ্ধান্ত -
    ১। মাওবাদীরা জানত না মালগাড়ি একটা ডিরেইলড ট্রেনকে ধাক্কা মারলে মানুষ মরতে পারে ।
    ২। ড্রাইভারের এফ আই আরে মাওবাদীদের নাম ও ফোটো আইডির কপি থাকা উচিত ছিল (না থাকায় আবাপ ও সহশিল্পীবৃন্দ কেঁদে ভাসিয়ে দিচ্ছে)
    ৩। ছাগল হারানোর তদন্ত করতে পুলিশের যা সময় লাগে, এক্ষেত্রে তার চেয়েও কম সময় লেগেছে । কারণ মাওবাদীরা ছাগলের চেয়ে ঢের বোকা ।
    ৪। মাওবাদীরা সন্ত্রাস করে কিন্তু তার দায় নেয় না পাছে লোকে দুষ্টু বলে বা তাদের ভয় পায় ।
  • PT | 203.110.247.221 | ৩১ মে ২০১০ ১০:২৪457764
  • যিনি টাইমস অব ইন্ডিয়া পড়েন, তিনি এই খবরটা দেখেননি?

    A faction of the Maoist-backed People's Committee Against Police Atrocities (PCPA) was responsible for the sabotage that derailed Jnaneswari Express on Friday, killing 137 people and injuring 200, the police said on Saturday.

    এবং এই খবরটা আলিমুদ্দিনের কিংবা শুধুমাত্র প: বঙ্গ পুলিশের মুখে ঝাল খাওয়া নয়:

    A TOI investigation has revealed that not only did the terrorists have time to carry out the act, they also had manpower, expertise and motive.
    http://timesofindia.indiatimes.com/india/Cops-blame-Maoist-unit-Mamata-sniffs-CPM-hand/articleshow/5989912.cms


    কিন্তু মাওবাদীদের পক্ষ নিয়ে পকাবু আর তৃণমুলীরা সওয়াল শুরু করল কেন?
    DGP a fool to blame Naxals: Trinamool MP
    http://timesofindia.indiatimes.com/india/DGP-a-fool-to-blame-Naxals-Trinamool-MP/articleshow/5992746.cms


  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১০:৩০457765
  • আরে ছি ছি - পুলিশের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন ? রাম রাম! ছত্রধরের কত টাকার ইনসুরেন্স এই ডিজিপি বলেছিল যেন ?
    পুলিশের ওপর বিশ্বাস হারানো পাপ ।
  • . | 115.117.235.242 | ৩১ মে ২০১০ ১০:৩২457766
  • অনুসিদ্ধান্ত:

    ১। দুখেবাবু জন্মাবার পর থেকে মাসে একটা করে ডিরেইলমেন্ট করান এবং এর জন্য একটি আন্তর্জাতিক কনসাল্টিং এজেন্সি খুলেছেন।
    ২। মাওবাদীদের সাথে উনি জীবনের অর্ধেকটাই কাটিয়েছেন।
    ৩। পুলিশ, মাওবাদী এবং ডিরেইলমেন্টের ব্যাপারে বিশেষজ্ঞ চাইলে, হেঁ হেঁ, মানে উনিই।

    অথবা,

    ৪। দিদি মাওবাদীদের দোষ দিতে বারণ করেছেন।
  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১০:৩৪457767
  • জিও: - আমিই যে মাওবাদী অ্যাদ্দিনে নিশ্চিত হলুম ।
    থ্যাঙ্কু, ফুটকিস্যার ।
  • quark | 202.141.148.99 | ৩১ মে ২০১০ ১০:৩৫457768
  • রঞ্জনদা (@ Date:30 May 2010 -- 10:30 PM ,

    একটা টেকনিক্যাল পয়েন্ট। ফিসপ্লেটের ক্লিপ নয়, রেলের লাইনটা স্লিপারের সাথে আটকানো থাকে দুপাশে দুটো ক্লিপ দিয়ে। অনেকটা অংশে ঐ ক্লিপ গুলো খোলা অবস্থায় পাওয়া গেছে, টেলিগ্রাফের ছবি অনুযায়ী। এখন ওগুলো ডিরেইলমেন্টের কারণে খুলে গেছে না ডিরেইলমেন্টের আগে, সেটা জানি না।

    বাকীটা জাস্ট মনে হ'লো:

    তাহলে বেশি লোক মরেছে ঐ মালগাড়িটা এসে যাওয়াতে। ডিরেইলমেন্টরা যারাই ক'রে থাকুক তাদের অতটা দোষ দেওয়া ঠিক হচ্ছে না। বেশ!

    পুলিশের অত্যাচারের বিপরীতে "পুলিশি অত্যাচার বিরোধী কমিটি" তৈরি হ'ল। তারপর মাওবাদীরা এসে তাদের হাল ধরল, আউটসোর্স হয়ে গেল আন্দোলন। কমিটির ছেলে ছোকরাদের নিয়ে "গ্রাম সুরক্ষা বাহিনী" তৈরি হ'ল। অস্ত্রদীক্ষা হ'ল মাওবাদীদের হাতে। তাড়াহুড়োতে শাস্ত্রদীক্ষাটা হ'ল না। এবার এরা চল্ল লাইন খুলতে, বাস ওড়াতে। আর মাওবাদীরা বল্ল, ছেলেরা আমাদের কথা শোনে না!
  • . | 115.117.235.242 | ৩১ মে ২০১০ ১০:৩৮457769
  • কি শখ! আপনি মাওবাদী হতে জাবেন কোন দু:খে? মাওবাদীদের এতটা ছোটো আমি ভাবি না। আপনি বিশেষজ্ঞ। ধরুন সাঁইবাড়ি থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অবধি প্রতিটি ঘটনায় আপনি প্রত্যক্ষদর্শী বিশেষজ্ঞ এবং সিপিএম-মাওবাদী-তৃনমূল নিয়ে আপনার জ্ঞান দিদি সার্টিফায়েড। বললে হব্যা!
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১০:৪২457770
  • এই নারকীয় সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে রাখলাম , এরকম গণহত্যার পরেও লোকে এই টইতে রঙ্গব্যাঙ্গ , স্মাইলি দেওয়া বক্তব্য দিয়ে যাচ্ছে।

    ঘেন্না ধরে গেল ......

  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১০:৪৪457771
  • মাওবাদীদের চেয়ে ছোট বলছেন? কিন্তু সাঁইবাড়ির প্রত্যক্ষদর্শী হলে কি আর ছোট থাকা যায় দাদা ? কী যে বলেন ! সে কি আজকের কথা ? এট্টু জলটল খেয়ে সামলে নিন । উত্তেজনায় মাথাটাই গেসে গিয়া !
  • PT | 203.110.247.221 | ৩১ মে ২০১০ ১০:৪৭457773
  • কিন্তু পকাবু আর তৃণমুলীরা মাওবাদীদের পক্ষে সওয়াল করে যাচ্ছে কেন?
    DGP a fool to blame Naxals: Trinamool MP
    http://timesofindia.indiatimes.com/india/DGP-a-fool-to-blame-Naxals-Tr
    inamool-MP/articleshow/5992746.cms

  • . | 115.118.79.130 | ৩১ মে ২০১০ ১০:৫৭457774
  • জৌক মারলাইন নাকি দুইখ্যাবাবু? হাসতায় লাগব?
  • a x | 99.188.83.127 | ৩১ মে ২০১০ ১১:০৩457775
  • ইন্ডেপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি বলতে ফরেনসিক এক্সপার্ট, রেললাইন এক্সপার্ট, অ্যাকসিডেন্ট এক্সপার্ট ইত্যাদি, যাদের প্রফেশনাল কেরিয়ার রেস্পেক্টেবল, যারা কেপিএস গিল বা ওয়ান্নাবি কেপিএস গিল না ইত্যাদি।

    অতীতের রেলওয়ে এনকোয়ারি টিমে ছিলেন এরকম অভিজ্ঞ, ঠিকঠাক রেপুটেশন সম্পন্ন কেউ ও থাকতে পারেন কমিটিতে।
  • Raj | 202.79.203.43 | ৩১ মে ২০১০ ১১:০৬457776
  • . বাবু সেটা আবার জিগাইছেন ক্যানো ? যেকোন মৃত্যুর সময় জোক মারা ছাড়া ওনাকে কিছু পোষ্টাতে দেখেছেন কোনোদিন ?
  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১১:১৪457778
  • আরে ধুর - জল খেতে বললে আপনে হাসেন নাকি ? জলই খান । উপকার হবে - যা গরম !
  • SB | 115.118.74.217 | ৩১ মে ২০১০ ১১:১৫457779
  • আমি এবং আমার মত সাধারন বামপন্থীরা যা মনে করে তার সারসংক্ষেপ: http://pragoti.org/node/3969
  • a | 208.240.243.170 | ৩১ মে ২০১০ ১১:২৫457780
  • মামু, একটু ভুল বল্লে, টেকনিকালি। রাজ্য সরকার, সিপিয়েম না, রাজ্য সরকারের বিবৃতি কেন্দ্র সরকারের বিবৃতিকে ফলো করেছে মাত্র, কেন্দ্র সরকারের হোম মিনিস্ট্রি এটাকে মাওবাদী হামলা বলেছে। রেল মন্ত্রক স্পষ্ট ভাষায় এই ঘটনাকে নাশকতা (terrorism) অথবা অন্তর্ঘাত (sabotage) বলেছে। এর পর, এটাকে নাশকতা বলতে কারুর বাধা থাকার কথা নয়, টেকনিকালি। সুতরাং, সিপিয়েমের প্রচারে কোন ভুল নেই।

    কিন্তু, ব্রাত্যদের প্রচারে বড়সড় গলদ রয়ে গেছে। মোটিভ প্রশ্নে এদের একমাত্র ডিফেন্স, মমতাকে ১ দিনের প্রচার থেকে বিরত করা তথা রেলকে হেয় করা। এর জন্যে এত বড় দুর্ঘটনা?

    আর প্রমাণ? যেহেতু, দুর্ঘটনার ঠিক পরে কিছু লোককে টর্চ নিয়ে এলাকায় দেখা যায়, আর অরুন্ধতি রায়ের লেখা অনুযায়ী মাওবাদীরা এই এলাকাগুলো এত ভালো চেনে যে ওদের টর্চ লাগে না, অতএব এরা সিপিয়েম!!! এ শুনলে জজেও হাসব!!!
  • lcm | 69.236.171.60 | ৩১ মে ২০১০ ১১:২৬457781
  • যা হয়ে গেছে... এখন কিছু করা যাবে না। কিন্তু এই খবরটা পড়ে খুব খারাপ লাগল http://www.anandabazar.com/31med2.htm
    মৃতদেহ গুলো নিয়ে এরকম ভাবে... হাসপাতলে এসি চেম্বার আছে ১২টা, কিন্তু মৃতদেহ এসেছে ১৪৮ টা। ত্রিপলে মুড়ে মৃতদেহ ফেলে রাখা হয়েছে বরফের চইয়ের ওপর। বরফ/রক্ত জল বয়ে যাচ্ছে, ভনভন করছে মাছি। মৃতদেহ নিয়ে যাবার জন্য যে টাকা দেওয়ার কথা, সেটাও কিছু লোক মেরে দিচ্ছে!!
  • Manish | 117.241.228.230 | ৩১ মে ২০১০ ১১:২৯457784
  • মাও সমব্যাথীদের একটা কথা মনে করিয়ে দিতে চাই যে দুর্ঘটনার সময়টা একটু খেয়াল রাখবেন।কালাদিবস পালন করছিলো জনগনের কমিটি। এর আগেও যখনই এইসব দিবস পালন করেছে,প্রচুর ট্রাক,লরি পুড়িয়েছে ওরা।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১১:২৯457782
  • দুখেবাবু
    আপনি যদি দয়া করে তথ্যসমৃদ্ধ বক্তব্য পেশ করেন তাহলে আমরা বাম-সরকার বিরোধীদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারি। তাতে আলোচনাটা এগোতে পারে। এই প্রসঙ্গে নিচের খবরটি আপনাকে সাহায্য করতে পারে।

    নি:শর্ত ক্ষমাপ্রার্থনা "মমতাপন্থী" অর্পিতার
    http://www.anandabazar.com/31raj2.htm
  • SB | 115.118.74.217 | ৩১ মে ২০১০ ১১:৩১457785
  • আসলে কি, সেই নন্দীগ্রাম সিঙ্গুরের সময় থেকেই প্রচুর মিথ্যা কথা বলা হচ্ছে। আর বারবার জোর গলায় বলে বলে মিডিয়াকে দিয়ে বলিয়ে সেই মিথ্যাগুলোকে এস্টাব্লিশ করা হচ্ছে। এটা হয়ে চলেছে বেশ কবছর ধরেই। এই গুরুও সেই ফেনমেননটাতে আছে, সৌমিত্র বসু দিয়ে শুরু।

    এস্টাব্লিশ যেটা করতে হবে তা হোল সিপিএম খারাপ, সিপিএম হটাও - অ্যাজেন্ডাতে এইটা ছাড়া আর বিশেষ কিছু নেই।

    এত বছর ধরে এটা সাক্সেসফুল হয়েছে। এইবারে এসে ব্যপারটা কেঁচে গেছে। এতদিনের ব্লাফটা ধরা পড়ে যাচ্ছে!

    এই প্রসঙ্গে একটা রিসেন্ট লেখা: http://pragoti.org/node/3967 - Fascism of our times: We must learn from History

    “If you tell a lie big enough and keep repeating it, people will eventually come to believe it.” - Joseph Goebbels (Reich Minister of Propaganda in Nazi Germany from 1933 to 1945).

    Roshan Kishore writes on the Trinamul Congress' volte face on the Sardiha Rail Tragedy in West Bengal.
    ......

  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১১:৩২457787
  • PT, অর্পিতা ঘোষের বক্তব্য থেকে নাশকতা কে করেছে বুঝতে পারলেন ? আমি তো পারিনি ।
  • a x | 99.188.83.127 | ৩১ মে ২০১০ ১১:৩২457786
  • তাইলে আজ যা বুঝলাম গুচ পড়ে - মাওবাদীরা সিপিএম'এর স্ট্রং হোল্ড এলাকায়, সাদা ভ্যানে চড়ে এসে কিছু রেলকর্মীকে (আচ্ছা এটা কি CITU'র রেল-ইউনিয়ান?) ভয় দেখিয়ে তুলে এনে ৪০ মিনিট ধরে হাতুড়ি পিটিয়ে লাইন ভাঙ্গল, এই থিওরি, মতান্তরে প্রমাণ পাওয়া গেছে।

    ভাগ্যিস আমি জজ নই।
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১১:৪২457788
  • সিপিএম যে বদ এ নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? ওটা এস্ট্যাবলিশ করতে কোনো খবরের কাগজ লাগেনা। লোকে এমনিই বোঝে। :)
  • . | 115.117.249.116 | ৩১ মে ২০১০ ১১:৪৫457789
  • রঞ্জনদা, বস্তুত: আর এই তর্কের কোনো মানে নেই। এতক্ষণে আমরা সবাই নিজেদের সযত্নলালিত বিশ্বাসের ট্রেঞ্চে আশ্রয় নিয়ে ফেলেছি। এত মৃত্যুর মুখোমুখি হয়ে এই কাটাছেঁড়া চালিয়ে গেছি বলে নিজেরও খারাপ লাগছে। কিন্তু কিছু আলফাল কনস্পিরেসি থিওরির পোস্ট এবং কিছু শকুনসুলভ ফোড়ন, যাদের অন্য সময় দেখা না পাওয়া গেলেও লাশ পড়লেই ঘুরে বেড়াতে দেখা যায় - এইসব দেখে একটু বিরক্ত লাগছিল। এই ব্যাপারে এটাই আমার লাস্ট পোস্ট।
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১১:৪৬457790
  • তবে "মমতাপন্থী বিদ্বজ্জন'রা কাল হাস্যকর রকম ছড়ালেন। অর্পিতা এসে বললেন আমি সাংবাদিক সম্মেলনে ছিলাম না, তবু যা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি। ব্রাত্য বল্লেন শুভাপ্রসন্ন যা বলেছেন, সেটা আসলে সকলের কথা ছিলনা। ইত্যাদি।

    অবশ্য পুরোটা দেখতে পাইনি। কারণ ভোট মিটে যেতেই আবার লোডশেডিং। :)
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১১:৪৮457792
  • এই চেতনা আগে এলে ভালো হত। মৃত্যুর দায় আরবিট করো ঘাড়ে চাপালে তার প্রত্যুত্তর আসবেই। গোধরার সময়ও হয়েছে। দু:খজনক। কিন্তু কি আর করা যাবে।
  • SB | 115.118.74.217 | ৩১ মে ২০১০ ১১:৪৮457791
  • সিপিএম বদ - করোলারি - সিপিএম ট্রেন সাবোতাজ করেছে। বেশ!! শিশির অধিকারী - শুভা দা - ব্রাত্য - মমতা - গুচ সম্পাদক :)
  • Ishan | 125.18.17.16 | ৩১ মে ২০১০ ১১:৫১457793
  • যা খুশি বলছে রে। :)

    সিপিএম বদ। আমাদের পাড়ার গুপে মস্তানও বদ। কিন্তু এরা কেউই রেল দুর্ঘটনা ঘটিয়েছে বলে আমার মনে হয়না।
  • PT | 203.110.246.230 | ৩১ মে ২০১০ ১১:৫৩457795
  • অর্পিতার পক্ষে মুখ খোলার সমস্যা আছে কেননা এই মুহূর্তে তিনি দিদির সৌজন্যে রেলের বেতনভুক কর্মচারী।

    আমরা যারা মাওবাদীদের সন্দেহ (সন্দেহ, সন্দেহ) করছি তারা সবাই কিন্তু বাম-সরকার বিরোধী কাগজ থেকে খবর উল্লেখ করছি মাত্র। আমার প্রথম উল্লেখ ছিল asian age থেকে। এবং এটাও ভেবে দেখেবেন যে, যে কাগজগুলো নন্দীগ্রামের ঘটনাতে বাম সরকারের একটুও জায়গা ছাড়েনি তারাই মাওবাদিদের এই ঘটনার সঙ্গে জড়াতে শুরু করেছে -- telegraph-এর খবরটি দেখুন -- খুব অবিশ্বাস্য?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন