এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৮৬৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১০ জুন ২০১১ ১৩:০৫474377
  • আর খুব বেশীদিন ৩৪ বছরের গপ্প চলবে না। এখন কেন্দ্রে, রাজ্যে, পঞ্চায়েতে এবং কর্পোরেশনে একই রঙের বাহার। আর প:বঙ্গের বামেদের গাল পেড়ে দিল্লীর অর্থব্যবস্থার দাঁত-নোখ ঢাকা-চাপা দেওয়ার প্রচেষ্টাতে মদন মিত্রের সঙ্গে গুরুর কোন কোন পত্রকারদের চিন্তার সমাপতন বেশ অস্বস্তিকর লাগছে।
  • pi | 72.83.97.171 | ১০ জুন ২০১১ ১৩:১৬474378
  • http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=3&pid=jcr://content/kutkachali/1238937682433

    'গুরুর কিছু পত্রকারের' রিপোর্ট। পুরোটার দিকেই দৃষ্টি আকর্ষণ করলাম। তবে বিশেষ করে শেষটা। :)
  • PT | 203.110.246.230 | ১০ জুন ২০১১ ১৩:৩১474379
  • বেশ - তাহলে তো ল্যাঠা চুকেই গেল। এবার আশা করি হাসপাতাল থেকে হাসপাতালে দিদির লাফালাফি দেখে কেউ আর ""আশার ছলনে"" ভুলবেন না!
  • dd | 124.247.203.12 | ১০ জুন ২০১১ ১৩:৩৫474380
  • কবি বলেছেন :

    আমার ছেলে - ছেলেটি
    নাচে যেনো ময়ুরটি

    তোমার ছেলে - ছেলেটা
    লাফায় যেনো বাঁদরটা
  • saikat | 202.54.74.119 | ১০ জুন ২০১১ ১৩:৩৮474381
  • ৩৪ বছরের বিপরীতে অন্তত ৩৪ দিন "আশার ছলনে" ভুলতে চাই।

    (৩৪ মাস বললে কি বেশী হয়ে যাবে?)
  • Arpan | 216.52.215.232 | ১০ জুন ২০১১ ১৩:৪০474382
  • কাল সেলিম বলেছেন এই সরকারকে দেখে মনে হচ্ছে ১০০ মিটার দৌড়তে নেমেছে।

    ১০০ মিটার দৌড়তে ৩৪ দিন? এ তো গত ৩৪ বছরের সরকারকে লজ্জায় ফেলে দেবে!
  • saikat | 202.54.74.119 | ১০ জুন ২০১১ ১৩:৪২474383
  • আগের সরকার কি হাঁটার ম্যারাথনে নেমেছিল?
  • Arpan | 216.52.215.232 | ১০ জুন ২০১১ ১৩:৪৫474384
  • :)
  • lcm | 69.236.173.93 | ১০ জুন ২০১১ ১৩:৫৩474385
  • খবরে দেখলাম পশ্চিমবঙ্গের পাবলিক হেল্‌থ সিস্টেম তামিলনাড়ুর মতন হবে। সে না হয় হল।
    কিন্তু, প্রাইমারী থেকে ইংলিশ ফের চালু হবে না?
  • PT | 203.110.246.230 | ১০ জুন ২০১১ ১৩:৫৭474387
  • ৩৪ কিংবা ৬৪ বছর ধরে ময়ূর কিংবা বাঁদর, লাফাক অথবা ছুটুক, ডাইনে হেলুক বা বাঁয়ে হেলুক, , আসল সত্যিটা - আবার ফাটা রেকর্ড বাজাই - এইরকম:
    India`s health profile is closer to countries in sub-Saharan Africa reeling from persistent civil war and underdevelopment than to countries it like to compare itself with such as Brazil, South Africa or China.

    এ আমার লজ্জা, আপনারও লজ্জা। লঘু কথা দিয়ে বা রসিকতা করে এই লজ্জা ঢাকা যাবে না।
  • lcm | 69.236.173.93 | ১০ জুন ২০১১ ১৪:০০474388
  • সে ঠিক আছে। কিন্তু, আগে তো তামিলনাড়ু-র মতন হোক, তারপর না হয় ব্রেজিল ভাবা যাবে।
  • pi | 72.83.97.171 | ১০ জুন ২০১১ ১৪:০৩474390
  • পশ্চিমবঙ্গ-সহ আট রাজ্যে দরিদ্র মানুষের সংখ্যা আফ্রিকার ২৬টি দরিদ্রতম দেশের গরিব মানুষের চেয়ে বেশি! রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০তম মানব-উন্নয়ন রিপোর্টের প্রাথমিক খসড়া থেকে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
  • saikat | 202.54.74.119 | ১০ জুন ২০১১ ১৪:০৩474389
  • এ আমারও লজ্জা। আপনারও লজ্জা।

    ল্যাঠা চুকে গেল।

    দিল্লীতে কী ভাবে "পরিবর্তন" আনা যায়, সেই নিয়ে দরকার মনে হলে অন্য একটা টই খোলা হোক।
  • saikat | 202.54.74.119 | ১০ জুন ২০১১ ১৪:০৫474391
  • ওতে চঞ্চল হওয়ার কোন মানে হয় না।

    দিল্লেতে টিকি বাঁধা থাকলে ঐ হবে।
  • pi | 72.83.97.171 | ১০ জুন ২০১১ ১৪:০৭474392
  • :)

    যাহোক, যে প্রশ্নের উত্তর আজ ও পিটি বাবুর থেকে পাই নাই !

    "...উদা: স্বরূপ এই খবরখানির কথা ধরা যেতে পারে।
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=archive/1100713/13desh1
    .htm

    http://www.bbc.co.uk/news/10609407

    দারিদে্‌র্‌য আফ্রিকাকে হার মানানো আটটি রাজ্যের মধে প:বঙ্গ অন্যতম।

    অনুরোধ : প:বঙ্গের এই স্থানের জন্য নয় বাকি সাতটা রাজ্যকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না। করলে, কারণ দর্শাতে হবে, বাকি সাতটা রাজ্য কীভাবে প:বঙ্গের এই অবস্থার জন্য দায়ী :)
    অন্যথায় গোল্লা। :)

    ৮০০ m এর প্রসঙ্গ ও আসতে পারে,চন্দ্রযান অভিযান ও :), কিন্তু তাহলে সেগুলো ঠিক কীভাবে ও ক্যানো দেশের বাকি একুশটি রাজ্যের চাইতে প:বঙ্গকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, সে কারণ ও উল্লেখ করিতে হইবে।
    নচেৎ, নেগেটিভ মার্কিং। :)

    যে নতুন বহুমাত্রিক দারিদ্‌র্‌য সূচকের ভিত্তিতে এই হিসাব, তার মধ্যে আয়, আয়ু, শিক্ষা চাড়াও আছে পরিস্রুত জল পাবার অধিকার,শৌচাগারের সুবিধা, পরিবারের নিজস্ব জমি, মহিলাদের অপুষ্টিজনিত অসুখ ... এই সব পরিসংখ্যান ভিত্তিক পরিমাপ ও।
    এই বিভাগগুলিতে খারাপ ফল করিবার জন্য প:বঙ্গের নিজের দায় কতটা ?

  • saikat | 202.54.74.119 | ১০ জুন ২০১১ ১৪:১০474393
  • পরিবারের নিজস্ব জমি?

    সে তো প্রথমে টাটাবাবুদের হাতে, এখন দিদি-র হাতে।

    ভাল রেজাল্টের স্কোপ কোথা?
  • PT | 203.110.243.23 | ১০ জুন ২০১১ ১৫:৩৪474394
  • @pi

    আপনার তথ্যের সংগে আরেকটু সংযোজন করি। এসব তথ্য আগেও দিয়েছিলাম তবু ফাটা রেকর্ড না বাজিয়ে কোন উপায় নেই।

    India State Hunger Index
    http://en.wikipedia.org/wiki/India_State_Hunger_Index


    ক্ষুধার মাপকাঠিতে প:বঙ্গ ১৭ টি "alarming" রাজ্যের মধ্যে পরে। এই ১৭ টির মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুও আছে। এমনকি আমরা যাকে ভারতের ব্রেড বাস্কেট বলে শিহরিত হই সেই পঞ্জাবের অবস্থাও "সিরিয়াস"।
  • PT | 203.110.243.23 | ১০ জুন ২০১১ ১৫:৪৪474395
  • যে প্রশ্নের উত্তর আজও পাই-এর কাছে পাই নাই:

    স্বধীনতার ৬৪ বছর পরেও বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদির অবস্থা মহারাষ্ট্রের থেকে এত খারাপ কেন? এই সব রাজ্যেই একই রাজনৈতিক নীতিতে বিশ্বাসী একটি দল দীর্ঘ সময় ধরে ক্ষমতাতে ছিল।
  • PT | 203.110.243.23 | ১০ জুন ২০১১ ১৫:৫০474396
  • সংযোজন:
    আপনি আপনার মত করে উত্তর দিন। আমি গোল্লাও দেবনা নেগেটিভ মার্কিংও না। কেননা অন্যের পান্ডিত্য মাপার মত পান্ডিত্য বা ঔদ্ধত্য কোনটাই আমার নেই।
  • aka | 24.42.203.194 | ১০ জুন ২০১১ ১৬:০২474398
  • মনে হয় অপদার্থ সরকার। এই তো নীতিশ কুমারের আমলে বিহার হুহা উন্নতি করছে।

    প:ব:য়ের সিপিএম সরকার = অপদার্থ, মার্ক্সের হলুদ বইয়ের সাথে প্রতিটি পদক্ষেপ মিলল কিনা তাই দেখতে এত ব্যস্ত ছিল যে কিসুই করে উঠতে পারে নি। ৩৪ বছরে সিঙ্গুর আর নন্দীগ্রাম ছাড়া আর যা হয়েছে তাকে বলে পার্টিরাজ। আপাতত দিদি ৫০ খানেক গোল দিচ্ছে। বেচারা বুদ্ধবাবু শহীদ হয়ে গেলেন।
  • til | 114.198.43.68 | ১০ জুন ২০১১ ১৬:১১474399
  • PT বাবু
    এ তো পঞ্চতন্ত্রের গল্প হয়ে গেল; বিহার উত্তর প্রদেশের হাল খারাপ তো আমাদেরও তাই, বেশ যুক্তি কিন্তু। তবে তফাৎ ওরা অত বিপ্লবের বুলি কপচায় না। বিপ্লব ও অবিপ্লবের ফল যখন একই তখন খোখা রক্তারক্তি হানাহানি কেন?
  • til | 114.198.43.68 | ১০ জুন ২০১১ ১৬:১৫474400
  • বিশেষত: যখন মহামতি স্ট্যালিন, ব্রেঝনিয়েফ, পল অট ইত্যাদি নেতাদের কীর্তিকাহিনী শুনি!
  • PT | 203.110.243.23 | ১০ জুন ২০১১ ১৬:৪১474401
  • @til
    দয়া করে আমার প্রশ্নটি আরেকবার পড়ুন। আমি প:বঙ্গের সঙ্গে তুলনা চাইনি। যাদের বিপ্লবী বুলি কপচাতে হয়না তাদের পরিচালনাতে যে কয়টি রাজ্য আছে সবগুলিতে তো একই রকমের উন্নতি হওয়া উচিৎ।
  • z | 61.12.12.83 | ১০ জুন ২০১১ ১৭:০৬474402
  • তিন ধরনের মাজরা পোকা বাংলাদেশের ধান ফসলের ক্ষতি করে। যেমন- হলুদ মাজরা (Scirpophagaincertulus)। কালো মাথা মাজরা ((Chilopolychrysus) এবং গোলাপী মাজরা। মাজরা পোকার কীড়াগুলো কান্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া খেয়ে কেটে ফেলে। ফলে ডিগ পাতা মারা যায়। একে ‘মরা ডিগ’ বা ‘ডেডহার্ট ’ বলে। গাছে শীষ আসার পূর্ব পর্যন- এ ধরনের ক্ষতি হলে মরা ডিগ দেখতে পাওয়া যায়। থোড় আসার আগে মরা ডিগ দেখা দিলে বাড়তি কিছু কুশী উৎপাদন করে গাছ আংশিকভাবে ক্ষতি পূরণ করতে পারে।

    ক্রিসেক রোগের অথবা ইঁদুরের ক্ষতির নমুনার সাথে মাঝে মাঝে মাজরা পোকা দ্বারা সৃষ্ট ক্ষত মরা ডিগ বলে ভুল হতে পারে। মরা ডিগ টান দিলেই সহজে উঠে আসে। এ ছাড়া ক্ষতিগ্রস- গাছের কান্ডে মাজরা পোকা খাওয়ার দরুণ ছিদ্র এবং খাওয়ার জায়গায় পোকার মল দেখতে পাওয়া যায়। শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সমপূর্ণ শীষ শুকিয়ে যায়। একে ‘সাদা শীষ’, ‘মরা শীষ’ বা ‘হোয়াইট হেড’ বলে। খরায় বা ইঁদুরের ক্ষতির নমুনা হোয়াইট হেড-এর মত দেখা যেতে পারে। কীড়া যদি পাতার খোলের ভেতরে খায় এবং কান্ডের ভেতরের অংশ সমপূর্ণভাবে কেটে না দেয় তাহলে ধানগাছের আংশিক ক্ষতি হয় এবং শীষের গোড়ার দিকের কিছু ধান চিটা হয়ে যায়।
  • z | 61.12.12.83 | ১০ জুন ২০১১ ১৭:০৭474403
  • মাজরা পোকার আক্রমণ হলে, কান্ডের মধ্যে কীড়া, তার খাওয়ার নিদর্শন ও মল পাওয়া যায়, অথবা কান্ডের বাইরের রং বিবর্ণ হয়ে যায় এবং কীড়া বের হয়ে যাওয়ার ছিদ্র থাকে। গাছে মাজরা পোকার ডিমের গাদা দেখলে বুঝতে হবে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হলুদ মাজরা পোকা পাতার ওপরের অংশে ডিম পাড়ে এবং গোলাপী মাজরা পোকা পাতার খোলের ভিতরের দিকে ডিম পাড়ে। হলুদ মাজরা পোকার ডিমের গাদার ওপর হালকা ধূসর রঙের একটা আবরণ থাকে। কালোমাথা মাজরা পোকার ডিমের গাদার ওপর মাছের আঁশের মত একটা সাদা আবরণ থাকে, যা ডিম ফোটার আগে ধীরে ধীরে গাঢ় রং ধারণ করে।

    মাজরা পোকার কীড়াগুলো ডিম থেকে ফুটে রেরুবার পর আসে- আসে- কান্ডের ভেতরে প্রবেশ করে। কীড়ার প্রথমাবস্থায় এক একটি ধানের গুছির মধ্যে অনেকগুলো করে গোলাপী ও কালোমাথা মাজরার কীড়া জড়ো হতে দেখা যায়। কিন' হলুদ মাজরা পোকার কীড়া ও পুত্তলীগুলো কান্ডের মধ্যে যে কোন জায়গায় পাওয়া যেতে পারে আলোর চার পাশে যদি প্রচুর মাজরা পোকার মথ দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ক্ষেতের মধ্যে মথগুলো ডিম পাড়া শুরু করেছে।
  • z | 61.12.12.83 | ১০ জুন ২০১১ ১৭:০৮474405
  • সাতক্ষীরা সদর উপজেলার বোরো ধানখেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ধানগাছে থোড় ও শিষ আসার মুখে মাজরা পোকার আক্রমণে কৃষকেরা হাতাশায় পড়েছেন। কীটনাশক প্রয়োগ করেও পোকার হাত থেকে ধানগাছ রক্ষা করা যাচ্ছে না।
    সাতক্ষীরা সদর উপজেলা কৃষি আফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ২৪ হাজার ৩১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ বোরো ধানগাছে শিষ আসতে শুরু করেছে। আবার অনেক ধানগাছে শিষ বের হয়ে গেছে। সদর উপজেলার বিহারিনগর গ্রামের আয়ুব আলী চার বিঘা জমিতে, আনছার আলী তিন বিঘায়, ঝাউডাঙ্গা গ্রামের সন্তোস ঘোষ ১২ বিঘায়, অমরেন্দ্র ঘোষ পাঁচ বিঘায়, তুজলপুর গ্রামের আবদুল হাকিম তিন বিঘায় এবং রেউই গ্রামের মোশারফ হোসেন তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। তাঁরা জানান, বর্তমানে কোনো খেতের থোড় ও কোনো খেতে শিষ বের হওয়া শুরু হয়েছে। এ সময় তাঁদের খেতে দেখা দিয়েছে মাজরা পোকার উপদ্রপ। মাজরা পোকা ধানগাছের ভেতরে ঢুকে গাছের মাজা থেকে কেটে দিচ্ছে। এক-দুই দিন পর লাল হয়ে ধানগাছ মরে যাচ্ছে। এ সময় খেতে মাজরা পোকা হানা দেওয়ায় কৃষকদের মধ্যে হতাশা নেমে এসেছে।
    সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার রায় সাংবাদিকদের জানান, তিনি মাজরা পোকার আক্রমণের কথা জেনেছেন। পোকা দমনে তাঁরা ইতিমধ্যে বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকদের সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া যে খেতে মাজরা পোকা দেখা দেবে, সেই খেতে গাছের ডাল পুতে দিতে হবে। কেননা বেশি বেশি পাখি বসলে মাজরা পোকা কমে যাবে।
  • z | 61.12.12.83 | ১০ জুন ২০১১ ১৭:০৮474404
  • দমন ব্যবস্থাপনা

    নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়। থোর আসার পূর্ব পর্যন- হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়।
    ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে এরা পূর্ণবয়সক মথ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলে।
    মাজরা পোকার পূর্ণ বয়সক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তখন ধান ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়।
    যে সব অঞ্চলে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশী, সে সব এলাকায় সম্ভব হলে চান্দিনার (বি আর ১) মত হলুদ মাজরা পোকা প্রতিরোধ সমপন্ন জাতের ধান চাষ করে আক্রমণ প্রতিহত করা যায়।
    ধানের জমিতে শতকরা ১০-১৫ ভাগ মরা ডিগ অথবা শতকরা ৫ ভাগ মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক (যেমন- ডায়াজিনন ৬০ ইসি, কার্বোফুরান ৫জি, ফেনিট্রথিয়ন ৫০ ইসি ইত্যাদি) ব্যবহার করা।

  • til | 60.241.253.184 | ১২ জুন ২০১১ ১১:০০474406
  • Z এ যে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে হয়ে গেল!
  • Bratin | 117.194.101.101 | ১২ জুন ২০১১ ২২:১৭474409
  • আচ্ছা গুরু র সম্পাদক মন্ডলী আর আপামর গুরু র পাঠক দের কাছে আমার একটা বিনীত দাবি আছে । নন স্টপ এনটার্টেন্টমেন্ট র জন্যে গুরু র এক বিশিষ্ট লেখক কী 'গুরুরত্ন' ( ভারত-রত্নের ইস্টাইলে) দেওয়া যায়? একটু ভেবে দেখবেন প্লিজ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন