এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৮৬৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 117.194.225.130 | ১৩ জুন ২০১১ ০৭:৪৪474410
  • PT বলছেন-- একই দলের শাসনে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে এত আলাদা ফল কি করে হয়?
    উত্তর: কেন হবে না? কেরল ও বঙ্গদেশে একই দলের শাসনে এত আলাদা ফল যেমন করে হল।
    PT উবাচ-- মদন মিত্রের সঙ্গে গুরুর কিছু লোকের কথাবার্তার মিল অস্বস্তিকর।
    উত্তর: হারের কারণ খোঁজার ব্যাপারে প্রকাশ কারাতের কথার সঙ্গে নির্বাচনের আগের গুরুর কিছু পত্রলেখকের কথার মিল বেশ অস্বস্তিকর!
    হায় পিটি! যদি নির্বাচনের আগে ছ'মাস ফালতু বাওয়াল না করে গুরুর কিছু পত্রলেখকের সতর্কবাণী কমরেড কারাতকে জনাতেন, তাহলে এমন ভরাডুবি হত না
    যতবার অশোক মিত্র মশাইয়ের লেখাটার কথা বলতাম ততবার আপনি হাতে গোণাতেন-- উনি কত বছর মিছিলে হাঁটেন নি, ( যেন কারাতবাবু রোজ হাঁটেন), উনি দেশ পত্রিকায় আপিলা-চাপিলা লিখেছেন ইত্যাদি।
    কিন্তু ইলেকশনের শেষে গৌতমদেবগণ সেই অশোক মিত্রকেই ডাকলেন। তখন দেরি হয়ে গেছে। ভাবুন তো, বাঙালের কতা--।
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ১০:২১474411
  • @RR
    আপনিও অনেক ""বাওয়াল"" করলেন কিন্তু প্রশ্নটার উত্তর দিলেন না। একই কংগ্রেস দল যে রাজ্যগুলোতে সরকার চালিয়েছে তাদের মধ্যে কেন মহারাষ্ট্র এতটা এগিয়ে গেল এবং পাটনা কেন মুম্বাই হলনা তা নিয়ে গুরুতে কোন আলোচনা হয়ে থাকলে তা আমার চোখ এড়িয়ে গিয়েছে। তবে আমার মনে হচ্ছে গুরুবাদীরা কেউ এই ব্যাপারে আলোকপাত করতে চাইছেন না।

    গৌতম দেব ডাকুন বা না ডাকুন অশোক মিত্র সম্পর্কে আমি আমার অবস্থান একটুও বদলাই নি। আমার মতে বহুদিন ধরে আবাপ-র সম্পাদকের মনমত নিবন্ধ লেখার পরে বেলা শেষে তাঁর মোটেই উচিৎ হয়নি ভোটের আসরে নামার। কেননা তিনি ততদিনে বামফ্রন্টের যতটা ক্ষতি করার করেই দিয়েছেন।

    তবে আপনার মত প্রাজ্ঞ (আওয়াজ নয়) মানুষকে আরেকবার জানিয়ে দিই যে তৃণমূল জিতলে (বোধহয়) আপনি যেমন সেটাকে আপনার ব্যক্তিগত জয় বলে উল্লাস করেন না সেইরকম বামফ্রন্টের হারও আমার সেরকম কোন মানসিক উদ্বেগের কারণ হয়নি।

    তবে কিনা বাঙালীদের মধ্যে পন্ডিতম্মন্য মানুষের অভাব নেই। এঁরা সব সময়ই ভাবেন যে এঁদের কাছে সব কিছুরই উত্তর আছে। এদের নিয়েই মনোজ মিত্র বোধহয় "চোখে আঙুল দাদা"" লিখেছিলেন।
  • lcm | 69.236.173.93 | ১৩ জুন ২০১১ ১০:৫০474412
  • কেন্দ্রে কংগ্রেসই থাকুক আর বিজেপি থাকুক, তামিলনাড়ু/অন্ধ্র/কর্নাটকে কিছু কাজ হয়। কিন্তু পশ্চিমবঙ্গে...

    অবশ্য, পশ্চিমবঙ্গের কারণ অন্য - মার্কিন চক্রান্ত, সিআইএ-এর কাঠি... এসব ঝামেলা তো কর্নাটকে নেই। তবেই না।
  • lcm | 69.236.173.93 | ১৩ জুন ২০১১ ১১:১৪474413
  • পিটি-র কোশ্চেনটা -
    মহারাষ্ট্র আর বিহার - এই দুটো রাজ্যে কি সবসময় কংগ্রেস মেজরিটি রাজ্য সরকার ছিল? যদি তা হয়, তাহলে স্টেট জিডিপি পার ক্যাপিটার এত তফাৎ কেন?

    আর যদি কংগ্রেস খাজা হয়, তাহলে যে সব রাজ্যে কংগ্রেস পরিচালিত সরকার সেগুলো সব খাজা হবে। তাহলে কি কিছু কিছু রাজ্যে কংগ্রেস খাজা, আর, কিছু কিছু রাজ্যে খুব ভাল?

    কনফিউশন।

    পিটি, উত্তর তুমিই দাও।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৩:৫৪474414
  • সঠিক প্রশ্ন এবং কনফিউশান। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার মত পান্ডিত্য আমার নেই। তবে এই প্রশ্নের উত্তর পেলে ""৩৪ বছরের অপশাসন-এর জন্যই প: বঙ্গ পিছিয়ে আছে"" জাতীয় পুর্বনির্ধারিত তত্বটি নিয়ে পুনর্বিবেচনা করা যাবে।
  • lcm | 69.236.173.93 | ১৩ জুন ২০১১ ১৪:৫২474415
  • ৩৪ বছর ধরে সিপিএম-এর অপশাসনের জন্যে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে --- এই ধরনের বক্তব্যকে আংশিক সমর্থন করতে পারি, পুরোপুরি না। কারণটা বলি।

    প্রথম কথা, দল নির্বিশেষে যে কোনো ইস্যুতেই পলিটিক্যাল পার্টির দিকে দোষারোপের আঙ্গুল পার্মানেন্টলি দেখানো হল একটি সামাজিক দৃষ্টিভঙ্গী। দুর্নীতির লেভেলের সঙ্গে এই মনোভাব সমানুপাতিক।

    ট্রেড ইউনিয়নিজ্‌ম পশ্চিমবঙ্গের ক্ষতি করেছে, ইন্ডাষ্ট্রির বারোটা বাজিয়েছে - এরকম একটা কথা শোনা যায়। এর পেছনে মূল অভিযোগ হল, ট্রেড ইউনিয়ন যারা করেন তারা কাজে ফাঁকি মারেন, কাজ করেন না, শুধু ইউনিয়নবাজি করে দাদাগিরি করেন। বেশী কাজ করতে বললেই স্ট্রাইক ঠুকে দেন। যার জন্যে নতুন ইন্ডাষ্ট্রি এখানে আসতে চায় না। এই অভিযোগ পুরো অসত্য নয়। ইউনিয়নের সুযোগ নিয়ে অনেক ইউনিয়ন নেতা কাজ না করে মাইনে নেন। এখন, দোষারোপের আঙ্গুল মূলত ওঠে লেফ্‌ট ইউনিয়ন-গুলির দিকে। কিন্তু, নন-লেফ্‌ট ইউনিয়নের নেতারাও একই দোষে অভিযুক্ত। শুধু লেফ্‌ট ইউনিয়নের পান্ডারা কাজে করেন এবং অন্যান্য গোষ্ঠীর ইউনিয়ন নেতারা ঘাড় গুঁজে কাজ করে যান তা নয়।
    ভারতের অন্যান্য রাজ্যের লেফ্‌ট ইউনিয়নের লোকজন কাজ করেন। নন-লেফ্‌ট-র লোকেরাও করেন। বাঙালীরা কেন ট্রেড ইউনিয়ন করাটাকে কাজে ফাঁকি দেবার একটি উপায় হিসেবে ব্যবহার করেন, সেটা ....

    আর একটা অভিযোগ হল, সিপিএম সর্বস্তরে নিজেদের লোক বসিয়েছেন, প্রত্যেকটি সিস্টেমকে পলিটিসাইজ্‌ড করেছে। এই অভিযোগও বেশ কিছুটা যথাযথ বলে মনে হয়। অ্যাকচুয়ালি, এতে আমি অসুবিধের কিছু দেখি না, যদি লোকগুলি কাজের লোক হয়। নিজেদের লোক যদি ভাল কাজের লোক হয়, তবে তো ভালোই। শুরুর দিকে কিছুটা তাই ছিল। কিন্তু, পার্টিও তো বাঙালীদেরই। সুতরাং, সেখানেও ফাঁকি ঢুকল। ভাল, প্রফেশনাল কাজের লোকের অভাব। যোগ্য লোককে বঞ্চিত করে নিজেদের লোক যে নেওয়া হয় নি তা নয়, কিন্তু অনেক যোগ্য লোকও সিস্টেমের অ্যাড্‌ভান্টেজ নিয়ে ফাঁকি মেরে গেছেন। গনশক্তিতে সাব্‌সক্রাইব করলে ফাঁকি মেরেও চাকরি রাখা যাবে ভেবেও অনেকে কিন্তু সাব্‌সক্রাইব করেছেন।

    বাঙালী মনে প্রানে চেয়েছে ফাঁকি মারতে, পার্টিজান প্রশাসন সেটা অ্যাকোমোডেট করেছে, কারন প্রশাসনের লোকজনও বাঙালী। দোষটা সকলেরই। তাই পুরো দোষটা পলিটিক্যাল পার্টির ঘাড়ে চাপিয়ে বাকীরা সবাই হাত ধুয়ে ফেলতে পারেন না ।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৬:০২474416
  • ...এক ঝলক টাটকা বাতাস!
  • Bratin | 117.194.97.152 | ১৩ জুন ২০১১ ২৩:১৭474418
  • আজকে একট নিউজ চ্যানেলে দেখালাম সিপিএম র এক দাপুটে নেতা মহম্মদ সেলিম র স্ত্রী , যিনি নিজে ডাক্তার, চিত্তরঞ্জন সেবা সদন র বেশ কয়েক শো বর্গ ফুট নিজে দখল করে সেখানে বাস করেন। উল্লেখযোগ্য বিষয় হল সেখানে ও ই হাসপাতালের আর কোন ডাক্তার থাকেন না। সেক্ষেত্রে ওনার এ ই ব্যতিক্রমী আচরণ নিয়ে PT সাহেব যদি কিছু বলেন তবে আলোকপ্রাপ্ত হই ।
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ২৩:৩০474420
  • বেআইনি কিছু করে থাকলে ঘাড় ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা হোক।
  • Bratin | 117.194.97.152 | ১৩ জুন ২০১১ ২৩:৩২474421
  • কিন্তু প্রশ্ন হল এত দিন করা হয় নি কেন? মহম্মদ সেলিমের স্ত্রী বলে? :-))
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ২৩:৩৪474422
  • সেলিমের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। কোনদিন হলে কারণটা জেনে আপনাকে জানাব।
  • Bratin | 117.194.97.152 | ১৩ জুন ২০১১ ২৩:৩৮474423
  • ধন্যবাদ। :-))

    কিন্তু একজন বাম সমর্থক হিসাবে কি আপনি একে স্বজন পোষণ বলবেন-নাকি অন্য কিছু?
  • samrat akbar | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২৩:৪০474424
  • সেলিম তুঝে মরনে নেহি দেগা, অউর আনারকলি, ম্যায় তুঝে জিনে নেহি দুঙ্গা।

    জব পার্টি কিয়া তো ডরনা কেয়া,
    জব পার্টি কিয়া তো ডরনা কেয়া
    পার্টি কিয়া কোইচোরি নেহি কি
    ছুপ ছুপ কে হোসোপিটাল মে রহ্‌না কেয়া
    জব পেয়ার কিয়া তো ডরনা কেয়া,
    জব ...
  • siki | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২৩:৪২474425
  • ধুত্তেরি, ইউনিকোড টাইপিয়ে স্বভাব খারাপ হয়ে গেছে।

    ওটা হসপিটাল হবে।
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ২৩:৪৮474426
  • @Bratin
    খবরটা আমি তারানন্দে একবার মাত্র শুনেছি। আর অন্য পক্ষের বক্তব্য শোনার অবকাশও হয়নি। সেটা একটু শুনতে দিন। যাঁরা একদিনে টাটার চুক্তি প্রকাশ করে দেবেন বলেছিলেন তাঁরা একমাস পরেও চুক্তির ডিমে তা দিচ্ছেন। কাজেই সেলিমের স্ত্রীর ব্যাপারটা খোলসা হতে আরেকটু সময় লাগবে।
  • Bratin | 117.194.97.152 | ১৩ জুন ২০১১ ২৩:৫১474427
  • ওহো !! টেক ইওর টাইম।

    সে তো আপনারাও কত কিছু করবেন বলেছিলেন । জালিম জনগন আপনাদের ৩৪ বছরের বেশী সময় দিলো না। আপনা দের দোষ আর কোথায় বলুন?

    সিঙ্গুর বিল কালকে পাস হবে। জাস্ট FYI
  • aka | 168.26.215.13 | ১৪ জুন ২০১১ ২০:৪৯474428
  • Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:14Jun2011 -- 07:50AM

    খসড়া দুই দেখে অত্যন্ত হতাশ হলাম। হয় বিশেষজ্ঞ হিসেবে মতামত দিন নয়ত সাধারণ মানুষ হিসেবে নিজেদের দৈনন্দিন সুখ দু:খের কথা বলুন। দুয়ের মাঝামাঝি স্থানে আমার ব্যক্তিগত ভাবে আপত্তি, সবার হবে তার মানে নেই।

    উদাহরণ এক, আয় কম ব্যয় বেশি তাই সরকারী বিনিয়োগ সম্ভব নয়, কিন্তু ই-গভর্নেন্স হোক??? ই-গভরনেন্সের খরচ কত?

    উদাহরণ দুই, আয় কম ব্যয় বেশি তাই সরকারী বিনিয়োগ সম্ভব নয়, কিন্তু প্রতি দপ্তরে একজন করে প্রসেস অ্যানালিস্ট নিয়োগ করা হোক।

    উদাহরণ তিন, সোশাল নেটওয়ার্কিং মূলত ইংরিজি জানা শিক্ষিতদের জন্য, তাতে প:ব:য়ের সাধারণ মানুষ (স্বাক্ষরতার হার দেখতে হবে) কি করে লাভবান হবে?

    উদাহরণ চার, স্বাস্থ্য নিয়ে প:ব:য়ের প্রচূর ডেটা, অ্যানালিসিস ইত্যাদি অলরেডি রয়েছে। তার কোন উল্লেখ নেই অথচ অনেক ভারি ভারি পেপার দেখলাম। http://www.wbhealth.gov.in/

    বিশেষজ্ঞের রিপোর্ট যখন এসব প্রশ্নের উত্তর দেওয়াও বিশেষজ্ঞদের দায়িত্ব, আশা করি ডায়ালগ শুরু হবে।

    --------------------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:14Jun2011 -- 08:18AM

    উদাহরণ পাঁচ, সমান্তরাল অর্থনীতি সম্বন্ধে কোনো পেপারের রেফারেন্স দেখি নি, আবার মাঠঘাটের অভিজ্ঞতাও দেখি নি।

    কোন এক জায়গায় নতুন বাজার বসছে সেখানে জায়গা করে নিতে হলে টাকা দিতে হয়, কাকে? লোকাল দাদাকে। লোকাল দাদা যে রাজনৈতিক দল ক্ষমতায় তার ছাতার নীচে থাকে। মানে পরিবর্তনের আগের দিন অবধি যিনি সিপিএম ছিলেন পরিবর্তনের দিন থেকে তিনি তিনোমুল। লোকাল দাদা যে টাকা নিল তা কি পার্টির ঘরে যায়? না। যায় দাদার রোজগারে। পার্টি কি জানে এসব কথা? অবশ্যই। কিন্তু কিছু করতে পারে না কারণ এক এই লেভেলের ক®¾ট্রাল নেই, দুই এদের খচালে ভোটের মেশিনারি কি হবে? প্রসঙ্গত উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রীর হাজার ঘোষণা সঙ্কেÄও কি সিপিএম পেটানো বন্ধ হয়েছে। শুধু শহরের হকার আর অটো রিকশা দেখলে হবে কেন? প:ব:য়ে আর কটাই বা কলকাতা? গ্রাম, মফস্বলের রিকশা, বাজার, হাট এগুলূ দেখতে হবে। নইলে যেমন অন্যান্য অনেক পয়েন্টের ক্ষেত্রে হয়েছে তেমন পেপারের রেফারেন্স দিতে হবে। মানে অলরেডি হয়ে যাওয়া কিছু কাজের উল্লেখ।

    --------------------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:14Jun2011 -- 08:30AM

    ই-গভর্নেন্সের দিয়ে দক্ষতা বাড়িয়ে, করাপশন রুখে দেওয়ার কথা ভাবা হচ্ছে খুব ভালো এইটা একটু দেখতে বলব (অনেক ভারি ভারি পেপারের নাম রয়েছে এটা তত ভারি কিছু না, আমিও বুঝেছি)।

    http://india.gfip.org/

    India'sundergroundeconomyiscloselytiedtoillicitfinancialoutflows.ThetotalpresentvalueofIndia'sillicitassetsheldabroad ($462billion) accountsforapproximately72percentofIndia'sundergroundeconomy.Thismeansthatalmostthree-quartersoftheillicitassetscomprisingIndia'sundergroundeconomy—whichhasbeenestimatedtoaccountfor50percentofIndia'sGDP (approximately$640billionattheendof2008)—endsupoutsideofthecountry. (vii, 19)

    এর সাথে আর একবার আমার ওপরের পোস্টটাও পড়তে অনুরোধ করব।

    তাই ই-গভর্নেন্সের আর ও আই ও করে দেখা জরুরি। যদি এর একটাও সরকারে নেওয়া হয় তাহলে তা কিন্তু ট্যাক্স পেয়ার দের টাকা যাবে। কয়েকজন মিলে খেলা চ্ছলে বানিয়েছি বললে হবে কেন?

    তাই আশা করব ডায়ালগ শুরু হবে।

    --------------------------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:14Jun2011 -- 08:56AM

    ঐ সাইট থেকে প:বঙ্গের স্বাস্থ্য নিয়ে প্রচুর ডাটা, প্রচুর অ্যানালিসিসের রেফারেন্স খামোখা আসবে ক্যানো ? খসড়ার এই ভাগে তো শুধু জনস্বাস্থ্য নিয়ে কথা হয়েছে।

    আর তার রেসপেক্টে পুরো সাইটে কেবল একটা পাতাই আছে।
    http://www.wbhealth.gov.in/Health_Statistics1.asp?pass_file_id=25&stat
    _main_id=100

    --------------------------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:14Jun2011 -- 09:01AM

    আজ কনফারেন্সে ভারতের হেল্‌থ প্রোগ্রামের এক পূর্বতন ডায়রেক্টরের সাথে কথা হল।
    যা বল্লেন, যা সব তথ্য দিলেন, চক্ষু চড়কগাছ।
    ঐ ওষুধ নেই, ডাক্তার নেই, কর্মী নেই ... রাজ্য চাইলে যে কী কী হতে পারে তার কিছু নমুনা শুনলাম। আর প:বঙ্গ নিয়ে ওনাদের হাতেকলমে অভিজ্ঞতার কথাও।
    সময় পেলে লিখবো।
  • aka | 168.26.215.13 | ১৪ জুন ২০১১ ২১:১৭474429
  • হ্যাঁ জনস্বাস্থ্য নিয়ে বলা হয়েছে কিন্তু কেন? কারণ হিসেবে যা বলা হয়েছে তা কিন্তু কিছু অ্যাজাম্পশন।

    তার ওপরে বলা হয়েছে প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা। কিভাবে? সরকারি খরচায় প্রিভেন্টিভ সার্ভিস করার কথা ভাবা হচ্ছে অথচ প্রথমেই বলা হয়েছে টাকা পয়সা নেই।

    প্রসঙ্গত ভারতে কেন সারা বিশ্বে সবথেকে বেশি লোক মারা যায় হার্ট অ্যাটাকে। অধিকাংশ সময়ে সময়মতন চিকিৎসা পাওয়া যায় না। এরপরেই মারা যায় টিবির মতন রোগে।

    প্রায়োরিটি হিসেবে প্রথমে প্রিভেন্টেবল ডেথ ঠেকানো উচিত বলে আমার মনে হয়। সমাধানের আদিতে সমস্যা, সেটা না বুঝলে সমাধান আসবে কোথা থেকে। আর সমস্যা বোঝার জন্য যা চাই তা পাওয়া যাচ্ছে ঐ ওয়েবসাইটে।
  • aka | 168.26.215.13 | ১৪ জুন ২০১১ ২১:২৪474431
  • আর, কোটি কোটি টাকা সরকারী স্পেণ্ডিংয়ের কথা খসড়াতেই বলা হয়েছে অথচ সরকারী স্পেণ্ডিংয়ে ইনফ্রাস্ট্রাকচারের কথা বললেই পয়সা নেই। কেন? সেল্ফ রিজার্ভেশন?
  • pi | 12.150.171.253 | ১৫ জুন ২০১১ ০২:৪৩474432
  • প্রিভেন্টেবল ডেথ প্রিভেন্ট করতে যা দরকার হয়, সেটা তো জনস্বাস্থ্যর আওতাতেই পড়ে :)

    NCD পাবলিক হেলথের এমার্জিং সমস্যা হিসেবে সর্বত্র স্বীকৃত আর তা নিয়ে প্রচুর কাজ চলছে।
  • pi | 12.150.171.253 | ১৫ জুন ২০১১ ০২:৪৫474433
  • ভারতে ইউনিভার্সাল হেল্‌থ কেয়ার বিল আসতে চলেছে।
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৪:২০474434
  • কিরকম?

    জনস্বাস্থ্য ব্যপারটা যেরম ভাবে ডিফাইন করা হয়েছে সেখানে প্রিভেন্টেবল ডেথের কথা তো এক্সপ্লিসটলি বলা হয় নি, ইমপ্লিসিট?
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৬:৪৭474435
  • পাইয়ের Date:15 Jun 2011 -- 02:43 AM পোস্টটিতে তিনটি লিং থাকলেই পোস্টটি অশ্লীল হত। :)))
  • pi | 72.83.97.171 | ১৫ জুন ২০১১ ০৯:৩০474436
  • এই নাও :) http://www.who.int/ncd_surveillance/strategy/en/index.html

    জনস্বাস্থ্য কী, এর অধীনে কী কী আসবে, তা খসড়ায় ১।২।৩ করে লেখা আছে তো।

    প:বঙ্গের ঐ সাইটের একেকটা লিংকে গিয়ে পিডিফ গুলো খুল্লেও বুঝতে পারবে। রিপোর্টে কী কী আছে, খেয়াল করে দ্যাখো। জনস্বাস্থ্য তে এগুলৈ আসে। এর সাথে খসড়ার বিরোধ কোথায় হল ? এগুলোর উল্লেখ করেই তো খসড়ার প্রস্তাবগুলো আনা !
  • aka | 168.26.215.13 | ১৫ জুন ২০১১ ১৮:০৯474437
  • প্রথম কথা হল ""জনস্বাস্থ্য"" কথাটি এতই জেনেরিক যে টার্ম থেকে কিছুই বোঝা যাচ্ছে না। সাধারণ ভাবে ভাবলে টিকা থেকে, অ্যাম্বুলেন্সে করে লোকজনকে নিয়ে যাওয়া সবই ""জনস্বাস্থ্য"" র মধ্যে পড়ে। তা সে ভাবে ভাবব না। ভাবব খসড়ায় যে ভাবে টার্মটিকে ডিফাইন করা হয়েছে। অর্থাৎ ""পপুলেশন ওয়াইড প্রিভেন্টিভ সার্ভিস (এনভায়রনমেন্টাল হেল্‌থ সার্ভিস - জলনিকাশি ব্যবস্থা, পানীয় জল ও খাদ্যে গুণাগুণ বিচার........, সাধারণভাবে জনসাধারণের basic health এর উন্নতি সাধন।""

    কারণ খসড়া অনুযায়ী এইটা নিয়েই ভাবার কথা বলা হয়েছে।

    যা বলা হয়েছে এটা হল প্রিভেন্টিভ কেয়ার। যাতে লোকের কোন একটি অসুখ না হয় তার চেষ্টা করা। যেমন হার্ট অ্যাটাক যাতে না হয় তারজন্য রেড মিট খাবেন না, ভেজিটেবল বেশি খান, নিয়মিত শরীর চর্চা করুন, সমস্ত খাদ্যের দ্রব্যগুণ মেপে খান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইরকম আরও বহুবিধ মেজার (যার মধ্যে প্রচার, এডুকেশন, প্রকৃত সিস্টেম এস্টাবলিশমেন্ট সবই পড়ে) বহুদিন বাদে (লং টার্মে) হার্ট অ্যাটাকের রেট কমবে। এটাই লক্ষ্য, এটাই হওয়া উচিত। কিন্তু ঘটনা হল এখন বহুলোক হার্ট অ্যাটাকে মারা যায় সঠিক সময়ে, সঠিক কেয়ার না পাওয়ার জন্য। এটা হল হার্ট অ্যাটাকের প্রিভেন্টেবল ডেথ। এই মৃত্যু এড়ানোর জন্য প্রিভেন্টিভ কেয়ার কাজে আসবে না। যা দরকার তাহল প:ব:য়ের হেলথ কেয়ারের মূল সমস্যাগুলো বোঝা। তামিলনাড়ু আর প:ব: এক নয়। যা যা বলা হয়েছে তা অধিকাংশই অর্গানাইজেশন রিস্ট্রাকচারিংয়ের কথা যেমন ""জনস্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য বিভাগ থেকে আলাদা করা"" বা হিটিং অ্যারাউন্ড দা বুশ যেমন ""নজরদারি: 'public health act'। কিন্তু দরকার হয়ত সমস্ত হসপিটালে পর্যাপ্ত অ্যাস্পিরিনের যোগান।

    তা সত্যিই কিসের দরকার তা জানতে প:ব:য়ের ঐ হেলথ কেয়ার সাইটের থেকে বেশি ডেটা কোথাও নেই। মূলত সমস্যার সমাধানের কথা বলা হয়েছে অথচ সমস্যাটি কি সত্যিই বোঝা যায় নি।
  • pi | 72.83.97.171 | ১৫ জুন ২০১১ ১৯:৫২474438
  • আকাদা, এটা নিয়ে এই ফিল্ডের টেকনিক্যাল টার্ম দিয়ে ই কথা বলতে পারি।

    অন্য দরকার গুলো তো অগ্রাহ্য করা হচ্ছে না। তবে তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আর এই ওস্‌শুধ নিয়ে, আগেই লিখলাম তো অনেক কিছু ব্যাপার আছে।
    টাকার জন্য ওষুধ নেই , এমন না।
    জরুরি পরিষেবা নিয়েও বলার আছে। সেগুলো আলাদা ভাবে আসবে।
    কিন্তু এগুলো ও জরুরি, এবং পলিসি গত ভাবে এগুলো স্বীকৃত।

    WHO র সাইট টা দেখো। NCD নিয়ে ভারত সহ সারা দেশে কী ধরণের কাজে এম্ফ্যাসিস দেওয়া হচে।
    আমি এখন একটা কনফারেন্সে, সেটা এটার উপরেই হচ্ছে।
    কোনটা বেশি দরকার, কোনটা দরকার না, শুধু নিজের মনে হওয়া দিয়েই বলে দেওয়া যায় না।
    এগুলো নিয়ে রীতিমতন কাজ চলে, তার উপর বেস করে পলিসি ঠিক হয়।

    পারলে পরে সময় করে এ নিয়ে বিস্তারিত লিখবো। এখন পারবো না।
  • G | 136.142.168.156 | ১৫ জুন ২০১১ ২২:২২474439
  • আকাদার 8:18-এর পোস্টের প্রেক্ষিতে: সমান্তরাল অর্থনীতির পয়সা কেন (বিশেষ করে) গরীব সরকারের ঘরে ওঠেনা - important political economy'r প্রশ্ন - এখনো paperপত্র নেই সেরকম, মনে হয় ভবিষ্যতে আসিতেছে ;)
    এই ব্যপারে গুরু নাহয় academia'র থেকে এগিয়ে থাকল একটু :)
  • aka | 168.26.215.13 | ১৫ জুন ২০১১ ২৩:১৬474440
  • আরে জ্জিও, কি রেলা। ;)

    এই যে পাইদি বা G প্রকারান্তরে ঘুরিয়ে টুরিয়ে বলল দাদা যা লিখেছি বিষয় সম্বন্ধে প্রচূর জেনে বুঝেই বলেছি এবং সাথে টেকনিকাল টার্ম ব্যবহার করার হুমকি দিল তাতে কি আমার ওদের অশ্লীলতার দায়ে অভিযুক্ত করা উচিত?

    আমি করব না, এইজন্যই গুরুতে আসি। এই স্পিরিটটা নষ্ট হয়ে গেলে বিরক্ত লাগে।
  • G | 130.49.71.243 | ১৫ জুন ২০১১ ২৩:২৭474442
  • এই মাইরি! ssoত্যি ওরম কিছু মিন করিনি - frontfoot থেকে backfoot-এ ঠেলে দিলি তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন