এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৮৬৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • partha | 155.41.248.48 | ০৪ জুন ২০১১ ০০:৪৯474310
  • পাই, আপনার সাথে একমত। শুধু ডাক্তার দিয়ে হবে না। আমরা সবাই সে কথা জানি। কিন্তু রাজনৈতিক পার্টি ও মিডিয়া ইত্যাদিদের discourse দেখুন, সেখানে শুধুমাত্র ডাক্তার নিয়েই কথাবার্তা হয়। আমি সেই কথাটাই emphasize করেছি এবং তার ভেতরের paradox গুলো দেখাতে চেষ্টা করেছি।

    আকা, আপনার পাঠানো লিংকটি গুরুত্বপূর্ণ। আমার পক্ষে এখনই comment করা সম্ভব নয়। আপনি যদি একটু আলোকপাত করেন, তাহলে ভালো হয়।

    অনির্বান, আমি আপনার অভিজ্ঞতার সরিক। নিজের বর্ধমানের গ্রামে এবং মুর্শিদাবাদের কিছু গ্রামে। চিত্র মোটামুটি একইরকম। আপনাকে শুধু একটাই প্রশ্ন যে, বাধ্য না হলে কোনো ডাক্তার কেন যাবে মেদিনীপুরের গ্রামে? টাকার কথা না হয় ছেড়েই দিলুম। যদিও আজকের বাজারে (সবকিছুই বাজার এখন)সেটাই সবচেয়ে বড় ইনসেনটিভ। আপনি হয়তো জানেন যে মেদিনীপুর মেডিকাল কলেজের অর্ধেকের বেশি ডাক্তার সেখানে থাকেন না। পলিসি দিয়ে বাধ্য করা যেতেই পারে ডাক্তারদের গ্রামে যেতে, কিন্তু তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না। প্রশান্ত শূর যখন বলেছিলেন ডাক্তারদের স্টেথো কেড়ে নেব, তখন সব 'বড়' ডাক্তাররা চাররি ছেড়ে দিয়েছিলেন। পশ্চিমী মর্ডান ক্যাপিটাল ইনটেনসিভ মেডিসিন শিখব, আর মানবিকতার কথা ভেবে গ্রামে গিয়ে জনসেবা করব, এই চিন্তার দূরত্ব দূর করা খুব শক্ত কাজ।
  • ranjan roy | 122.168.207.81 | ০৪ জুন ২০১১ ০০:৫৩474311
  • বঙ্গের আর্থিক স্বাস্থ্য:
    -------------------------
    ৯ যে হক কথা বলেছিলেন--- শুধু সরকারের ঋণের সাইজ দিয়ে স্বাস্থ্যটি বোঝা যাবে না। সরকারের আয় বা ঋণ পরিশোধের ক্ষমতাটি দেখতে হবে।
    ঠিক কথা।
    তাহলে হরিয়ানা-তামিলনাড়ু-কর্ণাটক-মহারাষ্ট্রের ডেট এর সাইজ বঙ্গের চেয়ে বেশ বেশি--অতএব ভয় পাওয়ার কিছু নেই, কথাটা অর্থহীন।
    দেখতে হবে সেই রাজ্যগুলোর ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতির অবস্থা কি রকম।
    এখানে দেখা যাচ্ছে ( আমি অবশ্যই অমিত মিত্র--এবং অভিরূপ সরকারের দেয়া ডেটা থেকে বলছি, কারণ কেউ ডেটা গুলোকে ভুল বলছেন না।) বঙ্গের রাজস্ব ঘাটতি ওই রাজ্যগুলোর তুলনায় ভয়ানক বিসমানুপাতী।
    তাহলে সরকারের আর্থিক স্থিতি ( বিশেষ করে নতুন ঋণ নেয়ার ক্ষমতা) অ্যালার্মিং নয় কি?
    বিশেষ করে বঙ্গ সরকারের কমিটেড নন প্রোডাক্টিভ স্পেন্ডিং যদি অন্যদের তুলনায় অনুপাতিক ভাবে বেশি !
    যাঁরা অসীম দাশগুপ্তের লেখা কোট করছিলেন তাঁরা যদি প্রধান প্যারামিটারগুলোর ব্যাপারে অসীম-সুমিত দুজনেরই ডেটা-কাম-আর্গুমেন্ট তুলে একটা তুলনামূলক আলোচনা করেন তাহলে আমাদের মত লোকদের বুঝতে সুবিধা হয়।
  • kallol | 115.241.4.75 | ০৪ জুন ২০১১ ০৭:৪৫474312
  • খবরটা শুনে ভালো লাগলো।
    প:ব: রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন হলেন সুনন্দা মুখার্জি। সুনন্দা, দীর্ঘদিনের বামপন্থী কর্মী। আরএসপির সাথে যুক্ত। মানবাধিকার ও নারী আন্দোলনের সাথে যুক্ত। এপিডিআরের দ: কলকাতা শাখার নেতৃত্বেও ছিলেন। লালকিয়া মাঠ অঞ্চলে সুনন্দাদিকে লোকে একডাকে চেনে। ঘটনাচক্রে ক্ষিতি গোস্বামীর সহধর্মিণী।
  • pi | 128.231.22.150 | ০৪ জুন ২০১১ ০৮:১৪474313
  • আমি তো হরিয়ানার এই উদাহরণটা তুলেছিলাম।

    পোস্টগ্র্যাজুয়েট করলে গ্রামে যাওয়া বাধ্যতামূলক নয়, গেলে সরকার পড়ার খরচ বহন করবে। ইন্সেন্টিভ।

    While stating this here Saturday, the Health Minister, Roa Narender Singh said that doctors would be sponsored for higher studies with full pay, only in the specialties where there was shortage of specialists. He said that their study period would also be treated as service period for all intent and purposes.He said that there was a dire need for specialists in the streams of General Medicine, General Surgery, Obstetrics and Gynecology, Pediatrics, Orthopedic Surgery, Anesthesia, Pathology , Radiology, Psychiatry, Eye Surgery, Forensic Medicine, ENT Surgery, Dental, Social and Preventive Medicine, Chest and TB and Pharmacology....

    He said that MBBS doctors would be eligible for doing Post-graduate course, both degree as well as diploma, after completion of five years of regular satisfactory service including two years probation, out of which, three years of service should be in one of the district hospitals or a sub divisional hospital and two years in rural area institutions. Only the persons fulfilling this condition would be eligible for sponsorship against reserved seat in PGIMS Rohtak or other Government institution, and against the open seats in the Government colleges of Haryana or similar Government institutions anywhere else in the country


    আমার জানা নেই, এমনিতে পোস্ট গ্র্যাজুয়েশনের খরচ কত । মানে ইন্সেন্টিভ হিসেবে এটা কতটা জোরালো।

    গ্রামে স্পেশালিস্ট ডাক্তারের দরকার নেই , এমনটা তো না। অনির্বাণ লিখেছে, আগে অন্তত বেসিকটুকু তো দিক। সেটাই নেই। ঠিক ই । সেটা তো প্রাথমিক দাবি বটেই। কিন্তু এর পরেও স্পেশালিস্ট ডাক্তরে্‌রর 'প্রয়োজন' ( চাহিদা বলছি না), একজন শহরের লোকের যতটা, গ্রামের লোকের ও তাই হওয়া উচিত। প্রয়োজন হয় বলেও তো মনে হয়।
    তাঁরা তো সেই উজিয়ে শহরে এসেই সেই পরিষেবা টা নিচ্ছেন। সে ঐ পুরো প্রাইভেট হোক কি 'পিজির মত প্রাইভেট' কি
    ক্ষেত্রবিশেষে পুরো সরকারি। সেগুলোর জন্য আনুষঙ্গিক যা লাগে ( যেমন, স্পেশালাইজড ডায়াগনিস্টিক টেস্ট) সেও সরকারি হোক কি বেসরকারি , তাও হচ্ছে।
    চাহিদা যখন আছেই, তখন গ্রামের দিকেও এগুলো নয় কেন ? যে কেউ হোক, গ্রামে গিয়ে থাকতে চাওয়ার অনীহাটাই কি মূল তাহলে ?

    এবার এইসব টেস্ট এর জন্য যন্ত্র সরকারি হাসপাতালে থাকতেও ক্যানো বাইরে থেকে করাতে হবে, সেটাও বড় প্রশ্ন।

    আরেকটা প্রশ্ন করি। ঐ ড: বেরার টইয়ের কিছু তর্কাতর্কির কন্টিনিউয়েশন হিসেবেই।
    এখন যা হচ্ছে ( মানে হচ্ছে বলে মিডিয়াতে আসছে), তা, সম্পূর্ণ ও সাফিশিয়েন্ট নয় অবশ্য ই , কিন্তু তার সবটাই খালি ডাক্তারদের টার্গেট করে হচ্ছে , এটাও না। এই টেস্টপতত্রের যন্ত্রপাতি হাসপাতালে পড়ে থাকা সঙ্কেÄও বাইরে রেফার করা হচ্ছে, এগুলো ও তো টার্গেট করা হচ্ছে।
    সুপারদের কাছে এ নিয়ে জানতে চেয়েই সব ঠিক হয়ে যাবে তা ও নয়, এই ঝটিকা ভিসিটগুলোর কেম্ন কী ফলো আপ হচ্ছে জানিনা, তবে যতক্ষণ না চতুর্থ শ্রেণীর কর্মীদের ঘুঘুর বাসা ভাংআ হচ্ছে, ততক্ষণ এগুলো করে কোনো লাভ ই নেই, তা মনে হয় কী ?
  • Manish | 59.90.135.107 | ০৪ জুন ২০১১ ১৮:১৬474314
  • Kallol

    লালকিয়া মাঠ নয়, লালকা মাঠ যদিও এখন ঐ মাঠটির পরিবর্ত্তত নাম হারাকা মাঠ।:-))
  • pi | 72.83.97.171 | ০৪ জুন ২০১১ ১৮:৩৩474315
  • * ড: গড়াই
  • pinaki | 122.164.8.66 | ০৪ জুন ২০১১ ১৮:৫৩474316
  • ডাক্তারদের একাংশের মধ্যে নিশ্চই সেবামূলক মানসিকতা আছে। হয়তো সেটাকে রেকগনিশন দেওয়ার (আর্থিক নয়, সামাজিক) কোনো পদ্ধতি চালু করলে কিছু ডাক্তার পাওয়া যাবেই যাঁরা গ্রামে যাবেন। দ্বিতীয়ত: একজন গ্রামে গেলেন মানেই তাঁকে সারা জীবন গ্রামেই থেকে যেতে হবে এমন তো নয়। এমনকি সারা সপ্তাহ গ্রামে থাকারও প্রয়োজন নেই। রোটেশন সিস্টেম চালু করা যেতে পারে। নিয়ম করা যেতে পারে একজন ডাক্তার সপ্তাহে দুদিন গ্রামে যাবেন। বিশেষত: যেসব ডাক্তাররা গ্রামাঞ্চল থেকে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন, তাঁরা তাঁদের নিজের এলাকায় সপ্তাহে দুদিন যেতে চাইতেই পারেন। সপ্তাহে অন্তত: একদিন গ্রামে পরিষেবা দেওয়ার ব্যাপারটা শুধু সরকারি ডাক্তার কেন সমস্ত ইয়ং ডাক্তারদের, যাঁদের রেজিস্ট্রেশন আছে, তাঁদের সকলের ক্ষেত্রেই (আপটু সার্টেন এজ) বাধ্যতামূলক করা যায়। সরকারি ডাক্তারদের ক্ষেত্রে একটু বেশী দায়বদ্ধতার ব্যবস্থা করা যেতে পারে বড়জোর। কিন্তু দায়বদ্ধতায় খুব বৈষম্য হলে লোকে সরকারি ডাক্তারি ছেড়ে দেবে।

    গ্রামে যে প্রচুর ডাক্তার আদর্শগত কারণেই সপ্তাহে একদিন যেতে পারেন - এটা তো জঙ্গলমহলের হেলথ ক্যাম্পগুলোর সাফল্যই প্রমান করে।
  • til | 165.12.252.211 | ০৫ জুন ২০১১ ০৮:৫৩474317
  • আসলে যেতার প্রয়োজন তা হলো সদিচ্ছা। লোক্যাল ট্রেনে তো কেউ আগে টিকিটই কিনতো না, এখন তো লাইন দেখলে ভয় লাগে, এত লম্বা।
    পরিষেবা যা আছে সেটুকুরই যদি সদ্‌ব্‌য়্‌বহার হয়, তাতেই কমকরে ২০% উন্নতি সম্ভব (আন্দাজ), মমতার এই ঝটিকা সফরে যদি একটি প্রাণ বাঁচানো সম্ভব হয়ে থাকে সেটাই আমার কাছে অনেক। সংখ্যা, টেবিল, অনুপাত সব সরিয়ে রেখে সকলে ভাবুনতো, ঐ প্রাণটা যদি আমার বা আপনার হতো?
  • Bratin | 117.194.99.89 | ০৫ জুন ২০১১ ০৯:৩১474318
  • ইনসেন্টিভ হিসাবে প্রাইভেট প্রাকটিস না করার জন্যে সরকারী ডাক্তার দের অ্যালায়েন্স দেওয়া হয় তো। সেটা হয় তো যথেষ্ট নয়। কারন আমার বিশ্বাস তার অ্যালায়েন্স ও নেন আর প্রাইভেট প্রাকটিস ও করেন। আমার ৩/৪ জন ডাক্তার বন্ধুর সাথে কথা বলে তাই মনে হয়েছে। তবে অ্যালায়েন্স খুব ই কম।আগে ছিল ১১০০-১২০০ টাকা। এখন হয়েছে ৫০০০ টাকা। বেসিক র একটা নির্দিষ্ট পার্সেন্টেজ।
  • ranjan roy | 122.168.108.253 | ০৫ জুন ২০১১ ২২:২৯474320
  • মনে হয় সদিচ্ছা, আর্থিক ইন্সেন্টিভ সব মিলিয়ে একটা প্যাকেজ দরকার।
    যদিও সদিছাই মূল, সদিচ্ছা না থাকলে কোন ইন্সেন্টিভই যথেষ্ট নয়।
    আমি কিছু এম ডি ডাক্তারদের জানি যাঁদের শহরে ফলাও প্র্যাকটিস, কিন্তু নিয়ম করে সপ্তাহে একদিন একটি পূর্বঘোষিত দিনে গাঁয়ে যান, বা রামকৃষ্ণ মিশনে বিনা পয়সায় রোগী দেখেন।
    এঁরা সবাই পেরাইভেট।
    আবার দিল্লির AIMS এর চাকরি ছেড়ে কয়েক জন ডাক্তার (সার্জন/এম ডি), ড: অনিন্দ্য চ্যাটার্জি, মাধুরী চ্যাটার্জি, ড: সত্যমালা --এঁরা পিপলস হেল্‌থ মুভমেন্ট এর অধীন বিলাসপুর শহর থেকে ১৮ কিমি দূরে সেচ বিভাগের একটি পরিত্যক্ত বিল্ডিং নিয়ে গরীবদের জন্যে ৫ টাকায় কার্ড করিয়ে চিকিৎসা শুরু করেছিলেন। নিজেরা বিলাসপুরে ২BHK সাধারণ ফ্ল্যাটে থাকেন। ১৪ বছর হয়ে গেল। ফিরে যান নি। এখন খুব ভীড়। অপারেশন ও হচচে। এ'ছাড়া এনারা কাছাকাছি অচানকমার রিজার্ভ ফরেস্ট এলাকায় স্থানীয় কিছু লোকদের প্রশিক্ষিত করে বেয়ার ফুট ডাক্তার হিসেবে পিছিয়ে থাকা এলাকায় পাঠাচ্ছেন। জঙ্গল এলাকায় মিনিমাম নীড ও হেল্‌থ কাঠামো নিয়ে ডেটা নিয়ে ডকুমেন্টেশন ও করছেন।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০০:৩৩474321
  • রঞ্জনদা, এই পিপলস হেল্‌থ মুভমেন্ট নিয়ে একটু বিস্তারিত বলুন না। এনারা ফান্ডিং কীকরে যোগাড় করেন ? এই যে বারবার বলা হচ্ছে, গ্রামের দিকে কোন পরিষেবা নেই, জন্ত্রপাতি নেই। সেই অসুবিধাগুলো এনারা কীকরে কাটিয়ে উঠছেন ?
  • ranjan roy | 122.168.203.162 | ০৬ জুন ২০১১ ০০:৪৬474322
  • পাই,
    সাতদিন সময় দাও। আসলে আমি এখন বিলাসপুরে থাকি না।কিন্তু আমার রিটায়ার হওয়া কলিগ ওদের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছেন।
    আমি ওর মাধ্যমে এসব খোঁজ নেব। চেষ্টা করব ড: অনিন্দ্য চ্যাটার্জীর সঙ্গে সোজাসুজি কথা বলতে। তারপর লিখবো।
  • SC | 128.2.53.210 | ০৬ জুন ২০১১ ০৪:৪২474323
  • রঞ্জনদা মনেহয় যে এস এস (জন স্বাস্থ্য সহযোগ) এর কথা বলছেন। আমি একটি এন জি ও র সাথে যুক্ত যারা যে এস এস কে
    আর্থিক সাহায্য দিয়ে থাকে। সেইসূত্রে ওনাদের কর্মকান্ডের সাথে কিছুটা পরিচিত। তবে আমি প্রজেক্টে সরাসরিভাবে জড়িত নই, তাই আমার থেকে ভালো ডিটেল রঞ্জনদা দিতে পারবেন।
    এই ভিডিওটা দেখতে পারেন ওদের সম্বন্ধে পরিচিত হওয়ার জন্য, আমাদের মিটিঙ্গে অনেকবার দেখানো হয়েছে:
    http://www.youtube.com/watch?v=4yY_JSO-Dqg

    এখানে দেখুন ওদের ওয়েবসাইট:
    http://www.jssbilaspur.org/about/

    বাই দি ওয়ে, পাইদি, ওনাদের একজন কর্মী প্রফুল চান্ডেল এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। বিভিন্ন শহরে যাচ্ছেন। ডিসির শিডিউল জাজনিনা, তবে জেনে বলে দিতে পারি।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০৫:০৭474324
  • রঞ্জনদা, ঠিক আছে।

    SC, জানতে পারলে মেইল বা ফোন করে বলে দিস। আর ওনার সাথে কোনোভাবে যদি কথাও বলা যায়...
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০৬:২২474325
  • মামু,

    এ টইয়ের শুরুর দিকে অনশন লিগালিটি নিয়ে আলোচনা ইস্তক খচখচ একটু করছিলো। হ্যাঁ,একথা ঠিক, সুইসাইড আমাদের দেশে ক্রাইম হিসেবে গণ্য আর আমরণ অনশনকেও তার প্রচেষ্টা বলে ইল্লিগাল বলা যেতেই পারে।
    অবাক লাগছিল, এই কথাটা তাহলে মিডিয়ার এই এত্ত খবর , আলোচনায় কখনো কোথাও আসছে না কেন।
    ইল্লিগাল বলার জন্য বা এভিকশানের কারণ হিসেবে মেডিক্যাল ক্যাম্পের অজুহাতে নেওয়া, ৫০০০ এর জায়গায় ৫০,০০০ দেওয়া, সরকারের সাথে চুক্তির খেলাপ ইত্যাদি সবরকম কথা আনা হচ্ছিলো, অথচ এটা আসছেই না। অত কিছু ছোটোখাটো কারণ না দর্শিয়ে এই দিয়ে তো তাহলে যেকোন সময়েই শুধু এই গ্রাউণ্ডেই 'গ্রেপ্তার' করা যায়।
    অবাক লাগছিল, আগেও একবার বলেছিলাম,মেধা বা আন্না বা আরো অনেকের অনশন ও তো কখনো এই গ্রাউন্ডেই যখন তখন তুলে দেওয়া যেত।
    আর, এই গ্রাউণ্ডগুলো পাবার জন্য সরকারী অনুমতি তো লাগেই। তুমি বলেছিলে, বাবা রামদেবের মত ই অন্যরাও কেউ অনশন করবো বলে অনুমতি নেন না। অন্য কোনো কারণ দর্শিয়ে তারপর অনশন শুরু করেন। এটাতেও খটকা লাগছিল।
    তারপর আজ দেখছিলাম, রামদেব বাবা মায়াবতী সরকারের কাছে অনশন করার অনুমতি চেয়েছেন। খটকা বাড়লো।
    সরকার তাহলে একটা সম্পূর্ণ বে-আইনি কাজের জন্য অনুমতি দেবে ?

    একটু আগে মেধার এক ঘনিষ্ঠ সহযোগীর সাথে কথা বল্লাম। তিনি বল্লেন, হ্যাঁ, একথা ঠিক,সুইসাইড আমাদের দেশে ক্রাইম হিসেবে গণ্য আর আমরণ অনশনকেও তার প্রচেষ্টা বলে ইল্লিগাল বলা যেতেই পারে।
    কিন্তু তাঁরা যখন অনশন করেন , তখন যে কথাটা বলেন ও যে কারণটা দর্শান, তা হল, অনির্দিষ্ট কালের জন্য অনশন বা দাবি না মেটা অব্দি অনশন ( indefinite fast, fast until demands are met)। এটা আর fast unto death টেকনিক্যালি এক নয়। তাই indefinite fast ইল্লিগাল ও নয়।
    এই fast unto death কথাটা ওনারা নাকি বলেন ও না, অন্তত অনুমতি চাইবার অফিশিয়াল কারণ দর্শানোর সময় তো না ই । ওনার বক্তব্য এই টার্মটা মিডিয়া ব্যবহার করে, ওনারা না।
    আর, ওনারা এরকম মেডিক্যাল গ্রাউণ্ডের মত অন্য কারণ দেখিয়েও অনুমতি নেন না। নিলে , সরকার আইনত ডিটেইন, এভিক্ট কি গ্রেপ্তার ও করতে পারে।

    এবার এই রকম অনশন করতে করতে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, মৃত্যুর আশঙ্কা দেখা দিলে সেটাকে স্যুইসাইডাল প্রচেষ্টা বলে আইনি বলেই সরকার বাধা দান করতে পারে। ফোর্স ফিডিং করাতে পারে।
    বা, যেবারে ঐ সর্দার সরোবর ড্যামের জলে গ্রাম ডুবে যাবার সময় মেধা বলেছিলেন, সেই জলে ই উনি দাঁড়িয়ে থাকবেন, গ্রাম ডোবাতে হলে ওনাকেও ডোবাতে হবে, তখন সেটা বে-আইনি ছিল, আর আইন প্রয়োগ করেই ওনাকে জোর করে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়।
    আর আগে থেকে ওটা ঘোষণা করার সময় নাকি উনি আণ্ডারগ্রাউণ্ড ছিলেন। কারণ এই ঘোষণা টাই সুইসাইড অ্যাটেম্‌প্‌ট হিসেবে গণ্য হয়েছিল ও এর ভিত্তিতে আগেই পুলিশ ওনাকে গ্রেপ্তার করতে পারতো।

    আরো একটা কথা বল্লেন, খুব জোর দিয়ে।
    অনশনকে ওনারা একেবারে last resort হিসেবে দেখেন। তার আগে আর যা যা ভাবে আলাপ, আলোচনা, প্রতিবাদ করা সম্ভব, সব কিছু করে ব্যর্থ হলে, তবেই।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০৬:২৪474326
  • ধুত্তেরি। সরি।
  • PT | 203.110.243.21 | ০৬ জুন ২০১১ ০৯:৪৪474327
  • আমার মনে একটা পোশ্ন জাগরুক হয়েছে -- ক্ষমতায় এলে নন্দীগ্রামে গুলি চালানোর সঙ্গে জড়িত পুলিশদের শাস্তি দেওয়া হবে এ'রম কোনো পিতিগ্গে দিদি করেছেন কিনা সেটি যদি কেউ জানান। মানে মিনমিন করে বলা নয়, ৪০০ একর ফেরৎ দেওয়ার মত করে জোর গলায়। নাকি এও সেই রুনু গুহনিয়োগীর মত কেস হতে চলেছে।
  • Bratin | 122.248.183.1 | ০৬ জুন ২০১১ ১০:২৮474328
  • পেশেন্স ইজ দ্য কি মাই ডিয়ার ফ্রেন্ড!! জাস্ট ওয়েট অ্যান্ড সি। ৩৪ বছর ধৈর্য্য ধরলেন। আর নয় ক'টা দিন.....
  • PT | 203.110.243.21 | ০৬ জুন ২০১১ ১০:৪৪474329
  • আরও ৩৪ বছর অপেক্ষা করতেও অসুবিধে নেই। আমি শুধু জানতে চেয়েছি যে "'নন্দীগ্রামে গুলি চালোনোর সঙ্গে জড়িত পুলিশদের শাস্তি হবে"" এই প্রসঙ্গে দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোনো প্রকাশ্য statement (""৪০০ একর ফিরিয়ে দেব""-র মত) দিয়েছেন কিনা।
  • PT | 203.110.243.21 | ০৬ জুন ২০১১ ১২:৩৭474331
  • প্রায় ঘন্টা দুয়েকের নৈ:শব্দ বড় বিস্ময়ের উদ্রেক করছে.........
  • Ishan | 122.248.183.1 | ০৬ জুন ২০১১ ১৫:২৩474332
  • কোনটা মিনমিন আর কোনটা জোর গলায় বলা কিকরে জানবে লোকে। তবে এমন একটা প্রতিশ্রুতি আছে।
  • ranjan roy | 122.168.48.233 | ০৬ জুন ২০১১ ১৬:৪৫474333
  • SC অনেক ধন্যবাদ।
    আরে, ওদের আর আমার এন জি ও CARMDAKSH এর অফিস একই বিল্ডিং এ। আই ব্লক, পারিজাত কলোনী, বিলাসপুর। আমি কেমন গাধা!
    আর জানলাম যে স্যার দোরাবজী টাটা ফান্ডেড SRI প্রোজেক্টে আমরা পার্টনার।
    অবশ্য SRI আমাদের মুখ্যয় অ্যাকটিভিটি, ওনাদের গৌণ।
    পাই,
    তুমি যদি এস সি'র দেয়া দ্বিতীয় লিংকটি দেখ তাহলে বোধহয় তোমার সব প্রশ্নের জবাব পেয়ে যাবে। তারপরও যদি কোন প্রশ্ন থাকে আমাকে স্পেসিফিক জানাও, আমি গিয়ে মুখোমুখি কথা বলে নেব।
  • aka | 24.42.203.194 | ০৭ জুন ২০১১ ০৬:২৬474334
  • http://www.anandabazar.in/7swasth2.html

    মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট দিচ্ছেন খুব ভালো কথা। এতে কিছু হসপিটালে 'ঘুঘুর বাসা' ভাঙা হবে, কিছুদিনের জন্য ভয়ে কর্মসংস্কৃতি ফিরবে।

    প:ব:য়ের আসল সমস্যা কি তা উপরের খবর পড়লে খানিকটা বোঝা যেতে পারে। এই সরকার যদি লং টার্ম পলিসি তৈরিতে ব্যর্থ হয় তাহলে তারা সিপিএমের মতনই ব্যর্থ। যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার কাছে কেউ চেষ্টা করেনি বলে মারা গেল না কেউ লিমিটেড চেষ্টা করেছে বলে মারা গেল তার মধ্যে বিশেষ ফারাক নেই। নতুন সরকারের কাছে লং টার্ম পলিসি দেখতে চাই, চোখ ধাঁধানো হিরোইজম নয়।
  • pi | 128.231.22.150 | ০৭ জুন ২০১১ ০৬:৪৫474335
  • পাবলিল হেল্‌থ সিস্টেমটা ভাল করা খুব দরকার।

    রঞ্জনদা, দেখছি।
  • ranjan roy | 122.168.172.78 | ০৭ জুন ২০১১ ২২:০৮474336
  • আকাকে ক।
  • nyara | 203.83.248.37 | ০৭ জুন ২০১১ ২২:৩১474337
  • দ্রিসাহেবের জন্যে, কর্ণাটকের স্বাস্থ্যব্যবস্থা সম্বন্ধে অ্যানেকডোটাল খবর।

    ব্যাঙ্গালোরের সরকারী হাসপাতালের হাল খুবই ভাল। আধুনিক যন্ত্রপাতি, ভাল ডক্তার, মনোযোগী নার্স, পরিষ্কার-পরিচ্ছন্ন, প্রাইভেটের তুলনায় ভগ্নাংশ খরচ। মোদ্দা সস্তায় পুষ্টিকর চিকিৎসাব্যবস্থা। ঘাপলা একটাই। বড় ওয়েট টাইম। রুগীর তুলনায় ডাক্তার-নার্স কম। এটা পিটিবাবুর ফাটা রেকর্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে সারা ভারতেই যখন ডাক্তার-নার্সের শর্টেজ, সব জায়গাতেই সেটার এফেক্ট পড়বে। যদিও, সেটা বাদ দিলে অন্য জিনিসগুলো যে ভাল করা যায় সেটাও অবশ্য এই অ্যানেকডোটাল খবর থেকে বোঝা যায় - ক¾ট্রারি টু দা ফাটা রেকর্ড।

    আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হল যে এখানে বহু সরকারী হাসপাতাল খুব স্পেশালাইজড চিকিৎসার জন্যে বিখ্যাত - কেউ হার্ট তো কেউ স্পাইন তো কেউ ক্যান্সার।

    ব্যাঙ্গালোরের মতন ভাল ব্যবস্থা ম্যাঙ্গালোরেও। কিন্তু গ্রাম আর টাউনে স্যাটেলাইট সেকশনগুলো সম্বন্ধে যে কথা শুনলাম যে সেগুলোর অবস্থা ভাল না - কমপেয়ারড টু ব্যাঙ্গালোরে। তাই সুযোগ পেলেই তারা ব্যাঙ্গালোরে কেস রেফার করে দেয়। ব্যাঙ্গালোর সরকারী হাসপাতালের ব্যাকলগের আরেকটা কারণ সেটা। অবস্থা নাকি বিশেষ খারাপ নরদার্ন কর্ণাটকে।

    আমার কলীগের কাকিমার হার্ট অপারেশন হয়েছে সরকারী হাসপাতালে। সে বলল, তারা খুব স্যাটিসফায়েড। মাইন্ড ইট, এ ছোকরা কর্পোরেট চাকুরে, প্রাইভেট হসপিটালই তার ফার্স্ট স্টপ।
  • Bratin | 117.194.99.48 | ০৭ জুন ২০১১ ২৩:০৭474338
  • হ্যাঁ , আকা গুছিয়ে লিখে দিয়েছে। কিন্তু একট শুরুয়াত বোধহয় দরকার ছিল। একটা ঝাঁকুনি। যেটা দেওয়া গেছে।
  • til | 165.12.252.211 | ০৮ জুন ২০১১ ০৪:২০474339
  • ণ্যাড়া সাহেবকে ক।
    এই শর্মা নিজে মাদ্রাজের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছিল, বেঁচে ফিরেছে সে ঐ হাসপাতালের দয়ায়। ব্যাঙ্গালোরেও সরকারী এবং মিশনারী হাসপাতালের ব্যবস্থা অনেক অনেক ভল।
    সদিচ্ছার প্রসঙ্গে: আমরা কলকাতায় শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে যদি right of way দিই তাতেই কিন্তু অনেক প্রাণ বেঁচে যাবে। কমরেড্‌গণ একটু ভেবে দেখুন।
  • PT | 203.110.243.23 | ০৮ জুন ২০১১ ১৮:১৬474340
  • @nyara
    আমাকে হ্যাটা দিয়ে লাভ নেই। ডাক্তার/নার্সের সংখ্যার ব্যাপারে আমি দিনেশ ত্রিবেদিকে কোট করেছি মাত্র। অন্ধ হলে কি আর প্রলয় বন্ধ থাকে?
  • ranjan roy | 122.168.253.10 | ০৮ জুন ২০১১ ১৮:৪৮474342
  • ""অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে''--- কি অ্যাপ্রোপ্রিয়েট:))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন