এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৮৬৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ১৫ জুন ২০১১ ২৩:৩৫474443
  • :))

    দাঁড়া শিক্ষা নিয়ে বক্তব্য আছে এবারে। :))

    পাইদি কনফারেন্স করছে, ফিরে এলে স্বাস্থ্য নিয়ে কথা বলা যাবে।
  • pinaki | 138.227.189.8 | ১৬ জুন ২০১১ ০৯:৩৭474444
  • দাঁড়ান কমরেড। শিক্ষা স্বাস্থ্য নিয়ে বিতর্ক যথাসময়ে করবেন। তার আগে দিদির জমি নীতিটায় একটু চোখ বুলিয়ে নিন।
    http://www.anandabazar.in/16raj1.html

    ইন্টারেস্টিং।
  • pinaki | 138.227.189.8 | ১৬ জুন ২০১১ ০৯:৪৪474445
  • দিদি কি খসড়া পড়েছেন?
    নাহলে এই ই-ফাইলিং, কমপ্লেন বক্স আর জনতার দরবার স্টাইলের মীটিং - এসব দিদির মাথায় কে ঢোকাচ্ছে?

    http://www.anandabazar.in/16raj2.html
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ০৯:৪৯474446
  • @ Bratin
    সালিমের স্ত্রী ডাক্তারদের কোয়ার্টারে থাকেন, অন্তত: TOI সেই রকমই লিখছে। "She added that the quarter never formed part of any ward before. "Some other doctors used to occupy the floor before I moved in," she said. মমতাপন্থী কোন চ্যানেলই এই খবরটা নিয়ে আর লাফালাফি করছে না। মমতা বোধহয় ভেবেছিলেন যে এটা এই বাজারে একটা ""বাপি বাড়ি যা"" জাতীয় স্ট্রোক হবে। কাজেই তোমার ""স্বজন-পোষণ" ব্যাপারটাও আপাতত: তাকে তুলে রাখাই ভাল হবে। আর শ্রীমতী সেলিমের ফাঁসি না হওয়া পর্যন্ত সম্রাট আকবর (122.162.75.192 Date:13 Jun 2011 -- 11:40 PM) একটি নতুন শায়েরি লিখবেন আশা করা যায়।

    http://articles.timesofindia.indiatimes.com/2011-06-14/kolkata/29656232_1_chief-minister-mamata-banerjee-quarters-doctors
  • Bratin | 122.248.183.1 | ১৬ জুন ২০১১ ১০:৪০474447
  • আজকের প্রতিদিন বলছে সেলিমের স্ত্রী কে হাসপাতাল কে ছেড়ে দিতে বলা হয়েছে। আমাদের আজকে ভুলে করে আনন্দবাজারের জায়গায় প্রতিদিন দিয়ে গেছে।

    আর 'বাপী তো অলরেডি বাড়িতেই' । তাকে আবার 'বাড়ি' পাঠাবে কি করে? :-))))
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ১০:৫৪474448
  • সেটা স্বাস্থ্যদপ্তর/মুখ্যমন্ত্রীতাদের ক্ষমতা প্রয়োগ করে করতেই পারে। কিন্তু এতদ্বারা প্রমাণিত হয়না যে শ্রীমতি সেলিম রুগীর আত্মীয়দের প্রাপ্য জায়গা বেআইনি ভাবে ("স্বজন-পোষণ) দখল করে বসে ছিলেন।
  • Bratin | 122.248.183.1 | ১৬ জুন ২০১১ ১১:০০474449
  • ও আচ্ছা। :-))

    আর আজকাল কী ডাক্তার থাকার জন্যে কয়েক হাজার স্কোয়ার ফুট। জায়গা দেওয়া হয়? নাকি সেটা ক্ষেত্রে বিশেষে?? :-))
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ১১:১৭474450
  • জানিনা, হতেও পারে - বিশেষত: ব্রিটিশদের বাঁ হাত ঝেড়ে ফেলে যাওয়া আইন যদি চালু থাকে। এই ২০১১ সালেও রেলের উচ্চস্থানীয় আধিকারিকেরা যে পরিমাণ জায়গায় নিয়ে বাংলো বাড়িতে থাকে সে জায়গায় প্রায় ৩০০-৫০০ মানুষ থাকার মত ফ্ল্যাট তোলা যেতে পারে।

    যে দেশের সিংহভাগ মানুষ সাম্যবাদের বিরুদ্ধে ভোট দেয় সেদেশে এই সামান্য অসাম্য তো থাকবেই।
  • dukhe | 122.160.114.85 | ১৬ জুন ২০১১ ১১:৩২474451
  • সাম্যবাদীরা শুধু ডাক্তারদের বেশি সমান মনে করেন । তাও আবার দলের এমপির বৌ হলে । তবু পোড়া দেশ তাদের মর্ম বোঝে না । হায় ।
  • kallol | 220.226.209.2 | ১৬ জুন ২০১১ ১১:৪৩474453
  • এই এক অদ্ভুত যুক্তি। চোরকে বলা হলো চুরি করলি কেন? জবাব হলো - সাধু ও তো চুরি করে।
    মমতা জালি ড: দেখালো, তো পবিত্রর ড: ধরে টানাটানি।
    চিত্তরঞ্জন হাসপাতালে কে কি দখল করে আছে কেন? জবাব হলো, রেলের কোয়ার্টারে এতো জমি কেন?
    ধুস।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুন ২০১১ ১১:৪৮474454
  • দিদির জমি নীতি গৃহহীণের ৬ কাঠা অরে জমি পাবেন আর যাদের দেড় কাঠা জমিতে বাড়ি তারাও কি বাকি সাড়েচার কাঠা পাবেন নাকি?
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ১১:৫২474455
  • @Kallol
    শ্রীমতি সালিম আইন ভেঙ্গে ডাক্তারদের কোয়ার্টার দখল করে রেখেছেন এই মর্মে কোন ডকুমেন্ট আপনি বা অন্য কেউ দাখিল করলে আমি আর এই বিষয়ে তক্ক করব না কথা দিচ্ছি।

  • kallol | 220.226.209.2 | ১৬ জুন ২০১১ ১২:০৪474456
  • হ্যাঁ এটা বরং একটা ঠিক ঠাক কথা হলো।
    কোই ভাইসগল প্রমাণ দাখিল করা হোক।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুন ২০১১ ১২:০৫474457
  • পিটি আমার মনে হয় আপনি ভুল করছেন। সি পি এম-এর সবাই সাধুপুরুষ নয় এবং কেউ কেউ অসাধু উপায় অবলম্বন করতেই পারেন ( জনশ্রুতি জ্যোতিবাবু তার ছেলের জন্য তা করেওছেন) তাদের ডিফেন্ড করার চেষ্টা করার মানে হয় না। স্ট্যটিস্টিক্যালি মনে হয় না যে ওরা তত কিছু খারাপ।
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ১২:১৩474458
  • এর মধ্যে ভুল-ঠিকের ব্যাপার নেই। কাগজ বা মিডিয়া কিছু একটা হাওয়ায় ভাসিয়ে দিলেই সেটাকে ঠিক ধরে নিয়ে তক্কে নেমে পড়ায় আমার বেজায় আপত্তি। সমস্যা হচ্ছে যে কোন মিডিয়া এখনো পর্যন্ত একটি ছেঁড়া কাগজও দেখায়নি যেটা থেকে প্রমাণিত হয় যে শ্রীমতি সেলিম আইন ভেঙ্গেছেন।
  • Bratin | 122.248.183.1 | ১৬ জুন ২০১১ ১২:১৫474460
  • PT দা, আপনার ওপর পুরো শ্রদ্ধা রেখেই বলছি: 'কেউ জেগে ঘুমোলে তাকে ঘুম থেকে তোলা খুব চাপের' :-(((
  • abastab | 61.95.189.252 | ১৬ জুন ২০১১ ১২:১৫474459
  • এখানে ডি এম কের নেতারা যে হারে এস ইউ ভি চড়ে ঘুরছেন বোঝা যায় পাইকারী হারে করাপশন কাকে বলে।
  • Sibu | 74.125.57.33 | ১৬ জুন ২০১১ ১২:২০474461
  • কে কে জেগে ঘুমোচ্চে? বোতীন নাকি? তাই ঘুম ভাঙিও না বলে এত সতর্কীকরণ!!
  • Ishan | 122.248.183.1 | ১৬ জুন ২০১১ ১৩:২৬474462
  • পিটি এক্কেবারে ঠিক কয়েছেন। কেউ একটা হাওয়া তুলে দিল আর বাকিরা তাই নিয়ে লাপালাপি শুরু করে দিল এ এক্কেবারে ঠিক না। এই কথা কব্বে থেকে কয়ে আসছি।

    মমতা মুকুল রাতের অন্ধকারে কুপন পোড়াচ্ছেন, প্রমাণ আমার ট্যাঁকে আছে -- এরকম কথা ভোটের আগে ভাসিয়ে দেওয়া জালিগিরি। কবীর সুমনের নামে ফৌজদারি মামলা চলছে -- এই নিয়ে প্রমাণ আছে এরকম কথা ভোটের আগে ভাসিয়ে দেওয়া জালিগিরি, আগেই বলেছিলাম। কিন্তু বোদ্ধারা কেউ কথায় কানই দিলনা। এই অ্যাদ্দিনে পিটিবাবু ব্যাপারটা বুঝেছেন। :)
  • Suvajit | 168.244.164.244 | ১৬ জুন ২০১১ ১৩:৩৭474464
  • ভালো লেখা, যদিও এর কিছু বক্তব্যের সংগে একমত নই, আর সামান্য ডাক্তারদের টেনে লেখা।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
  • nyara | 203.110.238.17 | ১৬ জুন ২০১১ ১৪:৪৯474465
  • পিটিবাবু অর্পিতা ঘোষ 'বকলমে পশুখামারের পরিচালক" আপনিই বলেছিলেন না? জিগেস করেছিলাম, 'কোথা থেকে জানা গেল?" জবাব তো দিলেনই না, এখন এখানে ছেঁড়া দলিল খুঁজছেন! আমার প্রশ্নের জবাবটা কি পাওয়া যাবে?

    সেই সঙ্গে আমার অন্য প্রশ্নটারও জবাব দেবেন - "শম্ভু মিত্র বাম-ডানের ঊর্দ্ধে হলে বামেরা কেন ওনাকে কোল দেবেই না" বলে আপনি মনে করেন? অনেক ঘন্টা তো হয়ে গেল।
  • Arpan | 202.91.136.71 | ১৬ জুন ২০১১ ১৫:৪০474466
  • ঈশানকে: যে দেশে অধিকাংশ লোক সাম্যবাদীদের বিরুদ্ধে ভোট দেয় সেই দেশের সরকার তথা আয়কর দপ্তর সাম্যবাদীদের আনা কুপন পোড়ানোর অভিযোগে কান দেবে না বলাই বাহুল্য!
  • saikat | 202.54.74.119 | ১৬ জুন ২০১১ ১৫:৪৬474467
  • আর সর্বোপরি, পিটিবাবু কাগজ-মিডিয়া দ্বারা হাওয়ায় খবর ছড়ানোর কথা বলেছেন।

    কিন্তু ঈশান বলছে মহান পর্টির মহান নেতা-কর্মী-সমর্থকদের কথা।

    না, দুটো কখনই এক নয়।
  • dukhe | 122.160.114.85 | ১৬ জুন ২০১১ ১৬:৫৮474468
  • কী দাঁড়াল শেষমেষ ? কে বিভ্রান্ত করছে ? কেই বা দ্বিচারী ?
  • aka | 168.26.215.13 | ১৬ জুন ২০১১ ১৭:৪৪474469
  • শেষমেষ দাঁড়াল ইহা নতুন তৃপবুভু আর তার জন্য পিটি দায়ী নয়।
  • Ishan | 117.194.41.238 | ১৬ জুন ২০১১ ২৩:৩৯474470
  • আমার জন্যই খানিকটা হল। :) তাই বিষয়ে আমি ই ফিরি।

    আকার বাকি পয়েনগুলো নিয়ে যা কথাবার্তা চলছে চলুক, শুধু একটা পয়েন্ট নিয়ে আমার বক্তব্য পেশ করে দিই। আকা বলেছে "হয় বিশেষজ্ঞ হিসেবে মতামত দিন নয়তো সাধারণ মানুষ হিসেবে নিজেদের দৈনন্দিন সুখ দু:খের কথা বলুন। দুয়ের মাঝামাঝি স্থানে আমার ব্যক্তিগত ভাবে আপত্তি'।

    আকাকে প্রথমেই ধন্যবাদ, খসড়াটা খুঁটিয়ে পড়ার জন্য। এবং বিষয়টা সঠিকভাবে লক্ষ্য করার জন্য। এরকম একটা টানাপোড়েন সত্যিই আছে খসড়ায়। এর খানিকটা "সাধারণ মানুষ'এর উচ্চারণ। খানিকটা অভিজ্ঞতার ফসল। খানিকটা বিশেষজ্ঞতার অবদান। সব মিলিয়ে মিক্সড ব্যাগ। এবং এর একটা অংশ আরেকটার সঙ্গে ভাঁজহীন ভাবে জুড়ে গেছে তাও না। এমনকি পূর্বশর্তে যে দার্শনিক অভিমুখটা দেওয়ার চেষ্টা হয়েছে, সেটাও সবসময় খসড়া জুড়ে থেকেছে তাও না।

    কিন্তু কোশ্নো হল, এটা কি খসড়ার দুর্বলতা, না শক্তি? নির্জীবতার লক্ষণ না সজীবতার? সেইটা ভেবে দেখতে হবে।

    আমরা সক্কলেই খানিকটা "সাধারণ মানুষ' খানিকটা "বিশেষজ্ঞ'। প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। প্রত্যেকেরই নিজের মতো করে তথ্যসম্ভার আছে। কারো ক্ষেত্রে সেটা ব্যক্তিগত স্যাম্পল, কারো ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের রিপোর্ট। তাই "নিজের' কথা লিখতে গেলে এসব আসবেই। বিশেষজ্ঞ সোজা ভাষায় "নিজের' কথা লিখতে গিয়ে হোঁচট খাবেন আর "পাতি পাবলিক' "নিজের কথা'র স্বপক্ষে যুক্তি খুঁজতে গিয়ে ডেটা ব্যাঙ্ক হাতড়াবেন, ইত্যাদি।

    আইডিয়ালি এই গোটা এক্সারসাইজের শেষে যেটা হওয়া উচিত, সেটা হল, সবাই নিজের অভিজ্ঞতা আর বিশেষজ্ঞতার এক্সপার্টাইজ মিলিয়ে একটা সিধে জায়গায় আসবেন। যেখানে অভিজ্ঞতাও থাকবে এক্ষপার্টাইজও থাকবে। কিন্তু সেটা আইডিয়াল সিচুয়েশন। আদপে পৌঁছনো যায় কিনা সে নিয়েও নানা তাত্বিক মতবিরোধ থাকবে।

    কিন্তু পৌঁছনো যাক বা না যাক, আমরা যেটা করতে পারি, সেটা হল বিষয়টা নিয়ে বিতর্কটা শুরু করতে পারি। আরও মতামতকে ডেকে আনতে পারি। ডায়ালগ গুলোকে উৎসাহ দিয়ে মোটামুটি একটা কার্যকর জায়গায় পৌঁছতে পারি। সেটা অনেকটা হচ্ছেও। অনেক জায়গাতেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। বেশ কিছু কড়া সমালোচনাও আসছে। বেশ কিছু সাজেশনও আসছে। এবং একটা জিনিস জাস্ট FYI, যে, একদিন নামক সংবাদপত্রটি আজ থেকে পর্বে পর্বে গুরুত্ব দিয়ে খসড়াটি ছাপছেন , মতামত আহ্বান করছেন। অন্য মিডিয়াতেও আস্তে আস্তে ব্যাপারটা পৌঁছবে, আশা করা যায়।

    এই দিক থেকে ডায়ালগ শুরু করায় আমরা সফল। যাবতীয় সীমাবদ্ধতা সহ।
  • Ishan | 117.194.41.238 | ১৭ জুন ২০১১ ০০:৩০474471
  • এক দুটো ইন্টারেস্টিং উদাহরণ দিই।

    খবরের কাগজে বেরোনোর ফলে বেশ কিছু ইন্টারেস্টিং ফিডব্যাক পেলাম। এখনও পর্যন্ত শুধু নজরদারির অংশটুকুই বেরিয়েছে (বাকি কতটা বেরোবে জানিনা)। পড়ে একজন সরকারি কর্মচারী বললেন যা বলেছ, এতে তো আমাদের পিছনে পুরো পেট্রল দিয়ে দেবে। গোটা কর্মচারী গুষ্টি কিন্তু "শ্রেণীশত্রু' হয়ে যাবে। :) ইয়ার্কি করেই বল্লেন। কিন্তু সমালোচনার অংশটা পরিষ্কার। আরও বললেন, যে নজরদারিকে তো যেকোনো দিকেই লাগানো যায়। ফলে ব্যাপারটা বিপজ্জনক।

    বেশ কিছুদিন আগে আরেকজন তাত্বিকভাবেই এই একই কথা বলেছিলেন। ভঙ্গীটা আলাদা। ভাষটাও আলাদা। সরকারি যন্ত্রকে খসড়ায় শুধু "যন্ত্র' হিসেবে ভাবা হচ্ছে, কোনো ডায়ালগের জায়গাই রাখা হয়নি। ডায়ালগের স্থানটা যেন না মরে যায় -- এই ব্যাপারে সতর্কীকরণও করেছিলেন।

    এই দুটো সতর্কীকরণ দুটো আলাদা মোডে। আলাদা ভঙ্গীতে এল। একটা ইয়ার্কির ছলে। আরেকটা সিরিয়াসভাবে। একটা "সাধাণ মানুষ' এর। আরেকটা "বিশেষজ্ঞ'এর। কিন্তু এই দুটো মিলে যেতে কোনো অসুবিধে হয়নি।

    তো, এটা আইডিয়াল অবস্থা। এরকম হাজারটা জায়গা আছে, থাকবে, যে, এই দুটো পয়েন্ট এরকম মিশে যাবেনা। তেল এবং জল আলাদা হয়ে থাকবে। সেইসব ক্ষেত্রে দুটোকেই স্পেস দিতে হবে। সব মিলিয়ে কোনো কোনো জায়গায় একটু আধা খেঁচড়াও থাকবে। বিশেষজ্ঞতার দাবীতে জল হটিয়ে শুধু দুধটুকু রেখে দেওয়া হবে এমন একেবারেই নয়। তথাকথিতভাবে একটু "অ্যামেচারিশ'ও থাকবে। কিন্তু সেটা যদি থাকে, সেটা দুর্বলতা নয়। শক্তিই। কারণ এটাই পাতি পাবলিককে মুখ খুলতে সাহায্য করবে।

    অন্য দিকে যে এক্ষপার্টাইজ পাবলিকের প্রজ্ঞার কোনো মূল্য দেয়না, হিংটিং ছট আউড়ে পাবলিকের মুখ বন্ধ করে দেয়, সেই তথাকথিত এক্ষপার্টাইজ এখানে অপ্রয়োজনীয়। সেই কর্পোরেট মসৃণতা পাবলিককে ভয় দেখায়। ডায়ালগ বন্ধ করে দেয়। সেটা দুর্বলতা। সেই মসৃণতার কোনো জায়গা নেই এই খসড়ায়। এবং এই প্রারম্ভিক "টানাপোড়েন' এর চরিত্রটা ডেলিবারেট। এইটা দিয়েই শুরু হয়েছে। শেষটা কি হবে জানা নেই।
  • til | 124.168.3.190 | ১৭ জুন ২০১১ ০৩:১৯474472
  • ঈশানের বক্তব্য ভাল লাগলো। আর গুরুর সুবাদেই তো আমর এই বিতর্কে অংশগ্রহণ করতে পারছি; ভাবুন তো আগে আমাদের কথা কে শুনতো চায়ের দোকান ছাড়া!
    ---
    পশুখামারের পরিচালক গালাগালি হিসেবে ব্যবহার করা হয়েছে অথচ অষ্ট্রেলিয়াতে সবচেয়ে ধনী পরিবারের মূল আয়ের সূত্র কিন্তু Cattle farming!
    সমস্যাটা সেইখানেই। এই কিছুদিন আগেও ব্যাংকের চাউরে ফ্যাক্টরির চাকুরে (শ্রমিক) বিয়ের বাজারে অধিকতর কাম্য ছিলেন!
    btw একটি গরুর দাম ভেবে দেখেছেন কত?
  • aka | 24.42.203.194 | ১৭ জুন ২০১১ ০৫:১৪474473
  • ঈশানের বক্তব্য নিয়ে বহু কিছু বলার আছে যার মধ্যে গুরুচণ্ডালির আদর্শ থেকে খসড়া লেখার পদ্ধতি সবই আছে। আপাতত

    ১। ডায়ালগ চালু করার কথা ভাবা হয়েছে খুব ভালো। কিন্তু আমার মনে হল সেটা শুধু ভাবনা চিন্তার স্তরেই রয়ে গেছে অথবা বলার জন্য বলা। নইলে খসড়া ১ এর পরে বহু লোকে গুরুচণ্ডালি ওয়েব সাইটে প্রচূর মতামত দিয়েছেন। কিন্তু দিন শেষে দেখা গেল খসড়া ২ হল কিছু বিশেষজ্ঞের রুদ্ধদ্বার মিটিংয়ের চিন্তাভাবনা। তাহলে ধরে নিতে হবে বাকি যে আলোচনা গুলো হয়েছে সেগুলো বিশেষজ্ঞদের মতে ভুলভাল অথবা কোনদিনই সেটা গুরুর বিশেষজ্ঞদের অ্যাজেণ্ডায় ছিল না। আলোচনা যেমন চলছে চলুক, গুরুর টিআরপি বাড়ুক খসড়া যেমন হবে সে তো বিশেষজ্ঞরা জানেই। কোনটা জানি না। যদি আলোচনা গুলো ভুলভাল হয়ে থাকে এবং অন্যদিকে ডায়ালগ দাবী করে তাহলে বিশেষজ্ঞদের দায়িত্ব বর্তায় কেন কি লেখা হয়েছে সেটাকে আলোচনার স্তরে নিয়ে যাওয়া। আপাতত খসড়ায় কিছু সমাধান দেওয়া হয়েছে কিন্তু সমস্যা কি এবং কেন এই সমাধানই আসল সেটা মিসিং।

    ২। ঈশানের যা হিংটিংছট মনে হয়েছে তা এখানে আলোচনায় পার্টিসিপেট করেন এমন বহু লোকেরই মনে হয় নি। অতএব কিছু কিছু লেখাকে হিংটিংছট মনে হওয়া গুরুর অ্যাডমিনিস্ট্রেশনের স্ট্যাণ্ড তাতে অসুবিধার কিছু নেই। কিন্তু গুরু শুরুই হয়েছিল সমস্ত মতামতকে (অন্তত টই/ভাটে) গুরুত্ব দেওয়ার জন্য। এটা কি সময়ের সাথে সাথে গুরুর আদর্শগত পরিবর্তন। তাতে অসুবিধা নেই, কিন্তু তাহলে পুরোটা মডারেটেড করে দিলে কিছু অবাঞ্ছিত ক্ল্যাশ এড়ানো যায়।
  • aka | 24.42.203.194 | ১৭ জুন ২০১১ ০৫:৩৩474476
  • এসব কূটকচালী সত্বেও গুরুর এই খসড়া তৈরির এফর্টটি অত্যন্ত প্রশংসার। আমি ব্যক্তিগত ভাবে খুশী হতাম যদি বিশেষজ্ঞয়ের মতামতগুলো ডিবেট হিসেবে চলত আর গুরু তার মাস রিচকে কাজে লাগিয়ে লোকের দৈনন্দিন দু:খ দূর্দশার খসড়া সরকারের কাছে পৌঁছে দিত। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বানিয়ে লোকের কাছে তার রোজকার দু:খের গল্প শুনতে চাওয়া যাতে সবটা ডেটাবেসে যায়। টই খুললে অনেকে অনেক কিছু লিখতে অসুবিধা বোধ করে তাই অ্যাপ্লিকেশন বললাম। তার পর সেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া। এমন ১০০ টা কমেন্টও কিন্তু অনেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন